Sunday, January 1, 2023

কওমি মার্কেটে ৬ দিনব্যাপী ইসলামি বইমেলা

ফাতেহ ডেস্ক:

দেশের সর্ববৃহৎ বইনগরী হিসেবে প্রসিদ্ধ বাংলাবাজারের কওমি মার্কেটে ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলা উপলক্ষে দেশের বিখ্যাত ইসলামি লেখকগণ উপস্থিত থাকবেন। বইমেলাকে কেন্দ্র করে ৬ দিনব্যাপী মেলা কর্তৃপক্ষ বই পাঠকদের জন্য ব্যাপক আয়োজন করেছে।

মেলায় যেসব আয়োজন থাকছে—

  • বইমেলা জুড়ে থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার।
  • বিক্রয়-মূল্যের ওপর ১০% পর্যন্ত অতিরিক্ত মূল্য ছাড়।
  • মিশর, বৈরুত ইন্ডিয়া ও পাকিস্তানের বইয়ে আকর্ষণীয় মূল্য ছাড়।
  • মেলায় প্রতিদিন দেশবরেণ্য লেখকদের আগমন ও অটোগ্রাফ প্রদান।
  • প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
  • প্রতিদিন উপস্থিত কুইজের মাধ্যমে পঞ্চাশজনকে পুরস্কার প্রদান।
  • বই কিনে কূপনের মাধ্যমে হাজার হাজার টাকার পুরস্কার জেতার সুযোগ।
  • প্রতিদিন অসংখ্য গিফট-সহ আরও নানান আয়োজন।

কুপনের মাধ্যমে বই

৫০০ টাকার কুপন বিজয়ী পাবেন: হাদীস ভিত্তিক ফাতাওয়া ও মাসাইল, খেলাফতে বনু উমাইয়া, জামালাইন, রিয়াজুস সালেহীন।

৩০০ টাকার কুপন বিজয়ী পাবেন: তাওযিহুল কুরআন, সিরাতে মুস্তফা, ইসলামের ইতিহাস, বিশ্ব সভ্যতা, জুমাআর বয়ান।

১০০০ টাকার কুপন বিজয়ী পাবেন: মুসলিম উম্মাহর ইতিহাস, ইসলাম ও আমাদের জীবন, সিরাত বিশ্বকোষ, মেরকাতুল মাফাতিহ।

বই কিনে বইয়ের ছবি তুলে জিতে নিন বয়ান বিশ্বকোষ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ

ফরিদ এন্টারপ্রাইজ, ইত্তিহাদ পাবলিকেশন, মাকতাবাতুল আযহার, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল হিজায, দারুত তিবইয়ান, সঞ্চালন প্রকাশনী, দারুল ইলম, আল ইমদাদ, মক্তব প্রকাশন, রাইয়ান প্রকাশন, নাদিয়াতুল কুরআন প্রকাশনী, দারুস সুন্নাহ, আল আযহার, মাকতাবাতুল হেরা, মাকতবাতুল ক্বলব, আমাদের স্বপ্ন, ফাতিহ প্রকাশন, শরিফ বুক হাউস, বই উৎস, বইকেন্দ্র, মাকতাবাতুল মাদীনাহ, আল ইখলাস পাবলিকেশন, মাকতাবাতুস সুন্নাহ, সমাহার বইকেন্দ্র, পুনরায় প্রকাশন, মাকতাবাতুল আহাদ, কুতুবখানায়ে জামিয়া, তালীমুল উম্মাহ প্রকাশনী, কিতাবঘর.কম, দারুল মুআল্লিফ, দারুল কুরআন, মাকাবাতু ইব্রাহিম, আশরাফিয়া বুক ডিপো, কানন, আরিশ প্রকাশন, মেশক, নাশাত পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুত তাকওয়া, চেতনা প্রকাশন, সিজদাহ পাবলিকেশন।

The post কওমি মার্কেটে ৬ দিনব্যাপী ইসলামি বইমেলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/

No comments:

Post a Comment