Wednesday, March 31, 2021

করোনার টিকা ছাড়াই রমজানে ওমরা করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের রমজানে করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবর আরব নিউজের।

টিকা গ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সৌদি মন্ত্রণালয় এক টুইটারে জানায়, রমজানের সময় ওমরাহ পালনের অনুমতি লাভের জন্য টিকা গ্রহণের শর্তটি প্রযোজ্য হবে না।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রজমানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

করোনাভাইরাসের ১১টি ঘটনা জানার পর সৌদি আরবের বিভিন্ন স্থানে ১১টি মসজিদ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনা শনাক্ত হয়েছে ৫৮৫টি, আর বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী রয়েছে ৫,২৫৫ জন। এদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা সঙ্কটজনক। দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩,৯০,০০৭।

 

The post করোনার টিকা ছাড়াই রমজানে ওমরা করা যাবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

ইজরাইলে দূতাবাস খুলছে বাহরাইন, নিন্দা জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইজরাইলে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজতান্ত্রিক বাহরাইন সরকার। ইজরাইলে নিয়োগ দেওয়ার জন্য বাহরাইনের আলে খলিফা সরকার এরই মধ্যে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে হামাস মুখপাত্র হাজেম কাসেম বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছে তারা বারবার তারই চর্চা করছে।

হামাস মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে মধ্যপ্রাচ্যে ইজরাইল লাভবান হবে; এই চুক্তি আরব রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করবে না।

তিনি আরও বলেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইজরাইলকে আরো বেশি উৎসাহিত করবে।

গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তালমিলিয়ে বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবকি করার চুক্তি সই করে। এ কাজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা পালন করেন।

সূত্র: পার্সটুডে

 

The post ইজরাইলে দূতাবাস খুলছে বাহরাইন, নিন্দা জানাল হামাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/

বইমেলার সময় কমালো একাডেমি, ক্ষুব্ধ প্রকাশকরা

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে অমর একুশে বইমেলার সময় আড়াই ঘণ্টা কমিয়ে ৯টার পরিবর্তে সাড়ে ৬টা করেছে বাংলা একাডেমি। বুধবার মেলার ১৪তম দিনে এই সিদ্ধান্ত কার্যকর করে একাডেমি কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকাশকরা।

তাদের মতে, এতে প্রকাশনা ব্যবসা চরম ঝুঁকির মুখে পড়বে। বেলা ৩টার দিকে মেলা শুরুর পর থেকে প্রায় ৬টা পর্যন্ত অলস সময় কাটান স্টল ও প্যাভিলিয়নে কর্মরতরা। সন্ধ্যা ৬টার পর মেলা জমে উঠে।

আর এ সময়টাতে মেলার প্রবেশদ্বার বন্ধের ঘোষণা দিয়ে প্রকাশকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বাংলা একাডেমি। করোনার সংক্রমণ যেহেতু বাড়ছে সেহেতু মেলা শুরুর সময়টা পিছিয়ে দিয়ে বন্ধের সময়টাও বাড়িয়ে দেওয়া হোক।

৩ ঘণ্টা মেলা যদি করতেই হয় তাহলে বিকাল ৫টা থেকেই মেলা শুরু করা উচিত। কারণ ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ জনশূন্য থাকে। যে সময় বিক্রি শুরু হয় সে সময়ে মেলা বন্ধের এমন সিদ্ধান্তে প্রকাশকরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

বাংলা একাডেমির সিদ্ধান্তের প্রতিবাদে এদিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রতিবাদী পদযাত্রা করে প্রকাশকরা। এতে সময় প্রকাশনীর কর্ণধার ও জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, কাকলীর নাসির আহমেদ সেলিম, অনুপমের মিলন নাথ, অন্বেষার শাহাদাত হোসেন, পার্ল-এর হাসান জায়েদী তুহিন, নালন্দার রেদওয়ানুর রহমান জুয়েল, তাম্রলিপির একেএম তরিকুল ইসলাম রনি, পললের খান মাহবুব, মুক্তচিন্তার শিহাব বাহাদুর প্রমুখ অংশ নেন।

ফরিদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী যেখানে বলেছেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে হবে এবং সেই লক্ষ্যেই একটা নির্দেশনা মেনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। তাছাড়া দেশের প্রায় সব মার্কেট এবং দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। কিন্তু যে কোনো বাণিজ্যিক অঞ্চল থেকে বইমেলা অনেক বেশি নিরাপদ হওয়া সত্ত্বেও একাডেমি কর্তৃপক্ষ কোনো ধরনের আলোচনা ও পরামর্শ না করে হঠাৎ করে মেলা সাড়ে ৬টা পর্যন্ত চালু রাখার সময় বেঁধে দিয়েছে। এটা একেবারে অযৌক্তিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বইমেলার নীতিমালারও পরিপন্থি। কেননা, মেলার সময়সীমা পরিবর্তন ও মেলা-সংক্রান্ত যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে হলে প্রকাশকদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই নিতে হবে।’

বিষয়টি নিয়ে আজ বিকাল সাড়ে ৩টায় জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিস্তারিত জানাবে।

The post বইমেলার সময় কমালো একাডেমি, ক্ষুব্ধ প্রকাশকরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae/

লকডাউনে যাচ্ছে তুরস্ক, রমজানে বন্ধ থাকবে রেস্টুরেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

আবার লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার। এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।

দেশটির প্রেসিডেন্ট এরদোগান জানান, রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

The post লকডাউনে যাচ্ছে তুরস্ক, রমজানে বন্ধ থাকবে রেস্টুরেন্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%ae/

চোখের জলে বিদায়!

ফাতেহ ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো- চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (৩১ মার্চ) বাদ মাগরিব যশোর মনিরামপুর জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে বড়ছেলে মাওলানা সুহাইল আহমদের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, বারিধারা মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি লুৎফুর রহমান ফারুকী, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি ইয়াহ‌ইয়া, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা ইসহাক কামাল প্রমুখ।

জানাযার পূর্বে জামিয়া ইমদাদিয়া মাদানীনগর, মনিরামপুর, যশোরের মুহতামিম হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেবের মেজো ছেলে মাওলানা রশিদ আহমদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

The post চোখের জলে বিদায়! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f/

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক:

আল-হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, সাবেক এমপি ও মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুরুব্বী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ বুধবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইলমে হাদিসের একজন মহান শিক্ষক, অসংখ্য আলেমে দ্বীনের সুযোগ্য ওস্তাদ, বহু সংখ্যক মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। ইখলাস, কুরবানী, সভ্যতা, ভদ্রতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, দৃঢ়তা, কলাণকামিতা, ফিকরে উম্মত ছিল তাঁর চিরাচরিতগুণাবলী। দীর্ঘ ৪ দশকেরও বেশী সময়ের একজন সত্যিকারের অভিভাবক মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. আজ না ফেরার মিছিলে শরীক হলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তারা বলেন, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। মন্ত্রী ও একাধিক বার সংসদ সদস্য হয়েও তাঁর মধ্যে কোন অহংবোধ ছিল না। সর্বদা দেশ, জনগণ ও ইসলামের কল্যাণ এবং কওমী শিক্ষার উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। ইসলাম ও দেশের পক্ষে যে কোন আন্দোলনে তিনি সামনের সাড়িতে থাকতেন। ২০১৩ সালে হেফাজতের নাস্তিক বিরোধী আন্দোলনের পর দীর্ঘ কারাবাস করেছেন। এমন দরদী অভিভাবককে হারিয়ে আমরা শোকাহত, ব্যথিত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভক্ত, ছাত্র, কর্মী সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে কায়মানো বাক্যে মিনতি করছি- ‘আয় আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাওসের সম্মানিত মেহমান করে নিন’। আমীন।

The post মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8/

আলোর পথের রাহবার (চতুর্থ পর্ব) 

[হযরত মাওলানা সাইয়িদ আবুল হাসান আলি নদবি (র)-এর জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণ]
মূল : মুহাম্মাদ হাসান আনসারি
ভাষান্তর : মওলবি আশরাফ
ওস্তাদ ও মুরুব্বি 
হযরত মাওলানা আবুল হাসান আলি নদবি (রহ)-এর পড়ালেখায় হাতেখড়ি হয় মাওলানা সাইয়িদ আজিজুর রহমান (রহ)-এর কাছে। শায়খ খলিল মুহাম্মদ আল ইয়ামানি ও বিশ্বজোড়া খ্যাতিমান শায়খ তকিউদ্দিন আল হিলালি (রহ) তাঁর আরবি ভাষার ওস্তাদ ছিলেন। হাদিস পড়েছেন মাওলানা হায়দার হাসান খাঁ সাহেব ও মাওলানা হুসায়ন আহমদ মাদানি (রহ)-এর কাছে। সাইয়িদ সুলায়মান নদবি (রহ)-এর কাছে দর্শনশাস্ত্র পড়েছেন। আর তাফসিরের পাঠ নিয়েছেন মাওলানা আহমদ আলি সাহেব লাহোরি (রহ) থেকে, যিনি আপ্রাণ দীনের সেবক, প্রভাবশালী সুবক্তা ও উঁচুমাপের কোরআন-বিশারদ হিসেবে বিশ্ববিখ্যাত।
হযরত মাওলানা তাঁর ঈমান ও বস্তুবাদের সংঘাত কিতাবে লেখেন :
‘মাওলানা মানাজির আহসান গিলানি (রহ)-এর রীতিমাফিক শাগরেদ হওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু তাঁকে নিজের ওস্তাদ ও মুরুব্বি হিসাবেই জানি।’
১৯৩১ সালে মাওলানা আহমদ আলি লাহোরি (রহ)-এর ওস্তাদ মাওলানা গুলাম মুহাম্মদ ভাওয়ালপুরি দীনপুরু (রহ)-এর হাতে বায়আত হওয়ার সৌভাগ্য হয়। দীনপুর বর্তমান পাকিস্তানের সীমান্ত এলাকায় উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। ১৯৪৬ সালে আমি ওস্তাদের ইশারায় মাওলানা আবদুর রহিম রায়পুরি (রহ)-এর খলিফা মাওলানা আবদুল কাদির রায়পুরি (রহ)-এর হাতে বায়আত হই।
কারওয়ানে জিন্দেগী কিতাবে ‘লাহোর ও দেওবন্দে অবস্থান’ অধ্যায়ে তিনি লেখেন —
‘১৯৩০ থেকে ১৯৩১ সালের মধ্যে লাহোরে দুই দুইবার হযরত মাওলানা আহমদ আলি সাহেবের সান্নিধ্যে গিয়েছি। ১৯৩০ সালে যেবার গিয়েছি, ঘটনাক্রমে সেসময় তাঁর নির্দেশনায় পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। (শা’বান থেকে জিলকদ মাস পর্যন্ত মাদরাসা থেকে গ্রাজুয়েট শিক্ষার্থীদেরকে শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হতো, এবং নিয়মতান্ত্রিক পরীক্ষাও হতো।) কিন্তু তারপরেও মাওলানা আমাকে আলাদা সময় দিয়েছেন, আমি তার কাছে সুরা বাকারার প্রথমাংশ পড়েছি।… পরের বছর লাহোর গিয়ে ‘হুজ্জাতুল্লাহিল বালিগা’-এর ক্লাসে অংশ নিয়ে পরীক্ষা দিই, এবং উত্তীর্ণ হই। ওই সময় আমি তাঁর হাতে বায়আত হওয়ার ইচ্ছা প্রকাশ করি, কিন্তু তিনি বিনয় ও ইখলাসের অনন্য গুণের ধারক হওয়ায় নিজের বদলে হজরত খলিফা গুলাম ভাওলপুরির সান্নিধ্যে আমাকে পরিচয়পত্র দিয়ে খানপুর জেলায় পাঠান। হজরত খলিফা সাহেব তখন নব্বই ঊর্ধ্ব বয়সী ছিলেন, এবং পাঞ্জাব ও হিন্দুস্তানের বড় বড় আলেমদের দৃষ্টিতে— (যাঁদের মধ্যে মাওলানা আশরাফ আলি থানবি মাওলানা মাদানি ও মাওলানা রায়পুরি রহিমাহুমুল্লাহ শামিল আছেন)— খুবই উচ্চ মর্যাদাসম্পন্ন পির ও সাহেবে নিসবত বুজুর্গ ছিলেন।… আমার মনে পড়ে না আরব-অনারব ভ্রমণে তাঁর চেয়ে আলোকিত কোনো ব্যক্তিত্বের দেখা পেয়েছি। হজরত খলিফা সাহেব আমাকে বায়আত করে আমার আলোর পথের রাহবার হন, এবং হৃদয়গ্রাহী উপদেশ দিয়ে কৃতার্থ করেন। এ ঘটনা ১৯৩১ সালের। এর পরের বছর আমি দেওবন্দে মাওলানা মাদানির সংস্পর্শে হাজির হই।’
মাওলানা রাবে হাসানি বলেন, ‘হজরত মাওলানা আবুল হাসান আলি নদবি আল্লামা সুলায়মান নদবির খুব প্রিয় সাগরেদ ছিলেন। তিনি তাঁর ইলম ও বাচনকৌশল থেকে ঋদ্ধ হন। এবং আল্লামা শিবলি নোমানির শৈলী ও বাচনভঙ্গি রপ্তকরণ নয় শুধু বরং নিজের প্রায়োগিক ক্ষেত্রেও এনেছেন।’
(সূত্র : মাখুযাযে তা’মিরে হায়াত, ২৫ নভেম্বর ১৯৯৫)
মওলবি সাইয়িদ মাহমুদ হাসান নদবি ‘সালাসিলে আরবাআ’ কিতাবে লিখেন,
হজরত মাওলানা সাইয়িদ আবুল হাসান আলি নদবি পির-আউলিয়াদের তরিকা চিশতিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া ও সোহরাওয়ার্দিয়ার— চার তরিকারই পির থেকে বায়আত ও এজাজত নিয়েছিলেন।

The post আলোর পথের রাহবার (চতুর্থ পর্ব)  appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa/

ভূমি দিবসে ফিলিস্তিনিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমি দিবস উপলক্ষে হাজার-হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও ইজরাইলের অভ্যন্তরে বিক্ষোভ করেছে। মঙ্গলবার ভূমি দিবসের ৪৫তম বার্ষিকীর স্মরণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনিরা ১৯৭৬ সাল থেকে ৩০ মার্চকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে। এ দিনে ইজরাইলের অভ্যন্তরে অবস্থানরত ফিলিস্তিনি নাগরিকরা ইজরাইলের ভূমি-দখল নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। ওই দিন ইজরাইলের নিরাপত্তা বাহিনী ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল।

ইজরাইলের অভ্যন্তরে বসবাস করা ফিলিস্তিনিরা দেশটির ২০ শতাংশ জনগণ। এ ফিলিস্তিনিরা ১৯৪৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ইজরাইলের নিরাপত্তা বাহিনীর সামরিক আইনের মধ্যে ছিলেন। তারা ফিলিস্তিনি জাতীয়তাবাদের চেতনার কথা বলা জন্য কারফিউ ও গ্রেফতারসহ বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করেছিলেন।

এ মঙ্গলবারের ভূমি দিবসে ফিলিস্তিনিরা ১৯৭৬ সালে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এ বিক্ষোভের সময় পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ১০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি সৈন্যরা। তাদেরকে রামাল্লাহ, হেবরন, জেনিন, সালফিট, নিলিন, নাবলুস ও সেবাসটিয়া থেকে গ্রেফতার করা হয়।

গত বছর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভূমি দিবসের বিক্ষোভ বাতিল করা হয়েছিল।

 

The post ভূমি দিবসে ফিলিস্তিনিদের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে চীন। বৈশ্বিক মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত হওয়া প্রতিবেদনে বলা হয়েছে— প্রধানত উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বছরজুড়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে চীন।

১০ লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দি করে রাখা হয়েছে। নারীদের বন্ধ্যা, ধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায় এবং ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের প্রতি বছরই এমন প্রতিবেদন দরকার পড়ে। ১৮০টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে এই প্রতিবেদনে।

ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেন, বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে পাওয়া এসব তথ্য বলে দিচ্ছে— মানবাধিকার অব্যাহতভাবে ভুল পথে চলে যাচ্ছে।

তিনি বলেন, মানবাধিকার রক্ষায় আমাদের কূটনীতির সব উপায় ব্যবহার করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।

কাজেই কলাকৌশলের মধ্যে বৈশ্বিক ম্যাগনিটসকি আইনের অধীন তাদের ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ারও আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক।

তবে জিনজিয়াংয়ে সব ধরনের মানবাধিকার হরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

The post উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2/

আ. লীগ ছাড়লেন আবদুল কাদের মির্জা

ফাতেহ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।  এই পদে তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।

The post আ. লীগ ছাড়লেন আবদুল কাদের মির্জা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল

ফাতেহ ডেস্ক:

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে। এদিন দুপুর ১২টায় (অনলাইনের মাধ্যমেwww.gstadmission.ac.bd) এ আবেদন শুরু হবে, চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য- এই তিন বিভাগের পরীক্ষা হবে তিন দিনে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ-৭.৫০ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ -৭.০০ থাকতে হবে। প্রত্যেক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে।

প্রাথমিক আবেদনকারীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল এবং চূড়ান্ত আবেদনের বিষয়ে পরবর্তীতে ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আগামী ১৯ জুন এ ইউনিটের (বিজ্ঞান), ২৬ জুন বি ইউনিটের (মানবিক) ও ৩ জুলাই সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত।

The post গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80-2/

Tuesday, March 30, 2021

নারায়ণগঞ্জে হেফাজতের মামলার আসামি বিএনপির মৃত নেতা!

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে হেফাজতের মামলার আসামি করা হয়েছে বিএনপির এক মৃত নেতাকে। ওই নেতার নাম আলী হোসেন প্রধান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত রোববার হেফাজতের ডাকা হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। পুলিশ ৫টি আর র‍্যাব ১টি মামলা দায়ের করে এসব মামলার ১৩৬ জন এজাহার নামীয় আর অজ্ঞাত আসামি করা হয় ৩ হাজারের বেশি।

একটি মামলার আসামি করা হয় জালকুড়ি মাইজপাড়া এলাকার মৃত আলমাছ প্রধানের ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী হোসেন প্রধানকে। অথচ তিনি ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকাবস্থায় মারা যান৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর৷ যে বছর তিনি মারা যান সেই বছরেরই ৩ নভেম্বর নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেফতার হন তিনি৷ পরে কারাগারে বন্দী অবস্থাতে তার মৃত্যু হয়৷

বিএনপির এ নেতা মারা যাওয়ার চার বছর পর সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলার ৭ নম্বর আসামি হয়েছেন তিনি।

হেফাজতের ডাকা হরতালে আলী হোসেনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন থানার এস আই (নিরস্ত্র) কাজল চন্দ্র।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার খবর প্রকাশ হওয়ার পর নারায়ণগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, আলী হোসেন প্রধান গত চার বছর আগে রাজনৈতিক মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে মামলায় আসামি করা হয়েছে, যা তুঘলকি কাণ্ড ছাড়া আর কিছু না।

 

The post নারায়ণগঞ্জে হেফাজতের মামলার আসামি বিএনপির মৃত নেতা! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae/

স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে: প্রধান বিচারপতি

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, যথাযথ স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনা সংক্রমণ বাড়ছে।

বুধবার (৩১ মার্চ) সকালে অবকাশকালীন ছুটি শেষে ভার্চুয়াল আপিল বিভাগের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি এ উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বলেন, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আদালতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যথায় করোনা সংক্রমণ বাড়তেই থাকবে। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার কারণেই করোনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে বিচারক এবং আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের কালো কোর্ট ও গাউন পরতে হবে না। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

ওইদিন রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমত সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

The post স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে: প্রধান বিচারপতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95/

মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক

ফাতেহ ডেস্ক:

আজ ভোর ৫টায় আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি, দেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস (র.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের নেতৃবৃন্দ।
দেশের সকল মসজিদ ও মাদরাসায় উলামায়ে কেরাম ও তালিবে ইলমদেরকে তাঁর জন্য কুরআন খতম ও বিশেষ দু‘আর অনুরোধ জানানো হয়েছে।

আল্লাহ তা‘আলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।

The post মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস: সংক্ষিপ্ত জীবন ও কর্ম

ফাতেহ ডেস্ক:

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ১৫ জানুয়ারি ১৯৫২ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইসমাইল ও মাতা নূর জাহান বেগম। আলিয়া মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাযিল এবং কওমী থেকে দাওরায়ে হাদীস পাশ করেন। ১৯৭৬ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে ‘মুফতি’ ডিগ্রি লাভ করেন। তিনি যশোর মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ৩ ছেলে ও ৪ মেয়ে।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের সবচেয়ে পুরানো ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামে নেতা। তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। তন্মধ্যে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ ওয়াক্কাস তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর যোগ দেন জাতীয় পার্টিতে এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচননে জাতীয় পার্টির সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সাল থেকে ২০১৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলমে বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর নির্বাহী সভাপতি। ২০১৭ সালে জমিয়ত বিভক্ত হলে তিনি একাংশের সভাপতি নির্বাচিত হন।

মুফতি ওয়াক্কাস ৩১ মার্চ ২০২১ সালে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

The post মুফতি মুহাম্মদ ওয়াক্কাস: সংক্ষিপ্ত জীবন ও কর্ম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8/

বর্ষীয়ান ইসলামি রাজনীতিবিদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ৩১ মার্চ ভোর ৪.৩০মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মুফতি ওয়াক্কাস স্বাধীন বাংলাদেশের প্রথম দেওবন্দী এমপি ও মন্ত্রী।

The post বর্ষীয়ান ইসলামি রাজনীতিবিদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac/

আলোর পথের রাহবার (৩য় পর্ব)

[হযরত মাওলানা সাইয়িদ আবুল হাসান আলি নদবি (র)-এর জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণ]
মূল : মুহাম্মাদ হাসান আনসারি
ভাষান্তর : মওলবি আশরাফ
কোরআন দিয়ে শিক্ষাজীবনের সূচনা 
হযরত মাওলানা তাঁর রচিত ‘দাওয়াতে ফিকর ও আমল’ কিতাবে লিখেন :
‘আমি কোরআনের এক নগন্য তালেবে ইলম। আমার শিক্ষাজীবন কোরআন পাঠ দিয়েই শুরু হয়েছে। মহান আল্লাহ আমার ভাগ্যে এমন এমন ওস্তাদ দিয়েছেন, যাঁদের ইমানের প্রকৃত স্বাদ ও কোরআনের প্রকৃত মর্ম উপলব্ধ হয়েছিল। শায়খ খলিল বিন মুহাম্মদ ইয়ামানি (রহ) কোরআন মাজিদ পড়াতেন ও তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ত। আমার মনে প্রথম যে-বিষয়টি রেখাপাত করেছিল, তা তাঁর দরদ মাখা স্বর। এ আমার সৌভাগ্য যে, একদম প্রথম শিক্ষক হিসেবে এমন একজনকে পেয়েছিলাম যিনি নরম দিলের মানুষ এবং খুব মায়া করতেন। তিনি আমাকে কোরআন মাজিদের কিছু সুরা পাঠ করান। বিশেষ করে আল্লাহর একত্ববাদের সুরাসমূহ পড়ানো শুরু করেন।… তারপর লাহোর গিয়ে মাওলানা আহমদ আলি (রহ)-এর কাছে কোরআন মাজিদ পুরোটা পড়ি। এখানেও যে-বিষয়টি আমাকে প্রভাবিত করে, তা তাঁর কোরআনের নির্দেশমাফিক জীবনযাপন।… কয়েকদিন দারুল উলুম দেওবন্দেও ছিলাম।… মাওলানা সাইয়িদ হুসাইন আহমদ মাদানি (রহ)-এর কাছে আর্জি করেছিলাম যে,— ‘যে-সমস্ত আয়াতে আমার প্রশ্ন জাগে, যার সমাধান সাধারণ তফসিরের কিতাবে পাওয়া যায় না, সেই সব আয়াত আমি আপনার সামনে পেশ করব।’  তিনি আমাকে শুক্রবার সময় দিতে পারবেন জানান। এইভাবে আমি তাঁর থেকে উপকৃত হওয়ার সুযোগ পাই।
মাওলানা সাইয়িদ সুলায়মান নাদবি (রহ) থেকেও উপকৃত হওয়ার সামান্য সুযোগ পাই। তারপর দারুল উলুম নদওয়াতুল উলামায় ওস্তাদ হিসেবে নিযুক্ত হই, তখন বিশেষভাবে কোরআন মাজিদের ক্লাস আমাকে দেওয়া হয়।
আঁচে করদাম হামা আয দওলতে কুরআঁ করদাম— যা কিছুই করেছি, কুরআনের অফুরন্ত দৌলত থেকেই করেছি।
আমার লেখার তানা বানা [১২] কোরআন মাজিদ থেকেই তৈরি হয়। আমি সবচেয়ে বেশি কোরআন থেকে তত্ত্ব নিই, তারপর ইতিহাস থেকে। এবং আমি ইতিহাসকে কোরআনেরই তফসির মনে করি।
রাজস্থানের কাফেলা টঙ্ক মসজিদে এক ভাষণে আলি মিয়াঁ নদবি বলেন :
সাইয়িদ আহমদ শহীদ (রহ)-এর ভাতিজার পৌত্র হযরত মাওলানা সাইয়িদ আবদুর রাজ্জাক কালামি— যিনি এই এলাকাতেই থাকতেন, তিনি ‘ফুতুহুশ শাম’ কিতাবের অনুবাদ করে ‘সমসামুল ইসলাম’ নাম দেন। তার মাঝে পঞ্চাশ হাজার শে’র (দ্বিপদী কবিতা) ছিল। সেখানে যুদ্ধের চিত্র এমনভাবে বর্ণনা করা হয়েছে যে, আমাদের পরিবারে এবং সম্ভবত এই এলাকাতেও নিয়ম ছিল— যখনই কেউ কোনো দুর্ঘটনার মুখে পড়ত, বিশেষ করে মহিলাদের কারো যদি সন্তান বা স্বামী ইন্তেকাল করে, তাহলে তাঁকে শক্ত হবার জন্য ওষুধ হিসেবে ‘সমসামুল ইসলাম’ পড়তে দেওয়া হতো। স্পষ্ট মনে আছে, বাড়িতে সব মহিলারা একত্র হতো, আমার হাফেজা খালা খুব আবেগ উদ্যমে তা পড়ে শোনাতেন।
আমরা ছোটরা পয়সা আনার জন্য মায়েদের কাছে আসতাম। মন চেয়েছে, চলো মা’র কাছ থেকে পয়সা এনে কিছু কিনে আনি। কিন্তু এখানে এসে মনের নকশা পালটে যেত। চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ত। এবং চেহারার রঙ এমন হয়ে যেত যেন আমরা যুদ্ধের ময়দানে সশরীরে হাজির, চারদিকে চিরনিদ্রায় শায়িত শহীদেরা। পয়সা চাওয়ার আর সাহস হত না। নিজেরাও শোনার জন্য বসে যেতাম। [১৩]
আলি মিয়াঁ নদবির তালিম ও আত্মশুদ্ধির নির্দেশনার ক্ষেত্রে বড়ভাই ডক্টর মাওলানা সাইয়িদ আবদুল আলি ও মা খায়রুন্নিসা বেহতর (রহ)-এর হেদায়াত ও উপদেশমূলক চিঠিপত্রের বড় ভূমিকা ছিল। তাঁর মা যেসমস্ত অনুশাসনমূলক চিঠিপত্র লিখেছেন, তার একটি নমুনা :
আলি!
তুমি কারো কথায় চলবে না। যদি আল্লাহর সন্তুষ্টি কামনা কর এবং আমার হক আদায় করতে চাও, তাহলে ওই সমস্ত মহাপুরুষদের দিকে লক্ষ্য কর যাঁরা ইলমে দীন অর্জনের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন এবং দেখ তাঁদের কী সম্মান ছিল।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি সাহেব, শাহ আবদুল আজিজ সাহেব, শাহ আবদুল কাদির সাহেব, মওলবি মুহাম্মদ ইবরাহিম সাহেব এবং তোমার মুরুব্বি খাজা আহমদ নাসিরাবাদি সাহেব ও মওলবি মুহাম্মদ আমিন সাহেব (রহমাতুল্লাহি আলাইহিম) প্রমুখদের দেখ, যাঁদের জীবন ও মরণ ছিল ঈর্ষণীয়। কেমন শানশওকতে দুনিয়া উপার্জন করেছেন। এবং কী আশ্চর্য সুন্দরতার সাথে ইহজীবন ত্যাগ করেছেন।
এই সম্মান কীভাবে অর্জন করতে হয়, তাঁদের জীবনকর্ম থেকে শিখো।  ইংরেজি পড়ে প্রভাব প্রতিপত্তির অধিকারী তোমাদের বংশে অনেকেই হয়েছে এবং হবে, কিন্তু তাঁদের মতো দু’জাহানেই সম্মান ও মর্তবার অধিকারী কেউ নেই।…
আলি, আমার যদি একশ সন্তানও থাকত, আমি তাদের এই শিক্ষাই দিতাম। এখন তুমি আছ। আল্লাহ তায়ালা আমার নেক নিয়তের ফল দিলে তোমার থেকেই একশ সন্তানের কর্ম ও উৎকৃষ্টতা পাব। এবং রত্নগর্ভা হিসেবে আমি পাব ইহকালে ও পরকালে চেহারায় ঔজ্জ্বল্য ও সুনাম।
আল্লাহ কবুল করুন। আমিন, সুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন।
এই চিঠি ওই সময় লেখা, যখন আলি মিয়াঁ নদবির ইংরেজি পড়ার প্রতি ঝোঁক উঠেছিল এবং মেট্রিক কোর্সের বই শেষ করে ইন্টারমিডিয়েটের বই পড়া শুরু করেছিলেন। এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, এরই মধ্যে এই চিঠি এতটাই প্রভাবিত করেছিল যে, তিনি ইংরেজি পড়া ছেড়ে দেন।…
কিন্তু ওই অল্পসময়ের চর্চাতেই তিনি ইংরেজি ভাষায় অসামান্য দক্ষ হয়ে উঠেছিলেন।
টীকা :
[১২] কাপড় বোনার আড়াআড়ি ও লম্বালম্বি সুতা।
[১৩] তা’মিরে হায়াত, জানুয়ারি ২৫, ১৯৯৪

The post আলোর পথের রাহবার (৩য় পর্ব) appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

মসজিদে তারাবি পড়া যাবে, ইফতার করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক :

মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। গত বছরের ন্যায় এবারও করোনার মহামারির মধ্যেই মুসল্লিদের ইবাদত-বন্দেগি করতে হবে। এ জন্য নির্দেশনাও জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

দেশটিতে করোনায় সংক্রমণ হঠাৎ বাড়তে থাকায় তা রোধে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।

নির্দেশনাগুলো হলো-

-পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

-হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

-বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

-মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

– ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

– ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

-বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।

-পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

The post মসজিদে তারাবি পড়া যাবে, ইফতার করা যাবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ab/

২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫০৪২ 

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন।  এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন।

২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় এমন ফলাফল পাওয়া গেছে।

মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে সুস্থ হয়েছেন ২১৬২ জন।  এ নিয়ে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন সুস্থ হলেন।

একদিনে শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও সংক্রমণ বেড়েছে।

The post ২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫০৪২  appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করলেন আল্লামা আবদুল আউয়াল

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খ আল্লামা আব্দুল আউয়াল। গতকাল নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে লাইলাতুল বরাত উপলক্ষে বক্তৃতা প্রদানকালে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমি অতিসত্বর সংবাদ সম্মেলন করে আমার এ পদত্যাগের কথা জানিয়ে দেব এবং অফিশিয়ালি পদত্যাগপত্র জমা দেব। আমার নেতৃত্বে আর কোন আন্দোলনে আপনাদেরকে আমি ডাকবো না। তবে সাধারন মুসলমান হিসেবে হেফাজতের একজন কর্মী এবং সমর্থক হয়ে কাজ করে যাব।

আল্লামা আবদুল আউয়াল বলেন, হরতালের দিন আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা এ মসজিদের ভেতরে বন্দি করে রেখেছিলেন। আমি শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারেনি এবং আন্দোলনে যোগ দিতে পারিনি। সেজন্য হেফাজতের কিছু কর্মী ও দায়িত্বশীলদের কাছ থেকে আমাকে অপ্রীতিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অথচ আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত বেরিকেড ডিঙিয়ে বের হওয়ার কোন পথ ও পন্থা আমার কাছে ছিল না। আমি যদি তখন বের হতাম তাহলে এই মসজিদের সামনে লাশ পড়ে যেত। মসজিদের এই দলগুলো ভেঙে চুরমার হয়ে যেত। কেননা আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। ওই মুহূর্তে আমার কিইবা করার ছিল?

নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব বলেন, গতকাল হেফাজতে ইসলামের যে দোয়া কর্মসূচি ছিল, আসরের পর ডিআইটি মসজিদে সে দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু আমি হরতালের দিন বের হতে না পারার কারণে, এ দোয়া কর্মসূচিতে কিছু অতি উৎসাহী লোক অংশগ্রহণ করেননি। তারা গিয়ে দেওভোগ মাদ্রাসায় দোয়ায় অংশগ্রহণ করেছে। এসবের ফলে তারা তো একপ্রকার আমাকে অযোগ্য বলেই প্রমাণ করেছে। অথচ আমি যদি সেদিন বের হতাম তাহলে আল্লাহর ঘর এবং কত নিরীহ মানুষের প্রাণ হুমকির মুখোমুখি হতো তা আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং আমি আর হেফাজত ইসলামের কোন নেতৃত্বে থাকছি না।

সবশেষে তিনি বলেন, তরুণদের জন্য আমার শুভকামনা রইল। আশা করি তাদের নেতৃত্বে হেফাজত ইসলাম বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

সূত্র : আওয়ার ইসলাম

The post হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করলেন আল্লামা আবদুল আউয়াল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be/

তুরস্ক-আজারবাইজান: পাসপোর্টবিহীন আন্তঃদেশীয় যাতায়াত চালু ১ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক ও আজারবাইজানের সরকার দুই দেশের মধ্যে পাসপোর্টবিহীন যাতায়াত চালু করতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে দুই দেশের নাগরিকরা উভয়দেশে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন বলে সোমবার এক বিবৃতিতে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘তুরস্ক প্রজাতন্ত্র ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে ২০২০ সালের ১০ ডিসেম্বর এক চুক্তি স্বাক্ষর হয়, যার ভিত্তিতে উভয় দেশের নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দুই দেশে সফর করতে পারবেন, যা ২০২১ সালের ১ এপ্রিল কার্যকর হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘তুরস্ক ও আজারবাইজানের নাগরিকরা দুই দেশে তাদের পাসপোর্ট ছাড়াই সরাসরি ভ্রমণ করতে পারবেন। তাদের শুধু নতুন জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।’ নতুন এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

সূত্র: ইয়েনি শাফাক

The post তুরস্ক-আজারবাইজান: পাসপোর্টবিহীন আন্তঃদেশীয় যাতায়াত চালু ১ এপ্রিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b/

৩ এপ্রিল থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু হবে ১৯ শা‘বান ১৪৪২ হিজরী, ৩ এপ্রিল ২০২১ ঈসাব্দ, শনিবার থেকে।

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয় এ বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিন।

উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমূখ সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, আগামী বুধবার ৩১ মার্চ থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু ছাত্রদের দাবীর মুখে তিনদিন পেছাল পরীক্ষা।

The post ৩ এপ্রিল থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6/

Monday, March 29, 2021

করোনা থেকে বাঁচুন, ১৮ নির্দেশনা মেনে চলুন

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।

২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

৩. পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করা হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে।

৬. বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

১০. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

১২. প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। এ ক্ষেত্রে মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

১৩. করোনাভাইরাসে আক্রান্ত বা করোনার লক্ষণ রয়েছে—এমন ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানা ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করতে হবে। অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের অধিক বয়সী ব্যক্তিদের বাসায় থেকে কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয়—এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১৭. হোটেল, রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে।

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময়ই বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

The post করোনা থেকে বাঁচুন, ১৮ নির্দেশনা মেনে চলুন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/

মোদিবিরোধী আন্দোলনে আহত ও আটককৃতদের তথ্য সংগ্রহে সেল গঠন

ফাতেহ ডেস্ক:

নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত ঘৃণা ও বিক্ষোভ কর্মসূচি এবং হরতাল পালনকালে আহত, গ্রেফতারকৃত ও ক্ষতিগ্রস্থ নেতা-কর্মীদের সহযোগিতা ও সহমর্মিতার লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, হেফাজতে ইসলামের দায়িত্বশীল ও দেশবাসীর প্রতি অনুরোধ জানানো যাচ্ছে, নিম্নোল্লেখিত তথ্য সংগ্রহ সেলের দায়িত্বশীলদের নিকট আহত, আটক কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মাদরাসা/প্রতিষ্ঠানের সঠিক তথ্য জানিয়ে সহযোগিতা করবেন ৷

তথ্য সংগ্রহ সেল:

মাওলানা ফজলুল করিম কাসেমী ( সমন্বয়ক)

মাওলানা আজিজুর রহমান হেলাল
01822109608

মাওলানা জয়মুল আবেদীন
01717191377

মাওলানা রবিউল ইসলাম
01718400003

মাওলানা আজিজুল হক
01716744862

মাওলানা জহিরুল ইসলাম
01681944863

মাওলানা আব্দুল্লাহ আলহাসান
01853334540

The post মোদিবিরোধী আন্দোলনে আহত ও আটককৃতদের তথ্য সংগ্রহে সেল গঠন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/

মোদিবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের প্রতি সমবেদনা বেফাকের

ফাতেহ ডেস্ক:

মোদিবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে চলমান আন্দোলনে নিহতদেরকে শহীদ বলেই সম্বোধন করা হয়। তাদের শাহাদাত কবুল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়।

 

The post মোদিবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের প্রতি সমবেদনা বেফাকের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/

দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় সংবাদ সম্মেলন

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২.৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, শহীদদের পারিবারিক নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

 

The post দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় সংবাদ সম্মেলন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%87/

Sunday, March 28, 2021

৩১ মার্চ থেকে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

আগামী বুধবার ৩১ মার্চ থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে। বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

‘আগামী বুধবার ৩১ মার্চ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ১৬ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৩১ মার্চ ২০২১ ঈসাব্দ, বুধবার। শেষ হবে ২৪ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার।

আল্লাহ তাআলা পরীক্ষার্থীদেরকে মনকে শান্ত করুন, পরিবেশ অনুকূল করুন এবং পূর্ণ্ এতমেনানের সাথে পরীক্ষায় অংশগ্রহণের তাওফীক দান করুন।’

The post ৩১ মার্চ থেকে হাইয়াতুল উলয়ার পরীক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2/

হেফাজতের নতুন কর্মসূচি

ফাতেহ ডেস্ক:

দিনশেষে নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে হরতালের সময় বাড়ানো হয়নি।

কর্মসূচির মাঝে রয়েছে আগামীকাল সোমবার (২৯ মার্চ) দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করবেন তারা।

আজ রোববার (২৮ মার্চ) বিকালে দেশব্যাপী সফল হরতাল পালন শেষে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ কর্মসূচি ঘোষণা করেন।

 

The post হেফাজতের নতুন কর্মসূচি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%bf/

হরতাল সফল, আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে: বাবুনগরী

ফাতেহ ডেস্ক:

সারা দেশে স্বতস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা শান্তিপূর্ণ হরতালে সাড়া দেয়ায় দেশের জনগণ ও আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার আমাদের হাটহাজারী মাদ্রাসার শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন, পুলিশ বাহিনী বিশেষ করে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম গুলি করে ৭ জনকে নিহত করেছে। শহীদ করেছে। আরো অনেক আহত। একজন টেইলার। নিরীহ মানুষ। তাকেও নিহত করেছে। আরো শহীদ হয়েছে সারা দেশে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও হাটহাজারীসহ আমরা মোট ১৬ জনের নিহতের খবর পেয়েছি। এটা কোনো মামুলি কথা নয়। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশে হরতালের ডাক দেয়া হয়।

আলহামুদিল্লাহ আমাদের হরতাল সুশৃঙ্খল ছিল। শান্তিপূর্ণ ছিল। সফল ছিল। স্বতস্ফূর্তভাবে হরতাল পালন হচ্ছে।

কিন্তু বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনী এবং দলীয় ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করেছে। হামলা করেছে। আক্রমণ করেছে। আহত-নিহত করেছে। আমাদের হেফাজতের নায়েবে আমীর, আল্লাহর অলি মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ সাহেবের উপর হামলা করেছে।

এই ১৬ জন নিহত হওয়া ছাড়াও আরো অনেক আহত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি এ হামলা যেন বন্ধ করে। যারা নিহত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারের। যারা আহত হয়েছে তাদের ভালো চিকিৎসা চালানোর জন্য যে টাকা-পয়সা দরকার সেটা সরকারের পক্ষ থেকে দিতে হবে।

যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিভিন্ন মাদরাসায় হামলা করেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া, দারুল আরকাম, রাজধানীর ফরিদাবাদ মাদরাসা, ঢাকার যাত্রাবাড়ী ও সাইনবোর্ড মাদরাসায় হামলা করেছে সরকারের পেটোয়া বাহিনী।

এগুলো যেন অবিলম্বে বন্ধ করে। আর যদি এভাবে হামলা চলতে থাকে, এবং আমাদের নেতাকর্মীদের যদি আহত করা হয়, নিহত আহত করা হয়, হেফাজতের দাবি দাওয়া যদি দাবী পূরণ করা না হয়, তাহলে পরামর্শ সাপেক্ষে হেফাজতের পক্ষ থেকে কঠিন কর্মসূচি দেয়া হবে।

এই হরতাল পালনে সারা দেশের জনগণ ও আলেম-ওলামারা সাড়া দিয়েছে। এইজন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। এ সময় পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানিয়ে দেয়া হবে।

এরপর উপস্থিত সকলকে নিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন হেফাজতের এই আমীর।

The post হরতাল সফল, আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে: বাবুনগরী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0/

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুজন নিহত

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালনের আরও দুইজন নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপরজন হলেন আলামিন (১৯)। তিনি সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের সফী আলীর ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীসের আঘাত, সেটি ময়নাতদন্ত না করলে বলা যাবে না।

The post ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুজন নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8/

‘আর কাউকে হত্যা করা হলে বাংলাদেশ অচল করে দেয়া হবে’

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, ‘আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, আবার যদি গুলি চলে, আর যদি কোনো ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’

রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে ১টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী পান্ডাদের। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করল। মনে রাখবেন, এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না, বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না।’

মামুনুল হক বলেন, ‘হাটহাজারীতে, বি.বাড়িয়ায় আমার ভাইয়ের রক্ত পান করেছেন। পির সাহেবকে রক্তাক্ত করেছেন। নির্বিচারে গুলি ছুড়ছেন। এরপরেও কি আপনাদের রক্ত পিপাসা মেটেনি? এভাবে গোটা বাংলাদেশের জনগণকে খুন করে আপনারা কি রামরাজত্ব চালাতে চান?’

তিনি বলেন, ‘আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করছি। রক্ত ঝরিয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো-দমানো যাবে না। আবার যদি আমার কোনো ভাইয়ের রক্ত ঝরে, হত্যা করা হয়, আর একটি যদি গুলি ছোড়া হয়, তাহলে গোটা দেশকে অচল করে দেওয়া হবে।’

তিনি নেতাকর্মীদের বিশৃঙ্খল না করার জন্য ও বহিরাগতদের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং জোনায়েদ আল হাবিব।

The post ‘আর কাউকে হত্যা করা হলে বাংলাদেশ অচল করে দেয়া হবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/

পীর সাহেব মধুপুর এবং মাওলানা বশীর আহমদ গুলিবিদ্ধ

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত সারা দেশব্যাপী হরতাল পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

আজ রোববার ২৮ মার্চ দুপুর ১২ টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের শিকারিপারা এলাকায় পিকেটিং চলাকালীন সময় গুলিবিদ্ধ হোন আল্লামা আব্দুল হামিদ। গুলিবিদ্ধ হওয়ার পরের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে সূত্র মারফত জানা গেছে, মুন্সীগঞ্জ সৈয়দপুর মাদরাসার মুহতামিম মাওলানা বশীর আহমদ সাহেবও গুলিবিদ্ধ হয়েছেন।

 

The post পীর সাহেব মধুপুর এবং মাওলানা বশীর আহমদ গুলিবিদ্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2/

করোনাভাইরাসে আক্রান্ত মুফতি ফয়জুল্লাহ

ফাতেহ ডেস্ক:

ইসলামী ঐক্যজেটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে মারুফ আল হাসান আজ রোববার সকালে এ তথ্য ফাতেহকে নিশ্চিত করেছেন।

মারুফ আল হাসান বলেন, বাবা গত দশদিন ধরে জ্বরে ভুগছেন। দীর্ঘ সময় জ্বরাক্রান্ত থাকায় করোনা টেস্ট করানো হয়। গতকাল সন্ধ্যায় ফল পজেটিভ আসে।

মারুফ আল হাসান জানান, তার বাবা চট্টগ্রামের একটি হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

The post করোনাভাইরাসে আক্রান্ত মুফতি ফয়জুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%81/

Saturday, March 27, 2021

ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের রাজধানী মাকাসারের একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। রোববার (২৮ মার্চ) সকালের প্রার্থনা চলাকালে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপান।

রয়টার্সকে তিনি বলেন, ‘হামলার সময় গির্জাটিতে রোববারের প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।’

‘হতাহতের সংখ্যা কত— তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কারা এ হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’

তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দক্ষিণ সুলাওয়াসি পুলিশ। হামলার পর ভিডিওচিত্রে দেখা গেছে, ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যানচলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

The post ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d/

মেডিকেল ভর্তি : প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ডিজিটাল আইনে মামলা

ফাতেহ ডেস্ক:

রাজধানীসহ সারাদেশে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব ও প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অধিদফতর।

এ বিষয়ে গত ২৪ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী মহল, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের বিভিন্ন মাধ্যম (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমো) মাধ্যমে শতভাগ কমন সাজেশন- বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ কাজ অবশ্যই জনস্বার্থের পরিপন্থী।

সতর্কবার্তায় আরও বলা হয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সবসময়ই সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে বর্তমান সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহলও সজাগ হয়েছেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় সকল সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যেই সকল মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় ওভারসাইট কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরকে এ ব্যাপারে মন্ত্রণালয় সর্বদা নির্দেশনা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের কার্যক্রম এগিয়ে চলেছে। ইতোমধ্যেই সকল আইন প্রয়োগকারী সংস্থাকে জনস্বার্থ পরিপন্থী অনৈতিক কর্মকান্ড রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।

কেউ গুজব ছড়ালে স্বাস্থ্য অধিদফতর/স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কন্ট্রোলরুম- টেলিফোন ০২২২২২৮৫৯৩৩, ০২২২২২৯৭২৫৩ এবং মোবাইল নাম্বার ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ জানানো হয়। একইসঙ্গে প্রতারণার জালে পা না দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে পরীক্ষায় নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য ছাত্র-ছাত্রীদের উপদেশ দেয়া যাচ্ছে।

The post মেডিকেল ভর্তি : প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ডিজিটাল আইনে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81/

শান্তিপূর্ণভাবে হরতাল পালনে প্রশাসনের সহযোগিতা চায় হেফাজত

ফাতেহ ডেস্ক:

শান্তিপূর্ণভাবে হরতাল পালনে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এছাড়া নেতাকর্মীদের প্রতিও শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জেহাদি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘হরতাল এ দেশে সবাই করে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই হরতাল ডাকিনি। ইমানি তাগিদে আমরা হরতাল ডেকেছি। আমাদের মুসলমান ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, এ জন্য হরতাল ডেকেছি। প্রশাসন ও সরকারকে আমাদের প্রতিপক্ষ মনে না করে শান্তিপূর্ণ হরতাল করতে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর কাছে অনুরোধ, শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করুন। হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারি যাতে না হয়।’

সংঘাতমূলক কোনো কর্মসূচি তাদের ছিল না দাবি করে নুরুল ইসলাম বলেন, ‘তারা চাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে প্রতিহত করতে বিমানবন্দর ঘেরাও করতে পারতেন। কিন্তু সেটা তারা করেননি। এরপরও ছাত্রলীগ, যুবলীগ ও হেলমেটবাহিনী তাদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা করেছে, যা দুঃখজনক।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক বলেন, ‘নতুন এক সংস্কৃতি দেখছি বাংলাদেশে। যখনই কোনো পক্ষ দাবি-দাওয়া নিয়ে রাজপথে আসে, তখন তাদের প্রতিহত করার জন্য হেলমেটবাহিনী নামে নতুন এক বাহিনী তৈরি করা হয়েছে। এই হেলমেটবাহিনী বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিরীহ–নিরস্ত্র জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধে মাঠে নামছে। গতকালও বায়তুল মোকাররমে প্রকাশ্যে পুলিশের সামনে সরকারদলীয় ছাত্র-যুব সংগঠনের সন্ত্রাসীরা পিস্তল, রামদা, কিরিচ নিয়ে রাজপথে মহড়া দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই।’

মামুনুল হক বলেন, ‘আগামীকাল (রোববার) ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) কোনো কর্মসূচি নেই। সে কারণে তাদের হরতালের দিন ক্ষমতাসীন দলের কাউকে তারা রাজপথে দেখতে চান না, কোনো হেলমেটবাহিনীকেও দেখতে চান না।’

হেফাজতে ইসলামের এই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘তারা যেন আমাদের কর্মসূচিতে বাধা দেয়ার কোনো ধরনের অপচেষ্টা না চালায়। আমরা আজও লক্ষ করেছি, রাজধানীর বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে। আগামীকালও যদি তারা রাস্তায় অবস্থান গ্রহণ করে, সে ক্ষেত্রে স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি হতে পারে। যদি এ ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে, এর জন্য সরকারকে দায় বহন গ্রহণ করতে হবে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মামুনুল হক বলেন, ‘তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চান। সে লক্ষ্যে তাদের যেন সহযোগিতা করা হয়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়- ওষুধের গাড়ি, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

এদিকে হেফাজত ইসলামের এই হরতাল কর্মসূচিকে ঘিরে দেশের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। হেফাজতে ইসলাম তাদের কর্মসূচি যেকোনো মূল্যে সফল করার ঘোষণা দিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

The post শান্তিপূর্ণভাবে হরতাল পালনে প্রশাসনের সহযোগিতা চায় হেফাজত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%be/

হেফাজতে ইসলামের হরতালে বিএনপির নৈতিক সমর্থন

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের ডাকা আজকের সকাল-সন্ধ্যার হরতালে নৈতিক সমর্থন থাকবে বিএনপির। সেই সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র সংগঠন আজ সারা দেশে বিক্ষোভ করবে।

এছাড়াও সোম ও পরের দিন মঙ্গলবার দুদিন বিক্ষোভ সমাবেশ-মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপি।

শনিবার বিকেল তিনটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ বাসা থেকে অংশ নেন।

স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, হেফাজতের ডাকা রোববারের হরতালে সরাসরি সমর্থনের পক্ষে-বিপক্ষে মতামত আসে। এই অবস্থায় মাঝামাঝি অবস্থানে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম ও বিবাড়িয়ার হতাহতের ঘটনায় গতকাল শুক্রবার তাৎক্ষণিক স্থায়ী কমিটির ভার্চুয়াল জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদ আগামী ২৯ মার্চ ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৩০ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের দিনে দেশে বিভিন্ন স্থানে মানুষ হত্যা ও পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রোববার জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বিক্ষোভ করবে।’

হেফাজতে ইসলাম বাংলাদেশ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে-এই কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন আছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল করছি স্বাধীনতা দিবসের দিনে মানুষকে হত্যা করার প্রতিবাদে। প্রত্যেকটা সংগঠন ও নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিবাদ বা তার মত প্রকাশ করবার। সেই মত প্রকাশ করায় যখন গুলি করা হয়েছে আমরা সেইটার প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি বলেন,‘ তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহবান করে সেটা যৌক্তিক তো বটেই। সরকার যদি তাকে প্রতিহত করবার বা বন্ধ করবার অগণতান্ত্রিক অথবা হঠকারী হুমকি দেয়- সেটা হবে একেবারেই হঠকারী ব্যবস্থা। এখানে কোনো অবাঞ্চিত পরিস্থিতির সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

 

The post হেফাজতে ইসলামের হরতালে বিএনপির নৈতিক সমর্থন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac/

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি, নিহত ৫

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দনপুরের হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), সদর উপজেলার কাউসার মিয়া (২৪) ও জোবায়ের (১৪)।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুস শামস ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মিয়া ও জোবায়ের নামে দুইজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়া নামে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

The post ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি, নিহত ৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-2/

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি, নিহত ৩

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে পুলিশ-বিজিবির গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নিহতরা হলেন- বাদল মিয়া (২৬), জুর আলম (৩৫) ও সুজন (২৫) ও কাওসার (২০)। নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজন মারা গেছে। তারা সবাই গুলিবিদ্ধ।

The post ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি, নিহত ৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87/

মোদিবিরোধী আন্দোলনে মুসলিম হত্যা, বিচার চায় ইসলামী ঐক্যজোট

ফাতেহ ডেস্ক:

গতকাল ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভকারীদের উপর হামলা ও হতাহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, দেশের উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানাচ্ছি। দ্বীনি আন্দোলনে অনুপ্রবেশকারীরা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে উলামায়ে কেরামের উপর দোষ চাপাতে না পারে সেই দিকে সতর্ক সৃষ্টি রাখার অনুরোধ করছি।

বিবৃতিতে তিনি চলমান আন্দোলনে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

The post মোদিবিরোধী আন্দোলনে মুসলিম হত্যা, বিচার চায় ইসলামী ঐক্যজোট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2/

নির্বাচনী তোড়জোড়েই হামাসের ৩ বিখ্যাত নেতাকে আটক করেছে ইজরাইল

ন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে তিন বিখ্যাত হামাস নেতাকে গ্রেফতার করেছে ইজরাইলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে বলেন, ফিলিস্তিনি আইন প্রণেতা ও হেবরনে হামাসের উচ্চপদস্থ নেতা হাতেম কাফেইসাকে (৫৮) ইজরাইলি সেনাবাহিনী গ্রেফতার করেছে।

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইসা আল জাবারি (৫৫) ও একজন উচ্চপদস্থ হামাস নেতা মাজেন আল নাটসাকেও (৪৯) গ্রেফতার করা হয়েছে।

এ তিন নেতা এর আগেও বহুবার ইজরাইলি সেনাদের মাধ্যমে গ্রেফতার হয়ে জেলে ছিলেন।

মে মাসে ঘোষিত ফিলিস্তিনের নির্বাচনকে সামনে রেখে ইসলজরাইল হামাসের সদস্যদের গণহারে গ্রেফতার করছে। ইজরাইলি এ পরিকল্পনার ব্যাপারে হামাস সতর্কও করেছে।

ফেব্রুয়ারিতে হামাসের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আছেন মুস্তফা আল-সানার, আদনান আসফর, ইয়াসের মনসুর, খালিদ এল-হাজ, আব্দেল বাসেত এল-হাজ, ওমর আল-হানবালি ও ফাজি সাওয়াফতে।

হামাস বলছে, ইজরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের নির্বাচনকে ব্যাহত এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাচ্ছে।

হামাস আরো অভিযোগ করেছে যে ইজরাইলি কর্তৃপক্ষ তাদের সদস্যদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে যে যদি তারা সামনের নির্বাচনে দাঁড়ায় তাহলে তাদের জেলে ঢোকানো হবে।

২২ মে ফিলিস্তিনিদের আইনসভার (সংসদ) নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন ৩১ জুলাই আর জাতীয় কাউন্সিল নির্বাচন ৩১ আগস্ট।

২০০৬ সালে ফিলিস্তিনে সর্বশেষ আইনসভার (সংসদ) নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post নির্বাচনী তোড়জোড়েই হামাসের ৩ বিখ্যাত নেতাকে আটক করেছে ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8/

মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশীদেরকে ভুয়া নিউজের স্বাদ দিলেন মোদি: শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ততার বিষয়ে পভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের প্রতিবাদ করেছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কংগ্রেসের এমপি শশী থারুর। খবর এনডিটিভি।

শুক্রবার বিকেলে বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ড মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পাশাপাশি এ সময় তিনি বলেন, ‘আমি এখানকার তরুণ প্রজন্মের আমার ভাই ও বোনদের খুব গর্বের সঙ্গে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া আমার জীবনের প্রথম আন্দোলনগুলোর মধ্যে একটি ছিল। আমার বয়স তখন ২০-২২ বছর ছিল, যখন আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেফতার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’

‘অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা আকুলতা এখানে ছিল, ততটা আকুলতা সেখানেও ছিল। এখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত জঘন্য অপরাধ ও নৃশংসতার চিত্রগুলো আমাদের বিচলিত করত এবং রাতের পর রাত বিনিদ্র করে রাখত।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার এক টুইটবার্তায় শশী থারুর বলেন, ‘বাংলাদেশের মানুষকে ভুয়া নিউজের আস্বাদ দিলেন মোদি। সবাই জানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কার ভূমিকা প্রধান ছিল।’

 

The post মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশীদেরকে ভুয়া নিউজের স্বাদ দিলেন মোদি: শশী থারুর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

হেফাজতের হরতালে সমর্থন দিল বাংলাদেশ জাতীয় দল

ফাতেহ ডেস্ক:

আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঘোষিত হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।

আজ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে আমার দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। আমরা এই হরতালে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। হরতালে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব।

The post হেফাজতের হরতালে সমর্থন দিল বাংলাদেশ জাতীয় দল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%a6/

মাদরাসাছাত্রদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : জাফরুল্লাহ

ফাতেহ ডেস্ক:

মাদরাসাছাত্রদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হরতাল ডাকা মৌলিক অধিকার। হেফাজতের হরতালে বাধা দেবেন না। তিনি হরতালে সবাইকে সমর্থন দেয়ার আহবান জানান।

এ সময় আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, নুরুল হক নুর প্রমুখ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

The post মাদরাসাছাত্রদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : জাফরুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

হরতাল হবে শান্তিপূর্ণ, বাধা দিলে দাঁতভাঙা জবাব : মামুনুল হক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আজ ও আগামীকাল আমাদের কর্মসূচিতে যদি সন্ত্রাসী পেটোয়া বাহিনী হামলা করে বাধা দেয়, সন্ত্রাসের ভয়াল রাজত্ব কায়েম রাখার চেষ্টা করে তবে গোটা বাংলাদেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নেমে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আর এর দায় সরকারকেই নিতে হবে।’

রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মামুনুল হক বলেন, ‘চট্টগ্রামে কাল আমাদের চারজন ভাই শহীদ হয়েছেন। তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের পথে পথে ফের হামলা করা হয়েছে। আমাদের আহত সন্তানরা চিকিৎসা পর্যন্ত পায়নি। যে কারণে আজ বিক্ষোভ হচ্ছে। কাল টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন যে এমন বিষাদময়, দুঃখজনক হবে তা ভাবিনি। আমাদের সন্তানদের রক্তে মানচিত্র রক্তাক্ত হয়েছে। আমরা তা কেউ চাইনি। আমরা শুরু থেকেই নরেন্দ্র মোদিকে এনে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে কলঙ্কিত না করার জন্য সরকারকে সতর্ক করেছিলাম। তাকে বাংলাদেশে আনতে নিষেধ করেছিলাম, কিন্তু জানি না সরকার কোন দায়ে দায়বদ্ধ হয়ে তাকে আনলেন।’

তিনি আরও বলেন, ‘জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনতা রাজপথে নেমে এলে হেলমেট বাহিনী আর পালানোর জায়গা খুঁজে পাবে না।’

আমরা সুবর্ণজয়ন্তীর উদযাপনকে সম্মান রেখে কোনো কর্মসূচি দেইনি। কিন্তু বিনিময়ে আমরা কী পেলাম! রক্ত আর লাশ। বাধ্য হয়ে হেফাজত আমির কর্মসূচি দিয়েছেন, রাজপথে নেমে এসেছেন। আগামীকাল যদি আবারও হেলমেট পেটোয়া বাহিনী এভাবে বাধা দেয়, সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে তবে সারাদেশের সব শ্রেণীর মানুষ রাজপথে নেমে আসবে, বলেন মামুনুল হক।

দলের মহানগর সহ-সভাপতি আহমেদ আলী কাশেমী বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। হরতালে বাধা দেওয়া হলে কাল থেকেই সরকার পতনের ডাক দেওয়া হবে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি মাহফুজুল হক, মুফতি জসিম উদ্দিন, মুহিবুল্লাহ মাওলানা হাসান জামিল প্রমুখ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চলা বিক্ষোভে দেশের দুই স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মী নিহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় সংগঠনটি।

শুক্রবার (২১৬ মার্চ) এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।

The post হরতাল হবে শান্তিপূর্ণ, বাধা দিলে দাঁতভাঙা জবাব : মামুনুল হক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%be/

মোদি বিরোধী বিক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৪

ফাতেহ ডেস্ক:

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল থেকে সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন স্থানে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারীতে তৌহিদি জনতার বিক্ষোভে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় একই দিন দুপুর আড়াইটায় শহরের প্রধান সড়ক টিএ রোডে মাদরাসার শিক্ষার্থী ও তাওহিদী জনতা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় পুলিশি হামলায় শহরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে মুহাম্মাদ আশিক (২০) নামের এক তরুণ ইন্তেকাল করেন।

 

The post মোদি বিরোধী বিক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/