Monday, May 31, 2021

ধূমপানে করোনায় মৃ’ত্যুর ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছেন ধূমপায়ীরা। কারণ, ধূমপান প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস এক টু্ইটবার্তায় এই তথ্য জানিয়েছেন।

টেড্রস আধানম গেব্রিয়েসুস টুইটে বলেন, বর্তমান করোনা মহামারিতে ধূমপায়ীরা উচ্চ ঝুঁকিতে আছেন। আমাদের গবেষণা, ধূমপায়ীদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বেশি। ধূমপান শুধু করোনায় আক্রান্তের সম্ভাবনাই বাড়ায় না, বরং আক্রান্ত ব্যাক্তির কোনো শারীরিক সমস্যা বা জটিলতা থাকলে সেটিও বাড়িয়ে তোলে। ফলে আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। এ কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি কমাতে হলে ধূমপান ত্যাগের কোনো বিকল্প নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৩১ মে বিশ্বজুড়ে ধূমপান ও তামাকবিরোধী দিবস পালন করা হয়। তামাকমুক্ত পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে ১৯৮৭ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে ডব্লিউএইচও।

ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো নেটমাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন তিনি।

The post ধূমপানে করোনায় মৃ’ত্যুর ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0/

জিও নিউজের টক শো উপস্থাপনা থেকে হামিদ মীরকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনার জেরে দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরকে তার উপস্থাপিত টেলিভিশন অনুষ্ঠান থেকে অব্যাহতি দিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ। গত সপ্তাহে পাকিস্তানি এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্যের পর সোমবার তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হলো।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হামিদ মির বলেন, জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে সোমবার সন্ধ্যা থেকে তিনি আর ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন না। তারা বলছেন, তাদের ওপর প্রচণ্ড চাপ আসছে। তবে কে চাপ দিচ্ছে তার কিছুই জানাননি তারা।

এদিকে জিও নিউজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও হামিদ মিরকে অনুষ্ঠান উপস্থাপনা থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত সপ্তাহে সাংবাদিক আসাদ আলী তুরকে ইসলামাবাদে তার বাসভবনে অজ্ঞাত তিন ব্যক্তি এসে মারধর করে এবং তার কাজের জন্য সতর্কতা জানায়। আসাদ আলী তুর দেশটির সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদনের জন্য পরিচিত ছিলেন।শুক্রবার হামলার প্রতিবাদে ইসলামাবাদে এক বিক্ষোভ সমাবেশে হামিদ মির হামলার পেছনে থাকা দায়ী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার হুমকি দেন। হামলার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী ও সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ইঙ্গিত করেন তিনি।

হামিদ মির বলেন, ‘যদি আমাদের ঘরে ঢুকে আপনি হামলা করতে চান, ভালো। আমরা আপনার ঘরে ঢুকে হামলা করতে পারবো না কেননা আপনার বন্দুক-ট্যাঙ্ক রয়েছে। কিন্তু আপনার ঘরের ভেতরের অবস্থা আমরা প্রকাশ করে দেবো।’

পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময়জুড়েই দেশটিতে সামরিক শাসন ছিল। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের ওপরও বিভিন্ন বিষয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রভাব বিস্তার করে আসছে।

সূত্র : আলজাজিরা

The post জিও নিউজের টক শো উপস্থাপনা থেকে হামিদ মীরকে অব্যাহতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%8b-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/

৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রি ত্যান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রীপরিষদের মন্ত্রীরা জুন মাস থেকে পরবর্তী দুই মাস পর্যন্ত মোট তিন মাস বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামনের সারির কর্মী ও মালয়েশীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে বেতন নেয়া থেকে বিরত থাকবেন তারা। দেশটির অন্যতম প্রধান সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

সোমবার মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দূর্যোগ ত্রাণ তহবিলে তাদের এই বেতনের অর্থ প্রেরণ করা হবে।

সকল স্তরে প্রচেষ্টা ও দায়বদ্ধতা পালনের প্রশংসা করে তিনি বলেন, পুরো সরকার ও পুরো জনগণের মাধ্যমে মহামারি মোকাবিলার পদ্ধতিতে সরকার জোর দেয়া অব্যাহত রাখবে। মঙ্গলবার থেকে সারা মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে মুহিউদ্দিন বলেন, ‘লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। এর সফলতা আপনাদের ও সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। চলাচল সীমিত করতে এবং করোনাভাইরাসের সংক্রমণের শেকল ভাঙতে সরকার প্রায় সকল অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।’

তিনি সবাইকে বাসায় থাকতে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সবসময় মেনে চলতে অনুরোধ জানান। তা না হলে মহামারি মোকাবেলায় যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা ব্যর্থ হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

The post ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার মন্ত্রীরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6/

করোনার ভারতীয় ভ্যারিয়েনন্টের নতুন নাম ‘ডেলটা ভ্যারিয়েন্ট’

আন্তর্জাতিক ডেস্ক:

আতঙ্কের নাম করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। এতো দিন এটি করোনার ভারতীয় ধরন নামে পরিচিত ছিল।

এই ধরনটির নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ নামে নামকরণ করেছে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড–১৯–বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন, কোভিডেন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কোনো দেশকে দায়ী করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেলটা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। মৃত্যু ও সংক্রমণ বেড়েছে।

ভারতের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ধরন।

The post করোনার ভারতীয় ভ্যারিয়েনন্টের নতুন নাম ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8/

কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে বলে সোমবার আলজাজিরা জানিয়েছে।

দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

The post কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be/

সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

নোয়াখালী ভাসানচরে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের পরিদর্শনকালে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার সকালে ইউএনএইচসিআর’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গাদের বিভিন্ন খোঁজখবর নিতে গেলে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় রোহিঙ্গারা।

এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে জানান তারা। এছাড়া নিম্মমানের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।

The post সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac/

তিন সন্তান নীতির ঘোষণা দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক:

তিন সন্তান নীতির ঘোষণা দিলো চীন। অর্থাৎ এখন থেকে দেশটির কোন দম্পতি চাইলেই সর্বোচ্চ তিনটি সন্তানের জন্ম দিতে পারবে।

এতোদিন পর্যন্ত দুইটির বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিলো বিশ্বের সবচেয়ে বেশি প্রায় দেড়শ’ কোটি জনসংখ্যার দেশটিতে। আজ সোমবার (৩১ মে) দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, জনসংখ্যা কাঠামোর উন্নয়ন এবং জাতীয় কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করে চীন। পরবর্তীতে ২০১৬ সালে ২ সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়।

২০১৭ সালে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো মাত্র ১ দশমিক ৫ ভাগ। দেরিতে বিয়ে, পরিবার ছোট রাখার ইচ্ছা এবং শিশু লালনপালনের অতিরিক্ত খরচের চিন্তায় সন্তান জন্মদানে আগ্রহী না চীনা দম্পতিরা। ফলে কর্মক্ষম জনবলের সংকটের কথাও জানান বিশেষজ্ঞরা।

The post তিন সন্তান নীতির ঘোষণা দিলো চীন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/

‘পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে’

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে যে কোনো এলাকায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে। এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, যেখানেই সংক্রমণের ঊর্ধ্বগতি হবে, সেখানেই লকডাউন দেওয়ার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এতে দেরি করলে সংকট তৈরির আশঙ্কা আছে। তাই লকডাউন দেওয়া উচিত, যাতে সারা দেশে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

The post ‘পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f/

রাজধানীতে নিজের বাসায় নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

 

The post রাজধানীতে নিজের বাসায় নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be/

Sunday, May 30, 2021

বাংলাদেশি পাসপোর্ট থেকে ইজরাইল বাদ: পক্ষ-বিপক্ষ

ইমরান আব্দুল্লাহ:

২২ তারিখ শনিবার আমরা হঠাৎ দেখলাম—ইজরাইলের সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্টে’ চমকে দেয়া একটি খবর বেরিয়েছে। খবরে লিখেছে, ‘বাংলাদেশ ইজরাইলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন এই অপ্রত্যাশিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গিলাদ কোহেন বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরাইল যেভাবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরোক্কো ও সুদানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে; দুদেশের সরকারের মধ্যে তেমন আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। এছাড়া কোহেন এক টুইটার বার্তায় জানিয়েছেন, ‘গ্রেট নিউজ! বাংলাদেশে ইজরাইলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ এবং আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব এ ব্যাপারে আরেকটু এগিয়ে এসে ইজরাইল সরকারর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে। যাতে আমাদের দুদেশের মানুষই উপকৃত ও উন্নতি করতে পারে।’

‘ইজরাইল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে এই পাসপোর্ট বৈধ’—বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে বাদ পড়েছে ‘ইজরাইল ব্যতীত’ কথাটি। এই খবরে হইচই পড়ে যায় দেশে। কেউ জানলো না, কেউ শুনলো না। সবাই যখন গাজায় ইজরাইলের বোমা বর্ষণ দেখে বিমর্ষ-বিধ্বস্ত, আল আকসায় যখন ইজরাইলি সেনাদের গুলিতে রক্তাক্ত হচ্ছে মুসল্লি, মসজিদ ও জায়নামাজ, ঠিক তখনই ইজরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হলো? তাহলে কী ভেতরে ভেতরে ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে বাংলাদেশ?

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ‘কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা না হলেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশটির সাপ্তাহিক ব্লিটসকে জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ইহুদি রাষ্ট্র ইজরাইলে ভ্রমণের সম্ভাবনা তৈরি করতে নতুন সরবরাহ করা পাসপোর্টগুলোতে সুনির্দিষ্টভাবে “ইজরাইল ব্যতীত” কথাটির উল্লেখ থাকছে না।’

ফিলিস্তিন কী বলছে?

বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইজরাইল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে’ কথাটি বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক সেই একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। তবে পাসপোর্ট নিয়ে নতুন সিদ্ধান্তের খবর আমাকে অত্যন্ত মর্মাহত করেছে।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনের প্রসঙ্গটি এমন এক সময়ে এল, যখন গাজা ও এর আশপাশের এলাকায় নৃশংসতা অব্যাহত রয়েছে। এটা হওয়া উচিত ছিল না। কারণ, ইজরাইলি দখলদার বাহিনীর হাতে লেগে থাকা ফিলিস্তিনি শিশুদের রক্ত এখনো শুকায়নি। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের এই পরিবর্তন তো ইজরাইলের জন্য উপহার। খুশি হয়েই তো ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করেছে। এই সিদ্ধান্তে ভুল বার্তা গেছে।

বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। চূড়ান্ত সিদ্ধান্তটা বাংলাদেশই নেবে। পাসপোর্টে পরিবর্তন নিয়ে বাংলাদেশ সরকার যে ব্যাখ্যা দিয়েছে, তার সঙ্গে একমত নন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। তিনি বলেন, আন্তর্জাতিক মানের যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। তাহলে কি বাংলাদেশ ৫০ বছর ধরে পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখেনি?

বৈশ্বিক মানদণ্ডে মালয়েশিয়ার মতো দেশের পাসপোর্টের অবস্থান ২০তম উল্লেখ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, মালয়েশিয়ার পাসপোর্টে তো এখনো ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞার প্রসঙ্গটি আছে। তাহলে সে দেশের পাসপোর্টের মান এত ওপরে উঠল কীভাবে? রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টের এই পরিবর্তনের পেছনে কী ছিল, আমার জানা নেই। তবে অনুমান করি, গুটিকয় লোক এই কাজ করেছেন।’

বাংলাদেশ সরকারের সাফাই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মাস ছয়েক আগে বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট থেকে ইজরাইল প্রসঙ্গটি বাদ দেয়। সরকার বলছে, বাংলাদেশের নাগরিকদের ইজরাইল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন ই–পাসপোর্ট থেকে ইজরাইলের নাম বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি, পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি। কারণ, বাংলাদেশ এখনো ইজরাইলকে স্বীকৃতি দেয় না। ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অটুট আছে। উই ওয়ান্ট টু স্টেট সল্যুশন। প্যালেস্টাইন তার ১৯৬৭ সালের ম্যাপ অনুযায়ী তাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে জেরুজালেমকে রাজধানী করে। এটাই আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এটাই আমরা প্রমোট করি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ রাখতে গিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের কোনো দেশ এ শব্দটি ব্যবহার করেনি। এমনকি আরব অঞ্চলের দেশগুলোর পাসপোর্টেও এটি লেখা নেই। ই- পাসপোর্টে পরিবর্তন এলেও এমআরপিতে তা আগের মতোই রয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাসপোর্টের পরিবর্তন আন্তর্জাতিক রীতির কারণে করা হয়েছে। এতে কোনোভাবেই ইজরাইলের উল্লসিত হওয়ার কারণ নেই।ইজরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। পাসপোর্টে যা-ই লেখা থাকুক না কেন, বাংলাদেশিদের জন্য ইজরাইলে ভ্রমণ নিষিদ্ধ ও বন্ধই থাকছে। একইভাবে ইজরাইলি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসাও নিষিদ্ধ থাকবে।

পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে এটা হয়েছে।

বিরোধী দলের বক্তব্য

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইজরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের গাজা যখন মৃত্যুপুরী, সে সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইজরাইলে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘটনা বিশ্ব বিবেককে হতাশ করেছে।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে প্রবাসী সরকারের আমল থেকেই বাংলাদেশ স্বাধীনতাপ্রিয় ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, আত্মিক ও সম্ভাব্য সব ক্ষেত্র নিবিড়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ গভীর হতাশা, লজ্জা ও ক্ষোভের সঙ্গে বর্তমান অবৈধ, ভোটারবিহীন সরকার ফিলিস্তিনের নাগরিকদের ওপর ইজরাইলি হামলার বিরুদ্ধে একটি দায়সারা বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। এমনকি ইজরাইলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ফিলিস্তিনের গাজা নগরী যখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সে সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে দেশবাসী জেনেছে যে তৃতীয় দেশকে ব্যবহার করে ইজরাইল থেকে আড়িপাতার যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্রতিনিয়ত রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু জাতিসংঘ সরকারের ওই মিথ্যা অজুহাতকে নাকচ করে জবাব চেয়েছে সরকারের কাছে। তদন্তের দাবি জানিয়েছে বিশ্বের সব মানবাধিকার সংগঠনগুলো যৌথভাবে। সরকার জনগণের চোখে ধুলো দিয়ে এসব নীতিহীন ও অবৈধ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত।

উপসংহার

বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে এক সময় লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইজরাইল, তাইওয়ান অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা’ কথাটি।

পরে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানের নামটি ওই নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ গেলেও ইজরাইল থেকে যায়। কয়েক বছর আগে হাতে লেখা পাসপোর্ট থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর পরও আগের মতো প্রথম পৃষ্ঠায়ই লেখাটি ছিল। বর্তমানে ই পাসপোর্টে পরিবর্তন আনা হয়েছে। এতে লেখা হচ্ছে শুধু- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

The post বাংলাদেশি পাসপোর্ট থেকে ইজরাইল বাদ: পক্ষ-বিপক্ষ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

নাইজেরিয়ায় একদল মাদরাসা ছাত্র অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় নিজার প্রদেশের একটি মাদরাসা থেকে বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে অপহরণ করেছে। সম্প্রতি দেশটিতে স্কুলে হওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজেরিয়ার কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। খবির বিবিসির।

এক শিক্ষক জানিয়েছেন যে, কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে অন্য প্রতিবেদনগুলোতে এই সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হচ্ছে।

সবশেষ ঘটে যাওয়া ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিস ডে নামে একটি খবরের ওয়েবসাইটে জানানো হয়, অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে পুরো শহর চষে বেড়ায় এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে। মানুষজন তাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার পর তারা স্কুলে ঢুকে শিক্ষার্থীদের অপহরণ করে। স্কুলটিতে ছয় বছর থেকে শুরু করে ১৮ বছর বয়সী মেয়ে ও ছেলে শিশুরা এক সাথে পড়তো।

কর্তৃপক্ষ বলছে যে, হামলায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে এবং এতে একজন মারা গেছে। এছাড়া গাড়িতে করে ঘুরছিলেন এমন বেশ কিছু মানুষকেও অপহরণ করা হয়েছে।

 

The post নাইজেরিয়ায় একদল মাদরাসা ছাত্র অপহরণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/

ব্রেন ওয়াশের অভিযোগ তুলে যাজকদের আটক করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি চীনের হুবেই প্রদেশ থেকে ‘ব্রেন ওয়াশের’ সেমিনার করেছেন অভিযোগ দিয়ে চারজন খ্রিস্টান যাজককে আটক করা হয়। ইন্টারন্যাশনাল খ্রিস্টান কনসার্ন (আইসিসি) জানিয়েছে, খ্রিস্টানদের নির্যাতনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে।

জানা গেছে, চীনা কর্তৃপক্ষ আটক করেছে জিনজিয়াংয়ের বিশপ গুইসেপে ঝাং উইঝু-কে। ১৯৯১ সাল থেকে তিনি সেখানে বিশপ হিসেবে আছেন।

আইসিসি দাবি করেছে, বিশপসহ ১০ জন যাজককে আটক করে একটি হোটেলে রাখা হয়েছে। তাদেরকে একেবারে নির্জন জায়গায় রাখা হয়েছে। এর আগে ওই যাজকদের খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়াও শাহেকিয়াউ এলাকা থেকে অন্তত ১০ জন ছাত্রকে আটক করেছে চীনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড় শুরু হওয়ার আগ মুহূর্তে তিনজন সেখান থেকে পালাতে সক্ষম হন।

সূত্র : এএনআই

The post ব্রেন ওয়াশের অভিযোগ তুলে যাজকদের আটক করছে চীন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/

মিসরে বৈঠকে বসছেন হামাস প্রধান ও ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন তাণ্ডব চালানোর পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইজরাইলি বাহিনী। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইজরাইলি বাহিনীর মধ্যে এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে মিসর।

এবার হামাস ও ইজরাইলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করে গাজা, পশ্চিম জেরুজালেম, আল-আকসা, শেখ জাররাহ এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকের আয়োজন করেছে দেশটি। খবর আল-জাজিরার।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এ বৈঠকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ও ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নেবেন। তবে কবে, কোথায় ত্রি-পাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে তা জানায়নি মিসর।

তবে হামাস ও ইজরাইলি নেতাদের বৈঠক ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৩০ মে) কায়রো পৌঁছেছেন ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। সেখানে গিয়েই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে টুইটও করেছেন।

টুইট বার্তায় ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, প্রায় ১৩ বছর পর কায়রো সফরে এসেছি। সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমরা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি হামাসের জিম্মায় থাকা ইজরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে।

The post মিসরে বৈঠকে বসছেন হামাস প্রধান ও ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa/

ইমামকে পেটালেন আ’লীগ নেতা, হেফাজতের নেতা বানিয়ে মামলার হুমকি!

ফাতেহ ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হাসান আলী ওরফে হাসান মেম্বারের বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে প্রকাশ্যে সড়কের উপর গাড়ি থামিয়ে মসজিদের এক ইমামকে পেটানোর অভিযোগ উঠেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চাঁরাগাঁও সীমান্ত সড়কের উপর নিজ বাড়ির অদূরে হাসান মেম্বার মসজিদের ইমামকে পেটান। হাসান উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

শারীরিকভাবে মারধরের শিকার হয়েছেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা দারুল হেদায়েত হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম এবং মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।

এ ঘটনার আগে একই দিন একটি সালিশ বৈঠকে মাদকাসক্ত হয়ে প্রবেশ ও কথা বলা অবস্থায় ওই ইউপি সদস্যের একটি ভিডিওচিত্র ভাইরাল করেন স্থানীয়রা। এরপর মসজিদের ইমামকে পেটানোর ঘটনায় বিচার ও দল থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মী, সাধারণ লোকজন প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।

মারধরের শিকার মসজিদের ইমাম গণমাধ্যমকে জানান, উপজেলার সীমান্ত এলাকায় কথিত একটি মাজারে করোনাকালীন গান-বাজনার আয়োজন বন্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির উদ্দিনের সভাপতিত্বে জঙ্গলবাড়ি মোড়ে সালিশ বৈঠক বসে। মাদকাসক্ত হয়ে হাসান মেম্বার সালিশে আলোচনা চলাকালীন প্রবেশ করে বেসামাল কথাবার্তা বললে সালিশে থাকা লোকজন তাকে সালিশ বৈঠক থেকে বের করে দেন।

এদিকে সালিশ বৈঠকে থাকা মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক ভগ্নিপতিতে সঙ্গে নিয়ে নিজ প্রতিষ্ঠান ও নিজ বাড়ি বাঁশতলায় ফেরার পথে সড়কে মোটরসাইকেল থামান হাসান মেম্বার। মাওলানা ওমর ফারুক বলেন, মাদকাসক্ত অবস্থায় প্রকাশ্যে সড়কের উপর আমাকে হাসান মেম্বার কিলঘুষি মারতে থাকেন। প্রতিরোধে এগিয়ে আসায় আমার ভগ্নিপতি জালালকেও মারধর করেন তিনি। হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিলে কিংবা এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে হেফাজত নেতা বানিয়ে উল্টো আমাকে মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন ইউপি সদস্যের লোকজন।

 

The post ইমামকে পেটালেন আ’লীগ নেতা, হেফাজতের নেতা বানিয়ে মামলার হুমকি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/

ফিলিস্তিনে ইজরাইলি প্রোপাগান্ডার ফ্যাক্ট চেক

মুজিব হাসান:

ফিলিস্তিন-ইজরাইলের এবারের সংঘাতে মারাত্মক প্রোপাগান্ডা চালিয়েছে ইজরাইল; যা ভয়ংকর তথ্যসন্ত্রাসেরই নামান্তর। গাজায় প্রতিদিনই চলেছে ধ্বংসযজ্ঞ, ঘটেছে প্রাণহানি। এর জবাবে হামাস প্রতিরোধ হামলা করেছে। কিন্তু ইজরাইল একে ফিলিস্তিনের ‘আত্মঘাতী হামলা’ বলে অপপ্রচার চালিয়েছে এবং ইজরাইলের ওপর ‘সাংঘাতিক আক্রমণ’ হিসেবে দেখিয়েছে। মূলত ইজরাইল ফিলিস্তিনের ওপর এই হামলাকে সহনীয় করে তুলতে বিশ্বের চোখে ধুলো দিতে চেয়েছে। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক ভুল তথ্য ও ভুয়া খবর। এমন কিছু তথ্য ও খবর যাচাই করেছে বিবিসি। তাদের ভাষ্যমতে, এমন উসকানিমূলক অনেক ভিডিও, ছবি ও বক্তব্য ছড়িয়েছে, যেগুলো ভিন্ন ঘটনার বা আদৌ ঘটেনি। দুনিয়াজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এরকম কয়েকটি ভুয়া খবরের ফ্যাক্ট চেক নিচে পেশ করা হলো :

রকেট ছোড়ার নকল ভিডিও

গাজা থেকে ইজরাইলের দিকে লক্ষ্য করে ছোড়া রকেট বিস্ফোরণে ফিলিস্তিনিরা নিহত হয়েছে–এরকম দাবি করেছেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র অফির গেনডেলম্যান। টুইটারে একটি ভিডিও শেয়ার করে গেনডলম্যান বলেছেন, গাজার ঘনবসতি এলাকা থেকে ইজরাইলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। তাদের ছোড়া ২৫০-এর বেশি রকেটের এক তৃতীয়াংশ পড়েছে গাজায়। এর বিস্ফোরণেই নিহত হয়েছে ফিলিস্তিনিরা।

কিন্তু বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ভিডিওটি অনেক আগের এবং এটি গাজার নয়, সিরিয়ার। ২০১৮ সালে দেরা শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সরকারি বাহিনী অভিযান চালিয়েছিল। তখন তাদের রকেট ছোড়ার যে ভিডিও ধারণ করা হয়েছিল, এটি সেই ভিডিও।

টুইটার কর্তৃপক্ষ এই টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ হিসেবে চিহ্নিত করেছে। ফ্যাক্ট চেকে ক্লিপটি নিশ্চিন্ত হয়েছে সিরীয় যুদ্ধের বলে। পরে সমালোচনার মুখে পড়ে গেনডেলম্যান টুইটটি মুছে ফেলেছে

আয়রন ডোমের ধাপ্পাবাজি

ফিলিস্তিনের প্রতিরোধ হামলা ঠেকাতে ইজরাইল গড়ে তুলেছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আইরন ডোম’। এবারের আক্রমণে ইজরাইলি আইরন ডোমের প্রচুর তারিফ শোনা গেছে। ইজরাইলের দাবি, ৯০ ভাগ ক্ষেত্রে তাদের এই আইরন ডোম কার্যকর। কিন্তু বাস্তবতা কি তাই?

আল-জাজিরা গবেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদন দেখিয়েছে, আইরন ডোমের কার্যকারিতা মাত্র ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সীমিত। বাকিটা ইজরাইলি প্রোপাগান্ডা।

এর প্রত্যক্ষ প্রমাণ, এবার ইজরাইলি হামলার জবাবে গাজা থেকে ৪ হাজারের বেশি রকেট ছুড়েছে হামাস। ১১ দিনের সংঘাতে হামাস আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ হারে রকেট ছুড়েছে। ফলে দেখা গেছে, হামাসের ছোড়া অনেক রকেটই ইজরাইলের আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। অনেক রকেট আঘাত হেনেছে ইজরাইলি ভূখণ্ডে। এতে ইজরাইলের জানমালের ক্ষতি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেরিয়ে এসেছে আয়রন ডোমের দুর্বলতা।

আয়রন ডোমের এই দুর্বলতার কথা ইজরাইলের সামরিক বাহিনীর বিবরণেই উঠে এসেছে। এটা তাদের জন্য একটা বড় ধাক্কাই বটে। এমনকি ইজরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যেও এসেছে আয়রন ডোমের দুর্বলতার প্রসঙ্গ। আয়রন ডোম প্রতিরক্ষব্যবস্থা পুনরায় গড়ে তুলতে ইজরাইলকে যুক্তরাষ্ট্র সাহায্য করবেন বলে জানিয়েছে। ‘ভরসার’ জায়গা থেকে ধাক্কা লাগায় চোটটা একটু বেশিই পেয়েছে ইজরাইল।

জানাজা মিছিলের ভুয়া ভিডিও

ফিলিস্তিনে ইজরাইলি হামলায় কেউই নিহত হয়নি এবং নিহতদের যে জানাজা মিছিল দেখানো হয়, এর পুরোটাই ভুয়া–সোশ্যাল মিডিয়ায় সরব অনেক ইজরাইলি নেটাগরিক এরকম একটি জানাজা মিছিলের ভুয়া ভিডিও শেয়ার করে এই দাবি তুলেছে। তাদের বক্তব্য হলো, গাজায় ইজরাইলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে দাবি করে ফিলিস্তিনিরা তার ভুয়া জানাজা মিছিল করেছিল বিশ্ববাসীর সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে। ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টাও ওই ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গেছে, একদল তরুণ কাফনে মোড়ানো একজনের লাশ বয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ সাইরেনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা লাশ নিচে ফেলে দৌড়ে পালিয়ে গেল। তখন একা পড়ে থাকা লাশটিও উঠে কাফনের কাপড় সরিয়ে হাঁটা শুরু করল।

বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ভিডিও ২০২০ সালের মার্চ মাসে পোস্ট করা হয়েছিল। তখন খবর বেরিয়েছিল, কোভিড-১৯ রোধে দেওয়া বিধিনিষেধ এড়ানোর কৌশল হিসেবে জর্ডানের একদল তরুণ ভুয়া জানাজা মিছিলের অভিনয় করেছিল। এই ভাইরাল ভিডিওকেই গাজার ভুয়া জানাজা মিছিলের প্রমাণ হিসেবে হাজির করার চেষ্টা করেছে ইজরাইল।

গাজায় ইজরাইলি জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় যখন শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হচ্ছিল, সেইসময়ে এই ভিডিও প্রধান সোশ্যাল মিডিয়ার প্ল্যাপফর্মগুলোতে কয়েক শ বার শেয়ার করেছে ইজরাইলি আগ্রাসনের সমর্থক নেটাগরিকরা। ওই পোস্টগুলোতে ‘প্যালিউড’ (প্যালেস্টেনিয়ান হলিউড) হ্যাশট্যাগ দিয়েছে তারা।

ডামি ক্ষেপণাস্ত্রের ভুয়া ফুটেজ

ইহুদিদের হত্যা করার জন্য হামাস ফিলিস্তিনের বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ফিলিস্তিনিরা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইজরাইলবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে–এরকম একটি টুইট ব্যাপকভাবে শেয়ার করেছে ইজরাইলি আগ্রাসনের সমর্থক নেটাগরিকরা। একটি ভিডিও ফুটেজ-সংবলিত টুইটে এ মর্মে দাবি করা হয়েছে, গাজার রাস্তায় ট্রাক-বেসড ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে ফিলিস্তিনিদের সশস্ত্র গ্রুপ হামাস। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা গেছে। পোস্টদাতা ওই ইজরাইল সমর্থক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তার পোস্টে লেখেছে, আবারও আমরা দেখছি, ইহুদিদের হত্যা করার জন্য হামাস বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।

বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ডামি ক্ষেপণাস্ত্রের এই ফুটেজ হামাস নিয়ন্ত্রিত গাজার নয়। ভিডিওটি ফেসবুকে প্রথম আপলোড করা হয়েছিল ২০১৮ সালে ২৫ নভেম্বর। সেখানে ক্যাপশন লেখা ছিল, ইজরাইলের গ্যালিলির আবু সান শহর থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। ওপেন সোর্স অনুসন্ধানে বিশেষায়িত ব্রিটিশ প্রতিষ্ঠান বেলিংকাটের গবেষক এরিক টোলের বিবিসিকে বলেছে, ক্ষেপণাস্ত্রের ডামিগুলো ইজরাইলের সেনাবাহিনীর মহড়ায় ব্যবহার করা হচ্ছিল বলে তার ধারণা। পরে টুইটার থেকে ভিডিওটি মুছে ফেলা হয়েছে এবং ভুল তথ্যের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।

 

The post ফিলিস্তিনে ইজরাইলি প্রোপাগান্ডার ফ্যাক্ট চেক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa/

ফিলিস্তিন ও আল-কুদস নিয়ে ইজরাইলের দাবী অবৈধ

ইফতেখারুল হক হাসনাইন:

প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আন্তর্জাতিক আইনের আলোকে কোন ভূখণ্ডে কারো কর্তৃত্ব স্বীকার করার যে বৈধ নিয়ম ছিলো, তা ছিল বিজয়(Conquest)। তবে বিজেতা রাষ্ট্র সেই বিজিত ভূখণ্ডকে একিভূত (Annexation) করে নেয়া লাগবে। সেই নিয়ম অনুসারে ১৮৫৭ খ্রিস্টাব্দের পরে থেকে ভারতবর্ষকে ব্রিটিশ রাজত্বের অংশ বলে গণ্য করা হয়। এবং তাকে ব্রিটিশ ইন্ডিয়া বলা হতে লাগল। বৃটিশ রাণী ভারতবর্ষেরও রাণী হয়ে গেলো। এই নীতি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আন্তর্জাতিক আইনে স্বীকৃত ছিলো। তা-সত্ত্বেও ১৯৮২ ইংরেজিতে আমেরিকা এবং ফ্রান্স এক যৌথ চুক্তিতে এ-সিদ্ধান্ত গ্রহণ করলো যে—যুদ্ধ থ্রো অঞ্চল ও ভূখণ্ড বিজয় করা অবৈধ ও অগ্রহণযোগ্য। অল্প সময়েই অন্যান্য রাষ্ট্রও সেই চুক্তি ও তাদের সিদ্ধান্ত মেনে নিলো।

ফলে ১৯৮০ খ্রিস্টাব্দের প্যারিস চুক্তির পর থেকে বিজয়ের মাধ্যমে কোন অঞ্চলের Annexation কে আন্তর্জাতিক আইন হিসেবে বাদ দিয়ে দেয়া হল। এখন বিজেতা রাষ্ট্রকে দখলদার শক্তি (Occupying Power) ও বিজিত রাষ্ট্রকে দখলকৃত অঞ্চল (Occupied Territory) বলা হয়ে থাকে। এবং একটি নীতি নির্ধারণ হলো যে, যতক্ষণ দখল শেষ হবেনা ততক্ষণ যুদ্ধ অবস্থা বাকি থাকবে। এ কারণে এই নীতিও স্বীকৃত হলো—দখলদার শক্তির দখলকৃত এলাকার বসতি স্থাপন ও ভৌগোলিক স্বতন্ত্র ও সুদূর প্রসারী কোন পরিবর্তন আনতে সাধন করতে পারবে না। কেননা, শিগগির বা দেরীতে হলেও দখলদার শক্তির দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।

ঐতিহাসিকভাবে স্বীকৃত সত্য হলো, ইহুদীদেরকে রোমানরা খ্রিষ্টিয় প্রথম শতাব্দীতে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে দিয়েছিল। সেসময়ে আন্তর্জাতিক আইন ও প্রচলন অনুযায়ী বিজেতা শক্তি রোমান সম্রাজ্যের শাসন ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলো। ইংরেজি সপ্তম শতাব্দীতে ইসলামের খলিফা ওমর রাযি.-এর যুগে তার কর্তৃত্ব মুসলিমদের হাতে এসে গেলো। এই কর্তৃত্ব বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত স্থায়ী ছিলো। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা পরাজিত হলে ফিলিস্তিন ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of nations)ব্রিটেনকে ফিলিস্তিনের দখলদার হিসেবে স্বীকার করে এবং জাতিপুঞ্জের পক্ষ হয়ে সাময়িকভাবে ফিলিস্তিন প্রশাসন পরিচালনার জন্য ব্রিটিশ সরকারকে সাময়িক ম্যান্ডেট প্রদান করে। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিশেষ মর্যাদাসম্পন্ন ভূখণ্ড বা অঞ্চলের সাক্ষাৎ পাওয়া যায় যেগুলো পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র না হলেও তারা পরাধীন বা উপনিবেশ ছিল না। এগুলো হচ্ছে জাতিপুঞ্জের অধীন ম্যান্ডেটকৃত অঞ্চল ও জাতিসংঘের অধীন ট্রাস্টকৃত অঞ্চল।

১৯৪৮ সাল পর্যন্ত এ-অঞ্চল ব্রিটিশদের হাতে ‘আমানত’ হিশেবেই ছিলো। ব্রিটিশরা তাদের হাতে দেওয়া ‘আমানত’ শুধু রক্ষাই না করলেন না; ভরপুর ‘খেয়ানত’ও করলেন।

এদিকে অভিশপ্ত ইহুদিরা ব্রিটিশ গভর্নমেন্টের ওপর চাপ সৃষ্টি করে একটি ইহুদি রাষ্ট্র (তাদের ভাষায় Jewish National Home)গঠনের জন্য। ব্রিটিশরা ১৯১৭ সালে বেলফোর ডিক্লারেশন (ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নাম অনুসারে)-এর মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য ‘ইজরাইল’ রাষ্ট্র গঠন করার অঙ্গীকার করে। রাষ্ট্র গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণ ইহুদি ফিলিস্তিনে না থাকায় ব্রিটিশরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে আসে এবং ফিলিস্তিনিদের বিতাড়ন করতে থাকে।অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চেষ্টা করতে থাকে। ফিলিস্তিনিদের জমিজমা ইহুদিরা দখল করে নেয়। ১৯২২ সালে ইজরাইলে ইহুদি ছিল মাত্র ১২ শতাংশ, ১৯৩১ সালে তা হয় ২৩ শতাংশ, আর ১৯৪৭-এ তা বেড়ে দাঁড়ায় ৩২ শতাংশে।

ফিলিস্তিনে ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনকে কেন্দ্র করে ইহুদি ও আরবদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ব্রিটিশ সরকার ১৯৪৭ সালের নবগঠিত জাতিসংঘকে একটি চিঠি দেয় পরবর্তী সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন ইস্যুকে এজেন্ডাভুক্ত করে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সুপারিশ গ্রহণ করতে।২৯ নভেম্বর ১৮১ নং সিদ্ধান্তে সাদারণ পরিষদ ফিলিস্তিন ভাগ করে আরব ও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে (প্রস্তাবের পক্ষে ৩৩ ভোট, বিপক্ষে ১৩ ভোট আর ১০টি রাষ্ট্র ভোট দানে বিরত থাকে)। ১৮১ নং সিদ্ধান্তে ব্রিটেনসহ সকল সদস্য রাষ্ট্রকে সাধারণ পরিষদের সিদ্ধান্ত মেনে নেওয়ার ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়, আর নিরাপত্তা পরিষদকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

মূলতঃ সাধারণ পরিষদের এই অধিকার ছিলো না।

জাতিসংঘ কোনও বৈশ্বিক সরকার নয় যে—কোন রাষ্ট্রের জনগণের সম্মতি ব্যতিরেকে ওই রাষ্ট্রকে ভাগ করার,বিধি-বিধান তৈরি করার, কোনও চুক্তি চাপিয়ে দেওয়ার এখতিয়ার জাতিসংঘের নেই। ফিলিস্তিন বিভাজনের সিদ্ধান্ত জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। জাতিসংঘ সনদের কোথাও সাধারণ পরিষদকে কোনও রাষ্ট্র বিভাজন করে নতুন রাষ্ট্র সৃষ্টির ক্ষমতা প্রদান করা হয়নি। ফলে সাধারণ পরিষদের সিদ্ধান্ত আইন ও ক্ষমতাবহির্ভূত বিধায় বাতিল।

যদি এইসব বিবেচনায় না-ও নেয়া হয় তাহলেও দুটি সত্য অস্বীকারের কোন সুযোগ নেই। তা হলো: এক.১৯৪৭ সালের শেষর দিকে যে ভূখন্ডে ইসরায়েলের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিলো তার অধীনে ‘আল-কুদস’ ছিলো না। দুই. আল-কুদস সহ যেসব অঞ্চলে ইসরায়েল ১৯৬৭ সালে যুদ্ধে থ্রো অধীনস্থ করে নেয় তা ইসরায়েলের অংশ নয়; বরং দখলকৃত। ১৯২৮ সালের প্যারিস চুক্তির পর থেকে আন্তর্জাতিক আইন দখলকৃত এলাকায় দখলদার শক্তির মালিকানা স্বীকার করে না।

সুতরাং দখলদার ইজরাইল আল-কুদস সহ অন্যান্য দখলকৃত এলাকায় কোন বড়ো পরিবর্তন আনবার আইনগত অধিকার নেই। না বসতি স্থাপনের অধিকার রাখে,না কোন বেড়া দাঁড় করাতে পারে যা সেই অঞ্চলকে আলাদা করে দিবে। ২০০৩ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এক রায়ে তা বিশদভাবে স্পষ্ট করে ছিলো। প্রমাণিত যে—আন্তর্জাতিক আইনের আলোকে ইজরাইল একটি অবৈধ ও দখলদার শক্তি।

লেখক:আলেম ও গবেষক

The post ফিলিস্তিন ও আল-কুদস নিয়ে ইজরাইলের দাবী অবৈধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a6%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87/

অস্ট্রিয়ার সরকারের বিরুদ্ধে মামলা করবে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজের সরকারের বিরুদ্ধে বিতর্কিত ‘ইসলাম মানচিত্র’ তৈরির পদক্ষেপের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রিয় মুসলমানরা। এর আগে অস্ট্রিয়ায় ‘রাজনৈতিক ইসলাম’ মোকাবেলায় দেশটিতে মসজিদ, ইসলামী সংস্থা ও সংগঠনগুলোর অবস্থান চিহ্নিত করে বৃহস্পতিবার এই মানচিত্র প্রকাশ করা হয়।

শনিবার অস্ট্রিয় মুসলিম যুব সংগঠন মুসলিম ইউথ অস্ট্রিয়ার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, অস্ট্রিয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন।

সংগঠনটি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, ‘মুসলিম সংস্থা ও মুসলিম নামের সংস্থাগুলোর নাম, কার্যক্রম ও ঠিকানার প্রকাশ নজিরবিহীন সীমানা লঙ্ঘনের প্রতিনিধিত্ব করেছে।’

অপরদিকে অস্ট্রিয় মুসলিমদের সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিওই) সরকারকে অস্ট্রিয়া বাস করা সকল মুসলমানকেই ‘সমাজ ও রাষ্ট্রের গণতন্ত্রের কাঠামোর’ জন্য হুমকি হিসেবে বিবেচনার বিষয়ে সতর্কতা জানায়।

আইজিজিওই জানায়, এর মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদকে প্রশ্রয় দেয়া হচ্ছে এবং মুসলমানদের দেশের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনা করা হচ্ছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ দেশটিতে ‘রাজনৈতিক ইসলাম’ মোকাবেলার বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়ে ধারাবাহিকভাবেই ঘোষণা দিয়ে আসছেন।

এই পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির অভিবাসন মন্ত্রণালয় ‘জাতীয় ইসলাম মানচিত্র’ নামে এই মানচিত্র প্রকাশ করে। ৬২০টি মসজিদসহ এই মানচিত্রে বিভিন্ন মুসলিম সংস্থা ও সংগঠনের ঠিকানা ও তাদের সম্ভাব্য বৈদেশিক সংযোগ উল্লেখ করা হয়।

তবে মন্ত্রণালয়ের মতে, এই মানচিত্র সাধারণ মুসলিমদের লক্ষ্য করে তৈরি করা হয়নি।

অভিবাসনমন্ত্রী সুসান রব বলেন, ‘ধর্ম নয়, রাজনৈতিক আদর্শ মোকাবেলাই এর লক্ষ্য।’

গত নভেম্বরে অস্ট্রিয়ায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমবিরোধী বর্ণবাদ ছড়িয়ে পড়েছে এবং মুসলমানদের লক্ষ্য হামলার ঘটনা বেড়েছে।

সূত্র : আলজাজিরা

The post অস্ট্রিয়ার সরকারের বিরুদ্ধে মামলা করবে মুসলিমরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6/

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুন পর্যন্ত

ফাতেহ ডেস্ক:

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

The post ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুন পর্যন্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

ফাইজারের টিকা আসতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আজ রোববার আসছে না। এই টিকা আসতে বিশেষ কারণে আরও ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে।

রোববার (৩০ মে) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কোভ্যাক্সের একটি টিকার চালান আজ আসার কথা ছিল। কিন্তু ফাইজারের সেই টিকার চালান বাংলাদেশ আজ পাচ্ছে না। এ টিকা বাংলাদেশে আসতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে। কোভ্যাক্সের মাধ্যমে এক লাখ ছয় হাজার টিকা আসবে। এটি এলে পরে ঠিক করা হবে কারা পাবে, কাদের দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ফাইজারের এ টিকা অত্যন্ত সংবেদনশীল, এটি অত্যন্ত হিমায়িত অবস্থায় রাখতে হয়। মাইনাস ৭৩ ছাড়া এ টিকা টিকিয়ে রাখা যায় না।’

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক জানান, রোববার রাতে কোভেক্স ফেসিলিটি থাকে এক লাখ ৬ হাজার টিকা আসবে।

গত ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ২ জুন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ৬০০ টিকা বাংলাদেশে আসবে।

গত বৃহস্পতিবার (২৭ মে) দেশে চতুর্থ টিকা হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।

The post ফাইজারের টিকা আসতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%a6/

চলমান লকডাউন বাড়ল আরও ৭ দিন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত আরেক দফা বাড়ল। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। সেই শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর।

পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‌‘কঠোর লকডাউন’ শুরু হয়। পরে পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে সেবা দেয়ার অনুমতি পায়।

এছাড়াও লকডাউনে আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল। খোলা ছিল শিল্প-কারখানা। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হচ্ছে ব্যাংকের লেনদেন।

The post চলমান লকডাউন বাড়ল আরও ৭ দিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf/

Saturday, May 29, 2021

আলোর পথের রাহবার (৮ম পর্ব)

[হযরত মাওলানা সাইয়িদ আবুল হাসান আলি নদবি (র)-এর জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণ]

মূল : মুহাম্মাদ হাসান আনসারি
ভাষান্তর : মওলবি আশরাফ

লেখালেখির জীবন

হজরত মাওলানা আবুল হাসান আলি নদবি যেসব বিষয়ের ওপর গ্রন্থাদি লিখেছেন তার মধ্যে ইসলামের ইতিহাস, নবি-চরিত, পূর্বসূরি উলামায়ে কেরাম ও সাধকদের জীবনী, কাব্য-বিশ্লেষণ, সফরনামা, আত্মশুদ্ধিমূলক নসিহত, মানবতার বাণী এবং আত্মজীবনী বিশেষ উল্লেখযোগ্য। একাডেমিক বই নিয়েও তিনি কাজ করেছেন, এর মধ্যে ‘মুখতারাত’ বা ‘নির্বাচিত আরবি সাহিত্য’ সর্বজন স্বীকৃত শ্রেষ্ঠ আরবি সাহিত্যের সংকলন। একবার তিনি বলেন, “কোনো গ্রন্থের কাজ সম্পন্ন হলে আমার মন খুশিতে ভরে ওঠে, কিন্তু ‘তাজকিরায়ে মওলানা ফজলে রহমান গঞ্জে মুরাদাবাদি’-এর কাজ শেষ হয় তখন মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে ফেলেছি।”

‘কারওয়ানে মদিনা’ হজরত মাওলানার দৃষ্টিতে তাঁর শ্রেষ্ঠ রচনা, মক্কা ও মদিনা সফর নিয়ে এই গ্রন্থটি লেখা। ‘কারওয়ানে জিন্দেগি’ সাতখণ্ডে প্রকাশিত আত্মজৈবনিক রচনা। ‘সিরাতে আহমদ শহীদ’ তাঁর ঊর্ধ্বতন পুরুষ ও ইংরেজবিরোধী স্বাধীনতাকামী যোদ্ধা সাইয়িদ আহমদ শহীদের জীবন নিয়ে রচিত। ‘পুরানে চেরাগ’ ৬৯ জন পূর্বসূরি বুজুর্গদের সংক্ষিপ্ত জীবন নিয়ে তিন খণ্ডে প্রকাশিত। ‘তারিখে দাওয়াত ও আজিমত’ (সংগ্রামী সাধকদের ইতিহাস) পাঁচ খণ্ডে প্রকাশিত (বাংলায় সাত খণ্ডে), এই গ্রন্থ রচনার ইতিবৃত্ত খোদ হজরত মাওলানা তাঁর কারওয়ানে জিন্দেগি গ্রন্থে বলেন :

‘বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে, সুশীল ও বৌদ্ধিক মহলের লোকজনের এমন ধারণা জন্ম নিয়েছে— ইসলাম ও মুসলমানদের ইতিহাসে সংশোধন, সংস্কার ও পরিবর্তনের প্রচেষ্টা ধারাবাহিক বা অবিচ্ছিন্নরূপে নয়, বরং এর মাঝে শতশত বছরের বিচ্ছিন্নতা রয়েছে, অনেকটা এমন যে, কয়েকশ বছর পর হঠাৎ একজন সংস্কারকের আবির্ভাব হয়েছে যিনি বিগড়ে যাওয়া ধর্মচিন্তা ও সমাজব্যবস্থাকে প্রকৃতরূপে ফিরিয়ে আনার জন্যে ইনকিলাব করেছেন এবং পাঞ্জা লড়েছেন বড় বড় শক্তির সাথে, তাই একজন অনেক লম্বা মানুষকে বামনদের মাঝে যেমন দেখায় তাকেও তেমন দেখায়, তারা ছাড়া এই সময়ের মাঝে যেসব আলেম-উলামা ছিলেন সবাই ক্ষমতাসীন শাসক শ্রেণি আর দুর্যোগ পরিস্থিতির মোকাবেলা করতে না পেরে অতলে ডুবে গেছেন।

অথচ বিষয়টি একেবারেই এমন নয়। আমি এই বিষয়ে আমার ‘সংগ্রামী সাধকদের ইতিহাস’ বইয়ের ভূমিকায় লিখেছি। এই ধারণাটিকে সাদাচোখে দেখলে খুবই সাধারণ মনে হবে, কিন্তু এর ফলাফল খুবই ভয়ানক ও সুদূরপ্রসারী। এটি ইসলামের অভ্যন্তরীণ শক্তি ও সময়ের সাথে টিকে থাকার যোগ্যতার ব্যাপারে এক ধরনের কুধারণা ও হতাশা। প্রকৃত সত্য হলো প্রতিটি যুগই তার প্রয়োজনমাফিক সংস্কারকের জন্ম দিয়েছে এবং ইসলামের এই বৈশিষ্ট্য একান্ত, অন্য কোনো ধর্মে এর নজির পাওয়া যাবে না।… এই সত্য আড়ালে থাকার কারণ ইসলামের ইতিহাস রচনার ধারা ও বিন্যাসের ত্রুটি, যা কিনা শাসকের পরিবর্তন, রাজনৈতিক ঘটনাবলি আর যুদ্ধ-জেহাদের আশপাশে ঘুরপাক খাচ্ছে। ইতিহাসবিদগণ ইসলামের প্রতিযুগের নবজাগরণ ও সংশোধনকে বিন্যস্ত ও বৌদ্ধিক ফর্মে উপস্থাপনের চমৎকার কোনো চেষ্টা করেনি। সংক্ষেপে বললে এটা ইতিহাসবিদদের ত্রুটি, কিন্তু ইতিহাসের নয়।’

মোদ্দা কথা, সংস্কারকদের আবির্ভাবের এই ধারাবাহিকতাকে সন্নিবেশ করার নিয়তে হজরত মাওলানা তাঁর এই গ্রন্থটি লিপিবদ্ধ করেন।

‘নুকুশে ইকবাল’ গ্রন্থের মুখবন্ধে সাইয়িদ আবুল হাসান আলি নদবি বলেন :

‘আমার আল্লামা ইকবালকে পছন্দ করার কারণ অনেক কিছুই হতে পারে, এবং সব মানুষই নিজের পছন্দের ব্যক্তিত্বকে পছন্দ করার অনেকগুলো কারণ তৈরি করে, এই জন্য যে মানুষ কোনো তাত্ত্বিকের জবানে তার নিজের স্বপ্ন ও ইচ্ছা-অভিলাষের ব্যাখ্যা শুনতে চায়, যেন নিজের বলার মতো শক্তিশালী কোনো ভাষা পাওয়া যায়। মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক আর আত্মমগ্ন, তার ভালো লাগা কিংবা ভালো না লাগা, আশা কিংবা নিরাশার মূল উৎপাদনকেন্দ্র অবিচ্ছেদ্যভাবে তারই মন। এই জন্য সে যেই কাজেরই যৌক্তিক প্রস্তাবনা রাখে, তাতে মূলত তারই খায়েশ সঙ্গ দেয় এবং তার অনুভূতি সেই কাজেই উৎফুল্লতা পায়। আমিও এর ব্যতিক্রম নই। আমি আল্লামা ইকবালকে এইজন্য পছন্দ করি যে তাঁর চিন্তাভাবনা আমার পছন্দের মাপকাঠিতে পুরাপুরি সমান সমান হয়, আর আমার মনে হয় তিনি যেন আমারই জজবা ও অনুভূতির তর্জমা করেছেন। তাঁর কবিতা ও ভাষ্য কেবল আমার ধর্মীয় বিশ্বাস ও ফিকিরের সাথী নয়, আমার আকছার অনুভব-অনুভূতিরও সাথী।

সবচে বড় যেই ব্যাপারটি আমাকে তাঁর দিকে টেনে নিয়ে গেছে তা হলো— সাহস, মহব্বত ও ঈমান, যার সুন্দরতম উপমা তাঁর কবিতা ও ভাষ্যে মিলে। আমিও আমার রক্তে-রন্ধ্রে ওই তিন গুণেরই প্রাধান্য পাই।… ’

একবার হজরত মাওলানা বলেন, ‘আমার বইগুলো আমার জন্য ভিজিটিং কার্ড হয়ে গেছে। আমার যখন ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো’ (মা যা খসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন) বইটি প্রকাশিত হয়, এরপর আমি মধ্যপ্রাচ্য ও পশ্চিমে সফরে যাই, তখন সৌদি এম্বাসিতে দূতের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, “আজকাল দেখছি ভারতীয়রা জ্ঞানের জগতে অনেক এগিয়ে গেছে, তাদের লেখার বিষয় ও শৈলী একেবারেই আলাদা আর খুবই উন্নত স্তরের। সম্প্রতি ভারতীয় এক লেখকের এই বইটি পড়েছি, এমন উচ্চতর চিন্তার বই খুব কমই আছে…” বলে আমাকে ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো’ বইটি দেখালেন। আমি তখন পর্যন্ত বইয়ের প্রকাশিত কপি হাতে পাইনি, আর দূতও জানেন না আমিই এই বইয়ের রচয়িতা।… আমি তাকে বললাম, আপনি কি এই বইয়ের লেখকের সাথে পরিচিত হতে চান? তিনি বললেন, “কেন নয়, অবশ্যই!” আমি তখন আমার পরিচয় প্রকাশ করলাম।’

বিশ্ববিখ্যাত ইসলামি আইনজ্ঞ আল্লামা ইউসুফ আল কারজাবি হজরত মাওলানা আবুল হাসান আলি নদবির লেখালেখি সম্পর্কে বলেন, ‘হজরত মাওলানার সমগ্র রচনা খুবই মূল্যবান ও বিস্তৃত পাঠের সারসংক্ষেপ। তাঁর বই পাঠ করলে একদিকে যেমন গৌরবময় মুসলিম ইতিহাসের ওয়ারিশ হিসেবে গর্বিত হই, অপরদিকে সমকালে আমাদের চিন্তা-ফিকিরে হোঁচট খাওয়া থেকে উঠে দাঁড়ানোর প্রেরণা পাই।… আল্লাহ তাঁকে দেখার আশ্চর্য ক্ষমতা দিয়েছেন, বর্তমান সময়কে নিরিখ করে তিনি তাঁর বই ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো’ আর ‘নুকুশে ইকবাল’এ যে প্রতিফলন ঘটিয়েছেন, তাঁর জ্ঞানরাশির গভীরতা সেখান থেকে আমরা কিছুটামাত্র আঁচ করতে পারি।’

জুলাই ১৯৯৫ সালের একটি রিপোর্ট থেকে জানা যায়, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হজরত মাওলানা প্রণীত ‘আস সিরাতুল নাবাবিইয়াহ’, ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো’ আর তাঁর সংকলিত ‘নির্বাচিত আরবি সাহিত্য’ পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এবং মিশরের জামেয়া আল আজহার ও জামেয়া কায়রোর শিক্ষার্থীরা তাঁর বইয়ের ওপর পাঠচক্র করে থাকে। সেখানে ইতোমধ্যে ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো’ বইয়ের বিশের অধিক এডিশন প্রকাশিত হয়েছে। এমনকি আরবদের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠা পেয়ে গেছে যে, ‘এই বই না পড়ে কেউ ইসলামি সভ্যতার ওপর পূর্ণ ধারণা রাখে দাবি করতে পারবে না!’

The post আলোর পথের রাহবার (৮ম পর্ব) appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

‘সমগ্র বিশ্ববাসীর ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়’

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ। এসময় তিনি ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।

বিশ্বের বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে। ক্লুগ যে অঞ্চলের দায়িত্বে আছেন সেখানের মধ্যে রয়েছে এশিয়ার কিছু দেশ। এসব দেশে জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ সবে করোনার টিকার এক ডোজ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ডোজ পেয়েছেন ৩৬.৬ শতাংশ মানুষ। দুই ডোজ সম্পূর্ণ হয়েছে মাত্র ১৬.১ শতাংশের। অর্থাৎ ৭০ শতাংশ পৌঁছাতে এখনও ঢের দেরি।

এমন অবস্থায় সেই মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরতেবিধি পালনকেই একমাত্র উপায় বলে জানাচ্ছেন হান্স ক্লুগ। তিনি বলছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে করোনাকে লাল কার্ড দেখাই।

The post ‘সমগ্র বিশ্ববাসীর ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/

‘ইজরাইলিদের উচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাওয়া’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের আল-কুদস বাহিনীর প্রধান সামরিক কমান্ডার ইসমাইল গণি গত শনিবার (২৯ মে) বলেন, ‘গোটা ফিলিস্তিন শাসন করার কথা ভাবা উচিত ফিলিস্তিনিদের। আর ইজরাইলিদের উচিত এই ভূখণ্ড ছেড়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাওয়া।’

বিদেশে অভিযান পরিচালনায় কাজ করে ইরানের আল-কুদস ফোর্স। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন গুপ্তহামলায় কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইসমাইন গণি এই বাহিনীর প্রধান হন।

তিনি আরও বলেন, ‘আমাদের পরামর্শ, জায়নবাদীদের উচিত ইউরোপ ও আমেরিকায় বিক্রি করে আসা তাদের বসতবাড়ি ফের কিনে নেওয়া। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ বসতিতে স্থায়ী হওয়ার আগে তারা এসব দেশে ছিলেন। চলতি মাসের শুরুতে গাজা যুদ্ধের সময় প্রতিরোধ আন্দোলন হামাসের উচিত ছিল আরও বেশি ইজরাইলি অবকাঠামো ও স্থাপনায় হামলা করা। কিন্তু তারা সেটি করেননি। কারণ এসব বসতি একসময় ফিলিস্তিনিদের ছিল।’ ইজরাইলে নিক্ষেপ করা হামাসের কয়েক হাজার রকেট স্থানীয়ভাবে নির্মিত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইজরাইল ও হামাস। এতে ২৫৩ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৬টি শিশু। এছাড়াও এক হাজার ৯০০টি বসতি ইজরাইলি হামলায় মাটিতে মিশে গেছে।

সূত্র: আল-আরাবিয়াহ

The post ‘ইজরাইলিদের উচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাওয়া’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be/

সিলেটে ফের মৃদু মাত্রার ভূমিকম্প

ফাতেহ ডেস্ক:

সিলেটে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় পর পর পাঁচবার মৃদু ভূ-কম্পন হয় সিলেটে। এ ভূ-কম্পনে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

সর্বশেষ শনিবার দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, তারা চার দফা ভূ-কম্পন রেকর্ড পেয়েছে। মাত্রা কম থাকায় দু-একটি পর্যবেক্ষণে আসেনি। তবে এসব ভূ-কম্পনের মধ্যে একটির মাত্রা রিখটার স্কেলে সর্বোচ্চ ৪.১ এবং এর কেন্দ্রস্থল ঢাকা থেকে ১৯২ থেকে ২৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব অর্থাৎ সিলেট অঞ্চলে।

The post সিলেটে ফের মৃদু মাত্রার ভূমিকম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad/

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ছে

ফাতেহ ডেস্ক:

আসন্ন ২০২১-২২ অর্থবছর থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৬৬.৬৬ শতাংশ বা দুই-তৃতীয়াংশ হারে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে লক্ষণীয় মাত্রায় মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হতে চলেছে।

তবে আসন্ন বাজেটে এই ভাতার বৃদ্ধির কারণে বরাদ্দ তেমন একটা বাড়ছে না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নতুন তালিকায় পূর্বের প্রায় ২৩.২৭ শতাংশ নাম বাতিল হওয়ায় নতুন করে অধিক বরাদ্দ দেওয়া হচ্ছে না।

এই খাতে ব্যয়ের লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরে ৩২’শ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ২ হাজার ৯৯৬ কোটি ১৫ লাখ টাকা এবং ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে বছর প্রতি ৩ হাজার ৩৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন। আসন্ন অর্থবছর থেকেই নতুন ভাতা প্রদান শুরু হবে।

ওই সময় পর্যন্ত সরকারের নথিভুক্ত ২ লাখ ৫ হাজার ২০৬ জন মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পেয়ে আসছিলেন। এর মধ্যে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারগুলো মাসিক ৩০ হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

এদিকে সাত বীরশ্রেষ্ঠের পরিবারগুলো মাসিক ৩৫ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া বীর উত্তমদের জন্য ২৫ হাজার টাকা, বীর বিক্রমদের জন্য ২০ হাজার টাকা, বীর প্রতিকদের ১৫ হাজার টাকা এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা ১২ হাজার টাকা করে ভাতা পেয়ে আসছেন।

মাসিক ভাতার পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা খরচে চিকিৎসা সেবাসহ সব মুক্তিযোদ্ধারা বছরে পাঁচটি উৎসব ভাতা পেয়ে আসছেন।

 

The post মুক্তিযোদ্ধা ভাতা বাড়ছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%9b%e0%a7%87/

ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে আইন পাস কুয়েতে

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতের জাতীয় সংসদ গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইজরাইলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাস করেছে।

বৃহস্পতিবার ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন।

তারা বলেন, পূর্ব জেরুজালেম আল-কুদসকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে।

কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইজরাইলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদ নাসের আল-মোহাম্মাদ আস-সাবাহ বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। দখলদার ইজরাইল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে।

তিনি আরো বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল-কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ফিলিস্তিনি কৃষিজমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকারকে উপহাস করেছে।

সূত্র: পার্সটুডে।

The post ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে আইন পাস কুয়েতে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8-5/

ভারতের পাঁচ রাজ্যে তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে ভারতের সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৯ সালে সিএএ কার্যকর করা হয়।

নতুন এই আইন অনুসারে ভারতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, যাঁরা এই দেশগুলোতে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই শর্ত হলো, যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এসব এলাকায় বসবাস করছেন, তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

The post ভারতের পাঁচ রাজ্যে তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87/

তাকসিম স্কয়ারে এরদোগানের মসজিদ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ারে স্থানীয় সময় গতকাল শুক্রবার একটি মসজিদের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ সময় তিনি বলেছেন, তাকসিম স্কয়ারের মসজিদ ইস্তাম্বুলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হলো। এটিই এই এলাকার প্রথম মসজিদ। খবর এএফপি ও বিবিসির।

এই মসজিদের ভেতর চার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ উদ্বোধনের সময় এরদোয়ান বলেন, এই এলাকায় কোনো মসজিদ ছিল না। মুসল্লিরা মাটিতে পত্রিকা বিছিয়ে নামাজ আদায় করতেন।

নামাজ পড়তে আসা মানুষেরা নতুন এই মসজিদের প্রশংসা করেছেন। মসজিদটি অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর মসজিদটিতে নামাজ আদায় করেন অনেক মানুষ। অনেকে ভেতরে জায়গা না পেয়ে মসজিদ চত্বরে বসে নামাজ আদায় করেন।

১৯৯০–এর দশকে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এরদোগান। সে সময় তিনি তাকসিম স্কয়ারে মসজিদ প্রতিষ্ঠার কথা বলেছিলেন। মসজিদটির নির্মাণ নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ তোলা হয়েছে, ওই এলাকার মূল নকশা পরিবর্তন করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে।

The post তাকসিম স্কয়ারে এরদোগানের মসজিদ উদ্বোধন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ছাত্র–অভিভাবকদের চাপ নেই: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে। নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলনের জন্য আমরা জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে। কোনো অবস্থাতেই আমরা জনগণের স্বাস্থ্যঝুঁকিতে অবহেলা করব না।

‘জনতার প্রত্যাশা’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নাগরিকসমাজের সভাপতি সোহরাব খান। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

The post শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ছাত্র–অভিভাবকদের চাপ নেই: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac/

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১০৪৩, মৃত্যু ৩৮

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১০ জন। মৃতদের মধ্যে হাসপাতালে ২৭ জন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে এক হাজার ৩৫৮ জন শনাক্ত হয়।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

The post গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১০৪৩, মৃত্যু ৩৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

মোবাইল আসক্ত এসএসসি শিক্ষার্থীকে বকা দেয়ায় আত্মহত্যা

ফাতেহ ডেস্ক :

রাজধানীর তেজগাঁওয়ে বাবা ও মায়ের সঙ্গে অভিমান করে ফাতেমা আক্তার (১৭) নামের এক এসএসসি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমার বাবা আবদুস সালাম যুগান্তরকে জানান, মেয়ে প্রায় সময়ই মোবাইল নিয়ে থাকতো। ঠিকমতো লেখাপড়া করতো না। এ নিয়ে তার মা তাকে অনেক বকাবকি করতো। আজ আমি নিজেও তাকে বকা দিয়েছি।

‘এরপর দুপুরে মেয়ের রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে
দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।’

পরে অচেতন অবস্থায় দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া যুগান্তরকে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফাতেমা ভোলার বোরহানউদ্দিনের মাইনকারহাট গ্রামের গাড়িচালক আব্দুস সালামের মেয়ে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়িতে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে সে থাকতো।

দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তেজগাঁও আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ফাতেমার।

The post মোবাইল আসক্ত এসএসসি শিক্ষার্থীকে বকা দেয়ায় আত্মহত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/

আমি শুধু প্রধানমন্ত্রী নই, জাতির পিতার মেয়ে

ফাতেহ ডেস্ক :

 

বিশ্বব্যাপী শান্তি রক্ষায় জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্বরত বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শুধু প্রধানমন্ত্রী নই, জাতির পিতার মেয়ে। তাই আমার ওপর আপনাদের অধিকার আছে। তাই যে কোনো প্রশ্ন করতে পারেন।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শনিবার সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভিন্ন মিশন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা বাংলাদেশি সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা যেমন নিজের দেশকে ভালোবাসি তেমনই যেখানেই নির্যাতিত-নিপীড়িত মানুষ আছে তাদের সঙ্গে আছি।

তিনি আরও বলেন, বাঙালিরা যেখানেই যাচ্ছেন, একদিকে যেমন শান্তি রক্ষায় প্রতিপক্ষকে মোকাবিলা করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা সেখানকার সাধারণ মানুষের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে তুলছেন। দরদী মন নিয়ে পাশে দাঁড়াচ্ছেন। এটা মনে হয় বাঙালি হিসেবে আমাদের বৈশিষ্ট্য, পরকে আপন করে নেওয়া।

সরকারপ্রধান বলেন, শান্তি মিশনের সুনির্দিষ্ট কর্মসূচির বাইরেও আপনাদের মানবিক দিকগুলোও ফুটে উঠছে। এজন্য আমি গর্ববোধ করি। এই মানবিক দিকের জন্যই শান্তিরক্ষায় বাংলাদেশিদের চাহিদা বেশি।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালনের সময় নিহত ১২ জন সদস্যের পরিবার ও আহত ১৩ সদস্যক আহতকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে ক্রেস্ট প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

The post আমি শুধু প্রধানমন্ত্রী নই, জাতির পিতার মেয়ে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8/

Thursday, May 27, 2021

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চাওয়া রিট খারিজ

ফাতেহ ডেস্ক:

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফল বাতিলপূর্বক নতুন মেধাতালিকা প্রণয়ন করে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রিটকারীরা চাইলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন জানাতে পারেন। আর তারা আবেদন জানালে স্বাস্থ্য অধিদপ্তর যেন আবেদনের বিষয়টি সাত দিনের মধ্যে সুরাহা করে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এর আগে গত ১৯ মে ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ রিট করেছিলেন।

রিট আবেদনে, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল।

রিট আবেদনে বলা হয়, ৪ এপ্রিল প্রকাশিত ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে অসংখ্য ভুল এবং বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গত ৭ ফেব্রুয়ারি প্রচারিত ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী একজন পরীক্ষার্থী কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকাবস্থায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেন, তবে তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কাটার কথা রয়েছে। আবার কোনো পরীক্ষার্থী যদি গত বছর এইচএসসি পরীক্ষায় পাস করে থাকেন, তা হলে তার ৫ নম্বর কাটা যাবে।

কিন্তু প্রকাশিত ফলে থেকে দেখা যায়, অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রেই এ নিয়মটি পালন করা হয়নি। যেসব পরীক্ষার্থীর ৭.৫ নম্বর কাটার কথা সেখানে মাত্র ৫ নম্বর বাদ দেওয়া হয়েছে। ফলে ওইসব ভর্তি পরীক্ষার্থীর ২.৫ নম্বর বেশি দিয়ে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। আবার প্রথমবার পরীক্ষায় যেখানে কোনো নম্বর কাটবার কথা নয়, সেখানে অনেক পরীক্ষার্থীর ৫ নম্বর কেটে মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে।

এসব ত্রুটি ও অসঙ্গতি রেখে মেধাতালিকা প্রণয়ন করার ফলে হাজারো যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার মুখে পড়েছেন। এসব কারণে প্রকাশিত ফল বাতিল করে এবং এসব ত্রুটি ও অসঙ্গতি সংশোধন করে নতুন মেধাতালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং ত্রুটিপূর্ণ মেধাতালিকার ভিত্তিতেই মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে আগামী ২২ মে থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

প্রসঙ্গত এর আগে এক আইনি নোটিশে তিন দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২০-২১ শিক্ষাবর্ষে ত্রুটিপূর্ণ মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা এবং ত্রুটিপূর্ণ মেধাতালিকা বাতিল করে ফল পুনঃনিরীক্ষণ করে নতুন মেধাতালিকা প্রণয়ন করতে বলা হয়েছিল। কিন্তু সে নোটিশের জবাব না পাওয়ায় রিট করা হয়।

 

The post এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চাওয়া রিট খারিজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-2/

মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আরও তিন দিনের রিমান্ড

ফাতেহ ডেস্ক:

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালতে তার এ রিমান্ড মঞ্জুর হয়।

এদিন ভার্চুয়ালি মাধ্যমে কারাগার থেকে রফিকুলকে আদালতে হাজির দেখানো হয়। এরপর পল্টন থানার মামলায় (মামলা নম্বর : ৬০(৩)২১) তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রফিকুল ইসলাম কারাগারে ছিলেন। তাকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষ বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ মোদিবিরোধী মিছিলে সংঘর্ষের ঘটনার সময় পুলিশ তাকে আটক করে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়।

এরপর গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে আছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

 

The post মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আরও তিন দিনের রিমান্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/

Wednesday, May 26, 2021

ইজরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আকাশসীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইজরাইলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে। ইজরাইলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইজরাইলি আর্মি রেডিও জানায়, সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা ১০ ঘণ্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে। তারপর ফ্লাইটটি বাতিল করা হয়।

সৌদি আরব কেন ইজরাইলি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, তা স্পষ্ট নয়। রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল।

গত ডিসেম্বরে ইজরাইল ঘোষণা করে যে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে। এর একটি হবে ইজরাইলি ক্যারিয়ার।

২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইল তাদের সম্পর্ক স্বাভাবিক করে। এপর থেকে দুই দেশ বিনিয়োগ, ব্যাংক পরিষেবা, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে।

সূত্র : ইয়েনি সাফাক

 

The post ইজরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সৌদি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be/

গাজা যুদ্ধ অসলো চুক্তির কবর রচনা করেছে : হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধ ১৯৯৩ সালে স্বাক্ষরিত অসলো চুক্তির কবর রচনা করেছে। বুধবার গাজায় কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।

ইসমাইল হানিয়া বলেন, ‘আমরা এই যুদ্ধে কথিত শতাব্দির সেরা চুক্তির ওপর কঠোর আঘাত হেনেছি এবং এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অসারতা প্রমাণিত হয়েছে।’

তিনি গাজা উপত্যকার পুনর্গঠনের কাজকে রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করে বলেন, এটি একটি মানবিক বিষয় বলে এটি নিয়ে যেন কেউ রাজনীতি করতে না আসে। হামাস নেতা বলেন, গাজা পুনর্গঠনের প্রচেষ্টায় যেকোনো সহযোগিতাকে আমরা স্বাগত জানাব এবং এখানকার সবকিছুকে আমরা আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।

ইসমাইল হানিয়া বলেন, আমরা দখলদার ইজরাইলকে জানিয়ে দিয়েছি যেকোনো যুদ্ধ আমাদের ইচ্ছামতো চলবে। আমরা আমেরিকা ও ইহুদিবাদী ইজরাইলকে জানিয়ে দিয়েছি, কুদস হচ্ছে আমাদের রেডলাইন। কুদসের অবমাননা সহ্য করা হবে না।

১৯৯৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যস্থতায় স্বাক্ষরিত অসলো চুক্তিতে ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন অধরা রয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন, কোনো চুক্তি বা আলোচনার মাধ্যমে ইজরাইলকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে রাজি করানো যাবে না। বরং সশস্ত্র আন্দোলনের মাধ্যমে তেল আবিবকে এ কাজে বাধ্য করা হবে।

The post গাজা যুদ্ধ অসলো চুক্তির কবর রচনা করেছে : হামাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95/

গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পরই ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর ২৪ মে দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্ট আসিমি গোয়েতার নেতৃত্বে পরিচালিত সেনারা।

জান্তাপ্রধান আসিমি গোয়েতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছিল। সেসময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

তবে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেছেন, তারা মালিতে পৌঁছানোর আগেই পদত্যাগের ঘটনা ঘটেছে।

গত বছরের আগস্টে রাষ্ট্রীয় ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর তারা বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে বাহ নদা ও মক্টর ওয়ানকে ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেয়। কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেন নদা ও ওয়ান।

এর মধ্যে গত সোমবার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল। এ সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন দুজন সেনা কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। পরে সোমবার তারা অভ্যুত্থান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সূত্র: আল জাজিরা

 

The post গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/

বাড়তে পারে জোয়ারের পানি, ৩ নম্বর সংকেত বহাল

ফাতেহ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও দুর্বল হয়ে ভারতীয় ভূখণ্ডে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে আবহাওয়ার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (বৃহস্পতিবার) ভাের ৬টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা ও কাছাকাছি ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে । চট্টগ্রাম, কক্সবাজার , মােংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়।

আবহাওয়াবিদ খাে. হাফিজুর রহমান জানান, বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভােলা, নােয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলা এবং এর কাছাকাছি দ্বীপ ও চরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়াে হাওয়া বয়ে যেতে পারে।

বায়ুচাপ পার্থক্যের আধিক্য ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভােলা, নােয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

The post বাড়তে পারে জোয়ারের পানি, ৩ নম্বর সংকেত বহাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা

ফাতেহ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার (২৬ মে) সকাল থেকে ভারতের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাব থেকে বাংলাদেশ এখন সম্পূর্ণ মুক্ত। তবে ‘ইয়াস’ এর প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানান। ভোলার লালমোহন উপজেলায় গাছ চাপা পড়ে একজন মারা গেছেন বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বুধবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম শুরু করেছে। এটি এখনও অতিক্রম করছে, আশা করি বিকেল ৪টা নাগাদ এটি উড়িষ্যা অতিক্রম করবে। আমাদের এখানে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি বলেও জানান এনামুর রহমান।

তিনি জানান, অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে- শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, পাইকগাছা, শরণখোলা, মোংলা, মোড়েলগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, পটুয়াখালী সদর, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি ও কমলনগর।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকদের অনকূলে পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও অর্থ বরাদ্দ দেয়া আছে। এছাড়াও আজ ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় ৯টি জেলার ২৭টি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে ১৬ হজার ৫০০ শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। একটি বড় বিপদ থেকে বাংলাদেশ বেঁচে গেছে। সকালে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই, এটা নিশ্চিত। আমাদের একটি সতর্ক সংকেত (৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত) দেয়া আছে, সেটি আমরা উপযুক্ত সময়ে তুলে নেব।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলীয় জেলা, উপজেলাসমূহে ঘূর্ণিঝড়ের তথ্য আদান-প্রদানে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি (জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র) ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ ও আদান-প্রদানে সার্বক্ষণিক কাজ করেছে।’

এনামুর রহমান বলেন, ‘উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৬ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, আনসার ভিডিপির স্বেচ্ছাসেবকরা কাজ করছে। ঝড় আঘাত হানলে মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত ছিল। মানবিক সহায়তার যথেষ্ট সংস্থান আগে থেকেই করা ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার জন্য যথেষ্ট মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ নিশ্চিত করা হয়েছিল।’

ঘূর্ণিঝড় হলেই বাঁধ ভেঙে যায়। এ বিষয়ে কী কোনো স্থায়ী সমাধান নেই- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে। সেগুলো পুনর্নির্মাণের কাজ চলছে। বাঁধগুলো অনেক পুরোনো। এ জন্য ডেল্টা প্ল্যানের আওতায় টেকসই বাঁধ করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। সেটার জন্য ৩৭ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। ২০৩১ সালের মধ্যে সব উপকূলীয় অঞ্চলে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেন, ‘প্রাথমিকভাবে কিছু ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুত করা হয়েছে। আরেকটা সভা করে স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন করা হবে। মাঠের কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করব।’

 

The post ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c-%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d/

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৪৯৭

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। ১৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫৮ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।

বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৪২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ শতাংশ।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ত্রিশোর্ধ একজন, চল্লিশোর্ধ একজন, পঞ্চাশোর্ধ চারজন ও ষাটোর্ধ্ব ১১ জন মারা যান।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে আটজন, বরিশালে একজন, খুলনায় একজন, সিলেটে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৪৯৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae-5/