Friday, April 30, 2021

আফগানিস্তানে ইফতারির সময় গাড়িবোমা হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে সাবেক প্রাদেশিক পরিষদের প্রধানের বাড়ির সামনে শুক্রবার ইফতারির সময় এক শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন।

প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্‌র এলাকায় বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।খবর রয়টার্সের।

লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে অনেক স্কুল শিক্ষার্থীও রয়েছে। সাবেক প্রাদেশিক পরিষদের প্রধান দিদার লাওয়াংয়ের বাড়ির কাছে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

লগার প্রাদেশি পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্তানেকজাই বলেন, ওই বাড়িটি বর্তমানে একটি গেস্ট হাউজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। সেসময় বহু রোজাদার মুসলমান ইফতারির জন্য সেখানে জাড়ো হয়েছিলেন।

হাসিবুল্লাহ স্তানেকজাই আরো জানান, ওই ভবনে বহুসংখ্যক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

The post আফগানিস্তানে ইফতারির সময় গাড়িবোমা হামলা, নিহত ২৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, স্পেন, ব্রাজিলে লাশের স্তূপ ফেলার পর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন মৃত্যুপুরী ভারত। জনবহুল এ দেশটির প্রায় সব রাজ্যে এখন মানুষের করুণ আর্তনাদ-হাহাকার। প্রতিদিনই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এই প্রথম দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়াল। এ দিন করোনায় মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৫৮৫ জন। শুক্রবার (৩০ এপ্রিল) দেশটিতে ১৯ লাখ ৪৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়।

শনিবার (১ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে সংক্রমণ ও মৃত্যুর এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনের। এরমধ্যে শুধু গেল সাতদিনে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। আর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৩৫। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩ জন।

 

The post ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়াল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a7%aa-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/

সাতক্ষীরায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফাতেহ ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সলাতুল ইস্তিস্কা) আদায় করেছে স্থানীয়রা। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার নকিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে অনুষ্ঠিত নামাজে শতাধিক মুসুল্লি অংশ নেন।

নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা কামাল হোসেন। শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। এসময় নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ও গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে শ্যামনগরের খাল-বিল ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে করে সুপেয় খাবার পানিসহ ব্যবহার্য পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে জনজীবন নাকাল হয়ে পড়েছে।

The post সাতক্ষীরায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ১ জুন শুরু

ফাতেহ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১ জুন শুরু হবে। প্রাথমিকভাবে এ আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকেরা ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত প্রথম ধাপে এবং ১ থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

আবু হাসান বলেন, চলতি বছরের ভর্তি পরীক্ষার আবেদন দুই দফায় নেওয়া হবে। প্রথম দফায় ৫৫ টাকা ফি দিয়ে ভর্তি–ইচ্ছুকদের প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বে আবেদনের জন্য নির্বাচিত হবেন ভর্তি-ইচ্ছুকেরা। চূড়ান্ত পর্বে আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রাথমিক পর্বে আবেদনকারীদের মধ্য থেকে ১০টি ইউনিটে মোট ১ লাখ ৮ হাজার জনকে নির্বাচিত করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকদের চূড়ান্ত দফায় পুনরায় আবেদন করতে হবে। চূড়ান্ত দফার প্রথম ধাপের আবেদন চলবে ২৪ থেকে ২৯ জুন। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদনপ্রক্রিয়া চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ (এ ইউনিট) এবং জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) প্রাথমিক পর্বে আবেদনের যোগ্যতা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০। সমাজবিজ্ঞান (বি ইউনিট), কলা ও মানবিক অনুষদে (সি ইউনিট) আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ–৩.৫০। এই চার ইউনিটের প্রতিটিতে ১৮ হাজার জন করে মোট ৭২ হাজার জন ভর্তি-ইচ্ছুক প্রাথমিকভাবে নির্বাচিত হবেন। চার ইউনিটে চূড়ান্ত পর্বে আবেদনের জন্য প্রতিটিতে ১ হাজার ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সি১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা) আলাদাভাবে আরও সাড়ে চার হাজার জন নির্বাচিত হবেন। এই ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ–৩.৫০।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে (ই ইউনিট) আবেদনের যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে জিপিএ–৪.০০ এবং মানবিক ও বাণিজ্য শাখা থেকে জিপিএ–৩.৫০। আইন অনুষদে (এফ ইউনিট) জিপিএ–৪.০০। এই দুই ইউনিটে ৯ হাজার করে ১৮ হাজার জন ভর্তি–ইচ্ছুক চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (জি ইউনিট) আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসিতে জিপিএ–৪.০০। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (এইচ ইউনিট) জিপিএ–৪.০০ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে (আই ইউনিটে) জিপিএ–৩.৫০। এই তিন ইউনিটে চূড়ান্ত দফায় আবেদন করতে পারবেন সাড়ে ৪ হাজার করে মোট ১৩ হাজার ৫০০ জন।

পাঁচ ইউনিটের চূড়ান্ত পর্বে আবেদনের জন্য প্রতিটিতে ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন বলেন, করোনা মহামারির কারণে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। অনলাইনে আবেদনের সব প্রক্রিয়া শেষ হলে মহামারির অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।

The post জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ১ জুন শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/

লকডাউন থেকে বেরিয়ে আসতে সরকারের কাছে বিশেষজ্ঞদের ১০ সুপারিশ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে এখনো পর্যন্ত লকডাউন কিংবা কঠোর বিধি-নিষেধ আরোপ করার পদ্ধতিকে সবচেয়ে কার্যকর মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে লকডাউনের মতো একটি বিষয় দীর্ঘদিন চালিয়ে নেয়া সম্ভব নয়। কারণ এতে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ৫ এপ্রিল থেকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করেছে। আগামী ৫ মে পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।

কিন্তু লকডাউন তুলে নিলেও সংক্রমণ যাতে না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখতে ‘লকডাউন’ থেকে বেরিয়ে আসার একটি কৌশল ঠিক করেছে করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

এ সংক্রান্ত সুপারিশগুলো ইতোমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে।

এই কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন, দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে ১০টি সুপারিশ করেছেন তারা। এসব সুপারিশ হলো :

১. অবশ্যই মুখে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। ঘর থেকে বের হাবার সাথে সাথে যেন মুখে মাস্ক থাকে। যেখানে ভাইরাসের ঘনত্ব বেশি যেমন- গণপরিবহন, সুপার মার্কেট, বাজার, ব্যাংক, হসপিটাল – এসব জায়গায় কেউ মাস্ক ছাড়া যেতে পারবে না। মাস্ক না পরলে শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে।

২. অফিসে উপস্থিতি অর্ধেক করার প্রস্তাব করেছে জাতীয় পরামর্শক কমিটি। তবে উপস্থিতি এক-তৃতীয়াংশ হলে ভালো হয়। অফিসগুলোতে ভার্চুয়াল মিটিংকে উৎসাহ দিতে হবে। অফিসগুলোতে যেন দলবেঁধে খাওয়া-দাওয়া না চলে। সবাই যেন আলাদাভাবে তাদের খাওয়া-দাওয়া সেরে নেয়।

৩. গণপরিবহন যেন তাদের সক্ষমতার ৫০ ভাগ যাত্রী বহন করে। এই নিয়ম দীর্ঘদিনের জন্য চালু থাকতে হবে। এছাড়া প্রাইভেট এবং তিনচাকার ট্যাক্সি একজন করে যাত্রী বহন করবে। তবে পরিবারের সদস্য হলে দুইজন বহন করতে পারে। অবশ্য রিকশা, মোটরসাইকেল এবং বাইসাইকেলে কোনো সমস্যা নেই।

৪. খাবারের দোকান, মুদি দোকান, মার্কেট এবং শপিং মল দিনের লম্বা সময়ের জন্য খোলা রাখা। স্বল্প সময়ের জন্য খোলা রাখলে মানুষের চাপ বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। বেশি সময় যাবত খোলা থাকলে মানুষের ভিড় কম হবে। কাঁচা বাজারগুলো উন্মুক্ত জায়গায় পরিচালনা করতে হবে। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ দিতে হবে।

৫. জনসমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মসজিদ, মন্দির এবং চার্চে যাতে ভিড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রার্থনায় সীমিত সংখ্যক মানুষ যেতে পারবে। এছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। যদিও করাও হয় তাতে ১০ জনের বেশি মানুষ থাকতে পারবে না।

৬. যারা দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করে তাদের কাজ চালিয়ে নেয়া যাবে। নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান শ্রমিকদের শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে।

৭. কলকারখানার প্রবেশমুখে শ্রমিকদের জন্য স্যানিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে, যাতে করে তারা জীবাণুমুক্ত হয়ে কারখানায় প্রবেশ করতে পারে। কারখানার ভেতরে মাস্ক পরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।

৮. যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। অনলাইন শিক্ষা কার্যক্রমকে উৎসাহ দিতে হবে।

৯. বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পর্যটন কেন্দ্র খোলা যাবে না।

১০. আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এছাড়া ভ্যাকসিন কার্যক্রম চলমান রাখতে হবে। সংক্রমণ রোধ করার জন্য এটা ভীষণ প্রয়োজন। বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসবেন তাদের দ্রুত খুঁজে বের করে আইসোলেশন নিশ্চিত করতে হবে। টেস্ট করার সুবিধা বাড়াতে হবে। টেস্টিং সেন্টারগুলোতে যাতে ভিড় না হয় সেজন্য সেন্টারের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।

জাতীয় পরামর্শক কমিটি যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নের জন্য জনগণকে সম্পৃক্ত করা এবং মনিটরিং জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে। অধ্যাপক শহীদুল্লাহ বলেন, এসব পদক্ষেপ না নিয়ে একসাথে সবকিছু খুলে দিলে আবারো সংক্রমণ বাড়তে পারে।

তিনি সতর্ক করে দেন যে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত না রাখলে করোনাভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হয়ে বিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র : বিবিসি

The post লকডাউন থেকে বেরিয়ে আসতে সরকারের কাছে বিশেষজ্ঞদের ১০ সুপারিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%87/

ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইল অধিকৃত পূর্ব জেরুসালেমে ভোটের অনিশ্চয়তায় অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার এক টেলিভিশন ভাষণে এই নির্বাচন স্থগিতের ঘোষণা দেন তিনি।

এই বছরের ২২ মে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকার বাসিন্দারা ২০০৬ সালে সর্বশেষ কোনো নির্বাচনে ভোট দেন।

মাহমুদ আব্বাস তার ভাষণে বলেন, ইজরাইলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ভোট গ্রহণের অনুমোদন পাওয়া না গেলে তিনি নির্বাচন এগিয়ে নিতে পারেন না।

৮৫ বছর বয়সী ফিলিস্তিনি এই প্রবীণ নেতা তার ভাষণে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান জানিয়েছিলেন ইজরাইলকে পূর্ব জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠান ও প্রচারণার অনুমোদন দেয়ার জন্য। কিন্তু এখনো এই অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, ‘জেরুসালেমে নির্বাচনের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত আমরা তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে মিসরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক দল ফাতাহ ও হামাসসহ অন্য রাজনৈতিক পক্ষগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে নতুন এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এই নির্বাচন বাতিলের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ইসরাইলি কর্তৃপক্ষ চাপ দিয়ে আসছিল বলে এর আগে খবর প্রকাশিত হয়।

সর্বশেষ ২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিস্ময়কর বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ফাতাহ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে। দুই দলের মতবিরোধ থেকে ওই সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কর্মীদের বের করে দিয়ে ফাতাহ পশ্চিম তীর ও হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়।

সূত্র : আরব নিউজ

The post ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

গোসল করতে নেমে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক:

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা,আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা।

পানছড়ি থানার ওসি দুলাল হোসেন জানান , সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

The post গোসল করতে নেমে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%b6/

Thursday, April 29, 2021

শারজায় পবিত্র কোরআনের ৪০টি পান্ডুলিপি প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত কাল্বা পাবলিক লাইব্রেরিতে পবিত্র কুরআনের পুরনো পান্ডুলিপির প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে কুরআনের চল্লিশটি পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। গ্রন্থাগারের কর্মকর্তাদের মতে, এগুলো ৪০০ থেকে ১০০ বছর আগের।

অনুলিপিগুলোর একটির ওজন প্রায় ১০ কিলোগ্রাম। আমিরাতের ক্যালিগ্রাফার আলী আবদুল্লাহ আল-হিমাদির উদ্যোগে শুরু হওয়া এ প্রদর্শনীতে ইতিহাসের বিভিন্ন যুগে কুরআন লিখনের বিকাশের পর্যায়ও তুলে ধরা হয়েছে।

আল-হিমাদি গত ১৯ বছরে আজারবাইজান, উজবেকিস্তান, রোমানিয়া এবং কিরগিজস্তানের মতো বিভিন্ন দেশ থেকে কুরআনের অনুলিপি সংগ্রহ করেছেন। তিনি দর্শনার্থীদের জন্য কুরআন ক্যালিগ্রাফি কর্মশালা রাখেন যেখানে তিনি নাসখ ক্যালিগ্রাফির গুরুত্ব ব্যাখ্যা করেছেন। আল-হিমাদি আশা করছেন যে, তিনি একদিন কুরআনের অনুলিপি সংগ্রহের জন্য নিজের একটি যাদুঘর চালু করতে সক্ষম হবেন।

সূত্র : ইকনা।

The post শারজায় পবিত্র কোরআনের ৪০টি পান্ডুলিপি প্রদর্শন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6/

সিলেটের মাওলানা মাসউদ আহমেদ গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা মাসউদ জকিগঞ্জ উপজেলা সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কমিটির সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম।

তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

 

The post সিলেটের মাওলানা মাসউদ আহমেদ গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b9/

ইজরাইলে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের উত্তরাঞ্চলে স্থানীয় সময় আজ শুক্রবার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেখানে উদ্ধারকাজ চলছে। খবর এএফপির।

ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে এখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ দেওয়া হয়। টিকাদান কর্মসূচিতে সাফল্যের কারণে ইজরাইলে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এ বছর সেটি খুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা যায়, যে জায়গায় মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছিল, তার একাংশ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকর্মীরা জানান, পদদলিত হওয়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ ওই ধর্মীয় উৎসবে ১০ হাজার মানুষ সমবেত হওয়ার অনুমতি দিয়েছিল। আয়োজকেরা বলছেন, ৬৫০টির বেশি বাসে প্রায় ৩০ হাজার মানুষ মেরনে যান। ইয়েহুদা গতলেইব নামের স্বেচ্ছাসেবী জানান, উঁচু থেকে একজন অন্যের ওপর পড়তে শুরু করেন। তাঁদের মধ্যে অনেকেই জ্ঞান হারিয়েছিলেন।

ইজরাইলের উদ্ধারকারী দল দ্য মেগান ডেভিড অ্যাডম জানায়, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর। উদ্ধারকাজ চলছে।

ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় বলে উল্লেখ করেছেন।

আহত লোকজনকে উদ্ধারের জন্য জরুরি সংস্থাগুলো ছয়টি হেলিকপ্টার পাঠিয়েছে। সেনাবাহিনী বলছে, মাউন্ট মেরনে উদ্ধারকাজের জন্য ইজরাইলের বিমানবাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠিয়েছে। তাঁদের সঙ্গে চিকিৎসক দল রয়েছে।

The post ইজরাইলে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f/

পশ্চিমবঙ্গে আবারো ক্ষমতায় আসছেন মমতা!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে নির্বাচন শেষ পাঁচ রাজ্যে। ফল প্রকাশ করা হবে রোববার। বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল।

নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র। সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমন নয়।

দেশটির নির্বাচন কমিশনের কড়া নজরে মোট আট দফায় ভোট প্রক্রিয়া বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। আসামে ২৭ মার্চ থেকে ভোট হয়েছে তিন দফায়। এ ছাড়া তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৬ এপ্রিল। এই পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশিত হবে ২ মে।

এখন দেখে নেয়া যাক পশ্চিমবঙ্গের নির্বাচনের কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফল :

এনটিডিভির সমীক্ষা
এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।

জন কি বাতের সমীক্ষা
জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত- এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

এবিপি-সিএনএক্সের সমীক্ষা
এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত- রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।

টাইমস নাওয়ের সমীক্ষা
টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন।

রিপাবলিকের সমীক্ষা
রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা
এবিপি’র বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত- রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল। তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

The post পশ্চিমবঙ্গে আবারো ক্ষমতায় আসছেন মমতা! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/

করোনা নিয়ন্ত্রণে এলে ২৩ মে স্কুল-কলেজ খোলা হবে

ফাতেহ ডেস্ক :

দেশে মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো: মাহবুব হোসেন।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় এ কথা জানান তিনি।

শিক্ষা সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজ দেয়া হচ্ছে।

‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিত’ শিরোনামে এ সভায় মাহবুব হোসেন বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়।

এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

The post করোনা নিয়ন্ত্রণে এলে ২৩ মে স্কুল-কলেজ খোলা হবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%ae/

আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

নিজ দেশে জনপ্রিয়তা কিছুটা কমলেও এখনো তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। দ্যা ফিন্যানসিয়াল টাইমস গত সপ্তাহের আরব ব্যারোমিটারের তালিকাকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন এরদোগান।

এ প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রেটি ধারাবাহিকভাবে যে তালিকা প্রকাশ করেছে তাতে প্রেসিডেন্ট এরদোগান সবার শীর্ষে অবস্থান করেছেন। আরব ব্যারোমিটারের পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকা তৈরিতে যে নির্বাচন হয়েছে তাতে ২০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।

দ্যা ফিন্যানসিয়াল টাইমস পত্রিকাটি এ তুর্কি নেতার লৌহকঠিন দিকগুলোও তুলে ধরেছে। এরদোগান সব সময় উসমানীয় সম্রাজ্যের উদ্দীপনা নিয়ে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছেন… এবং তিনি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত উত্তর সিরিয়ার চারটি অঞ্চল দখল করেছেন। এসব বিষয়ে হস্তক্ষেপের পরও তিনি সব সময়ই আরব বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় সবার শীর্ষে।

এ পত্রিকাটিতে আরো বলা হয়েছে, যদিও এ অঞ্চলের অতীত উসমানীয় সম্রাজ্যের সাথে জড়িত তবু সৌদি আরব ও ইরানের মতো ধর্মভিত্তিক দেশের তুলনায় এরদোগানের তুরস্ককে সবাই বেশি সম্মান দেয়।

পত্রিকাটি আরো বলছে, এছাড়াও এরদোগান তার সাংস্কৃতিক শক্তিকেও ব্যবহার করেছেন। তিনি বিভিন্ন ঐতিহাসিক উসমানীয় চরিত্র নিয়ে নাটক ও সিনেমা তৈরি করেছেন এবং এসব বিষয় থেকে লাভবান হয়েছেন। তিনি আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেছেন। এছাড়া সুন্নী, তুর্কি জাতি ও শক্ত ইসলামি জাতীয়তাকে শক্তিশালী করেছেন। এখন এ বিষয়গুলো এরদোগানের শাসনের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা।

The post আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এরদোগান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

ইজরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইহুদিবাদী ইজরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে।

মানবাধিক সংস্থাটি মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, শুধু ফিলিস্তিনে নয়, ইজরাইলে বসবাসকারী আরব-ইজরাইলিদের সঙ্গেও বৈষম্যমূলক আচরণ করছে ইহুদিরা। খবর আরব নিউজের।

হিউম্যান রাইটস ওয়াচ এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল, যখন ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির এ রিপোর্টকে ইহুদিবিদ্বেষী ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

হিউম্যান রাইটস ওয়াচের ২১৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইজরাইল ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে দমন-পীড়ন ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রীতিমতো একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে ইজরাইল। এতে ভূলুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনিদের অধিকার।

The post ইজরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে: হিউম্যান রাইটস ওয়াচ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be/

ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারীতে ভারত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটি এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

The post ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e/

প্রিয় নবির প্রিয় চাচা : আব্বাস ইবনু আবদিল মুত্তালিব রাদি.

মুহাম্মদ মাসুম মুনতাসির:

নুতায়লার মেঘশুভ্র কপাল জুড়ে ফুটে উঠেছে চিন্তার রেখা। ছেলেটা যে এভাবে শিশুবয়সেই হারিয়ে যাবে, অমন কথা কখনও তার চিন্তার চৌহদ্দিতেও আসেনি। ভীষণ দুশ্চিন্তার সাগরে সাঁতার কাটছিলেন তিনি, টুপ করে এক মিষ্টি ভাবনা রূপচাঁদার মতো ভেসে উঠল তার করোটিতে- আরে রাব্বে কাবা তো আছেন! তিনিই সহায়। এই ভেবে তিনি কাবার মালিকের নামে মানত করলেন- যদি ছেলেকে ফিরে পান, কাবাকে জড়াবেন মিহি রেশমি গিলাফে। একসময় তিনি ছেলেকে ফিরে পান, তখন তিনি তার অঙ্গীকার পূরণ করেন।

শৈশবের হারিয়ে যাওয়া এই ছেলেটিই ছিলেন আব্বাস ইবনু আব্দিল মুত্তালিব। তাঁর মা নুতায়লা-ই ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি, যিনি প্রেমের কাবার দুধসাদা গায়ে জড়িয়েছিলেন রেশমি কালো গিলাফ।[১]

জন্ম ও বংশপরিচয়

আব্বাস রা. -এর উপনাম আবুল ফযল। পিতা আবদুল মুত্তালিব। পিতামহ আবদে মানাফ। জন্ম ৫৬৮ ঈসায়ি সনে। আসহাবে ফীলের ঘটনার বছর তিনেক আগে।[২]

তিনি রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামের সম্মানিত চাচা। রাসূলের দু’বছরের বড়। তিনি দীর্ঘদেহী ও ধবধবে ফর্সাবরণের ছিলেন। ছিলেন দশ ছেলের জনক। তাঁর কিছু অসাধারণ গুণ তাকে করে তুলেছিল বিরলপ্রজ।

তিনি খুব বিচক্ষণ ও গভীর জ্ঞানের আধার ছিলেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, অভাবীকে সাহায্য করা ছিল তাঁর চিরাচরিত অভ্যাস।

ইসলামপূর্ব জীবন

আব্বাস বিন আব্দিল মুত্তালিব ছিলেন একজন অভিজাত ব্যক্তিত্ব। আজন্ম আভিজাত্যের সাথেই তাঁর ওঠাবসা। বনেদি কুরাইশ বংশের সন্তান। রক্তে তাঁর মিশে ছিল বদান্যতা, পরোপকার ও মানবসেবা। তাই ইসলাম ও জাহেলি উভয় যুগেই তিনি ছিলেন সম্মানের দৌড়ে শীর্ষ সীমান্তস্পর্শী।

জাহেলি যুগেই তিনি ছিলেন কুরাইশদের গোত্রপতি। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ ও হজের মৌসুমে বাইতুল্লাহর মুসাফিরদের পানি পানের ব্যবস্থা করা ছিল তাঁর দায়িত্ব।[৩] তিনি যখন পূর্বসূরিদের ধর্মের শিকড় আঁকড়ে ছিলেন, তখনও তিনি ছিলেন মহানবীর পরম হিতৈষী।

যার প্রমাণ বহন করে আকাবার ঐতিহাসিক দ্বিতীয় বাইআতের ঘটনা। নবমুসলিমদের উপর কুরাইশ নেতাদের নিগ্রহের জগদ্দল পাথর যখন শক্তভাবে গেড়ে বসেছিল, তখন মদীনার কিছু সম্ভ্রান্ত লোক নবীজিকে হিজরত করার প্রস্তাব দেন। নবীজি তাদের সাথে হজের সময় মিনায় পরামর্শ-বৈঠক করেন। তখন আব্বাস রা. তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মদিনাবাসী! আমাদের কাছে মুহাম্মদের মর্যাদা কতটুকু, তা তোমরা জানোই! আমরা এতদিন তাকে শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করে এসেছি। এখন তিনি তোমাদের কাছে যাবেন। যদি তোমরা তাকে রক্ষা করার অঙ্গীকার করতে পারো, তাহলে তাঁর দায়িত্ব গ্রহণ করো! নয়তো তিনি স্বগোত্র ও স্বদেশে ভালোই আছেন।

আব্বাস রা. -এর অভিব্যক্তিই বলে দেয়, তিনিই রাসূলের কতটা কল্যাণপ্রত্যাশী ছিলেন।[৪]

ইসলামগ্রহণ

কোন কোন ঐতিহাসিকের মতে, তিনি বদর যুদ্ধের পূর্বে ইসলামের ছায়াসুনিবিড় শ্যামলীতে ঠাঁই খুঁজে নিয়েছিলেন। কিন্তু মাতৃভূমি ছেড়ে হিজরতের অভিপ্রায় ব্যক্ত করে রাসূল -এর নিকট চিঠি লিখলে, তিনি বলেন- চাচা, আপনার মক্কায় থেকে যাওয়াই শ্রেয়। আপনিই হবেন সর্বশেষ মুহাজির, যেমন আমি সর্বশেষ নবী।[৫]

তিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। জীবন উৎসর্গ করে যারা ইসলামের সুনীল আকাশে সকালের মিষ্টি রোদের কমলা রঙে সৌভাগ্যের চাঁদ এঁকেছেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। কেননা, তিনি ইসলামের স্বার্থেই ইসলামগ্রহণের পরও সত্য গোপন করে কাফেরদের মাঝে অবস্থান করেছিলেন দীর্ঘকাল। এই সময়ে তিনি অতি সন্তর্পনে কাফেরদের গতিবিধি ও যুদ্ধপরিস্থিতি আগাম জেনে নিতেন এবং সঙ্গোপনে মহানবীর কাছে দূত মারফত সবিস্তারে লিখে পাঠাতেন। শুভ্র কপোতের সোনালি ডানায় চড়ে আসা এসব সবুজসঙ্কেত ইসলাম ও মুসলমানদের জন্য কতটা উপকার বয়ে এনেছিল, তার সঠিক মূল্যায়নের কোন ভাষা পৃথিবীর জানা নেই।[৬]

কোন কোন ইতিহাসবিদ অবশ্য এ মতও পোষণ করেছেন যে, তিনি খায়বার বিজয়ের পূর্বেই ইসলামের স্বর্ণোদ্যানে বিশ্বাসের কিশলয় রোপন করেছিলেন এবং মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে মদীনায় হিজরত করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তায়েফ অবরোধ, তাবুক অভিযান ও হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৭]

মহানবীর সান্নিধ্য

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন পিতার মতো শ্রদ্ধা ও সমীহ করতেন। তাইতো তাঁর ব্যাপারেই তিনি উচ্চারণ করেন মুক্তাঝরা সেই উক্তি- যে আব্বাসকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়। কারণ, চাচা পিতৃতুল্য।[৮]

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালামের ভালোবাসার পুষ্পিত আঙিনায় ছিল তাঁর অবাধ যাতায়াত। তাই নবীজি কখনও তাঁর দুঃখ সহ্য করতে পারতেন না। যখন তিনি বদর যুদ্ধে বন্দী হন, প্রথম রাতে রশির শক্ত বাঁধনে ব্যথায় কঁকিয়ে ওঠেন। তাঁর গোঙানির শব্দে রাসূলের হৃদয়-সৈকতে বেদনার নীল ঢেউ এসে আছড়ে পড়ে। দুচোখের পাতায় ঘুম নামে না তাঁর। সাহাবিরা জিজ্ঞাসা করেন, হে প্রিয় হাবিব! কেন আপনি নির্ঘুম জেগে আছেন? তিনি প্রত্যুত্তরে বলেন, আব্বাসের আর্তনাদ আমার ঘুম কেড়ে নিয়েছে![৯]

সাহাবাদের মাঝে তিনি

সাহাবায়ে কেরামও তাকে খুব সম্মানের চোখে দেখতেন। গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সাথে পরামর্শ করতেন। তাঁর মতামত গ্রহণ করতেন। এমনকি আবুবকর ও উমর রা. যদি কখনও ঘোড়ার পিঠে চড়ে তাঁর সামনে দিয়ে অতিক্রম করতেন, তাহলে তাঁর সম্মানার্থে নিচে নেমে আসতেন।[১০]

সাহাবাদের মাঝে তিনি কতটা সম্মানে ভূষিত ছিলেন, শুধু একটা ঘটনা থেকেই তা অনুমান করা যায়।

উমর রা. -এর শাসনকাল। আরবের বুকে অগ্নিশ্বাস ছাড়ছে দুর্ভিক্ষ। গ্রীষ্মের খরতাপে পুড়ে জমিন শুষ্ক; রুক্ষ। বৃষ্টি-তৃষ্ণায় বালুকণাও কাতর। পরিস্থিতি ভয়াবহ দেখে ইহুদি ধর্মজ্ঞ কাব আহবার এলেন উমর রা.-এর কাছে। বললেন, পূর্বযুগে নবীদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি-প্রার্থনা করা হত। উমর রা. বললেন, আমরা নবীজির চাচার মাধ্যমে বৃষ্টি-প্রার্থনা করব। তাই হলো। আব্বাস রা. আল্লাহর কাছে বৃষ্টির জন্য আকুতিঝরা কাকুতিভরা প্রার্থনা করলেন। মুনাজাত শেষ না হতেই পর্বতপ্রমাণ ছাইরঙা মেঘ আকাশ ঢেকে নিল। ঝুম ঝুম বৃষ্টিতে মরুবালুর তৃষ্ণাও নিবারণ হল। অবিরাম বৃষ্টিতে পানি তখন দেয়াল ছুঁইছুঁই। মরুভূমির কোলে প্রাণ ফিরে এলো। মরু-উপত্যকায় সজীবতা নেমে এলো।[১১]

মৃত্যু

হিজরতের ৩২তম বর্ষের রজব বা রমযানের ১২ তারিখে শুক্রবার তিনি ইহকাল ত্যাগ করে অনন্তের পথে পাড়ি জমান। তিনি জীবনের উদ্যানে বয়সের আটাশিটি ফুলবসন্ত উপভোগ করেন। তাঁর বয়স-বৃক্ষ ইসলামপূর্ব যুগে ৫৬টি এবং ইসলামপরবর্তী যুগে ৩২টি শাখা-বিশাখা ছড়ায়। জান্নাতুল বাকিতে মাটির কুটিরে তিনি শায়িত হন।[১২]

ইসলামের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ইতিহাসের ধূসর পাতায় স্বর্ণে খোদাই করে লেখা থাকবে তাঁর নাম। আল্লাহ তায়ালা তাঁর কবরকে স্বর্গীয় দ্যুতিতে দ্যোতিত করে দিন! আমিন!

সূত্র 
[১] উসদুল গবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, পৃষ্ঠা- ৬৩২, ইবনুল আসীর, দারু ইবনু হাযম।
[২] তারিখে দিমাশক, ২৬/২৭৮, ইবনু আসকারি।
[৩] উসদুল গবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, পৃষ্ঠা- ৬৩২, ইবনুল আসীর, দারু ইবনু হাযম।
[৪] সীরাতে ইবনে হিশাম, ১/৪৪১, আব্দুল মালেক বিন হিশাম।
[৫][৬]উসদুল গবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, পৃষ্ঠা- ৬৩২-৩৩, ইবনুল আসীর, দারু ইবনু হাযম।
[৭] আল-ইসতিয়াব ফি মা’রিফাতিল আসহাব, পৃষ্ঠা- ৮১২
[৮] জামে তিরমিযি, হাদিস নং- ৩৭৫৮
[৯] উসদুল গবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, পৃষ্ঠা- ৬৩২, ইবনুল আসীর, দারু ইবনু হাযম।
[১০] আল-ইসতিয়াব ফি মা’রিফাতিল আসহাব, পৃষ্ঠা- ৮১৪
[১১] প্রাগুক্ত
[১২] উসদুল গবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, পৃষ্ঠা- ৬৩৪, ইবনুল আসীর, দারু ইবনু হাযম।

The post প্রিয় নবির প্রিয় চাচা : আব্বাস ইবনু আবদিল মুত্তালিব রাদি. appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d/

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৬ আগস্ট

ফাতেহ ডেস্ক :

করোনা ভাইরাসের (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে এর পরিবর্তে আগামী ৩১ শে জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাবি ভর্তি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৩১ শে জুলাই থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। আমরা আগস্টের ১৪ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করব।

তিনি আরও বলেন, পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই ২০২১ তারিখ হতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

The post ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৬ আগস্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81/

Wednesday, April 28, 2021

ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহ ভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি দেশটিতে রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। বুধবার সেই সংখ্যা ছাড়িয়েছিল ৩ হাজার ৩০০-র ঘর। তবে আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।

সূত্র: এএনআই

The post ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9%e0%a7%ac%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/

জার্মানিতে জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান

আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপের দেশ জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান।

এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে ৫৫ লাখে দাঁড়িয়েছে। বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে এ তথ্য ওঠে এসেছে। খবর ডেইলি সাবাহর।

জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন এন্ড রিফিউজির ( বিএএমএফ) তথ্য মতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।

বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪-৬.৭ শতাংশ হচ্ছে মুসলিম।বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।

বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেছেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুল সংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

The post জার্মানিতে জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a7%ab/

স্ত্রীর মরদেহ সাইকেলে বেঁধে শশ্মানের খোঁজে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন করোনা একদিকে যেমন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে দেশটিতে, তেমনি জন্ম দিচ্ছে বিভিন্ন মর্মান্তিক ঘটনা। এই তালিকায় সর্বশেষ সংযোজন সৎকারের জন্য স্ত্রীর মরদেহ সাইকেলে বেঁধে নিরুপায় এক ব্যক্তির শ্মশান অভিমুখে যাত্রা।

বুধবার ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। প্রবীণ ওই ব্যক্তির নাম তিলকধারী সিং, তার স্ত্রীর নাম রাজকুমারী। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের জৌনপুর জেলার আম্বরপুরের বাসিন্দা তিলকধারী সিংয়ের স্ত্রী রাজকুমারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সোমবার তিলকধারী সিং তার স্ত্রীকে জৌনপুরের উমানাথ সিং জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার আরও অবনতি ঘটে রাজকুমারীর। তারপর মঙ্গলবার ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। করোনা টেস্টের আগেই মারা যাওয়ায় হাসপাতালের পক্ষ থেকে রাজকুমারীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

তবে বাড়ি ফিরে এসে স্ত্রীকে দাহ করার জন্য ফের আর কোনও গাড়ি খুঁজে পাচ্ছিলেন না তিলকধারী সিং। এদিকে ততক্ষনে পচনও ধরতে শুরু করেছিল মরদেহটিতে। এই অবস্থায় সংক্রমণের ভয়ে এগিয়ে বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি একজন গ্রামবাসীও।

এমনকি গ্রামের শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়া করার কাজেও বাধা দেন তারা। শেষপর্যন্ত নিরুপায় হয়ে মৃত স্ত্রীকে নিজের সাইকেলের সঙ্গে বেঁধে শশ্মানের খোঁজে বেরিয়ে পড়েন বৃদ্ধ তিলকধারী। এক পর্যায়ে ক্লান্ত হয়ে সড়কের ধারে সাইকেল শুইয়ে রেখে বিশ্রাম করতে বসেন তিনি। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ইতোমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে।

এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশের নজরে আনলে জৌনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তরপ্রদেশের রামঘাটে তার স্ত্রীর শেষকৃত্যের ব্যবস্থা করেন।

The post স্ত্রীর মরদেহ সাইকেলে বেঁধে শশ্মানের খোঁজে স্বামী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/

মুফতি হারুন ইজাহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে

ফাতেহ ডেস্ক :

চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারকে র‌্যাব আটক করেছে বলে দাবি করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী। তবে র‌্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে র‌্যাব তাঁকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।

গত ২৬ শে মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।

The post মুফতি হারুন ইজাহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d/

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী গ্রেফতার

ফাতেহ ডেস্ক :

এবার হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী জোনের ডিসি মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

The post মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/

কাবুল থেকে দূতাবাস কর্মী ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফেরানোর কাজ শুরু করে দিয়েছে। তবে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে না। খুব সামান্য কর্মীকে রেখে কাজ চালানো হবে। তাদের নিরাপত্তার জন্য কিছু সেনা থাকবে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ‌‘কার্যকরী’ রাষ্ট্রদূত রস উইলসন এ তথ্য জানিয়েছেন

আফগানিস্তানে ন্যাটো জোট ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল অস্টিন মিলার দুই দিন আগে জানান, ‘মার্কিন সেনারা আফগানিস্তানে ক্লোসিং অপরেশন শুরু করেছে। এবার আফগান সেনাকেই তাদের দায়িত্ব নিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আর আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।

 

The post কাবুল থেকে দূতাবাস কর্মী ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

ফাতেহ ডেস্ক :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন কয়েকশ মানুষ।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে বৃষ্টির জন্য উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের খরেলার বিলের পাশে মাঠে দুই রাকাত ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ওই গ্রামের দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। এর আগে গত ২৮ ও ২১ এপ্রিল সকালে একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাঠে ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছিল।

কুষ্টিয়ার মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, নদী-খালের পানি তলানিতে ঠেকেছে বৃষ্টির অভাবে। অনেক দিন বৃষ্টি না হওয়ায় আল্লাহর উদ্দেশ্যে বিশেষ নামাজ আদায় করেছেন তারা।

বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজের পর মোনাজাতে তারা বারবার বলতে থাকেন, ‌‘হে আল্লাহ, আপনি বৃষ্টি দান করেন। হে আল্লাহ, আপনি বৃষ্টি দেন।’

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. জুবায়ের। তিনি বলেন, কুষ্টিয়ায় কয়েক মাস ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ায় তাপদাহে দেশের মানুষের কষ্ট হচ্ছে। এ রকম পরিস্থিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত।

 

The post কুষ্টিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8/

মাওলানা মামুনুল হকের পক্ষে লেখালেখি, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ফাতেহ ডেস্ক:

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা মামুনুল হকের পক্ষে অবস্থান নিয়ে লেখালেখির অভিযোগে ৩ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- গোপালগঞ্জ সদরের উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার ও ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ। স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহমেদ বলেন, উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ফেসবুকে হেফাজতের নেতা মামুনুল হককে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। ওই স্ট্যাটাসে তিনি অনেক আজেবাজে মন্তব্য লেখেন। আমি সেখানে লিখেছিলাম ‘একজন আলেম সম্পর্কে কোনো কমেন্ট করতে হলে সেই সম্পর্কে জেনে সত্যটা লেখা উচিত। সত্য না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয়’

তিনি আরও বলেন, আমি এমন কোনো মন্তব্য করিনি যে দলের শৃঙ্খলা ভঙ্গ হবে। আমি যা বলেছি সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে বলেছি। এর জন্য দল থেকে বহিষ্কার করার মতো কিছু ঘটেনি।

গোপালগঞ্জ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

The post মাওলানা মামুনুল হকের পক্ষে লেখালেখি, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d-2/

আরও এক সপ্তাহ লকডাউনের প্রজ্ঞাপন জারি

ফাতেহ ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এবারের আদেশে দোকান ও শপিংমল খোলার সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার কথা বলা হলেও গণপরিবহন ও অফিসের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার মেয়াদ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল।

পাশাপাশি সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের কথাও চলমান বিধিনিষেধের তালিকায় যুক্ত করে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। সেগুলো হচ্ছে-

১. স্থল, নৌ ও বিমানযোগে যেকোনো ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের (পণ্য পরিবহন ছাড়া) ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি/অনাপত্তি ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদফতর প্রণীত বিধি-নিষেধ কঠোরভাবে অনুসরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

২. শপিংমলসমূহ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. আসন্ন ঈদ-উল-ফিতর নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম মানতে হবে।

৪. মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন কোভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারিন্টাইনে থাকবেন। সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে।

৪. উল্লিখিত দেশ থেকে আগত শুধু নন কোডিড-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারিন্টাইন ব্যবস্থায় থাকবেন। ৩-৫ দিনের মধ্যে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে সম্মতি প্রদান করলে তারা নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। তবে সেক্ষেত্রেও তাদের নিজ নিজ থানাকে অবহিত করতে হবে।

৬. অন্যান্য দেশ থেকে আগত যাত্রীরা সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

The post আরও এক সপ্তাহ লকডাউনের প্রজ্ঞাপন জারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধের আইনে মন্ত্রিসভার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক :

জনপরিসরে নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের আইনে অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রিসভা।

মঙ্গলবার দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরারর উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দেয় ক্যাবিনেট। খবর আল জাজিরার।

২০১৯ সালে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা সাময়িক নিষিদ্ধ করেছিল শ্রীলংকা।

এছাড়া করোনায় মৃত্যুবরণকারী মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলতে বা দাহ করতে বাধ্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল লঙ্কান সরকার।

দেশটির মুসলিম সংখ্যালঘুরা সরকারের এমন আচরণের তীব্র সমালোচনা করে এটিকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছেন।

মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠানো হবে। এরপর আইন হিসেবে পাস হতে সংসদে অনুমোদিত হতে হবে। সংসদে আইনটি সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের দখল রয়েছে সরকারের।

এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।

জাতিসংঘের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আহমেদ শাহেদ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় মত প্রকাশের অধিকারের সঙ্গে সামঞ্জস্য নয়।

The post শ্রীলংকায় বোরকা নিষিদ্ধের আইনে মন্ত্রিসভার অনুমোদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/

ভারতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর দৈনিক মৃত্যুর সংখ্যা মঙ্গলবার কিছুটা কমলেও তা আবারও রেকর্ড সংখ্যায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯৩ জন। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর।

বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এতে মোট মৃত্যুর সংখ্যা পার হয়েছে দুই লাখের ঘর। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৭৮ হাজার।

এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। প্রতিদিনই বহু সংখ্যক রোগী মারা যাচ্ছেন কেবল অক্সিজেনের অভাবে।

সূত্র: এনডিটিভি, এএনআই

The post ভারতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/

Tuesday, April 27, 2021

গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দাবি হেফাজত মহাসচিবের

 

ফাতেহ ডেস্ক :

২০১৩ হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে ও বিগত ২৬, ২৭, ২৮ মার্চে সংঘটিত ঘটনা-দুর্ঘটনা বিষয়ে দায়েরকৃত মামলায় সারাদেশে গ্রেফতার আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

আল্লামা নুরুল ইসলাম বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রশাসন সারাদেশে একের পর এক আলেম-ওলামাদের গ্রেপ্তার করছে। রমজান মাসে ওলামায়ে কেরামকে যেভাবে গ্রেফতার ও হয়রানি করছে, তা অত্যন্ত দুঃখজনক। আলেম-উলামারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাদের সাথে এধরণের আচরণ সরকার, দেশ ও জাতীর জন্য কল্যাণকর নয়। অতএব সরকারকে এসব হটকারী সিদ্ধান্ত পরিহার করে অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-উলামাদের মুক্তি দেওয়া উচিত।

তিনি বলেন, গ্রেফতারকৃত আলেম-ওলামারা থানায় ও কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তাদের ইবাদত-বন্দেগীতেও খুবই সমস্যা হচ্ছে। গ্রেফতার হওয়া আলেমদের বেশিরভাগই কুরআনের হাফেজ। প্রতি বছর তারা হাজার হাজার মুসল্লিদের নিয়ে তারাবীহ নামাজ আদায় করেন। কিন্তু গ্রেফতারের কারণে তাদের থানা ও জেলে দিন কাটাতে হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

আল্লামা নুরুল ইসলাম আরো বলেন, এই রমজান মাসে আলেমদের একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে। একবার রিমান্ড শেষ হলে আরেকবার রিমান্ড দেওয়া হচ্ছে। এগুলো অমানবিক আচরণ। পবিত্র রমজান মাসে আলেমদের সাথে এমন অমানবিক আচরণ করবেন না। অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন। যারা গ্রেফতার হয়েছেন, তাদের মুক্তি দিন। যাদের রিমান্ড দেওয়া হয়েছে, তাদের রিমান্ড বাতিল করুন।

 

The post গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দাবি হেফাজত মহাসচিবের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d/

ইস্তাম্বুলে শান্তি আলোচনায় যোগ দেবে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় যোগ দেবে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান।

আফগান সরকারের পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ওমর দাউদযাই আজ (মঙ্গলবার) বলেছেন, পাক প্রতিনিধি তালেবানের সম্মতির কথা জানিয়েছেন।

এদিকে, আফগানিস্তানের জাতীয় কংগ্রেস দলের প্রধান আব্দুল লতিফ পেদরাম আজ বলেছেন, পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান তার সঙ্গে বৈঠকেও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপায় নিয়ে কথা বলেছেন। এই আফগান রাজনীতিবিদ বলেন, আফগানিস্তানে ফেডারেল সরকার গঠন করতে হবে।

মোহাম্মাদ সাদেক খানের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বর্তমানে আফগানিস্তান সফর করছেন। গত ২৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও তালেবান নেতাদের অনাগ্রহের কারণে তা দ্বিতীয় বার পিছিয়ে গেছে।

সূত্র: পার্সটুডে।

The post ইস্তাম্বুলে শান্তি আলোচনায় যোগ দেবে তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8/

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

ফাতেহ ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামে বলা হচ্ছে। সেখানে এর মাত্রা ছিল ৬.২। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প কেঁপে ওঠে ঘরবাড়ি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশে। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই।

 

The post ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

আলোর পথের রাহবার (সপ্তম পর্ব)

[হযরত মাওলানা সাইয়িদ আবুল হাসান আলি নদবি (র)-এর জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণ]

মূল : মুহাম্মাদ হাসান আনসারি
ভাষান্তর : মওলবি আশরাফ

আরবি ভাষার খেদমত ও দারুল উলুম নদওয়াতুল উলামা

হজরত মাওলানা আবুল হাসান নদবি ১৮ জুন ১৯৬১ সালে নদওয়াতুল উলামা লখনৌ-এর পরিচালকের পদে নির্বাচিত হন। তাঁর পরিচালনার সময়ে আল্লাহ অনুগ্রহে দারুল উলুম নদওয়ার আশ্চর্য প্রগতি ও যুগোপযোগিতা অর্জন হয় এবং অসংখ্য কালোত্তীর্ণ কৃতী মনীষীদের রত্নপ্রসবা হয়ে ওঠে। ফলে আজ পৃথিবীর আনাচে-কানাচে নদওয়াতুল উলামা আপন নামযশ নিয়ে ইসলামের খেদমতের সৌভাগ্য অর্জন করেছে। এবং এই প্রতিষ্ঠানটি একটি আলিশান ইসলামি দূর্গ হয়ে ওঠেছে। ইসলাম প্রচার-প্রসারে নেতৃত্ব দেবার সংকল্পে শুধু ভারতের বিভিন্ন জনপদ থেকে নয়, মালয়েশিয়া ইন্দোনেশিয়া নেপাল থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা ত্রিনিদাদ উগান্ডা ব্রুনাই ইত্যাদি দেশ থেকে দলে দলে শিক্ষার্থীরা আসছে।

মধ্যপ্রাচ্যের প্রসিদ্ধ সাহিত্যিক ও ইসলাম প্রচারক আলি তানতাবি লিখেন :

‘মিশরের জামিয়া আজহার এক দীর্ঘ সময় ইসলামের খেদমত করে এখন পিছিয়ে পড়েছে। অখণ্ড ভারতে দারুল উলুম দেওবন্দকে জামিয়া আজহারের আদলে প্রতিষ্ঠা করা হয়েছিল, শিক্ষাপদ্ধতিতে নতুন দিন-দুনিয়ার বিষয়আশয় ছিল না, অপরদিকে স্যার সৈয়দ আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন পুরোপুরি আধুনিক ইউরোপীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকরণে। দারুল উলুম নদওয়া এই তিন প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম, মধ্যমপন্থী পথ অবলম্বনে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান না দেওবন্দ ও প্রাচীন জামিয়া আজহারের মতো প্রাচীনপন্থী, আর না আলীগড় বিশ্ববিদ্যালয়ের মতো বস্তুবাদী ও আধুনিকতার পূজারী। দারুল উলুম নদওয়া উভয় ধারা থেকে উপকৃত হয়, উভয়ের সৌন্দর্য গ্রহণ করে, উভয়ের অপছন্দনীয় দিক এড়িয়ে গিয়ে এক আশ্চর্য ভারসাম্য রক্ষা করে। নদওয়া আধুনিক মননে ইসলামি গড়ন দানের এক নতুন একসপেরিমেন্ট, আল্লাহ যাকে কামিয়াবি দান করেছেন। যে ব্যক্তিত্বকে এই একসপেরিমেন্টের সফল নমুনা বলা যায়, তিনি সাইয়িদ আবুল হাসান আলি নদবি। তিনি প্রতীচ্য থেকে খুঁটেখুঁটে ভালো দিক যেমন নিয়েছেন, তেমনই সমন্বিত করেছেন প্রাচ্যকে। তিনি আরবি উর্দু ও ইংরেজি তিন ভাষাতেই সমুন্নত ধারণা রাখতেন, ফলে ইসলাম প্রচারে তাঁর জবান গোটা দুনিয়াকে শামিল করেছিল।
ভাই আবুল হাসান, আপনি ও আপনার অনুসারীবৃন্দ নিজেদের পথে যেন অনড় থাকে। আমার এই মুহূর্তে আর কোনো ইসলাম প্রচারককে আপনার চেয়ে ভারসাম্যপূর্ণ ও ওজনদার মনে হয় না।’[১৪]

১৯৯৭ সালে লাখনৌ সফরকালে পবিত্র কা’বার ইমাম শায়খ মুহাম্মদ বিন আবদুল্লাহ আসসুবাইল বলেন,
“‘আল্লাহর রসুল (স) ইরশাদ করেন— ইসলামি জ্ঞান প্রত্যেক সময়ে এমন সব লোক (আলেম) বহন করবে যাঁরা ভারসাম্যপূর্ণ খোদাভীরু ও আমানতদার হবে। তাঁরা ইসলামি জ্ঞানকে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে, বিভ্রান্তদের মিথ্যারোপ থেকে, এবং জাহিলদের অপব্যাখ্যা থেকে রক্ষা করবে।’ আমি মনে করি মাওলানা আবুল হাসান আলি নদবি সেইসব সৌভাগ্যবান প্রকৃত আলেমদের একজন যাঁদের কথা এই হাদিসে বলা হয়েছে। এবং তিনি ধ্যানে-জ্ঞানে-বদনে ঠিক সেই কাজেই নিজেকে নিয়োজিত রেখেছেন, হাদিসে আলেমের গুণে আল্লাহর রসুল (স) যা বলেছেন।”[১৫]

দারুল উলুম নদওয়ার সম্মানিত শিক্ষক মাওলানা সায়িদুর রহমান আ’জমি নদবি বলেন, ‘নদওয়াতুল উলামায় মাওলানা আবুল হাসান আলি নদবির চেষ্টা-প্রচেষ্টা ও পদক্ষেপ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বিশেষত আরবি সাহিত্যে ও ইসলাম প্রচারের ক্ষেত্রে অসম্ভব সাফল্য করতলগত হয়েছিল। মহান আল্লাহ হজরত মাওলানাকে আরবি ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্য দান করেছেন, তিনি আরবি ভাষা ও সাহিত্য এক নতুন রূপ দান করেছিলেন।…’

১৯৫৫ সালে হজরত মাওলানার সম্পাদনায় মাসিক ‘আল বা’সুল ইসলামি’ এবং এর চার বছর পর পাক্ষিক ‘আর রাইদ’ নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যচর্চার স্বর্ণযুগ এনেছিল। যার ফলেই পরবর্তীতে পাক-ভারত-বাংলাদেশে মধ্যমপন্থী প্রগতিশীল আলেমদের জয়যাত্রা শুরু হয়।

টীকা :
[১৪] ‘আশ শারকুল আওসাত’, ডিসেম্বর/১৯৮৬
[১৫] ‘তা’মিরে হায়াত’, নভেম্বর/১০/১৯৯৭

The post আলোর পথের রাহবার (সপ্তম পর্ব) appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0/

Monday, April 26, 2021

ঢাকায় পৌঁছলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।

নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

The post ঢাকায় পৌঁছলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81%e0%a6%9b%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/

শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেনের সরবরাহ বন্ধের নির্দেশ

ফাতেহ ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, ভারত সরকার কর্তৃক অক্সিজেন রপ্তানি বন্ধ ও হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক পরিদফতর।

জানা গেছে, দেশের মোট অক্সিজেন চাহিদার বড় একটি অংশ আসে ভারত থেকে। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতির নাজুক অবস্থায় অক্সিজেন সরবরাহ এখন বন্ধ হয়ে গেছে। এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে সংকট তৈরি হয়েছে। এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক স্মারকে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিকল্প হিসেবে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা রয়েছে, যা সময়সাপেক্ষ।

স্মারকে তিনি বলেন, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ সম্প্রতি দ্রুত বাড়ছে। দেশের হাসপাতাল/ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে হাসপাতাল/ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন। তাই দেশে করোনা সংক্রমণ চলাকালীন শিল্পে অক্সিজেনের ব্যবহার বন্ধ রেখে শুধু হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশনা প্রদান করা হলো।

দেশের পাঁচটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো- লিন্ডে বাংলাদেশ, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, ইসলাম অক্সিজেন লিমিটেড, ডিআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড।

The post শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেনের সরবরাহ বন্ধের নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c/

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার ৭৪৯

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে একদিনে বিশ্বে নতুন করে ১০ হাজার ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৯৩৪ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৪ লাখে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি।

ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।

The post বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার ৭৪৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/

ঈদের জামাত হবে মসজিদে

এবার ঈদের নামাজ পড়তে হবে মসজিদে।

গত বছরের মতো এবারও ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

The post ঈদের জামাত হবে মসজিদে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/

Sunday, April 25, 2021

হাইয়াতুল উলয়ার সভায় যে সিদ্ধান্ত হলো

ফাতেহ ডেস্ক :

কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দীনী কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে আজ ২৫ এপ্রিল ২০২১ তারিখ, রবিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক সভা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় :

১। কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে একমাত্র আল-হাইআতুল উলয়া। আল-হাইআতুল উলয়ার অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোন সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ব্যতীত পৃথকভাবে কওমি মাদরাসা বিষয়ক কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করতে পারবে না।
২। কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য এবং কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্তগ্রহণ ও তত্ত¡াবধানের জন্য আল-হাইআতুল উলয়ার অধীন ৫ বোর্ডের ৫ (পাঁচ) জন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে ৫ জন এবং চেয়ারম্যান কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সমন্বয়ে সর্বমোট ১৫ (পনের) জনের একটি ‘বাস্তবায়ন সাব-কমিটি’ গঠিত হবে।
৪। উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসার যে সকল নিরীহ ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান এবং মসজিদের ইমাম ও মুসল্লীদেরকে গ্রেফতার করা হয়েছে, রমাযানের এই রহমতের মাস বিবেচনায় সরকারের নিকট তাদের মুক্তির আহ্বান জানানো হয় এবং নিরীহ আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানী না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
৫। পবিত্র রমাযান কুরআন তেলাওয়াতের মাস। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বালা-মুসিবত ও মহামারী দূর হয়। তাই রমাযানের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমাযানের পর কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন করা হয়।
৬। আল-হাইআতুল উলয়ার আজকের সভার সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করার জন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্যগণ হলেন :
(১) মাওলানা মুফতি রুহুল আমীন
(২) মাওলানা মুফতি মোহাম্মদ আলী
(৩) মাওলানা মুফতি জসীমুদ্দীন।

অদ্যকার সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা মুফতি জসীমুদ্দীন। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি মাওলানা মুফতি রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক; আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সভাপতি মাওলানা সুলতান যওকের প্রতিনিধি মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা আব্দুল হালীম বুখারীর প্রতিনিধি মাওলানা উবায়দুল্লাহ হামযাহ; আযাদ দীনী এদারায়ে তা‘লীম এর সভাপতি মাওলানা জিয়াউদ্দীন এর প্রতিনিধি মাওলানা এনামুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর; তানজীমুল মাদারিসের সভাপতি মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মহাসচিব মাওলানা ইউনুস এবং জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের প্রতিনিধি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মহাসচিব মাওলানা মুফতি মোহাম্মদ আলী।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল এবং অফিস সম্পাদক মাওলানা মুঃ অছিউর রহমান।

 

The post হাইয়াতুল উলয়ার সভায় যে সিদ্ধান্ত হলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf/

Friday, April 23, 2021

খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পাঁচ দিনের রিমান্ড

ফাতেহ ডেস্ক :

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাজধানী পল্টন থানার দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আদলতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

The post খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পাঁচ দিনের রিমান্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%87%e0%a7%9f%e0%a7%81%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0/

দেশে একদিনে করোনায় ৮৮ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৬২৯ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৪ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ৯৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় সরকার।

The post দেশে একদিনে করোনায় ৮৮ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae%e0%a7%ae-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/

Thursday, April 22, 2021

হেফাজত নেতা মাওলানা সানাউল্লাহ গ্রেপ্তার

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তাঁকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে এলিফ্যান্ট রোডের একটি মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ের হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে করা পল্টন থানায় করা মামলায় এজাহারনামীয় আসামি তিনি।

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছ র‍্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

The post হেফাজত নেতা মাওলানা সানাউল্লাহ গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

Monday, April 19, 2021

হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি

ফাতেহ ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

The post হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে করণীয়

ফাতেহ ডেস্ক :

রোজায় অ্যাসিডিটি তথা গ্যাস্ট্রিকের কারণে পেট জ্বালাপোড়া ও পেটের মাঝখানে ব্যথা অনুভব করার মতো সাধারণ সমস্যা হতে পারে। এছাড়া পেট ফাঁপা, কোষ্টকাঠিন্য ও টয়লেট পাতলা হওয়ার সমস্যায়ও ভুগতে পারেন কেউ কেউ।

এ ব্যাপারে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের পরিচালক পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ রোজদারদের কিছু নিময় মেনে চলার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, রোজায় শেষ বেলায় তথা বিকালে বমি বমি ভাব হতে পারে। এটা হয়ে থাকে পেটের ভেতরে সারদিন না খাওয়ার কারণে যে এসিডিটি হয় তার কারণে।

অধ্যাপক ফারুক আহমেদ বলেন, এ জন্য ভাজাপোড়া জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবর খেতে হবে। তাৎক্ষণিক সমাধানের জন্য ওমিপ্রাজল জাতীয় কিছু ওষুধ খেয়ে নিলে সমাধাান হতে পারে।

তিনি বলেন, ইফতারে কোনোভাবেই বেশি খাবার খাওয়া যাবে না। নিয়মিত যে খাবারগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত সেই খাবারগুলোই খেতে হবে। এর বাইরে ভাজাপোড়া জাতীয় খাবার না খাওয়াই ভালো।

বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, বাসায় বানানো শরবত খাওয়া যেতে পারে। সঙ্গে ফল বা ফলের সালাদ খাওয়া যেতে পারে। অবশ্যই পানি বেশি পরিমাণে খেতে হবে। সিদ্ধ ছোলা বা মুড়ি খাওয়া যেতে পরে। তবে যে খাবারগুলোর সঙ্গে অভ্যস্ত না তেমন খাবারগুলো না খাওয়াই ভালো।

তিনি বলেন, অতিরিক্ত খাদ্য হজম হতে গিয়ে অনেক সময় লাগবে এবং অনেক সময় সব খাদ্য হজম না হয়ে সারাদিন এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হবে। এতে সারাদিন বুক জ্বালাপোড়া করতে পারে। ঢেকুরের সঙ্গে খাবার চলে আসেতে পারে। এছাড়া আগের কোনো উপসর্গহীন রোগ থাকেলে সেগুলোর উপসর্গ দেখা দিতে পারে।

অধ্যাপক ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত খাবার খেলে সেটা শরীরে মেদ হিসেবে জমা হবে এবং ওজন বাড়বে। ওজন বাড়ালে শরীরের সবগুলো অঙ্গই কার্যক্ষমতা হারাতে পারে।

তিনি আরও বলেন, বুক জ্বালাপোড়ার সমস্যা থেকে মুক্তি পেতে হলে তেল জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। একবারে পেট পুরে না খেয়ে প্রয়োজনে অল্প করে কয়েকবার খাওয়া যেতে পারে।

সূত্র: ডক্টর টিভি

The post রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে করণীয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d/

দেশে করোনায় একদিনে মৃত্যু ১১২, শনাক্ত ৪২৭১

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১১২ জন। এ সময় শনাক্ত হয়েছে চার হাজার ২৭১ জন।

এটিই বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হলো। এর আগের তিন দিনে যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

The post দেশে করোনায় একদিনে মৃত্যু ১১২, শনাক্ত ৪২৭১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করছে সরকার : ফখরুল

ফাতেহ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চলমান ‌‘লকডাউনে’র সুযোগে সরকার ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদেরও গ্রেফতার অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দলের প্রায় ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের কাছে যারা শ্রদ্ধার পাত্র, তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সরকার। তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। তাদের মামলাগুলোও প্রত্যাহার করতে হবে।

২৬ মার্চ স্বাধীনতার দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সরকারের তৈরি করা দাবি করে মির্জা ফখরুল বলেন, এ ঘটনাগুলো যেন ঘটে তার ব্যবস্থা পরিকল্পিতভাবে করেছে সরকার। আপনারা লক্ষ্য করেছেন, অনেকগুলো ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করেছিল। বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। কিন্তু বায়তুল মোকাররমে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেওয়ার পেছনে পুলিশের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করে। তারা এ কর্মসূচিতে হামলা চালায় । সে কারণেই হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাতের ঘটনা ঘটেছিল।

বিএনপির এ নেতা বলেন, ‌‘লকডাউনে’র সময় আরও বৃদ্ধি করা হবে। কিন্তু শ্রমিক ও কৃষকদের জন্য কোনো ব্যবস্থা না করেই এই ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। ফলে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আমরা আবারও বলছি, দিন আনে দিন খায় এমন মানুষকে নগদ অর্থ প্রধান করতে হবে। তার জন্য প্রয়োজনে বড়-বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্থগিত রেখে সেখানে টাকা ব্যয় না করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে আর্থিক প্রণোদনা পৌঁছাতে হবে।

তিনি বলেন, কোনো রাজনীতির জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য এসব বিষয় সামনে নিয়ে আসতে হবে। এখন মানুষকে বাঁচানো ছাড়া আর কী করার আছে? অন্যান্য দেশ প্রথমে যেটা করেছে, সেটা হলো তারা বিপুল পরিমাণ নগদ অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর নগদ টাকা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে অর্থনীতিই অচল হয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, ধর্মীয় নেতাদের এভাবে অপমান ও হয়রানি ধর্মপ্রাণ মানুষ কোনো দিন মেনে নেবে না। আমরা আহ্বান জানাবো অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা হোক। আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। একইসঙ্গে বিএনপির যেসব নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।

 

The post ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করছে সরকার : ফখরুল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/

৭ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক

ফাতেহ ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজত নেতা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে মামুনুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি নাশকতার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ সময় ডিসি তেজগাঁও জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।

এছাড়া সাম্প্রতিক মোদিবিরোধী আন্দোলনের সময়ও
একাধিক মামলায় মামুনুল হকের নাম রয়েছে। প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে সব মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

The post ৭ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/