Sunday, January 31, 2021

তিন মাসের শিশুকে টয়লেটে ফেলে হত্যার দায়ে মা আটক

ফাতেহ ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তিন মাসের কন্যাশিশুর মরদেহ বাড়ির টয়লেটের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শিশুটিকে টয়লেটের ভেতরে ফেলে হত্যার অভিযোগে মা কে আটক করা হয়েছে। বিকেলে পৌরসভার ধুমাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নিখোঁজ হয় শিশু নুর হাওয়া। এরপর শিশুটিকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা নুরুল ইসলাম।

এসময় শিশুটির মায়ের নিরব ভূমিকা ও আচরণে সন্দেহ হয় সবার। পরে শিশুটির মা তানজিলা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে টয়লেটে ফেলে হত্যার কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

The post তিন মাসের শিশুকে টয়লেটে ফেলে হত্যার দায়ে মা আটক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%9f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab/

করোনা নিবন্ধনের ‘সুরক্ষা অ্যাপ’ আসছে ৪ ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় ৪ ফেব্রুয়ারি প্লে-স্টোরে ‘সুরক্ষা অ্যাপ’ চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলম।

রোববার (৩১ জানুয়ারি) মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আযোজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যেই গুগল প্লে-স্টোরে অ্যাপটা আপলোড করেছি। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা অনুমোদন হয়ে যাবে। তখন থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

তিনি আরও বলেন, আপাতত ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর পেয়েছি ১৫ হাজারের মতো নিবন্ধন সম্পন্ন হয়েছে। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের উপজেলা পর্যায়ে সহায়তা করবে আমাদের স্বেচ্ছাসেবকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও বলেন, দুয়েকদিনের মধ্যে দেশের ৬৪ জেলায় টিকা পৌঁছাবে। বেক্সিমকো ফার্মা আমাদের বলেছে আজ-কালের মধ্যে তারা জেলায় জেলায় টিকা পৌঁছে দেবে। সারাদেশে টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বুথগুলোকে প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, আগামীকালের মধ্যেই টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শেষ হবে। সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল উপজেলার ফোকাল পার্সনদের ভার্চুয়াল একটা মিটিং অনুষ্ঠিত হবে। তাদের থেকে যা পরামর্শ আসবে আগামী পাঁচ-ছয়দিনের মধ্যে সেগুলো নিয়ে কাজ করা হবে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সাত হাজার ৪০০টি দল কাজ করছে বলেও জানান ডা. খোরশেদ আলম।

The post করোনা নিবন্ধনের ‘সুরক্ষা অ্যাপ’ আসছে ৪ ফেব্রুয়ারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

ঢাকায় শেখ হাসিনা-মোদির বৈঠক ২৭ মার্চ হতে পারে

ফাতেহ ডেস্ক:

গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাসুদ বিন মোমেন। দেশে ফিরে আজ রোববার তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সচিব বলেন, ‘যেহেতু ভারতের প্রধানমন্ত্রী ২৫ বা ২৬ মার্চ এখানে আসার কথা রয়েছে, সেহেতু আমরা তাদের দ্বিপক্ষীয় আলোচনা ২৭ মার্চ করার দিয়েছি।’

পররাষ্ট্র সচিব বলেন, মোদি ২৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দেবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকা সফর করবেন। ফেব্রুয়ারির শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া মার্চ মাসে শেখ হাসিনা-মোদি আলোচনার আগে সচিব পর্যায়ের চারটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

চারটি বৈঠকের মধ্যে স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে বৈঠক ঢাকায় এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব আরো বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার সময় স্বাক্ষরিত হতে যাওয়া চার-পাঁচটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, ‘আমরা সচিব পর্যায়ের চারটি বৈঠক থেকে সমঝোতা স্মারক বিষয়ে আমাদের প্রস্তুতিমূলক কাজে গুরুত্বপূর্ণ ইনপুট প্রত্যাশা করছি।’

The post ঢাকায় শেখ হাসিনা-মোদির বৈঠক ২৭ মার্চ হতে পারে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88/

সেনাবাহিনীর হাতে আটক অং সান সু চি

ফাতেহ ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করেছে সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে।

ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউনত সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিনত এবং অন্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে।

জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হল।

ওই নির্বাচনে সংঘাতপূর্ণ অঞ্চলের ভোটারদের ভোট বঞ্চিত করা হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী থেকে সমালোচনা করা হয়। আর সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনে দাবি করে নির্বাচনে ৮.৬ মিলিয়ন ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘নির্বাচনে প্রতারণার’ অভিযোগ নিয়ে মিয়ানমারে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান না হলে ‘ব্যবস্থা নেওয়ার’ পরিকল্পনা আছে তাদের।

এটি কি অভ্যুত্থান হতে পারে- এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ‘সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না’ বলে মন্তব্য করলে উত্তেজনা চরমে পৌঁছায়।

এরপর গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানায়। যদিও পরের দিনই দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী সংবিধান মেনে আইন অনুযায়ী কাজ করবে।

The post সেনাবাহিনীর হাতে আটক অং সান সু চি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%82-%e0%a6%b8/

স্বাস্থ্যের উন্নতি হলেও আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে আল্লামা বাবুনগরীকে

ফাতেহ ডেস্ক:

আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তবে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।

বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন। এর আগে গত পাঁচদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে চট্টগ্রাম নগরীর সি এস সি আর হাসপাতালের হার্ড বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো আল্লামা বাবুনগরীকে। জানা গেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। তবে ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন।

এর আগে নিয়মিত হাদিসের সবক পড়িয়েছেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আল্লামা জুনায়েদ বাবুনগনরীর ডায়াবেটিস ও পেশার নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

The post স্বাস্থ্যের উন্নতি হলেও আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে আল্লামা বাবুনগরীকে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93/

প্রায় এক বছর পর ১৩ মার্চ থেকে খুলছে ঢাবির হল

ফাতেহ ডেস্ক:

প্রায় এক বছর পর আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় রবিবার এই সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছিল।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে। ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল শুরু হবে।

তিনি বলেন, স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের যেসব সেমিস্টারের পরীক্ষাগুলো বিভাগগুলোর ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক ও অনুষদগুলোর ডিনেরা আলোচনার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে নেওয়ার সুপারিশ করবেন, সেই শিক্ষার্থীদের জন্য ১৩ মার্চ থেকে হল খুলে দেওয়া হবে। স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরে অধ্যয়নরত আবাসিক শিক্ষার্থীদেরই কেবল হলে ওঠানো হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার আনুমানিক দুই সপ্তাহ পরে তাদের পরীক্ষা-কার্যক্রম শুরু হবে। এই দুই সপ্তাহ কক্ষগুলো থাকার উপযোগী করা, পড়াশোনার ছন্দে ফেরা-অর্থাৎ শিক্ষার্থীদের ও হলের সামগ্রিক প্রস্তুতির জন্য দেওয়া হবে। এ সময়ে কোনো ক্লাস নেওয়ার পরিকল্পনা নেই । তবে শিক্ষার্থীরা যদি শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা করতে চান, তা করা যাবে ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত বছরের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এরপর গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে আছে।

The post প্রায় এক বছর পর ১৩ মার্চ থেকে খুলছে ঢাবির হল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a5%e0%a7%87/

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি ডা. শাহাদাতের

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ‘প্রিন্টেড’ ফলাফল দিতে না পারলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।

রবিবার নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

পরাজিত এই মেয়রপ্রার্থী বলেন, ‘নির্বাচনে সাড়ে ৭ শতাংশ ভোট পড়লেও নির্বাচন কমিশন কারচুপি করে সাড়ে ২২ শতাংশ দেখিয়েছে।’

তিনি বলেন, ‘ইভিএমে ভোটের ফলাফল দেওয়ার কথা প্রিন্টেড কাগজে। কিন্তু তা না দিয়ে হাতে লেখা কাগজে দিয়েছে। নির্বাচন কমিশন ২৭ তারিখের সেই প্রিন্টেড কাগজ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করবো।’

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে বিএনপির প্রার্থী ডা. শাহাদাতকে প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী।

নির্বাচনে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাহাদাত পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

The post নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি ডা. শাহাদাতের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।

গত একদিনে আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-2/

প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার

ফাতেহ ডেস্ক:

প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে দেশে ফেরাতে রাজি হয়েছে মিয়ানমার। এ বিষয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারো বৈঠকে বসবে দুই দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

রবিবার সকালে, রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রত্যাবাসনের লক্ষ্যে যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে এ পর্যন্ত ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাঠানো হয়েছে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা। কিন্তু মিয়ানমার এ পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার পরিচয় যাচাই-বাছাই করেছে।

২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দু’দফা উদ্যোগ নেয়া হলেও নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা।

গত ১৯ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপক্ষীয় বৈঠক শেষে আগামী এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের ভাইস ফরেন মিনিস্টার লুও ঝাওহুয়ি। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মিয়ানমারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক ডেপুটি মিনিস্টার হাও দো সুয়ান অংশ নিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের মুখে বাংলাদেশ পালিয়ে আসে প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা। এছাড়া আরো আগে থেকে বাংলাদেশের আশ্রয়ে ছিলো ৪ লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও কোন ধরনের সমাধানে আসতে পারেনি দুই দেশ।

 

The post প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95-%e0%a6%b0%e0%a7%8b/

সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি ভার্সন চালু হবে

ফাতেহ ডেস্ক:

প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এজন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আজ রবিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষকদের কোয়ালিটি অনেক বেড়েছে। এটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাই।

জাকির হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১ হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ ব্রিটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি ভার্সন চালু হবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87/

শেরপুরে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল চারজনের

ফাতেহ ডেস্ক:

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।

The post শেরপুরে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল চারজনের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/

বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিবের চিঠি

ফাতেহ ডেস্ক:

মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে জাতিসংঘ আশ্বাস দিয়েছিল, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাবেন তারা। মহাসচিব সে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘ মহাসচিব তার অফিসের কার্যক্রমকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সাথে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাকে চিঠি দিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু ও টেকসই পরিকল্পনা গ্রহণের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তার জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে এ চিঠি পাঠান জাতিসংঘ মহাসচিব।

The post বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিবের চিঠি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c/

দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম ও রংপুরসহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় দেওয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কাকডাকা ভোরে কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে।

নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশসহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেওয়া হবে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহারিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের একটি লিস্ট আছে সেখান থেকে আমরা যিনি প্রথমে আসতে চান তাকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করব।

অন্যদিকে, ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোররুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন।

The post দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81/

ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিলেন আইনজীবীরা

ফাতেহ ডেস্ক:

মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরুর আগেই সরে দাঁড়িয়েছে তার আইনজীবী প্যানেল। এখন তার পক্ষে আইনজীবী না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দফায় অভিশংসন ঠেকাতে এই প্যানেলটি ট্রাম্পের হয়ে সর্বোচ্চ লড়াই করার কথা ছিল। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আইনি কৌশলসহ নানা বিষয়ে মতবিরোধের জেরেই পাঁচ সদস্যের ওই প্যানেলটি সরে দাঁড়ায়। অন্যান্য মার্কিন গণমাধ্যমে, প্যানেলের দু’পক্ষের মধ্যে বেশকিছু বিষয়ে সমন্বয়হীনতার কারণও উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের সাবেক প্রচারণা উপদেষ্টা জেইসন মিলার সিএনএনকে জানান, দায়িত্ব থেকে বিদায় নেওয়া একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার ডেমোক্র্যাট উদ্যোগ পুরোপুরি অসাংবিধানিক ও দেশের জন্য খুবই লজ্জাজনক খারাপ। ৪৫ সিনেটর ভোট দিয়েও জানিয়েছেন, এটি পুরোপুরি অসাংবিধানিক। আমরা অনেক কাজ গুছিয়ে রেখেছি, কিন্তু আমাদের আইনি টিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে।

ট্রাম্পের আইনজীবী প্যানেলে এমন গণ্ডগোলে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয় দফায় অভিশংসনে লড়াইয়ে আইনজীবী পাওয়া যাচ্ছে না বলে খবর বেরিয়েছে।

ট্রাম্প এখনো নির্বাচনে কারচুপি হয়েছে বলে নিজের দাবি অব্যাহত রেখেছেন। নির্বাচনে চুরি হয়েছে উল্লেখ করে অভিশংসন আদালতে যুক্তিতর্ক করতে আইনজীবীদের চাপ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ হয়েছে।

বাচ ব্রাওয়ার ও ডেবোরাহ বারবিয়ার নামের দুই শীর্ষ আইনজীবী অভিশংসন আদালতে ট্রাম্পের পক্ষে থাকবেন বলে জানানো হয়েছিল। তবে এই দুই আইনজীবীই এখন আর ট্রাম্পের পক্ষে নেই। পারস্পরিক আলোচনার মাধ্যমেই আইনজীবীদের সঙ্গে ট্রাম্পের এমন বিচ্ছেদ ঘটেছে। প্রধান আইনজীবী হিসেবে বাচ ব্রাওয়ারই অভিশংসন আদালত মোকাবিলার জন্য ট্রাম্পের আইনজীবী দল গঠন করছিলেন।

ট্রাম্পের শেষ সময়ের সহযোগী রুডি জুলিয়ানি জানিয়েছেন, তিনি মামলায় আইনজীবী হিসেবে থাকছেন না। জুলিয়ানি নিজে বলেছেন, তাকে সাক্ষী হিসেবে মামলায় ডাকা হতে পারে। ট্রাম্পের ভুয়া মামলা নিয়ে দৌড়ঝাঁপের জন্য দিনে ২০ হাজার ডলার ফি দাবি করেছিলেন জুলিয়ানি। এ ঘটনায় ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।

১৪ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের সশস্ত্র হামলায় পাঁচজন নিহত হন। এ হামলায় উসকানিদাতা হিসেবে ট্রাম্পকে দায়ী করা হয়েছে। এ কারণে ১৩ জানুয়ারি তাকে মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। এবার সিনেটে দ্বিতীয় দফায় বিচারের মুখোমুখি ট্রাম্প।

The post ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিলেন আইনজীবীরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8/

হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনার টিকা চেয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

The post হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87/

Saturday, January 30, 2021

’নির্দিষ্ট কিছু’ বিদেশিদের নাগরিকত্ব দিবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবার বিদেশিদের নাগরিকত্ব দিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিলো সংযুক্ত আরব আমিরাত। শনিবার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

শেখ মোহাম্মদ বলেন বলেন, ‘নতুন আইন সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ।’

আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীরা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে আরব দেশটির সরকার জানিয়েছে।

৯০ লাখ মানুষের দেশ আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয়। বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে সেখানে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এসব মানুষের মধ্যে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা।

The post ’নির্দিষ্ট কিছু’ বিদেশিদের নাগরিকত্ব দিবে আরব আমিরাত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a6/

গুয়ান্তানামোবের বন্দিদের টিকা পরিকল্পনা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

গুয়ান্তানামোবেয় আটক বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

অধিকাংশ আমেরিকানকে বাদ দিয়ে অপরাধীদের টিকার অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে রিপাবলিকানদের প্রতিবাদের মুখে এ কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। শনিবার পেন্টাগনের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি টুইটবার্তায় বলেন, আমরা পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছি না। আমরা বাহিনীর নিরাপত্তা বিধান পুনর্বিবেচনা করছি। মার্কিন বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কিউবার গুয়ান্তানামো বে-তে মার্কিন নৌঘাঁটিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ আটক বন্দিদের রাখা হয়েছে। এখানে ৯/১১ টুইট টাওয়ারে হামলার অভিযোগে শীর্ষ আল কায়েদা নেতা খালিদ শেখ মোহাম্মদও আছেন। সপ্তাহের শুরুতে মার্কিন গণমাধ্যমকে পেন্টাগন জানায়, আটক ও বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় এই টিকা নিতে পারবেন। এর পরেই রিপাবলিকান দলের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করে।

The post গুয়ান্তানামোবের বন্দিদের টিকা পরিকল্পনা স্থগিত করল যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6/

জনসমর্থন বাড়াতে ফ্রান্সে হিজাব নিষিদ্ধের দাবি বিরোধী নেতার!

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের সরকারি জায়গাগুলোতে হিজাব নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী নেতা মেরিন লে পেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন বাড়ানোর কৌশল হিসেবে তিনি এধরনের বিতর্কিত দাবি তুলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরা।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি হিজাব নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, এটিকে আমি ইসলামী পোশাকের অংশ মনে করি। শুধু তাই নয়, ইসলামী মতাদর্শকে ‘খুনে ও সর্বগ্রাসী’ মন্তব্য করে এটি প্রতিরোধে নতুন আইন পাসেরও প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের এ নেতা।

ফ্রান্সের উগ্র ডানপন্থী নেতা লে পেন আগেও দু’বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তবে খুব একটা সুবিধা করতে পারেননি। ২০১৭ সালের নির্বাচনে রাজনীতিতে নতুন আসা এমান্যুয়েল ম্যাক্রোঁর বিপক্ষে রীতিমতো ভরাডুবি হয় তার। পরবর্তী নির্বাচনের মাত্র ১৫ মাস আগে জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, অতীতের যেকোনো সময়ের তুলনায় জনসর্মথন বেড়েছে মেরিন লে পেনের। বলা চলে, এক্ষেত্রে ক্ষমতাসীন ম্যাক্রোঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি।

হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ নামে একটি পরামর্শক ও বাজার গবেষণা সংস্থার জরিপের ফলাফল বলছে, এখন যদি নির্বাচন হয় তবে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন ম্যাক্রোঁ। আর লে পেন পাবেন ৪৮ শতাংশ ভোট।

বিশ্লেষকরা বলছেন, একারণেই হয়তো ফরাসিদের মধ্যে ইসলামবিদ্বেষ বাড়িয়ে নিজের ভোট বাড়ানোর ফন্দি করেছেন ৫৩ বছর বয়সী এ নেতা।

The post জনসমর্থন বাড়াতে ফ্রান্সে হিজাব নিষিদ্ধের দাবি বিরোধী নেতার! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87/

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬

ফাতেহ ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফ্রিনে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।

শনিবার (৩০ জানুয়ারি) শহরের কেন্দ্রস্থলে বোমা হামলাটি চালানো হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আফ্রিনের দমকল বাহিনী জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় দমকল বাহিনী বলেছে, বোমা হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ান কুর্দি জনগণের সুরক্ষা ইউনিট (ওয়াইপিজি) যোদ্ধাদের এ হামলার জন্য দায়ী করেছে।

ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে তুরস্ক। তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজির মিত্রতা আছে বলে মনে করে তারা।

তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে ওয়াইপিজির যোদ্ধাদের সরিয়ে দিতে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অভিযান চালায় তুর্কি বাহিনী।

The post সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b/

৫৫ বছরের কম বয়সী সাধারণ মানুষ টিকা পাবেন না : প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আপাতত পরিস্থিতিতে ৫৫ বছর বয়সের নিচে সাধারণ কোনো মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে নিজ ভোটকেন্দ্র শহরের গোল ই আফরোজ সরকারি কলেজে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অনলাইনে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৫৫ বছরের নিচের সাধারণ কোনো মানুষকে আপাতত এই ভ্যাকসিন দেওয়া হবে না। তবে যারা সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ যারা স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে ভ্যাকসিন গ্রহণ করবেন। এবং তাদের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।’

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশ যখন ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, তখন কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন চলে এসেছে। এবং কার্যক্রম শুরুও হয়ে গেছে, যেটা ট্রায়াল বেসিস। আমরা এই পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেমে এনেছি। কারণ এই ভ্যাকসিন কবে কে গ্রহণ করছেন, কবে দ্বিতীয় ডোজ পাচ্ছেন এবং যাদের দুটো ডোজ কমপ্লিট হলো তারা যেন এইড সার্টিফিকেটটি পেতে পারে। তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা অন্য যেকোনো স্বাস্থ্যগত পরীক্ষার ক্ষেত্রে এই ভ্যাকসিন কারা কারা গ্রহণ করেছেন, কারা কারা করেননি সেই তথ্য-উপাত্ত কিন্তু দরকার হবে ডিজিটালি সংরক্ষণ করার জন্য। সেই কারণেই shurokkha.gov.bd এই ডিজিটালি সিস্টেমটি আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা তৈরি করেছি।’

The post ৫৫ বছরের কম বয়সী সাধারণ মানুষ টিকা পাবেন না : প্রতিমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ab%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be/

টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি

ফাতেহ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। শনিবার (৩০ জানুয়ারি) ভারত-বাংলাদেশের কর্মকর্তারা এ কথা জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লী’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসস-কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে যেতে পারেন।’

মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে, এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ভারতীয় ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’

উভয়পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।

কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

The post টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%81%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ফাতেহ ডেস্ক:

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই-একটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে।’

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

এই নির্বাচনে ভোট কেমন পড়তে পারে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমরা এখানে আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়ে থাকতে পারে।’

সার্বিকভাবে তিন দফায় নির্বাচন কেমন হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফায় ইভিএম ও ব্যালট দুটিই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। আমি বলবো, কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। তবে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে দুঃখজনক ঘটনা ঘটেছিল। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সবমিলিয়ে খুবই ভালো নির্বাচন হয়েছে।’

The post নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

দেশে মানুষের জানমাল ও নাগরিক অধিকার নেই: ইসলামী আন্দোলন

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। নাগরিক ও ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা আজীবন ক্ষমতায় টিকে থাকার যে অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে তা রুখে দিতে হবে। নির্বাচনের নামে সবক’টি ভোটকেন্দ্র ক্ষমতাসীনরা দখলে রাখছে।

আজ শনিবার রাজধানীর ভাটারাস্থ আস’সাঈদ অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোটার তো দূরের কথা অন্য দলের এজেন্টদেরকে পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দেয়া হয় না। এটা কেমন নির্বাচন ব্যবস্থা বুঝে আসে না। তিনি বলেন, এক তরফা নির্বাচনের মানে হয় না। এর চেয়ে দেশের অর্থ অপচয় না করে প্রধানমন্ত্রীল দপ্তর থেকে বিজয়ীদের নাম ঘোষণা দিয়ে দিলেই ভাল হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা নুরুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক ডা. মুজিবর রহমান, দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সহ-দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাড. শওকত আলী হাওলাদারসহ আরও অনেকে।

The post দেশে মানুষের জানমাল ও নাগরিক অধিকার নেই: ইসলামী আন্দোলন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97/

বাংলাদেশ থেকে শিক্ষা নিতে চায় ভারত!

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। যে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ, সেই পাকিস্তানই এখন বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত। পাকিস্তানের প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা অর্থনীতিবিদরা প্রায়ই এখন দেশটির গণমাধ্যমে বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেন। এতদিন বাংলাদেশকে খাটো চোখে দেখলেও এবার সেই তালিকায় যুক্ত হলো প্রতিবেশী দেশ ভারতের নামও।

ভারতের বার্ষিক নথিতে বাংলাদেশের ক্রমাগত রফতানি বৃদ্ধি দেখে বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে বলেছে ভারতীয় অর্থ মন্ত্রণালয়। এতে বাংলাদেশ-ভারতের রফতানি খাতের বিভিন্ন পরিসংখ্যানগত তুলনা উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক নথি ‘ইকোনমিক সার্ভে’তে বলা হয়েছে যেভাবে রফতানি বাড়ছে তাতে বাংলাদেশ শিগগিরই একটি প্রভাবশালী রফতানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

এতে আরো বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি (সিএজিআর) হয়েছে ৮ দশমিক ৬ শতাংশ, যা ভারতে ছিল মাত্র ০.৯ শতাংশ, আর গোটা বিশ্বে ০.৪ শতাংশ মাত্র। ২০১১ সালে যেখানে বৈশ্বিক রফতানিতে বাংলাদেশের অবদান ছিল মাত্র ০.১ শতাংশ, ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ০.৩ শতাংশে।

২০১৫ সাল থেকে বাংলাদেশের মোট রফতানিতে দেশটির শীর্ষ পাঁচ পণ্যের (বস্ত্র, পোশাক, জুতা প্রভৃতি) অবদান ৯০ শতাংশেরও বেশি। এদিক থেকে ভারতের রফতানি খাত বেশি বৈচিত্র্যময়। দেশটির মোট রফতানিতে শীর্ষ পাঁচ পণ্যের অবদান ৪০ শতাংশের কাছাকাছি।

রফতানি বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে ধীরে ধীরে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনছে বাংলাদেশ। ২০১৮-১৯ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২৫ কোটি মার্কিন ডলার। কিন্তু ২০১৯-২০ সালে তা কমে দাঁড়িয়েছে ৯৪৬ কোটি ডলারে।

এসব তথ্য উল্লেখ করে ভারতীয় অর্থ মন্ত্রণালয় বলেছে, প্রতিযোগিতামূলক পণ্যগুলোতে বিশেষত্ব তৈরিতে বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে পারে ভারত।

ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের বেশ কিছু বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, যা দেশটির রফতানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। উদীয়মান ভারত বা অন্য উন্নত দেশগুলো এধরনের সুবিধা পায় না তাই দেশটি পিছিয়ে পড়ছে।

The post বাংলাদেশ থেকে শিক্ষা নিতে চায় ভারত! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4/

বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনা ভ্যাকসিন নিয়ে নেগেটিভ আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের মিলনায়তনে করোনা ভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে বিশেষ অবহিত করন সভায় এ অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্ট লাইনের ব্যক্তিদের পর বয়স্কদের দেওয়া হবে টিকা।

এ সময় জেলায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে প্রথমে এমপি-মন্ত্রীসহ বিশেষ ব্যক্তিদের আগে নেয়াসহ নানা মত দেন তিনি।

প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, গণহারে ভ্যাকসিন দেওয়ার বিষয়েও সুনাম অর্জন করবে। যে ভ্যাকসিন রয়েছে তাতে ৫ লাখ লোককে এখন দেওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

ভ্যাকসিন দেওয়ার জন্য দেশব্যাপী ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও যারা ফরম পূরণ করতে পারবে তারা কেন্দ্র আসলে টিকা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

The post বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় নৌকা ও ধানের শীষের প্রার্থী যারা

ফাতেহ ডেস্ক:

পঞ্চম ধাপের নির্বাচনে ৩১ পৌরসভায় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় মো. হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার বগুড়া পৌরসভায় মো. আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় মো. আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় মো. একরামুল হক, দূর্গাপুর পৌরসভায় মো. তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভায় মো. আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভায় মো. আশরাফুল আলম, যশোরের কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় মো. হায়দার গনী খান, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো. মোরশেদ, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন, শিবচর পৌরসভায় মো. আওলাদ হোসেন খান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায় ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় মো. আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় মোঃ. রফিক উদ্দিন ভূইয়াঁ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় মো. আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় মো. গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় মো. জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো. শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোছা. শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে মো. শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো. দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোসা. রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো. সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন।

গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ।
এর আগে ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এদিকে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপিও। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০ টি পৌরসভায় ‘মেয়র’ পদে ও ০৩ টি উপজেলা পরিষদ ‘চেয়ারম্যান’ পদে এবং ১টি ইউনিয়ন পরিষদ ‘চেয়ারম্যান’ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। রোববার চুড়ান্ত প্রার্থীদের দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী রংপুর হারাগাছায় মোঃ মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে মোঃ শামছুল হক, বগুড়ায় মোঃ রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোসাঃ মাসউদা অফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটায় মোঃ জাকিরুল ইসলাম, রাজশাহীর দূর্গাপূরে মোঃ জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে মোঃ আমিরুল ইসলাম খান, ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে মোঃ আব্দুস সামাদ বিশ^াস, যশোর সদরে মোঃ মারুফুল ইসলাম, ভোলা সদরে হারুন অর রশিদ (টুম্যান), ভোলা চরফ্যাশনে মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুর দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, জামালপুর ইসলামপুরে মোঃ রেজাউল করিম ঢালী, জামালপুর মাদারগঞ্জে মোঃ আব্দুল গফুর, জামালপুর সদরে শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ নান্দাইলে এ, এফ, এম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জ ভৈরবে মোঃ শাহীন, মানিকগঞ্জ সিংগাইরে মোঃ খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুর শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুর সদরে মোঃ জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে মোঃ এনামুল হক সেলিম, চাঁদপুর মতলবে এনামুল হক বাদল, চাঁদপুর শাহরাস্তিতে মোঃ ফারুক হোসেন মিয়াজী, লক্ষ¥ীপুর রায়পুরে এ, বি, এম, জিলানী, চট্টগ্রাম মীরসরাইয়ে নুর মোহাম্মদ, চট্টগ্রাম বারইয়ারহাটায় দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম রাউজানে মোঃ আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় মোঃ হেলাল উদ্দিন শাহ, নীলফামারী সৈয়দপুরে মোঃ শওকত চৌধুরী মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ০৩টি উপজেলায় চুড়ান্ত প্রার্থীরা হলেন, রাজশাহী পবায় মোঃ মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহ শৈলকুপায় মোঃ হুমায়ুন বাবর, ফরিদপুর মধুখালীতে মোঃ গোলাম মনসুর (নান্নু)। এছাড়া পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

The post পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় নৌকা ও ধানের শীষের প্রার্থী যারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%8c/

ঢাকাগামী লোকাল ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফাতেহ ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জাবেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই তরুণীর বাড়ি ঢাকার সাভারের মুগড়াকান্দা এলাকায়। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তাঁকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

শ্রীমঙ্গল রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল শ্রীমঙ্গলে এলে এক তরুণী চিৎকার করতে থাকেন। তখন রেলওয়ে পুলিশ সেখানে গেলে ওই তরুণীকে ট্রেনে ধর্ষণ করা হয়েছে বলে তিনি জানান। এ সময় অভিযুক্ত ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জাবেদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাঁকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে তুলে দেন।

এ সময় অভিযুক্ত ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জাবেদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাঁকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে তুলে দেন।

The post ঢাকাগামী লোকাল ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b0/

ভাসানচরে পৌঁছল আরো ১৪৬৪ রোহিঙ্গা

ফাতেহ ডেস্ক:

আরো প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচরে নেয়া হয়।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা বোট ক্লাব থেকে ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো রওয়ানা হয়। স্থানান্তর প্রক্রিয়ার তৃতীয় দফায় এটি ছিল দ্বিতীয় ধাপ। গতকাল তৃতীয় দফার প্রথম ধাপে ১ হাজার ৭৭৮ জনকে ভাসানচর নেওয়া হয়। ফলে দু’দিনে ৩ হাজার ২৪২ রোহিঙ্গাকে তাদের নতুন আবাসস্থলের পাঠানো হলো। এর আগে গত ডিসেম্বর মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

জানা গেছে, ভাসানচর আশ্রায়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আবদুল্লাহ আল মামুন দুপুর সাড়ে ১২টায় ভাসানচরে রোহিঙ্গাদের গ্রহণ করেন। সেখান থেকে তাদের ওয়্যার হাউজে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে তাদের ব্রিফিং ও বিশেষ মোনাজাত করা হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে তাদের স্ব স্ব গৃহে পাঠিয়ে দেওয়া হবে। এসব রোহিঙ্গাদের প্রথম দু’তিন দিন তৈরি খাবার দেয়া হবে। তারপর থেকে রেশন সামগ্রী নিয়ে তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করবে।

স্থানান্তর সংশ্লিষ্টরা জানান, আগামী ফেব্রুয়ারি মাসের ১৪/১৫ তারিখের দিকে চতুর্থ দফায় কাছাকাছি সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হবে।

The post ভাসানচরে পৌঁছল আরো ১৪৬৪ রোহিঙ্গা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81%e0%a6%9b%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%ac%e0%a7%aa-%e0%a6%b0/

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষার পর নতুন ৩৬৩ জন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে।

গত একদিনে আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/

হেফাজত ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফাতেহ ডেস্ক:

দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি, হেফাজত ইসলামের (কেন্দ্রীয় কমিটি) ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন-

উপদেষ্টামন্ডলী

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা আবুল কালাম মোহাম্মদপুর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা সফিউল্লাহ পীর জঙ্গী মাজার, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুফতি আব্দুল বারী, মাওলানা মুফতি আবু সাঈদ ফরিদাবাদ, মাওলানা মুফতি শফিকুল ইসলাম (জামিয়াতু ইব্রাহীম), মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মকবুল হোসাইন (ভাটারা), অধ্যাপক আব্দুল করিম, মাওলানা আব্দুল কাইয়ুম (দারুস সালাম), মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাওলানা এমদাদুল ইসলাম (জামালুল কুরআন), মাওলানা আবুল কালাম মিরপুর, মাওলানা আব্দুস সালাম বাউনিয়াবাধ, মাওলানা আব্দুল, মাজীদ আতহারী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা সাঈদুর রহমান।

সভাপতি

মাওলানা জুনায়েদ আল হাবিব
সহ সভাপতি- মাওলানা আব্দুল কুদ্দুস (মানিকনগর), মাওলানা নাজমুল হাসান, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস (আরজাবাদ), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি এনামুল হক বসুন্ধরা, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা রশিদ আহমদ মেরাজনগর, মাওলানা জসীমউদ্দীন লালবাগ, মাওলানা জুবায়ের আহমদ লালবাগ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী সেগুনবাগিচা, মাওলানা শিব্বির আহমদ খিলগাঁও, মুফতি মহিউদ্দিন মাসুম ধৌর।

সাধারণ সম্পাদক– মাওলানা মুহাম্মদ মামুনুল হক

সহ-সাধারণ সম্পাদক- মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উত্তরা, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আবু তাহের খান, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী

সাংগঠনিক সম্পাদক – মাওলানা মুফতি মুহাম্মদ আজহার
সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা মুফতি শরিফুল্লাহ যাত্রাবাড়ী, মাওলানা জুবায়ের মোহাম্মদপুর, মাওলানা কামাল উদ্দিন সালেহ, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাইফুদ্দিন আহমেদ খন্দকার, মুফতি রুহুল আমিন।

প্রচার সম্পাদক– মাওলানা আতাউল্লাহ আমিন
সহ প্রচার সম্পাদক- মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা এহসানুল হক, মাওলানা জাকির হোসাইন কাসেমী বাউনিয়াবাধ, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা ফরহাদ আলম, তাওহীদুল ইসলাম তুহিন।

অর্থ সম্পাদক– মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী
সহ অর্থ সম্পাদক- মাওলানা মুফতি কামাল উদ্দিন উত্তরা, মাওলানা ইউনুছ আলী খিলগাঁও, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা নাসির উদ্দিন লালবাগ, মাওলানা উযায়ের আমিন।

স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক– মাওলানা ফয়সাল আহমদ
স্বেচ্ছাসেবা বিষয়ক সহ সম্পাদক- হাফেজ নুরুল আমিন, মাওলানা ওয়ালিউল্লাহ ইমাম পরিষদ, মাওলানা নুরুজ্জামান রাহমানিয়া, মাওলানা সানাউল্লাহ খে.আন্দেলন, মাওলানা নেয়ামত উল্লাহ আমিন উত্তরা, মাওলানা মাহবুবুল আলম খিলগাঁও, মাওলানা রাশেদ বিন নূর খিলগাঁও, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রিজওয়ান আরজাবাদ, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী।

সমাজ কল্যাণ সম্পাদক– মাওলানা গাজী ইয়াকুব
সহ সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা আব্দুল লতিফ ফারুকী ভাষানটেক, রিফাত মালিক, মাওলানা সাইফুল্লাহ হাবিবী লালবাগ, মাওলানা দ্বীনে আলম হারুনী, মাওলানা মুফতি সাঈদ আহমদ মিরপুর, মুফতী আতাউর রহমান খান, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী মিরপুর, মাওলানা কামাল আহমদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবু বকর সিদ্দিক ফরিদী
আইন বিষয়ক সম্পাদক– এ্যাডভোকেট মিজানুর রহমান

সহ আইন বিষয়ক সম্পাদক- মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আনিসুর রহমান বিমানবন্দর, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা রবিউল ইসলাম ইমাম বাজার, এ্যাডভোকেট যুবায়ের আহমাদ ফরীদ, এডভোকেট লিটন চৌধুরী, মুফতি শামসুল আলম।

দপ্তর সম্পাদক – মাওলানা রবিউল ইসলাম মিরপুর
সহ-দপ্তর সম্পাদক- মাওলানা আব্দুল মুমিন, মাওলানা এহতেশামুল হক সাকি
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক– ডক্টর মুস্তাফিজুর রহমান
তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক- মাওলানা জাকির হোসাইন খান, অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা রিজওয়ান জমীরাবাদী, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী

সদস্য
মাওলানা হামেদ জহিরী, মাওলানা বশির উল্লাহ মাহমুদ পল্লবী, মাওলানা মাহমুদুর রহমান আদাবর, মাওলানা লুৎফুর রহমান ফার্মগেট, মাওলানা মুফতি কামাল উদ্দিন শিহাব যাত্রাবাড়ী, মাওলানা ওয়াজেদ আলী কড়াইল, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান গেন্ডারিয়া, মাওলানা ঈসা কাসেমী কল্যাণপুর, মাওলানা মুফতি আব্দুস সাত্তার পল্টন, মাওলানা ইমরান হোসাইন কাসেমী, শাহাবুদ্দিন খন্দকার, মাওলানা সানাউল্লাহ লালবাগ, মাওলানা এমদাদুল হক সাকি, মাওলানা আনোয়ার হোসাইন রাজী।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টায় বারিধারা মাদরাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা এবং ৬ ফেব্রুয়ারি (শনিবার) জামিয়া রাহমানিয়ায় সকাল সাড়ে সাতটায় হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

The post হেফাজত ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0/

ইজরাইলের সঙ্গে সম্পর্ক করছে কসোভা

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে কসোভো। শুক্রবার এক বিবৃতিতে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভার্চুয়াল একটি অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতি সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ-স্তুবলা এবং ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল আশকেনাজি আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করবেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কসোভো প্রজাতন্ত্রের জন্য ইজরাইলের স্বীকৃতি পাওয়া অন্যতম একটি অর্জন। আমাদের সব সময়কার বন্ধু যুক্তরাষ্ট্রের জন্যই এটা সম্ভব হয়েছে।’ ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, দু’দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও স্থায়ী হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে থাকাকালীন ২০২০ সালের সেপ্টেম্বরে সার্বিয়া এবং কসোভোর নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করেছিলেন। সে সময় তিনি এক ঘোষণায় জানান যে, এই দেশ দু’টি নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে পৌঁছেছে।

 

The post ইজরাইলের সঙ্গে সম্পর্ক করছে কসোভা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%95/

ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইজরাইল। ইজরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না।

ইজরাইলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইজরাইলি আগ্রাসনের সময় যেসব ইজরাইলি সেনা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইজরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইজরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরও বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইজরাইলি সেনাদেরকে মুক্ত করতে হবে. অন্য কোনওভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

The post ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

শিক্ষাকে আনন্দময় করতে চাই: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। গতবার এ সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

তিনি বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে ওঠবে এটাই প্রত্যাশা। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান। মোবাইলে রেজিস্ট্রেশন বা নেটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল পেয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেবেন না।

ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়াল অনুষ্ঠানে একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

করোনাকালে দীর্ঘ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষার হলে বসা হয়নি দেশের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল দেওয়া এবং ডিজিটালি ফল প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।

এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত বছরের ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে সরকার পরীক্ষা ছাড়াই মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমান শ্রেণির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার।

এক্ষেত্রে জেএসসির ফল থেকে ২৫ শতাংশ এবং এসএসসির ফল থেকে ৭৫ শতাংশ নিয়ে গড় করে এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। গত বছরে ফেল করা শিক্ষার্থীরাও এবার পরীক্ষার্থী ছিল। তাদেরও পাস করিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে এবার শতভাগ পরীক্ষার্থীই পাসের মুখ দেখল।

The post শিক্ষাকে আনন্দময় করতে চাই: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/

এইচএসসিতে এবার তিনগুণ বেশি জিপিএ-৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

জানা গেছে, এবার এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার অর্থাৎ, ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। সেই হিসেবে আগের বছরের তুলনায় ৩.৪২ গুণ।

এ ছাড়া ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।

এবার ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লায় নয় হাজার ৩৬৪, যশোরে ১২ হাজার ৮৯২, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩, বরিশালে পাঁচ হাজার ৫৬৮, সিলেটে ৪ হাজার ২৪২, দিনাজপুরে ১৪ হাজার ৮৭১ এবং ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে চার হাজার ৪৮ এবং কারিগরি বোর্ড থেকে চার হাজার ১৪৫ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।

১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী এবং ছাত্র ৭৮ হাজার ৪৬৯ জন ছাত্র।

মহামারির মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়েছে এবার। আগের বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ল্যাপটপের বাটন টিপে ফলাফল ঘোষণা করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ। ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার অনুরোধ করেন দীপুমনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

The post এইচএসসিতে এবার তিনগুণ বেশি জিপিএ-৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%ac%e0%a7%87/

Friday, January 29, 2021

দারিদ্র্যকে আরও বেশি আক্রমণ করবো: পরিকল্পনামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। নানামুখী পদক্ষেপের মাধ্যমে দারিদ্র্যকে আরও বেশি করে আক্রমণ করবো বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘কভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ বিষয়ক এক অনলাইন সেমিনারে তিনি এ সব কথা বলেন।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও এসএসডি যৌথ উদ্যোগে শনিবার সকাল নয়টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ডিজেএফবি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা।

পরিকল্পনামন্ত্রী বলেন, “দরিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে। কভিড মোকাবিলায় সরকার নগদ সহায়তা দিচ্ছে। গরিব মানুষের হাতে মাসে নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে টাকার পরিমাণ কম মাত্র ৫০০ টাকা। এই টাকায় গরিব মানুষের উপকার হচ্ছে। এটাকে এক হাজার টাকায় উন্নীত করার জন্য আমার জায়গা থেকে চেষ্টা করবো।”

কেভিড-১৯ সময়ে বিধবা হওয়া নারীর বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমার জায়গা থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, বিষয়টি সরকারের উচ্চ মহলে জোরালোভাবে তুলে ধরা হবে।”

অনলাইন সেমিনারে ডিজেএফবি’র সভাপতি হ‌ুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহসভাপতি হামিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন।

The post দারিদ্র্যকে আরও বেশি আক্রমণ করবো: পরিকল্পনামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d/

ফেব্রুয়ারি-মার্চ দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ভার্চুয়ালি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এ কথা জানান।

শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

করোনাকালীন পরিস্থিতিতে প্রথাগত শিক্ষা কার্যক্রমে বাধা ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমে একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি অসহায় পরিস্থিতির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

The post ফেব্রুয়ারি-মার্চ দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%b6/

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উপহার সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টলম্যানের

ফাতেহ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিঙ্গাপুরের ফাস্ট জেন্টেলম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে। সিঙ্গাপুরের ফাস্ট জেন্টেলম্যান শুক্রবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপকালে এ বিষয়ে অবহিত করেন।

সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শিরোনামে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। আজ ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা নেওয়া হবে। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হবে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের সকল নদীর পাড় অন্যান্য দেশের মতো দৃষ্টিনন্দন হবে। এ বিষয়ে সিলেটের শহরবাসী সাহায্য করছে। এজন্য শহরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রিংরোড হলে এ শহরের যানজট কমে যাবে।

ড. মোমেন আরও জানান, সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার আছে বলে সারাদেশে অভাবনীয় সাফল্য দেখছি।

ড. মোমেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট একটি বিশেষ কর্মসূচি হবে বলে প্রত্যাশা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল সামাজিক নির্দেশকে উন্নয়নসহ দেশের দারিদ্র্য কমেছে। তিনি বলেন, উন্নয়নের মহাসড়কের জন্য ধন্যবাদ দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনার তথ্য চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বক্তৃতা করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী যৌথভাবে সিলেট জেলা পরিষদ সুপার মার্কেট উদ্বোধন করেন। এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া উভয় মন্ত্রী সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ স্থানীয় সরকারের কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

The post ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উপহার সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টলম্যানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d/

জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন

ফাতেহ ডেস্ক:

ফ্রিজার ভ্যানে দেশের জেলায় জেলায় যাচ্ছে ভারত থেকে আনা করোনা ভাইরাসের টিকার প্রথম চালান। শুক্রবার থেকে কড়া নিরাপত্তায় ৩৪ জেলায় পাঠানো হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজ থেকে পাঠানো শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনার টিকা। কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল পর্যন্ত ৩৪টি জেলার উদ্দেশে রওনা হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিনবাহী ফ্রিজাব ভ্যান।

রাতেই ময়মনসিংহে পৌঁছে যায় করোনার ভ্যাকসিন। প্রথম চালানে ২৭টি কার্টনে ৩ লাখ ২৪ হাজার ভ্যাকসিন পৌঁছানো হয় এখানে। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের ইপিআই কেন্দ্রে এসব ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন। টিকা প্রদানের আগ পর্যন্ত কড়া নিরাপত্তায় এখানেই সংরক্ষণ করা হবে টিকাগুলো।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় ব‌রিশাল সি‌ভিল সার্জন কার্যাল‌য়ে পৌঁছে ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম দফায় বরিশাল জেলার জন্য পাঠানো হয় ১৪ কার্টন টিকা। একইসঙ্গে বরিশাল বিভাগের ৬ জেলার জন্য ৩৩ কার্টনে ৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা পাঠানো হলেও এ দফায় টিকা পায়নি পিরোজপুর জেলা।

এছাড়াও, রাজশাহীতে ১ লাখ ৮০ হাজার, নাটোরে ৪৮ হাজার, হবিগঞ্জে ৭২ হাজার, ফরিদপুরে ৬০ হাজার ও ঝিনাইদহে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছানোর কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই করোনার টিকাদান কর্মসূচি শুরুর কথাও জানিয়েছেন তারা।

The post জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/

এইচএসসির ফলাফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা

ফাতেহ ডেস্ক:

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে শনিবার (৩০ জানুয়ারি)। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সকাল ১০টা ৩০ মিনিটে ফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করবেন।

এবার ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানোও হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।’

এছাড়া, মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে চাইলে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। টেলিটক ওয়েবসাইট https://ift.tt/1sl4HQ8 থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জানুয়ারি) পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। রাষ্ট্রপতির সম্মতির পর বিল তিনটি আইনে পরিণত হয়।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) আইন-২০২১’- এর গেজেট প্রকাশ করা হয়।

এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাস করা হয়।

এর আগে রোববার (২৪ জানুয়ারি) সংসদে প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল দুটি পাস হয়।

The post এইচএসসির ফলাফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ

ফাতেহ ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বিকেলে দিল্লির এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় দমকল। পুলিশের ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রাথমিক খবরে জানা গিয়েছে, দূতাবাসের প্রায় দেড় শ মিটার দূরে একটি আবাসনের সামনের ফুটপাথে প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল।

বিস্ফোরণের সময় ২ কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইসরায়েলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

The post দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে নারীদের হিজাব পরার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম নারী সদস্যদের হিজাব পরার সুযোগ দিতে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী তাদের পোশাক নীতিমালায় পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর মুখপাত্র মাফি এমগোবোজি বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। তিনি বলেন, এখন থেকে পোশাকের অংশ হিসেবেই তারা হিজাব পরতে পারবেন। খবর আলজাজিরা।

গত বছরের জানুয়ারিতে দেশটির একটি সেনা আদালত একজন কর্মকর্তাকে সামরিক টুপির নিচে হিজাব পরার অভিযোগ থেকে খালাস দেয়।

মেজর ফাতিমা আইজ্যাকসের বিরুদ্ধে ২০১৮ সালের জুনে ঊর্ধতন কর্মকর্তার আদেশ ইচ্ছা করে অবজ্ঞা ও মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়। ইউনিফর্মের সাথে হেডস্কার্ফ পরায় তাকে স্কার্ফ খুলতে বলার পর তিনি আদেশ মানতে অমান্য করার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ আনা হয়। কেপটাউনের নিকটের ক্যাসল অব গড হোপের এক সামরিক আদালত মুসলিম এই নারী সেনা কর্মকর্তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের আদেশ দেন। পাশাপাশি আইজ্যাকের জন্য দায়িত্বরত অবস্থায় কান না ঢাকার শর্তে কালো কাপড় দিয়ে মাথা ঢাকার বিশেষ অনুমতি দেন আদালত।

কিন্তু সেনাবাহিনী তার পোশাকনীতিতে কোনো পরিবর্তন না আনায়, আইজ্যাকস দক্ষিণ আফ্রিকার ইকুয়ালিটি কোর্টে ধর্মীয় পোশাক পরতে নিষেধ করা আইনকে চ্যালেঞ্জ করেন।

এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকান সেনাবাহিনী (এসএএনডিএফ) এই সপ্তাহে পোশাকনীতি পরিবর্তন করেছে। এই পরিবর্তনের আওতায় দায়িত্বরত অবস্থায় মুসলিম নারীদের মাথা ঢাকার জন্য অনুমতি দেয়া হয়েছে।

আইজ্যাকসের প্রতিনিধিত্ব করা দক্ষিণ আফ্রিকাভিত্তিক লিগ্যাল রিসোর্স সেন্টার এক টুইট বার্তায় সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

 

The post দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে নারীদের হিজাব পরার অনুমতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8/

খেলাফত মজলিসের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

ফাতেহ ডেস্ক:

খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে আজ শুক্রবার নগরীর একটি হোটেলে ২০২১-২২ সাংগঠনিক সেশনের জন্যে ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অধিবেশনে মাওলানা মোহাম্মদ ইসহাক আমীর ও ড. আহমদ আব্দুল কাদের দলে মহাসচিব পুন:নির্বাচিত হয়েছে।

দলের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, হাফেজ মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক সিরাজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ সদরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, ডাঃ এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জ¦ল হোসাইন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, আহমদ আসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক- অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আবু সালেহীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু আদিবাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সুমাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার সাইফ উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, বুরহান উদ্দিন সিদ্দকিী, অধ্যাপক মাওলানা এএসএম খুরশীদ আলম, ডাঃ হাসানুজ্জামান হেলাল, মুফতি সাইয়্যেদুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মাওলানা নুরুল আল মামুন, সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জুল ইসলাম, সহ প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মহিলা বিষয়ক সহ- সম্পাদিকা রায়হানা লোপা।

সদস্য মাওলানা নুরুজ্জামান খান , মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, প্রভাষক মো. আবদুল করিম, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ ্অলম, এম মোর্শেদ, এডভোকেট হেলাল উদ্দিন, হাজী নূর হোসেন, মাওলানা কাজী আসাদ উল্লাহ, মাওলানা আবদুল কাইউম সুবহানী, মাওলানা আফতাব উদ্দিন, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা আবদুল হাই, মাওলানা রুহুল আমীন চৌধুরী, মুফতি আবদুল হামিদ, মাওলানা আবদুল হক আমিনী, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আজিজুল হক, ডাঃ আবদুর রাজ্জাক, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ৩৫ জন মহিলা সদস্য।

রাজধানীর নয়াপল্টস্থ সীগাল রেস্টুরেন্টে মাাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা মোহাম্মদ ইসহাক খেলাফত মজলিসের আমীর ও ড. আহমদ আবদুল কাদের মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেছেন। শূরা সদস্য ও সদস্যদের ভোটে নবনির্বাচিত আমীরে মজলিসকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।

The post খেলাফত মজলিসের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/

আবুধাবিতে আমেরিকা ও আমিরাতের যৌথ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া আবুধাবিতে শুরু হয়েছে। মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের স্থলবাহিনী। দশ দিন ধরে এই মহড়া চলবে। মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ইস্পাত-কঠিন ঐক্য’। খবর পার্সটুডে।

আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক অভিজ্ঞতা বিনিময় ও যুদ্ধ প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার উদ্দেশ্য। এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বাড়বে বলেও তারা মন্তব্য করেছে।

আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গি-বিমানসহ অস্ত্র বিক্রি স্থগিত রাখার মার্কিন সিদ্ধান্তের একই সময়ে মহড়া শুরুর খবর এলো।

মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত মার্কিন স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরইমধ্যে দেশটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলদার ইজরাইলকে স্বীকৃতি দিয়েছে।

The post আবুধাবিতে আমেরিকা ও আমিরাতের যৌথ মহড়া শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/

আগামীকাল ৬৩ পৌরসভায় নির্বাচন

ফাতেহ ডেস্ক:

আগামীকাল তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

এ ধাপের সবগুলো পৌরসভাতেই ব্যালট পেপারে ভোট হবে। আগের রাতে সিল মারা ঠেকাতে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা।

গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন এসব পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ছিল ১০ জানুয়ারি।

এদিকে, ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উৎকণ্ঠা রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। এ ধাপের শেষ মুহূর্তের প্রচারণায় বাধা দেওয়া নিয়ে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। অনেক প্রার্থী কেন্দ্র দখলের শঙ্কাও প্রকাশ করেছেন। প্রার্থীদের হত্যার হুমকি, হামলা-পাল্টা হামলা, আচরণবিধি লঙ্ঘনসহ নানা ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন পৌরসভায়।

তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে, সেগুলো হলো-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী সদর, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দশর্না, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনার বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ি, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ির পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের কজিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, টাঙ্গাইলের টাঙ্গাইল সদর, ভূযাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার পাবনা সদর, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম।

The post আগামীকাল ৬৩ পৌরসভায় নির্বাচন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%ac%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/