Thursday, April 30, 2020

আকাবিরদের রমজান : খলীল আহমদ সাহারানপুরী

আবদুল্লাহ মারুফ : 

রমজান মাসে হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহির রুটিন হতো অত্যন্ত মাপা মাপা, খুবই যত্নশীল। সাহরি ইফতার এবং তারাবীতে থাকতো নিজস্ব সূচি। রাতদিনের প্রতিটি মুহূর্ত খরচ করতেন হিসেব করে। কিছুটা সাবধানতা, ভয় এবং আদরের সঙ্গে।

শায়খুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাঁর ‘আকাবির কা রমজান’ কিতাবে হযরত সাহারানপুরীর রমজানের রুটিন উল্ল্যেখ করেছেন। কীভাবে তিনি পবিত্র রমজানমাসের মুহূর্তগুলো  অতিবাহিত করতেন, আমরা এই লেখায় কিছুটা আলোকপাত করবো।

সাহরি ও ইফতার

সুবহে সাদিক হওয়ার প্রায় তিনঘণ্টা পূর্বে হযরত জেগে যেতেন। তাহাজ্জুদ পড়ে সাহরি খেতে বসতেন। সাহরি খেতে সময় লাগতো পনেরো কি বিশ মিনিট। সুবহে সাদিকের আধঘন্টা পূর্বেই তিনি খাবার শেষ করে ফেলতেন।

সাহরিতে দুধকলা বা এই জাতীয় খাবারের তেমন গুরুত্ব ছিলো না। যদি কেউ এগুলো হাদিয়া পাঠাতো, তাহলে হযরত ঘরে পাঠিয়ে দিতেন। অবশ্য এক-দু-চামচ নিজে পান করতেন। সাহরিতে সাধারণত রুটি খেতেন। রুটি গোশত, বা চা দিয়ে রুটি। গরম গরম রুটি তৈরি করা হতো সাহরিতে। তবে সাহরিতে মাঝেমধ্যেই বিরিয়ানি পাকানো হতো।

এই জিনিসটা আবার কান্ধলাহ ও গাঙ্গুহে ব্যতিক্রম ছিলো। তারা ইফতারি বা সাহরিতে পোলাও বা বিরিয়ানি খাওয়াকে অপছন্দ করতেন। তারা বলতেন, পোলাও বা বিরিয়ানি খেলে দিনভর পিপাসা লাগে। গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে। এসব কারণে তারা বিরিয়ানি অপছন্দ করতেন। কিন্তু হযরত সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি মাঝেমধ্যেই সাহরিতে বিরিয়ানি খেতেন। ইফতারিতে আবার বিরিয়ানির বিরোধী ছিলেন।

ইফতারিতে খেজুর এবং জমজম পানির অত্যাধিক গুরুত্ব দিতেন। হজ থেকে কেউ এসে যদি খেজুর-পানি হাদিয়া দিতো, তাহলে সেগুলো রমজানের জন্য অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করতেন। খেজুর দীর্ঘদিন পর্যন্ত থেকে যদি নষ্ট হয়ে যাবার মতো হতো, তাহলে কিছু রেখে বাকিগুলো বিলি করে দিতেন। কিন্তু পানি তো আর নষ্ট হবে না, তাই জমজম পানি রমজানপর্যন্ত সযত্নে সংরক্ষণ করতেন।

তারাবী

জীবনের শেষ দুইবছর ছাড়া বাকি প্রত্যেক বছর তারাবীতে তিনি কুরআন কারীম তিলাওয়াত করেছেন। শেষ দুইবছর বার্ধক্য এবং নানান রোগশোকে দুর্বল হয়ে পড়েছিলেন। নইলে মাদরাসায়ে কদীমে তিনি নিজে তারাবী পড়াতেন। দারুত তালাবা প্রতিষ্ঠা হবার পর সেখানে তারাবী পড়িয়েছেন সুস্থ থাকা অবস্থায়।

অধিকাংশ সময় ২৯ তম রাতে খতম করতেন। শুরুর কিছুদিন সোয়াপারা পড়ে শেষপর্যন্ত এক পারা করে পড়তেন। এখানে একটি বিস্ময়কর ঘটনা হলো, যদি রমজান উনত্রিশ দিনে হতো, তাহলে তিনি শুরুর একদিন দুই পারা পড়ে বাকি দিনগুলোতে একপারা করে পড়তেন। আর যদি রমজান হতো ত্রিশ দিনে, তাহলে প্রথম থেকেই এক পারা করে পড়তেন।

শাহ আবদুল আজীজ রাহমাতুল্লাহি আলাইহি তারাবীর প্রথম রাতে একপারা পড়ে লোক পাঠাতেনㅡ হযরত সাহারানপুরী কয়পারা পড়ছেন দেখে আসো তো। যদি খবর পেতেন দ্বিতীয় পারা শুরু করছেন, তাহলে শাহ সাহেব নিজেও দুই পারা পড়তেন। আর বলতেন, এবার তাহলে রমজান হবে উনত্রিশটা। একে গায়েব না বলে আমরা ইলমে কাশফ বলবো। হযরত সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে বুঝতে পেরে তারাবীতে এই তারতম্য করতেন।

মজার ঘটনা

হযরত সাহারানপুরী রাহিমাহুমুল্লাহর রুটিন ছিলো তারাবীর পর কিছুসময় ভক্তবৃন্দের সঙ্গে বসা। মিনিট দশেক হবে বা পনেরো মিনিট, এই সময়টা তিনি মুরিদানদের সঙ্গে তারাবী নিয়ে কথা বলতেন। আয়াতের নির্বাচিত কোনো ঘটনা, মাসআলা, বা কেউ যদি ভুল লোকমা দিয়ে দিতো তাহলে সেগুলো নিয়ে আলোচনা করতেন। এই সময়টায় তিনি একটু খোশমেজাজে থাকতেন।

দূরদুরান্ত থেকে লোকেরা হযরত সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহির পেছনে তারাবী পড়ার জন্য ছুটে আসতো। হাফেজরা আসতো। তাঁর ভক্তিমাখা তিলাওয়াত শুনে মুগ্ধ হতো।

হযরত যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘একদিন হযরত তারাবীতে সুরা তালাকের শুরুর আয়াতটা আরম্ভ করেছিলেনㅡ يا ايها النبي إذا طلقتم النساء فطلقوهن এইটুকু মাত্র পড়েছেন, অমনি আমি লোকমা দিয়ে দিছিㅡ يا ايها الذين آمنوا إذا طلقتم النساء فطلقوهن …।

সেদিন তারাবীতে হযরত হাফেজ মুহাম্মদ হোসাইন, হযরত আব্দুল লতিফ সাহেব এবং আমার চাচাজান উপস্থিত ছিলেন। তাঁরা তিনজনই একসঙ্গে বলে উঠেনㅡ يا ايها النبي…

তারাবী শেষ হবার পর অজিফা শেষে প্রাত্যহিক বৈঠকে বসে হযরত আমাকে বলেন, ‘মৌলভী যাকারিয়া, ঘুমিয়ে ছিলে নাকি?’ তারপর হাসতে থাকেন।

আমি বলি, ‘জ্বি-না হযরত, আমি ভেবেছিলামㅡ إذا طلقتم النساء فطلقوهن, واحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن সবগুলো জমার সীগা, বহুবচনㅡ তাহলে يا ايها النبي মুফরাদ হবে কেন? তাই জমার সীগা ভেবে ايها الذين آمنوا লোকমা দিয়েছি।  এই কথার পর বৈঠকে হাসির রোল পড়ে।

দিন এবং রাতের নেজাম

ইফতারের সময় হযরত মেহমান নিয়ে ইফতার করতেন। পনেরো-বিশজন মেহমান সবসময় তাঁর সঙ্গে ইফতার করতো। দশমিনিট পর নামাজে দাঁড়াতেন। মাগরিবের নামাজ পড়ে আউয়াবিনে তারাবীতে যেই পারাটা পড়বেন, সেটি পড়তেন। বাকি, সারাবছর রুটিন ছিলো আউয়াবিনে সোয়াপারা করে পড়তেন। কিন্তু রমজান মাসে পড়তেন তারাবির পারাটা।

আউয়াবিন পড়ে খাবার খেতে যেতেন। বিশ-পঁচিশ মিনিট খরচ হতো। এই সময়টায় খুবই অল্প খেতেন। তারপর ইশার নামাজে দাঁড়াতেন। তারাবীর পর ভক্তকুলের সঙ্গে কিছুসময় থেকে ঘরে যেতেন। পনেরো-বিশমিনিট ঘরের লোকদের সঙ্গে কথাবার্তা বলতেন। মাসতুরাতের জামাত এলে তাদেরকে নসিহত করতেন। তারপর দুই-তিন ঘন্টা ঘুমোতেন।

তাহাজ্জুদে কমপক্ষে দুইপারা পড়ার নিয়ম ছিলো। কমবেশ হতো, তবে প্রায়শই এই পরিমাণ পড়তেন।
তারপর সাহরি খেয়ে ফজরের পর ইশরাক পর্যন্ত আমল করতেন। অজিফা আদায় করতেন। মোরাকাবা করতেন। ইশরাকের পর বুখারী এবং তিরমিজি শরীফের সবক পড়াতেন। লেখালেখি করতেন।

কিন্তু রমজানমাসে ইশরাকের পর একঘন্টা আরাম করতেন। তারপর লিখতে বসতেন। গ্রীষ্মকাল হলে একটা পর্যন্ত লিখতেন। আর যদি বর্ষাকাল হতো তাহলে বারোটা পর্যন্ত লেখালেখি করতেন। তারপর জোহরের আজান পর্যন্ত কায়লুলা করতেন।

জোহরের পর তারাবীতে যেই পারাটা পড়বেন, সেটি হাফেজ মুহাম্মদ হোসাইন সাহেবকে শোনাতেন। কখনো কখনো হযরত যাকারিয়া কান্ধলভী রাহমাতুল্লাহি আলাইকে শোনাতেন। আছর পরও কুরআন কারীমের হিফজ শোনাতেন।

হযরত যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আমি কখনো তাঁকে দেখে পড়তে দেখি নি। মুখস্থ পড়তেন। প্রয়োজন হলে শুধু দেখতেন।’ তিনি আরো বলেন, ‘আমি হযরতকে অসুস্থতার দুই বছর বাদে বাকি কখনো ইতিকাফ তরক করতে দেখি নি। সবসময় তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।’

ইতিকাফে থাকা অবস্থায়ও তিনি লিখতেন। হযরত যাকারিয়া রাহমাতুল্লাহি বলেন, ‘ইতিকাফে বসে তিনি লেখালেখি বন্ধ করেছেন আমি এমনটা দেখি নি। মসজিদের পর্বপাশে একটি হুজরা ছিলো। লেখালেখি সংক্রান্ত সকল কিতাব বিশ তারিখে সেখানে জমা করা হতো। ফজরের পর কিতাবগুলো উঠিয়ে আমি মসজিদে রেখে আসতাম। লেখা শেষ হলে আবার হুজুরায় নিয়ে রেখে আসতাম।’

রমজানের পূর্বে পত্রপত্রিকা দেখতেন। কিন্তু রমজানমাসে সব বন্ধ রেখে জিকির আজকার আর তিলাওয়াতে মগ্ন থাকতেন। হাতে সর্বদা একটি তাসবিহ থাকতো। নীরবে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জপে যেতেনㅡ ‘সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার…’

The post আকাবিরদের রমজান : খলীল আহমদ সাহারানপুরী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae/

ইয়েমেনে প্রথম মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভয়ংকর করোনাভাইরাস এবার থাবা বসালো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির বন্দরনগরী এডেনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

ইয়েমেন সরকার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত পাঁচ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বিবিসি বলছে, দীর্ঘ পাঁচ বছর ধরে ইয়েমেনে চলছে যুদ্ধ। এর ফলে দেশটির যাবতীয় অবকাঠামো ভেঙে পড়েছে এবং করোনাভাইরাস ঠেকানোর মতো যথাযথ স্বাস্থ্য ব্যবস্থাও নেই দেশটিতে। এ অবস্থায় করোনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, ইয়েমেনে হাসপাতালের মধ্যে অর্ধেক পুরোপুরি চলমান আছে। তবে সেখানে কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

দেশটির সরকার পাঁচ জনের সংক্রমণ দাবি করলেও মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক জন।

-এ

The post ইয়েমেনে প্রথম মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের বাদ্যযন্ত্র: ট্রাম্প

ফাতেহ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের ‘পাইপ অরগান’ (এক ধরনের বাদ্যযন্ত্র) বলে বর্ণনা করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভি।

ট্রাম্প জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে একটি সুপারিশ পেশ করতে যাচ্ছে। এছাড়া চীনকে নিয়েও যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে,সে বিষয়ে আবারও হুশিয়ারি দিলেন ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে যুক্তরাষ্ট্র দাবি করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছে। দেশটির প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে মোটেও সন্তুষ্ট নই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে কিছুই জানে না মন্তব্য করে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা জানে, করোনা সম্পর্কে তার চেয়ে বেশি জানা উচিত ছিল সংস্থাটির। ট্রাম্প সংস্থাটিকে চীনের চেয়ে বেশি অর্থ সহায়তা দেয়ার বিষয়টিও সামনে আনেন। কিন্তু এরপরও সংস্থাটি কেন করোনাভাইরাসের বিষয়ে তদন্ত করতে আরও আগে চীনে গেল না, সে প্রশ্ন তোলেন ট্রাম্প।

চীনকে নিশানা করে ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন চীন করোনার আবহে নিজের দেশে বিদেশি উড়োজাহাজ আসতে দিল না ? অথচ নিজের দেশ থেকে বিদেশে ফ্লাইট যাওয়ার অনুমতি দিল। তিনি বলেন, চীনের উহান শহর থেকে ইতালিসহ সারা বিশ্বে ফ্লাইট গেল, কিন্তু চীনে কোনো ফ্লাইট যেতে দেয়া হলো না।

করোনাভাইরাসকে শুরুর দিকে গুরুত্ব না দেয়া মার্কিন প্রেসিডেন্টের এ ইস্যুতে চীনকে দোষারুপ নতুন নয়।এসব দোষারুপের জবাবে বেইজিংয়ের জবাব, ট্রাম্প নিজের ব্যর্থতা আড়াল করতেই অন্যকে দোষারুপ করছে।

-এ

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের বাদ্যযন্ত্র: ট্রাম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9a/

২ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ক্যাডার হিসেবে ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। একই সাথে সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে। আজ (বৃহস্পতিবার) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। এদের মধ্য থেকে দুই হাজার জনকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মেধার ভিত্তিতেই ২ হাজার চিকৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিএসসি।

প্রথমে ৩৯তম বিসিএসে অপেক্ষমাণ তালিকার চিকিৎসকদের নন-ক্যাডার হিসেবে নিয়োগ করার কথা থাকলেও এই ২ হাজার চিকিৎসককে ক্যাডার হিসেবেই নেওয়া হচ্ছে। তারা প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ তালিকা কর্মকমিশনের ওয়েবসাইট boschen.gov.bd অথবা টেলিটকের মাধ্যমে bps.teletalk.com.bd এর মাধ্যমে ফল জানা যাবে।

এছাড়া সারাদেশের হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন থেকে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া কিছু আবেদন করা প্রার্থীর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি, এমন সিনিয়র স্টাফ নার্সের পদগুলো সংরক্ষিত রেখে এই ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে সাময়িক সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং ২০১৮ সালের অপেক্ষমাণ তালিকা থেকে নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। তারা সবাই পরীক্ষিত। সবাই পাস করেছেন। পদ কম থাকার কারণে আমরা তাদের নিয়োগের সুপারিশ করতে পারিনি, তাই অপেক্ষমাণ তালিকায় রেখেছি।’

-এ

The post ২ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be/

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত করতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট (কভিড-১৯ ডট ব্লোট) পরীক্ষার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিটের সক্ষমতা পরীক্ষা করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, গতকাল(২৯ এপ্রিল) অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ (বৃহস্পতিবার) সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

তিনি আরও বলেন, ‘ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন গতকাল বিএমএসএসইউকে চিঠি লিখেছে, আজকে তারা পেয়েছে। আমরাও আজ পেয়েছি চিঠি। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।’

‘বিএসএমএমইউ কীভাবে গবেষণা করবে, তাদের চাহিদা মতো মাল-মসলা দেব। আগামী শনিবার তাদের সঙ্গে আমরা এসব বিষয় নিয়ে বসবো’, যোগ করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা।

-এ

The post গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/

কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা রয়েছে। বাসস।

-এ

The post কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be/

‘আন্তর্জাতিক বাজার হাতছাড়া হবার আশংকায় গার্মেন্টস সীমিত আকারে চালু’

ফাতেহ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাসমান গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তাদের গৃহের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কানফারেন্সিংয়ে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

এসময় করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হওয়ায় ঢাকার আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিসমূহ সীমিত আকারে চালু করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসকল ফ্যাক্টরিগুলোতে ঢাকায় অবস্থানকারী শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মালিকরাও তা মেনে নিয়েছে কিন্তু চাকরি হারানোর ভয়ে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছে, এ বিষয়ে মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহস ও ধৈর্য্যের সঙ্গে করোনা সংকট মোকাবেলা করতে হবে।

পরে, প্রতিনিধিদের মাধ্যমে গরীব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

-এ

The post ‘আন্তর্জাতিক বাজার হাতছাড়া হবার আশংকায় গার্মেন্টস সীমিত আকারে চালু’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9b%e0%a6%be/

ভাসমান মানুষের তালিকা করার নির্দেশ

ফাতেহ ডেস্ক

গৃহহীন ও ভাসমান মানুষ যাদের ঘর নেই, তাদের হাতে ত্রাণ পৌঁছে দিতে তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনেকের কোনো ঘর নেই, রেল স্টেশন, টার্মিনাল, ফ্লাইওভার, খোলা আকাশের নিচে শিশুসহ অসংখ্য মানুষ গৃহহীন অবস্থান করছেন। গৃহহীন এসব মানুষের তালিকা করে তাদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কানফারেন্সিংয়ে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

দলীয় নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। আপনাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। আপনারা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার গৃহহীনকে গৃহ দেওয়া। এজন্য দলীয় নেতাদের প্রয়োজনীয় তালিকা প্রণয়নে সহায়তা করতে হবে।

তিনি বলেন, মনে রাখতে আমরা বলছি ঘরে থাকতে হবে। আমি নিজেও ঘরে রয়েছি, প্রধানমন্ত্রীর নির্দেশে। কিন্তু যাদের ঘর নেই তারা থাকবে কোথায়? এদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে।

কাদের বলেন, ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভাসমান মানুষের তালিকা প্রণয়ন করার জন্য। পাশাপাশি ওই সকল ভাসমান মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে ত্রাণ উপ কমিটি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করতে পারেন।

পোশাক কারখানার মালিকদের উদ্দেশে বলেন, করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ অর্ডার বাতিল হয়ে যাবে এমন আশঙ্কার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঢাকা ও ঢাকার আশপাশের পোশাক কারখানা সীমিত আকারে চালু করার অনুমতি দিয়েছেন। কথা ছিল এই সকল ফ্যাক্টরিতে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের কাজে লাগাবে, মালিকরা সেটা মেনে নিয়েছিল। কিন্তু আমরা গণমাধ্যমের খবরে দেখছি প্রতিদিন অসংখ্য শ্রমিক ঢাকার বাইরে থেকে আসছে চাকরি হারানোর ভয়ে। বিষয়টি মালিকরা যেন দেখেন ও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া ওয়াদা যেন বাস্তবায়ন করেন।

পরে প্রতিনিধিদের মাধ্যমে গরীব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

-এ

The post ভাসমান মানুষের তালিকা করার নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0/

শিক্ষার্থীদের ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবি

ফাতেহ ডেস্ক

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের শিক্ষার্থীদের পক্ষে এ দাবি তুলে ধরেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন।

লিখিত বক্তব্যে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের বেশির ভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের অনেকের অভিভাবক কৃষক, দিনমজুর, শ্রমিক, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও খেটে খাওয়া দিনমজুর। এ কারণে দেশের বেশির ভাগ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি প্রাইভেট (টিউশনি) পড়ান এবং কোচিং করান। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় ভাড়ার চাপে বেকায়দায় পড়েছেন মেসে থাকা শিক্ষার্থীরা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে। এ কারণে অনেকেই নিজ নিজ স্থানে লকডাউন হয়ে আছে। কিন্তু তাদের মেস ও বাসা ভাড়ার জন্য মালিকরা অমানবিক চাপ প্রয়োগ করছে। নিদারুণ এই বাস্তবতায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

এ সময় সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ চলাকালীন শিক্ষার্থীদের কমপক্ষে ৬ মাসের মেস/বাসা ভাড়া মওকুফ করতে সংশ্লিষ্টদের প্রতি বিনয় অনুরোধসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। অন্যথায় শিক্ষার্থীরা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় ছাত্র সমাজ।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতারা ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও রংপুর সরকারি কলেজ শাখা কমিটির ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এ

The post শিক্ষার্থীদের ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87/

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার ৮ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৬৪১ জন। গতকালের তুলনায় করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭৬৬৭ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা সংগ্রহের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬২৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে ২জন, ৪০- ৫০ বছরের মধ্যে তিনজন।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯ টি ল্যাবের ফলাফল জানানো হয়েছে। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে, তা তদন্ত সাপেক্ষে অনুমোদন দেব।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8/

Wednesday, April 29, 2020

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে যাওয়া নিয়ে সংঘর্ষ; আহত ৩০

ফাতেহ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত।

বুধবার (২৯শে এপ্রিল) বিকেলে জেলার সরাইলের নোয়াগাঁও কাঠানিশার উত্তর পাড়ায় মসজিদে যাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই মসজিদে যাওয়া নিয়ে মিজান মেম্বার ও ইয়াসিন মুন্সির মধ্যে বিরোধ চলছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে মিজান মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন মুন্সির সমর্থকদের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকান।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এ

The post ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে যাওয়া নিয়ে সংঘর্ষ; আহত ৩০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%af/

করোনায় যুক্তরাষ্ট্রে ২১৮ বাংলাদেশির মৃত্যু, ১৯৯ জনই নিউইয়র্কের

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ২১৮ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৯৯ জনই নিউইয়র্কের বাসিন্দা।
এছাড়া নিউজার্সিরতে ৭, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, দুইজন মেরিল্যান্ড ও একজন বোস্টনের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এছাড়া ইতালি, স্পেন, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চার শতাধিক বাংলাদেশি করোনায় মারা গেছেন।

-এ

The post করোনায় যুক্তরাষ্ট্রে ২১৮ বাংলাদেশির মৃত্যু, ১৯৯ জনই নিউইয়র্কের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7%e0%a7%ae/

সৌদি ধনভাণ্ডার থেকে উধাও ২৩,৩০০ কোটি ডলার

ফাতেহ ডেস্ক

সৌদি আরব অর্থ কর্তৃপক্ষ বা এসএএমএ’র প্রকাশিত প্রতিবেদনের স্বীকার করা হয়েছে যে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ বছরের মধ্যে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে ২৩ হাজার ৩০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ উধাও হয়ে গেছে।

ইয়েমেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার কাছ থেকে অপ্রয়োজনীয় ব্যাপক অস্ত্র-সম্ভার ক্রয় এবং নিওম নামে পরিচিত ভবিষ্যৎ-নগরীর প্রকল্প খাতের খরচের যোগান দিতে গিয়ে বিশাল অংকের এ অর্থ নজিরবিহীন ভাবে সৌদি ধনভাণ্ডার থেকে উধাও হয়ে যায়।

২০১৫ সালের জানুয়ারিতে ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান সৌদি আরবের সিংহাসনে বসেন। একই বছরে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ ছিল ৭৩ হাজার ২০০ কোটি ডলার। কিন্তু ২০১৯ সালে একই ভাণ্ডারে রয়েছে মাত্র ৪৯ হাজার ৯০০ কোটি ডলার। অর্থাৎ পাঁচ বছরে এ ভাণ্ডার থেকে উধাও হয়ে গেছে ২৩ হাজার ৩০০ কোটি ডলার। গড়ে প্রতিবছর এ অর্থ-ভাণ্ডার থেকে চার হাজার ৬৬০ কোটি ডলার কমেছে।

গত পাঁচ বছরে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে যে পাহাড় পরিমাণ অর্থ হ্রাস পেয়েছে তা এমইএনএ নামে পরিচিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির সমপরিমাণ। পরিমাণের দিক থেকে তিউনিশিয়ার বাৎসরিক বাজেটেরও ১৮ গুণ বেশি এ অর্থ।

বাদশাহ সালমান ক্ষমতায় বসার মাত্র তিন মাসের মাথায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট আগ্রাসন শুরু করে। এ দরিদ্র দেশটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট গত পাঁচ বছর ধরে অব্যাহত যুদ্ধের পরও সেখানে বিশেষ ফয়দা হয়নি তাদের। কার্যত ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে বেশ ভালো ভাবেই আটকে গেছে রিয়াদ। পিতা ক্ষমতায় বসার অল্প কয়েকদিনের মধ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রীর পদটি বাগিয়ে নেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদি ক্ষমতার প্রধান নেপথ্য নায়ক হিসেবে সালমানকে গণ্য করা হয়। ইয়েমেন যুদ্ধও চলছে তারই নির্দেশে।

এদিকে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী সৌদি মাথাপিছু আয়ও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১২ সালে এর পরিমাণ ছিল, ২৫ হাজার ২৪৩ ডলার। কিন্তু ২০১৮ সালে তা কমে এসে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৩৮ ডলারে।

বর্তমানে তেল-বাজারের বিপর্যয়ের আগেই সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে হাওয়া হয়ে যায় ব্যাপক অর্থ। করোনার বিশ্ব মহামারি থেকে সৃষ্ট তেল-বাজারের বিপর্যয় সৌদি আরবের জন্য আরো অনেক বড় আর্থিক দুর্গতি বয়ে আনবে বলেই নিশ্চিত আশংকা করা হচ্ছে। পার্সটুডে।

-এ

The post সৌদি ধনভাণ্ডার থেকে উধাও ২৩,৩০০ কোটি ডলার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a7%e0%a6%be%e0%a6%93/

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধাশ্রমে ৭০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবে সারা বিশ্ব যেন অসহায়। বিশ্বের পরাশক্তি দেশগুলো থেকে শুরু করে তৃতীয় বিশ্বের দেশ- করোনাভাইরাস মহামারীতে সবারই যেন একই চিত্র। তবে প্রাণঘাতী এই ভাইরাসের আঘাতে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ৫৯ হাজার ৪৩৮ জন।

এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধদের থাকার একটি ভবনে (বৃদ্ধাশ্রম) করোনাভাইরাসের ভয়াবহ আক্রমণে প্রাণ হারিয়েছেন ৭০ জন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি বৃদ্ধাশ্রমে। আর এই ঘটনার পর ওই বৃদ্ধাশ্রমে করোনাভাইরাস কিভাবে সংক্রমিত হলো তা সংশ্লিষ্ট রাজ্য ও ফেডারাল কর্মকর্তারা তদন্ত করে দেখছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটির নাম ‘হলিওক সোলজার্স’। বৃদ্ধাশ্রমে ২৩০ জন বৃদ্ধ বসবাস করতেন। গত মার্চ মাস পর্যন্ত সেখানে অবশিষ্ট ছিলেন মাত্র ১০৬ জন। তাদের বেশিরভাগের শরীরেই দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হালকা ও মাঝারি মানের সংক্রমণ দেখা যাচ্ছিল। বর্তমানে বৃদ্ধাশ্রমে বসবাসরত আরো ৮২ জন বৃদ্ধ ও তাদের দেখাশোনার জন্য নিযুক্ত ৮১ জন কর্মী সকলেরই করোনা পজিটিভ।

অ্যাডওয়ার্ড ল্যাপিন্তে নামে এক ব্যক্তির শ্বশুর থাকেন ওই বৃদ্ধাশ্রমে। তিনি জানিয়েছেন, ওই বৃদ্ধাশ্রমের পরিস্থিতি ভয়ানক। ওই বৃদ্ধাশ্রমে থাকা আরো মানুষ মারা যেতে পারেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রতিদিনই আসছে ওই বৃদ্ধাশ্রম থেকে।

এই হোমে নার্সের দায়িত্বপালন করেন জোয়ান মিলার নামে এক ব্যক্তি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কর্মী সংখ্যা কম থাকায় করোনাভাইরাস এই বৃদ্ধাশ্রমে আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। এখানে কর্মী সঙ্কট এতোটাই ছিল যে- এক ইউনিটের কর্মীরা অন্য ইউনিটে যেতে বাধ্য হচ্ছিলেন। ফলে ভাইরাসের সংক্রমণ ভয়ানক রূপ ধারণ করে।

-এ

The post করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধাশ্রমে ৭০ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d/

লেবাননের ব্যাংকে ব্যাংকে বোমা হামলা

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস বা কোভিড–১৯ পরিস্থিতির মধ্যে লেবাননে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে তারা। এ সময় ব্যাংকে ব্যাংকে পেট্রোল বোমা হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মহামারীর কারণে ঘোষিত লকডাউন ভেঙেই এই বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধরা ক্রমেই সহিংস হয়ে উঠছেন। দেশটির প্রায় প্রতিটি শহরেই তারা ভাঙচুর চালাচ্ছে।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন ব্যাংকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে। অন্তত এক ডজন ব্যাংকে তারা হামলা চালিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেককে গ্রেফতার করেছে লেবানন সরকার। সব থেকে বড় বিক্ষোভ হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে। এটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর হলেও দেশের সব থেকে দরিদ্র অঞ্চল।

-এ

The post লেবাননের ব্যাংকে ব্যাংকে বোমা হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87/

মসজিদ খোলার অবস্থান থেকে সরে আসলেন গাজীপুরের মেয়র

ফাতেহ ডেস্ক

সরকারি আদেশ উপেক্ষা করে মসজিদ খুলে দেয়ার ঘোষণার একদিন পরই পিছু হটলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গতকালের বক্তব্য থেকে সরে এসে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের যে সিদ্ধান্ত সেটাই আমার বক্তব্য।

করোনা তাণ্ডব রুখতে চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার। করোনা নিয়ন্ত্রণে মসজিদ-মাদ্রাসায় নামাজ পড়ার ওপরও সরকার বিশেষ নির্দেশনা জারি করেছেন। যেখানে মসুল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মসজিদে নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে।

সেখানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম মসজিদে জুম্মা ও তারাবি নামাজ পড়ার কথা বলে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি ভিডিও বার্তায় দেন।

করোনা সংক্রমণের তৃতীয় ঝুঁকিপূর্ণ এই নগরীতে মসজিদে নামাজের এমন নির্দেশনার বিষয়টি সময় টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আজ (২৯ এপ্রিল) বিকেলে মেয়র তাঁর নিজ ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় সেই নির্দেশনা প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে এবং বিশ্বস্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন দিয়েছে সেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার কথা বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা যেনো আমরা মেনে চলি।

-এ

The post মসজিদ খোলার অবস্থান থেকে সরে আসলেন গাজীপুরের মেয়র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

সোহরাওয়ার্দী হাসপাতালের ৫৭ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক ও সাত নার্সসহ ৫৭ জন করোনায় আক্রান্ত। তাদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও ওয়ার্ডবয়সহ অন্যান্য আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অর্ধশতাধিক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হলেও হাসপাতালের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কম। যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের অবজারভেশনে থেকে এবং প্রযোজনে নমুনা পরীক্ষার পর নেগেটিভ পাওয়া গেলে কাজে যোগদান করবেন বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩।

-এ

The post সোহরাওয়ার্দী হাসপাতালের ৫৭ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/

মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা

ফাতেহ ডেস্ক

সরকারি নির্দেশনার বিরুদ্ধে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহানগরে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেয়ায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, এ ঘোষণা প্রত্যাহার করা না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) এ কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় মেয়র মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তার (মেয়রের) এমন ঘোষণাকে আমরা চরম বিরোধী হিসেবে দেখছি। অত্যন্ত কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছি আমরা। তাকে বার্তা দেয়া হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে ওই ঘোষণা প্রত্যাহার করে সরকার যেভাবে চায় সেভাবে ঘোষণা দিতে। মনে হয় সেটা তিনি দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ স্থানীয় সব নেতা মেয়রের এই ঘোষণার বিপক্ষে। স্থানীয়ভাবে মাইকিং হচ্ছে, এমন ঘোষণা দেয়ার কোনো এখতিয়ার মেয়রের নেই, এই ঘোষণায় কান দেবেন না।

শেখ আবদুল্লাহ আরও বলেন, মেয়র জাহাঙ্গীর তার ঘোষণা প্রত্যাহারে কিছুটা সময় চেয়েছেন। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করছি। প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে।

এর আগে মেয়র তার ঘোষণায় বলেন, গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলায়। যেহেতু গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদ অল্পসংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিরা অংশ নিতে পারবেন। এতে সিটি কর্পোরেশনের কোনো বাধা থাকবে না।

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার মসজিদে ওয়াক্ত, জুমা ও তারাবিহ নামাজ আদায়ে উপস্থিতি সীমিত করেছে। এর বিরুদ্ধে গিয়ে মেয়রের এমন ঘোষণায় বিভিন্ন পরিসরে আলোচনার সৃষ্টি হয়েছে।

-এ

The post মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত দুটোই বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার।

সোমবার রাত পর্যন্ত তথ্য দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ ভারতে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। করোনায় এই নিয়ে টানা তিন দিন দেশটিতে ৫০ জনের বেশি মৃত্যু হলো। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭।

আর মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে ১,৭০৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে করোনার নতুন রোগী পাওয়া গেছে যথাক্রমে ৫২২ ও ২৪৭ জন করে।

হঠাৎ করেই করোনার রোগী বেড়েছে মধ্য প্রদেশের ইন্দোরে। সেখানে একদিনে আক্রান্ত ১৯৬ জন, মোট ১,৩৭২। মুম্বাইয়ে নতুন শনাক্ত ৩৬৯ জন। আর দিল্লিতে ১৯০ নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে।

এতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা বিহার ও ঝাড়খন্ডেও আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিহারে একদিনে আক্রান্ত ৬৮ জন, ঝাড়খন্ডে ২০ জন। আর গুজরাটে ১১, রাজস্থানে ৯, মধ্য প্রদেশে ৭ ও পশ্চিম বঙ্গে ২ জন করে নতুন কভিড-১৯ রোগী পাওয়া গেছে।

ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে, করোনায় মোট ৯৩৭ মৃতের ৩৬৯ জন মহারাষ্ট্রের; ২১৯ জন মুম্বাইয়ের।

-এ

The post ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

ভারতকে ধর্মীয় স্বাধীনতার ‘ব্ল্যাকলিস্টে’ রাখার পরামর্শ মার্কিন প্যানেলের

ফাতেহ ডেস্ক

নরেন্দ্র মোদির আমলে ধর্মীয় স্বাধীনতা ‘প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হওয়ায়’ ভারতকে এ সংক্রান্ত কালো তালিকায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন সরকারের একটি প্যানেল।

ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরপি) তাদের বার্ষিক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতা ভারতে না বাড়লে দেশটিকে ‘উদ্বেগজনক দেশের তালিকায়’ রাখা উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৯ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতা প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় এই প্যানেল প্রতি বছর এ বিষয়ে পরামর্শ দিলেও নীতিগত কোনো সিদ্ধান্ত নেয় না। তাই তাদের পরামর্শ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শুনবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।

গত কয়েক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত উন্নত করেছেন মোদি।

ভারতে নাগরিকত্ব আইন যেভাবে সংশোধন করা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশটি সফরের সময় তা নিয়েও কথা বলেননি ট্রাম্প। বরং তিনি বলে যান, মোদি সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস রাখছে!

ট্রাম্প যখন এমন মন্তব্য করেন, তখন দিল্লিতে রীতিমতো দাঙ্গা হয়েছে। হিন্দু-মুসলিম মিলিয়ে ৫৩ জন মানুষ মারা গেছেন। যাদের অধিকাংশই মুসলিম।

-এ

The post ভারতকে ধর্মীয় স্বাধীনতার ‘ব্ল্যাকলিস্টে’ রাখার পরামর্শ মার্কিন প্যানেলের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/

গ্রামের শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন: বিজিএমইএ

ফাতেহ ডেস্ক

গ্রামের তৈরি পোশাক শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি ড. রুবানা হক বলেন, ঢাকার বাইরে অবস্থানরত পোশাক শ্রমিকদের এখন ঢাকায় আসার প্রয়োজন নেই, বেতন পৌঁছে দেয়া হবে।

এদিকে, বিজিএমইর শতাধিক গার্মেন্টস কর্মী এখনো মার্চ মাসের বকেয়া বেতন পাননি।

এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর চেয়ারম্যান অনন্ত জলিল বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে অন্ততপক্ষে ৬ হাজার কারখানা রয়েছে। কিছু গার্মেন্টসে বেতন হয়নি তাই বলে সমগ্র গার্মেন্টস সেক্টরকে দোষারোপ করা যাবে না।

তিনি বলেন, ছয় হাজার গার্মেন্টস এর মধ্যে মাত্র এক থেকে দেড়শ কারখানার এক লাখ শ্রমিকের বেতন দেওয়া হয়নি। কারখানাগুলো সব কন্ট্রাক্টকে চলে। আমরা যারা শ্রমিকদের বেতন এবং স্বাস্থ্য সুরক্ষা দিয়ে কাজ করাচ্ছি তাদের কথা চিন্তা করেন। দেশের অর্থনীতির জন্য কাজ করে যাচ্ছে।

-এ

The post গ্রামের শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন: বিজিএমইএ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87/

দেশে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৬৪১, মৃত্যু ৮

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৪১ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার ৩ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৫৪৯ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭১০৩ জন।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৭০৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে চারজন, ৫০-৬০ বছরের মধ্যে দুইজন, ৪০- ৫০ বছরের মধ্যে দুইজন। এর মধ্যে ৬ জন ঢাকার, বাকি দুইজন অন্য জেলার।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫১ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৬৪১, মৃত্যু ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%b0/

‘আমি যে কারণে দেশবিভাগের বিপক্ষে’ : হুসাইন আহমদ মাদানীর ব্যাখ্যা

অনুবাদ : আবদুল আজিজ :

(আমরা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতবিভাগের আজাদিকেই সমর্থন করে এসেছি। যার ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই লেখা প্রকাশের মূল উদ্দেশ্য তাই ঐতিহাসিক স্মৃতিচারণ ; এতে কোন বিশেষ আদর্শিক বা রাজনৈতিক অবস্থান প্রচারের ইচ্ছা নেই। অবশ্য মাওলানা মাদানীর অবস্থানও খুব সরল ছিল না, নীচে তার চিন্তাধারা ব্যাখ্যায় আরেকটি লেখা সংযুক্ত করা হয়েছে। আগ্রহী পাঠকরা পড়ে দেখতে পারেন।  ) 

মাদানী ও মওদূদী : উপমহাদেশের দুই মনীষী কেন পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিলেন?

আমার মুহতারাম ও শ্রদ্ধেয় হযরত মাওলানা সাহেব দা. বা.৷ আসসালামু আলাইকুম।

সালামে মাসনুনের পর আরজ এই যে, অনেক দিন যাবৎ আমার মাথায় এ চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমরা কংগ্রেসে শামিল হয়েই স্বাধীনতা অর্জন করতে পারব, বিচ্ছিন্নভাবে আমাদের পক্ষে এ কাজ সম্ভব নয় — আচ্ছা, হিন্দুদের নেতৃত্বেই কেবল মুসলিমরা স্বাধীনতা-আন্দোলনের চেষ্টা করতে পারে? আজকে যখন মাওলানা মওদূদী সাহেবের লেখা পড়লাম, তখন এ বিশ্বাস স্থির হয়ে গেল, মুসলমানরা যদি অমুসলিমদের নেতৃত্বে কোন প্রয়াস চালায়, তাহলে সেটা ব্যর্থ হবে৷ যদি কখনও সাফল্য আসেও, তবে সেটা হবে ভাসাভাসা এবং ইসলামী নীতির খেলাফ৷

তাৎক্ষনিকভাবে আমার মাথায় এ চিন্তা এলো, যখন আমাদের অনেক মান্যবর উলামা কংগ্রেসে যোগদান করেছেন, তাহলে আমরা  পেছনে থাকি কী করে? তবে কংগ্রেসে শামিল হবার আগে ভাবলাম, আসল হেতুটা তো জানা দরকার, যার ভিত্তিতে আমাদের উলামায়ে কেরাম কংগ্রেসে যোগ দিয়েছেন৷ একজন তালিবে ইলম হিসেবে আমাকে এ বিষয়টি স্পষ্ট করে বাধিত করবেন, কেন আপনারা কংগ্রেসে যোগ দিলেন? উত্তর পেলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো৷

আমার তুচ্ছ রায় হল, মুসলমানরা একটি পৃথক প্লাটফর্মে যেভাবে হোক সমবেত হয়ে স্বাধীনতা যুদ্ধে লড়াই করবো এবং অন্যান্য জাতি ও সম্প্রদায় আমাদের পিছু পিছু চলবে৷ আমরা প্রতিটি ক্ষেত্রে সামনে থেকে কাজ করবো৷ মজলিসে আহরার, মুসলিম লীগ এবং জমিয়তে উলামা-ই-হিন্দ সবার একই উদ্দেশ্য৷ সেটি হল, সামগ্রিক বিচারে ভারতীয় মুসলমানদের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা। মুসলমানদের বৈধ অধিকার ও স্বার্থগুলো রক্ষা করার পাশাপাশি রাজনৈতিক ময়দানে উন্নতির প্রচেষ্টা অব্যাহত রাখা৷ উদ্দেশ্য যখন এক, তাহলে এ বিভেদ ও কপটতার ক্ষেত্র এত প্রশস্ত কেন? এ ক্ষেত্রটা দিন দিন সুপ্রশস্ত হওয়া সত্ত্বেও এটিকে থামানোর কোন প্রয়াস কেন আজ অব্দি গৃহীত হয়নি? মাওলানা মওদূদীর লেখাটিও সাথে পাঠাচ্ছি৷ মেহেরবানি করে জবাব দিয়ে বাধিত করবেন৷

নিবেদক
আহকার আব্দুল ওহহাব গুমথালভী

জবাবি পত্র

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ৷ আপনার পত্র পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷ আমি নিতান্তই ব্যস্ত আর আপনার বিষয়টি অত্যন্ত সময়সাপেক্ষ৷ যদি সাক্ষাতের কোন সুযোগ হতো, তাহলে মতবিনিময় করার একটা সুরত হত৷ বিষয়বস্তুর দাবি তো এই যে, লেখা হবে দীর্ঘ। কিন্তু এর সুযোগ নেই৷ মওদুদি সাহেবের লেখাটি বর্তমান প্রেক্ষিতে আমার বুঝে আসছে না৷

মেরে মুহতারাম, কোন মুসলমান এমন পাওয়া যাবে না, যে মুসলিম শাসনের কামনা-বাসনা পোষণ করে না। ঠিক তদ্রুপ কোন হিন্দু, শিখ, পারসিয়ান, খ্রিস্টান এমন নেই, যারা নিজ নিজ জাতি ও ধর্মের শাসন কামনা করে না৷ কিন্তু এ একান্ত প্রার্থিত ও আকাঙ্ক্ষিত বিষয়টিকে আটকে দেয় পারিপার্শ্বিক পরিবেশ৷ যদি পরিস্থিতি অনুকূল হত, তাহলে মুসলমানদের ছয়শ বছরের শাসন কেনইবা ধ্বংস হয়ে গেল? সাধারণ মুসলিমগণ কেনইবা অন্যদের দাসে পরিণত হল?

বর্তমানে পৃথিবীর বুকে নিউইয়র্ক টাইমসের বক্তব্য অনুযায়ী সত্তর কোটি মুসলমান আছে৷ এর মধ্যে সর্বোচ্চ পাঁচ কোটি মুসলমান স্বাধীন। শুধু যে ভারতবর্ষের মুসলিমরাই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তাই নয়, বরং পুরো আফ্রিকা মহাদেশ, ইউরোপ এমনকি এশিয়ারও অধিকাংশ অঞ্চলে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, বিদেশী শত্রুদের গোলাম ৷ আর যেসব অঞ্চল স্বাধীন, সেখানেও মওদুদি সাহেবের প্রস্তাবিত ‘হুকুমাতে ইলাহিয়া’ একেবারে অনুপস্থিত৷ ভারতীয় মুসলিমরা তো অনেক বেশি নির্যাতিত ও নিপীড়িত ৷

একদিকে আল্লাহর দুশমনদের শাসন, অপরদিকে অমুসলিম সংখ্যাগরিষ্ঠতা, যা মুসলিমদের বেষ্টন করে রেখেছে৷ ফারাকটাও আবার মামুলি না৷ অমুসলিম পচাত্তর শতাংশ আর মুসলিমরা হল পঁচিশ শতাংশ ৷ এই প্রকাশ্য ও ভেতরগত পার্থক্য ছাড়াও তাদের তথা অমুসলিমদের কামনা-বাসনা, আর শাসকগোষ্ঠীর ডিভাইড এন্ড রুলনীতি যে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরী করে রেখেছে যে — আল্লাহর পানাহ — এর উপর দারিদ্র্য, অভাব, ক্ষুধা, অস্ত্রহীনতা ইত্যাদি মুসলমানদেরকে একেবারে অসহায় করে রেখেছে৷ তা সত্ত্বেও উলামায়ে কেরাম নিকট-অতীতে সশস্ত্রভাবে সফলতার সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থতা ছাড়া আর কী ফলাফল আসলো? হযরত সাইয়িদ আহমদ শহীদ, মাওলানা ইসমাইল শহীদরা কি চেষ্টা করেননি, ১৮৫৭ তে হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী, মাওলানা কাসিম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী কী করা বাকী রেখেছিলেন? কিন্তু ইতিবাচক ফলাফল আসলো না। ১৯১৪ সালে হযরত শাইখুল হিন্দ কী করেননি, কিন্তু ঘটানাটা কী ঘটল?

মুহতারাম, রাজনীতি শুধু দর্শন দিয়ে হয় না, বরং ইতিহাসও লাগে সাথে৷ বাধ্যবাধকতা এই ‘আহওয়ানুল বালিয়্যাতাইন’ (দু বিপদের মধ্যে অপেক্ষাকৃত সহজটা অবলম্বন করা) এর দিকে টেনে নিয়ে আসে এবং নিয়ে এসেছেও বটে৷ ইসলামেও অবস্থা ও পরিস্থিতির প্রেক্ষিতে হুকুম ও বিধান বদলে যায়৷ পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে চোখ বন্ধ করে থাকা ধ্বংস ও আত্মহত্যার শামিল৷

আজ যদি আমরা কঠোরতা অবলম্বন করতে পারতাম, তাহলে বলা যেত যে, সংখ্যালঘু মুসলিমরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবে৷ কিন্তু এটা তো অসম্ভব৷ যদি আন্দোলন করেই স্বাধীনতা চাইতে হয়, তবে সর্বসাধারণের সঙ্গে একসঙ্গে আন্দোলন করা ছাড়া ভিন্ন আর কী পথ থাকতে পারে? আজ প্রতিটি পদক্ষেপে ইংল্যান্ড থেকে বলা হচ্ছে ভারতবর্ষকে এজন্যই স্বাধীনতা দেওয়া যাচ্ছে না যে, তারা এক নয়; না ধর্মে, না রাজনীতিতে৷ একদল যদি সম্পূর্ণ স্বাধীনতা চায়, অপর দল চায় দেশভাগ, তৃতীয় দল চায় বৃটিশরাজ; তো আরেকদল চায় রামের রাজত্ব, আরেকদল চায় গণতন্ত্র; আবার কেউ চায় সমাজতন্ত্র৷ তাদের পারস্পরিক দলাদলির কারণে সর্বদা বিশৃঙ্খলার আগুন জ্বলে৷ তারা একদল আরেকদলের খুনপ্রত্যাশী ৷

গাভিপূজা নিয়ে এখানে রক্তনদী প্রবাহিত হয়৷ যদি আমাদের স্নেহছায়া এদেশের উপর থেকে উঠে যায়, তবে এটা সাক্ষাত জাহান্নামে পরিণত হবে৷ বিগত দিনের ঘটনাবলীকে এর দলিলস্বরূপ পেশ করা যায়৷ তারপর নিজেদের উদ্দেশ্যে সফল হতে পুরো ভারতবর্ষকে মুসলিম অমুসলিম নির্বিশেষে এমনভাবে পিষে ফেলেছে যে, এটা প্রাণহীন একটি লাশে পরিণত হয়েছে৷ চারিদিকে দারিদ্র্যের তুফান বইছে, বেকারত্বের মেঘ পুরো আকাশে ছেয়ে যাচ্ছে এবং তার অন্ধকারে সবার সর্বনাশ করে যাচ্ছে৷

ব্যবসা়-বাণিজ্য, কৃষি, শাসনক্ষমতা, চাকুরি, ধর্ম ও রাস্ট্র সবই বরবাদ করা হয়েছে এবং করে ফেলা হচ্ছে ৷ ভারতবর্ষের জীবনোপকরণ, পুঁজি সব নিজেদের দখলে নিয়ে তাদের এ পরিণতি করা হয়েছে৷ এখন ভারতীয়দের হাতে না জাতীয় স্বার্থ আছে, না জাতিগত স্বার্থ৷ ধরে নিলাম যদি আট কোটি মুসলমান সবাই বিভিন্ন দেহ ও একপ্রাণ হয়ে যায়, নিজেদের সম্মিলিত শ্লোগানের মাধ্যমেও কি সফল হতে পারবে? মওদূদী সাহেব যে দর্শন পেশ করেছেন এর মাধ্যমে কি এ দাসত্ব থেকে মুক্তি পাওয়া যাবে? এ ঐক্য কি বিদেশী ইস্পাতের পাঞ্জা ভেঙে দিতে পারবে? শুধু এর মাধ্যমেই কি রাষ্ট্রের অন্তর্গত ফিতনাগুলো দমন করা যাবে? উপকরণের পৃথিবীতে আসবাব ও উপকরণকে উপেক্ষা করা যায় না৷ শরিয়তও এ উপেক্ষার অনুমতি দেয়নি, বিবেক ও ইতিহাসও নয়৷

যদি ইমামত ও নেতৃত্বের অর্থ তাই হয়, যা মওদূদী সাহেব বলেছেন, এবং মুসলমানদের জন্য অমুসলিম শাসকদের অধীনে থাকা হারাম ও নাজায়েয হয়, তবে মিউনিসিপ্যাল বোর্ডসমূহ, ডিস্ট্রিক্ট বোর্ডসমূহ, এসেম্বলী, কাউন্সিলগুলো, ব্যবসায়িক,কারিগরী ও বিভিন্ন পরিচালনা বোর্ডসমূহে মুসলমানদের অংশগ্রহণ করা হারাম হবে৷ কারণ, অধিকাংশ ক্ষেত্রে এসব বোর্ড ও প্রতিষ্ঠানের প্রধানরা অমুসলিম৷ এরকমভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, চাই সেটা সামরিক বিভাগ হোক, নির্বাহী বিভাগ হোক, শিক্ষা বিভাগ হোক, অর্থ বিভাগ হোক — ইত্যাদি সব কিছুতেই অংশগ্রহণ অবৈধ হয়ে যাবে৷ সবার চাকুরিই হারাম ও নিষিদ্ধ? কেননা সবার নেতাই যে অমুসলিম৷

সে যে আইন প্রণয়ন করতে চায়, যেভাবে চায় ইচ্ছেমত পরিচালনা করে৷ সব কর্মচারীদের তার হুকুমেই চলতে হবে ৷ অন্যথায় চাকুরির গুড়ে বালি৷ এভাবে চলতে থাকলে ক্ষুধা ও দারিদ্র্যের ধ্বংসাত্মক কষাঘাতে শিশু ও পরিবারকে ধ্বংসের কূপে নিক্ষেপ করতে হবে৷ শুধু তাই নয়, মুসলিম সম্প্রদায়কে সর্বপ্রকার বরবাদি ঘিরে ফেলবে ৷ সামান্য চিন্তা করুন আর ভাবুন, ইমামতের যে ব্যখ্যা মওদুদি সাহেব করেছেন, সে হিসেবে কোন অমুসলিম ডাক্তারের চিকিৎসা গ্রহণ, কোন অমুসলিম ইঞ্জিনিয়ার ও মিস্ত্রির নির্মাণ, অমুসলিম ব্যবস্থাপকদের অধীনে কাজ করা মুসলিমদের জন্য নাজায়েয হয়ে যায়৷ তাহলে কি সবাইকে হারামের কলমে নিষিদ্ধের ফতোয়া জারি করে ধ্বংস করে ফেলতে হবে?

মুহতারাম, এ সময় পর্যন্ত আপনাদের ঐক্যশক্তির প্রয়োগ করে নিজেকে, নিজের সম্প্রদায়কে এসব বিপদ থেকে রক্ষা করতে পারবেন? এবং সমস্ত ঐক্যশক্তি মিলেও কি নিজ কওমকে মুক্তির পথে পরিচালিত করতে পারবেন? সামান্য ভাবুন৷

এরপর আরেকটি প্রশ্ন উঠে, আপনি কি সব মুসলিমদের একই রাস্তায় চালাতে পারবেন? অথচ আপনার কাছে বাধ্য করার মতো কোন শক্তি নেই ৷ প্রত্যেকেই স্বাধীন৷ প্রত্যেকে নিজের সাহস, বুদ্ধিতে অন্যের অনুসরণ করার পক্ষপাতী না৷ আমাদের কাছে ওয়াজ, নসিহত ও দিকনির্দেশনা দেওয়া ছাড়া বিকল্প কী উপায় আছে যার মাধ্যমে আমরা সবাইকে একপথে নিয়ে আসতে পারব? একদিকে যদি পাশ্চাত্য তাদের জাল ফেলে রাখে, অপরদিকে অপাশ্চাত্য তার ডোরাও নিক্ষেপ করে রেখেছে৷ একদিকে শিয়া মতবাদের দৌরাত্ম্য, তো অপরদিকে কাদিয়ানিয়াতের, তৃতীয়দিকে খাকসারী মতবাদ, চতুর্থদিকে গাইরে মুকাল্লিদিয়তের ফিতনা৷ প্রত্যেকেই আপন বোধবুদ্ধিকে প্লেটো ও এরিস্টেটল থেকেও উর্ধ্বজ্ঞান করছে ৷ তাহলে বলুন এর বিহিত কী হবে?

রাজনৈতিক চিন্তাধারা এক নয়, জাতীয় চাহিদাগুলোও ভিন্ন ভিন্ন৷ স্বার্থবাদের এমন জয়জয়কার যে চলছে, সেটা বলাই বাহুল্য৷ তা সত্ত্বেও জমিয়ত যে নসবুল আইন ও মৌলিক নীতিমালা পেশ করে সেদিকে মুসলিম জাতিকে আহ্বান করেছে, সেটা কি এটা নয়? তারপরও বলুন,কেন জমিয়ত ব্যর্থ? কেন আপনার সমালোচনার তুফান জমিয়তের দিকে ধেয়ে আসছে৷ কেন এর মৌলিক নীতিমালার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না?

এটা একেবারেই ভুল যে, জমিয়ত অমুসলিম কাউকে নিজেদের নেতা বানিয়ে নিয়েছে ৷ এটি স্বতন্ত্র প্রতিষ্ঠান৷ যেসব সিদ্ধান্ত কংগ্রেস বা অন্য কোন রাজনৈতিক পার্টি গ্রহণ করে, সেক্ষেত্রে জমিয়তের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ কুরআন,হাদিস ও ফিকহের আলোকে গঠিত নিজেদের দিকনির্দেশনার উৎসের আলোকে চিন্তা-ভাবনা করে; এবং সঠিককে গ্রহণ করে ভুলটা ছেড়ে দেয়৷ জমিয়তে উলামা ভুলটাকে না মুসলমানদের সামনে পেশ করে, না নিজেরা এর উপর আমল করে৷ জমিয়তের রেকর্ডগুলো ঘেঁটে দেখুন, এর মধ্যে এমন বেশ কয়েকটি ঘটনা ও প্রোগ্রাম দেখবেন, যেগুলোর ব্যাপারে জমিয়ত শুধু একমত না হয়েই ক্ষান্ত হয়নি বরং উল্টো এর প্রতিবাদও করেছে৷

জমিয়ত সেসব রাজনৈতিক ও স্বাধীনতা আন্দোলনে কেবল একসঙ্গে অংশগ্রহণ করছে মাত্র৷ কোন অমুসলিম পার্টি বা কোন অমুসলিম লিডারের চোখ বন্ধ করে অনুসরণ করছে এমন নয়৷ একসঙ্গে কোন কাজে অংশগ্রহণ আর কারো অনুসরণ করা,  এক কথা নয়৷ এখানে না অমুসলিমের অনুসরণ করা হচ্ছে, না তাদের থেকে সাহায্য-সহযোগিতা নেওয়া হচ্ছে৷ এটার উদাহরণ হল এমন, যেমন লাহোরগামী সড়কে মুসলিম অমুসলিম সবাই একসাথে পথ চলছে৷ পথে ডাকাত ও চোর-গুন্ডা থেকে পরস্পর-পরস্পরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে৷ এমন সুরতে সে তথাকথিত ‘ইমামত’ কোথায় পাওয়া যাচ্ছে, এর অপবাদ কীভাবে সঠিক হতে পারে বলুন? বর্তমান প্রেক্ষাপটকে যাচাই করে সিদ্ধান্ত নিন৷

মেরে মুহতারাম, নামাজের মত অকাট্য ও অবশ্যকর্তব্য বিধানে পর্যন্ত পরিস্থিতির বিচারে পরিবর্তন আসে ৷ নিবাসে নামাজের বিধান আর সফরের নামাজের বিধানে কী পরিমাণ পার্থক্য দেখুন৷ সুস্থতা আর অসুস্থতায় নামাজে পার্থক্য দেখুন৷ অক্ষম আর সুস্থ ব্যক্তির নামাজে কত পার্থক্য৷ পরিস্থিতির ভিন্নতায় শুধু নামাজ কেন, রোযা হজ্জ্ব সবই পরিবর্তন হতে বাধ্য৷ বর্তমানে কি আপনি ভারতবর্ষে শরিয়াহর নিয়মমাফিক ব্যাভিচারীকে রজম, চোরের হাত কাটা, নেশাখোর ও অপবাদদাতার জন্য আশি দোররা মারার বিধান প্রয়োগ করতে পারবেন? এরকমভাবে কিসাস, দিয়ত, ডাকাতদের বিপরীতমুখী করে হাত-পা কেটে দেওয়া যেগুলি সরাসরি কুরআনের বিধান, আমরা কি এগুলো বাস্তবায়ন করবো? এ দারুল হারবে কি বর্তমান প্রেক্ষিতে এ বিধানগুলো প্রয়োগ হবে? আমাদের উপর কি এমন মুহূর্তে এ বিধানগুলো বাস্তবায়ন করা ফরয?

আচ্ছা বলুন তো হালতে ইযতিরার তথা বাধ্যবাধকতায় মৃত জন্তু ভক্ষণ করা, মদ পান করা ও শুকরের গোশত খাওয়া আর ইচ্ছে করে খাওয়ার বিধান কি সমান? এরকম শত শত নযির ও দৃষ্টান্ত ইসলামে আছে৷ সবগুলোকে এক লাঠিতে হাঁকানো যায় না৷

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের প্রাক্কালে আবদুল্লাহ বিন উরাইকিতকে নিজের রাহবার হিসেবে গ্রহণ করার মধ্যে কি আমাদের জন্য শিক্ষা ও আলো নেই? নবীজির তো তখন জানের-খতরা৷ সে যে পথ দিয়ে সবার মুক্তি মনে করেছে, সে পথ দিয়েই তো নিয়ে গেছে। নবীজি তো তার উপর ভরসা করে তার অনুগামী হয়েছেন৷ কারণ সে রাস্তা সম্পর্কে অভিজ্ঞ ছিল৷ হিজরত ফরজ ছিল৷ সুতরাং এ রাহনুমায়ি আর অনুসরণে আমাদেরটায় কী পার্থক্য? এটাকে এড়িয়ে যাওয়া কি ইনসাফের কথা হতে পারে?

মদীনা মুনাওয়ারায় পৌঁছে নবীজি মদীনার ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন, পাশাপাশি মুশরিকদের সঙ্গে যুদ্ধ অব্যাহত রেখেছেন৷ হুদাইবিয়ায় মুশরিকদের সঙ্গে সন্ধি করেছেন আর ইহুদিদের সঙ্গে যুদ্ধ করেছেন৷ এখানে কি আমাদের জন্য আলো নেই? আমরা কখনও বৈধ মনে করি না যে, শরিয়তের বিধিবিধানে সামান্যতম পরিবর্তন করা হবে; অথবা কোন অমুসলিম নেতৃত্বের অধীনে থেকে কোন শরঈ বিধান ছেড়ে দেওয়া হবে৷ একারণেই সবসময় জমিয়তের প্রতিষ্ঠাকে জরুরি মনে করি৷ মুসলমানদের জন্য আবশ্যক মনে করি, তারা জমিয়তের দিকনির্দেশনার উপর আমল করবে৷ আমরা আবশ্যিক মনে করি, শরঈ বিষয়ে বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিগণ চিন্তা-ভাবনা করে, পূর্ণ শ্রম ব্যয় করে মুসলমানদের দিকনির্দেশনা প্রদান করবেন৷ যতটুকু আমরা বুঝি, জমিয়ত অদ্যাবধি এ নীতি অবলম্বন করে আসছে৷ জমিয়ত বাতিল-শক্তির কাছে পরাভূত হয়ে শরঈ বিধানে কোন পরিবর্তন করে না, আজ পর্যন্ত করেওনি৷ ঠিক তদ্রুপ কোন লোভের বশবর্তী হয়ে কারো প্রতি নমনীয়তা অবলম্বন করে না, এবং এখনও পর্যন্ত করেনি৷

শরিয়ত সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিরা নিজেদের বুঝ অনুযায়ী সমালোচনা ও আপত্তির ঝড় তুলে আসছে ৷ এরা রিসালতের কেন্দ্রীয় ব্যক্তিত্বদেরও কি ক্ষমা করেছে? তাহলে আজ তাদের কাছে কী-ইবা আশা করা যেতে পারে?

আমার আবেদনগুলি থেকে আপনি পরিস্কার বুঝতে সক্ষম হবেন, মুসলিম দলগুলোর পারস্পরিক বিভেদ, আত্মকেন্দ্রিকতা, আত্মস্বার্থ, প্রবৃত্তির অনুসরণ, শরিয়তের অনুসরণ না করা এবং বর্তমান সরকারের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা সবই নেতৃবৃন্দের চাহিদা ও কামনার ভিত্তিতেই হচ্ছে৷ যেটা অভিজ্ঞতার আলোকে সহজেই পরীক্ষা করা যায়৷ আফসোস, আজকাল ইখলাস ও লিল্লাহিয়াত একেবারেই কম অথবা দুর্লভ৷ দাবি তো অনেক, শব্দ তো প্রচুর; কিন্তু এর রূহ ও প্রাণশক্তি একেবারেই উধাও ৷ সাদাসিধে মানুষরা ধোঁকায় নিপতিত হয়ে আছে৷

নঙ্গে আসলাফ
হুসাইন আহমদ গুফিরালাহু
পহেলা মুহাররম, ১৩৬১ হিজরি৷

The post ‘আমি যে কারণে দেশবিভাগের বিপক্ষে’ : হুসাইন আহমদ মাদানীর ব্যাখ্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/

Tuesday, April 28, 2020

করোনা থেকে বাঁচতে মুসলিমদের সবজি না কেনার পরামর্শ বিজেপি নেতার

ফাতেহ ডেস্ক

চলমান করোনাভাইরাসের মহামারি থেকে বাঁচতে মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। তিনি দেশটির উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এ অবস্থায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যও দিয়েছেন সুরেশ তিওয়ারি নামের ওই নেতা।

সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন, একটা বিষয় মনে রাখা দরকার। সেটা হলো- মিঞাদের (মুসলিমদের) কাছ থেকে সবজি কেনার কোনো দরকার নেই। বিষয়টি আমি সকলকে খোলাখুলিই বলছি।

তার এই বক্তব্য ভাইরাল হলে এর সমালোচনায় সরব হন বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে তীব্র সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সুরেশ তিওয়ারি। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তিনি তো কোনো ভুল কথা বলেননি, তাহলে কেন বিষয়টিকে এত বড় করে দেখা হচ্ছে।

এদিকে, বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক অভিনেত্রী ও প্রদেশটির কংগ্রেস নেত্রী নাগমা। টুইটারে ভিডিওটি শেয়ার করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে তিনি লিখেছেন, আপনার দলের নেতাদের এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলুন। তারা তো দেখি কিছুই বোঝে না।

এর পর তিওয়ারি তার বক্তব্যের পক্ষে দাবি করেছেন, তিনি কেন্দ্রের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, তারা তাকে বলেছেন যে, সবজি বিক্রি করার আগে মুসলিমরা তাতে থুথু দিচ্ছে। এতে করোনা ছড়াচ্ছে। তাই করোনার সংক্রমণ থেকে লোকজনকে বাঁচাতেই এমন পরামর্শ দিয়েছেন তিনি।

-এ

The post করোনা থেকে বাঁচতে মুসলিমদের সবজি না কেনার পরামর্শ বিজেপি নেতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae/

কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি

ফাতেহ ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের বহনকারী জাজিরা এয়ারের একটি ফ্লাইট হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে অবতরণ করে।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার ১২৬ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির দণ্ড মওকুফ করে বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, অবৈধ ও দণ্ডপ্রাপ্ত মোট সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। দণ্ডপ্রাপ্তদের দণ্ড মওকুফ করে পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। ঈদুল ফিতরের আগেই ২৫টি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

তবে সর্বশেষ যে ১২১ জন দেশে ফিরেছেন তারা জেল ফেরত নাকি সাধারণ ক্ষমার আওতায় এসেছেন তা জানা যায়নি।

-এ

The post কুয়েত থেকে ফিরলেন আরো ১২১ বাংলাদেশি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%a7/

করোনা থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের

ফাতেহ ডেস্ক

‘শ্রেষ্ঠতর একটি পৃথিবী গড়তে বিশ্ব নেতারা বিরল এক সুযোগ পেয়েছেন।’

করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান গুতেরেস।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজন সাহসী ও সহযোগিতামূলক নেতৃত্ব। শ্রেষ্ঠতর পৃথিবী গড়তে বিরল এক সুযোগ পেয়েছেন বিশ্ব নেতারা। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক হুমকি মোকাবিলায় তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া মহামারি থেকে বিশ্বকে রক্ষা করতে হলে মানুষের নিরাপদ, স্বাস্থ্য সম্মত ও সহিষ্ণু পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

-এ

The post করোনা থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/

করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা

ফাতেহ ডেস্ক

করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা মরদেহ বাসা-বাড়িতেই পড়ে থাকছে ১০-১২ ঘণ্টা।

করোনাভাইরাসে মৃতদের মরদেহ বাসা-বাড়িতে পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। আবার হাসপাতালের মর্গে মরদেহের স্তূপ, যথাযথ সংরক্ষণের অভাবে ছড়াচ্ছে দুর্গন্ধ। কখনও কখনও স্বজনেরা সটকে পড়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এমন মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে।

করোনায় মৃতদের সৎকার করছে তিনটি সংগঠন। এরমধ্যে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে দল গঠন করে কাজ করছে রহমতে আলম সমাজ সেবা সংস্থা। রাজধানীর বাসা-বাড়ি ও হাসপাতালের মর্গ থেকে ত্রিশটির বেশি মরদেহ সংগ্রহ করে শেষকৃত্য সম্পন্ন করেছে সংগঠনটি।

মরদেহ সংগ্রহের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রহমতে আলম সমাজ সেবা সংস্থা’র স্বেচ্ছাসেবীরা।

স্বেচ্ছাসেবীরা জানান, বাসা-বাড়িতে বেশিরভাগ মরদেহই পড়ে থাকছে অন্তত দশ-বারো ঘণ্টা। তারপর স্বেচ্ছাসেবীরা গিয়ে উদ্ধার করছেন। হাসপাতালের মর্গ থেকে সংগৃহীত মরদেহের দশা আরও করুণ।

স্বেচ্ছাসেবী জারিফ আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুর্বিসহ অবস্থা হিমাগারে জায়গা নেই এবং লাশের দুর্গন্ধের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। কখনও কখনও করোনায় মৃতদেহ ফেলে সটকে পড়ছেন স্বজনেরা। এক্ষেত্রে মৃত ব্যক্তি সম্পর্কে তথ্যের অভাবে রেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে। রেওয়ারিশ লাশ নিয়ে আগে যারা কাজ করতো এই মূহুর্তে তারা এখন মাঠে নেই তারা কোন কাজ করছেনা।

মরদেহ সংগ্রহ থেকে দাফন- প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোটোকল মেনে স্বেচ্ছাসেবীরা কাজ করছে, জানান রহমতে আলমের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

তিনি জানান, স্বেচ্ছাসেবীদের সাস্থ্য নীতি মোতাবেক পিপিই, সানগ্লাস, হ্যান্ড গ্লাভসসহ প্রোটেকশনের জন্য যাযা দরকার সবধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে। প্রতিটি লাশ দাফনের পেছনে ১০-১২ হাজার টাকা আমাদের খরচ হচ্ছে তবুও আমরা ব্যক্তিগত উদ্দোগে এটা করে যাচ্ছি।

আগামীতে করোনার প্রকোপ বেড়ে গেলে মৃতদেহ সৎকারের কার্যক্রম ঢাকার বাইরে চালানোরও কথা জানিয়েছে রহমতে আলম সমাজ সেবা সংস্থা।

-এ

The post করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

গাজীপুর মহানগরীতে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র

ফাতেহ ডেস্ক

গাজীপুর মহানগরীতে মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন মেয়র।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত ৬ এপ্রিল দেশের সকল মসজিদ গুলোতে পাঁচজন করে মুসল্লি নামাজ আদায় করার নির্দেশ রয়েছে। সেই সঙ্গে ২৪ এপ্রিল তারাবির নামাজ মসজিদে ১২ জন আদায়ের নির্দেশ বলবৎ থাকা সত্ত্বেও গাজীপুরের মেয়র এই ঘোষণা দিলেন।

মেয়র বলেন, যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদের অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোন প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোন বাধা থাকবে না।

তিনি বলেন, যে সব ওয়ার্ডে করোনা ভাইরাসের কোন পজিটিভ পাওয়া যায়নি সেসব এলাকার মসজিদে যদি মুসল্লিরা নামাজ পড়তে চায় তাহলে আমাদের পক্ষ থেকে কোন সমস্যা হবে না। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোন লোক করোনার উপসর্গ নিয়ে আসতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের নগরে আমরা সবাই নিরাপদে থাকব। আমাদের পরিবার ও সন্তানদের নিরাপদে রাখব।

তিনি বলেন, গাজীপুরের গার্মেন্টস ও আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু খোলা হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে আর বন্দী রাখা ঠিক হবে না। ওয়ার্ড ভিত্তিক ধান কাটাসহ অন্যান্য কৃষি কাজ যেগুলো আছে তা যেন তারা করতে পারে।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম এর বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয় রমজানে এশার জামাতে মসজিদের ইমাম, মোয়াজ্জিন,খতিব, খাদেম এবং দুজন হাফেজসহ ১২জন মুসল্লি তারাবির নামাজ আদায় করতে পারবে। অন্যদের নিজ নিজ বাড়িতে তারাবির নামাজ আদায় করা জন্য বলা হয়।

-এ

The post গাজীপুর মহানগরীতে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/

হজের জন্য জমানো অর্থ দিয়ে অনাহারিদের পাশে খামার শ্রমিক

ফাতেহ ডেস্ক

ভারতের কর্নাটকের মঙ্গলুরুর নামক অঞ্চলের বাস করেন আবদুর রহমান। পেশায় তিনি একজন খামার শ্রমিক। বহু বছরের কঠোর পরিশ্রমে কিছু অর্থ জমা করছিলেন। স্বপ্ন ছিল সেই অর্থ দিয়ে হজ পালন করতে যাবেন। কিন্তু স্বপ্ন বিসর্জন দিয়ে সব অর্থ বিলিয়ে দিলেন করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের সাহায্যে।

হয়তো আগামী বছরই হজের জন্য যাত্রা করতেন পারতেন আবদুর রহমান। কিন্তু করোনাভাইরাসের মহামারি যেন সব পাল্টে দিলো। তিনি উপলব্ধি করলেন, এই সঙ্কটাপন্ন পরিস্থিতিতে অনেকেই জীবিকা হারিয়েছেন, খাবার খেতে পারছেন না। এরকম একটি অবস্থায় তাদের মুখে খাবার তুলে দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই হজের অর্থ দিয়ে কিনে নিলেন খাবার সামগ্রী, তুলে দিলেন অনাহারীদের মুখে।

আবদুর রহমানের ছেলে ইলিয়স বলেন, বাবা অন্যদের মতো হজে যেতে চেয়েছিলেন। সে লক্ষ্যে টাকাও জমিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেয়াকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন।

ইলিয়স আরো বলেন, বাবা একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করেন। মা বাড়িতে বিড়ি তৈরি করেন। বাবার বহুদিনের ইচ্ছা ছিলো হজে যাওয়ার, কিন্তু তা আর পূরণ করতে পারলেন না। বর্তমান পরিস্থিতিতে নিজের সঞ্চয় দিয়ে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

জানা যায়, গ্রামের ২৫টি পরিবারের মাঝে চাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন আবদুর রহমান। তিনি বলেন, লকডাউনের কারণে অনেকেই অর্থনৈতিক সংকটে পতিত হয়েছে। তাদের দুর্দশা দেখে আমি দুঃখ পেয়েছিলাম। আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে, করেছি। কী পরিমাণ সাহায্য সামগ্রী দিয়েছেন সে সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

-এ

The post হজের জন্য জমানো অর্থ দিয়ে অনাহারিদের পাশে খামার শ্রমিক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

পোশাক শ্রমিকরা ভুল করে ফিরে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

দেশজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যেই কারখানা খোলার সংবাদ শুনে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শ্রমিকরা। এদিকে গ্রামে থাকা শ্রমিকদের কাজে ফিরে আসাকে ভুল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে আপাতত সীমিত পরিসরে কারখানা খোলা হচ্ছে। চলমান সংকটে শুধুমাত্র গার্মেন্টস অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলবে।

আর যেসব শ্রমিক এখন গ্রামে অবস্থান করছেন তাদের না ফিরতে অনুরোধ করে তিনি বলেন, ইতোমধ্যে যারা ফিরে আসছেন তারা ভুল করে এই কাজ করেছেন। এর আগেও তারা এমন ভুল করেছিল।

কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৯৭ শতাংশ কারখানার শ্রমিকদের ইতোমধ্যে মার্চ মাসের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই দিয়ে দেয়া হবে। এ বিষয়ে মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই পর্যায়ক্রমে পোশাকশিল্প কারখানাগুলো খোলা হবে। স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকাকে ফের সচল করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি এড়াতে দূর-দূরান্ত থেকে শ্রমিকদের কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফ্যাক্টরিতে ঢোকার আগে হাত ধোয়া, ব্লিচিংমিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপ, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজ করতে হবে। মোটকথা যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

-এ

The post পোশাক শ্রমিকরা ভুল করে ফিরে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf/

হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জনের করোনা শনাক্ত

ফাতেহ ডেস্ক

ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আটজন চিকিৎসকসহ মোট ৩০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া, হাসপাতালটির ১৫ চিকিৎসক এবং ৩৭ নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন এ তথ্য জানান। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন উল্লেখ করে তিনি বলেন, ওই রোগীরা হৃদ্‌রোগের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের সেবা দিতে গিয়ে ডাক্তার সেবিকাসহ অন্যরা আক্রান্ত হন।

ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার জানান, এর আগে সাতজন চিকিৎসকের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। মঙ্গলবার আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

ডা. কাজল জানান, আটজন ডাক্তার ছাড়া আক্রান্তদের মধ্যে ১৬ জন নার্স, দুজন ওয়ার্ড মাস্টার, তিনজন ওয়ার্ড বয় এবং একজন আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া, ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।

গত বুধবার এ হাসপাতালের এক রোগীর দেহে কোভিড-১৯ ধরা পড়ার পর তার সেবায় থাকা ডাক্তারসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরই মধ্যে আরও বেশ কয়েকজন রোগীর উপসর্গ দেখে পরীক্ষা করা হলে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সব মিলিয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।

-এ

The post হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জনের করোনা শনাক্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ae-%e0%a6%9a%e0%a6%bf/

আকাবিরদের রমজান : গাঙ্গুহী ও মুহাজিরে মক্কী রাহঃ

আবদুল্লাহ মারুফ : 

রমজান মাসে আমাদের আকাবির ও আসলাফের আমলে যেনো বসন্ত নেমে আসতো। তারা দিনরাত ইবাদত করতেন। কুরআন কারীমের তিলাওয়াত, জিকির-আজকার, অজিফা আদায় এবং দীর্ঘ দীর্ঘ নামাজ পড়তেন। কেমন ছিলো তাঁদের রমজানগুলো, রমজানের দিনলিপি, কীভাবে তাঁরা সময়যাপন করতেন চলুন একটু দেখে আসি।

হযরত গাঙ্গুহীর দিনরাত

কুতুবে আলম হযরত রশীদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির আমলের পরিমাণ রমজানমাসে অতিমাত্রায় বেড়ে যেতো। তাঁর জিকির, তিলাওয়াত, মোজাহাদা-মোরাকাবা এবং এবং দীর্ঘ দীর্ঘ নামাজ দেখে লোকেরা অবাক হয়ে যেতো। বছরব্যাপী যেই রুটিন ছিলো, রমজান এলে তা আবার নবায়ন হতো। প্রতিটি মুহূর্ত অত্যন্ত যত্নের সঙ্গে অতিবাহিত করতেন। একদণ্ডের জন্যেও আমল থেকে বিরত থাকতেন না। শুধু আমল আর আমলㅡ তাঁর মহার্ঘ্য মুহূর্তগুলোর কিছুটা উন্মোচন।

রাতের শুরু এবং নিশিরুটিন

মাগরিবের পর তিনি আউয়াবিন নামাজে দাঁড়িয়ে যেতেন। ছয় রাকাত নামাজের পরিবর্তে বিশ রাকাতে গিয়ে স্থির হতেন। দিনভর রোজা রেখে ইফতারের পর যখন শরীর দুমড়ে মুচড়ে আসে, ক্লান্তি চেপে ধরে, একটু আরাম করতে মন চায়, সেই তখন সব অলসতাকে পেছনে ফেলে তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। একাগ্রতার সঙ্গে নামাজ পড়তেন।

তবুও কি, ‘আলামতারা কায়ফাফা’ সূরা দিয়ে হলে এক কথা ছিলো। পাক্কা দুইপারা বা তারো অধিক তিলাওয়াত করে তিনি এই বিশ রাকাত নামাজ শেষ করতেন। রুকু-সিজদাগুলো হতো অত্যন্ত দীর্ঘ। এভাবে আউয়াবিন শেষ হতো।

আউয়াবিনের পর খাবার খেতে ঘরে যেতেন। এই যাওয়া আর ঘরে গিয়ে খাবার শুরু করার মধ্যবর্তী সময়টায় কয়েক পারা পড়ে ফেলতেন। তারপর ইশার নামাজ এবং তারাবীর সময় হয়ে যেতো। তিনি আবার ঘন্টাখানেক বা সোয়াঘন্টা সময় লাগিয়ে তারাবি পড়তেন। তারাবির পর সাড়ে দশটা বা এগারোটায় ঘুমোতে যেতেন। যখন দুইটা বেজে যেতো, বিছানা ছেড়ে দিতেন। তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন।

কখনো কখনো খাদেম তাঁকে একটার সময় উঠে অজু করতে দেখতো। তিনটা পর্যন্ত তাহাজ্জুদে মশগুল থাকতেন। আবার মাঝেমধ্যে সাহরির সময় কমে এলে কোনো খাদেম যদি ডাকতে যেতো, তাকে নামাজরত অবস্থায়ই দাঁড়ানো পেতো। সাহরির পর ফজর পড়ে আর শুতে যেতেন না। আটটা সাড়ে আটটা পর্যন্ত তাসবিহ, বিভিন্ন অজিফা এবং মোরাকাবা মোলাহাযায় মগ্ন থাকতেন। তারপর ইশরাকের নামাজ পড়ে বের হতেন। এবার গিয়ে ঘন্টাদুয়েক একটু আরাম করতেন।

দিন চলে যায় আল্লাহ বোলে

কিছুক্ষণ পর রানার চিঠি দিয়ে যেতো। হযরত গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহি চিঠিগুলোর জবাব লিখতে বসতেন। এই সময়টায় ফতোয়া লেখানোর কাজেও ব্যয় করতেন। তারপর চাশতের নামাজ পড়ে আবার কিছুক্ষণ কায়লুলা করতেন। এই করে জোহরের সময় হয়ে যেতো।

জোহরের পর ঘরের দরজা বন্ধ করে দিয়ে আছর পর্যন্ত তিলাওয়াতে মগ্ন থাকতেন। রমজানে সাধারণত প্রতিটি ইবাদত বৃদ্ধি পেতো, কিন্তু অধিকহারে বৃদ্ধি পেতো কালামুল্লাহ শরীফোর তিলাওয়াত। এতো অধিক পরিমাণে পড়তেন, ঘরে আসা-যাওয়া এবং নামাজ ও নামাজের বাইরে দৈনিক কুরআন কারীমের অর্ধেক খতম হয়ে যেতো।

দিনভর ইবাদত করে যখন কিছুটা ক্লান্ত হয়ে পড়তেন, তখন খাদেম বিনয়ের সঙ্গে বলতো, ‘হুজুর আজকের তারাবীটা বসে পড়লে ভালো হবে।’ খাদেমদের এই কথা শুনে তিনি বলতেন, ‘নেহি জি, তা হয় না; এটি কম হিম্মতের কথা। তারপরো যদি কিছু বলা হতো, তিনি বলতেনㅡ أفلا أكون عبدا شكورا আমি কি শোকরগুজার বান্দা হবো না? এই কথার পর আর উত্তর থাকে না।

টুকরো টুকরো

এই মোজাহাদায় হযরত গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির খাবারের এই অবস্থা ছিলো যে, পুরো রমজানের খাবার হিসেব করতে গেলে পাঁচ সেরে পৌঁছানো মুশকিল হয়ে যেতো। পাঁচ সেরও হতো না!

তাযকিরাতুর রাশীদে হাকিম ইসহাক সাহেব লিখেন, রমজানে তিনি অত্যন্ত কম ঘুমোতেন। কম কথা বলতেন। অধিকাংশ সময় তিলাওয়াত, নফল নামাজ, এবং জিকির-আজকারে ব্যয় করতেন।

তারাবীর বিশ রাকাতের প্রথম অর্ধেক তিনি নিজে পড়াতেন। আর শেষ দশ রাকাত সাহেবজাদা মৌলভী হাফেজ হাকিম মাসউদ আহমাদ সাহেবের পেছনে পড়তেন। বিতরের নামাজের পর দুই রাকাত নামাজ পড়তেন। এই দুই রাকাত কখনো বসে পড়তেন, কখনো দাঁড়িয়ে পড়তেন। কিয়াম অনেক দীর্ঘ হতো। তারপর কেবলামুখী হয়েই সুরা মুলক সুরা সিজদাহ এবং সুরা দুখান পড়ে নিতেন।

হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর আমল

হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রমজানমাসে রাতের বেলা ঘুমোতেন না। রাতভর নিজে কুরআন কারীম তিলাওয়াত করে, নাতিনাতকুর বা অন্যান্য হাফেজদের তিলাওয়াত শুনে কাটিয়ে দিতেন।

এমদাদুল মুশতাক কিতাবে হযরত থানুভী রাহমাতুল্লাহি আলাইহি হাজী সাহেবের রমজানের মামুলাত সম্পর্কে নকল করেনㅡহযরত হাজী সাহেব বলেছেন, ‘এই ফকির যুবক বয়েস থেকেই অধিকাংশ রাত বিনিদ্র থেকেছি। বিশেষত রমজান মাসে রাত্রিবেলা বিছানায় পিঠ লাগাই নি।

রমজানে মাগরিবের পর আমার নাবালেগ দুই ভাতিজা, হাফেজ ইউসুফ ও হাফেজ আহমাদ হোসাইন পৃথক পৃথক ইশাপর্যন্ত পারা শোনাতো। তারপর ইশার নামাজের পর আরো দুইজন হাফেজ এসে কুরআন শোনাতো। ওদের পর আরেকজন হাফেজ অর্ধরাত পর্যন্ত কুরআন শোনাতো।

তারপর আমরা তাহাজ্জুদে দাঁড়াতাম। দুইজন হাফেজ তাহাজ্জুদে কুরআন পড়তো। রমজানের রাতগুলো এভাবেই অতিবাহিত হয়েছে।’ (এমদাদুল মুশতাক)

The post আকাবিরদের রমজান : গাঙ্গুহী ও মুহাজিরে মক্কী রাহঃ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%b9/

এক দিনে করোনায় ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫৪৯

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ঘণ্টায় ৩ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৪৯ জন।

গতকালের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৪৬২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post এক দিনে করোনায় ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫৪৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a9-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তার পরিবারের ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বাস করে।

মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম।

তিনি বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৭ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, প্রথমে ডা. শিল্পী আক্তারের ভাই আনিসের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. শিল্পী আক্তারের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-এ

The post নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি

ফাতেহ ডেস্ক

রোজা ইসলাম ধর্মের মূল স্তম্ভের একটি। রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মুসলমান রোজা রাখেন। কিন্তু অমুসলিম হয়েও চলতি রমজান মাসে রোজা রাখছেন ব্রিটিশ সংসদ সদস্য পল ব্রিস্টো। টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি অমুসলিম, তারপরও রমজানের প্রথম সপ্তাহটা আপনাদের (মুসলমানদের) সঙ্গে রোজা রাখতে চাই।

পল ব্রিস্টো ইস্টার্ন ইংল্যান্ডের পিটারবারো’র কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য। তার সংসদীয় এলাকায় প্রায় ২০ হাজার মুসলমানের বসবাস। রোজা রাখার মাধ্যমে তিনি তাদের সঙ্গে একাত্মতা বোধ করেন, নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে থাকেন।

পল ব্রিস্টো বলেন, রোজা শরীর ও মনের অনেক উপকার করে। আমি তাই রমজান মাসের এই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। এর মাধ্যমে স্থানীয় মুসলমানদের সঙ্গে একাত্মতা বোধ করা যায়। তাছাড়া আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই। ইসলাম ধর্ম সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই।

প্রত্যেকদিন রোজা শেষে টুইটার এবং নিজের ওয়েবসাইটে এসে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন পল ব্রিস্টো। রোজা রাখা নিয়ে তিনি খুব উচ্ছ্বসিত। ‘শরীরের পাশাপাশি আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য রোজা রাখা খুব উপকারী’ জানান পল ব্রিস্টো।

-এ

The post রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির বাসিন্দা।
এতে দেশটির পাঁচ রাজ্যে মোট ২০৬ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

সোমবার করোনায় যারা মারা গেছেন তারা হলেন, ব্রুকলিনের বাসিন্দা এরশাদ উল্লাহ ও মুজাফফর ইসলাম। ওজন পার্কের বাসিন্দা মইজ উদ্দিন ও নিউজার্সির পেটারসন শহরের মোহাম্মদ মোসাববির আলী। করোনায় মৃতদের ১৮৮ জনই নিউইয়র্কের।

এছাড়া, নিউজার্সির ৭, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩ এবং দুইজন মেরিল্যান্ডের বাসিন্দা। এর আগে রবিবারও দেশটিতে তিন বাংলাদেশি মারা যান।

-এ

The post যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2/

Monday, April 27, 2020

যুক্তরাজ্যের মসজিদের পার্কিংয়ে শুধু লাশ

ফাতেহ ডেস্ক

যুক্তরাজ্যের বার্মিংহামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মরদেহ ঘামকল শরিফ কেন্দ্রীয় জামে মসজিদের গাড়ি পার্কিংয়ে তৈরি অস্থায়ী মর্গে রাখা হচ্ছে। সেখানে এখন অনেক লাশ জমে গেছে বলে জানা গেছে।

মসজিদটি অবস্থিত বার্মিংহামের স্মল হিথ এলাকায়। এই এলাকায় প্রধানত দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অভিবাসীরা বাস করে থাকেন। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মদজিদ বন্ধ হয়েছে বেশ আগেই। যার কারণে ট্রাস্টি কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ জাহিদ মসজিদের পার্কিং স্থানটি অস্থায়ী মর্গ তৈরি করার অনুমতি দেন।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রতি সপ্তাহে এখানে এক বা দুটি জানাজার নামাজ হতো। এখন এক দিনেই পাঁচ থেকে ছয়টি জানাজা পড়তে হচ্ছে।

পাশের এলাকার গ্রিন লেন মসজিদের সালিম আহমেদ জানান, তাদের মসজিদে বছরে ২৫টি জানাজা হয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক পাঁচটি করে জানাজা হচ্ছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে। মৃতদের ১৬ শতাংশ কৃষ্ণাঙ্গ, এশীয় কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘুদের ওপর করোনাভাইরাসের এমন ভয়াবহ সংক্রমণের কারণ খতিয়ে দেখতে বলেছে ব্রিটিশ প্রশাসন।

দেশটির লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমলেশ খুন্তি বলেন, ব্রিটেনে সংখ্যালঘুদের বেশিরভাগই ছোট এলাকায় একসঙ্গে বসবাস করেন৷ এ ছাড়াও আরেকটি কারণ হলো- তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকিপূর্ণ পেশা যেমন চিকিৎসক, নার্স, ট্যাক্সি চালক, বাসকর্মী হিসেবে কাজ করেন৷

-এ

The post যুক্তরাজ্যের মসজিদের পার্কিংয়ে শুধু লাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী।

তিনি বলেন, ‌শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা গেছেন।

অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, নিউরো-সার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না জিন্নাত আলীর। তার মস্তিস্কে টিউমারটি এতোই বড় ও জটিল অবস্থায় ছিল যে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব ছিল না।

-এ

The post দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’

ফাতেহ ডেস্ক

করোনা নিয়ে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা।

করোনা মহামারি শেষ হতে এখনো অনেক সময় লাগবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমাদের সামনে দীর্ঘ রাস্তা আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে। করোনা মহামারি ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে বলে জানান তিনি। সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গেব্রিয়াসিস বলেন, ‘সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি।’

-এ

The post ‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87/