Saturday, October 31, 2020

করোনায় আক্রান্ত এরদোগানের ঘনিষ্ঠ দুই সহযোগী

ফাতেহ ডেস্ক:

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ঘনিষ্ঠ তুরস্ক সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত হলেও তাদের দুনের তেমন কোনো লক্ষণ নেই। তাদের চিসিৎসাও প্রায় শেষ পর্যায়ে।

কত দিন ধরে তারা অসুস্থ এ ব্যাপারে কিছু জানাননি ইব্রাহিম। আক্রান্ত দুজনের নাম-পরিচয়ও উল্লেখ করেননি তিনি।

তুরস্ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সইলু নিজেদের স্ত্রী ও কন্যার করোনায় পজিটিভের খবর দেওয়ার পর সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তার আক্রান্তের খবর আসলো।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নিয়মিতই যোগযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকে শনিবার জানিয়েছেন, সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ২১৩ জনের শরীরে।

সরকারি হিসেবে তুরস্কে এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার।

The post করোনায় আক্রান্ত এরদোগানের ঘনিষ্ঠ দুই সহযোগী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

ক্লাসে মুহাম্মদ সা.-এর কার্টুন প্রদর্শন করায় বেলজিয়ামের স্কুলশিক্ষক বরখাস্ত

আন্তর্জতিক ডেস্ক:

এবার মহানবী হযরত মুহাম্মদ সা.-কে অবমাননার দায়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একজন স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঘটনাটি ঘটে ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার একটি স্কুলে। খবর ডেইলি সাবাহ ও ডেইলি মেইলের।

বিশ্বনবী সা.-কে নিয়ে ক্লাসে অবমাননাকর কার্টুন প্রদর্শন করেছিলেন ওই স্কুলশিক্ষক। শুক্রবার স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ম্যাগাজিন শারলি এবদোতে ইসলামের নবীর সা. যেসব ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুলশিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।

পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত হওয়া স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুল শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন স্কুলটিতে তার চাকরি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দেশটির আদালত।

অভিযোগ দায়েকারী শিক্ষার্থীদের পরিবারের বরাত দিয়ে বেলজিয়ামের লা লিবরে পত্রিকা জানিয়েছে, ওই স্কুল শিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মানবতার মুক্তিরদূত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.-এর ব্যাঙ্গাত্মক কার্টুনগুলো একের পর শিক্ষার্থীদের প্রদর্শন করতে থাকেন। সেইসঙ্গে তিনি একথাও বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নীচু করে থাকে।

The post ক্লাসে মুহাম্মদ সা.-এর কার্টুন প্রদর্শন করায় বেলজিয়ামের স্কুলশিক্ষক বরখাস্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

ঘূর্ণিঝড় মোলাভের পর ফিলিপাইনে আঘাত হেনেছে ‌‘গনি’

আন্তর্জতিক ডেস্ক:

ফিলিপাইনে আঘাত হেনেছে বছরের শক্তিশালী ঘূর্ণিঝড় গনি। ফিলিপাইনের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, আজ রবিবার কাতানদুয়ানেস দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড় গনি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। অন্তত ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় গনির ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভ আঘাত হানে। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকাতেই ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। ওই এলাকাগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

The post ঘূর্ণিঝড় মোলাভের পর ফিলিপাইনে আঘাত হেনেছে ‌‘গনি’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf/

ফ্রান্সে ধর্মযাজকের বুকে গুলি, কে মেরেছে চিহ্ন নেই

আন্তর্জতিক ডেস্ক:

ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। শনিবার বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলি চালানোর পর হামলাকারী পালিয়ে গেছে। তবে লিওনের সরকারি কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, হামলার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

লিওনের সরকারি কৌঁসুলীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং টহলরত পুলিশরা গুলির আওয়াজ শুনতে পান। এরপর এক ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন এবং চার্চের পেছনের দরজায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

কৌঁসুলীরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

The post ফ্রান্সে ধর্মযাজকের বুকে গুলি, কে মেরেছে চিহ্ন নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/

আবারো চার সপ্তাহের লকডাউনে যাচ্ছে যুক্তরাজ্যে

ফাতেহ ডেস্ক:

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়বারের মতো দেশজুড়ে চার সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবারের ক্রিসমাস ‘বেশ আলাদা’ হতে পারে। কিন্তু তিনি আশা করেন, এই সময়ে পদক্ষেপ নেওয়া মানে ভবিষ্যতে পরিবারের সবাই একসঙ্গে হতে পারবে।

তার ঘোষণা অনুসারে, বৃহস্পতিবার থেকে পাব, রেস্তোঁরা, জিম এবং অপ্রয়োজনীয় দোকান চার সপ্তাহ বন্ধ থাকবে। বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

তবে এবার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রেখে চাইলে খোলা রাখা যেতে পারে। আগামী ২ ডিসেম্বরের পর এসব কড়াকড়ি শিথিল করা হতে পারে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলনে জনসন জানান, লকডাউনের কারণে ব্যবসায় যে প্রভাব পড়বে তার জন্য সত্যিই দুঃখিত। তবে কর্মচারীদের ক্ষতি পোষাতে মজুরির ৮০% প্রদানের ফার্লু সিস্টেমটি নভেম্বরের মধ্যে বাড়ানো হবে।

করোনায় যে হারে মৃতের সংখ্যা বাড়ছে এতে পরিস্থিতি গত এপ্রিলের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জনসন। এ প্রসঙ্গে জনসন বলেন, ‘কোনও দায়িত্বশীল প্রধানমন্ত্রী’ এমন মৃত্যুর পরিসংখ্যানকে উপেক্ষা করতে পারেন না।এপ্রিলের থেকে সামনে আরও খারাপ পরিস্থিতি হতে পারে। সামনে আরও হাজার হাজার মানুষ মারা যেতে পারে।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমের হাসপাতালগুলোও এখন রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে জানান তিনি।

জনসন বলেন, চিকিৎসক ও নার্সরা রোগীদের চিকিৎসা করবেন, এর মধ্যে কেউ অক্সিজেন পাবেন এবং কেউ পাবেন না, কে বাঁচবেন এবং কে মারা যাবেন- এব ভেবে লকডাউন বেছে নিতে বাধ্য হয়েছি।

যুক্তরাজ্যে শনিবার ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। দেশটিতে আরও ৩২৬ জনের মৃত্যু হয়। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুসারে দশ লাখ ১১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

The post আবারো চার সপ্তাহের লকডাউনে যাচ্ছে যুক্তরাজ্যে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89/

ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার

ফাতেহ ডেস্ক:

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পর এক মা ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার দেশটির বন্দর নগরী আজিয়ানের ইজমির শহরে এ ঘটনা ঘটেছে। চতুর্থ সন্তানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

শুক্রবার রাতে ইজমির শহরে ৭ মাত্রায় ভূমিকম্প হয়। এতে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে আজিয়ানের অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত প্রায় ১০০ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।

ইজমিরের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে আট শতাধিক মানুষ আহত হয়েছে। আটটি ভবনে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। আরও ৯টি ভবনে উদ্ধার কাজ চলছে।

The post ধ্বংসস্তুপে ১৮ ঘণ্টা আটকে থাকার পর মা ও তিন সন্তান জীবিত উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95/

বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: এজাহারভুক্ত ৫ আসামি গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজবে মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম থানার ওসি সুমন রায় মোহন্ত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। আর পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ঘটনার পর থেকেই পাটগ্রাম ও বুড়িমারী স্থলবন্দরে বিজিবি, র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা টহল দিচ্ছেন। তাছাড়াও তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) টি এম মোমিনকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেশ কয়েকটি দল। তারা মাঠে কাজ করছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন রায় মোহন্ত জানান, শত শত মানুষকে আসামি করে থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা আসামিও রয়েছে। আপাতত আইনি অসুবিধার কারণে এসব তথ্য এখন দেওয়া যাবে না। তবে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ এনে যাকে পিটিয়ে হত্যার পর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই সহিদুন্নবী জুয়েল বুড়িমারীতে গিয়েছিলেন ওষুধ কিনতে।

নিহত সহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

The post বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: এজাহারভুক্ত ৫ আসামি গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

নবিজির কার্টুন ফরাসি সরকার সমর্থন করে না: এমানুয়েল ম্যাক্রোঁ

রাকিবুল হাসান:

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কার্টুন এঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা তিনি বুঝেন। ফলেই তাঁর সরকার এই কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিলো। কিন্তু তার কথা বিকৃতভাবে উপস্থাপন করায় মানুষ মনে করেছে, তিনি কার্টুনগুলো সমর্থন করেন।

আল জাজিরার সাথে একান্ত আলাপে এসব কথা বলেন তিনি। শার্লি এব্দোতে প্রকাশিত আপত্তিকর কার্টুনের কারণে সৃষ্ট ক্ষোভ নিয়েও মুখ খুলেন তিনি।

তিনি বলেন, ‘কার্টুনগুলো কোনও সরকারী প্রকল্প নয়। বরং এগুলো স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের প্রকল্প। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন এঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি।‘

যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বলেও মন্তব্য করেন ফরাসি এই প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

ফরাসি প্রেসিডেন্টর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপসহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।

The post নবিজির কার্টুন ফরাসি সরকার সমর্থন করে না: এমানুয়েল ম্যাক্রোঁ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/

ফ্রান্সবিরোধী বিক্ষোভ করায় ভারতে আলেম ও মুসলিমদের বিরুদ্ধে মামলা

আন্তর্জতিক ডেস্ক:

মহানবীকে সা. বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেস বিধায়ক, কয়েকজন আলেম এবং ২ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভূপাল পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার ভূপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এসময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

এ ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিক্ষোভের ভিডিও পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষী ছাড় পাবেন না।

মহানবীকে সা. নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনের জেরে মুসলিম বিশ্বসহ বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সমর্থন জানিয়েছে ভারত।

The post ফ্রান্সবিরোধী বিক্ষোভ করায় ভারতে আলেম ও মুসলিমদের বিরুদ্ধে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad-%e0%a6%95%e0%a6%b0/

‘রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র, ইসলামবিদ্বেষী প্রচারণা মানা হবে না’

আন্তর্জতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র, এখানে দুই কোটির বেশি মুসলিম বাস করে। আমাদের বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী হওয়ায় দেশটির প্রধান ধর্ম হলো খ্রিস্টধর্ম। আমাদের দেশের স্বতন্ত্রতা এর বহু-জাতিগত এবং বহু-ধর্মীয় প্রকৃতিতে স্পষ্টভাবে রয়েছে এবং সব ধর্ম একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধায় বসবাস করে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইসলামের নবী সা.-এর অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে।

ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদোর মতো কোনো সংবাদমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ায় ইসলামবিদ্বেষী প্রচারণা মেনে নেয়া হবে না। রাশিয়ার রাষ্ট্রব্যবস্থার কারণে দেশটির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো গণমাধ্যমের অস্তিত্ব থাকা সম্ভব না।

The post ‘রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র, ইসলামবিদ্বেষী প্রচারণা মানা হবে না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7/

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইয়াসমিন আক্তার (২৮) ও তার শিশু সন্তান মো. সানি (৩)। নিহতরা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের বাসিন্দা ও সিরাজুল ইসলামের স্ত্রী-সন্তান।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা ও ছেলে। তবে এটি আত্মহত্যার ঘটনা কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরো জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এ

The post ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%9c/

শিগগিরই অবৈধদের বৈধতা দেওয়ার বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসসহ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে মালয়েশিয়ায় যারা আটকে পড়েছেন বা অবৈধ হয়ে পড়েছেন তাদেরকে বৈধতা দেওয়ার বিষয়ে শিগগিরই বিবেচনা করবে দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

তবে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য কৃষি, পাম শিল্প, রাবার শিল্পে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে মালয়েশিয়া সরকার। গতকাল শুক্রবার দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।

দেশটির চীনা সম্প্রদায়ের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনার কারণে দেশে সংশ্লিষ্ট খাতে শ্রমিক সঙ্কট মোকাবিলায় প্রবাসী কর্মীদের অস্থায়ী ভিত্তিতে শর্ত সাপেক্ষে বৈধকরণ পূর্বক নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া দুই বছর ধরে বিদেশ থেকে শ্রমিক আমদানি যে বন্ধ আছে তা খোলার জন্য এই বিষয়ে অনেক প্রস্তাব এসেছে, পর্যায়ক্রমে ওগুলোও বিবেচনা করা হবে।’

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে অবৈধ শ্রমিকরা অস্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে।’ তবে ঠিক কবে নাগাদ কোন সিস্টেমে দিবে এই বিষয়ে কিছু বলেননি দেশটির প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত কয়েক বছর মালয়েশিয়াতে অবৈধভাবে এসে মালয়েশিয়া আসার পর দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে পড়াদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। এসব শ্রমিকদেরকে বৈধকরণের জন্য বাংলাদেশ হাইকমিশন থেকে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি তুলে আসছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই মন্তব্যে প্রবাসী বাংলাদেশির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

The post শিগগিরই অবৈধদের বৈধতা দেওয়ার বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87/

দু-চার দিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দু-চার দিনের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন আনার চুক্তি সম্পাদন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা করোনা ভ্যাকসিন তৈরি করছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি।’

মন্ত্রী বলেন, ‘আপনাদের আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে। এখনো দেশে থেকে করোনাভাইরাস চলে যায়নি। তাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।’

আজ শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে, এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে। দেশের স্বাস্থ্যসেবা ভালো। সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।

-এ

The post দু-চার দিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8/

জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: বিভাগীয় কমিশনার

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় কারও ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের রংপুর রেঞ্জর ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য। তবে এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলে যাবে বলে জানান রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।

এ ছাড়া এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে পৃথক মামলা তিনটি দায়ের করে।

আজ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গিয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জর ডিআইজি ও বিভাগীয় কমিশনার। পরিদর্শন শেষে পাটগ্রাম উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে আলেম সমাজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তারা।

রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেন, ‘শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং দুঃখজনক। উত্তেজিত উশৃঙ্খল জনতাই এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েও তাদের থামাতে পারেনি। এ ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় জঙ্গির সম্পৃক্ততা আছে কি না-এমন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘এ বিষয়ে এখনেই কিছু বলা যাবে না। বিষয়টি তদন্ত করে বলতে হবে। তবে আমার মনে হচ্ছে এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা নেই।’

তদন্ত প্রক্রিয়া কতদূর সম্পন্ন হয়েছে জানতে চাইলে পুলিশের রংপুর রেঞ্জর ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য বলেন, ‘তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। এ সব মামলায় যাদের আমরা এরই মধ্যে শনাক্ত করতে পেরেছি, তাদের আসামি করা হয়েছে। বাকি আসামিদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন কি না-এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘আমরা মনে করি এ ঘটনায় কারও না কারও ইন্ধন রয়েছে। না হলে এমন একটা তুচ্ছ ঘটনা, যেটা কিনা ঘটনাই নয়, সেটা নিয়ে এমন বড় কিছু হওয়ার কথাই নয়। যারাই থাকুক ঘটনার সামনে কিংবা পেছনে, তাদের খুঁজে বের করা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে বুড়িমারী ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে শহিদুন্নবী জুয়েলকে বের করে পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ নিয়ে বুড়িমারী বাঁশকল এলাকায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওপর কাঠখড়ি ও পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

The post জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: বিভাগীয় কমিশনার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%93%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86/

লালমনিরহাটের গণধোলাইয়ে জঙ্গি সম্পৃক্ততা ছিল না

ফাতেহ ডেস্ক:

রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন, বুড়িমারীতে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং দুঃখজনক। এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা ছিল না। স্থানীয় উত্তেজিত উচ্ছৃঙ্খল জনতাই এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েও তাদের থামাতে পারেনি। এ ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শনিবার (৩১ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গিয়ে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে পাটগ্রাম উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুননাহার তার সঙ্গে ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইতোমধ্যেই তিনটি মামলা হয়েছে। আইনানুগ যে পদ্ধতি সে অনুযায়ীই বিচার হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করার জন্য আমাদের অনেকগুলো প্রসেস (পদ্ধতি) রয়েছে, আমরা সেগুলো করছি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি দেবদাস ভট্টাচার্য তিনটি মামলা দায়েরের তথ্য জানিয়ে বলেন, ‘এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, এটি করেছেন নিহতের আত্মীয়। অপরটি ইউনিয়ন পরিষদ ভাঙচুরের মামলা, সেটি করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আরেকটি এ ঘটনায় বাধা দিতে গিয়ে পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা। এ মামলাটি করেছে পুলিশ। এসব মামলায় যাদের আমরা এরই মধ্যে শনাক্ত করতে পেরেছি তাদের আসামি করা হয়েছে। বাদ বাকি আসামিদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

The post লালমনিরহাটের গণধোলাইয়ে জঙ্গি সম্পৃক্ততা ছিল না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c/

নোয়াখালীতে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা!

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে বাবার কাছ থেকে এক তরুণীকে (১৯) ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বাবার কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা ও গলাটিপে হত্যার চেষ্টার অভিযোগে মামলার খবরের সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চার মাস আগে ওই তরুণীর বিয়ে হয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলায়। মেয়েকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাবা ব্যাটারিচালিত অটোরিকশায় করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মো. বাবুলের (২২) নেতৃত্বে তিন বখাটে তাদের অটোরিকশার গতিরোধ করে। বখাটেরা অটোরিকশায় অবৈধ জিনিস আছে বলে চালক ও যাত্রী বাবা-মেয়েকে মারধর শুরু করেন। পরে তিন বখাটে তরুণীকে টেনে-হিঁচড়ে পাশের বাগানের ভেতর নিয়ে যান। তিনজন মিলে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁরা তরুণীকে গলাটিপে হত্যার চেষ্টা করেন। বাবা ও মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন বাগানের দিকে এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যান। পরে লোকজন বাগান থেকে তরুণীকে উদ্ধার করে স্থানীয় নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে থানায় পাঠান।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, বাবুলসহ তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। আসামিদের আটকের চেষ্টা চলছে।

The post নোয়াখালীতে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/

ফ্রান্সে সাইবার হামলার প্রতিবাদে বাংলাদেশে ভারতীয় হ্যাকারদের হামলা

ফাতেহ ডেস্ক:

মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশের ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকার কমিউনিটি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সতর্কতামূলক সাইবার হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার কমিউনিটি। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইটে এ হামলা চালানো হয়। সাইটটি হ্যাক করেছে ‘ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার’ নামে ভারতীয় হ্যাকার কমিউনিটি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://rmstu.edu.bd) হ্যাক করে এতে GH057_5P3C706 নামের হ্যাকার দলটি এ আক্রমণ করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা জানিয়েছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা। ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করুন। অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন।

এর আগে মহানবী হজরত মোহাম্মদ সা.কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়।

The post ফ্রান্সে সাইবার হামলার প্রতিবাদে বাংলাদেশে ভারতীয় হ্যাকারদের হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa/

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯২৩ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২০ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭ হাজার ৬৮৭ জন করোনা রোগী।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৬০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।

 

The post গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%ae/

মুহাম্মদ সা.-এর কার্টুন পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছে ডেনমার্কের রাজনৈতিক দল

আন্তর্জাতিক ডেস্ক:

মুহাম্মদ সা. এর কার্টুন পুনঃপ্রকাশের দাবিতে প্রচার শুরু করেছে ডেনমার্কের একটি চরম-ডানপন্থি দল। ক্লাসরুমে মুহাম্মদ সা. এর যে কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি, সেই কার্টুন পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছে দ্য নিউ রাইট নামের দলটি। তবে স্থানীয় গণমাধ্যম এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে।

বার্তা সংস্থা এএফপিকে দলটির নেতা পারনিল ভারমুন্ড বলেন, স্যামুয়েল প্যাটিকে হত্যার কারণে আমরা এই প্রচার শুরু করেছি। আমরা তার পরিবার এবং বাকস্বাধীনতার প্রতি সমর্থন জানাতে এমনটা করছি। ড্যানিশ পার্লামেন্টের ১৭৯টি আসনের মধ্যে চারটি আসন দখলে রয়েছে অভিবাসী বিরোধী এই দলটির।

দ্য নিউ রাইট পার্টি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ডেনমার্কের পত্রিকায় শার্লি এবদোর কার্টুন প্রকাশের জন্য তার তহবিল সংগ্রহ করছে। দলটির এমন প্রচারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ডেনমার্কের গণমাধ্যমগুলো।

ডেনমার্কের ট্যাবলয়েড এক্সট্রাব্লাডেট’র সম্পাদক পল মাডসেন বলেছেন, আমরা কার্টুনের বিজ্ঞাপন দেখার পরই সিদ্ধান্ত নেবো এর আগে নয়। তিনি বলেন, আমরা মুসলিম সন্ত্রাসবাদের নিন্দা করি এবং ফ্রান্স ও বাকস্বাধীনতার শতভাগ সমর্থন করি; তবে সেটা অবশ্যই আমাদের ঝুঁকিপূর্ণ কর্মীদের বিষয়গুলো সচেতনভাবে বিবেচনায় নিয়ে।

এদিকে ভারমুনড বলেন, এটা প্রকাশ করা সম্ভব হবে কিনা সেটা তিনি নিশ্চিত নন। তবে সমাজে বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় রাজনীতিক হিসেবে তিনি দায়বদ্ধতা অনুভব করেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ডেনমার্কের একটি সংবাদপত্রে মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। এরপর মুসলিম বিশ্বের প্রতিবাদের ঝড় ওঠে। তাদের সমর্থনে পরের বছর শার্লি এবদোসহ আরও বিভিন্ন ইউরোপীয় সংবাদপত্র ওই কার্টুন পুনঃপ্রকাশ করে।

The post মুহাম্মদ সা.-এর কার্টুন পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছে ডেনমার্কের রাজনৈতিক দল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81/

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার জেনেভায় ‘মিনস্ক গ্রুপের’ কো-চেয়ার রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা বলা হয়।

মিনস্ক গ্রুপের বিবৃতিতে বলা হয়, দু’পক্ষ আগে স্বাক্ষরিত মানবিক যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে।

ডন জানায়, শুক্রবারের বিবৃতিতে নতুন করে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা না হলেও দু’পক্ষই ‘জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে’। এতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না করতে সম্মত হয়েছে দুই দেশ।’ একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে নিহতদের লাশ হস্তান্তরে সক্রিয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছে।

এছাড়াও যুদ্ধবন্দিদের সঙ্গে সাক্ষাৎ এবং চূড়ান্ত পর্যায়ে তাদের হস্তান্তরে এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তালিকা রেড ক্রসকে প্রদানের কথাও বলেছে দু’দেশ।

The post বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d/

ফ্রান্সের আভিনিওঁ শহরে হামলাকারী ছিল ‘উগ্র ডানপন্থী খ্রিস্টান’!

আন্তর্জাতিক ডেস্ক:

গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে গির্জায় হামলার তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় আভিনিওঁ শহরের একটি এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। ফরাসি গণমাধ্যমের মতে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল।

এক সাংবাদিকের সূত্রে আল-জাজিরা জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় নিহত বন্দুকধারী ছিল উগ্র ডানপন্থী খ্রিস্টান। যে অভিবাসী-বিরোধী এবং ইসলাম-বিরোধী সংগঠন ‘ডিফেন্ড ইউরোপে’র সদস্য।

এই পরিচয় প্রকাশ পাবার পরই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। ফরাসী পত্রিকা লে ফিগারো বলছে, নিহত বন্দুকধারী অসুস্থ। তার চিকিৎসা চলছিলো। এবং তার কোনও সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে বলে রাষ্ট্রপক্ষ বিশ্বাস করে না।

‘ডিফেন্ড ইউরোপ’ বা ‘আইডেন্টিটি মুভমেন্ট’ গত শতাব্দীর শেষে প্রতিষ্ঠিত একটি ইউরোপীয় রাজনৈতিক আন্দোলন। এটি অভিবাসনের ফলে সংগঠিত সামাজিক এবং ডেমোগ্রাফিক পরিবর্তনগুলো থেকে ইউরোপের পরিচয় অক্ষুণ্ন রাখার দাবি করে। এর বেশ কয়েকটি শাখা রয়েছে যার মধ্যে সর্বাধিক বিখ্যাত ’আইডেন্টিডি জেনারেশন’ যুব আন্দোলন।

রাকিব/

The post ফ্রান্সের আভিনিওঁ শহরে হামলাকারী ছিল ‘উগ্র ডানপন্থী খ্রিস্টান’! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93%e0%a6%81-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9/

২০ একর জায়গাজুড়ে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে কোরআনিক ভিলেজ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় ২০ একর জায়গাজুড়ে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত। গতকাল শুক্রবার মেগা প্রকল্পটির নকশা উন্মোচন করে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী তান সেরি আনোয়ার মুসা তার ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে এক বার্তায় এ তথ্য জানান।

আনোয়ার মুসা বলেন, ‘‘ধন্যবাদ সৃষ্টিকর্তা, কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সালে এর কাজ শুরু হবে। এটি মুসলিম বিশ্বের একমাত্র প্রকল্প।

প্রকল্পে থাকছে পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নতুন মসজিদ, একটি কুরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনীকেন্দ্র, একটি ছাত্রাবাস, অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র। এটি হবে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ।

কোরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাইয়ের জন্য উৎসর্গকৃত থাকবে বলে জানিয়েছেন আনোয়ার মুসা।

 

The post ২০ একর জায়গাজুড়ে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে কোরআনিক ভিলেজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf/

মসজিদুল হারামের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা

ফাতেহ ডেস্ক:

পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের একটি ফটকে দ্রুত গতির প্রাইভেটকার দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকের ওই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় স্কয়ার ঘিরে থাকা সড়কে দ্রুত গতিতে ছুটছিল প্রাইভেটকারটি।

মক্কা অঞ্চলের মুখপাত্র সুলতান আল-দোসারি এসপিএ-কে জানান, রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি।’

এতে বলা হয়, একজন সৌদি নাগরিক ‘অস্বাভাবিক অবস্থায়’ গাড়িটি চালাচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দপ্তরের অধীন সোপর্দ করা হয়েছে।

আরব নিউজে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির প্রাইভেটকারটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে আঘাত হানে।

নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাৎক্ষণিক সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে গ্রেপ্তার করেন।

The post মসজিদুল হারামের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c/

বাংলাদেশ-পাকিস্তানের অভিবাসীদের নিষিদ্ধের ডাক ফ্রান্সে

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ এবং পাকিস্তানের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন।

শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে মেরিন লেখেন, ‘বাংলাদেশ এবং পাকিস্তানে নতুন অতি-সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে (বিক্ষোভকারীরা আমাদের রাষ্ট্রদূতের শিরশ্ছেদ করতে চেয়েছে) দেশগুলো থেকে অভিবাসী নেয়ার ওপর নিষেধজ্ঞা জারির আহ্বান জানাই আমি।’

মেরিনের এই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তারা ‘জাতীয় নিরাপত্তার খাতিরে’ দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন সরকারকে।

ফ্রান্স সরকার অবশ্য এ বিষয়ে এখনো কিছু বলেনি। তবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি।

সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক্‌স্বাধীনতা বিষয়ে পাঠদানের সময় নবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখান। যার জেরে গত ১৬ অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে।

এই ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি।

তার এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক ওঠে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয়েছে প্রতিবাদ মিছিল।

The post বাংলাদেশ-পাকিস্তানের অভিবাসীদের নিষিদ্ধের ডাক ফ্রান্সে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/

তুরস্কে নিহত বেড়ে ২০

ফাতেহ ডেস্ক:

তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এ ছাড়া ৭৮৬ জন আহতের খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে। এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি (এএফএডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ ও ইয়েনি শাফাফ জানিয়েছে, ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইজমির শহরের মেয়র তাং সোয়ের জানান, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। আর শহরের গভর্নর ইয়াভুজ সেলিম কোসগার বলেছেন, ভূমিকম্পে অন্তত ৪টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সুয়েলু এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে ভবন বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ভূ-কম্পন ইস্তাম্বুল শহরেও অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

সিএনএন বলছে, শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী গ্রিসের উত্তরাঞ্চলও। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ১০ মাইল গভীরে।

এএফএডির বরাত দিয়ে ডেইলি সাবাহ বলছে, ৬.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাড়ে ১৬ কিলোমিটার গভীরে।

The post তুরস্কে নিহত বেড়ে ২০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6/

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মসজিদের সভাপতি গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের তল্লায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। একে একে মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন ৩৪ জন দগ্ধ মানুষ। মসজিদের নিচে থাকা তিতাস গ্যাসের লিকেজ থেকেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে। এ নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় ইতোমধ্যে তিতাস গ্যাসের বিভিন্ন স্তরের ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গ্রেপ্তার করা হলো মসজিদের সভাপতিকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার চার্জশিট প্রায় চূড়ান্ত। অভিযুক্ত করা হয়েছে মোট ৩৬ জনকে।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভেতর হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এশার নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। হুড়োহুড়ি করে বেরুতে গিয়েও অনেকে আহত হয়েছেন। সামান্য দগ্ধ হওয়া ৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিলেও বাকি ৩৭ জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

The post নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মসজিদের সভাপতি গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%b8/

Friday, October 30, 2020

ফ্রান্স ইস্যুতে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: মাহাথির

ফাতেহ ডেস্ক:

ফ্রান্স ইস্যুতে করা সাম্প্রতিক মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সম্প্রতি তিনি টুইটারে লেখেন, অতীতের গণহত্যার কারণে লাখ লাখ ফরাসিকে হত্যা করার অধিকার মুসলমানদের আছে। তার এ মন্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছেন তিনি। এমনকি ফেইসবুক ও টুইটার তার পোস্টও সরিয়ে দেয়।

তবে এবার তিনি দাবি করেছেন যে, তার ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার লেখা পুরোপুরি না তুলে দিয়ে তারা এর অর্থকে অন্যদিকে ধাবিত করেছে।

আমি বলেছি, মুসলিমরা এখন পর্যন্ত চোখের বদলে চোখ এই নীতি প্রয়োগ করেনি। ফ্রান্সের উচিত অন্য ধর্মে বিশ্বাসীদের অনুভূতিকে সম্মান দেখানো।

তিনি এরও সমালোচনা করেন। ওই পোস্টে মাহাথির এও বলেছিলেন যে, তিনি কোনোভাবেই ফরাসি শিক্ষক সামুয়েল প্যাটির হত্যাকে সমর্থন করেন না।

 

The post ফ্রান্স ইস্যুতে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: মাহাথির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত

ফাতেহ ডেস্ক:

তুরস্ক ও গ্রিসে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক।

রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, রিখটার স্কেলে সাত মাত্রার ওই ভূমিকম্প শুক্রবার অ্যাজিয়ান সাগরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের শক্তি ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভূমিকম্পে ইজমির প্রদেশের ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন।

তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্কের ইস্তাম্বুলও ভূকম্পনে কেঁপে উঠেছে। গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই দ্বীপে উঁচু ঢেউ আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তুরস্কের এএফএডি বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪১৯ জন।

তুরস্কের কর্মকর্তারা জানান, ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপে মানুষ আটকা পড়েছে। আশপাশের আরও কয়েকটি প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ইজমির শহরের মেয়র তুঙ্ক সয়ের বলেছেন, এই প্রদেশে প্রায় ২০টি ভবন ধসে পড়েছে। ইজমির প্রদেশের গভর্নর বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ইজমিরে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ইল্কে সিদে বলেন, এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কাজেই আমি প্রথমে বিষয়টিকে পাত্তা দিইনি। কিন্তু সাগরে ঢেউ উঠতে শুরু করলে ভয় পেয়ে যাই। তিনি জানান, ভূমিকম্পটি ২৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

ইজমির প্রদেশের সেফেরিহিসার শহরের মেয়র ইসমাইল ইয়েতিস্কিন এনটিভিকে বলেন, ভূমিকম্পের পর সাগর যেন ফুলে উঠেছে। ছোট আকারের সুনামির মতো মনে হচ্ছে।

এদিকে গ্রিসের সামোস দ্বীপের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির স্কাই টিভিকে ন গ্রিসের অ্যান্টি-সিসমিক প্ল্যানিং সংস্থার প্রধান এফতিমিওস লেক্কাস বলেন, অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প এটি। এই দ্বীপে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন।

The post তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2/

পুড়িয়ে দেয়া যুবক ছিলেন নামাজি, তদন্ত কমিটি-গ্রেফতার ৩

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। ঘটনার শুরুতে কে বা কারা কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়েছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে সিআইডি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের জামায়াত শেষে মুসল্লিরা মসজিদ ছেড়ে বের হয়ে যান। পেছনে পড়া অল্প কিছু লোকজনের চিৎকারে মুসল্লিরা ফিরে আসেন মসজিদে। পরে বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজন জড়ো হয়। উপস্থিত জনতার মধ্যে শোরগোল ওঠে। গুজব ছড়িয়ে পড়ে, গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে দুই জন ব্যক্তি মসজিদে বোমা ও জঙ্গি আছে বলে তল্লাসি করার সময় কোরআন শরীফ অবমাননা করেছে।

জড়ো হওয়া লোকজনের মধ্য থেকে কয়েকজন এসময় দুইজনকে মারপিট শুরু করে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম মসজিদে গিয়ে নানাভাবে মুসল্লিদের অনুরোধ করে ওই দুজনকে পাশের ইউপি কার্যালয়ে এনে একটি কক্ষে রাখেন। এদিকে আরো শত শত মানুষ জড়ো হতে থাকে।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ পুলিশে খবর দেন। পুলিশ যেতে যেতে লোকারণ্য হয়ে পড়ে আশপাশের এলাকা। থানার ওসি সুমন কুমার মোহন্ত, ইউএনও কামরুন্নাহার, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল কোন রকমে ইউপি কার্যালয়ের ভেতর ঢুকতে পারলেও অভিযুক্ত দুই ব্যক্তিকে নিয়ে বের হতে পারেনি। বাইরে লোকজন কোরআন অবমাননাকারী আখ্যা দিয়ে প্রকাশ্যে হত্যার জন্য ওই দুইজনকে তাদের হাতে ছেড়ে দেয়ার দাবি জানায়। এক পর্যায়ে কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। পুরো দেড় ঘণ্টা ভাঙচুর ও তাণ্ডব চালায়। সংখ্যায় কম হওয়ায় পুলিশসহ ভেতরে থাকা লোকজন কুলিয়ে উঠতে পারেননি। সন্ধ্যার আগে আগে হাজার হাজার লোক আসে ইউপি কার্যালয়ে। এক পর্যায়ে বারান্দার একপাশের গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে দুজনের একজনকে ছিনিয়ে মাঠের মধ্যে নিয়ে গলায় দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে ২শ মিটার দূরে নিয়ে যায়। রাস্তার ওপর ফেলে পিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ অপরজনকে নিয়ে কৌশলে ইউপি কার্যালয়ের দোতলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে একটি ব্যাংকে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও ব্যাপক হামলা ও ভাংচুর চালানো হয়।

বুড়িমারী ইউপি চেয়ারম্যান এবং মেম্বররা জানান, প্রথম দফায় আসা লোকজনকে শান্ত করে আনা সম্ভব হয়েছিলো। কিন্তু সন্ধ্যার পর একটি গ্রুপ যোগ দেয়। মূলত এরাই বেশি উশৃঙ্খলতা দেখায়।

পাটগ্রাম থানার ওসি বলেছেন, যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রকাশ্যেই ঘটিয়েছে। তাদের সকলের ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহে আছে। ইন্ধন ও উস্কানিদাতা সবাইকে চিহ্নিত করা হয়েছে।

টানা ৫/৬ ঘণ্টা ধরে এই বীভৎস তাণ্ডব চলার পর রাতে র‍্যাব, ৩ প্লাটুন বিজিবি ও রিজার্ভ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছেন, নিহত ব্যক্তির নাম শহিদুন্নবী জুয়েল। বাড়ি রংপুরের শালবনে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে পড়ালেখা শেষ করে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে লাইব্রেরিয়ান হিসাবে চাকরি নিলেও বছরখানেক আগে বাধ্যতামূলকভাবে রিজাইন করানো হয়। ব্যক্তিগত জীবনে ধার্মিক ও ৫ ওয়াক্ত নামাজ পড়তেন বলে জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। চাকরী না থাকাসহ নানা কারণে জুয়েল গত কয়েকদিন ধরে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার। তবে বদ্ধউন্মাদ ছিলেন না।

সুলতান জোবায়ের আব্বাস নামে একজন দলিল লেখককে নিয়ে একটি মোটরসাইকেলে করে বৃহস্পতিবার জুয়েল পাটগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ১০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকার বুড়িমারী স্থলবন্দর লাগোয়া বাজারে ওই মসজিদটির অবস্থান।

ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ বলেন, কয়েক ঘণ্টা ধরে চলা তাণ্ডব চললেও পর্যাপ্ত পুলিশ না থাকয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি।

মসজিদের খাদেম জোবেদ আলী বলেন, নামাজ শেষ হবার পর অপরিচিত দুই লোক এসে গোয়েন্দা পরিচয় দিয়ে আমাকে ধমক দিয়ে বলেন, মসজিদে অস্ত্র আছে। আলমারির চাবি চাইলে ভয়ে চাবি দেই। তারা মসজিদে গিয়ে শেলফ, আলমারি তছনছ করে। এ সময় একটি তাকের ওপর রাখা কোরান শরীফের পাশে পা রেখে তারা অস্ত্র খোঁজে।

এলাকাবাসী জানান, খাদেম জোবেদ আলী কোরআন অবমাননার কথা অনেককেই বলেছেন। কিন্তু বাসেদ আলী নামে এক মুসল্লিকে তার মুখোমুখি করলে জোবেদ আলী কথা ঘোরান। এতে জোবেদের ওপর ক্ষেপে যান তিনি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আবুল হোসেন নামে এক ডেকোরেটর ব্যবসায়ী প্রথম দুই ব্যক্তির একজনকে মারতে মারতে মসজিদ থেকে বের করে আনেন। কিন্তু আবুল হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ও মেয়ে জানান, মসজিদের ভেতর গালি দেয়ায় আবুল হোসেন একজনকে মেরেছিলেন বলে বাসায় ফিরে জানিয়েছিলেনে।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি এম এ মোমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম কামরুন্নাহার। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা লিপিবদ্ধ করছেন। ১ নভেম্বর তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শুক্রবার পাটগ্রাম থানায় উপস্থিত সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডিসহ অন্যান্য সংস্থা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শুক্রবার সাংবাদিকদের নিহত শহীদুন্নবীর এবং আহত সুলতান জোবায়েরের পরিচয় জানান। তাদের উভয়ের বাড়ি রংপুর। লালমনিরহাট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন জোবায়ের।

এদিকে এই ঘটনায় আশরাফুল, আরিফ হোসেন বায়েজিদ ও শরীফ নামে তিন জনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

সিআইডির ক্রইমসিন সদস্যরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির সিনিয়র এএসপি আতাউর রহমান সময় সংবাদকে বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। গুজবের উৎস, অর্থাৎ প্রথম কে মিথ্যা তথ্য ছড়িয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার কোন পর্যায়ে কারা এবং কীভাবে সম্পৃক্ত হয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

The post পুড়িয়ে দেয়া যুবক ছিলেন নামাজি, তদন্ত কমিটি-গ্রেফতার ৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be/

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

ফাতেহ ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার পরে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ চলছে। পলিথিন, গ্যাস সিলিন্ডার থাকায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ঘরগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি বলে আগুন ছড়িয়ে পড়ে।

The post কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a3%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf/

ছবিতে আজকের যত বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় ক্ষুব্ধ বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশও। বিশ্বনবির অবমাননায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার।

No description available.

জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। পাশাপাশি অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে সরকারীভাবে রাসূলের অবমাননার প্রতিবাদ জানানো এবং রাসূলের ইজ্জত ও সম্মান রক্ষার্থে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও অর্থনৈতিক অবরোধ আরোপ করারও আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমমনা ইসলামী দল সমুহ আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জাানানো হয়।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে আজ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

No description available.

উত্তরায় হেফাজতে ইসলামের ব্যানারে নবিজি সা. এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে উত্তপ্ত জনসমুদ্র।

ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ফেনী শহরের ট্রাংকরোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনীর সভাপতি হাফেজ রশিদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা হেফাজত ইসলামের নেতারা।

200906

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলা। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা সাভার পৌরস্থ সিটি সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি রুপালী চত্বর,কেন্দ্রীয় মসজিদ, হলরোড়, উত্তর বাজার হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

Image may contain: 15 people, crowd

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর গাজীপুর মহানগর এলাকায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে রাজধানীর মুগদা এলাকায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দৌলতখান ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে ভোলার দৌলতখানে বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর-এর উদ্যোগে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মিরপুর এক নাম্বার গোল চক্কর সংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের এলেঙ্গায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভূলতা গাউছিয়ায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্ত্বরে বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

No description available.

মানবতার মহান নেতা হযরত মুহাম্মদ সা. এর অবমাননার প্রতিবাদ এবং নাত পরিবেশনা কর্মসূচীর আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমার আগে প্রেসক্লাবের সামনে তাদের এই সাংস্কৃতিক কর্মসূচী আয়োজিত হয়।

 

No description available.

আজ বাদ জুমা সিদ্ধরগঞ্জ উলামা পরিষদের উদ্দোগে রাসূলের অবমাননার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসরক চাটাগাং রোডে এক বিশাল সমাবেশর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মারকাযু কুরআন বাংলাদেশ -এর স্বনামধন্য প্রধান মুফতি মাওলানা জহিরুল ইসলাম।

শেরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

ফরাসি প্রেসিডেন্টর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপসহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।

রাকিব/

The post ছবিতে আজকের যত বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad-2/

চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলা। চট্টগ্রামমহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে আজ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা জুনায়েদ বাবুনগরী সরকারিভাবে ফ্রান্সের সকল পণ্য আমদানী নিষিদ্ধ ও কুটনৈতিক সম্পর্ক বর্জন আহ্বান জানান। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানানোর দাবিও জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মুফতী হারুন ইজহার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মুফতী হাসান মুরাদাবাদী, মাওলানা জালালউদ্দিন,মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমূখ।

The post চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলা।

আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা সাভার পৌরস্থ সিটি সেন্টারের সামনে সাভার ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কোন অপকর্ম করলে রাষ্ট্রীয়ভাবেই এর প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে এখনো কেন সরকারিভাবে কোন প্রতিবাদ করেনি, তা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক, দেশের একজন মুসলমানও চায় না। সুতরাং ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সরকারীভাবে ঘোষণা চাই, ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে চলবে না, চলতে দেয়া হবে না। আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, আল্লামা আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, আনন্দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।

The post সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/

ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক:

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ফেনী শহরের ট্রাংকরোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনীর সভাপতি হাফেজ রশিদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা হেফাজত ইসলামের নেতারা।

এর আগে, জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে সমাবেশে যোগদান করেন মুসুল্লিরা। এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগীতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা করা হচ্ছে। বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে এটা চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

The post ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad/

লালমনিরহাটে গণধোলাইয়ে নিহত শহীদুন নবী মানসিক অসুস্থ ছিলেন না

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাট জেলার পাটগ্রামে মসজিদে ঢুকে পবিত্র কুরআনে লাথি দেয়ার জেরে গণধোলাইয়ে নিহত শহীদুন নবী জুয়েল মানসিক অসুস্থ ছিলেন না। করোনার কারণে কাজ হারিয়ে ফেলায় একটু চাপ থাকলেও সেটা গুরুতর কিছু ছিল না বলে দাবি করেছে তার পরিবার। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে নিহত ব্যক্তির ভাই তৌহিদুন্নবীর বরাতে বলা হয়, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তার ভাই মোটরসাইকেলে করে এক স্কুলের বন্ধুর বাড়িতে যান। সেখান থেকে তারা বেরিয়ে গেলেও কখন কী উদ্দেশ্যে পাটগ্রামে গিয়েছিলেন, সেটা কেউ জানাতে পারেননি। ইদানিং মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। সকালে বেরিয়ে যেতেন, কোথায় যেতেন বলে যেতেন না, ফোন ধরতেন না, অনেকদিন ধরে ঘরে বসে আছেন, নির্দিষ্ট কোন পেশা নেই। এ জন্যই হয়তো মানসিক চাপ ছিল। তবে সেটা গুরুতর কিছু না।

মি. তৌহিদুন্নবী আরও জানান, পড়াশোনা শেষে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরি সায়েন্সের শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। তিনি মূলত সেখানকার লাইব্রেরির ইনচার্জ হিসেবে কাজ করতেন। টানা ২৪ বছর সেই চাকরি করেছেন তিনি। গত বছর অবসরে যাওয়ার পর মি. জুয়েল নিজস্ব ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলেন। না হলে নতুন কোন চাকরিতে যোগ দেয়ার চেষ্টা করছিলেন।

ধর্মগ্রন্থের পাশাপাশি মি. জুয়েল নানা ধরণের বই পড়তেন বলে জানিয়েছেন মি. তৌহিদু্ন্নবী। ইংরেজি ভাষায় তার ভালো দখল ছিল বলেও তিনি জানান।

The post লালমনিরহাটে গণধোলাইয়ে নিহত শহীদুন নবী মানসিক অসুস্থ ছিলেন না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/

জন্মস্থান জেরুজালেমের পরিবর্তে ইজরাইল লিখতে পারবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক জেরুজালেমের জন্মগ্রহণ করেছিলেন, তারা এখন থেকে পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথিপত্রে নিজেদের জন্মস্থান হিসেবে ইজরাইল লিখতে পারবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেরুজালেমে জন্মগ্রহণ করা যুক্তরাষ্ট্রের নাগরিকরা জন্মস্থান হিসেবে ইজরাইল উল্লেখ করতে পারবে। তাছাড়া আবেদনকারীরা কনস্যুলা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্টে জন্মস্থান হিসেবে জেরুজালেম বা ইজরাইল উল্লেখ করার অনুরোধ করতে পারবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জন্মস্থানের তালিকায় ইজরাইল, গাজা উপত্যকা, গোলান ভূমি, জেরুজালেম ও পশ্চিম তীর বিষয়ক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।’

পম্পেও ঘোষিত পাসপোর্ট সংক্রান্ত নতুন নির্দেশনা মতে জেরুজালেমকে ইজরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

The post জন্মস্থান জেরুজালেমের পরিবর্তে ইজরাইল লিখতে পারবে: যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/

ইহুদিবিদ্বেষের অভিযোগে দল থেকে বহিষ্কার জেরেমি করবিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবিদ্বেষের অভিযোগে যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে কেবল বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি তার দল, তার লেবার হুইপও সরিয়ে নেয়া হয়েছে। অর্থাৎ হাউস অব কমনসে লেবার পার্টির আইনপ্রণেতা হিসেবে কোনো ভোটে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। মিডলইস্ট আই ও গার্ডিয়ানের খবরে এমন তথ্য মিলেছে।

দলের নেতেৃত্ব দেয়ার সময়ে ইহুদিবিদ্বেষ মোকাবেলায় এই বামপন্থী রাজনীতিবিদের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদনের পর তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে।

বৃহস্পতিবার দ্য ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এক প্রতিবেদনে বলছে, দলের ভেতরে ইহুদিবিদ্বেষের অভিযোগ নিয়ে লেবার পার্টির পদক্ষেপ ছিল বেআইনি। ইহুদিবিদ্বেষ বন্ধে লেবার পার্টির নেতৃত্বের মারাত্মক ব্যর্থতা আমরা শনাক্ত করতে পেরেছি। এমনকি ইহুদিবিদ্বেষের অভিযোগ মোকাবেলায় অপর্যাপ্ত ব্যবস্থা ছিল।

২০১৯ সালের মে মাসে শুরু করা এক তদন্তে ইএইচআরসি জানিয়েছে, বামপন্থী করবিনের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে দলটিতে প্রাতিষ্ঠানিকভাবেই ইহুদিবিদ্বেষ রয়েছে।

করবিন জোর দাবি করে বলেন, দলের ভেতরে ইহুদিবিদ্বেষের মাত্রাকে বাড়িয়ে বলা হচ্ছে।

উল্লেখ্য, জেরেমি করবিন দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তার অতীতে বৈঠক হয়েছিল। যে কারণে তার ভেতরে ইহুদিদের বিরদ্ধে পক্ষপাত রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

The post ইহুদিবিদ্বেষের অভিযোগে দল থেকে বহিষ্কার জেরেমি করবিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a6/

নোয়াখালীতে ইমাম পরিষদের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে রাসূল সা.কে অবমাননা করার প্রতিবাদে ইমাম পরিষদের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মাওলানা এইচ.এম শাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি রুপালী চত্বর,কেন্দ্রীয় মসজিদ, হলরোড়, উত্তর বাজার হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুফতি হাফিজুল্লাহ, মাওলানা মোসলেহ উদ্দীন, মুফতি কামরুল হাসান, মাওলানা মাহমুদ মাদানী, মুফতি এমদাদ উল্যাহ, মুফতি হেদায়েত উল্যাহ ও মাওলানা আলাউদ্দীন প্রমুখ।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা, ইসলাম ও রাসূল সা.কে অবমাননার জন্য ফ্যান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা এবং বাংলাদেশে ইসলাম ও মহানবী সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করার জোর দাবি জানান।

The post নোয়াখালীতে ইমাম পরিষদের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান সমমনা ইসলামী দলগুলোর

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। পাশাপাশি অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে সরকারীভাবে রাসূলের অবমাননার প্রতিবাদ জানানো এবং রাসূলের ইজ্জত ও সম্মান রক্ষার্থে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও অর্থনৈতিক অবরোধ আরোপ করারও আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমমনা ইসলামী দল সমুহ আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জাানানো হয়।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, বাংলাদেশের তাওহিদী জনতার ঈমানের দাবীর সাথে একাত্বতা প্রদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাবেন; এটা দেশের মানুষের প্রত্যাশা। জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। নক ঘটনায় এখনো চুপ হয়ে আছে। সরকার জনগণের মনের ভাষা বুঝতে পারছে না। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এটা সরকারকে বুঝতে হবে। অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে সরকারীভাবে রাসূলের অবমাননার প্রতিবাদ জানাতে হবে। ফ্রান্সের পণ্য ঐক্যবদ্ধভাবে বর্জন করতে হবে। কোনো ব্যবসায়ী ফ্রান্সের কোনো পণ্য আমদানী করবেন না।

আল্লামা কাসেমী আরও বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমান করায় বিশ্ব মুসলিম উম্মাহ চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাঙ্গচিত্র মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে। ‘ফ্রিডম অব স্পিচ’ এর কথা বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যে ইসলামবিরোধী কার্জকলাপ চালিয়ে যাচ্ছেন তার পরিণাম শুভ হবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আবদুর রব ইউসূফী বলেছেন, ফ্রান্সে আল্লাহর নবী (সা.)কে বার বার অপমান করা হচ্ছে। নবীর কার্টুন বানিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মাক্রোঁ নেতৃত্ব ও উস্কানী দিয়ে এই জঘন্য কাজকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের ঈমান থাকতে এটা বরদাশত করতে পারি না। বাংলাদেশের জনগণের কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেমন অবাঞ্ছিত হয়ে আছে, আগামীতে আসতে চাইলেও অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তেমনি ফ্রান্সের প্রেসিডেন্টের বিষয়েও একই ঘোষণার জন্য আমাদের কাছে জনগণের কাছ থেকে দাবি আসছে।

খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামের নবী সা. এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাকরনের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত রক্ষায় প্রয়োজনে মুসলমানরা শহীদ হব, তারপরও আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবমাননাকর কোন বিষয় সহ্য করা হবেনা। মুসলমানেরা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালবাসেন।

আল্লামা মামুন আরো বলেন, ফ্রান্সের দুটি শহরের দুটি সরকারি ভবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে পুরো বিশ্বের পৌনে দুইশত কোটি মুসলমানের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের এই গর্হিত কাজের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈসা শাহেদী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের আমির মাওলানা আব্দুল্লাহ হাসান, পীর সাহেব বাহাদুরপুর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুনির হোছাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা আতাউল্লাহ আমিন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা শওকত হোসেন, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খান আসাদ প্রমুখ।

The post সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান সমমনা ইসলামী দলগুলোর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/

‘মহানবীর অবমাননা আমি কীভাবে মেনে নেব?’

ফাতেহ ডেস্ক:

ধর্ম বিশ্বাসের ওপর আঘাতকারী অপশক্তির বিরুদ্ধে দেশে দেশে শান্তিকামী মানুষের জাগরণ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শুক্রবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সা. এবং ফ্রান্সে মহানবীর সা. অবমাননার প্রতিবাদে শোভাযাত্রা ও সমাবেশ তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো ধর্মের অনুসারীই তাদের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা মেনে নিতে পারে না। একজন মুসলিম হিসেবে মহানবীর সা. অবমাননা কীভাবে মেনে নেবো? প্রকৃত ধার্মিক ধর্মের নামে হঠকারী ও উগ্রতায় বিশ্বাস করে না।

সমা‌বে‌শে আরো বক্তব‌্য রা‌খেন হযরত মাওলানা বাকী বিল্লাহ্ আল-আযহারী, হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, আন্জুমান সাধারণ সম্পাদক খলিফা মো. আলমগীর খাঁন, সহ-সাধারণ সম্পাদক সাবেক এসপি আবুল কালাম আজাদ, হযরত মাওলানা বাকের আনসারী, মাওলান ইসমাইল সিরাজী প্রমুখ।

The post ‘মহানবীর অবমাননা আমি কীভাবে মেনে নেব?’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad/

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯ জন

ফাতেহ ডেস্ক:

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৭। এদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাসায় একজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জন। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। ‌

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৪১ জন (৭৬ দশমিক ৯১ শতাংশ) ও নারী এক হাজার ৩৬৪ জন (২৩ দশমিক শূন্য ৯ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন এবং ব‌রিশা

The post গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/