Sunday, February 28, 2021

এই ৬ জেলায় আজ থেকে দুই মাস ইলিশ ধরা যাবে না

ফাতেহ ডেস্ক:

জাটকা সংরক্ষণে আজ ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে

পাঁচটি অভয়াশ্রম এলাকা হলো- চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার মদনপুর বা চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা।

এছাড়া শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা এবং বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস উল্লিখিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় ইলিশের অভয়াশ্রমগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তিনি কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, নিষিদ্ধ সময়ে অভয়াশ্রম সংশ্লিষ্ট ছয়টি জেলার জাটকা আহরণে বিরত থাকা ২ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন জেলেদের জন্য মাসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি হারে মোট ১৯ হাজার ৫০২ মেট্রিক টন ভিজিএফ চাল ইতোমধ্যে বরাদ্দ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

The post এই ৬ জেলায় আজ থেকে দুই মাস ইলিশ ধরা যাবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a7%ac-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%87/

ভারতীয় দুই অনুপ্রবেশকারীকে কারাগারে পাঠালো আাদালত

ফাতেহ ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। একইদিন বাংলাদেশে অনুপ্রবেশ করা এই দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করে বিজিবি। এর আগে শনিবার বিকেলে বিদ্যাবিল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন- ভারতের খোয়াই জেলার চম্পা হাওর থানার ইস্ট কারিঙ্গি ছড়ার রাজিব দেব বর্মা ও গুরুপদ্ম দেব বর্মা।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এই দুই ভারতীয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার বিকেলে বিদ্যাবিল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৭৮পি/১২ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবি। পরে সংশ্লিষ্ট থানায় তাদের নামে মামলা করা হয়।

The post ভারতীয় দুই অনুপ্রবেশকারীকে কারাগারে পাঠালো আাদালত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

গাজীপুরে দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে

ফাতেহ ডেস্ক:

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৮টি কলোনির দুই শতাধিক বসতঘর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে পাশের অন্তত ৮টি কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিন সেট কলোনি তৈরি করে। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা স্ট্যান্ডার্ড নিটওয়ার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

The post গাজীপুরে দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%98/

শুরু হলো অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব

ফাতেহ ডেস্ক:

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৯৭১-এর এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল একাত্তরের ১ মার্চ থেকেই।

বছর ঘুরে এক অন্যরকম পরিবেশে এবার বাঙালির জীবনে এসেছে মার্চ। এবারের মার্চটি ভিন্ন আঙ্গিকে পালিত হবে। এবার দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সরকারিভাবে মার্চসহ গোটা বছরই নানা কর্মসূচির মাধ্যমে জাঁকজমকভাবে উদযাপন করা হবে।

বিভিন্ন রাজনৈতিক দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো ভিন্ন কর্মসূচি পালন করবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব শেষ হবে বিজয় দিবস ১৬ ডিসেম্বর। একই দিনে শেষ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানও।

 

The post শুরু হলো অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%b8/

মমতাকে উৎখাতের ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

ফাতেহ ডেস্ক:

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী (ভাইজান) ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পীরজাদা আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

এ সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, ‘যেখানে যেখানে বাম শরীকদল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করবো। বামপন্থিরা ও শরীক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদের জয়ী করে আগামীদিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বি টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো।’

তিনি আরো বলেন, ‘আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা। বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা। একটা ‘রেপ’-এর জন্য ২ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। আন এডেড মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী সবাই মমতার আমলে বিপদে রয়েছে। ওর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না। একমাত্র এই বাঘের বাচ্চা কথা বলে। ওঁদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীদিনে মমতাকে ‘জিরো’ করে আমরা দেখিয়ে দেবো।’

এছাড়া বিজেপির দিকেও তোপ দাগেন ফুরফুরা শরিফের পীরজাদা। আব্বাসের কথায়, এটা রবীন্দ্রনাথ-নজরুলের বাংলা। এখান থেকে বিজেপি-র কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। বিজেপি-কে তাড়াতে হবে। সঙ্গে তাদের বি-টিম তৃণমূলকেও তাড়াতে হবে। এদিনের সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আবদুল মান্নান, ভূপেশ বাঘেলসহ বাম-কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রঃ ইন্ডিয়া টাইমস

The post মমতাকে উৎখাতের ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/

ভাসানচর পরিদর্শন ওআইসি প্রতিনিধি দলের

ফাতেহ ডেস্ক:

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টার যোগে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুরে ভাসানচর পৌঁছে। এর আগে প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা।

সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সকল ক্লাস্টারের মাঝি ফোকাল মাজিদের নিয়ে ওআইসি প্রতিনিধিদল সম্মেলন করবেন।

The post ভাসানচর পরিদর্শন ওআইসি প্রতিনিধি দলের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa/

সুইস ব্যাংকের পাচার অর্থ ফেরাতে সরকারের পদক্ষেপ কী: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

সুইস ব্যাংকসহ বিদেশি ব্যাংকে বাংলাদেশের অর্থ পাচারকারী কারা, তাদের কী পরিমাণ অর্থ রয়েছে সেসব তথ্যসহ অর্থ ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ কী তা জানতে চেয়েছে উচ্চ আদালত।

একই সঙ্গে আলোচিত পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে নাম আসা বাংলাদেশিদের বিষয়ে তদন্তের প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট।

সুইস ব্যাংকে পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিক কিংবা কোম্পানি বা অন্য কোনো সত্ত্বার গচ্ছিত অর্থ উদ্ধারে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যেসব বাংলাদেশি নাগরিক ও কোম্পানির নাম এসেছে তাদের বিষয়ে তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না এবং তদন্তের অগ্রগতি প্রতিবেদন এক মাস পর পর আদালতকে অবহিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি কোনো নাগরিক কিংবা কোম্পানি বা অন্য কোনো সত্ত্বার অর্থপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়টি পর্যবেক্ষণ, নিরীক্ষণ ও নিয়ন্ত্রণে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না রুলে সেটিও জানতে চেয়েছে হাইকোর্ট।

অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, স্বারাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, দুদক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহসহ ১৩ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ৩০ মার্চ এ বিষয়ে শুনানির জন্য ধার্য রেখেছে হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। গত ১ ফেব্রুয়ারি এ রিট আবেদনটি করেন এর পক্ষে শুনানি করা দুই আইনজীবী।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টকে অবহিত করেছি যে, ‘সুইস ব্যাংকে অর্থপাচার এবং তা ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ইমিগ্রেশন বিভাগ, বিএফআইইউসহ (বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে। তাদের কাছে তথ্য, উপাত্ত ও নাম পরিচয় চাওয়া হয়েছে। অর্থ ফেরতের বিষয়ে হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে বিএফআইইউ একটি কর্মপরিকল্পনা তৈরি করছে।’

তিনি বলেন, ‘প্যারাডাইস পেপারসে উল্লেখযোগ্য বাংলাদেশিদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু ও মুসা বিন শমসেরের নাম আসার বিষয়টি হাইকোর্টকে অবহিত করেছি। পানামা ও প্যারাডাইসে বাংলাদেশিদে নাম আসার বিষয়টি দুদকের অনুসন্ধানে রয়েছে। হাইকোর্টকে আমরা আমাদের অবস্থানটি জানিয়েছি।’

The post সুইস ব্যাংকের পাচার অর্থ ফেরাতে সরকারের পদক্ষেপ কী: হাইকোর্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/

শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বহুমাত্রিক’ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাচ্ছি।’

শেখ হাসিনা রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এদিন এক লাখ ৬৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়।

শেখ হাসিনা বলেন, আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো করে দিচ্ছি। যাতে সকলেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে। বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা, এটা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

সরকার প্রধান বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে ৪৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণ করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে ১টি করে মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে। প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে ।

শেখ হাসিনা বলেন, তার সরকার সকল জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে যেন ছেলে-মেয়েরা ঘরের খেয়ে বাবা-মা’য়ের চোখের সামনে থেকে পড়ালেখা করতে পারে। প্রাথমিকসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করে যাচ্ছে, ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা অর্জন করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

এর ব্যাখায় তিনি বলেন, লিঙ্গ সমতার ক্ষেত্রে আমি একটু বলতে চাই দেখা যাচ্ছে যে, মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেদের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা যেন না হয় সেদিকে একটু নজর দেবেন। কারণ আমাদের লিঙ্গ সমতাটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। ছেলেরা কেন কমে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখা দরকার। আমি মনে করি অভিভাবক, শিক্ষক সকলকেই এটা দেখতে হবে।

মহামারি করোনার মধ্যেও যথাসময়ে বই বিতরণ করায় তিনি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ বছরের প্রথম দিন ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৩৬৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে দেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,‘আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হবো।

তিনি বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি যারা রয়েছেন সকলকেই টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কলেজ এবং বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে বলে তিনি জানান।

তবে, পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার সেটি বন্ধ করে দেয়। সে সময় পিএইচডি বা উচ্চশিক্ষার্থে যেসব শিক্ষার্থীরা বিদেশে গমন করে তাদেরকে কোর্স কারিকুলাম বাদ রেখেই দেশে ফিরিয়ে আনে, বলেন তিনি।

এ ধরনের সরকারি কর্মসূচিগুলো সরকার পরিবর্তন হলেই যেন বন্ধ হতে না পারে সেজন্যই আওয়ামী লীগ সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, উল্লেখ করে তিনি বলেন, ‘সেজন্য যাই করি সবসময় এটা চিন্তা করি সরকার বদল হলেও যেন এগুলো বন্ধ না হয়।’

তিনি বলেন, তার সরকার ’৯৬ পরবর্তী সরকারে থাকার সময় দেশের বিজ্ঞান শিক্ষার প্রসারে ১২টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়ে ৬টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছিল, সে সময় কম্পিউটার যন্ত্র্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে সরকার প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে ক্ষমতায় এসেই বিএনপি পরবর্তী ৫ বছরে দেশে সাক্ষরতার হার ফের ৬৫ ভাগ থেকে ৪৪ ভাগে নামিয়ে এনেছিল।

তার সরকারের প্রচেষ্টায় জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণীত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে, মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে অতিদ্রুত প্রকাশ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে।

শিক্ষা সম্প্রসারণে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে সরকার প্রধান বলেন, বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ দাঁড়িয়েছে।

তিনি বলেন, তাঁর সরকার ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩৯টি বেসরকারি কলেজ সরকারিকরণ করেছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তায় উন্নীত করেছে এবং ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এতে ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ হয়।

The post শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87/

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি

ফাতেহ ডেস্ক:

দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তার আগে সর্বশেষ ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এ ছুটি বাড়ানোর আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এই নির্দেশনা দিয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় বন্ধ ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানোর পর ২৭ ফেব্রুয়ারি রাতে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩০ মার্চ খুলবে।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে।

 

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f-4/

মসজিদুল আকসা নিয়ে ভিডিও গেম বানাল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গার্ডিয়ানস অব আল-আকসা নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে এ সপ্তাহে। খবর আরব নিউজের।

গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা।

তিনি বলেন, ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।

 

The post মসজিদুল আকসা নিয়ে ভিডিও গেম বানাল ফিলিস্তিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%97/

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলেও থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০৮ জনে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৩১৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্য থেকে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী দুইজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪০৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৯ জন বাকি দুই হাজার ৪৯ জন নারী।

The post গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-3/

মাওলানা জসিমের উপর হামলার তদন্ত থামলে আন্দোলনে যাবে হেফাজত

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগ জামেয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের উপর হামলার ঘটনায় যদি কারো প্রভাবে অথবা ইশারায় তদন্ত মাঝপথে থেমে যায় তাহলে হত্যাচেষ্টাকারী, সন্ত্রাসী গডফাদারদের বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে হেফাজত।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন।

এতে লিখিত বক্তব্যে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা জসিম উদ্দিনের উপর ছুরিকাঘাত করার সাথে জড়িত মাসুম আহমেদ ইমরানকে পুলিশ গ্রেফতার করেছে। সে প্রশাসনকে এ ঘটনায় লালবাগ আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসার কিতাব বিভাগের শিক্ষক শাহিন হুজুরের নাম বলেছে। শাহিন হুজুর এখন পলাতক রয়েছে। হত্যাচেষ্টা মামলার পর প্রাথমিক তদন্ত ও প্রশাসনিক তৎপরতা সন্তোষজনক থাকলেও মাসুমের গ্রেফতার ও শাহিনের নাম প্রকাশ হওয়ার পর থেকেই তদন্তের ক্ষেত্রে অপ্রত্যাশিত স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। তার পরিচয় প্রকাশ পাওয়ার পরও তাকে গ্রেফতার না করে কালক্ষেপণ করার বিষয়টি খুবই রহস্যজনক। আমরা আশঙ্কা করছি, কোনো কুচক্রী মহলের ইশারায় তাকে গ্রেফতার না করে মূলহোতাদের বাঁচানোর অপচেষ্টা করা হচ্ছে। আমরা সরকার ও প্রশাসনকে জানিয়ে দিতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। যদি কারো প্রভাবে অথবা ইশারায় তদন্ত মাঝপথে থেমে যায় তাহলে হত্যাচেষ্টাকারী, সন্ত্রাসী গডফাদারদের বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, দুঃখজনক হলেও সত্য, এহেন বর্বরোচিত হামলার পর ২০ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মূলহোতাদের কেউ। এভাবে দিনের পর দিন হত্যাচেষ্টার মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মাওলানা জসিম। তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। শাহিনকে গ্রেফতার করা না হলে মূল কালপ্রিটরা এরপর শুধু মাওলানা জসিমকে নয়, আরো সিনিয়র কোনো আলেমকেও হত্যার প্রচেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

তারা বলেন, বিশ্বস্ত একটি সূত্রে আমরা জানতে পেরেছি, মাওলানা জসিমের উপর হামলার ঘটনার পর শাহিন দুই দিন লালবাগ কেল্লার মোড়ে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেই বাড়িতে বসবাসরত এক বাসিন্দা আমাদের জানিয়েছে, শাহিনকে প্রায়ই এ বাড়িতে মটর সাইকেল রাখতে দেখা যেত। তবে হামলাকারী মাসুম গ্রেফতার হওয়ার পর থেকে শাহিনকে আর সেখানে দেখা যায়নি।

তারা আরো বলেন, তদন্তকারীদের একটি সূত্র আমাদের জানিয়েছে, মাওলানা জসিমের উপর হামলার দিন শাহিন কেল্লারমোড়ের সে বাড়িতেই ছিল। তবে ১১ ফেব্রুয়ারি থেকে শাহিন পলাতক। লালবাগের যে বাসায় শাহিন তার পরিবার নিয়ে ভাড়া থাকতো সে বাসায় অভিযান চালিয়ে তার পরিবারের কোনো সদস্যকেও খুঁজে পায়নি পুলিশ।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, শাহিনের সাথে মাওলানা জসিমের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। হত্যাচেষ্টার মতো কোনো ক্ষোভ বা শত্রুতা তো দূরের কথা, সামান্য কোনো বৈরী সম্পর্কও তাদের পরস্পরের মধ্যে কখনো ছিল না। তাই এ কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, শাহিন কারো নির্দেশেই মাওলানা জসিমকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে খুনির সাথে আর্থিক লেনদেন করেছিল। মূলত কারা শাহিনকে ভাড়াটে খুনি নিয়োগের নির্দেশ দিয়েছিল, শাহিনকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই সেই মূলহোতাদের নাম বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, প্রশাসন কোনো কোনো বিশেষ ঘটনার ক্ষেত্রে তিন থেকে ১০ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে। কিন্তু হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা জসিমের উপর হামলার পর এতোদিন হয়ে গেলেও শাহিন হুজুরসহ মূল হোতাদের গ্রেফতার করা হয়য়নি। কোনো গোপন রহস্যের কারণে শাহিন হুজুরকে গ্রেফতার করা হচ্ছে না, তা আমরা জানতে চাই।

তিনি বলেন, শুধু হেফাজত নেতা নয়, একজন নাগরিকের রক্ত কেন ঝরবে? এ ধরনের জুলুম, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতেই হেফাজতের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রেও হেফাজত নিরবে বসে থাকতে পারে না।

সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

The post মাওলানা জসিমের উপর হামলার তদন্ত থামলে আন্দোলনে যাবে হেফাজত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-2/

নেশার টাকা না পেয়ে মাকে খুন করল মেয়ে

ফাতেহ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে মাকে খুন করেছেন মাদকাসক্ত মেয়ে পাপিয়া। নিহত ওই মায়ের নাম রহিমা বেগম (৫৫)। রোববার সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, ‘সকালে আমার মা কাপড় সেলাই করছিলেন। তখন আমার বড় বোন পাপিয়া এসে টাকা চান, নেশা করবে বুঝতে পেরে মা টাকা না দিলে পাপিয়া কাপড় কাটার কাচি দিয়ে মা’র পেটে ঢুকিয়ে দেন। এতে আমার মায়ের মৃত্যু হয়।’

পপি আক্তার আরো জানান, পাপিয়া দীর্ঘ দিন ধরেই মাদক সেবন করে আসছেন। তিনি প্রায় সময় টাকার জন্য পরিবারের সকলকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিলেন পাপিয়া।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: সবুজ বলেন, তারা মা ও মেয়েরা মিলে একসাথে মাদক সেবন করতো। তাদের সংস্পর্ষে এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছিল।

এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাজু আহমেদ জানান, ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং নিহত মায়ের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

The post নেশার টাকা না পেয়ে মাকে খুন করল মেয়ে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81/

Saturday, February 27, 2021

ছেলে শিক্ষার্থী কমে যাচ্ছে কেন, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাতেহ ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে শিক্ষার্থী কেন কমে যাচ্ছে, তার কারণ উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই চেয়েছে শিক্ষা খাতের প্রসার। বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ।

সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের এই ধারা অব্যাহত রাখতে উপযুক্ত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।

রোববার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

অনলাইন মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে স্নাতক পর্যায়ে উপবৃত্তি, ভর্তি ও চিকিৎসা অনুদান হিসেবে ৮৭ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার উন্নয়ন ও প্রসারে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করবেন। নিজে যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেটার উন্নয়নে ও সেখানকার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসলেই তো হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করে এই ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলাম। ২০১২ সালে এটি প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দেয়া হচ্ছে। উচ্চশিক্ষায় ফেলোশিপ দেয়া হচ্ছে।’

গণভবন প্রান্ত থেকে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

The post ছেলে শিক্ষার্থী কমে যাচ্ছে কেন, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d/

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বলল ভারত

ফাতেহ ডেস্ক:

জাতিসংঘের অনানুষ্ঠানিক সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সবার উচিত বাংলাদেশকে সমর্থন করা। খবর এএফপির।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রায়ই কৌশলী বক্তব্য দিয়ে থাকে। চীন সরাসরি মিয়ানমারকে সমর্থন করলেও ভারত এর আগে ‘নিরপেক্ষ’ থেকেছে। সেনা অভ্যুত্থানের ভেতরে প্রতিবেশী দেশটি পক্ষে কথা বলল।

রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিরুমূর্তি শুক্রবার বলেন, ‘সংকট নিরসনে ভারতের সর্বোচ্চ চেষ্টা আছে।’

‘বিষয়টি নিয়ে আমরা অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’

‘রোহিঙ্গাদের আগেভাগে ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে থাকবে ভারত। নিরাপদে, দ্রুত এবং স্থায়ীভাবে যেন বিষয়টি সমাধান হয়, সেই চেষ্টা করছি আমরা।’

বিশ্বের অন্য দেশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কমিউনিটির উচিত অর্থনৈতিক এবং অন্যভাবে বাংলাদেশকে আরও সাহায্য করা।’

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এদের হাতেই রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

The post জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বলল ভারত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4/

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফাতেহ ডেস্ক:

পঞ্চম ধাপে আজ রোববার দেশের ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এসব পৌরসভায়।

ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। উৎসবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমন শঙ্কা ভোটার ও প্রার্থীদের মধ্যে।

পঞ্চম ধাপের নির্বাচনের জন্য গত ১৯শে জানুয়ারি ৩১টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। পরে যশোর ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন হাইকোর্ট ও ইসির নির্দেশে স্থগিত করা হয়েছে।

The post পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ফাতেহ ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রদল ও পুলিশের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশি বাধার মুখে ছাত্রদল নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন।

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল নেতাকর্মীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরপর প্রেসক্লাবের ভেতরে ঢুকে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করলে মুখোমুখি এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। দুপক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় প্রেসক্লাব প্রাঙ্গণে।

সকাল ১১টায় পূর্বঘোষিত ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা দলে দলে প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায়।

অন্যদিকে, ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা অবস্থান নেন।

পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে রোববার দুপুর ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং প্রেসক্লাব প্রাঙ্গণ শান্ত হয়।

সংঘর্ষে কোন পক্ষের কতজন আহত হয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি।

The post প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6/

ধান রাখার ডোলায় মিলল এক মৃত ও এক জীবিত নবজাতক

ফাতেহ ডেস্ক:

সিরাজগঞ্জে চুরি হওয়া দুই নবজাতককে একই বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে শনিবার চুরি হওয়া শিশু সামিউলকে জীবিত পাওয়া গেলেও ৪দিন আগে চুরি হওয়া অপর শিশু মাহিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় চোর চক্রের ৫ নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বোরখা পরা এক নারী ২৩ দিন বয়সী শিশু মাহিমকে চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক সামিউল।

ঘটনার পরে অভিযানে নামে পুলিশ। হাসপাতাল এবং মহাসড়কের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে তারা। ফুটেজে দেখা যায়, এক মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে উঠে নলকার দিকে যায়।

পুলিশ ভ্যানচালককে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রাম অভিযান চালায়। সেখানে একটি বাসার ধান রাখার ডোলা’র ভেতর থেকে নবজাতক শিশু সামিউল ও মাহিমকে উদ্ধার করা হয়। তবে শিশু মাহিমকে পাওয়া যায় মৃত অবস্থায়। সদ্য ভূমিষ্ট শিশুকে ফিরে পেয়ে আনন্দিত সামিউল এর বাবা।

শিশু চুরির সাথে জড়িত ৫ জন মহিলা ও ১ জন পুরুষকে আটক করা হয়েছে।

The post ধান রাখার ডোলায় মিলল এক মৃত ও এক জীবিত নবজাতক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%83/

কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ফাতেহ ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৭শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৯টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

তিনি আরও বলেন, ‘মার্কেটের দোকানপাট বাঁশ, কাঠ বা টেম্পোরারি সরঞ্জাম দিয়ে তৈরি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এ ধরনের মার্কেটে একবার আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিপূর্ণ ধরনের কোনো ইলেক্ট্রনিক লাইন ছিল না। সেখানে ইলেক্ট্রিক লাইনে যদি সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু ইলেক্ট্রিক শর্টসার্কিট হওয়া সহজ হয়ে যায়। এরকম একটা স্পর্শকাতর জায়গায় পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি।’

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিগান।

The post কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/

দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ

ফাতেহ ডেস্ক:

দেশে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

The post দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%ae/

আয়া দিয়ে ডেলিভারি নবজাতকের শরীর বিচ্ছিন্ন, মাথা এখনও গর্ভে

ফাতেহ ডেস্ক:

যশোর জেনারেল হাসপাতালে আয়া দিয়ে ডেলিভারি করানোর সময় মায়ের পেট থেকে বাচ্চার শরীর ছিঁড়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭শে ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বেনাপোলের গাজীপুরের গৃহবধূ আন্না। শনিবার সকালে ওয়ার্ডের চিকিৎসক তানজিলা আখতার একবার দেখে যান। এরপর আর কেউ তাকে দেখতে আসেননি।

রাত ৮টার দিকে ডেলিভারির সময় আন্নার গর্ভের সন্তানের পা বেরিয়ে আসলে আয়া মোমেনা বাচ্চার পা ধরে টানাটানি করে। এক পর্যায়ে বাচ্চাটির গলা থেকে নিচের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। পেটের মধ্যে থেকে যায় বাচ্চার মাথা।

এ সময় আয়া মোমেনা পালিয়ে যায়। অন্য নার্সরা মুখ না খুলতে ভয়ভীতি দেখায় গৃহবধূ আন্নাকে। এ ঘটনার পরও তাকে কোন চিকিৎসক দেখতে যাননি।

ওই আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালটির আরএমও আরিফ আহমেদ। বাচ্চাটির মাথা বের করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

The post আয়া দিয়ে ডেলিভারি নবজাতকের শরীর বিচ্ছিন্ন, মাথা এখনও গর্ভে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95/

সৌদির সাথে সুস্পর্ক বজায় রাখার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

ফাতেহ ডেস্ক:

খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করলেও সৌদি আরবের সাথে সুস্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে, এটা আগেই জানা গিয়েছিল। প্রতিবেদনে হত্যায় সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার আভাসও ছিল। এর আগেই সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনালাপে দুই দেশের সম্পর্কের গভীরতার ওপর গুরুত্বারোপ করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রতিবেদন প্রকাশের একই সুর পেন্টাগনের মুখপাত্র জন কিরবাই কণ্ঠেও। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বরাবরই আমাদের অংশীদার। বন্ধু হিসেবে আমাদের আইন, নাগরিক অধিকার সম্পর্কে আরো খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। আমাদের সম্পর্কটি আরো কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়েও স্পষ্টভাবে আলোচনা করবো। আমরা তাদের প্রতিরক্ষার বিষয়টি সবসময়ই সম্মান করে এসেছি।

খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার প্রমাণের পরও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। অন্যতম তেল উৎপাদনকারী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাই এই পদক্ষেপ, বলে জানান বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন মানবাধিকারকর্মীরা। তদের মতে, মানবাধিকার রক্ষায় সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিত ছিলো মার্কিন প্রশাসনের।

মানবাধিকারকর্মী সারাহ লিয়াহ উইটসন বলেন, ডিএনআই এর প্রতিবেদনে অবাক হওয়ার কিছু নেই। কারণ আজ থেকে ৩ বছর আগেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বলেছে এই হত্যায় মোহাম্মদ বিন সালাম জড়িত। এরপরও সৌদি যুবরাজকে বাঁচাতে অন্য অপরাধীদের উপর যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে তাতে এই ঘটনার বিশ্বাসযোগ্যতা হারাবে। আর তার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে।

খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির ৭৬ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।সেইসাথে দেয়া হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতর ৫৯ বছর বয়সী সাংবাদিক জামাল খাশুগজিকে সৌদি এজেন্টরা হত্যা করে এবং তার লাশ গুম করে ফেলে। সৌদি ক্রাউন প্রিন্সই এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করে এলেও মোহাম্মদ বিন সালমান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় খাশুগজি খুনের ঘটনায় সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক উপপ্রধান আহমেদ আল-আসিরি এবং সৌদি রয়েল গার্ডস র‌্যাপিড ইন্টারভেনশন ফোর্সের (রিফ) ওপর নিষেধাজ্ঞা দেয়।

The post সৌদির সাথে সুস্পর্ক বজায় রাখার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f/

উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ

ফাতেহ ডেস্ক:

উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে। এ এক বিরাট অর্জন বাংলাদেশের। এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। শনিবার বিকালে সংবাদ সম্মলনে বক্তব্যকালে তিনি অর্জন উৎসর্গের এই ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর হাতে উন্নয়নশীল দেশে যাওয়ার সুপারিশ হস্তান্তর করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিকেলে গণভবনে এ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশের এ অর্জনকে দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রজন্ম বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। এসময় প্রধানমন্ত্রী তার শাসনামলে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। তিনি আরো বলেন, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে, ১ লাখ ২৪ হাজার কোটি টাকার ২৩ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যা মোট জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার রাতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) এই সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।

এলডিসি থেকে কোনো দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে সিডিপি। এ জন্য প্রতি তিন বছর পরপর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়।

সিডিপি পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে সিডিপি। সিডিপির সুপারিশ প্রথমে জাতিসংঘের ইকোসকে যায়। তিন বছর পরে তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। কিন্তু করোনার কারণে বাংলাদেশ বাড়তি আরও দুই বছর সময় পেল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।

The post উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%a4/

দাবি নয়, আন্দোলনে অধিকার আদায় করবে বিএনপি

ফাতেহ ডেস্ক:

দাবি নয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শনিবার দুপুরে খুলনায় বিভাগীয় মহাসমাবেশে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

সমাবেশের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি সরকার ও তাদের কার্যক্রমকে অগণতান্ত্রিক বলে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্র বন্ধ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় শহরে মহাসমাবেশের কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

তবে সমাবেশ করার অনুমতি না পেয়ে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি।

সমাবেশে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, এডভোকেট নিতাই রায় চৌধুরী, মসিউর রহমানসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইসরাক হোসেন, তাবিথ ওয়ালসহ চট্টগ্রাম, বরিশাল, সিলটসহ ছয় সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা।

এদিকে ২৪ ঘণ্টা পর খুলনায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।খুলনা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে পরবিহনের বাসগুলো। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে খুলনা থেকে সব রুটে যান চলাচল বন্ধ রেখেছিলো পরিবহন মালিক সমিতি। কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

The post দাবি নয়, আন্দোলনে অধিকার আদায় করবে বিএনপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

ফাতেহ ডেস্ক:

স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ মার্চ। শনিবার রাত সাড়ে আটটায় সচিবালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী দীপু মনি এই তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চের আগে সব শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার মার্চের ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ৩০ মার্চ থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

The post স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a/

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ফেডারেশনের

ফাতেহ ডেস্ক:

কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজও সকাল থেকে চলছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি। শনিবার বেলা সোয়া এগারটার দিকে শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্র ফেডারেশনের কর্মীরা।

এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। পাশাপাশি আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

কোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে রাতে, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ছাত্র ইউনিয়নের ৬ জন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একজনের নামে শাহবাগ থানায় মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ মামলাটি করা হয়।

কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দিনভর হয় বিক্ষোভ সমাবেশ-মিছিল। সন্ধ্যায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতও হন বেশ কজন।

উল্লেখ্য, গত বছরের ৬ মে লেখক মুশতাক আহমেদকে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

The post স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ফেডারেশনের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f-%e0%a6%93/

মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের

ফাতেহ ডেস্ক:

মার্চের মধ্যেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে রাজশাহীর ‘ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজ’।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন তারা এ দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, দেশের সকল কিছু চালু আছে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ ও জাতি। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান বক্তারা।

অন্যথায় মানসিক দুশ্চিন্তায় কোনো শিক্ষার্থী ভুল পথে গেলে সে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

The post মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/

ঢাকা বারে সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির

ফাতেহ ডেস্ক:

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে খোন্দকার মো. হযরত আলী।

সভাপতি ছাড়াও আরও ১৪টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এছাড়া সাধারণ সম্পাদকসহ আট পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, গ্রন্থাগার সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

সাদা প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মাদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।

অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস)।

এ প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। ঢাকা আইনজীবী সমিতির মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট দেন।

এরপর শুক্রবার দুপুরের পর থেকে ভোট গণনা শুরু হয়।

The post ঢাকা বারে সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/

খাশোগিকে হত্যার অনুমতি দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

ফাতেহ ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি খুনের ব্যাপারে প্রথম থেকেই আঙুল উঠছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। কিন্তু সৌদি রাজ পরিবার বা যুবরাজ সালমানের পক্ষ থেকে বারবার সব অভিযোগ অস্বীকার করা হচ্ছিল। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে যে বিন সালমানের যোগ রয়েছে তা প্রায় নিশ্চিত করেই এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স।

শুক্রবার রাতে ব্রিটেনের জাতীয় পত্রিকা দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চার পৃষ্ঠার ‘জামাল খাসোগি হত্যায় সৌদি সরকারের ভূমিকা’ শীর্ষক এ গোয়েন্দা প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করা হয়েছে। মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমতি দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি যুবরাজ সালমানের বাবা বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেন। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার অপ্রকাশিত তদন্ত প্রতিবেদন পড়ার পরই সৌদি বাদশাহকে ফোন করেন বাইডেন।

এদিকে ২০১৯ সালে জামাল খাশোগির হত্যার বর্ষপূর্তির সময়ে প্রথমবার এ ঘটনার প্রেক্ষিতে নীরবতা ভাঙেন বিন সালমান। হত্যার দায় পরোক্ষভাবে নিজের কাঁধে নিয়েছিলেন সেই সময়। তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি যেহেতু যুবরাজ তাই এ খুনের দায় তারও।

মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রকাশিত রিপোর্টে এদিন বলা হয়, তাকে হত্যায় সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন। সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।

এদিকে এ রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই জো বাইডেন সৌদি রাজাকে ফোন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব বন্ধু রাষ্ট্র। তবে এ ঘটনা তাদের মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি করেছিল। ২০১৮ সালে বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছিল খাশোগির ক্ষতবিক্ষত দেহ।

পশ্চিমা দুনিয়ার অভিযোগ ছিল সৌদি রাজপরিবারের কলকাঠিতে ঘটেছে এ কাজ। কিন্তু সেই ঘটনার পর থেকে মুখে কুলুপ এঁটেছিল সৌদি রাজ পরিবার। সরকার বিবৃতি জারি করে দাবি করেছিল এ ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় রাজ পরিবার। সৌদি রাজত্বের সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাশোগি।

‘ওয়াশিংটন পোস্ট’-র কলামনিস্ট ছিলেন তিনি। ২০১৮ সালে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গিয়েছিলেন জামাল খাশোগি। সেদিনই নিখোঁজ হন তিনি। সৌদি সরকার ১৭ দিন দাবি করেছিল তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই।

অবশেষে আন্তর্জাতিক চাপে ১৯ অক্টোবর স্বীকার করে, খাশোগিকে সৌদি দূতাবাসের ভেতর হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে ১১ জন সৌদি কর্মকর্তাকে আটক করা হয়েছিল।

তুর্কি পুলিশের ধারণা, ৫৯ বছর বয়সী সাংবাদিক খাশোগিকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ টুকরো করে পুড়িয়ে ফেলা হয়েছিল।

The post খাশোগিকে হত্যার অনুমতি দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা রিপোর্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6/

Friday, February 26, 2021

লেখক মুশতাক আহমেদের মৃত্যু বর্বর হত্যাকাণ্ড: সিপিবি

ফাতেহ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারা অন্তরীণ লেখকের মৃত্যু কোনও সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড।

বিবৃতিতে তারা বলেন, ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মত প্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।’

বিবৃতিতে মানুষের মত প্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী আইন প্রয়োগ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।

The post লেখক মুশতাক আহমেদের মৃত্যু বর্বর হত্যাকাণ্ড: সিপিবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/

পৌর নির্বাচনে পঞ্চম ধাপের প্রচার শেষ, ভোট রোববার

ফাতেহ ডেস্ক:

পঞ্চম ধাপে ২৯ পৌরসভার ভোটের নির্বাচনি প্রচার শেষ হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এসব পৌরসভায়। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে শুক্রবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ করেছে প্রার্থী ও তাঁদের সমর্থকরা। প্রচারের শেষ মুহূর্তে বেশকিছু এলাকার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রচারের সময় বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রচারে বাধা দেওয়ার নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এমনকি ভোটকেন্দ্রে না যেতেও ভয় দেখানো হচ্ছে বলেও কিছু প্রার্থী অভিযোগ করেছেন। তাঁরা বুথ দখলের শঙ্কাও প্রকাশ করেছেন।

ইসি বলছে, নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ধাপের নির্বাচনি লড়াইয়ে মেয়র পদে রয়েছেন ১০০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এক হাজার ৩১৮ জন। এ ছাড়া এদিন চার উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণও করা হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘পঞ্চম দফায় ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছিল। আগের ধাপের সৈয়দপুর পৌরসভা এসে এ ধাপে যুক্ত হয়েছে। এদিকে যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে। এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ভোটে সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে ২৯ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার।’

এ ধাপের নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও। উৎসবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি শঙ্কাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মাঝে। উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশনও (ইসি)। বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল শুরু করেছে বৃহস্পতিবার থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এসব ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘ভোটকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। অন্যান্য ধাপের পৌরসভার ভোটে কোথাও কোথাও টুকটাক ঝামেলা হয়েছিল। এবারের ধাপে আমরা সতর্ক অবস্থায় আছি, যাতে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়। যেসব এলাকাকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি মোতায়েন থাকবে। আর কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে ইসি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।’

The post পৌর নির্বাচনে পঞ্চম ধাপের প্রচার শেষ, ভোট রোববার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87/

উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, আজ ঘোষণা

ফাতেহ ডেস্ক:

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। সেই সুখবর জানাতে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষরে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভা গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। সেখানে দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় (শুক্রবার রাতে) অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে সিডিপি। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, বাংলাদেশ ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৬ পয়েন্টের প্রয়োজন; বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫.৩।

অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোনো দেশের পয়েন্ট ৩৬ এর বেশি হলে সেই দেশকে এলডিসিভুক্ত রাখা হয়, ৩২ এ আসার পর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন হয়। সেখানে বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ দশমিক ২।

সিডিপির প্রবিধান অনুযায়ী, উত্তরণের সুপারিশ পাওয়ার পর একটি দেশ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রস্তুতিকালীন সময় ভোগ করতে পারে। করোনাভাইরাসের মহামারীর বাস্তবতায় উত্তরণ প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে সিডিপির কাছে প্রস্তুতির জন্য পাঁচ বছর সময় চাওয়া হয়।

উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেলে পাঁচ বছরের প্রস্তুতিকাল শেষে ২০২৬ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে সস্তা ঋণ পাওয়া এবং বিভিন্ন রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে সেই সুবিধাগুলো উত্তরণের প্রস্তুতি পর্বে চেয়েছে বাংলাদেশ।

প্রস্তুতির এই সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সব সুযোগসুবিধা ভোগ করতে পারবে। তাছাড়া বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশ ২০২৬ সালের পর আরও তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবে।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। জাতিসংঘের নিয়মানুযায়ী, কোন দেশ পরপর দু’টি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়।

The post উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, আজ ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/

সময় এসেছে ডিজিটাল আইনকে কবরে পাঠানোর : ডা. জাফরুল্লাহ

ফাতেহ ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এখন সময় এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনকে কবর দেওয়ার। এই আইন দিয়ে অপরাধ দমন করা যায় না।

এ সময় জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রসঙ্গ এনে বলেন, ‘ কাশিমপুর কারাগারে ডিজিটাল আইনে কারাবন্দি মুক্তচিন্তার লেখক মোস্তাক আহমেদ মারা গেছেন। তাঁর মৃত্যুর জন্য সরকারকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, বলতে হবে ভুল হয়েছে।’

কারাগারে মৃত্যুর জন্য মোস্তাকের পরিবারকে এখনই ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে ডিজিটাল আইনেকে কবরে পাঠানোর।’

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিলে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। এই মৃত্যুর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তবে মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পুলিশ জানায়, ঢাকার রমনা মডেল থানায় মুশতাক আহমেদের বিরুদ্ধে গত বছরের ২ মে ডিজিটাল নিরাপত্তা আইনে (২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১১/২৫(১)(খ)/৩১/৩৫ ধারা) মামলা করা হয়। ওই মামলায় তাঁকে একই মাসের ৬ মে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৮ আগস্ট মুশতাক আহমেদকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ৯২৭/২০২০।

‘শ্রমিকের মৃত্যুতে বিমা বাবদ ৫০ লাখ টাকা দেওয়া কঠিন না’

কর্মক্ষেত্রে একজন শ্রমিকের মৃত্যুতে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘কোনো শ্রমিকের যদি কর্মক্ষেত্রে মৃত্যু হয় তাঁকে ৫০ লাখ টাকার বিমা দেওয়া কোনো কঠিন কাজ না৷ দেশের বাইরে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব। গত কয়েক বছরে শুধু কাতারেই হাজারের উপর শ্রমিক মারা গেছেন। তাঁদের প্রত্যককে ৫০ লাখ টাকা করে দেওয়া রাষ্ট্রের কর্তব্য।’

শ্রমিকরাই দেশ গড়ার কারিগর এবং তাঁদের সৃষ্টির ওপর ভিত্তি করেই বাংলাদেশ গড়ে উঠেছে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটার ক্ষেত্রে অবদান রয়েছে আপনাদের শ্রমিকদের। আজকে আপনারা না থাকলে বাংলাদেশ নেই। এই ৯৫ ভাগ মানুষ কেউ নেই।’

The post সময় এসেছে ডিজিটাল আইনকে কবরে পাঠানোর : ডা. জাফরুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87/

লেখক মুশতাকের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি

ফাতেহ ডেস্ক:

লেখক মুশতাক আহমেদের ময়নাতদন্ত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। মৃত্যুর ঘটনায় কারাগারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফী মোহাইমেন বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন তৈরির পর বিস্তারিত বলা যাবে।’

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ বলেন, ‘সাড়ে ১০টার দিকে লেখক মুশতাক আহমেদের সুরতহাল করা হয়েছে। তার পিঠে যেকোনো সময় ‘ঘা’ হয়েছে এমন দাগ পাওয়া গেছে। ডান হাতে লালচে কালো ছোট দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনা বা গাড়িতে উঠানোর সময় এ দাগ হয়ে থাকতে পারে।’

হাসপাতাল মর্গে মরদেহের জন্য অপেক্ষমাণ লেখক মুশতাক আহমেদের বড় ভাই ডা. নাফিছুর রহমান বলেন, ‌‘তার মরদেহ আমি নিজে দেখেছি। কোনো সমস্যা চোখে পড়েনি। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন ছাড়া আমি এ ব্যাপারে কী বলব? আমাদের কোনো অভিযোগ নেই। আমরা কোনো মামলাও করব না।’

কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে র‌্যাবের করা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুশতাককে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন মুশতাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

দেশে কুমির চাষের অন্যতম উদ্যোক্তা মুশতাক আহমেদ বাবা-মায়ের একমাত্র সন্তান। থাকতেন ঢাকার লালমাটিয়ায়। তার সঙ্গে স্ত্রী ও বৃদ্ধ বাবা-মাও থাকতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে ২০২০ সালের ৫ মে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র‌্যাব। পরে রমনা থানায় মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে র‌্যাব তিনটি মামলা করে।

গত ১১ জানুয়ারি ডিজিটাল‌ নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

The post লেখক মুশতাকের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

যশোরে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার

ফাতেহ ডেস্ক:

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ থেকে ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমানের বিরুদ্ধে ভোটে নামায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দফাদার, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মফিদুল ও পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম খানকে সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গাফফার ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

The post যশোরে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/

চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে ট্রাকের চাপায় নিহত ১

ফাতেহ ডেস্ক:

ফরিদপুর থেকে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলেন দুই বন্ধু। সড়কে ট্রাকের চাপায় একজন চলে গেছেন না-ফেরার দেশে। আরেকজন হাসপাতালের বিছানায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলের চালক হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ। গুরুতর আহত হন ওই এলাকার ইউনুসের ছেলে মো. আলামিন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফরিদুপর থেকে মোটরসাইকেলযোগে বরিশালের চরমোনাইয়ে আসছিলেন দুই বন্ধু শরীফ ও আলামিন। দপদপিয়া সেতুর টোল পয়েন্ট অতিক্রম করে সেতুতে ওঠার পরে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক শরীফ ও আলামিনের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফের। গুরুতর আহত আলামিনকে চারপাশের লোকজন উদ্ধার করে দুজনকেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ছগির ঢাকা পোস্টকে জানান, নিহত শরীফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আলামিনকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছেন বলে থানা পুলিশ জানিয়েছে।

The post চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে ট্রাকের চাপায় নিহত ১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

চলতি বছরের রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরব বিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন পবিত্র রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রোববার।

আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস।

উল্লেখ্য, রমজানের রোজা, ঈদ, কুরবানি- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

 

The post চলতি বছরের রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96/

Thursday, February 25, 2021

উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিধানসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

‘লাভ জেহাদ’ নিয়ে হতে যাওয়া নতুন আইনে বলা হয়েছে, রাজ্যে বিয়ের জন্য কোনও নারীকে ধর্মান্তকরণ করা হলে তা বাতিল বলে বিবেচিত হবে। পাশাপাশি, বিয়ের পরে ধর্ম বদলাতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন জানাতে হবে। কোনও রকম প্রতারণা, প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করালে অভিযুক্তের ৩ থেকে ১০ বছরের সাজা হতে পারে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হতে পারে।

এদিকে এই আইনকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস।

উত্তরপ্রদেশের একাংশের অভিযোগ, উত্তরপ্রদেশ পাস হওয়া এই বিল সমাজ ও সংবিধানের চরিত্র বদলে দিতে পারে। এমনকি, সমাজের এক শ্রেণির মানুষ এটাকে হাতিয়ার করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিতে পারে প্রতিপক্ষকে।

গত বছরের নভেম্বরের আগে এই আইনটি জারি করেছিলেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল।

সূত্র: টাইমস নাউ

 

The post উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6/

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ফাতেহ ডেস্ক:

শুক্রবার সকাল সাতটার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যা তাহের যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

The post সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/

উইঘুরদের অবস্থা দেখতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব ইইউর

ফাতেহ ডেস্ক:

চীনের জিনজিয়াং রাজ্যে গিয়ে উইঘুর মুসলিমদের পরিস্থিতি সরেজমিনে দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় জাতিসংঘের একটি দল জিনজিয়াং প্রদেশে যাক। চীনের উচিত উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে জাতিসংঘের স্বাধীন তদন্তকারী দলকে ঢুকতে দেয়া। সেখানে কী চলছে, তা খতিয়ে দেখা ও বিশ্ববাসীর সামনে এ সম্পর্কে স্পষ্ট ধারণা তুলে ধরতে জাতিসংঘকে চীনের সহযোগিতা করা প্রয়োজন।

জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন ঠিক কী ব্যবহার করছে তা দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে চীনে যেতে চেয়েছেন। কিন্তু চীন এখন পর্যন্ত এই প্রস্তাবে সম্মত হয়নি।

এর আগে গত সোমবার কানাডার সংসদে চীন এবং উইঘুর মুসলিমদের নিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। সর্বসম্মতিক্রমে সেখানে বলা হয়েছে, চীন উইঘুরদের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ পর্যায়ে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’ও একই কথা বলেছিলেন। তিনিই প্রথম চীনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বলেছিলেন, উইঘুর মুসলিমদের গণহত্যা করছে চীন। তার এই বক্তব্যের জেরে পম্পেও এবং বেশ কয়েকজন মার্কিন প্রশাসনিক কর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সরকার।

তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। গত সোমবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইঘুরদের প্রসঙ্গে বলেন, ‘উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। সকল প্রক্রিয়া যথাযথ আইন মেনেই চলছে। সেখানে বিগত চার বছরে কোনো বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা হয়নি।’

তিনি আরও বলেন, জিনজিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের সাক্ষী উইঘুর মুসলিমরা। সেখানে গণহত্যা, বন্দিশিবিরে জোর করে কাজে বাধ্য করা ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ চীনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে আনা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, চীন জিনজিয়াং প্রদেশে প্রায় দশ লাখ উইঘুর মুসলিমকে একটি ক্যাম্পে বন্দি করে রেখেছে। তাদের ধর্মের অধিকার, সন্তান উৎপাদনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। উইঘুর মুসলিমদের সঙ্গে কার্যত দাসের মতো ব্যবহার করা হচ্ছে। যদিও এই অভিযোগগুলি চীন বরাবরই অভিযোগ করেছে।

তবে চীন না মানলেও জিনজিয়াংয়ের ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া উইঘুররা ভয়াবহ অত্যাচারের কথা বলেছেন। সমস্যা হলো, এখনো পর্যন্ত ওই অঞ্চলে কোনো সংগঠনকে যেতে দেয়নি চীন; ফলে জিনজিয়াংয়ে আসলে কী ঘটছে তা এখনও বিশ্বাবাসীর কাছে অস্পষ্ট।

বিবিসির এক অনুসন্ধানে উইঘুরদের জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি ক্যাম্পের রক্ষী ও কর্মকর্তারা উইঘুর নারীদের নিয়মিত ধর্ষণ ও যৌন নির্যাতন করছেন বলেও উঠে আসে ওই অনুসন্ধানে। চীনের সরকার অবশ্য এই প্রতিবেদন খারিজ করে দিয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিবিসির ওই প্রতিবেদন ‘মনগড়া’ তথ্যের ওপর ভিত্তি করে লেখা।

The post উইঘুরদের অবস্থা দেখতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব ইইউর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/

উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। দেশের উন্নয়ন আর তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিশাল সমুদ্রসীমা অর্জন ও নদীমাতৃক এ দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপথে চলাচল আরও সচল ও সুষ্ঠু করার লক্ষ্যেই আমরা কাজ করছি। সে কারণেই আমরা এই মেরিটাইম একাডেমিগুলো প্রতিষ্ঠা করেছি। এর ফলে আমাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর ফলে একদিকে যেমন তারা নিজেরা ও পরিবারকে স্বাবলম্বী করতে পারছে, তেমনি দেশে-বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকেও স্বাবলম্বী করছে।

মেরিন একাডেমিতে উচ্চমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চ শিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বে মর্যাদা নিয়ে চলতে হলে শিক্ষা-প্রশিক্ষণ দরকার।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ও প্রশিক্ষণ একসঙ্গে অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই উন্নত সমৃদ্ধ হতো বাংলাদেশ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলে এবং দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি বলে আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। এমনকি এই করোনাকালীন আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। বিশ্বে অনেক উন্নত দেশের আগে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি।

অনুষ্ঠানে করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করলেও সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

The post উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/

কাশ্মীরে অস্ত্র বিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

ফাতেহ ডেস্ক:

ভারত ও পাকিস্তান বিতর্কিত কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে । উভয় দেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ‘বিশ্বের অন্যতম বিপদজনক সীমান্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটে। সেনাসদস্য ছাড়াও দুই দেশের সেনাদের গোলাগুলির মধ্যে পড়ে অঞ্চলটির মানুষ হতাহত হয়।’

বৃহস্পতিবার সামরিক বাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সীমান্তে পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও টেকসই শান্তি অর্জনের স্বার্থে দুই দেশের সামরিক অভিযানের প্রধানরা বড় ইস্যুর সমাধান ও উদ্বেগ প্রশমনে একমত হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে ভারত এবং পাকিস্তানে সেনাবাহিনীর সামরিক অভিযানের মহাপরিচালক র‌্যাংক পর্যায়ের কর্মকর্তারা তাদের কার্যালয়ের হটলাইনের মাধ্যমে আলোচনা করেন। সেখানে উভয়পক্ষ সকল চুক্তি কঠোরভাবে মেনে চলার বিষয়ে সম্মত হয়। অবাধ, মুক্ত এবং আন্তরিক পরিবেশে দুই পরমাণুধর দেশের সেনাবাহিনীর মধ্যে ওই আলোচনা হয় বলেও পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

কাশ্মীরে সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) শান্তি ফেরানোর লক্ষ্যে ২০০৩ সালেও একটি অস্ত্রবিরতি চুক্তি করেছিল এশিয়ার পারমাণবিক ক্ষমতাধর দুই প্রতিবেশী। তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয়পক্ষ সেই চুক্তি বারবার লঙ্ঘন করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানাসুরে, গত বছর ভারতের হালকা অস্ত্র এবং কামানের গোলায় পাকিস্তান শাসিত কাশ্মীরের ২৮ বেসামরিক নাগরিক নিহত হয় এবং ২৫৭ জনের বেশি আহত হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারতের বাহিনী অন্তত ১৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২০ সালে লাইন অব কন্ট্রোল বরাবর পাকিস্তান কমপক্ষে ৫ হাজার ১৩৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ভারতে ২৪ সেনা , ২২ বেসামরিক নাগরিক নিহত এবং ১৯৭ জন আহত হয়েছে।

নয়াদিল্লির এক সরকারি কর্মকর্তা এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসরত মানুষের কথা ভেবেই এমন অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে এখন যে পরিস্থিতি তাতে প্রায়শই সাধারণ মানুষ বন্দুকযুদ্ধের কবলে পড়েন। সহিংসতার মাত্রা ও সীমান্ত উত্তেজনা প্রশমনের ব্যাপারে ভারত সতর্কভাবে আশাবাদী।

নিজের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছার কথা জানিয়ে ভারতের ওই সরকারি কর্মকর্তা আরও বলেন, ‘ভারত নিয়ন্ত্রণরেখার পাশ দিয়ে মোতায়েন সেনার পরিমাণ কমিয়ে আনবে না। কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ বা পাল্টা জঙ্গিবাদ অভিযান বন্ধের লক্ষ্যেই এসব সেনা মোতায়েন করা হয়েছিল।’

সীমান্তে দুই পক্ষের গোলাগুলি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি। তিনি বলেন, কাশ্মীরের শান্তি ফেরানোর জন্য দুই দেশের মধ্যে মিটমাট এবং রাজনৈতিক সংলাপে বসা উচিত।

তবে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা ভারত-পাকিস্তানের অস্ত্র বিরতি নিয়ে সংশয় প্রকাশ করেছে। জীবরন আহমেদ নামে ভারত শাসিত কাশ্মীরের এক গবেষক শান্তি আনার জন্য প্রকৃত পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বলেন, পূর্বেও আমরা এ ধরনের প্রহসনমূলক ‍বিবৃতি দেখেছি। আসল বিষয় হলো দুটি দেশই কাশ্মীরের সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দেয় না। যখন তাদের পক্ষে যায় তখনেই কেবল তারা পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শান্তি দেখতে পায়নি।

নিরাপত্তা বিশ্লেষক পারভীন সাওহনি আল জাজিরাকে বলেন, কাশ্মীরে শান্তি আনতে উভয় দেশের রাজনৈতিক স্বদিচ্ছার সমস্যা রয়েছে।

The post কাশ্মীরে অস্ত্র বিরতিতে সম্মত ভারত-পাকিস্তান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/