Sunday, January 8, 2023

এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

ফাতেহ ডেস্ক:

২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার জাতীয় সংসদে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন; কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

তিনি বলেন, চলতি বছরে (২০২৩) হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন; যা ২০০৯ এর তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে; এটা সরকারের সাফল্যের একটি মাইলফলক।

The post এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/

No comments:

Post a Comment