Tuesday, March 31, 2020

কাবা শরীফে সীমিত আকারে তাওয়াফ চালু

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এটি।

মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।

এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫৩ জন এর মধ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

-এ

The post কাবা শরীফে সীমিত আকারে তাওয়াফ চালু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be/

যুক্তরাষ্ট্রে একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আট লাখ ৩৮ হাজার ৬১ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৬ হাজার ১৭১ জন।

-এ

The post যুক্তরাষ্ট্রে একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b0/

করোনায় পানির সংযোগ বিচ্ছিন্ন না করার নির্দেশ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে সারাদেশে জনগণকে সার্বক্ষণিক হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে ওয়াসাসহ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো কারণেই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন না করার বিষয়ে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ৪টি বিভাগীয় শহরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মহামারি হিসেবে ঘোষিত করোনাভাইরাসের সংক্রমণকালীন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার অধীন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কারণেই পানি সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা যাবে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, বরিশাল, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সব পৌরসভার মেয়রকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ওয়াসার অধীন এলাকা ছাড়াও দেশের অন্য সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। করোনাভাইরাস সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কারণেই গ্রাহকের পানি সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা যাবে না।

অপর এক আদেশে ওয়াসার অধিভুক্ত যেসব এলাকায় জনসমাগম হয় সেসব স্থানে হাত ধোয়ার স্থান তৈরি করে সাবান বা হাত জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারণা বা ক্যাম্পেইন চালাতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে। এই প্রচারণা বা ক্যাম্পেইনের সময় কোনো ধরনের গণজমায়েত করা যাবে না।

-এ

The post করোনায় পানির সংযোগ বিচ্ছিন্ন না করার নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/

এশিয়ায় করোনা মহামারির সহসাই সমাপ্তি ঘটবে না: ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনও অনেক দেরি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ডব্লিউএইচও’র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই একথা বলেছেন।

পূর্ব থেকে পশ্চিম; উত্তর থেকে দক্ষিণ, স্তব্ধ পুরো বিশ্ব। চীন থেকে ছড়িয়ে কেন্দ্র এখন ইউরোপ হলেও অন্য অঞ্চলে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আশংকা রয়েই যাচ্ছে। এরমধ্যে জনবসতিপূর্ণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, এশিয়াতে করোনা মহামারী দীর্ঘমেয়াদি হবে।

তাকেশি কাসাই বলেন, ‘এশিয়া থেকে মহামারি দূর হওয়ার সম্ভাবনা অনেক দূরে ৷ অনেক লড়াই বাকি ৷ প্রতিটি দেশকে বড় আকারে কমিউনিটি সংক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরও মহামারী যতদিন চলবে ততদিন এ অঞ্চলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কাটবে না।’

এক মিডিয়া ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র কর্মকর্তা কাসাই বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর মতো যেসব দেশের সম্পদ সীমিত তাদের অগ্রাধিকার দিতে হবে । কারণ, এসব দেশে আক্রান্তদের শনাক্ত করতে নমুনা অন্য দেশে পাঠাতে হয় এবং পরিবহনে বাধানিষেধের কারণে এটি আরো কঠিন হয়ে যাচ্ছে।

ডব্লিউএইচওর টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যাথিউ গ্রিফিথ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশই নিরাপদ থাকবে বলে মনে করে না। কারণ, করোনাভাইরাস সবখানেই পৌঁছে যাবে। মহামারীর কেন্দ্র এখন ইউরোপ হলেও একসময় অন্য অঞ্চলগুলোও এর কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়ায়। করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৫ হাজার ৩৭৭। আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন।

-এ

The post এশিয়ায় করোনা মহামারির সহসাই সমাপ্তি ঘটবে না: ডব্লিউএইচও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9/

করোনাভাইরাস : অনলাইনে বিবাহ নিবন্ধনের অনুমোদন ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে যখন বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রাত্যহিক রুটিনওয়ার্ক স্থগিত এবং সীমাবদ্ধ করা হয়েছে, তখন ইন্দোনেশিয়া অনলাইনে বিবাহ নিবন্ধন করার অনুমোদন দিয়েছে। খবর আনাদুলু এজেন্সি।

৩১ মার্চ ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কামারুদ্দিন আমিন এক বিবৃতিতে বলেন, সরকারী সেবা অফিস বন্ধ থাকা সত্ত্বেও বিবাহ নিবন্ধন চলবে।

কামারুদ্দিন আমিন বলেন, এই সেবা শুধু তাদের জন্য, যারা অনলাইন নিবন্ধন-সেবা ঘোষণার আগে বিবাহ নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন।  সম্ভব হলে বিবাহের অনুষ্ঠান পরবর্তীতে সম্পন্ন করারও আহবান জানান তিনি।

এই আদেশের পূর্বে বিবাহ-অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছিল ইন্দোনেশিয়ার প্রশাসন।

উল্লেখ্য, দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় করোনাতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। ১৫২৮ জন ব্যক্তি করোনাতে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

The post করোনাভাইরাস : অনলাইনে বিবাহ নিবন্ধনের অনুমোদন ইন্দোনেশিয়ায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac/

এবার কোয়ারেন্টাইনে ইসরাইলী সেনাপ্রধান !

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরাইলী সেনাপ্রধান আফীফকে কোয়ারেন্টাইনে রাখার খবর নিশ্চিত করেছে ইসরাইলী গণমাধ্যম হারতেজ।

ইসরাইলী সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দশদিন আগে সেনাপ্রধান দক্ষিন ফ্রন্টের কয়েকজন সেনা কমান্ডারের সাথে মিটিং করেন। তাদের একজনের করোনাতে আক্রান্ত হওয়ার পরই সেনাপ্রধানসহ দুই জেনারেলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে দখলদার সেনাপ্রধান তার অফিসেই থাকবেন। এবং স্বাভাবিকভাবে সকল কার্যক্রম পরিচালনা করবেন।

বিবৃতিতে আরো বলা হয়, সেনাপ্রধান ভালো আছেন। শরীরে কোন সিম্পটম নেই।

উল্লেখ্য, ৪৮৩১ জন ইসরাইলী করোনাতে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ৮৩ জন মারা গেছে। এবং ১৬১ জন সুস্থ লাভ করেছে।

The post এবার কোয়ারেন্টাইনে ইসরাইলী সেনাপ্রধান ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be/

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ইউরোপীয় চিকিৎসা সরঞ্জাম

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান,ফ্রান্স ও ব্রিটেন ইরানে চিকিৎসা সমগ্রী পাঠিয়েছে বলে জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।খবর আরটি।

খবরে বলা হয়, চলতি মাসে ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধে ইরানে ৫.৫ মিলিয়ন ডলারের মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছিল।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানে জার্মান, ফ্রান্স ও ব্রিটেন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। তবে বিবৃতিতে কী ধরণের সরঞ্জাম পাঠানো হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে ইরানে করোনা ভাইরাসের প্রকোপ হ্রাস পেতে শুরু করেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, হ্রাসপ্রাপ্তি নিশ্চিত হতে আরও সময় লাগবে।

The post মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ইউরোপীয় চিকিৎসা সরঞ্জাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d/

হুথী বিদ্রোহীদের সাথে আনুষ্ঠানিক শান্তি আলোচনার ঘোষণা সৌদিআরবের

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে ইরান সমর্থিত হুথী ও আন্তর্জাতিক সমর্থিত সরকারকে শান্তি আলোচনার জন্য সৌদিতে আমন্ত্রণের ঘোষণা নিশ্চিত করেছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। খবর,স্পুটনিক

৩১ মার্চ স্পুটনিক ওয়ালস্ট্রিটের সূত্রে সৌদি রাষ্ট্রদূতের বরাতে জানায়, কয়েকদিন আগের ব্যাপক সংঘাত সত্ত্বেও পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও হুথীরা এখনো সাড়া দেয়নি।

সৌদি রাষ্ট্রদূত আল জাবির বলেন, সৌদি কর্মকর্তারা  সোমবার হুথীদের সাথে আলোচনায় বলেছেন, হুথীদের ব্যালিস্টিক হামলার জবাবে গত শনিবারের হামলা হানা হয়েছিল ।

রাষ্ট্রদূত বলেন, হুথীরা চাইলে, ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতিতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত রবিবার হুথীরা সৌদির স্পর্শকাতর স্থানে হামলার কথা জানায়। এবং সৌদিও পাল্টা জবাব হিসেবে সানাতে হুথীদের সামরিক অবস্থানে হামলা চালায়।

The post হুথী বিদ্রোহীদের সাথে আনুষ্ঠানিক শান্তি আলোচনার ঘোষণা সৌদিআরবের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8/

করোনা: এশিয়ার প্রায় ২.৫ কোটি মানুষ দরিদ্রতার শিকার হবে

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের প্রভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় আড়াই কোটি মানুষ দরিদ্রতার শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হানবে করোনাভাইরাস। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। সেখানকার প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ দরিদ্রতার শিকার হবে।

পাশাপাশি বিশ্বের প্রায় সকল দেশেই এর প্রভাব পড়বে। সবমিলিয়ে পুরো বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। যার মধ্যে শুধু চীনেই ২৫ মিলিয়ন মানুষ দারিদ্রতার মুখে পড়বে।

এ ছাড়া করোনার প্রভাবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর প্রবদ্ধি ২ দশমিক ১ শতাংশ কমে যাবে। যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল তাদের জন্য যা অশনিসঙ্কেত।

বিশ্ব ব্যাংকের মতে, যেসব পরিবারের দৈনিক আয় সাড়ে পাঁচ মার্কিন ডলারের নিচে তারাই দরিদ্র। তাই এই অঞ্চলের দেশগুলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাসমাগ্রী তৈরি কারখানা বর্ধিত করে তাতে বিনিয়োগের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ কর্মীদের ভর্তুকি দেয়ার অনুরোধ করেছে তারা।

-এ

The post করোনা: এশিয়ার প্রায় ২.৫ কোটি মানুষ দরিদ্রতার শিকার হবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8-%e0%a7%ab-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/

ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বেড়েছে। তবে ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস খুলবে ১২ এপ্রিল।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরা আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করব। আগামী ৫ এপ্রিল থেকে ৯ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে, আর ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি। সুতরাং ১২ এপ্রিল অফিস খুলবে।

এরআগে সকালে গণভবন থেকে জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আমরা ছুটি দিয়েছিলাম। হয়তো আরো কয়েকদিন একটু বাড়াতে হতে পারে। কারণ যারা গ্রামে চলে গেছেন, সেখানে যেন এ রোগের প্রাদুর্ভাব দেখা না দেয়। সেই সময়টা হিসেব করে আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন পর্যন্ত হতে পারে। ২৬ মার্চ থেকে ছুটি ছিলো ৪ এপ্রিল পর্যন্ত। এটা ৯ এপ্রিল পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে বাড়াতে হবে। পাশাপাশি সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।

প্রসঙ্গত গত ২৪ মার্চ সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রী ঘোষিত ১০ দিন ছুটিসহ দশটি সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ থেকে ২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধের সঙ্গে সংযুক্ত থাকবে।

-এ

The post ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8/

নতুন আরও ২জন করোনা রোগী শনাক্ত

ফাতেহ ডেস্ক

গত ২৪ ঘন্টায় আরও ২জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১শে মার্চ) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, যে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তারা পুরুষ। তাদের মধ্যে একজন সৌদি ফেরত, তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫, তিনি দেশেই ছিলেন। তারও ডায়াবেটিস আছে। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিশ্লেষণ করা হচ্ছে।

এর ফলে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ জন। আইইডিসিআর এর পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৪০ জনসহ এখন পর্যন্ত সর্বমোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া, সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তারা কেউ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন না।

-এ

The post নতুন আরও ২জন করোনা রোগী শনাক্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%a8/

গাজীপুরে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক

অন্য সব রাতের মতো গতকালও রাত দশটা বাজতেই ঘুমিয়ে পড়েন মোশারফ হোসেন ও হোসনে আরা দম্পতি। সাধারণত তারা ভোরেই ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু আজ সকাল ৮টার পরও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পর এক পর্যায়ে দরজা ভেঙে ফেলেন পাড়া-প্রতিবেশীরা। দেখতে পান, ভেতরে পড়ে আছে স্বামী-স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানের মরদেহ।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। সঙ্গে পাওয়া গেছে বিষের বোতল। ধারণা করা হচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন স্বামী-স্ত্রী দুজনেই। সঙ্গে দুই মাসের শিশুটিকেও বিষ খাইয়ে দেওয়া হয়েছে!

জানা যায়, মোশারফের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ফকিরতরি এলাকায়। স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকার একটি বাড়িতে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, আমরা গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা স্বামী মোশারফ হোসেনের মরদেহ উদ্ধার করি। নিচে বিছানায় পড়ে ছিল স্ত্রী হোসনে আরা ও মেয়ে মোহিনীর নিথর দেহ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ তিনটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কোনো কারণে মোশারফ স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্তের পরই নিশ্চিতভাবে সবকিছু জানা যাবে।

-এ

The post গাজীপুরে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae/

করোনায় মৃত্যু ৩৭ হাজার ৮২০, আক্রান্ত পৌনে ৮ লাখ

ফাতেহ ডেস্ক

সর্বোচ্চ গতিতে ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস। ঢুকে পড়েছে ২০০টি দেশে। এই মহামারিতে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা) আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭৮০ জন। মৃত্যুবরণ করেছেন ৩৭ হাজার ৮২০ জন। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র এবং সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ লাখ ৮২ হাজার ৩৬০ জন। বাকি ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সংকটাপন্ন আছেন ২৯ হাজার ৪৮৮ জন। স্থিতিশীল অবস্থায় আছেন ৫ লাখ ৫২ হাজার ৮৬৭ জন।

যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই যেন বিস্ফোরণ ঘটিয়েছে করোনাভাইরাস। ৭২ ঘণ্টা আগেও দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল লাখের নিচে। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৫৫ জনে। মৃত্যুর দিক থেকে একই অবস্থা ইতালির, এখন পর্যন্ত ১১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন।

এই মারণ ব্যাধির উৎপত্তি চীনে হলেও দেশটি এখন তুলনামূলকভাবে অনেক ভালো আছে। নতুন আক্রান্ত, মৃতের সংখ্যা নেই বললেই চলে। উল্টো দিকে ইতালির মতো খারাপ অবস্থা স্পেনের। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্রের অবস্থাও যাচ্ছেতাই।

-এ

The post করোনায় মৃত্যু ৩৭ হাজার ৮২০, আক্রান্ত পৌনে ৮ লাখ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%a9%e0%a7%ad-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%a8/

নববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এ বছর নববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে ৬৪ জেলারা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর নববর্ষ উপলক্ষে কোনো অনুষ্ঠান করা যাবে না এবং বাড়ির বাইরে যাওয়া যাবে না। সবাই সবার বাসায় বসে নববর্ষ উদযাপন করবেন।

সবাইকে নববর্ষে অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষের কল্যাণেই অনুষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। তবে এখন ডিজিটাল যুগ। সবাই অনলাইনে গান-বাজনা করতে পারবেন। শুধু জনসমাগম করা যাবে না।

এ সময় চলমান সাধারণ ছুটির মেয়াদকাল বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ছুটি ঘোষণার পরপরই অনেকে গ্রামে বাড়ি চলে গেছেন। এখন যদি ছুটিটা না বাড়ানো হয় তাহলে ঢাকায় ফিরতে গিয়ে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমরা এটা বাড়ানোর চিন্তা-ভাবনা করলাম। বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত। তবে এ নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এ

The post নববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/

করোনায় মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট

ফাতেহ ডেস্ক

মরণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মারা যান তিনি।

জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গোর পরিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নের্তৃত্ব দেন। ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন।

-এ

The post করোনায় মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b0/

Monday, March 30, 2020

আলেম পরিবারে সহায়তা কার্যক্রম শুরু করেছে সিয়ানাহ ট্রাস্ট

ফাতেহ ডেস্ক

সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাসে পর্যুদস্ত ১০০ আলেম পরিবার সহায়তা তহবিল কার্যক্রম শুরু হয়ে সর্বশেষ ১৫৫ পরিবারে গিয়ে ঠেকেছে৷

আজ মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসায় অনুদান হস্তান্তর কার্যক্রমের সূচনা হয়৷

অনুদান হস্তান্তর সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিয়ানাহ ট্রাস্টের অন্যতম উপদেষ্টা ও শামীমাবাদ মাদরাসার মুহতারাম মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, সিয়ানাহ ট্রাস্টের অন্যতম উপদেষ্টা ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব৷ সিয়ানাহ ট্রাস্টের আমীর মুফতি জিয়াউর রহমান৷ অর্থ যিম্মাদার হা, মাওলানা আসআদ বিন সিরাজ, সদস্য মুফতি সালেহ আহমদ, সদস্য মুফতি দানিয়াল মাহমুদ, সদস্য মাওলানা লুকমান হাকিম, মাওলানা হাবিবুল হক প্রমুখ৷

মাওলানা সৈয়দ শামীম আহমদ নিজের বক্তব্যে বলেন, এরকম বৈশ্বিক বিপর্যয়কর পরিস্থিতিতে সিয়ানাহ’র এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে। করোনার প্রভাবে পর্যদুস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।

মাওলানা শাহ মমশাদ আহমদ তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি গোষ্ঠী নিজের জ্ঞাতি ভাইদের জন্য কল্যাণমূলক কাজ করে যায়। সিয়ানাহ’র সদস্যবৃন্দ তরুণ আলেম হওয়ায় উলামায়ে কিরামের প্রয়োজন বুঝতে পেরে তাদের সাহায্যে এগিয়ে এসেছে যা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

স্বাগত বক্তব্যে সিয়ানাহ’র আমীর মুফতী জিয়াউর রহমান ট্রাস্টের আহবানে সাড়া দেওয়ায় দেশ বিদেশের সকল অনুদান প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এরকম মহতি কাজে অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানান।

-এ

The post আলেম পরিবারে সহায়তা কার্যক্রম শুরু করেছে সিয়ানাহ ট্রাস্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

দিল্লির একটি মসজিদে তাবলিগ জামাতে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদের তাবলিগ জামাতে অংশ নেয়া ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। জামাতে অংশ নেয়ার পর তারা করোনায় আক্রান্ত হন। আজ তাদের মৃত্যু হয়েছে। এর আগে কাশ্মীরের শ্রীনগরেও একজনের মৃত্যু হয়, যিনিও ওই জমায়েতে অংশ নেন।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয় সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন।

দিল্লির ওই তাবলিগ জামাতে অংশ নেওয়া ৩ শতাধিক মানুষকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এখন হাসাপতালে আইসোলেশনে রয়েছেন। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে ৯ ব্যক্তি তাদের মধ্যে একজনের স্ত্রীর দেহে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

মসজিদটির তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়েছিলেন যে মৌলানা তার নামে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবন্দি কেজরিওয়াল। পুলিশ বলছে, তারা ২৪ মার্চ থেকে আয়োজকদের মসজিদটি খালি করে দেওয়ার জন্য বলে আসছিলেন কিন্তু দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় অনেকে তাতে আটকা পড়েন।

মহামারি নোভেল করোনাভাইরাস ভয়াবহ সংক্রামক হওয়ায় মসজিদের ওই জামাতের মাধ্যমে ভাইরাসটি ভারতজুড়ে ব্যাপক হারে মানুষকে সংক্রমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জমায়েতে অংশ নেয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২ হাজার মানুষকে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে।

নিজামুদ্দিনের ওই জমায়েতের পরও সেখানে ছিলেন ১৪০০ মানুষ। ফলে ব্যাপক হারে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সিল’ করে দেয়া হয়েছে গোটা এলাকা।

-এ

The post দিল্লির একটি মসজিদে তাবলিগ জামাতে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2/

লকডাউনে সব শিক্ষককে পূর্ণ বেতন দিতে হবে পাকিস্তানে

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে করোনাভারাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৫ দিনের লকডাউন চলছে। এ সময় সব সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকদের পূর্ণ বেতন দেয়ার নির্দেশ দিয়েছে প্রদেশ সরকার। খবর ডন

সোমবার এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছে সিন্ধু প্রদেশ সরকার। সেখানে বলা হয়, লকডাউনের কারণে সব স্কুল বন্ধ থাকলেও বিদ্যালয়ে কর্মরত সবার বেতন নিশ্চিত করতে হবে।

আরো বলা হয়, এই মহামারি চলার সময় স্কুল কর্তৃপক্ষ কোনো শিক্ষক বা কর্মচারীকে চাকরী থেকে অব্যাহতি দিতে পারবে না। যদি কোনো স্কুল এ নিয়ম অমান্য করে তাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

পাকিস্তানে এখন পর্যন্ত ১৬২৫ জনের দেহে মরণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৮ জনের।

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১০৪ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৪ হাজার ১ জনের। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৫৪০ জন। সুস্থও হয়ে উঠছেন অনেকে। এই সংখ্যাটা ১ লাখ ৫২ হাজার।

-এ

The post লকডাউনে সব শিক্ষককে পূর্ণ বেতন দিতে হবে পাকিস্তানে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/

সৌদি আরবে করোনার চিকিৎসা ফ্রি

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওযান আল-রাবিয়াহ।

তিনি বলেন, সৌদি বাদশাহ সালমান মানুষের স্বাস্থ্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা খরচ এখন থেকে সরকার বহন করবে। যারা কারফিউ অমান্য করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ সোমবার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৫৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আট জনের। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৫ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫০ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার ৩৪৭ জনের। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ১০৭ জন। সুস্থও হয়ে উঠছেন ১ লাখ ৫৭ হাজার ৭৮ জন মানুষ। সূত্র: আরব নিউজ

-এ

The post সৌদি আরবে করোনার চিকিৎসা ফ্রি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be/

করোনা আতঙ্কে তিন হাজার বন্দির প্যারোলে মুক্তি দিলো ভারত!

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে তিন হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার আদালতের নির্দেশে ওই সব বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাজ্যের মোট ৬০টি কারাগার থেকে ৩ মাসের জন্য ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, একে তো করোনা আতঙ্ক, তার সঙ্গে চলছে লকডাউন। তার জেরেই নাজেহাল আমজনতা। স্বস্তিতে নেই বন্দিরাও। সংক্রমণের আতঙ্কে উদ্বেগে তারা।

মাত্র কয়েকদিন আগেই ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে দমদম কারা সংশোধনাগারে। করোনা আতঙ্কে আদালতের কাজও বন্ধ। প্যারোলে মুক্তি নিয়ে বন্দিদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। আর তার থেকেই পুলিশ এবং বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

খবরে বলা হয়েছে, সোমবার প্যারোলে মুক্তি পায় ২ হাজার ৫৯ জন বিচারাধীন বন্দি এবং ১ হাজার ১৭ জন সাজাপ্রাপ্ত আসামি। ৩ মাসের জন্য মুক্তি দেওয়া হয় তাদের। রাজ্যের প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়েছে সব থেকে বেশি। কমপক্ষে ৩০০ জনকে ছাড়া ওই জেল থেকে।

দমদম কারা সংশোধনাগার থেকে ১৫০ এবং বারুইপুর সংশোধনাগার থেকে ১০০ জন বন্দিকে ছাড়া হয়েছে। রাজ্যের জেলগুলিতে অশান্তির আশঙ্কা করেই দ্রুত প্যারোলে মুক্তি দেওয়া হলো মনে করা হচ্ছে।

শুধু মুক্তি দেয়নি জেল কর্তৃপক্ষ। লকডাউনের কারণে গাড়ি-ঘোড়া বন্ধ থাকায় তাদের গাড়ি করে প্রথমে সংশ্লিষ্ট থানায় এবং সেখান থেকে সোজা বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

-এ

The post করোনা আতঙ্কে তিন হাজার বন্দির প্যারোলে মুক্তি দিলো ভারত! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8/

তুরস্কে ইরানী ভিন্ন মতাবলম্বী হত্যা : ইরানী দূতাবাসের সংশ্লিষ্টতা !

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সাইবার সিকিউরিটি কর্মকর্তা ওরদানজানীকে হত্যার জন্য তুরস্ক ইরানী দূতাবাসের কর্মকর্তাদের অভিযুক্ত মনে করছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়ানি শাফাক।

ঊর্ধ্বতন দুই তুর্কি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, গত বছরের ১৪ নভেম্বর ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সাইবার কর্মকর্তা ওরদানজানী আততায়ীর গুলিতে মারা যান। তিনি ইরানের বিপ্লবী গার্ডের কঠোর সমালোচক ছিলেন।

রয়টার্সকে তুর্কি কর্মকর্তা আরও বলেন, কয়েক সপ্তাহ আগে আটক সন্দেহভাজন ব্যক্তিরা জানিয়েছে, তারা ইরানী দূতাবাসের গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনায় এই হত্যাকান্ড ঘটিয়েছেন।

ইস্তাম্বুল পুলিশ এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি তুরস্কে ইরানি দূতাবাসের সাথে সংশ্লিষ্টরাও কোন মন্তব্য করতে রাজি হয়নি।

অবশ্য তুর্কি কর্মকর্তারা বলছেন, তুরস্ক শীঘ্রই এ বিষয়ে ইরানের সাথে কথা বলবে।

 

The post তুরস্কে ইরানী ভিন্ন মতাবলম্বী হত্যা : ইরানী দূতাবাসের সংশ্লিষ্টতা ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac/

পিপিই সংকটে জিম্বাবুয়ের ডাক্তার ও নার্সদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

জিম্বাবুয়ের হাজার হাজার নার্স ও ডাক্তার পিপিই ব্যতীত চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। খবর, ইন্ডিপেন্ডেন্ট।

২৭ মার্চ ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে জানায়, জিম্বাবুয়েতে ইতোমধ্যে তিনজন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি একজন মারা গেছে। পার্শ্ববর্তী দেশ সাউথ আফ্রিকাতে ৭০৯ জন আক্রান্ত হয়েছে এবং তা দ্রুতই ছড়িয়ে পড়ছে।

জিম্বাবুয়ের হসপিটাল ও ডক্টর এসোসিয়েশনের প্রধান তাওয়ান্ডা বলেন, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিলে ডাক্তারটা করোনা মোকাবেলায় সামনের কাতারে থাকবে। বর্তমানে দেখা যাচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। অথচ ডাক্তাররা হ্যান্ডস গ্লাভস, মাস্ক ও গাউনের স্বল্পতায় ভুগছে।

জিম্বাবুয়ে নার্স এসোসিয়েশনের মহাসচিব বলেন, “আমাদের সদস্যরা মনে করছেন, সরকার তাদেরকে গুরুত্বের সাথে নিচ্ছে না। আমরা এই মারাত্মক মহামারী মোকাবেলায় নার্সদের ঝুকির মধ্যে ফেলতে পারি না।”

The post পিপিই সংকটে জিম্বাবুয়ের ডাক্তার ও নার্সদের কর্মবিরতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0/

ইফার বৈঠকে মসজিদে জামাত-জানাজা ও গুজব নিয়ে আলেমদের পরামর্শ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের দরুণ বিরাজমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা বিষয়ে দেশের বিশিষ্ট আলেমরা মসজিদের জামাত, জানাজা ও গুজবসহ নানা বিষয়ে আটটি পরামর্শ দিয়েছেন।

আজ সোমবার (৩০) ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা করোনাভাইরাস সংক্রমণের কারণে বিরাজমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে জরুরি বৈঠকে মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা বিষয়ে আলেমরা তাদের মতামতে বলেন-

এক. তওবা-ইস্তেগফার ও দোয়া
পৃথিবীতে যা কিছু হয় আল্লাহতায়ালার হুকুমে হয়, আবার তার হুকুমেই নিরাময় হয়। এ বিশ্বাস সব মুমিনের রাখা। চলমান মহামারি থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। সেই সঙ্গে সবার অপরিহার্য কর্তব্য হলো- সব ধরনের গোনাহ হতে বিরত থেকে তওবা-ইস্তিগফার করা এবং নিম্নে দোয়াগুলো সর্বদা পড়তে থাকা-

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিছছামায়ি ওয়া হুয়াস সামিয়ুল আলিম।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়ামিন সায়্যিইল আসকাম।

لَّاۤ إِلَـٰهَ إِلَّاۤ أَنتَ سُبۡحَـٰنَكَ إِنِّی كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِینَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।

দুই. সতর্কতা অবলম্বন
রোগ ও ক্ষতি থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। সতর্কতা অবলম্বন তাওয়াক্কুল পরিপন্থী নয়। বরং এটা নবী করিম সাল্লাল্লাহু আলালাইহি ওয়াসাল্লামের সুন্নত।

তিন. মসজিদ সংক্রান্ত
মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত থাকবে। তবে জুমা ও জামাতে মুসল্লিদেরর অংশগ্রহণ সীমিত থাকবে অর্থাৎ নিম্নলিখিত ব্যক্তিরা জুমা ও জামাতে অংশগ্রহণ করবেন না-
১. যারা করোনা ভাইরাসে আক্রান্ত,
২. যাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে,
৩. যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন,
৪. যারা উক্তরূপ মানুষের সংস্পর্শে গিয়েছেন,
৫. যারা বিভিন্ন রোগে আক্রান্ত,
৬. বয়োঃবৃদ্ধ, দুর্বল, মহিলা ও শিশু
৭. যারা অসুস্থদের সেবায় নিয়োজিত ও
৮. যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন তাদেরও মসজিদে না আসার অবকাশ রয়েছে।

যারা জুমা ও জামাতে অংশ নেবেন, তারা যাবতীয় সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করবেন। অজু করে নিজ নিজ ঘরে সুন্নত ও নফল আদায় করবেন। শুধু জামাতের সময় মসজিদে যাবেন এবং ফরজ নামাজ শেষে দ্রুত ঘরে চলে আসবেন। সাবান দিয়ে বারবার হাত ধোয়া, মাস্ক পড়া, জীবাণুনাশক দ্বারা মসজিদ ও ঘরের মেঝে পরিস্কার রাখাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা মেনে চলবেন। হঠাৎ হাঁচি-কাশি এসে গেলে টিস্যু বা বাহু দিয়ে মুখ ঢেকে রাখবেন।

চার. মসজিদের ইমাম-খতিব-মুয়াজ্জিন ও পরিচালনা কমিটির করণীয়
১. পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট-কাপড় সরিয়ে ফেলা।
২. জামাত সংক্ষিপ্ত করা,
৩. জুমার বয়ান, খুতবা ও দোয়া সংক্ষিপ্ত কর,
৪. বর্তমান সংকটকালে দরসে হাদিস, তাফসির ও তালিম স্থগিত রাখা,
৫. অজুখানায় পর্যাপ্ত সাবান ও টিস্যু রাখা,
৬. বর্তমান পরিস্থিতিতে জামাতের কাতারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো,
৭. ইশরাক-আওয়াবিন, কোরআন তেলাওয়াত, জিকির ও অন্যান্য আমল ঘরে করা ও
৮. ঢাকাসহ দেশের কোনো মসজিদে যদি কোনো বিদেশি মেহমান থাকেন তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

পাঁচ. করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজা
হাদিসের বর্ণানুযায়ী মহামারিতে মৃত মুমিন ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। করোনায় মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে করা জরুরি। করোনায় মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা করুন। তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ বা কোনোরূপ অসহযোগিতা করা শরিয়তবিরোধী ও অমানবিক।

ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বৈঠকে দেশের শীর্ষ আলেমরা, ছবি: বার্তা২৪.কম
ছয়. দান-সদকা
হাদিস শরিফে আছে দান-সদকা দ্বারা বালা-মসিবত দূর হয়। এই সংকটকালীন সময়ে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে দুস্থ ও অসহায়দের বেশি বেশি দান-সদকা করুন। নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।

সাত. গুজব সৃষ্টি না করা
এ সমস্ত বিষয়ে গুজব মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই গুজব সৃষ্টি করা বা গুজবে বিশ্বাস করা সর্বোতোভাবে বর্জন নিশ্চিত করতে হবে।

আট. প্রচার-প্রচারণা
আলেমদের এ আহ্বান আন্তরিকতার সঙ্গে ব্যাপক প্রচার ও বাস্তবায়নের জন্য দেশের সব মসজিদের ইমাম-খতিব, মসজিদ কমিটি, গণমাধ্যম, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মানুষকে উদাত্ত আহ্বান জানানো হয়।

বৈঠকে করোনাভাইরাসের এই সংকটকালে শরিয়তের দিক-নির্দেশনা চেয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলেমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানান।

সভায় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ, মিরপুর আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ, জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব মুফতি মো. নূরুল আমীন, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. আল্লামা কাফীলুদ্দীন সরকার সালেহী, জামেয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী, আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, দারুল উলূম রামপুরার মুহতামিম মুফতি ইয়াহ্ইয়া মাহমুদ, জামিয়াতুল উলুমের মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমাদ, ঢাকা আলিয়ার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, নারায়ণগঞ্জ ভূমিপল্লী আবাসন জামে মসজিদের খতিব শায়খ আহমাদুল্লাহ, তেজগাঁও জামেয়া ইসলামিয়ার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ুর রহমান খান ও মুফাসসির ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম মাওলানা মুহিউদ্দীন কাসেম, চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, বড় কাটরা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম মাদানী, শামসুল উলূম মাদ্রাসার মুহতামিম মুফতি শারাফাত হোসাইন, মাদানীনগর মাদ্রাসার মুহতামিম মুফতি ফয়জুল্লাহ এবং উস্তাদ মুফতি মাহবুবুর রহমান অংশগ্রহণ করেন।

এছাড়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, পটিয়া মাদরাসার আল্লামা আবদুল হালিম বোখারি, গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষা সচিব মুফতি নুরুল ইসলাম, চট্টগ্রাম নানুপুর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ সালাহ উদ্দীন, সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম জামেয়া আহমদিয়ার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ অছিউর রহমান ও জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহসহ অন্য আলেমদের কাছ থেকে ই-মেইলে মতামত গ্রহণ করা হয়।

-এ

The post ইফার বৈঠকে মসজিদে জামাত-জানাজা ও গুজব নিয়ে আলেমদের পরামর্শ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9c/

শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু, তিন জেলায় ৭০ বাড়ি লকডাউন

ফাতেহ ডেস্ক জ্বর-কাশি ও শ্বাসকষ্টে তিন জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের ৭০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

দিনাজপুরের বিরামপুরে জ্বর-কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় কাজ করার সময় প্রবাসীর সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার বাড়িসহ পাশের ৫০টি বাড়ির মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে গতরাতে শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা গেছেন। পরে তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। মরদেহের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইইডিসিআরে।

কুষ্টিয়ায় জ্বর-ঠান্ডা ও শ্বাসকষ্টে মারা গেছেন এক ইজিবাইক চালক। তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। তার সংস্পর্শে যাওয়া দুই চিকিৎসক স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

দেশে প্রথম কভিড রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ জন। মারা গেছেন পাঁচ জন। আর সুস্থ হয়েছেন ১৯ জন।

-এটি

The post শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু, তিন জেলায় ৭০ বাড়ি লকডাউন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

করোনায় আক্রান্তের শঙ্কায় নেতানিয়াহু

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক সহযোগী। এতে করে নেতানিয়াহুরও ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি যে, তিনি করোনায় আক্রান্ত কি না।

জানা যায়, গত ১৫ মার্চ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেতানিয়াহুর করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়। তাতে ফলাফল নেগেটিভ আসলেও তার সহযোগী ভাইরাসে আক্রান্ত হওয়ায় নতুন শঙ্কা দেখা দিয়েছে। তার ওই সহযোগী ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভাইরাসটিতে আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা বেশ ভালো। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে- ভাইরাসে সংক্রমিত অবস্থাতেই তিনি বেশ করেকবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত সপ্তাহে তিনি নেসেটের এক অধিবেশনেও অংশ নিয়েছেন, যার নেতৃত্ব দেন নেতানিয়াহু।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেউ করোনায় আক্রান্ত হলে অবশ্যই ১৪ দিনের আইসোলেশনে চলে যেতে হবে। তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরও আইসোলেশনে যেতে হবে এবং তাদের পরীক্ষা করাতে হবে।

কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নেতানিয়াহুকে আইসোলেশনে রাখা এবং তার ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা আবারো করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেননি।

এখন পর্যন্ত ইসরায়েলে ৪ হাজার ২৪৭ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের।

তবে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সহযোগীর রেজাল্ট পজিটিভ হওয়ায় সেল্ফ আইসোলেশনে আছেন নেতানিয়াহু। সূত্র:

The post করোনায় আক্রান্তের শঙ্কায় নেতানিয়াহু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমাদের প্রশংসা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বাংলাদেশের কাজের প্রশংসা করেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের চেষ্টা থাকবে চিকিৎসার বাইরে যেন কেউ না থাকে। ইতোমধ্যে দেশে ১১টি করোনা ল্যাব স্থাপন করা হয়েছে। সামনে আরো ১৭টি নতুন ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি টেকনিশিয়ানসহ অন্যান্য যারা করোনা রোগীর স্যাম্পল কালেকশন করেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি বলেন, করোনা টেস্ট যেন দ্রুততম সময়ের মধ্যে করা যায় এবং আক্রান্তদের চিকিৎসা করে সুস্থ করা যায় সেজন্য ল্যাবের পরিধি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বাংলাদেশের কাজের প্রশংসা করেছে। তাই চাইবো চিকিৎসার বাইরে যেন কেউ না থাকে।

চিকিৎসক ও নার্সরা ভালো কাজ করছেন জানিয়ে তিনি বলেন, সবার প্রতি অনুরোধ আপনারা যার যার কর্মস্থলে উপস্থিত থাকবেন। প্রত্যেকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিডিয়ার কাছে অনুরোধ থাকবে আপনারা এমন কোনো তথ্য দেবেন না, যার মাধ্যমে দেশবাসী আতঙ্কিত হয়।

সাংবাদিকদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আপনারা সুন্দর কাজ করেছেন। চাইবো সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। তবে কোনো কিছুর অভাব রয়েছে এমন তথ্য দেয়া ঠিক না। দেশে কিট-পিপিইর কোনো অভাব নেই, পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। তাই ভালো তথ্য দিয়ে মানুষকে আশ্বস্ত করতে হবে।

-এ

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমাদের প্রশংসা করেছে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93/

Sunday, March 29, 2020

ভাড়াটিয়ারা ব্যর্থ হলে বাড়ি ভাড়া দেবে দিল্লি সরকার

ফাতেহ ডেস্ক

আগামী দুই থেকে তিন মাস ভাড়াটিয়ারা যদি বাড়ি ভাড়া দিতে অসমর্থ হয়, তাহলে তাদের বাড়ি ভাড়া পরিশোধ করবে দিল্লি সরকার। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে নাগরিকদের সাধারণ জীবনযাপন করতে যাতে তাদের বেগ পেতে না হয়, সেজন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতকাল রোববার অনলাইনে এক প্রেস কনফারেন্সে এই প্রতিশ্রতি দেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সব বাসাবাড়ির মালিকদের অনুরোধ করব, সামনের দুই থেকে তিন মাস বাড়ি ভাড়া আদায়ের জন্য জবরদস্তি করবেন না। দয়া করে কয়েক মাসের জন্য এটা স্থগিত রাখুন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যদি কেউ বাড়ি ভাড়া দিতে অসমর্থ হয় তাহলে সরকার তাদের হয়ে বাড়ি ভাড়া দিয়ে দেবে।’

‘এরপরও যদি কোনো বাসাবাড়ির মালিক বাড়ি ভাড়া আদায়ে জবরদস্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে’-যোগ করেন কেজরিওয়াল।

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে মোদি সরকার। এ সময় অসহায় লোকদের সহায়তায় সমাজের শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তশালী পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে রাজ্যের অসহায় ও গরিব লোকদের সহায়তায় এগিয়ে এসেছে কেজরিওয়ালের সরকার। অভাবী ও গরিব লোকদের জন্য ৪৬৮টি হাঙ্গার রিলিফ সেন্টার ও ২৩৯টি নাইট শেল্টার চালু করা হয়েছে।

রোববার রাত আটটা পর্যন্ত পাওয়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ পর্যন্ত ভারতে মোট এক হাজার ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭ জন। আর সুস্থ হয়েছেন ৯৬ জন।

-এ

The post ভাড়াটিয়ারা ব্যর্থ হলে বাড়ি ভাড়া দেবে দিল্লি সরকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/

করোনা ভেবে ৬ হাসপাতাল ঘুরে বিনাচিকিৎসায় মৃত্যু!

ফাতেহ ডেস্ক

অ্যাম্বুলেন্সে করেই রাজধানীতে ১৬ ঘণ্টা ঘুরলেন মস্তিষ্কের রক্তক্ষরণের রোগী মো. আলমাছ উদ্দিন। কিন্তু ৫টি হাসপাতালের একটিতেও তার ঠাঁই হয়নি। অবশেষে চিকিৎসা ছাড়াই নিলেন চিরবিদায়। শনিবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে বাবা আলমাছ উদ্দিনকে নিয়ে সন্তানেরা পাঁচটি হাসপাতালে ঘুরেছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা ছাড়াই রোববার (২৯ মার্চ) সকালে মারা যান তিনি।

আলমাছ উদ্দিনের মেয়ের বলেন, শনিবার সকাল ৮টায় বাবাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় আমাদের বাসাবোর বাসা থেকে। অনেকগুলো হাসপাতাল ঘুরে রাত ১২টার দিকে অনেক দেনদরবারের পর একটি হাসপাতাল নিল। কিন্তু বাবাকে বাঁচানো গেল না। আমার বাবা একরকম বিনা চিকিৎসায় মারা গেল। কী যে কষ্ট!’

মেয়ে জানালেন, বাবা আলমাছ উদ্দিনের পেটের পুরোনো রোগ। শুক্রবার ভীষণ ডায়রিয়া, সঙ্গে জ্বর। কিছুক্ষণ পর কথা জড়িয়ে যেতে থাকে তার। তখনই পরিবারের লোকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন। এমনিতে দুটি বেসরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসা করাতেন তিনি। জ্বর-ডায়রিয়া শুনে তারা নিতে চাননি। পরদিন শাহবাগের একটি বড় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে বুকের এক্স-রে করে নিউমোনিয়া মতো মনে হচ্ছিল। করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যাচ্ছে দেখে তারা রাখেননি।

সেখান থেকে তারা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেন। তাদের আইসোলেশন ওয়ার্ড আছে। রোগী ভর্তি করা যাবে এই আশ্বাস পেয়ে অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যাওয়া হয় আলমাছ উদ্দিনকে। কর্তৃপক্ষ রাখতে রাজি হলেও, চিকিৎসকেরা আসেননি। ওই হাসপাতাল থেকে সরকারি একটি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ভর্তি নেয় তারা। কিন্তু জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানোর সময় চিকিৎসকদের মধ্যে বিরোধ দেখা দেয়।

করোনাভাইরাসের ব্যাপারে নিশ্চিত তথ্য না পেলে রোগী রাখবেন না বলে জানান। তারা কুয়েত মৈত্রী হাসপাতালে যান। পৌঁছানোর আগে আইইডিসিআরে যোগাযোগ করেন। সন্ধ্যার পর আলমাছ উদ্দিনের অ্যাম্বুলেন্স পৌঁছায় কুয়েত মৈত্রীর গেটে।

তারা লক্ষণ দেখে বলেন, রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে হচ্ছে না। কিন্তু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাকে আইসোলেশনে থাকতে হবে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা থাকলে বিপদ। এভাবে ছয় হাসপাতালে গিয়েও বাবাকে ভর্তি করাতে পারেননি সন্তানেরা।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যখন এভাবে ছুটছেন আলমাছ উদ্দিন, তখন এলাকার মুক্তিযোদ্ধারা এগিয়ে আসেন। আলমাছ উদ্দিনের মেয়ে বলেন, ‘বাবা মুক্তিযোদ্ধা। কিন্তু এই পরিচয় দিয়ে কখনও কোনো সুবিধা নেওয়া পছন্দ করতেন না। আমরাও তাই কোনো হাসপাতালে গিয়ে এই পরিচয় দিইনি।’ মুগদা জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ওয়ার্ড আছে। মুক্তিযোদ্ধারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ভর্তির ব্যবস্থা করেন। কিন্তু সেখানেও বিপত্তি। হাসপাতালের সিটিস্ক্যান, এমআরআই মেশিন নষ্ট। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।

-এ

The post করোনা ভেবে ৬ হাসপাতাল ঘুরে বিনাচিকিৎসায় মৃত্যু! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0/

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত সোয়া ৭ লাখ

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৭ লাখ ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের। তবে সুস্থ হয়ে উঠেছেন দেড় লাখ মানুষ।

এদিকে, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফসি। সিএনএনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। এরপর পরই, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্বের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেন।

রাশিয়ায় করোনার প্রকোপ বাড়তে থাকায় রাশিয়ার রাজধানী মস্কোতে শহরভিত্তিক কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হতে পারবেনা বলে সতর্কতা জারি করা হয়েছে।

-এ

The post বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত সোয়া ৭ লাখ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/

ফিলিপাইনে চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বিধ্বস্তে নিহত ৮

ফাতেহ ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জরুরী চিকিৎসা সামগ্রী নিয়ে উড্ডয়নের সময়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির রেডক্রসের প্রধানসহ ৮ জন।

লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হেনাডা যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন চিকিৎসক, একজন রোগি ও তার আত্মীয় এবং ফিলিপাইন রেডক্রসের প্রধান, সিনেটর রিচার্ড গর্ডন ছিলেন।

এছাড়াও ছিলেন তিনজন ফ্লাইট ক্রু। ফিলিপাইন বিমানবন্দরের পরিচালক এড মনরিয়াল বলেন, এদের মধ্যে একজন মার্কিন, একজন কানাডিয়ান ও বাকিরা ফিলিপাইনের নাগরিক। এদের কেউ বেঁচে নেই বলে তিনি নিশ্চিত করেন। সামরিক বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদাভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানান তিনি।

-এ

The post ফিলিপাইনে চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বিধ্বস্তে নিহত ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/

করোনা ‘আল্লাহর শাস্তি’ দাবি করে ফেসবুকে পোস্ট করায় সৌদিতে গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনায় স্থবির পুরো বিশ্ব। করোনা নিয়ে বিজ্ঞানীরা এখন মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষেধক নিয়ে গবেষণা করছেন।

এমন অবস্থায় করোনা ভাইরাসকে আল্লাহ প্রদত্ত শাস্তি দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সৌদি আরবে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ।

দেশটির পাবলিক প্রসিকিউশন টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।

সৌদির পাবলিক প্রসিকিউশন আরো জানায়, এক ভিডিও বার্তায় করোনাসংকট নিয়ে বিদ্রূপ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া ব্যক্তিকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম প্রকাশ হয়নি। তবে দেশটির সামাজিম মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় নিয়ে জল্পনা চলছে।

ধারণা করা হচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি। যিনি এক ভিডিও বার্তায় বিপর্যয় এবং মহামারীকে আল্লাহর শাস্তি বলে উল্লেখ করেছেন।

এছাড়া ধারণা করা হচ্ছে গ্রেফতার হওয়া আরেক ব্যক্তির নাম ইব্রাহিম আল-দুওয়াইশ, যিনি দেশটির একজন ধর্মপ্রচারক। গত বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন বলে অভিযোগ উঠে।

গ্রেফতার হওয়া আরেক ব্যক্তি খালেদ আবদুল্লাহ, তিনি করোনা নিয়ে বিভ্রান্তি কর টুইটারে পোস্ট করেন বলে অভিযোগ। তবে গ্রেফতার হওয়া চতুর্থ ব্যক্তি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

-এ

The post করোনা ‘আল্লাহর শাস্তি’ দাবি করে ফেসবুকে পোস্ট করায় সৌদিতে গ্রেপ্তার ৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6/

করোনায় মক্কার ইমামদের নতুন শিডিউল

ফাতেহ ডেস্ক

পবিত্র মক্কা নগরীর মসজিদে হারামে সব সময়ই একাধিক ইমাম ও মোয়াজ্জিন নামাজ এবং আজান পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মহামারি করোনার কারণে এবার নামাজ ও আজানের দায়িত্ব পালনে ইমাম ও মোয়াজ্জিনদের বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মসজিদে হারামে ইমাম এবং মোয়াজ্জিনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে হারামাইন কর্তৃপক্ষ। হারামাইনের প্রেসিডেন্ট ও মসজিদে হারামের প্রধান খতিব শায়খ ড. আবদুর রহমান আস সুদাইসি সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ এ নির্দেশনা জারি করেন।

জানা গেছে, মসজিদে হারামের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য করোনা থেকে নিরাপদে হোমকোয়ারেন্টাইনে থাকার সুযোগ করে দিতেই এ নতুন নিয়ম করা হয়েছে।

গতকাল রোববার (২৯ মার্চ থেকে) থেকে কাবা শরিফ তথা মসজিদে হারামে নতুন নিয়মে নামাজের আজান ও জামাত অনুষ্ঠিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত মোট ৭ দিন সাতজন ইমাম নামাজের জামাত পরিচালনা করবেন। এর আগে একদিনে কয়েকজন ইমাম বিভিন্ন ওয়াক্তে ইমামতি করতেন।

নতুন শিডিউল অনুযায়ী রোববার (২৯ মার্চ) শায়খ আবদুর রহমান আস সুদাইসি, সোমবার (৩০ মার্চ) শায়খ সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ শোরাইম, মঙ্গলবার (৩১ মার্চ) শায়খ ইয়াসির ইবনে রাশেদ আদ দুসাইরি, বুধবার (১ এপ্রিল) শায়খ ড. ফায়সাল জামিল গাজাওয়ি, বৃহস্পতিবার (২ এপ্রিল) শায়খ ড. আবদুল্লাহ আওয়াদ আল জুহানি, শুক্রবার (৩ এপ্রিল) শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ও শনিবার (৪ এপ্রিল) শায়খ মাহের বিন হামাদ আল মুয়ায়ক্বিলি নামাজ পড়াবেন।

এই সাত ইমাম পবিত্র কাবা শরিফে একদিন করে জামাতের ইমামতি করবেন। এ ছাড়া কাবা শরিফের মোয়াজ্জিনদের মধ্যে প্রতিদিন দু’জন আজানের দায়িত্ব পালন করবেন।

-এ

The post করোনায় মক্কার ইমামদের নতুন শিডিউল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4/

করোনা থেকে মুক্তির জন্য আল্লামা আহমদ শফীর বিশেষ দোয়া আজ

ফাতেহ ডেস্ক

করোনভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মু‌ক্তির জন্য হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার (২৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মু‌ক্তি পেতে আল্লাহতায়ালার দরবারে আল্লামা শাহ আহমদ শফীর প‌রিচালনায় সোমবার বেলা ২টায় বিশেষ দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্ত গৃ‌হিত হয়েছে।

আমিরে হেফাজতের কার্যালয় থেকে প‌রিচা‌লিত বিশেষ দোয়‌া ও মোনাজাতে ‌দেশ-বি‌দেশের সবাইকে নিজ নিজ স্থান থে‌কে ফেসবুক লাইভের মাধ্যমে অংশ নেওয়ার জন্য বি‌নীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

সেই সঙ্গে সোমবার সকাল থেকে খত‌মে সূরা ইয়া‌সিন, সূরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ অনুযায়ী দান-সদকা করার জন্য বিশেষভাবে অনু‌রোধ করা হলো। কেননা হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই দান-সদকা আল্লাহতায়ালা রাগ প্রশ‌মন ক‌রে এবং অযা‌চিত মৃত্যু দূর করে।’

মুনাজাত হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থে‌কে সরা‌সরি সম্প্রচার করা হবে। সবাইকে ওই সময় লাইভে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

-এ

The post করোনা থেকে মুক্তির জন্য আল্লামা আহমদ শফীর বিশেষ দোয়া আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86/

করোনা পরিস্থিতি বুঝে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত!

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য দেশ যখন লকডাউনের পথে বেছে নিয়েছে, সেখানে একটু ভিন্ন কৌশলে এগিয়েছে বাংলাদেশ। করোনার প্রাদুর্ভাবের মূল কেন্দ্রবিন্দু গণজমায়েত ঠেকাতে সরকারি ছুটি এবং সাধারণ ছুটি মিলে টানা ১০ দিনের ছুটি ঘোষণা দেয় সরকার। এরপর দেশজুড়ে পরিস্থিতি পাল্টেছে।

জনসমাগম কমাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অফিস-আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসমাগম কঠোরভাবে নিরুৎসাহিত করছে প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও প্রয়োজনীয় ছাড়া খোলা নেই অন্যসব দোকানপাট, ব্যস্ত সড়কগুলোও পুরোটাই ফাঁকা। ফুটপাতের দোকান, মুদি দোকান, চায়ের দোকান সবই বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বের হলে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।

তবে নাগরিকদের নিরাপদ রাখতে সরকারের এসব উদ্যোগের পর এখন নতুন আলোচনা সরকারি ছুটির শেষে কি হবে। ইতোপূর্বে সরকারি ছুটি ঘোষণার পর পরই বাস, ট্রেন, লঞ্চ, ফেরিতে চড়ে হাজার হাজার মানুষ তাদের গ্রামের বাড়ি ছুটে গেছেন, সরকারি ছুটে শেষে একইভাবে নগরে ফিরবেন তারা। নগরে ফেরা এসব মানুষদের কিভাবে সচেতন করা হবে এবং সার্বিক বিবেচনায় সরকারি ছুটি বাড়বে কিনা এমন প্রশ্ন উঠেছে।

করোনা পরিস্থিতি নিয়ে রোববার (২৯ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আগামী ৪ এপ্রিল সরকারি ছুটি শেষ হচ্ছে, সে সময় দলে দলে মানুষ ঢাকায় ফিরবে। সরকারকে এ বিষয়ে কোনোপরামর্শ দেওয়া হয়েছে কিনা, কিভাবে মানুষকে সচেতন করা উচিত। ছুটি শেষ হলে ভিড় ঠেকাতে পারবো কিনা।

এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ৪ এপ্রিল ছুটি শেষ হচ্ছে। আমরা পর্যবেক্ষণ করব, দেশবাসী করবে এবং প্রধানমন্ত্রীও করবেন। যদি কিনা ১০ দিনে আমাদের দেশের এবং পৃথিবীর পরিস্থিতি মোটামুটি একটি সহনশীল অবস্থায় আসে তখন এক ধরনের চিন্তা হবে। তাহলে অবশ‌্যই প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবো যে বর্তমান পরিস্থিতি দেখে একটি পদক্ষেপ গ্রহণ করা।

হয়ত সে সময় এটা (ছুটি) শেষ হয়ে যেতে পারে, অথবা তিনি যদি বাড়াতে চান তিনি পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেবেন। কিন্তু এটিও আমাদের বুঝতে হবে প্রধানমন্ত্রী যখন ছুটির ঘোষণা দিলেন আমরা যেভাবে ট্রেনে, বাসে ও লঞ্চে গিয়েছি। আমি অবশ্যই স্বাস্থমন্ত্রী হিসাবে বলব এটা সংক্রমণের পরিবেবেশ তৈরি করে দিয়েছে। তাই যারা ঢাকায় ফিরবেন সতর্কভাবে তাদের ফিরে আসা উচিত।

এর আগে করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হয়। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি ।

-এ

The post করোনা পরিস্থিতি বুঝে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f/

করোনা সংকটে চীনা মাস্ক ব্যবসায়ীর ১.৯ বিলিয়ন ডলার মুনাফা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী ভয়ংকর রুপ ধারণ করা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন দেশের সরকার মাস্কের জন্য বিভিন্ন কোম্পানীর দ্বারস্থ হচ্ছে। এই সুযোগে চীনা মাস্ক ব্যবসায়ী ইউ জিয়াওমিং মাত্র ছয় সপ্তাহের মধ্যে মাস্ক বিক্রি করে ১.৯ বিলিয়ন ডলার মুনাফা করেছেন।

ফিনান্সিয়াল টাইমসের সূত্রে আরাবী21 ২৮ মার্চ তাদের এক প্রতিবেদনে জানায়, চীনের ডন পলিমারের মালিক ইউ জিয়াওমিং জানুয়ারী মাস থেকে মাত্র ছয় সপ্তাহের মধ্যে ১.৯ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

ব্যবসায়ী এক সাক্ষাতকারে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের কোম্পানি বিভিন্ন ধরণের মাস্ক তৈরীর ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। চীনে মাস্ক তৈরীর প্রধান একটি কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি।

চীনে বর্তমানে ছোট-বড় বিভিন্ন কোম্পানি মাস্ক তৈরীর কাজে মনোযোগ দিয়েছে। এটি উন্নত মানের মাস্ক তৈরীর ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান ব্যবসায়ী ইউ জিয়াওমিং।

The post করোনা সংকটে চীনা মাস্ক ব্যবসায়ীর ১.৯ বিলিয়ন ডলার মুনাফা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%8d/

বিলাসবহুল হোটেলে ২০ উপপত্নী নিয়ে থাই রাজার স্বেচ্ছা আইসোলেশন

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজা  ২০ নারীকে নিয়ে জার্মানির বিলাসবহুল হোটেলে স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, আজ ২৯ মার্চ থাইল্যান্ডের রাজা রানা এক্স (৬৭) জার্মানির আলপিন পাহাড়ের চূড়ায় অবস্থিত ফোরস্টার গ্রান্ড হোটেলে ২০ নারীসহ স্বেচ্ছা আইসোলেশনে গিয়েছেন। তবে রাজার সাথে তার চার স্ত্রী আছে কি না সংবাদসূত্র নিশ্চিত করতে পারেনি।

যদিও জার্মানির সরকার এই অঞ্চলের সকল ঘরবাড়ী ও টুরিস্ট স্পট বন্ধ করে দিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন রাজাকে থাকার বিশেষ অনুমতি দিয়েছেন। রাজা পুরো হোটেলটিই বুকিং দিয়েছেন। অবশ্য রাজার সাথে থাকা ১১৯ জন ব্যক্তিকে করোনা আতংকে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে।

যখন দেশে করোনাভাইরাসে ১২৪৫ জন আক্রান্ত, তখন রাজার এমন বিলাসবহুল আয়োজনকে সাধারণ থাইরা মেনে নিতে পারছে না।

থাইল্যান্ডে রাজার সমালোচনাকে কঠোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তবুও সেখানে “আমাদের কেন একজন রাজার দরকার” একজনের এমন হ্যাশট্যাগটি মাত্র ২৪ ঘন্টায় ১.২ মিলিয়ন বার রিটুইট হয়েছে।

The post বিলাসবহুল হোটেলে ২০ উপপত্নী নিয়ে থাই রাজার স্বেচ্ছা আইসোলেশন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%a4/

নাগরিক গ্রহণে অনিচ্ছা বাহরাইনের, এগিয়ে আসলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক

কাতার এয়ারপোর্টে আটকে পড়া ৩১ জন নাগরিককে গ্রহণে বাহরাইনের অসম্মতির প্রেক্ষিতে কাতারেই থাকার ব্যবস্থা করেছে কাতার সরকার।

কাতার সরকারের যোগাযোগ দপ্তরের সূত্রে নিউ আরব জানায়, ২৭ মার্চ ইরান থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে বাইরাইনের ৩১ জন নাগরিক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করেন।

বাহরাইন নাগরিক ফিরিয়ে নেয়ার প্রস্তাব নাকচ করে দেয়। আটকে পড়া বাহরাইনের নাগরিকদের প্রয়োজনে কাতার নিজ খরচে বিশেষ বিমানে বাহরাইন পৌঁছে দেয়ার প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করে দেশটি।

কাতার সরকার জানায়, কাতারে অবস্থানরত সকলের জীবন আমাদের কাছে  গুরুত্বপূর্ণ। ইরান থেকে আগত বাহরাইনের নাগরিকদের কাতারের বিশেষ হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যতদিন তারা কাতার ত্যাগ করতে না পারে, কাতার সরকারের অর্থায়নে তারা এখানে থাকতে পারবে।

 

The post নাগরিক গ্রহণে অনিচ্ছা বাহরাইনের, এগিয়ে আসলো কাতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be/

করোনায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

ফাতেহ ডেস্ক

করোনা নিয়ে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে হুঁশিয়ার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে পেশাদার ও মানবিক হওয়ার আহ্বানও জানান জাভেদ পাটোয়ারী।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার,পানি ও মাস্ক বিতরণ করছেন তারা।

রাজধানীর ৫০টি থানা থেকে প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুধু ঢাকাতেই নয়, সারাদেশে করোনা মোকাবিলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানান মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারী।

করোনা মোকাবিলায় পুলিশের কিছু সদস্যের অতি উৎসাহী ভূমিকা বাহিনীকে বিব্রত করছে মন্তব্য করে আবারো মানবিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

এর আগে চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্যসেবার বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়।

-এ

The post করোনায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d/

করোনা এবার প্রাণ গেল স্পেনের রাজকুমারীর

ফাতেহ ডেস্ক

করোনার প্রকোপে এবার শোকের ছায়া নামল স্পেনের ‘পারমা-বারবন’ রাজপরিবারে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজকুমারী মারিয়া তেরেসার। বয়স হয়েছিল ৮৬ বছর। নোভেল করোনার জেরে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল।

ফেসবুকে মারিয়া তেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ।

তিনি জানান, সম্প্রতি মারিয়ার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। সেই অবস্থায় শুক্রবার প্যারিসে মৃত্যু হয়েছে তার। শুক্রবার মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া তেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন। ফ্রান্সেই পড়াশোনা করেন তিনি। ইউনিভার্সিটি এব প্যারিস এবং মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেন। স্বাধীনচেতা এবং স্পষ্টবাদী হিসাবেই পরিবারে পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিজের কোনো সন্তান নেই।

ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। তার মধ্যেই মারিয়া টেরেসার মৃত্যুর খবর সামনে এল। গত কয়েক মাসে স্পেনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত ৭৩ হাজার মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছ’হাজার ছুঁইছুঁই।

-এ

The post করোনা এবার প্রাণ গেল স্পেনের রাজকুমারীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87/

নাটোরের বাগাতিপাড়ায় ৭ বাড়ি লকডাউন, বাড়িতে লাল পতাকা

ফাতেহ ডেস্ক

নাটোরের বাগাতিপাড়ায় শরীরে উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল করোনা সন্দেহে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠায়।

এ ঘটনায় উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওই ছাত্রের বাড়িসহ আশে-পাশের ৭টি বাড়িকে লকডাউনে রাখা হয়েছে। সেই সাথে ওই ছাত্রের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অবহিত হয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকের একটি দল ওই ছাত্রের বাড়িতে যায়। তার শরীরে করোনা উপসর্গ থাকায় তাকে ওইদিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ছাত্র ঢাকার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র।

তিনি আরো জানান, ছাত্রটি বিদেশ ফেরতের সংস্পর্শে এসেছিলেন এবং গত ১৯ তারিখে সে সর্দ্দি-কাশি ও জ্বর নিয়ে গ্রামের বাড়ি বাগাতিপাড়ায় আসে। পরে তার শ্বাসকষ্টও শুরু হয়।

ওই ছাত্র মুঠো ফোনে জানান, শনিবার রাতে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকগণ রোববার সকালে তাকে করোনা নয় বরং অ্যাজমা রোগে আক্রান্ত জানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, বাজিতপুর গ্রামের ওই ছাত্রের বাড়ি সংলগ্ন ৭টি বাড়ি কার্যত অন্য বাড়িগুলো থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই ৭ বাড়ির বাসিন্দাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আইসোলেশন থেকে ওই ছাত্রকে বাড়িতে পাঠানোর খবরও তিনি জেনেছেন। তবে তাকে যেহেতু পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি তাই তাদের বাড়ির সব সদস্যদেরকে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

-এ

The post নাটোরের বাগাতিপাড়ায় ৭ বাড়ি লকডাউন, বাড়িতে লাল পতাকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%be/

মসজিদ চালু রাখতে হবে: ইফার বৈঠকে আলেমদের সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক

সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যেও দেশের সকল মসজিদ চালু রাখা এবং জুমার জামাতসহ সকল জামাত চালু রাখার পূর্বের মতামতে অনড় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। এমনকি পরিস্থিতির আরো অনবতি হলেও কোনভাবেই মসজিদ বন্ধ করা যাবেনা বলে মত দিয়েছেন অনেকে। তবে সেক্ষেত্রে উপস্থিতি একেবারে সীমিত করে সেটা চালু রাখতে হবে বলে মতামত এসেছে।

আজ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলেমরা তাদের এই মতামত ব্যক্ত করেন। সংস্থার আগারগাঁস্থ কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হওয়া বৈঠকটি বেলা তিনটার দিকে শেষ হয়।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে মসজিদ বন্ধের ব্যাপারে মিশরের আলআজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া এবং কয়েকটি মুসলিম রাষ্ট্রে নামাজ বন্ধ করার বিষয়কে সামনে রেখে বাংলাদেশেও মসজিদ বন্ধ রাখা বা মুসল্লিদের মসজিদে যেতে বিরত থাকতে অনুরোধ করা যায় কিনা- মতামত জানতে দ্বিতীয়বারের মতো আলেমদের ইফায় ডাকা হয়। ঢাকার বাইরে অবস্থান নেয়া কিছু আলেমেরও মতামত নেয়া হয় ফোনে।

নতুন কিছু না থাকায় এই বৈঠকের ব্যাপারে ইফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বিজ্ঞপ্তি দেয়ার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করছেন না কর্মকর্তারা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা মাহফুজুল হক, ড. মাওলানা কাফিলউদ্দীন সরকার সালেহি, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, পেশ ইমাম মুহিব্বুল্লাহিল বাকী নদভি প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব আনিস মাহমুদসহ উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ মার্চ আলেমদের নিয়ে ইফা বৈঠকে বসে মতামত নিয়ে আলেমদের তিনটি আহবান প্রচার করেছিল। মসজিদেরর জামাতে মুসল্লি সীমিত করা এবং ব্যক্তিসুরক্ষা নিয়ে মসজিদে যাওয়া এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

এর আগে গত ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে ইফা মুসল্লিদের বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে মসজিদে যেতে পরামর্শ দিয়েছিল। অসুস্থ ব্যক্তি, জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

-এ

The post মসজিদ চালু রাখতে হবে: ইফার বৈঠকে আলেমদের সিদ্ধান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0/

করোনা পরীক্ষায় ১১ ল্যাব প্রস্তুত

ফাতেহ ডেস্ক

দেশে গেল ৪৮ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করেছে সংস্থাটি।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিং-এ সংস্থার পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। মন্ত্রী বলেন, করোনা শনাক্তের পরীক্ষার জন্য ১১টি ল্যাব নিয়ে প্রস্তুত সরকার। হাতে রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেটরও।

দেশের করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাতে রোববার দুপুরে অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফ করে আইইডিসিআর। সংস্থার পরিচালক জানান, নতুন করে সংগ্রহ করা ১০৯টি নমুনায় কারো মাঝেই পাওয়া যায়নি কভিড ১৯ এর অস্তিত্ব।

এরপর পরই অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার পরিসর। চিকিৎসকদের পিপিই নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে প্রস্তুত আছে ৫শ’ ভেন্টিলেটর।

-এ

The post করোনা পরীক্ষায় ১১ ল্যাব প্রস্তুত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa/

লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

ফাতেহ ডেস্ক

নিউইয়র্ক লকডাউন করার সিদ্ধান্ত থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিউইয়র্কের আশপাশের রাজ্যগুলো লকডাউনের সিদ্ধান্ত নিয়ে সেটা বাতিল করেন ট্রাম্প। বিবিসি জানায়।

লকডাউন করা হলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে- রাজ্যগুলোর গভর্নর ও স্থানীয় রাজনীতিবীদদের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্প সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। পরে এক টুইটে তিনি বলেন, হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের পরিবর্তে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট থেকে দেশের অন্যত্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ফ্লোরিডাসহ আরও কিছু রাজ্য নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। কারণ নিউইয়র্ক থেকে বহু মানুষ ওই রাজ্যগুলোতে যাচ্ছেন। তাদের মাধ্যমে ওই রাজ্যগুলোতে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নিউইয়র্কের বাসিন্দারা ফ্লোরিডার বাসিন্দাদের জন্য হুমকি হয়ে উঠেছেন।

এমন অবস্থায় নিউইয়র্কসহ আশপাশের রাজ্যগুলোতে লকডাউন জরুরি বলে মনে করেন ট্রাম্প। প্রেসিডেন্টের এমন মন্তব্যের তুমুল সমালোচনা করেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ও নিউজার্সির গভর্নর নেড ল্যামন্ট। তারা মনে করেন এ রাজ্যগুলোকে লকডাউন করা হলে জনগণ আরও ভীত হয়ে পড়বেন। আর্থিক বাজারে ফের ধস নামবে।

ট্রাম্পের লকডাউনের সিদ্ধান্তকে ‘আমেরিকা বিরোধী’ বলেও মন্তব্য করেন গভর্নর কুমো। তিনি বলেন, নিউইয়র্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মানুষকে জমায়েত হতে দেওয়া হচ্ছে না। তারপরও যদি লকডাউন করা হয়, তাহলে ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতিকে তিনি চীনের উহানের অবরুদ্ধকালীন সময়ের সঙ্গে তুলনা করেন।

ওয়ালর্ন্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে এক লাখ ২৩ হাজার ৭৫০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ২২৭ জনের। এর মধ্যে নিউইয়র্কে মারা গেছেন ৮৮৩ জন ও আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৫৫ জন।

-এ

The post লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

করোনা সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে সাংবাদিক আহত

ফাতেহ ডেস্ক

বরিশালে করোনা সংক্রমন সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার ২ ফটো সাংবাদিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার বিচার দাবি করেছেন আহত সাংবাদিকরা। এ ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার।

শনিবার রাতে, পুলিশের পিটুনিতে আহত হওয়ার ঘটনা প্রকাশ করেন আহত দুই সাংবাদিক। যদিও শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের ঢালে ঘটে ঐ ঘটনা।

আহত দুই ফটোসাংবাদিক হলেন বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিন।

ফটোসাংবাদিক রাতুল জানান, পুলিশের পিটুনিতে তারা হতভম্ব, লোক লজ্জায় প্রথমে বিষয়টি গোপন করেছিলেন। কিন্তু একপর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় শনিবার সন্ধ্যায় সহকর্মীদের কাছে বিষয়টি খুলে বলেন তারা।

রাতুল আরো জানান, করোনায় ঘর থেকে বের না হওয়ার বিষয়ক একটি প্রচারণা চালাতে যাবেন বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মোশারেফ হোসেন। এ খবরে আগেই প্রচারণার স্থলে হাজির হন ওই দুই ফটো সাংবাদিক।

এদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, সংকটময় পরিস্থিতিতে সবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশনা রয়েছে পুলিশের প্রতি।

-এ

The post করোনা সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে সাংবাদিক আহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa/

করোনায় মৃত্যুর হার বেড়ে ১৮ শতাংশ

ফাতেহ ডেস্ক

কয়েক সপ্তাহ আগেও বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার ছিল মাত্র ২ শতাংশ। সেটাই ইতোমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। প্রতিদিনই এক শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। যেভাবে লাশের মিছিল বাড়ছে তাতে এ সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব।

দিন যত যাচ্ছে ততই এ সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের প্রায় ১৯৯টি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে মরণব্যাধী ভাইরাসটি। এতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৬০০ জনেরও অধিক মানুষ।

ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজারের অধিক। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪১ হাজার ৪২০ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪ লাখ ৮৭ হাজার ৪৯৮ জন।

এদিকে মৃতের সংখ্যার দিক দিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ২৩ জন। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন। আক্রান্তের দিক দিয়ে তারা দ্বিতীয় অবস্থানে আছে।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতিদিনই অসংখ্য মানুষ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হচ্ছেন। আগের দিনই সেই সংখ্যাটা লাখ ছাড়িয়ে গেছে। গত একদিনে সেখানে নতুন আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৩ হাজার ৪২৮ জনে। মৃত্যুবরণ করেছেন ২ হাজার ২১১ জন।

মৃতের সংখ্যার দিক দিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে স্পেন। সেখানে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৮২ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ২৩২ জন।

এরপরই অবস্থান করছে চীন। এরমধ্যে চীনে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৯৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৯৭১ জন। ইতোমধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব কমাতে তারা সক্ষম হয়েছে।

-এ

The post করোনায় মৃত্যুর হার বেড়ে ১৮ শতাংশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87-%e0%a7%a7/

Saturday, March 28, 2020

করোনায় কাতারে বাংলাদেশির মৃত্যু

ফাতেহ ডেস্ক

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি ছিল কাতারে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু।

গতকাল শনিবার (২৮ মার্চ) কাতারের জনস্বাস্থ্য মন্ত্রী এক বিবৃতিতে জানায়, কাতারে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা এক রোগীর মৃত্যু হয়েছে। প্রথম যিনি মারা গেলেন তিনি একজন বাংলাদেশি নাগরিক। তার বয়স ৫৭ বছর। তিনি দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন।

বিবৃতিতে মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শনিবার কাতারে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ দিয়ে কাতারে ৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। মোট আক্রান্ত হইয়েছেন ৫৬০ জন।

-এ

The post করোনায় কাতারে বাংলাদেশির মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/