Monday, November 30, 2020

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই ওয়াজে মাইক ব্যবহার বিষয়ক বিজ্ঞপ্তি দিল সাতক্ষীরা জেলা প্রশাসন

ফাতেহ ডেস্ক:

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই ওয়াজে মাইক ব্যবহার বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ সাতক্ষীরা জেলা প্রশাসনের
ফাতেহ ডেস্ক:

ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়। গত ২৫শে নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকের সুপারিশ বা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ওই সুপারিশে বলা হয়েছিলো, দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

তবে ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য শওকত হাচানুর রহমান, যিনি ওই ৬ষ্ঠ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বিবিসি বাংলাকে বলেন, ওই বৈঠকে এ ধরনের কোন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ ধরণের কোন সার্কুলার নেই। আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি। সাতক্ষীরা জেলায় এমনিতেই ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠান বেশি হয় এবং সেখানে লাউড স্পিকার ব্যবহার করা হয়। আর এ কারণেই এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

তিনি বলেন, ‘লাউড স্পিকার ব্যবহারের কারণে যদি শ্রবণ মাত্রার চেয়ে বেশি ডেসিবলের শব্দ তৈরি হয় এবং যদি কেউ অভিযোগ করে তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু ওয়াজ মাহফিলের ক্ষেত্রে নয় বরং যেকোনো অনুষ্ঠান বা প্রচার-প্রচারণার ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।’

কী ধরনের ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরিবেশ আইনে ব্যবস্থা নেয়া হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান বলেন, কেউ যদি অভিযোগ করে তাহলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ইমামদের সাথে বৈঠক করে এ বিষয়ে সচেতনতা তৈরির বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। যারা ওয়াজ মাহফিল করেন তাদের সাথেও আমরা কথা বলবো, তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে। স্থানীয় কোন অসুস্থ রোগী কিংবা শিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হবে বলেও জানানো হয়।

The post মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই ওয়াজে মাইক ব্যবহার বিষয়ক বিজ্ঞপ্তি দিল সাতক্ষীরা জেলা প্রশাসন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be/

নতুন শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা বাদ হয়নি, বাদ হয়েছে পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

২০২২ সালের জন্য সুপারিশকৃত নতুন শিক্ষাক্রম থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাদ দেয়া হয়নি। বরং এর পরীক্ষা বাদ দেয়া হয়েছে। এছাড়াও জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে খাতা কলমে কোন পরীক্ষা নেওয়া হবে না।

দেশের চাহিদা নিরূপণ, পরিস্থিতি পর্যালোচনা, দেশীয় প্রেক্ষাপট বিবেচনার পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থার ওপর গবেষণা করে নতুন এই নীতি সুপারিশ করা হয়েছে বলে জানায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

দশম শ্রেণিতে ১০টি বিষয় পড়ানো হলেও এসএসসি পরীক্ষা হবে ৫টি বিষয়ের ওপর। সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে খাতা কলমে কোন পরীক্ষা নেওয়া হবে না।

শিক্ষার্থীর আচার আচরণ, মানবিক মূল্যবোধের মাধ্যমে যাচাই করা সম্ভব এ পাঁচটি বিষয় মূল্যায়ন হবে ধারাবাহিক পদ্ধতিতে। অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের ওপর ভিত্তি করে শিক্ষকেরা বাকি পাঁচটি বিষয় মূল্যায়ন করবেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি ১৯ নভেম্বর জাতীয় সংসদে বলেন, নতুন শিক্ষাক্রম ২০২২ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

এখানে মূলত সময় ও বিষয় কমিয়ে বই ও সিলেবাসে পরিবর্তন করা হয়েছে। দশম শ্রেণির আগে পিএসসি বা জেএসসির মতো কোন পাবলিক পরীক্ষা থাকছে না।

এ দিকে ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয়ে পরীক্ষা বাদ দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি সংগঠন। এ বিষয়ে পরীক্ষা বাদ দেওয়াকে বাংলাদেশকে ধর্মহীন করার চক্রান্ত বলে উল্লেখ করেছে ওই ইসলামি সংগঠনগুলো। এই সিদ্ধান্ত থেকে সরে না এলে গণ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি করেছে তারা।

The post নতুন শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা বাদ হয়নি, বাদ হয়েছে পরীক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার মন্ত্রিসভাকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান। খবর পার্সটুডে।

গতকাল এক বৈঠকে প্রেসিডেন্ট বলেন, সরকারের পদত্যাগ করা উচিত, সর্বোচ্চ এক বছরের মধ্যে নতুন নির্বাচন হওয়া উচিত এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষকরে টেকনোক্র্যাট সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করা উচিত।

নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান শান্তি চুক্তি করেছেন। এই চুক্তির ভিত্তিতে সেখানে যুদ্ধ বন্ধ হয়েছে এবং আর্মেনিয়া দখলীকৃত এলাকা আজারবাইজানকে ফেরত দিচ্ছে। কিন্তু আর্মেনিয়ার জনগণের একটা বড় অংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। তারা দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়াকে আত্মসমর্পন হিসেবে গণ্য করছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুই দেশের মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। ১৯৯১ সালে আজারবাইজানের বিশাল অঞ্চল দখল করে নেয় আর্মেনিয়া। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর আবারও দুই দেশ যুদ্ধে জড়ায়। আর্মেনিয়া গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।

The post আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন প্রেসিডেন্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাদণ্ড: আপিল বিভাগ

ফাতেহ ডেস্ক:

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। তবে বিশেষ ক্ষেত্রে ৩০ বছরও বোঝাবে, এমন রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলে দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউর রায়ে এ মতামত দেন আপিল বিভাগ।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর অন্যপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির।

গত বছরের ১১ জুলাই আপিল বেঞ্চ এ রিভিউ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এ রিভিউ শুনানিতে আইনি মতামত তুলে ধরেন চার অ্যামিকাস কিউরি। তারা হলেন-ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, অ্যাডভোকেট আবদুর রেজাক খান, মুনসুরুল হক চৌধুরী ও এ এম আমিন উদ্দিন।

একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৩ সালের ১৫ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। শুনানি নিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তারা হলেন আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেন।

এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল করেন। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সে সঙ্গে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে সাত দফা অভিমত দেন।

তবে আপিল বিভাগের দেওয়া এ রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামি আতাউর মৃধা।

The post যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাদণ্ড: আপিল বিভাগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

নির্বাচনে কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না: বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

কোনো মুসলিমকে কখনো টিকিট দেওয়া হবে না বলে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। সংবাদমাধ্যমে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, দেশটির কর্নাটকের বেলগাভি লোকসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে সেখানে প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা বিজেপির ভোটব্যাঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই রবিবার এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা।

ঈশ্বরাপ্পা বলেন, হিন্দু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। তিনি ব্রাহ্মণ হোক বা লিঙ্গায়েত, কুরুবা হোক বা ভোক্কালিগা। কিন্তু কোনো মুসলিমকে কখনো টিকিট দিব না।

The post নির্বাচনে কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না: বিজেপি মন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87/

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

ফাতেহ ডেস্ক:

শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। দীর্ঘ তেইশ বছরের শোষণ থেকে বাঙ্গালী জাতিকে বাঁচাতে ১৯৭১ সালের ৭ই মার্চ মুক্তির সংগ্রামের ডাক দেন বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকে দেশ স্বাধীন করার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে সর্বস্থরের মানুষ।

নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় দেশের চূড়ান্ত বিজয়। লাখো শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙ্গালি পায় নিজেদের একটি স্বতন্ত্র ভূ-খন্ড, একটি স্বাধীন দেশ- বাংলাদেশ।

এদিকে, করোনা অতিমারির কারণে এবছর সীমিত পরিসরে উদযাপিত হবে বিজয়ের মাসের যাবতীয় অনুষ্ঠান।

বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বালন করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান এবং ঢাকা উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

এসময়, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়ার আহ্বন জানান নির্মল রঞ্জন গুহ।

পরে, মোমবাতি মিছিল নিয়ে তারা ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

The post শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae/

মাস্ক না পরলে জেল

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিষয়ে আরও কঠোর হচ্ছে সরকার। এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এভাবে দেখা হবে ৭ থেকে ১০ দিন। এরপরও মাস্ক না পরলে কারাদণ্ডের বিধান কার্যকর করা হতে পারে। এছাড়া অক্সফোর্ডের তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

এর আগে গত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, সপ্তাহখানেক দেখা হবে। তারপর জরিমানা বাড়ানো হবে। এরপর থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

গতকাল খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন থেকে বেশি জরিমানা এবং কঠোর অবস্থান নেওয়া হবে। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের “শক্ত অবস্থানে” যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আগেই আমরা বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয়, ঢাকার বাইরে কিছুটা পজিটিভ। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি কেয়ারফুল হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনো পুরোপুরি কেয়ারফুল হয়নি, তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে ফাইন হয়ে যাবে, ফাইন দিতে হবে ৫০০ টাকা। বলে দিয়েছি, এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব, বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।’

তারপরও মাস্ক না পরলে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারপরে জেলে যেতে হবে আর কী করবে না যদি শোনে। আমরা তো ঝুঁকি নিতে পারি না, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। প্রাণঘাতী এ ভাইরাসে প্রতিদিনই মানুষ মারা গেলেও নানা অজুহাতে এখনো অনেকে মাস্ক ব্যবহার করছেন না। সবার মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক পদক্ষেপের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে : ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেওয়া অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত ১৪ অক্টোবর অক্সফোর্ডের তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশ সরকারের কাছে তিন কোটি ডোজ বিক্রির প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। গত ৫ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ, সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। এরপর ১৬ নভেম্বর অর্থ বিভাগ ভ্যাকসিন কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ভ্যাকসিন কেনার জন্য অর্থনৈতিক ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠাবে।’

ভ্যাকসিন কারা পাবে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গাইডলাইন আছে। প্রথম কারা পাবে, দ্বিতীয় ধাপে কারা পাবে সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রোগ্রাম ডেভেলপ করছে। ফ্রন্টলাইন ওয়ার্কার, পুলিশ, প্রশাসনের লোক যারা মাঠে চাকরি করছে, তারপর বয়স্ক লোক, শিশু এরকম একটা প্রটোকল আছে। মানুষকে এ ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হবে। টাকা সরকার পে করে দিচ্ছে। তিন কোটি ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে।’

ভ্যাকসিন বিতরণ নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সরকার কত টাকায় ভ্যাকসিন কিনছে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল বলেন, ‘ক্রয় চুক্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না।’

অন্যান্য ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আরও অনেকগুলো ভ্যাকসিনের বিষয় উপস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যোগাযোগ রাখছে। এখনই বলা যাচ্ছে না কোনটা বেশি ইফেকটিভ হবে। আমাদের এক নম্বর কন্ডিশন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মানতে হবে।’

চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাকের টিকার ট্রায়াল হওয়ার কথা ছিল, সেটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা রিজেক্ট করিনি। ওরা একটা টাকা চাচ্ছে। সরকার এখনো দেয়নি বা রাজি হয়নি। আমরা সেটা এখনো বাতিলও করিনি। প্রথমে টাকা চায়নি, পরবর্তীতে টাকা চাচ্ছে।’

৯৯৯ নম্বরে মিথ্যা তথ্য দিলে শাস্তি : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করলে শাস্তির বিধান রেখে এ সংক্রান্ত নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৯৯৯ অপারেট করার জন্য পুলিশের একটি আলাদা ইউনিটও গঠন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৯৯৯ নম্বরে কল দিয়ে সেবা পাওয়ার বিষয়টি আরও কার্যকর করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা, জনশৃঙ্খলা, অপরাধ দমন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। জনজীবনের সফলতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করে ইমার্জেন্সি সার্ভিস পলিসি ৯৯৯ তথা জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা, জীবন ও শান্তিপূর্ণ সমাজ বির্নিমাণে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সংকটাপন্ন মানুষকে যাতে সহায়তা করা যায়, দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধ করা যায়। অপরাধের শিকার কোনো ব্যক্তি বা সম্পদ উদ্ধার করা যেন সহজ হয়। দুর্ঘটনায় নিপতিত মানুষকে যাতে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা এবং জানমালের উদ্ধারসহ দ্রুততম সময়ে যাতে দুর্গতদের হাসপাতালে পাঠানো ও সেবা দেওয়া যায়।

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নামে একটি ইউনিট গঠিত হবে। এতে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা যিনি জাতীয় জরুরি সেবার প্রধান হিসেবে নিযুক্ত হবেন। ৯৯৯ নম্বরে যদি কেউ মিথ্যা, বানোয়াট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য দেয় তা দণ্ডনীয় অপরাধ হিসেবে অভিহিত হবে। কেউ যদি না বুঝে এ কাজ করে সেটা কনসিডার করা হবে। তবে ইচ্ছা করে যদি কেউ চিট করতে চায় “দ্যাট উইল বি পানিশ্যাবল”। সেজন্য রেসপেকটিভ আইন প্রযোজ্য হবে। মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি পেনাল কোডে আছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, কে কোথা থেকে কল করছে, সেটা টোটালি ডিটেক্টের ব্যবস্থা থাকবে। সুতরাং কেউ সহজে ফলস কল করতে যাবে না। জরুরি সেবার যে নম্বরগুলো আছে যেমন ৩৩৩, ১০৯ এগুলো সব ইন্টার অপারেটিভিটি হয়ে যাবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘জরুরি সেবার যেকোনো একটা নম্বরে কল করে যদি কেউ বলে এখানে ডাকাত পড়েছে ওখানে অটোমেটিক্যালি কানেকটেড হয়ে যাবে।’

নীতিমালার ফলে এটা এখন আরও অরগানাইজড ওয়েতে হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সবার সঙ্গে ইন্সট্যান্ট একটা কমিউনিকেশন সিস্টেম থাকবে।’

বালু উত্তোলনে নীতিমালা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে একটি নীতিমালা হচ্ছে। এজন্য ভূমি সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ ইচ্ছেমতো বালু উত্তোলন করতে পারবেন না। নির্ধারিত ঠিকাদার নির্ধারিত পরিমাণ বালু উত্তোলন করতে পারবেন। কোথায় কোথায় বালুমহাল থাকবে, সেটিও চিহ্নিত করে দেওয়া হবে।

The post মাস্ক না পরলে জেল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2/

২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফাতেহ ডেস্ক:

আসন্ন ২৫ পৌরসভার মধ্যে ২৩ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।

সোমবার (৩০ নভেম্বর) এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। দলের মহাসচিবের সই করা প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন।

প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ডে আবুল মুনছুর।

এদিকে ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর হোসেন জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।

The post ২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%97%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%be/

সম্পত্তি পেতে অন্যকে পিতা দাবি, অতঃপর…

ফাতেহ ডেস্ক:

ভিন্ন ব্যক্তিকে পিতা দাবি করে তার সম্পত্তিতে ভাগ বসানোর চেষ্টা করেছিলেন বাদী। এ জন্য দেওয়ানি আদালতে মামলাও করেন তিনি। অবশেষে বাদীর সাক্ষীই তার সব জারিজুরি ফাঁস করে দেন। মামলাটি ‘মিথ্যা’ প্রতিপন্ন হওয়ায় বাদীকে দশ হাজার টাকা জরিমানা করে তার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) রাজশাহীর তানোর সহকারী জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এই রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মমিন মণ্ডল নামক এক ব্যক্তিকে আপন পিতা দাবি করে তার সম্পত্তিতে অংশ চেয়ে তানোর সহকারী জজ আদালতে বাদী হয়ে ৫৩/১২ মামলা করেন আইয়ুব আলী। বাদী তার মামলায় উল্লেখ করেন, মমিন মণ্ডলের সন্তান করিম বক্স ও এলাহী বক্স। করিম বক্স বাদীর বাবা আর এলাহী বক্স বাদীর চাচা।

কিন্তু চাচা এলাহী বক্স বাদীর পক্ষে ওই মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে জানান, বাদী আইয়ুব আলীর পিতামহের নাম আলিম মণ্ডল (মমিন মণ্ডল নয়)। বাদীর চাচার সাক্ষ্যের সঙ্গে বাদীর দাবির আরও অনেক গড়মিল পাওয়া যায়। এছাড়াও পুরাতন খতিয়ান ও সাক্ষ্যপ্রমাণ থেকে বেরিয়ে আসে, যে মমিন মণ্ডলের সম্পত্তি গ্রহণের জন্য বাদী মামলা করেছেন, তার সন্তানের নাম মূলত হায়াত বক্স ও আতেজান।

এভাবে অন্য ব্যক্তিকে নিজের পিতা দাবি করে মিথ্যা মামলা দায়ের করায় আদালত বাদীর মামলা খারিজ করে দেন এবং বাদীর ওপর দশ হাজার টাকা খরচারোপ করেন। এই অর্থ বিবাদী প্রাপ্ত হবেন বলে আদালত আদেশ দেন।

The post সম্পত্তি পেতে অন্যকে পিতা দাবি, অতঃপর… appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4/

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ফাতেহ ডেস্ক:

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।

এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।

এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।

The post ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%93-%e0%a7%aa%e0%a7%a9%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa/

বাবুনগরী-মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করবে ৬০ সংগঠন!

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ কথিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের ৬০টি সংগঠন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মঙ্গলবার বেলা ৩টায় এই কর্মসূচি শুরু হবে বলে খবর পাওয়া গেছে।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সোমবার গণমাধ্যমকে বলেন, “মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে স্বাধীনতা চত্বর (সোহরাওয়ার্দী উদ্যান) ঘিরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শাহরিয়ার কবির বলেন, “এই মানববন্ধন ও সমাবেশের মূল দাবি হচ্ছে- অবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে জামায়াত-হেফাজতের মৌলবাদী ও সাম্প্রদায়িক, সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এ কর্মসূচিতে অংশ নেবে সেক্টর কমান্ডার্স ফোরাম , বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ’৭১, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ রুখে দাঁড়াও, ইতিহাস সম্মিলনী, জাতীয় কবিতা পরিষদ, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), জাতীয় যুব জোট, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন জাতীয় কমিটি, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ), বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, গৌরব ’৭১, অপরাজেয় বাংলা, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, কর্মজীবী নারী, জাতীয় নারী জোট, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ চাপ্টার), জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, সেক্যুলার ইউনিটি বাংলাদেশ, ইউথ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী প্রজন্ম লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, ঘাসফুল শিশু কিশোর সংগঠন, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় আদিবাসী পরিষদ, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

The post বাবুনগরী-মামুনুল হকের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করবে ৬০ সংগঠন! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d/

শিক্ষিতদের মধ্যে ডিভোর্সের প্রবণতা বেশি : হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

শিক্ষিতদের মধ্যে ডিভোর্সের প্রবণতা বেশি বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আজ সোমবার (৩০ নভেম্বর) ফেনীর কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করা ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়ার জামিন শুনানিকালে এ মন্তব্য করে আদালত।

শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা তো নানাভাবে সমালোচিত হচ্ছি। আসলে ব্যক্তিগতভাবে দুই-একটি পত্রিকার রিপোর্ট দেখে খুব অফেন্ডেড (অপরাধ বোধ) হয়েছি। যেখানে লেখা হয়েছে ‘ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে’ এভাবে তো রিপোর্ট হওয়া উচিত না। আবার নারীবাদী সংগঠনগুলো বলছে এ ধরনের বিয়েতে ধর্ষকরা উৎসাহিত হবে।’

‘যে যা-ই সমালোচনা করুক, আমরা এটাকে উৎসাহিত করবো’ এমনটি উল্লেখ করে বিচারক বলেন, ‘প্রযুক্তির কারণে এখন সমাজে মানুষের সম্পর্ক গড়তেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। দেখবেন আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে। শিক্ষিত লোকদের মধ্যে বেশি হচ্ছে বরং সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা কম।’

উল্লেখ্য, মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর ৮ নম্বর চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরদরবেশ গ্রামে। গত ২৭ মে ভোরে একই ঘরে অবস্থান করা অবস্থায় গ্রামবাসী জিয়া ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ একইদিন গ্রেফতার করে জিয়াকে।

এদিকে উভয়পক্ষের সম্মতি থাকলে বিয়ের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে গত ১ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। ১৯ নভেম্বর ফেনী কারাগারে আসামি জিয়া উদ্দিনের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। এরপর ২৯ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন জিয়া। শুনানি শেষে আজ আসামি জিয়াকে এক বছরের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।

The post শিক্ষিতদের মধ্যে ডিভোর্সের প্রবণতা বেশি : হাইকোর্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8/

‘মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার কথা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কেউ বলেনি’

ফাতেহ ডেস্ক:

শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ২০২০ তারিখে “শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত” শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা শাহেদী শিক্ষা মন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা কে বাদ দেয়া হবে। যা ভিত্তিহীন ও গুজব। বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি।

এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

The post ‘মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার কথা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কেউ বলেনি’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/

সিলেটে ইসলামি রাজনীতির হালপুরসি

মুনশী নাঈম:

সিলেটে নির্বাচনী লড়াই যেমনই হোক, ইসলামি বিভিন্ন ইস্যুতে সরব আছে ইসলামি দলগুলো। সিলেটে ইসলামি রাজনীতির হালপুরসি করতে কথা বলেছি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে। তারা আসন্ন উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতোমধ্যেই। আজকের পর্বে অন্যান্য আলোচনার সঙ্গে ইসলামি রাজনীতির হালপুরসিটাও থাকলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

কথা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি জানালেন, অন্যান্য জেলার মতো এখানেও জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হয়ে, তা তারা পালন করেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তারা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটকেন্দ্রের অবস্থা হতাশাজনক। তবে মাহমুদুল হাসানের দাবি, গণমানুষ তাদের সঙ্গে রয়েছে।

সামনে পৌরসভা নির্বাচনের জন্য দলটি ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। মহানগর সেক্রেটারী বললেন, তারা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছেন।

ইসলামী ঐক্যজোট

সিলেট জেলায় সরব উপস্থিতি আছে ইসলামী ঐক্যজোটের। সরব এই কার্যক্রম ধরে রেখেছেন সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী এবং জেলা সভাপতি এবং বিভাগীয় সমন্বয়ক আসলাম রহমানি। আমার কথা হয় আসলাম রহমানির সঙ্গে। তিনি বললেন, ‘সিলেটে উপজেলা এবং থানা পর্যায়ে কমিটি আছে। তবে সেসব কমিটির কার্যক্রম আপাতত স্থগিত আছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করাটাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে আমাদের মহানগর এবং জেলা কমিটি সক্রিয়। কেন্দ্র থেকে যে কর্মসূচী দেয়া হয়, তা আমরা পালন করি। নিজেরাও বিভন্ন ইস্যুতে মিটিং-মিছিল করি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত উপজেলা নির্বাচনে আমরা ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি সিলেট সদরে। জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে আমরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার আসন ছিল কুলাউড়া, মুফতি ফয়জুল হকের আসন ছিল সিলেট সদর। নির্বাচনী প্রচারণায় আমরা যতবড় মিছিল করেছি, শোডাউন দিয়েছি, বিএনপিও অত বড় মিছিল দিতে পারেনি। তবে সমর্থনের তুলনায় ভোট এসেছে নেহায়েত কম। মানুষ সমর্থন দেয়, কিন্তু ভোট দেয় না।’

সিলেট মহানগর শাখার কার্যক্রম শুরু হয় ২০১১ সালে, মুফতি আমিনী রহ. এর মৃত্যুর কিছুুদিন আগে।

জমিয়তে উলামায়ে ইসলাম:

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান। জেলা সভাপতি মাওলানা মুশাহেদ আলী। গোয়াইনগাট উপজেলায় দলটির একমাত্র নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। সিলেটে দলটির কার্যক্রম অন্যান্য জেলা থেকে বেশ গতিশীল। সক্রিয়, সবল।

দলটির প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমাদ জানালেন, জেলার প্রতিটি উপজেলায় তাদের সক্রিয় কমিটি রয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে দুইটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিলেট-৫ আসন থেকে মাওলানা উবায়দুল্লাহ ফারূক এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে শাহিনূর পাশা চৌধুরী। আর গত উপজেলা নির্বাচনে ৫ টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে দলটি। তবে আসন্ন নির্বাচনে দশাধিক উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

মাজার

সিলেটে অনেক মাজার রয়েছে। এরমধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মাজার হলো:

১. হযরত শাহজালাল রহ., আম্বরখানা, সিলেট।
২. হযরত শাহপরাণ রহ., খাদিমপাড়া, সিলেট সদর, সিলেট।
৩. হযরত শাহজাদা আলী, শাহজালালের মাজারের পূর্ব পাশে।
৪. হযরত হাজী ইউসুফ, শাহজালালের মাজারের দক্ষিণ পাশে।
৫. হযরত হাজী খলিল, শাহজালালের মাজারের দক্ষিণ পাশে।
৬. হযরত হাসান শহিদ, হাসান শহিদ মহল্লা, সিলেট।
৭. হযরত নূরউল্লাহ্ ওরফে শাহ্ নূর , বন্দর বাজারের দক্ষিণ খাসিয়া পট্টি, সিলেট।
৮. হযরত শায়খ খান্ডা ঝকমক, রায়নগর মহল্লা, সিলেট।
৯. হযরত শায়খ আবু তুরাব, জেল রোড, সিলেট।
১০. হযরত শায়খ মধূ শহিদ, মধূ শহিদ মহল্লা, সিলেট।
১১. হযরত সৈয়দ মোক্তার, রায়নগর মহল্লা, সিলেট।
১২. হযরত জিন্দাগীর, জিন্দাবাজার, সিলেট।
১৩. হযরত খাঁজা আদিনা, খাস দবিরে আদিনা মসজিদের কাছে, সিলেট।
১৪. হযরত দেওয়ান ফতেহ মোহম্মদ, শেখপাড়া, সিলেট।
১৫. হযরত শাহ্ মদন , টিলাগড়
১৬. হযরত শায়খ নিজাম উদ্দিন ওসমানী, দয়ামীর, বালাগঞ্জ, সিলেট।

ওরস

ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট অঞ্চল ওরসের জন্য বিখ্যাত। তারমধ্যে তালবাড়ি খালপাড়ের ওরস অন্যতম। ওরসের সময় বহুদূর থেকে মানুষ নৌকা দিয়ে মুরগি, গরু, ছাগল প্রভৃতি নজরানা স্বরূপ নিয়ে আসে। হজরত শাহজালালের মাজারে এবং শাবিপ্রবির নিকটস্থ মুইয়ার চরের হাবিবুর রহমান খোরাসানির মাজারে বেশ বড় ধরণের ওরস অনুষ্ঠিত হয়। শাহজালালের ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠিত ওরসে অগুণতি মানুষের সমাগম ঘটে। রাত্রিযাপনও প্রায় সকলে দরগায় করেন।

লোকসংগীত

সিলেটের প্রত্যেক উপজেলাতেই কিছু লোককবির অস্তিত্ব পাওয়া যায়। তাদের গান তাদের স্ব স্ব অঞ্চলে প্রচলিত। একটা সময় এই গানগুলো বেশ প্রচলিত থাকলেও এখন অনেক কম। বাংলা একাডেমির ‘বাংলাদেশে লোকজ সংস্কৃতি: সিলেট’ বইয়ে সিলেটে বর্তমানে প্রচলিত ৪০টি মারেফতি গান, ৯টি মুর্শিদি গান এবং ১৭টি ইসলামি সংগীত উল্লেখ করা হয়েছে।

একটি ইসলামি সংগীত:

আল্লাহ লক্ষ কোটি সেজদা আমার গ্রহণ করো
তোমায় ডাকিতেছে বলে আল্লাহু আকবার
লক্ষ কোটি সেজদা আমার গ্রহণ করো।
ছামিউম বাছিরও তুমি আর জানি অন্তর্জামী
অসীম অপরাধী আমি, আমারে সংশোধন কর।
দিলে থাকলে ফাঁকি জোকি কওছাই আমি কিলা ডাকি
আমার প্রতি মায়া রাখি, বহাও রহমতের ঝড়।
শাস্তি দিলে সহ্য করমু, তুমি ছাড়া আর কোথায় যাইমু
তোমার গোলাম তোমারই রইমু মস্তফা বুঝেনা পর।

একটি মুর্শিদি গান:

আমি অকূলে পড়িয়া ও দয়াল মুর্শিদ
ডাকি তোমায় কাঁদিয়া।
একে মোর ভাঙ্গা তরী অকূলে ভাসাইতে পারি
তুমি বিনে ঘোর নিনাদে কে নিবে তরাইয়া।
অকূল নদীর তুফান দেখিয়া, প্রাণ উঠে মোর চমকিয়া
ও নামেতে কলঙ্ক রবে তরী গেলে ডুবিয়া
সঙ্গের সাথী যারা ছিল সকলই পালাইয়া গেল
ফকির আপ্তাবেরই প্রাণ থাকিতে দেখিও একবার আসিয়া।

একটি মারেফতি গান:

প্রেমিক যারা আনন্দেতে নাচিয়া বেড়ায়
থেকে প্রেম গাছের ছায়ায়।
আইদ্য যুগে প্রেম করিলা রাসুল ও আল্লায়,
আদম হাওয়া প্রেম করিয়া আইলা দুনিয়ায়।
প্রেম বাগানে ফুল ফুটেছে আজব নমুনায়
সুগন্ধেতে ভ্রমর অলি নাচিয়া বেড়ায়।
মস্তফা কয় প্রেমের গাছে উঠা বিষম দায়
মরার আগে মরছে যারা, ডালে ডালে বায়।

The post সিলেটে ইসলামি রাজনীতির হালপুরসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9/

রোহিঙ্গা স্থানান্তর আগামী সপ্তাহে শুরু

ফাতেহ ডেস্ক:

আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর অব্যাহত চাপ ও বিরোধিতা থাকা সত্ত্বেও অবশেষে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ নাগাদ প্রথম দফায় তাদের একটি দলকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। আর সেই সিদ্ধান্তে অটল সরকার। অন্যদিকে, রোহিঙ্গারা এটা বুঝতে পেরেছে যে, সহসাই তাদের মিয়ানমারে ফেরা হচ্ছে না। তাই কক্সবাজারের জনাকীর্ণ পরিবেশ থেকে নতুন চরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় রাষ্ট্রহীন হয়ে পড়া এই মানুষগুলো। এ সংখ্যাটা ক্রমশ বাড়ছে।

সংশ্লিষ্টরা জানায়, সাম্প্রতিক সময়ে শরণার্থী শিবিরে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বেশ কঠোর অবস্থান নিয়েছে। এরপর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। এতদিন বিভিন্ন বিদেশি গোষ্ঠীর মদদে শিবিরগুলোতে ভাসানচরবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল একটি চক্র। তবে সেটা এখন ঝিমিয়ে পড়েছে। আর তাতেই অন্য রোহিঙ্গারা সেখানে যেতে আগ্রহ প্রকাশ করছে এবং নিজেদের নাম রেজিস্টার করছে।

এ বিষয়ে উখিয়ার রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার বলেন, বিদেশি গোষ্ঠীগুলো কেবল নিজেদের সুযোগ-সুবিধার জন্যই ভাসানচরবিরোধী প্রচারণা চালাচ্ছিল। নয়তো অনেক আগেই রোহিঙ্গাদের স্থানান্তর করা যেত। অবশ্য সরকারকে আন্তর্জাতিক চাপ এড়িয়েই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

ভাসানচর দেখে আসা এনজিও পালস-বাংলাদেশের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম কলিম বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে ভাসানচরবিরোধী যে প্রচারণা চালানো হচ্ছিল, তা পরিকল্পিত মিথ্যাচার। আমি নিজেও এতদিন এগুলোতে বিশ্বাস করতাম। কিন্তু স্বচক্ষে ভাসানচর দেখে আসার পর আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সরকার রোহিঙ্গাদের জন্য সেখানে চমৎকার পরিবেশ তৈরি করেছে এবং ভাসানচরে অনেক দেশীয় এনজিও রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে আগ্রহী হবে বলে বিশ্বাস করি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সরকারের অতিরিক্ত সচিব শাহ রেজোয়ান হায়াত বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম দফায় স্থানান্তরের দিনক্ষণ এখনো নির্ধারণ না হলেও আগামী সপ্তাহ নাগাদ প্রথম দলটি পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

The post রোহিঙ্গা স্থানান্তর আগামী সপ্তাহে শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae/

করোনাতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ৬

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯ সংক্রমণের আতঙ্ক থেকে শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারারক্ষীদের সঙ্গে বন্দিদের এই সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫২ জন।

দেশটির মহোরা কারাগারে এ ঘটনা ঘটেছে বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার কারাগারগুলোতে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন কারাগারে ১ হাজারের মতো বন্দি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

এ অবস্থায় দেশটির কারাগারে থাকা বন্দিরা জামিনে মুক্তি এবং কারাগারে উন্নত ব্যবস্থাপনার দাবিতে বিক্ষোভ করে আসছেন। এমন পরিস্থিতিতেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, দেশটির মহোরা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে নিতে কারারক্ষীদের শক্তি প্রয়োগ করতে হয়। ওই ঘটনায় আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের ৫টি দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সংঘর্ষ থামাতে গুলি ছুড়েছে কারারক্ষীরা। স্থানীয় বাসিন্দারা কারাগার প্রাঙ্গণে আগুন জ্বলতেও দেখেছেন।

The post করোনাতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0/

বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষক বরখাস্ত

ফাতেহ ডেস্ক:

অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যহতি পাওয়া ওই শিক্ষকরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নুসরাত ফারাহ এবং একই বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা।

এ ছাড়া সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি অর্জনের আগে ডক্টর ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে হাইকোর্টের আদেশ সাপেক্ষে চাকরিতে বহাল রাখা হয়েছে।

The post বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষক বরখাস্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/

৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫

ফাতেহ ডেস্ক:

দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৫২৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৬৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৭২টি। এ নিয়ে ২৬৮তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি।

উক্ত সময়ের মধ্যে আরো ২ হাজার ৫২৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হলো।

একই সময়ে দেশে ২ হাজার ৫৩৯ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ এবং সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

The post ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%ab%e0%a7%a8/

Sunday, November 29, 2020

ইজরাইলি প্রতিনিধি দলের খার্তুম সফরের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করল সুদান

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের অন্তর্বর্তী সরকার বা গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মোহাম্মাদ আল-ফাকি দেশটিতে ইহুদিবাদী ইজরাইলি প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই সফরে ইজরাইলি প্রতিনিধিরা সুদানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরবি বার্তা সংস্থা রাই আল-ইয়াওম এ খবর জানিয়েছেন। আল-ফাকি বলেছেন, ইজরাইলি প্রতিনিধিদলে কোনো রাজনৈতিক নেতা ছিলেন না বরং শুধুমাত্র সামরিক ব্যক্তিত্বরা ছিলেন এবং তারা সুদানের সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সুদানের এই মুখপাত্র বলেন, ইসরাইলি প্রতিনিধিদলটি সুদান সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করে এবং তাদের গোটা সফর ছিল সামরিক। তারা সুদানের সঙ্গে ইসরাইলের রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কোনো কথা বলেনি।

সুদানের অন্তর্বর্তী সরকার গত মাসে আমেরিকার তীব্র চাপের মুখে ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। দেশটির সরকার এমন সময় এ সিদ্ধান্ত নেয় যখন সুদানের মুসলিম জনগণ ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে তাদের দেশের যেকোনো ধরনের সম্পর্কের ঘোর বিরোধী। ইজরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং নিরাপত্তা বাহিনীর হামলায় বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়।

সূত্র: পার্সটুডে

The post ইজরাইলি প্রতিনিধি দলের খার্তুম সফরের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করল সুদান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be/

৫ হাজার রোহিঙ্গা পরিবারকে শীতের উপহার দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

শীতের উপহার হিসেবে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ‍তুরস্কের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা। খবর আনাদোলু এজেন্সি।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ) এর বাংলাদেশ সমন্বয়কারী ইসমাইল গুন্ডোগদু বলেন, রোহিঙ্গা মুসলিমদের শীতের উপহারের অংশ হিসেবে আমারা পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা নির্যাতিত রোহিঙ্গাদের পুরো শীত মৌসুমে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্র আক্রমণ হবে।

ইসমাইল গুন্ডোগদু আরও বলেছেন, ২০১৭ সালের আগস্ট মাস থেকে বড় আকারে রোহিঙ্গা সংকট শুরু হয়েছে। টিআইকেএ এসব রাষ্ট্রহীন ব্যক্তিদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া টিআইকেএ-এর পক্ষ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারকে ৫ দিন ব্যাপী খাদ্য সহযোগিতাও করেছে।

The post ৫ হাজার রোহিঙ্গা পরিবারকে শীতের উপহার দিল তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95/

জম্মু-কাশ্মীরে নির্বাচন: প্রথম দিনে ভোট পড়ল ৫১.৭৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট হয়েছে গত শনিবার। জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) প্রথম দফায় ভোট দিয়েছেন ৫১ দশমিক ৭৬ শতাংশ মানুষ।

কাশ্মীরের পুলওয়ামাতে সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ৬.৭০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে জম্মুর রিয়েসি’তে ভোট পড়ার হার সর্বোচ্চ; সেখানে ৭৪.৬২ শতাংশ ভোট পড়েছে।

এদিকে কাশ্মীরের ১০ জেলায় ৪০.৬৫ শতাংশ ভোট পড়েছে এবং জম্মুতে পড়েছে ৬৪.২ শতাংশ ভোট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্য নির্বাচন কমিশনার কেকে শর্মা বলেন, জম্মু-কাশ্মীরে প্রথম দফার নির্বাচন সফলভাবে শেষ হয়েছে। তাতে ৫১.৭৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরো বলেন, জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে ৪৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনসমাগম ঘটে ভোট হয়েছে। মোট তিন লাখ ৬২ হাজার সাতশ ৬৬ জন ভোট দিয়েছেন। তার মধ্যে এক লাখ ৯৩ হাজার তিনশ ৭৫ জন পুরুষ এবং নারীর সংখ্যা এক লাখ ৬৯ হাজার তিনশ ৯১ জন।

রিয়েসি জেলায় সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে; ৭৪.৬২ শতাংশ ভোট সেখানে দিয়েছেন ভোটাররা। রাজৌরিতে ভোট পড়েছে ৭০.৫২ শতাংশ এবং পঞ্চ জেলায় ৬৮.৬৯ শতাংশ।

কাশ্মীরে বুদগম জেলায় ভোট পড়েছে ৫৬.৯৬ শতাংশ, কুপওয়ারায় ৫০.৭৪ শতাংশ এবং গানডেরবালে ৪৮.৬২ শতাংশ।

ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরের মোট ২০টি জেলার ২৮০ কেন্দ্রে। শনিবার ছিল প্রথম দফার ভোট। আট পর্যায়ের এই ভোট শেষ হবে আগামী ১৯ ডিসেম্বর। আর ভোট গণনা হবে ২২ ডিসেম্বর।

সূত্র : ডেইলি শিখ

The post জম্মু-কাশ্মীরে নির্বাচন: প্রথম দিনে ভোট পড়ল ৫১.৭৬ শতাংশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/

ডোপ টেস্ট: কুষ্টিয়ায় ৮ মাদকাসক্ত পুলিশ চাকরিচ্যুত

ফাতেহ ডেস্ক:

ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া জেলায় কর্মরত আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে দু’জন উপপরিদর্শক (এসআই), দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল পর্যায়ের বলে জানা গেছে। এছাড়া এক সার্জেন্টসহ দু’জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমতেক জানায়, বর্তমান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দায়িত্ব নেয়ার পর সহেন্দভাজন ও গোয়েন্দা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের মে মাসে প্রথম কয়েকজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন। পরীক্ষায় এসব সদস্যের নিয়মিত মাদক সেবনের রিপোর্ট আসে।

এরপর গত দেড় বছরে পর্যায়ক্রমে ১১ জনের ডোপ টেস্ট করা হয়। এর মধ্যে ৯ জনই মাদক সেবন করতেন বলে পরীক্ষায় প্রমাণিত হয়। পরীক্ষায় দু’জন এসআই ও দু’জন এএসআই মাদক সেবনে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া এক এসআইয়ের কাছে মাদক পাওয়া যায়। যাদের মধ্যে একজন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন। মাদক সেবনকারী এসব পুলিশ সদস্য বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত ছিলেন।

মাদকের বিষয়টি ধরা পড়ায় বিভাগীয় মামলার পাশাপাশি প্রথম দিকে অন্য জেলায় বদলি করা হয় তাদের। এর মধ্যে এক এসআইকে রাঙামাটিতে পাঠিয়ে দেয়া হয়। আর ওই সার্জেন্টকে কুষ্টিয়া পুলিশলাইনে সংযুক্ত রাখা হয়েছে। মাদক সেবনের বিষয়টি ধরা পড়ার পর অন্য সবাইকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। তারপরও তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিও মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তাই পুলিশে শুদ্ধি অভিযান চলছে। আমরা কুষ্টিয়া থেকে মাদক নির্মূলের পাশাপাশি পুলিশ থেকেও চিরতরে মাদকাসক্তদের বাড়িতে পাঠাতে চাই। পুলিশ ডিপার্টমেন্টে কোনো মাদক সেবনকারী থাকতে পারবে না।

The post ডোপ টেস্ট: কুষ্টিয়ায় ৮ মাদকাসক্ত পুলিশ চাকরিচ্যুত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/

হায়দারাবাদের নাম পরিবর্তন চান যোগী আদিত্যনাথ, হুঙ্কার ওয়াইসির

ফাতেহ ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের রাজ্যের এলাহাবাদ, ফৈজাবাদ শহরের নাম বদলে দিয়েছেন। এবার অন্য রাজ্যে শহরের নাম বদলের আর্জি জানিয়েছেন।

তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দারাবাদের গ্রেটার হায়দারাবাদ পৌরসভার ১৫০টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। শনিবার নির্বাচনে নিজ দলের প্রার্থীর প্রচারণায় হায়দরাবাদে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ।

সেখানে তিনি হায়দরাবাদ শহরের নাম পরিবর্তনের প্রসঙ্গটি তোলেন। এ সময় তিনি বলেন, এলাহাবাদ-ফৈজাবাদের যেমন নাম পরিবর্তন হয়েছে, হায়দারাবাদের কেন হবে না?

তিনি আরও বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, হায়দারাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে কি না? আমার জবাব- কেন হবে না! বিজেপি ক্ষমতায় আসার পর ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হয়েছে, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। তাহলে কেন হায়দারাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখা হবে না!’ তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনায় মুখর হয়েছেন ভারতের নেটিজেনরা।

২০১৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ । তার আগে মুঘলসরাই স্টেশনের নতুন নাম হয় দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এরপর নাম বদল করা হয় ফৈজাবাদের। ফৈজাবাদ জেলায় রয়েছে দুটি শহর। একটির নাম ফৈজাবাদ অন্যটি অযোধ্যা। পুরো ফৈজাবাদ জেলার নামই হয়ে যায় অযোধ্যা।

The post হায়দারাবাদের নাম পরিবর্তন চান যোগী আদিত্যনাথ, হুঙ্কার ওয়াইসির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/

এমসি কলেজে গণধর্ষণের আসামিদের ডিএনএ মিলেছে

ফাতেহ ডেস্ক: সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনার দুই মাস পর আসামিদের ডিএনএ প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে। ডিএনএ প্রতিবেদনে তাদের সংশ্লিষ্টতার মিল পাওয়া গেছে। তবে আট আসামির ডিএনএ নমুনার মধ্যে পরীক্ষায় কতজনের নমুনায় সংশ্লিষ্টতা রয়েছে তা এখনো জানা যায়নি।

রোববার (২৯ নভেম্বর) শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্রাচার্যের হাতে ডিএনএ প্রতিবেদন পৌঁছেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের গনমাধ্যকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ডিএনএ প্রতিবেদন শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্রাচার্যের হাতে এসে পৌঁছেছে। এখন খুব দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হবে।

আশরাফ উল্যাহ তাহের বলেন, আলোচিত এ ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও ডিএনএ প্রতিবেদন না আসায় চার্জশিট দেয়া সম্ভব হয়নি। ডিএনএ প্রতিবেদন হাতে আসায় দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট দেয়া হবে এবং বিস্তারিত তথ্য সবাইকে জানানো হবে।

এর আগে গত ১ অক্টোবর ও ৩ অক্টোবর দুই দিনে এ মামলায় গ্রেফতার ৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারের ডিএনএ ল্যাবে নমুনা সংগ্রহের পর পাঠানো হয় ঢাকার ল্যাবে। সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রথমে আদালতে এসে পৌঁছায়। পরবর্তীতে এ প্রতিবেদন রোববার তদন্ত কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে।

গত ২৫ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের ভেতরে একটি রাস্তায় প্রাইভেট কারের মধ্যেই গৃহবধূকে গণধর্ষণ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

এ ঘটনায় ৬ জনকে আসামি করে ওইদিন রাতেই মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় নির্যাতিতা নারীর স্বামী বাদি হয়ে মামলা করেন। এ মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

The post এমসি কলেজে গণধর্ষণের আসামিদের ডিএনএ মিলেছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be/

হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

ফাতেহ ডেস্ক:

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের স্ত্রী গুলশানারা সেলিম আর নেই। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

জানা গেছে, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুলশানারা সেলিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

হাজী সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে দাফন করা হবে।

The post হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ; বহু হতাহত

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গাজনি এবং জাবুল প্রদেশে পৃথক দুটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

গাজনি প্রদেশের কর্মকর্তা ঘোষণা করেছেন কুন্দাক ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে গজনি প্রদেশের হাসপাতালের প্রধান বাজ মোহাম্মদ হেম্মাত বলেছেন গজনী শহরের তৃতীয় সুরক্ষিত কালা-ই-জাওজ এলাকায় গতকাল (রবিবার, ২৯ নভেম্বর) সকালে এক শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন গতকাল সকাল ৭:৩৭ মিনিটে এক শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। গাজনি প্রদেশের দেহিক এলাকায় এক রাস্তায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ হয়।

এছাড়াও আফগানিস্তানের জাবুল প্রদেশের কোলাত শহরে অপর একটি বিস্ফোরণ ঘটে। জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান আতা জান হক্ব বায়ানের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই হামলায় হতাহতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তুলু নিউজ এজেন্সি হক্ব বায়ানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই হামলায় তিনি এবং তার তিনজন আত্মীয় আহত হয়েছেন।

The post আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ; বহু হতাহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/

বিশ্বে করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল

ফাতেহ ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ১৪ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৯০৬। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৭৫৭ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৪৮৪। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩২ হাজার ৩৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৭৪০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৩৩ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৫তম।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের তথ্যমতে, বাংলাদেশে ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের কারণে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। গত ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

The post বিশ্বে করোনা শনাক্ত ৬ কোটি ৩০ লাখ ছাড়াল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানোর আহ্বান

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বেসরকারি হাসপাতালগুলোর উদ্দেশ্যে বলেছেন, ‘করোনা টেস্ট এর ক্ষেত্রে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন তা চালিয়ে নিন। সম্ভব হলে টেস্টের মূল্য আরো কিছুটা কমিয়ে দিন। এ ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করবো।’

তিনি বলেন, ‘বিশেষ করে যারা বিদেশগামী যাত্রী আছে যারা দেশের জন্য টাকা রোজগার করে আনছে যাদের রেমিটেন্সের টাকায় আমরা চলছি। তাদেরকে যদি আরেকটু সুযোগ দেন আপনারা তাহলে ভালো হয়। এ বিষয়ে বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’

রোববার (২৯ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসি) উদ্যোগে ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন,দেশ যদি ভ্যাকসিন পায়,পৃথিবীতে যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তবে সবাই পাবে। হয়তো এক সাথে সবাইকে দেয়া সম্ভব হবে না। তবে ধাপে ধাপে সবাই পাবে। এই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতেই হবে।একসাথে সবাইকে ভ্যাকসিন দেয়ার সক্ষমতা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশেই নেই। কাজেই প্রথমে যাদেরকে দেয়া প্রয়োজন তাদেরকে দেয়া হবে।

তিনি বলেন, আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে যতটুকু করোনা মোকাবিলা করতে পেরেছি তা প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে এবং মন্ত্রী মহোদয়সহ মন্ত্রণালয়ের সকলেই এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।

বেসরকারি মেডিকেলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রাইভেট মেডিকেলগুলো হয়তো প্রথম দিকে আমাদের সাথে ছিলেন না। সবার মধ্যেই অনেক ভয়-ভীতি ছিল। পরবর্তীতে তারা বুঝতে পেরে যখন এগিয়ে আসেন দেশের আপামর জনসাধারণের জন্য একটি বড় স্বাস্থ্য সেবা নেয়ার সুযোগ করে দেন এবং সেটা তারা অব্যাহত রেখেছেন বলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, সামনের দিকে আপনারা এই সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন এবং তা চালিয়ে নিয়ে যাবেন।

তিনি বলেন, আপনারা একটি কথা মনে রাখবেন দেশ বাঁচলেই কিন্তু আমরা বাঁচবো। দেশের অস্তিত্ব কিন্তু আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। কাজেই দেশকে বাঁচান আমাদের দায়িত্ব এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

বিটিএমসির সভাপতি এমএ মবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর প্রমুখ।

The post বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানোর আহ্বান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/

ইজরাইলের অবরোধে গাজার ক্ষতি সাড়ে ১৬শ’ কোটি মার্কিন ডলার

ফাতেহ ডেস্ক:

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরাইলের অবরোধের কারণে গাজার আর্থিক ক্ষতি হয়েছে সাড়ে ১৬শ’ কোটি মার্কিন ডলার। বিশাল এ আর্থিক ক্ষতির কারণে উপত্যকার অর্থনীতি ভঙুর হয়ে গেছে। দরিদ্রতার নিচে বসবাস করছেন অর্ধেকেরও বেশি বাসিন্দা।

বুধবার জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক ক্ষতি হিসেব করা হয়েছে।

ইউএনসিটিএডি ইসরাইলের প্রতি দ্রুত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বলা হয়, অবরোধের কারণে গাজার আর্থিক কর্মকাণ্ড ধ্বংসের দ্বারপ্রান্তে। ৫৬ শতাংশ গাজার বাসিন্দা দরিদ্র সীমার নিচে অবস্থান করছে।

ইউএনসিটিএডি’র ফিলিস্তিন বিষয়ক সমন্বয়ক মাহমুদ ইলখাফিফ বলেন, অবরোধ অব্যাহত থাকলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

তিনি বলেন, অবৈধ অবরোধের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা বন্দি জীবনযাপন করছে। যা দ্রুত প্রত্যাহার জরুরি। গাজারবাসীকে মুক্তভাবে চলাফেরা, বিশ্বের সাথে বাণিজ্য এবং উপত্যকার বাইরে তাদের যে পরিবার-আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া উচিৎ।

২০০৭ সাল থেকে গাজার স্থল, আকাশ এবং সমুদ্র পথে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। চিকিৎসার মতো জরুরি সেবার জন্যও কোথাও যেতে পারছেন না গাজার বাসিন্দারা।

ভয়াবহ এ অবরোধের মধ্যে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ আরও সীমিত করেছে ইসরাইল। খুবই ব্যতিক্রম ছাড়া প্রায় সবধনের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে দখলদার ইহুদিরা।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, গাজার বাসিন্দারা খুবই সীমিত পরিমাণ বিশুদ্ধ পানি পাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। সঠিক পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই বলেও উল্লেখ করা হয়।

গাজার বাসিন্দারের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করা না গেলে উপত্যকার বাসিন্দাদের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউএনসিটিএডি এর গ্লোবালাইজেশন অ্যান্ড ভেলেলপমেন্ট স্ট্র্যাটেজিসের পরিচালক রিচার্ড কোজুল রাইট।

বলেন, ২১ শতকে এসে ২০ লাখ মানুষকে এভাবে অবরুদ্ধে জীবন যাপন করতে হচ্ছে এটা রীতিমত বিস্ময়কর।

ইসরাইলের চাপিয়ে দেয়া তিনটি যুদ্ধে ৩ হাজার ৭৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ হাজারের মতো। গাজার অর্ধেকের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এগুলো ছাড়া, অববোধের মধ্যেই ফিলিস্তিনের গাজার সঙ্গে বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধে জড়িয়েছে ইসরাইল।

যুদ্ধে দেড় হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখের বেশি ঘরবাড়ি, জ্বালানি, পানি, পয়নিষ্কাশন, স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন স্থাপনা।

২০০৭ সালে গাজার দরিদ্রতার হার ছির ৪০ শতাংশ। ২০১৭ সালে অবরোধের কারণে এ হার দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। তার অর্থ হলো গাজার ১০ লাখের বেশি বাসিন্দা দরিদ্রসীমার নিচে বাস করছে।

প্রতিবেদনে বলা হয়, দরিদ্রসীমার নিচে বসবাসকারী গাজার বাসিন্দাদের এর থেকে মুক্ত করতে ৮৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রয়োজন। যা ২০০৭ সালের তুলনায় চারগুণ বেশি।

২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত গাজার অর্থনীতি বেড়েছে ৫ শতাংশেরও কম। ফিলিস্তিনের অর্থনীতিতে উপত্যকার অংশগ্রহণ ৩১ থেকে ১৮ শতাংশে নেমেছে। মাথাপিছু আয় কমেছে ২৭ শতাংশ। বেকারত্ব বেড়েছে ৪৯ শতাংশ।

গাজার অর্থনীতি পুনরুদ্ধার করতে ইউএনসিটিএডি’র প্রতিবেদনে ফিলিস্তিনি সরকারকে উপত্যকার উপকূলে তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের বিকাশের আহ্বানসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।

The post ইজরাইলের অবরোধে গাজার ক্ষতি সাড়ে ১৬শ’ কোটি মার্কিন ডলার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d/

দুদকের প্রতি মানুষের আস্থা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: ইকবাল মাহমুদ

ফাতেহ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের প্রতি ৮৬ শতাংশ মানুষের আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ‘দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন।

সাংবাদিকেরা রবিবার এ বিষয়ে দুদক চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দুদক এ জাতীয় প্রতিবেদন সব সময়ই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে থাকে। এখন পর্যন্ত প্রতিবেদনটি অমরা পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করিনি। আপনাদের কাছ থেকেই আমরা জেনেছি, দেশের ৮৬ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। আমি মনে করি, জনগণের প্রতি দুদকের দায়িত্ব আরও বাড়ল। তাদের এই আস্থাকে টেকসই করতে হবে। দুদককে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত এবং প্রসিকিউশন নিখুঁতভাবে করার কোনো বিকল্প নেই। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতিপরায়ণদের কাছে-এই বার্তা পৌঁছাতে হবে যে, দুর্নীতি করলে আইনের মুখোমুখি হতেই হবে। কঠোর শাস্তি পেতে হবে। দেশে এমনকি বিদেশে পালিয়েও শান্তিতে থাকা যাবে না। দুদক কারও পিছু ছাড়বে না। এ ক্ষেত্রে কারও ব্যক্তিগত পরিচয়, সামাজিক, পেশাগত, ধর্মীয় অন্য কোনো পরিচয়ে কাজ হবে না।

অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তিতে ঘুষ-দুর্নীতির প্রকোপ রয়েছে এ কথা আমরা কখনো অস্বীকার করি না। তবে ঘুষ-দুর্নীতি বন্ধে আমরা বহুমাত্রিক ব্যবস্থা নিয়েছি। বিগত পাঁচ বছরে ফাঁদ পেতে অসংখ্য ঘুষখোরকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এদের কারও কারও বিচারিক আদালতে সাজাও হচ্ছে। গণশুনানির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের কণ্ঠকে উচ্চকিত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

The post দুদকের প্রতি মানুষের আস্থা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: ইকবাল মাহমুদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d/

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পিএইচডি ডিগ্রি লাভ

ফাতেহ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিইউপি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি): ইস্যুয়েজ ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রবিবার এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়।

সেনাপ্রধানের পিএইচডি এর তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া, এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

The post সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পিএইচডি ডিগ্রি লাভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c/

ধর্মীয় ইস্যুতে উসকানি নজরদারিতে রেখেছে পুলিশ

ফাতেহ ডেস্ক:

ধর্মীয় ইস্যুতে কেউ উসকানি দিচ্ছে কি না, তা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সার্বক্ষণিক নজরদারি করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

সিআইডি ছাড়াও পুলিশের বিশেষ শাখা, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) নজরদারির কাজ করছে। ধর্মীয় ইস্যুতে উত্তেজনা ছড়ায়, এমন কিছুর প্রচার ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে নিষিদ্ধ।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ গণমাধ্যমকে বলেন, ধর্মীয় ইস্যুতে কেউ উসকানি দিচ্ছে কি না, সার্বক্ষণিক নজরদারি করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। সেন্টারের কাজ অপরাধীকে শনাক্ত করা ও আইনের আওতায় নিয়ে আসা। তবে কারা কারা নজরদারিতে আছেন বা বিপজ্জনক বলে মনে করা হচ্ছে তা জানাননি তিনি।

তিনি বলেন, যাঁরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, তারা আইন ভঙ্গ করছেন কি না, পুলিশ খতিয়ে দেখছে। তারপর ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। কখনো কখনো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) সহযোগিতা নিয়ে পোস্ট সরিয়ে ফেলা হচ্ছে।

এর আগে ২৭ নভেম্বর পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এবং সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা এক ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্য্হারকারীদের ধর্মীয় ইস্যুতে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে সচেতন হতে অনুরোধ জানিয়েছেন।

ধর্মীয় কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মো. সোহেল রানা বলেন, বাংলাদেশের মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী, কিছু অসৎ মানুষ, অপরাধমনস্ক মানুষ ধর্মীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মিথ্যাচার করে, গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। এর বলি হয়েছেন অনেক নিরীহ মানুষ।

তিনি বলেন, প্রয়োজনে ৯৯৯ ফোন করে তথ্যের সত্যতা যাচাই করে নিতে পারেন বা স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো আপনাকে সঠিক তথ্য দেওয়ার মতো আলেম-ওলামা রয়েছেন। কারও সঙ্গে পরামর্শ না করে প্রতিক্রিয়া দেখাবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন না।

সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রামে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক শহীদুন্নবীকে পুড়িয়ে হত্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়ায়। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ হয়। এখন ভাস্কর্য ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তপ্ত বিতর্ক হচ্ছে।

The post ধর্মীয় ইস্যুতে উসকানি নজরদারিতে রেখেছে পুলিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%9c/

ওআইসির নতুন মহসচিব হিসেইন ব্রাহিম তাহা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহসচিব নির্বাচিত হয়েছেন হিসেইন ব্রাহিম তাহা। আফ্রিকার দেশ শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের নভেম্বর পর্যন্ত মুসলিম বিশ্বের বৃহত্তম এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর আরব নিউজ।

নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন নবনির্বাচিত মহসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন।

ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিন মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন হুসাইন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান নব নির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি ওআইসির বর্তমান মহাসচিবকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

The post ওআইসির নতুন মহসচিব হিসেইন ব্রাহিম তাহা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87/

হায়দরাবাদের নাম বদলে ‘ভাগ্যনগর’ করার ইঙ্গিত যোগীর

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হায়দরাবাদ শহরের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার ইঙ্গিত দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হায়দরাবাদ পৌরসভা নির্বাচনের প্রচারে এসে শনিবার এক পথসভায় আদিত্যনাথ নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। খবর হিন্দুস্তান টাইমস।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন, হায়দরাবাদের নাম ভাগ্যনগর রাখা যায় কিনা। আমি বলছি, কেন নয়? আমি তাদের বলি, আমরা ইতোমধ্যে ফৈজাবাদের নাম পালটে অযোধ্যা রেখেছি। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম কেন ভাগ্যনগর রাখা যাবে না?

The post হায়দরাবাদের নাম বদলে ‘ভাগ্যনগর’ করার ইঙ্গিত যোগীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be/

‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র রুখতে হবে’

ফাতেহ ডেস্ক:

ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কখনো বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী। তিনি বলেন, ভাস্কর্যের নামে মুসলিম অধ্যুসিত বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি স্থাপন, ইসলামী রাজনীতি বন্ধ করতে গভীর ষড়যন্ত্র চলছে। আন্দোলনরত ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে হয়রানী করা হচ্ছে। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কখনো বরদাশত করবে না। সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তাগুতি শক্তিকে পরাভূত করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

আজ ২৯ নভেম্বর, রবিবার, সকাল ৯ টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কালিমা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিনিধি সম্মেলনে সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমে হযরত মুহাম্মাদ সা. যে ইনসাফ ও ন্যায় বিচার বিশ্ববাসিকে উপহার দিয়ে গেছেন তাতে মুসলমানসহ সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার রয়েছে। তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন-ই চলবে। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কুরআন সুন্নাহর শাসন কার্যকর করতে হবে।

প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সোলাইমান নোমানী, মাওলানা ইসমাঈল বরিশালী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মীর ইদরীস, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি সুলতান মহিউদ্দিন, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, এডভোকেট লিটন চৌধুরী, মাওলানা সানাউল্লাহ, ডা: নেয়ামত আলী ফকীর, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, এডভোকেট আব্দুল আজীজ মোমেনশাহী, মাওলানা গাজী ইউসুফ ফেনী, মৌলভী আব্দুল রকীব নেত্রকোনা, মাওলানা শেখ সাদী নারায়ানগঞ্জ, মুফতি আব্দুল আজীজ চট্রগ্রাম, মাওলানা শিহাবউদ্দিন কাসেমী গোপালগঞ্জ, মাওলানা খোদাদাদ, মাওলানা আব্দুল লতীফ সিরাজী, মাওলানা জুনায়েদ আহমাদ কাটখালী, মাওলানা জিয়াউল হক শহিদী, মুফতি মোর্শারফ হোসাইন নরসিংদী, মুক্তিযোদ্ধা মাসুদুল হক ও মাওলানা হাসান ফারুক প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন শেষে মজলিসে শুরার অধিবেশনে মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীকে আমীর (চেয়ারম্যান) ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব পূনঃনির্বাচিত করা হয়।

The post ‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র রুখতে হবে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

ভাস্কর্যের পক্ষেই কথা বললেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

মূর্তি আর ভাস্কর্য এক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে আজ প্রথম অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে, মূর্তি আর ভাস্কর্য এক নয়।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে সব ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

The post ভাস্কর্যের পক্ষেই কথা বললেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2/

একসঙ্গে ৪০ কৃষককে জবাই করে হত্যা

ফাতেহ ডেস্ক:

নাইজেরিয়া ৪০ জন শ্রমিককে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। ধানেক্ষেতে কাজ করার সময় তাদের নির্মমভাবে গলাকাটা হয়।

শনিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় কশোবি গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। গ্রামবাসী ৪৩টি মরদেহ উদ্ধার করেছে। সবাইকে একই কায়দায় হত্যা করা হয়।

কারা হত্যা করেছে তা এখনো জানা না গেলেও স্থানীয় সশস্ত্র ‘বোকো হারাম’ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযানে নেমেছে প্রশাসন।

ইব্রাহিম লিমান নামে একজন স্থানীয় জানান, নিহত কৃষকরা কাজের সন্ধানে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি আসেন। এতেই কাল হলো কৃষকদের। ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হন ছয়জন। আরও কয়েকজনকে না পাওয়ায় তাদের অপহরণ করা হয়েছে মনে করছেন গ্রামবাসী।

দীর্ঘদিন ধরে হামলার শিকার সাধারণ মানুষ। উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট- আইএসডব্লিউএপি। সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ নাইজেরিয়ান।

কয়েক দশক ধরেই লুটপাট, হত্যা, গুমসহ নানা কর্ম চালিয়ে আসছে নাইজেরিয়ায় সশস্ত্র বোকো হারামের সশস্ত্র সদস্যরা।

The post একসঙ্গে ৪০ কৃষককে জবাই করে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b0/

আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়: মাওলানা মামুনুল হক

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। কখনও কোনোভাবে এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচারণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ইসলামি মাহফিল করতে বাধা প্রদান এবং সরকারদলীয় কিছু সংগঠন তার বিরুদ্ধে আন্দোলন করছে। এমতাবস্থায় মাওলানা মামুনুল হক তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান জাতির সামনে নিজের তুলে ধরতে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে এই সংবাদ সম্মেলেনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়াণ জাতীয় নেতা মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চারদলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেওয়া আদর্শিক ৫ দফা দাবির সঙ্গে একমত হয়ে ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশে দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কোরআন-সুন্নাহর আলোকে পূর্বসূরিদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আঁতাতের মাধ্যমে দেশ-রাষ্ট্র কিংবা সরকারবিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই।’

মাওলানা মামুন আরও বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধ রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর পায়তারা চালাচ্ছে। এ জন্য জামায়াত-শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মাওলানা মামুনুল বলেন, ‘কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যু নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে শান্তিপ্রিয় ইসলামপ্রেমী তওহিদি জনতা। ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যেকোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেমসমাজ এর প্রতিবাদ করছে। সেই সূত্রে আমিও ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধাচারণ করে বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে, এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন, – বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।’

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে উস্কে দেওয়ার অভিযোগ করে বলেন, আমি নানামুখী ষড়যন্ত্রের শিকার। আমি আশা করব, এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। সেইসঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিম পীরসাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে কৃত কটূক্তি ও বিষোদগারের বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবেন। শুক্রবার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমে আসা বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে আটক বন্দীদের অনতিবিলম্বে মুক্তি দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কোরবান আলী কাসেমি, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা ইলিয়াস হামিদী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক ও ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমানসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

The post আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়: মাওলানা মামুনুল হক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/

রোহিঙ্গা সংকটে ওআইসিকে দৃঢ়ভাবে পাশে চায় বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতে বড় ধরনের সংকটের আশঙ্কাকে মাথায় রেখেই কূটনৈতিকভাবে সমাধানের পথ খোঁজা হচ্ছে। তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-কে দৃঢ়ভাবে পাশে চায় বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা পরিচালনায় ৫ লাখ ডলার দিয়েছে।

ওআইসি-র বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

৫৭টি মুসলিম দেশের সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ এ সহায়তা প্রদান করেছে। রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তায় এ অর্থ ব্যবহার করা হবে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে শুরু হওয়া ওআইসি-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করতেও আহ্বান জানান জাবেদ পাটোয়ারী।

পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল বা সিএফএম বৈঠকের ৪৭তম অধিবেশনে শুক্রবার তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন।

এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের অংশ নেওয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় তিনি যেতে পারেননি। তার অনুপস্থিতিতে জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেয়।

দুই দিনের অধিবেশনে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে সংস্থাটির সদস্য নয় এমন দেশগুলোতে মুসলিম সংখ্যালঘু ও জনগোষ্ঠীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিন বছর আগে এক সেনা অভিযানের মাধ্যমে এই জনগোষ্ঠীর সদস্যদের বাংলাদেশে ঠেলে দিয়ে বাস্তুচ্যুত করার বিষয়টি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে।

নিজের বক্তব্যে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি রোহিঙ্গা সংকট নিরসনে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর চার দফার প্রস্তাবের বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, “মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছেন। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে এ সমস্যা সমাধানে বাংলাদেশ একাধিকবার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।”

“কিন্তু মিয়ানমারের রাখাইন প্রদেশে সুরক্ষা, নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা এবং সামগ্রিকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও সেখানে ফিরে যায়নি। বিরাজমান এ সমস্যা এখন কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা আশা করবো সংকট নিরসনে ওআইসি বাংলাদেশের পাশে থাকবে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে তারা আমাদের সব রকমের সহযোগিতা করবেন।”

গত বছরের নভেম্বরে ওআইসি, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে মামলা করে গাম্বিয়া। আন্তর্জাতিক আদালতে ১০ থেকে ১২ ডিসেম্বর এর প্রথম শুনানি অনুষ্ঠিত হয়।

২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। জাবেদ পাটোয়ারী বলেন, “ওআইসি-র জেনারেল সেক্রেটারিয়েট এখন আইসিজে-তে গাম্বিয়ার লড়াইয়ে সহায়তার জন্য একটি বিশেষ হিসাব খুলেছে। আর পশ্চিম আফ্রিকার দেশটিও তহবিলের জরুরি প্রয়োজনের ইঙ্গিত দিয়েছে।”

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা এ জালো মামলার সর্বশেষ আপডেট উপস্থাপন করতে গিয়ে বলেন, “এ আইনি মামলার জন্য আমি ওআইসি’র সদস্য দেশগুলোর কাছে জরুরি, স্বেচ্ছাপ্রণোদিত ও গুরুত্বপূর্ণ অবদানের আহ্বান জানাচ্ছি।”

বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও কভিড-১৯ ভ্যাকসিনের ধনী-গরিব সব দেশে সুষম বণ্টন এবং ওআইসির সদস্য মধ্যপ্রাচ্যের তেল-সমৃদ্ধ দেশগুলোতে কাজ করা বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে আলোচনা করেন ড. জাবেদ পাটোয়ারী।

যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে শনিবার ওআইসি-র পররাষ্ট্রমন্ত্রীরা, ওআইসি-র মহাসচিব ও ৪৭তম সিএফএমের সভাপতি দুই দিনের বৈঠক শেষ করেন।

The post রোহিঙ্গা সংকটে ওআইসিকে দৃঢ়ভাবে পাশে চায় বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6/