Wednesday, June 30, 2021

ঢাকার সরকারি ৫ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই

ফাতেহ ডেস্ক:

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম বড় পাঁচটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। আজ বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ১০টি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০টি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ২৪টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১০ বেড রয়েছে। বর্তমানে এই বেডগুলোর সবগুলোতেই রোগী ভর্তি। একইসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সাধারণ ২৭৫ শয্যার মধ্যে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ১৩ জন।

এছাড়া, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাপসাতালের ২৬ আইসিইউ বেডের মধ্যে ছয়টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে নয়টি, সরকারি কর্মচারি হাসপাতালের ছয়টি বেডের মধ্যে একটি, জাতীয় হৃদরোগ ইন্সটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি আর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২টি বেডের মধ্যে খালি রয়েছে ১১২টি বেড।

অর্থ্যাৎ, রাজধানী ঢাকার অন্যতম ১৬টি হাসপাতালের ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে ১৩৯টি বেড।

The post ঢাকার সরকারি ৫ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/

লকডাউনে মসজিদে নামাজ আদায়ে ৯ নির্দেশনা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ সময়ে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে।

এছাড়া মসজিদে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে।

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ৩০ জুন কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে।

সেই পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদে জামায়াতের নামাজের জন্য আবশ্যিকভাবে ৯টি শর্ত পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. মসজিদে কারপেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৫. শিশু, বৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে।

৬. সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রব্বুল আ’লামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিরা দোয়া করবেন।

৯. সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এসব নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

The post লকডাউনে মসজিদে নামাজ আদায়ে ৯ নির্দেশনা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be/

ইসলামী যুব খেলাফত বাংলাদেশ-এর ২৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

ফাতেহ ডেস্ক:

ইসলামী যুব খেলাফত বাংলাদেশের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় লালবাগস্থ কার্যালয়ে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ আয়োজিত এক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মুফতী জুনায়েদ গুলজারকে আহবায়ক, মুফতী হেদায়েতুল্লাহ গাজী সদস্যসচিব করা হয়।

সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, দেশ জুড়ে একটি আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। অনেক নিরীহ আলেম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, দেশজুড়ে নিরপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদেরকে অবহিত করুন। তবুও মাদরাসায় পুলিশ, র‌্যাব ও ডিবিসহ বিভিন্ন বাহিনী পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কওমী মাদরাসাসমূহ বন্ধ রয়েছে। এতে আলেম-উলামা ও শিক্ষার্থীরা নানা সংকটে আছেন। আমাদের দাবি, চলমান লকডাউন শেষে করোনা পরিস্থিতি কিছু স্বাভাবিক হলে সকল কওমী মাদরাসা খুলে দিতে হবে।

মাওলানা আবুল হাসানাত আমিনী আরও বলেন, শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে আজ দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। এ কঠিক সময়ে যুব খেলাফত নেতাকর্মীদেরকে আল্লাহর উপর ভরসা করে বুদ্ধি, কৌশল ও সতর্কতার সাথে কাজ করতে হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, দেশে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্বের বড় অভাব। নিজেদের কৃতকর্মের অনিবার্য পরিণতিতে গোটা মানবজাতি আজ ধ্বংসের মুখোমুখি। এই দুরাবস্থার মূল কারণ হলো, মানবজাতীর সত্যিকার উন্নতি অগ্রগতির জন্যে যে নৈতিক মূল্যবোধ প্রয়োজন তা আজ অনুপস্থিত।

তিনি বলেন, ইসলামী যুব খেলাফত কর্মীদের মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ আদর্শ ও মূল্যবোধের বাস্তবমুখি ইতিবাচক জীবনাদর্শ পেশ করতে হবে। আমরা বিশ্বাস করি, একমাত্র ইসলামী জীবনব্যবস্থাই বিশ্ব জুড়ে চলমান সকল সমস্যার শাশ্বত, নির্ভুল যুগোপযোগী সমাধান দিতে সক্ষম। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না।

তিনি আরও বলেন, যুব খেলাফত নেতৃবৃন্দকে নিজেদের পূনর্গঠন ও মানবজাতির আসল নেতৃত্ব পূনরুদ্ধারের সংকটময় সুদীর্ঘপথ পাড়ি দিতে ইখলাস, ত্যাগ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সাংগঠনিক কাজকে এগিয়ে নিতে হবে।

ইসলামী যুব খেলাফতের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যূমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী মুফতী জুনায়েদ গুলজারের পরিচালনায় সভায় বক্তব্য আরো রাখেন- ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী যুব খেলাফত নেতা মাওলানা কাজী আজিজুল হক, মুফতী মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা জাহিদ আলম, মুফতী তাসলীম আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মুফতী আনিসুর রহমান, মাওলানা মোঃ জুবায়ের, মাওলানা শাসমুল হক উসমানী, মাওলানা রহমতুল্লাহ বুখারী, মাওলানা ওয়াসেক বিল্লাহ, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মোঃ ইসমাইল, মাওলানা আলী হোসাইন, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ্ জালাল, মাওলানা আবু সাঈদ, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি আবুল হাশিম, কেন্দ্রীয় নেতা হোসাইন আহমদ, মুশফিকুর রহমান ইনসাফী প্রমুখ।

সভা শেষে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান,মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ যুব খেলাফতের নতুন আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে লালবাগ শাহী মসজিদের পার্শ্বে মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর কবর যিয়ারত করেন।

The post ইসলামী যুব খেলাফত বাংলাদেশ-এর ২৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পটি পাবলিক ট্রাস্ট প্রপার্টি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, ‘আমাদের ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত অপরিহার্য।’

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। ওই প্রকল্পে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১৮ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এ রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হলো।

রায়ে বলা হয়, ‘হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকানসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ঘোষণা করা হলো। আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সব ধরনের হোটেল, রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে উচ্ছেদ করতে নির্দেশ প্রদান করা হলো।’

রায়ে প্রকল্প এলাকায় হোটেল, রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদালত প্রকল্পটির সংরক্ষণ, উন্নয়ন ও পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করতে বলেছেন।
রায়ে আরও বলা হয়, পুরো প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালের পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়োগ করা হলো।

আদালতের অপর নির্দেশনায় বলা হয়, পুরো প্রকল্প এলাকায় জনসাধারণের ব্যবহারের জন্য মাটির নিচে ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। রায়ে পুরো প্রকল্প এলাকায় নির্ধারিত দূরত্বে বিনা মূল্যে সব জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

আদালতের অপর এক নির্দেশনায় পায়ে হাঁটার জন্য, সাইকেল চালানো ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য পৃথক লেন করার জন্য বলা হয়েছে।

রায়ে আদালত বলেছেন, ‘পুরো প্রকল্প এলাকার লেকের জল ও মাছের অভয়ারণ্য ঘোষণার নির্দেশ দেওয়া হলো। লেকের পানিতে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হাছান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

The post হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ: হাইকোর্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2/

ঈদুল আজহায় গরু-ছাগলের ঘাটতি থাকবে না

ফাতেহ ডেস্ক:

দেশে পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য এবারও গবাদিপশুর সংকট হবে না। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে মোট ১ কোটি ১৯ লাখের মতো পশু রয়েছে, যা কোরবানি উপলক্ষে হাটে উঠবে।

অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, গত বছর দেশে ৯৫ লাখের মতো পশু কোরবানি হয়েছিল, যদিও প্রাক্কলন ছিল ১ কোটি ১০ লাখ। বিপরীতে বাজারে আনার মতো পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ। তবে হাটে কেনাবেচা শুরুর প্রথম দিকে দাম কম থাকায় খামারিরা গরু–ছাগল বিক্রিতে নিরুৎসাহিত হন। এতে ২৩ লাখের মতো পশু অবিক্রীত থাকে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে কোরবানির প্রস্তুতি কার্যক্রম নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়, এবার ঈদুল আজহায় ৪৫ লাখ ৪৭ হাজার গরু-মহিষ, ৭৩ লাখ ৬৫ হাজার ছাগল ও ভেড়া এবং ৪ হাজার ৭৬৫টি উট-দুম্বা উঠতে পারে। গত বছর গরু–মহিষ প্রস্তুত করা হয়েছিল ৪৫ লাখ ৩৮ হাজারটি।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে বলে প্রতিবেশী দেশ থেকে পশু আনা নিরুৎসাহিত করা হচ্ছে। সীমান্ত দিয়ে গরু-মহিষ আসা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের ঈদুল আজহাকেন্দ্রিক গবাদিপশু বিক্রির জন্য সারা দেশে ২ হাজার ৪০০টি আনুষ্ঠানিক হাট বসানো হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনে মোট ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী হাট বসবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিক হাটগুলোতে যাতে ভিড় কম হয়, সে জন্য বিভিন্ন এলাকায় খালি ও উন্মুক্ত স্থানে ছোট ছোট অনানুষ্ঠানিক হাট বসানোকেও উৎসাহিত করা হবে। অনলাইনেও গরু বিক্রির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

হাটে গবাদিপশু পরিবহনের জন্য যানবাহন, করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, গবাদিপশুর চিকিৎসায় আলাদা ব্যবস্থাপনাসহ নানা বিষয় নিয়ে গত রোববার ও সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে।

The post ঈদুল আজহায় গরু-ছাগলের ঘাটতি থাকবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f/

কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি

ফাতেহ ডেস্ক:

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা, জনসমাবেশ হয় এমন কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে।

বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ হয়েছে বলে জানানো হয়।

যা আছে ২১ শর্তে

১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান-ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৬. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৭. ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

৯. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

১০. বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

১১. শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

১২. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১৩. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৫. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

১৬. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

১৭. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

১৮. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

১৯. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোন কার্যক্রমের প্রয়োজন হলে সেই বিষয়ে পদক্ষেপ নিবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

২০. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২১. স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এর আগে গত ২৮ জুন থেকে তিন দিনের সীমিত বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টায় শেষ হবে।

The post কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/

আরব আমিরাতে দূতাবাস খুলল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইজরাইল। নতুন ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন।

ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়। ছবির ক্যাপশনে ইজরাইলি মন্ত্রী লিখেছেন, “আমিরাতি মন্ত্রীর সঙ্গে ইজরাইলি দূতাবাসের উদ্বোধন।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালে ইজরাইলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ইজরাইলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একইসাথে দুবাই শহরেও কনস্যুলেট স্থাপন করে তেল আবিব। ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওই দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধন করেন।

এর আগে চলতি জুন মাসের গোড়ার দিকে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তেল আবিবে তার দূতাবাস উদ্বোধন করে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ইসরাইলি যাত্রীবাহী বিমান সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আবুধাবি গমন করে। সৌদি সরকার গত বছর ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলাচলকারী বিমানের জন্য নিজের আকাশসীমা উন্মুক্ত করে দেয়।

সূত্র : পার্স টুডে

The post আরব আমিরাতে দূতাবাস খুলল ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b2/

আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে আফগানিস্তান থেকে সৈন্য সম্পূর্ণরুপে প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। দীর্ঘ প্রায় দুই দশক পর মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে তাদের সর্বশেষ সৈন্য নিজ দেশে ফিরে গিয়েছেন।

এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প-ক্যারেনবাউয়ার বলেন, প্রায় ২০ বছর পর আমাদের শেষ সেনারা এই রাতে (মঙ্গলবার) আফগানিস্তান ছেড়ে গেছে এবং তারা বাড়ির পথে আছে। এটি একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানেই জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্রের পর তাদেরই সর্বোচ্চ সেনা মোতায়েন ছিল। সংখ্যাটা সবমিলিয়ে প্রায় দেড় লাখ। মৃত্যুবরণ করেছেন ৫৯ জন এবং এদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হন ৩৫ জন।

এর আগে গত এপ্রিলের মাঝামাঝিতে সামরিক জোট ন্যাটো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, আফগানিস্তানে থাকা ১০ হাজার (ঘোষণার সময় এই সংখ্যা ছিল) বিদেশি সৈন্যকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। গত ১ মে থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

The post আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহার সম্পন্ন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে কোরবানির পশুর হাট

ফাতেহ ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন থাকবে সারা দেশে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ থাকলেও চালু থাকবে জরুরি পরিষেবা।

এর বাইরে শুধু রফতানিমুখী পোশাক কারখানা, বন্দর, আন্তর্জাতিক ফ্লাইট খোলা থাকবে। এছাড়া খুবই সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক ও কোরবানির পশুর হাট। এছাড়া কঠোর বিধিনিষেধ না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হওয়া সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

কোনো ব্যক্তি যদি বিধিনিষেধ না মেনে সংক্রমণ ছড়ায় তাহলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা বা ছয় মাসের জেল দিতে পারবে। এছাড়া আইনের ২৫(৩) ধারা অনুযায়ী, সংক্রমণ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা নির্দেশ পালনে অসম্মতি জ্ঞাপন করেন তাহলে তাকে তিন মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করতে পারেন।

মঙ্গলবার রাতে সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post সর্বাত্মক লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে কোরবানির পশুর হাট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4/

Tuesday, June 29, 2021

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। অষ্টমটি হলো মডার্নার টিকা।

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকেই দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত শনিবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এদিন তিনি তাঁর টুইটে লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ খুব শিগগির গ্যাভির (করোনার টিকার বৈশ্বিক জোট) মাধ্যমে মার্কিন জনগণের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড-১৯ টিকা উপহার পাবে।’

The post দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/

ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মওকুফ করছেন না সিসি

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি দেশটির প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১‌২ নেতার বিরুদ্ধে মিসরীয় সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ডের আদেশ মওকুফ করছেন না। গত ১৪ জুন সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশনের দেয়া এই আদেশ রদ করতে নির্ধারিত দুই সপ্তাহের মেয়াদে মঙ্গলবার পর্যন্ত কোনো নির্বাহী আদেশ জারি করেননি তিনি।

এর ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাদারহুড নেতাদের দণ্ড কার্যকরের শঙ্কা দেখা দিয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুড সংশ্লিষ্ট আলেম আবদুর রহমান আল-বার, সাফওয়াত হেজাজি, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) সেক্রেটারি মোহাম্মদ আল-বেলতাজি ও এফজেপি দলীয় সাবেক যুবমন্ত্রী ওসামা ইয়াসিন রয়েছেন।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিপ্রেক্ষিতে তাকে পুনর্বহাল করার আন্দোলনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় তাদের বিরুদ্ধে ‘জনগণ ও পুলিশকে আক্রমণ করার জন্য অপরাধী চক্রকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের’ অভিযোগ আনা হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মওকুফ করছেন না সিসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a1-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

সংসদে অর্থ বিল ২০২১ পাস

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদে কতিপয় সংশোধনীসহ অর্থ বিল-২০২১ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি মঙ্গলবার পাসের প্রস্তাব করেন।

বিলে ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ করে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের উপাধ্যক্ষ আবদুস শহীদ, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম ওয়াসিকা আয়েশা খান, জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনেন।

এর মধ্যে সরকারি দলের সদস্যদের আনা সংশোধন প্রস্তাবগুলো গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো সংসদে কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।

সূত্র : বাসস

The post সংসদে অর্থ বিল ২০২১ পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/

আমিরাতে প্রথম সফরে গেলেন ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন ইজরাইলের নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত বছর আমিরাতের সঙ্গে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম দেশটির কোনো মন্ত্রী আমিরাত সফর করছেন।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবারের এক প্রতিবেদনে লাপিদের আমিরাত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া লাপিদ টুইটারে তার আমিরাতে অবতরণের একটি ছবি পোস্ট করেছেন। তিনি তার এই সফরকে ‌‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।

ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দিনের সফরে আবু ধাবিতে ইইজরাইলের দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট অফিস উদ্বোধন করবেন লাপিদ। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করবেন তিনি।

লাপিদকে বহনকারী বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করেছে। রিয়াদ এখনো ইজরাইলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন না করলেও গত বছর দেশটি ইজরাইল-আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।

The post আমিরাতে প্রথম সফরে গেলেন ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/

মগবাজারের বিস্ফোরণ মিথেন গ্যাস থেকে : পুলিশ

ফাতেহ ডেস্ক:

ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মগবাজারে মগবাজার প্লাজার নিচ তলায় ভয়াবহ মাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এ গ্যাসই বিস্ফোরণের কারণ বলে জানিয়েছে পুলিশের তদন্ত কমিটি।

পুলিশের ৭ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে নানা আলামত সংগ্রহ করে। এ সময় উদ্বেগজনক মাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া যায় বলে জানান কমিটির প্রধান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘পরীক্ষা করে ১২ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এই মিথেন গ্যাসের উৎস কী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুধু এটুকুই বলা যাচ্ছে মিথেন গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের উল্টো দিকের মূল সড়ক লাগোয়া ভবনটিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণ হয়। এতে মৃত্যু হয় ছয় জনের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আরো অনেকের।

বিস্ফোরণ ভয়াবহ হলেও কোনো অগ্নিকাণ্ড না ঘটনার কারণও জানালেন আসাদুজ্জামান। বলেন, ‘বিস্ফোরণস্থল একদিক ফাঁকা ছিল, সে কারণে বিস্ফোরণের প্রকটতা একদিকে লক্ষ্য করা গেছে। যদি আবদ্ধ অবস্থায় থাকতো তাহলে, চার পাশ দিয়েই ব্যাপকতা থাকতো।’

পুলিশের তদন্ত কমিটি ছাড়াও মগবাজার বিস্ফোরণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও তিন সদস্যের কমিটি গঠন করেছে বিস্ফোরক পরিদফতর।

The post মগবাজারের বিস্ফোরণ মিথেন গ্যাস থেকে : পুলিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%87%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%87/

দক্ষিণ আফ্রিকায় নারীদের একসঙ্গে একাধিক স্বামী রাখার প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সরকার দেশটির নারীদের একসঙ্গে একাধিক স্বামী রাখার বিষয়টি বৈধ করার প্রস্তাব দিয়েছে। দেশটির সরকারের গ্রিন পেপার নামে সরকারি নথিতে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ক্ষমতাসীন সরকার ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনকালের অবসানের পর এই প্রথম দেশটির বিবাহ আইনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে। নথিটি জনসাধারণের মতামত জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

দেশটিতে আগে থেকেই সমকামী নারী ও সমকামী পুরুষদের মধ্যে বিয়ে এবং পুরুষদের জন্য বহুবিবাহ বৈধ রয়েছে।

সরকারি নথিতে মুসলিম, হিন্দু, ইহুদি এবং রাস্ট্রাফেরিয়ান- সব জনগোষ্ঠীরই বিবাহকে আইনগত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিরোধী দল আফ্রিকান ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা রেভারেন্ড কেনেথ মেশো বলেছেন, এই পদক্ষেপ ‘সমাজ ধ্বংস’ করে দেবে।

ইসলামিক আল-জামা পার্টির নেতা গানিয়েফ হেনড্রিক্স বলেন, ‘চিন্তা করে দেখুন, ওই নারীর সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষা করে নির্ধারণ করতে হবে কোন স্বামী ওই সন্তানের বাপ!’

The post দক্ষিণ আফ্রিকায় নারীদের একসঙ্গে একাধিক স্বামী রাখার প্রস্তাব! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জগৎবের ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ওপারে ভারতের ভগরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন উপজেলার জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের বাসিন্দা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পাটগ্রামের সমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে শংলী নদী পার হয়ে রিফাত হোসেনসহ গরু পারাপারকারী (রাখাল) দলের কয়েকজন সদস্য অবৈধ পথে ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ভগরামপুর গ্রামে গরু আনতে যান। তাঁরা আজ ভোরে ওই সীমান্ত দিয়ে ফিরে আসার সময় ভারতের রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত সদস্যদের মুখোমুখি পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করে গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে এলেও রিফাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে সকালের দিকে ঘটনাস্থল থেকে রিফাতের লাশ ক্যাম্পে নিয়ে যান বিএসএফের সদস্যরা।

এ বিষয়ে সমশেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বলেন, বিএসএফের পাঠানো ছবি দেখে রিফাত হোসেনের লাশ শনাক্ত করেছেন তাঁর ভাই। ভারতের ওপারের চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার চিঠি দিয়ে জানিয়েছেন, আজ বিকেল পাঁচটার দিকে সীমান্তে পতাকা বৈঠকের অনুষ্ঠিত হবে।

The post লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8/

৩১ জুলাই পর্যন্ত বাড়ল কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফাতেহ ডেস্ক:

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। বিধিনিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে আজ (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।

কঠোর লকডাউনের সময় জরুরি পণ্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যববহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৭ মার্চ বন্ধ করে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান।

The post ৩১ জুলাই পর্যন্ত বাড়ল কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae/

মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক রাষ্ট্র, আটক টুইটার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার টুইটার তাদের ওয়েবসাইটে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানোর ঘটনায় দেশটিতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, মানচিত্রকে বিকৃতভাবে উপস্থাপনের ফলে যে বিতর্ক তৈরী হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে। বজরং দলের এক নেতা ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।

ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হলো তাকে।

টুইটারের ওয়েবসাইটের ‘টুইপ লাইফ’ বিভাগে প্রদর্শিত মানচিত্রটিতে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছিল।

বিজেপি নেতা পি মুরালিধর রাও এ বিষয়ে একটি টুইট করে বলেছেন, ভারতীয় স্বার্থ ও সংবেদনশীলতার প্রতি পক্ষপাতদুষ্টতা সম্পর্কে গত কয়েকমাসে টুইটার তার কার্যক্রম দ্বারা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। টুইটারকে ভারতে থাকতে হলে অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

সূত্র : এনডিটিভি

The post মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক রাষ্ট্র, আটক টুইটার প্রধান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/

বাইকে দু’জন উঠলেই জরিমানা করছে পুলিশ

ফাতেহ ডেস্ক:

বাইকে দুইজনকে পেলেই জরিমানা করছেন পুলিশ। কারণ হিসেবে পুলিশ বলছেন, সরকার নির্দেশিত প্রজ্ঞাপন বাস্তবায়নেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। আইন অমান্যের অভিযোগে জরিমানা ও মামলা দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেলের ওপর ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি করছেন পুলিশ।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা নির্দেশনায় রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রেখেছে উবার, পাঠাও, সহজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে অ্যাপস সেবা বন্ধ করে দিয়েছে তারা।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

The post বাইকে দু’জন উঠলেই জরিমানা করছে পুলিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

ফিলিস্তিনের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে যোগাযোগ সহজ করতে ফিলিস্তিনের জমি দখল করে জেরুজালেম পর্যন্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে ইজরাইল।

এতে বহু ফিলিস্তিনি কৃষক তাদের জমি হারানোর আতঙ্কে আছেন। অসংখ্য গাছ কাটা পড়ার ফলে পরিবেশ বিপর্যয়েরও আশঙ্কা করা হচ্ছে। খবর আরব নিউজের।

নির্মাণাধীন রাস্তাটি পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতি বেতার ইলিত থেকে জেরুজালেমের এতজিওন ব্লকে অবস্থিত আরেক ইহুদি পর্যন্ত যাবে। আট কিলোমিটার এ রাস্তাটি নির্মাণ করলে ফিলিস্তিনের কৃষকরা তাদের ফসলি জমি হারাবেন।

এলাকাটি ফিলিস্তিনের কৃষি খামার হিসেবে পরিচিত। বর্তমানে প্রকল্পটি ইজরাইলের জনপ্রশাসন বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।

দখলদার দেশটির কট্টর ইহুদিবাদী সরকারের কর্মকর্তারা এটি অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন।

চার মাস আগে এ সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ইজরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

The post ফিলিস্তিনের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করবে ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2/

মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশের মামলা

ফাতেহ ডেস্ক:

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে।অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

The post মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশের মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4/

Monday, June 28, 2021

ভারতের সঙ্গে সীমান্ত ১৪ জুলাই পর্যন্ত বন্ধ

ফাতেহ ডেস্ক:

ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত আরও দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে স্থলসীমান্ত দিয়ে লোকজনের আসা-যাওয়া ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

আজ সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে এ তথ্য জানান।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ ছিল। ভারতের করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২১ এপ্রিল স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিয়ে তাঁরা নির্ধারিত স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। তবে স্থলসীমান্ত বন্ধ থাকলেও এ সময় পণ্য পরিবহন অব্যাহত রয়েছে।

মাশফি বিনতে শামস জানান, ভারত থেকে বেনাপোল, আখাউড়া, হিলি, দর্শনা, বুড়িমারী এই পাঁচ পয়েন্ট দিয়ে বাংলাদেশের নাগরিকেরা দেশে ফিরতে পারবেন। তবে বাংলাদেশের লোকজনের ফিরে আসার সংখ্যা কমে যাওয়ায় এখন থেকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু এই তিন দিন দেশের ওই পাঁচ স্থলসীমান্ত দিয়ে লোকজন ফিরতে পারবেন।

The post ভারতের সঙ্গে সীমান্ত ১৪ জুলাই পর্যন্ত বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%9c/

সংক্রমণ বাড়লে দেশে অক্সিজেন সংকট দেখা দিতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

দেশে করোনার সংক্রমণ আরও বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই অক্সিজেন নিয়ে ভাবছে অধিদপ্তর।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা বলেন।

এরইমধ্যে বিভিন্ন শিল্প-কারখানা ও অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা। তবে সংকট এড়াতে করোনার বিস্তার কমিয়ে আনার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি বলেন, দেশে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হয় এটা দিয়ে এখন অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। তবে করোনা রোগী বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে।

রোবেদ আমিন বলেন, প্রতিবেশী ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ার সময় দেশটিতে অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছিল। অক্সিজেনের অভাবে মারা গেছে অনেক রোগী। দেশে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে সরকার আগে থেকেই সর্তক অবস্থায় রয়েছে।

The post সংক্রমণ বাড়লে দেশে অক্সিজেন সংকট দেখা দিতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf/

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪

ফাতেহ ডেস্ক:

গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর এবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হলো। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর সবশেষ সর্বোচ্চ শনাক্ত হলো আজ।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। গত বছরের ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে।

নতুন মৃতদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাসায় সাতজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ পাঁচজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ ৫৮ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম ১৯ জন, রাজশাহী সাতজন, খুলনায় ৩৫ জন, বরিশাল দুইজন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা মোট ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে একদিনে করোনায় আক্রান্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-2/

নির্বাচিত হাজিদের করোনা টিকার ডোজ সম্পন্ন করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

কভিড-১৯ মহামারিকালে সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের হজ পালনে চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের করোনা টিকার সব ডোজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজে বলা হয়, আবেদনকারী হজের অনুমোদন বার্তা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নিকটতম টিকা কেন্দ্রে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। কারণ স্বাস্থ্য সুরক্ষায় এবারের হজে কেবলমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পাবেন।

করোনা সংক্রমণ রোধে সীমিত পরিসরে এবার সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজ পালন করতে পারবে। গত ২৩ জুন পর্যন্ত আগ্রহী ৫ লাখ ৫৮ হাজার ২৭০ জন হজে অংশ নিতে আবেদন করেন। আগামী ৯ জুলাই (২৯ জিলকদ) পর্যন্ত চূড়ান্ত বাছাই পর্ব চলবে।

এবারের সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা হজের ১৪ দিন আগে করোনা টিকার উভয় ডোজ বা একটি ডোজ নিয়েছেন এবং ইতিপূর্বে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ ১২-১৮ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

The post নির্বাচিত হাজিদের করোনা টিকার ডোজ সম্পন্ন করার নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/

ফিলিস্তিনিদের সমর্থন করায় জার্মান প্রতিষ্ঠানের কর্মীদের চাকরিচ্যুতির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির একটি বৃহৎ প্রতিষ্ঠানের বর্ণবিদ্বেষী প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিস্তিনে ইহুদিবাদী ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদ করায় এবং প্রতিষ্ঠানটিতে ইজরাইলের প্রতাকা উত্তোলনের বিরোধিতা করায় কর্মীদের চাকরিচ্যুৎ করার হুমকি দিয়েছে।

জার্মান প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিংগারের সিইও ম্যাথিস ডফনার এ জাতিবিদ্বেষী আচরণ করেছেন। খবর আরব নিউজের।

বার্লিনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে দখলদার ইজরাইলের পতাকা টাঙানোর ঘটনায় বিবেকবান কর্মীরা প্রতিবাদ জানালে তাদের অন্যত্র চাকরি খোঁজার নির্দেশ দেন ম্যাথিস ডফনার।

প্রতিষ্ঠানটির এক হাজার ৬০০ কর্মী এখন চাকরি হারানোর আতঙ্কে আছেন।

অ্যাক্সেল স্প্রিংগারের সিইও ম্যাথিস ডফনার গত সপ্তাহে প্রতিষ্ঠানের একটি ভার্চুয়াল সভায় বলেন, আপনারা যারা ইহুদিবিদ্বেষী মনোভাব প্রকাশ করেন, তারা অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজেন। ইজরাইলের প্রতি একাত্মতা প্রকাশের জন্য দেশটির পতাকা প্রতিষ্ঠানের সামনে উড়ানো বন্ধ করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত অ্যাক্সেল স্প্রিংগার জার্মানির একটি বৃহৎ প্রকাশনা সংস্থা।

The post ফিলিস্তিনিদের সমর্থন করায় জার্মান প্রতিষ্ঠানের কর্মীদের চাকরিচ্যুতির হুমকি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/

সর্বাত্মক লকডাউনে থাকবে না মুভমেন্ট পাসও

ফাতেহ ডেস্ক:

আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এ সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

The post সর্বাত্মক লকডাউনে থাকবে না মুভমেন্ট পাসও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/

এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তর।

সোমবার সকালে অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে সাংবাদিকদের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এছড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

The post এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3/

দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার

ফাতেহ ডেস্ক:

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে উন্নীত হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমি ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।

আজ সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল প্রকাশ করেন প্রকল্প পরিচালক আশরাফুল হক।

জরিপে দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮.৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১.৫ শতাংশ।

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।

The post দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%9c-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%81-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87%e0%a6%9b/

বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ দয়া করে বের হবেন না: আইজিপি

ফাতেহ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলা করছি এবং করোনার আক্রমণটা এখন শীর্ষে আছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ দয়া করে বের হবেন না।

সোমবার (২৮ জুন) বেলা ১১টা ১০ মিনিটে মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, কেউ যদি জরুরি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই সীমিত সময়ের জন্য বের হবেন এবং সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহারের বিকল্প নেই।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশে করোনার যে অবস্থা হয়েছে তা আমাদের দেশে দেখতে চাই না। সেখানকার অভিজ্ঞতা আমরা সবাই জানি। সে কারণে দেশবাসীকে অনুরোধ করব সবাই ঘরে থাকবেন। বিনা প্রয়োজনে বেরোবেন না। বের হলে মাস্ক পরবেন এবং মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সহয়তা করবেন।

এদিকে, রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখা হবে বলেও জানান আইজিপি ড. বেনজীর আহমেদ।

সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে আইজিপি মগবাজারে যান। তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

রোববার সন্ধ্যায় মগবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

The post বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ দয়া করে বের হবেন না: আইজিপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89/

Sunday, June 27, 2021

মগবাজারে বিস্ফোরণ: নিহত দাবানল শিল্পীগোষ্ঠীর উপস্থাপক মুস্তাফিজ

ফাতেহ ডেস্ক:

ইসলামী সাংস্কৃতিক কর্মী ও দাবানল শিল্পীগোষ্ঠীর উপস্থাপক মুস্তাফিজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সন্ধায় মগবাজারে গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে তিনি মারা যান ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের পর ওই এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এটা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।

জানা গেছে, ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও গ্র্যান্ড কনফেকশনারি দোকান রয়েছে। বিস্ফোরণে ভবনের ধসে পড়েছে। এ ছাড়া সিঙ্গার শো-রুমের ভেতর থেকে জেনারেটর উড়ে এসে রাস্তায় বাসে পড়ে। এতে দুটি বাসের কাচসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় দগ্ধ ৩৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের এ ঘটনায় পথচারীসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও জানা গেছে, ভয়াবহ এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ভবনটির উল্টো পাশে (উত্তর) আড়ং এর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির গ্লাস ভেঙে পড়েছে।

এ ঘটনায় দগ্ধ ৪৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

The post মগবাজারে বিস্ফোরণ: নিহত দাবানল শিল্পীগোষ্ঠীর উপস্থাপক মুস্তাফিজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%a6/

মগবাজারে বিস্ফোরণ, নিহত ৭

ফাতেহ ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজন মারা গেছেন।

রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের পর ওই এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এটা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।

জানা গেছে, ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও গ্র্যান্ড কনফেকশনারি দোকান রয়েছে। বিস্ফোরণে ভবনের ধসে পড়েছে। এ ছাড়া সিঙ্গার শো-রুমের ভেতর থেকে জেনারেটর উড়ে এসে রাস্তায় বাসে পড়ে। এতে দুটি বাসের কাচসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় দগ্ধ ৩৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের এ ঘটনায় পথচারীসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও জানা গেছে, ভয়াবহ এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ভবনটির উল্টো পাশে (উত্তর) আড়ং এর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির গ্লাস ভেঙে পড়েছে।

এ ঘটনায় দগ্ধ ৪৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

The post মগবাজারে বিস্ফোরণ, নিহত ৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a7%ad/

সীমিত লকডাউনে যা খোলা, যা বন্ধ

ফাতেহ ডেস্ক:

আগামীকাল সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী তিন দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না।

আরও বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

৪. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।

৫. জনসাধারণকে মাস্ক পড়ার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

The post সীমিত লকডাউনে যা খোলা, যা বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac/

করোনায় সর্বোচ্চ রেকর্ড মৃত্যুর দিন আজ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭৫ ও নারী ৪৪ জন। মৃত ১১৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯, বেসরকারি হাসপাতালে ১৪, বাসায় ৪ এবং হাসপাতালে আনার পথে ২ জন মারা যান। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে। গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬২৮টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ।

মৃত ১১৯ জনের মধ্যে বিশোর্ধ্ব ৬, ত্রিশোর্ধ্ব ৯, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ৩৪ এবং ষাটোর্ধ্ব ৫৯ জন মারা যান।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকায় ২৪, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২,সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post করোনায় সর্বোচ্চ রেকর্ড মৃত্যুর দিন আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1/

Saturday, June 26, 2021

ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না: জি এম কাদের

ফাতেহ ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। কখনই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না।

আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই, প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের আরও বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।

The post ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না: জি এম কাদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%9a/

যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে : অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে এবং সেটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।

শনিবার (২৫ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘একটি বিষয়ে আপনারা কনসার্ন, আমি নিজেও কনসার্ন। সেটা হলো আমাদের ভ্যাকসিনেশন, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যত দ্রুত সম্ভব এটা আমাদের করতে হবে এবং সেটা করা হচ্ছে। আপনারা শিগগিরই সেটার রেজাল্ট পাবেন।’

করোনা পরিস্থিতির মধ্যে সামনে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবসময় ভালোটাই প্রত্যাশা করি। এখনও আমাদের সেটাই প্রত্যাশা। আমাদের চলতি অর্থবছরে যে ধরনের প্রজেকশন ছিল, সেগুলো কিন্তু আমরা এচিভ করতে পেরেছি। এটা অবিশ্বাস্য মনে হবে। সবচেয়ে কঠিন খাত হলো রেভিনিউ জেনারেশন, সেটাও আমাদের ১৭ শতাংশ গ্রোথ হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভেও গ্রোথ আছে। যারা এক সময় বলেছিলেন রেমিট্যান্স আসবে না, বেচা-কেনা করে মানুষে দেশে চলে এসেছে বলে রেমিট্যান্স পাঠানোর মতো কেউ থাকবে না। কিন্তু সেগুলো সব সত্যি হয়নি। সত্যি হয়েছে যেটি তা হলো এদেশের মানুষ যারা বিদেশে আছেন প্রবাসী ভাই-বোনরা, তারা দেশকে ভালোবাসেন। দেশের জন্য দায়বদ্ধতায় তারা বিশ্বাস করেন। সেই দায়বদ্ধতার কারণে তারা সবকিছু মেনে নিয়ে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রেখেছেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এক বছরে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স থেকে, যা সব সময়ের চেয়ে সর্বোচ্চ। এমনটা আর কখনো হবে কি-না জানি না। আমাদের লোকজন বলেছিল আসবে না, শুধু না না না। আমরা “না না” তে বিশ্বাস করি না। আল্লাহ আমাদের প্রতি সদয় ছিলেন। এবারও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, তিনি আমাদের সুস্থ রাখবেন এবং আমাদের জীবন সুন্দর হবে।’

The post যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে : অর্থমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%ac-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

মুভমেন্ট পাসের জন্য আবেদন করবেন যেভাবে

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকার ঘোষিত কঠোর এ লকডাউনে গতবারের মতো এবারও জরুরি ভিত্তিতে চলাচলের জন্য মুভমেন্ট পাস নিতে হবে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।

গত এপ্রিল মাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সে সময়ে কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষের জরুরি ভিত্তিতে চলাচলের জন্য মুভমেন্ট পাসের অ্যাপস উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুরুতে মুভমেন্ট পাস নিয়ে সমস্যা দেখা দিলে পরে পুলিশের পক্ষ থেকে সে সমস্যার সমাধান করা । কোনো ঝামেলা ছাড়াই অ্যাপস ব্যবহার করে যেকেউ জরুরি প্রয়োজনে বাইরে যেতে মুভমেন্ট পাস নিতে পারবে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

মুভমেন্ট পাসের জন্য প্রথমে (https://movementpass.police.gov.bd/) এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটকে ক্লিক করে নাম, ছবি, ফোন নম্বর, জেলা-উপজেলা এবং এনআইডির নম্বর ও ছবি ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে ফরমটি সাবমিট করে ডাউনলোড দিয়ে নিজের কাছে এর কপি রাখতে হবে। বাইরে বের হলেই পুলিশ সদস্যদের এটি দেখাতে হবে।

এর আগে মুভমেন্ট পাস দিয়ে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকার অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু এবার ঘোষিত কঠোর লকডাউনে মুভমেন্ট পাসের নতুন বিধি-নিষেধ এখনও জানানো হয়নি।

The post মুভমেন্ট পাসের জন্য আবেদন করবেন যেভাবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6/

গরিব দেশগুলিকে টিকা দেয়ার আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক:

কোভিড-১৯ অতিমারির মোকাবিলায় গরিব দেশগুলিতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও-হু) প্রধান তেদ্রস আধানম গেব্রেয়াসুস।

গতকাল শুক্রবার (২৫ জুন) সাংবাদিক বৈঠকে তিনি বলেন, টিকার অভাবে গরিব দেশগুলির কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। ‌করোনাভাইরাসের ডেল্টা রূপের বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে।‌ আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিজে ইথিওপিয়ার নাগরিক। সেখানকারহ করোনা পরিস্থিতিরও অনেক অবনতি হয়েছে গত দু’সপ্তাহে। এই পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলিতে দ্রুত গণ টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়ে তিনি বলেন, সমস্যা এখন টিকা সরবরাহ না থাকার। আমাদের টিকা দিন।

The post গরিব দেশগুলিকে টিকা দেয়ার আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/

Friday, June 25, 2021

বিশেষ মর্যাদা না দেয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিবো না: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উপত্যকায় নির্বাচন হলেও তাতে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

পিডিপি ভোটে জিতলেও মুখ্যমন্ত্রীর আসনে বসবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে মেহবুবা বলেন, উপত্যকায় নির্বাচনের আগে জনমানসে আস্থা ফিরিয়ে আনতে হবে আমাদের। যে আস্থায় ধাক্কা লেগে পুরোপুরি ধূলিস্যাৎ হয়ে গেছে। মানুষজন হতাশাগ্রস্ত, আগে তাদের কাছে পৌঁছনো জরুরি। নির্বাচন তো পিছিয়ে দেওয়া যেতেই পারে।

২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে কেন্দ্রীয় সরকার। সে সময় থেকেই ওই মর্যাদা ফেরানোর দাবিতে সরব হয়েছেন মেহবুবাসহ উপত্যকার রাজনীতিকদের একাংশ।

The post বিশেষ মর্যাদা না দেয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিবো না: মেহবুবা মুফতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/

কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করবে সেনাবাহিনী-পুলিশ-বিজিবি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কালকে আমরা এ বিষয়ে (কঠোর লকডাউন) প্রজ্ঞাপন দেব। ২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। অফিস বন্ধ থাকবে। ৩০ জুন বাজেট পাসের বিষয় আছে, এ সংক্রান্ত যে কার্যক্রম আছে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) রিলেটেড, হিসাব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে। এছাড়া সব বন্ধ থাকবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘জরুরি সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে।’

The post কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করবে সেনাবাহিনী-পুলিশ-বিজিবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95/

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিন অর্থাৎ ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।’

শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলেও জানান সুরথ কুমার সরকার।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিল সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

এর মধ্যে অবনতিশীল করোনা পরিস্থিতিতে সীমান্তের জেলাগুলোতে লকডাউন দেয়া হচ্ছিল। সর্বশেষ ২২ জুন থেকে ঢাকার আশপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ-এই সাত জেলায় কঠোর লকডাউন (বিধিনিষেধ) দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ঢাকার সঙ্গে বাস, লঞ্চ ও রেল যোগাযোগ।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন।

The post সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b/

সন্দ্বীপের মোকদ্দমা

রাকিবুল হাসান:

১৯৬৪ সালের ফাল্গুন মাস। সন্দ্বীপের কালাপানিয়া দীঘির পাড়ের শিমুল গাছের তলা ছেয়ে গেছে শিমুল ফুলে। মনে হচ্ছে কেউ লাল ফুলের গালিচা বিছিয়ে দিয়েছে। শিমুল গাছের পাতা-ফুল ভেদ করে ফুলের গালিচায় যে রোদ পড়ছে, তাকে রোদ বলা চলে না। বরং ফুলের গায়ে উষ্ণ আরাম বলাটাই শ্রেয়। শীত বিদায় নিয়েছে। এখন ঋতুরাজ বসন্ত নিজস্ব উষ্ণতায় প্রাণ সঞ্চার করছে প্রকৃতিতে। শাখায় শাখায় নতুন পাতার উদ্ভব, যেন নতুন হয়ে উঠছে পুরোনো পৃথিবী। বসন্তের এই মনমাতানো দৃশ্য দেখতে দেখতে নিধু ফকির গান ধরেন, ‘আজি বসন্ত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/করো না বিড়ম্বিত তারে।’

নিধু ফকির টনাশাহ মাজারের একান্ত খাদেম। দীঘির উত্তর-পূর্ব কোণে মাজারটি অবস্থিত। মাজার-প্রাঙ্গণের এই শিমুল গাছের তলায় নিধু ফকির বিশ্রাম নেন। চাটাই পেতে পেট ভাসিয়ে তিনি যখন শুয়ে থাকেন, ভুরিটা তার ছোট পাহাড়ের মতো দেখায়। মাজারে যারা খাদেম থাকে, তাদের অধিকাংশই থাকে ভুরিওয়ালা। নিধু ফকির বার কয়েক ভেবেছে ভুরিটা কমানো যায় কিনা। কিন্তু অনেক ভেবে দেখেছে—ভুরিটা এখন আর ভুরি নেই। এটা এখন নিধু ফকিরের বিশেষ সৌন্দর্য। আচমকা ভুরি কমে গেলে তার মনে হয় সে মহা বিপদে পড়বে। তাকে আর প্রথাগত ফকিরের মতো লাগবেনা। ফকির হবার জন্য ইলম কালামের চেয়ে বেশভূষাটাই বেশি কাজে লাগে।

টনাশাহ মাজারের নামকরণের পেছনে একটা ইতিহাস আছে। সন্দ্বীপে বাঁশের কঞ্চিকে বলা হয় টনা। এই ফকির একসময় জনৈক ব্যক্তির ঘোড়ার রাখাল ছিলো। ঘোড়া নিয়ন্ত্রণ করতে তার হাতে বাঁশের একটি কঞ্চি থাকতো। ফকিরের মৃত্যুর পর ভক্তরা তার কবর পূজা শুরু করে। গড়ে তুলে মাজার। নাম দেয় টনা শাহের মাজার। নিধু ফকির এই মাজারের শুরু থেকেই এখানে আছে। বাকি জীবনটা এখানেই কাটানোর ইচ্ছে। বাল-বাচ্চা নেই। কেউ জিজ্ঞেস করলে বলে, ‘দয়ালে যার মন নিয়েছে, সংসারে তার মন বসে? বিয়ে করছিলাম প্রথম জীবনে। কিন্তু বিপদ একটাই। বউ টানে ঘরে, দয়াল টানে বাইরে। দ্বিধাদ্বন্দে তখন বউ ছেড়ে দিলাম। তারে শুধু শুধু কষ্ট দিয়া তো লাভ নাই।’

তবে বাকি জীবন দূরে থাক, আর দশ মিনিটও পেট ভাসিয়ে শুয়ে থাকতে পারলো না নিধু ফকির। সে দেখলো, জুমার নামাজ পড়ে একদল মুসল্লি মাজারের দিকেই এগিয়ে আসছে। তাদের চোখেমুখে কেমন ক্ষোভ ঠিকরে পড়ছে। শোয়া থেকে দাঁড়াতে দাঁড়াতে মুসল্লিরা কাছে চলে এলো।

নিধু ফকির বললো, ‘ভাইজানেরা এদিকে?’
এক মুসল্লি বললো, ‘জুমা না পইড়া গাছতলায় পেট ভাসাইয়া শুইয়া আছেন?’
ফকির বললো, ‘কে কইলো নামাজ পড়ি নাই। আমি সবসময় নামাজেই থাকি।’
মুসল্লি বললো, ‘এখনও নামাজেই আছেন? নামাজ থেকেই কথা বলছেন?’
ফকির বললো, ‘মনে মনে নিয়ত করলেই নামাজ হয়। যতক্ষণ ইচ্ছে।’
মুসল্লি বললো, ‘এজন্যই হুজুর বলছে—এসব মাজার শিরক-বিদআতের আখড়া। এরা মানুষরে বিভ্রান্ত করে। এই চল—আজ মাজার গুড়িয়ে দিব।’
ফকির বললো, ‘দোহাই লাগে, এমনটা করবেন না। পবিত্র জায়গায় হাত দিতে নেই।’

একটু আগেই জুমার বয়ানে শিরক-বিদআতের আখড়া মাজারের ভয়ংকর কুফল সম্পর্কে জেনেছে মুসল্লিরা। সন্দ্বীপের পীর সাহেব মাওলানা ইদ্রিস সাহেবের কথাগুলো তাদের হৃদয় ছুঁয়ে গেছে। যারা অমুসলিম, তাদের ক্ষতি সম্পর্কে আমরা সচেতন। কিন্তু মুসলমানের চিহ্ন গায়ে লাগিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা অমুসলিমের চেয়েও ভয়ানক। তাই আজ এই মাজার উচ্ছেদ করতে হবে। ক্ষুব্ধ মুসল্লিরা খুলে ফেললো মাজারের বেড়া, টিনের চাল। ছিঁড়ে ফেললো লাল কাপড়ের নিশান। ঝিকিমিকি কাগজের ঝোলানো ফুল। ভেঙেচুরে সব ফেলে দিলো দীঘিতে। বাধা দিতে গিয়ে নিধু শাহ থাপ্পড় খেলো কয়েকটি। তারপর আর সাহস করে এগুয়নি।

সন্দ্বীপের পীর সাহেব বিভিন্ন ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা বলতেন। মিলাদ-কিয়াম নিয়ে বিতর্ক করতেন। কদিন আগেই এক বিতর্কে মিলাদ-কিয়ামপন্থী আলেম মাওলানা আবদুল মালেককে পরাজিত করেছেন। বেদআতীদের মনে তার প্রতি এমনিতেই ক্ষোভ। কিন্তু ক্ষোভ উপশমের কোনো উপায় তারা করতে পারছিলো না। কোনোভাবেই পীর সাহেবকে বাটে ফেলা যাচ্ছিলো না। আজকের ঘটনায় যেন সেই সুযোগ এসে গেলো। যদিও পীর সাহেব মাজার ভাঙতে বলেননি। তার বয়ানে উদ্বুদ্ধ হয়েই তো মুসল্লিরা ভাঙচুর করেছে। টনাশাহ মাজার কর্তৃপক্ষ সন্দ্বীপের ফৌজদারি আদালতে আঠারো জনের নামে মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী—মাওলানা ইদ্রিস সন্দ্বীপী, মাওলানা কলিমুল্লাহ, মাওলানা আমিনুর রাসূল, মাওলানা নুরুল্লাহ, হাজি হাবিবুল্লাহ মুনশী সাহেব, হাজি দলিলউদ্দীন সাহেব প্রমুখ।

মামলার অভিযোগে মাজার কর্তৃপক্ষ বলে, ঘটনার আগেরদিন রাতে কালাপানিয়া হেদায়াতুল ইসলাম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ছিলো। এই মাহফিলে মাওলানা ইদ্রিস সন্দ্বীপী মাজারের বিরুদ্ধে কথা বলে জনতাকে উত্তেজিত করেছেন। তিনি একই কাজ করেছেন ঘটনার দিন জুমাপূর্ব বয়ানে। সেখানেও তিনি মাজারের বিরুদ্ধে বলে মুসল্লিদের উত্তেজিত করেছেন। সবকিছুর জন্য তিনি দায়ী।

সন্দ্বীপের বিখ্যাত উকিল, তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক এসেম্বলির সদস্য এ.ডি.এম. মুওয়াহিদুল মাওলার পরামর্শে সন্দ্বীপের পীর সাহেবের পক্ষে আদালতে লড়াই করতে নামেন এডভোকেট আজিজুল ইসলাম চৌধুরী। বেশ কিছুদিন মামলার শুনানি চলে। তারপর ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেট আবদুস সাত্তার সাহেব সন্দ্বীপ পীর সাহেবের পক্ষে মামলার রায় ঘোষণা করেন। মাজারের অসারতা এবং প্রকৃত রূপ ফুটিয়ে তুলতে ম্যাজিস্ট্রেট একটি গল্প শোনান।

এক লোক এক পীরের দরবারে বারো বছর কাটিয়েও কিছু অর্জন করতে পারলো না। বিদায় বেলায় পীর সাহেব তাকে একটি গাধী হাদিয়া দিলো। কিন্তু পথে গাধীটি মারা গেলো। লোকটি গাধীটি দাফন করে তার চারপাশে তুলে দিল একটি দেয়াল। তারপর আশ্চর্যজনকভাবে এখানে জনসমাগম শুরু হলো। দেয়ালঘেরা জায়গাটি প্রসিদ্ধি পেলো মাজার হিসেবে। নামযশ শুনতে পেয়ে পীর সাহেব একদিন এসে উপস্থিত হলেন এই মাজারে। এসে দেখেন—মাজারের পরিচালক তারই শাগরেদ। পীর সাহেব জিজ্ঞেস করলো, ‘ব্যাপার কী? মাজারের সন্ধান পেলে কিভাবে?’ লোকটি বললো, ‘এটা আপনার দানকৃত গাধীর কবর। গাধী মারা যাবার আমি এখানে দাফন করি। তারপর বেড়েই চলছে জনসমাগম।’ পীর সাহেব তখন বললেন, ‘তুমি যে মাজারে আমার খেদমতে ছিলে, সেখানেও কোনো বড় বুজুর্গের কবর ছিলো না। বরং সেই কবরটি ছিল এই ছোট গাধীর দাদীর।

গল্প শুনে কোর্টরুমে হাসির রোল পড়ে গেলো।

তবে হাসির পাত্র হয়ে মাজার কর্তৃপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে উঠলো। তারা ফৌজদারি আদালতে নিরাশ হয়ে আপিল করলো চট্রগ্রাম জর্জকোর্টে। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, আওলাদে রাসূল হজরত মাওলানা আসআদ মাদানীর বিশিষ্ট মুরিদ হাজি আবদুর রউফ সাহেবের সহযোগিতায় সেখান থেকেও মামলাটি খারিজ হয়ে যায়। জর্জকোর্টে সুযোগ না পেয়ে মাজার কর্তৃপক্ষ এবার আপিল করলো বাংলাদেশ হাইকোর্টে। হাজি নজির আহমদ সাহেবের সহযোগিতায় এখান থেকেও মামলাটি খারিজ হয়ে যায়। হাইকোর্ট থেকে বিতাড়িত হয়ে তারা গেলো সুপ্রিম কোর্টে। সেখানেও কিছু করতে পারলো না। মামলা খারিজ হয়ে গেলো।

একের পর এক জায়গা থেকে তারা বিতারিত হচ্ছিলো, কিন্তু থামছিলো না। এর শেষ দেখতে চাইছিলো। সব আদালত থেকে মামলা খারিজ হবার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী সাহেবের প্রথম আমলে, ১৯৭২ সালে, তারা মার্শাল ল কোর্টে আপিল করে। এখানেও সাহায্য করেন হাজি নজির আহমদ সাহেব। এবার মামলার তদন্তের ভার পড়ে মরহুম সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের ওপর। তদন্ত করতে তিনি সন্দ্বীপের পথে পা বাড়ান।

সকাল আটটায় সন্তোষপুর মাদরাসার সামনে এসে একটি জিপ থামলো। জিপ থেকে নামলেন সেনাবাহিনীর মেজর হুসেইন মুহাম্মদ এরশাদ। তার সঙ্গে তৎকালীন ম্যাজিস্ট্রেট, ওসি এবং সরকারি কর্মকর্তাগণ। মাদরাসা মসজিদের বারান্দায় তখন ঢুলে ঢুলে পড়ছিলো শতাধিক ছাত্র। সবার চোখ কিতাবের দিকে। যত বড় মেহমানই আসুক, যেন তাদের দেখবার ফুরসত নেই। ছাত্রদের একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে গেলেন এরশাদ। ওসিকে বললেন, ‘দেখছেন, কেমন মন দিয়ে তারা পড়ছে! একবারও চোখ তুলছে না!’ ওসি বললেন, ‘তাদের শিক্ষাব্যবস্থাটাই এমন। মন দিয়ে পড়তে হয়। বাংলার চেয়ে আরবি কঠিন।’ এরশাদ বললেন, ‘কথা সেটা না। মূল হলো একাগ্রতা, একনিষ্ঠতা, অধ্যাবসায়। মাদরাসার ছাত্রদের মাঝে তা পূর্ণই আছে দেখতে পাচ্ছি।’

মসজিদের দক্ষিণ দিকে পীর সাহেব সন্দ্বীপীর কামরা। মেজর এরশাদ সোজা কামরার সামনে গিয়ে দাঁড়ালেন। উঁকি দিয়ে দেখলেন, পীর সাহেব একমনে কুরআন তেলাওয়াত করছেন। কুরআন তেলাওয়াতের মাঝে সালাম দেয়া যায় না—মাসআলাটা এরশাদ জানতেন। কিন্তু তখন মাসআলাটা একদমই মনে পড়লো না তার। তিনি সালাম দিয়ে ফেললেন। সালাম দেবার পরপরই মাসআলাটা তার মনে পড়ে গেলো। ভাবলেন, ভুলটা এখনই, এতবড় একজন মাওলানার সামনেই হতে হলো! সালাম শুনে পীর সাহেব কুরআনের পাতা থেকে মুখ তুলে তাকালেন। চেহারার ভাবগাম্ভীর্য দেখে ভয় পেয়ে গেলেন এরশাদ। অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এই বুঝি মাশুল গুণতে হবে। পীর সাহেব কুরআন বন্ধ করে সলাামের উত্তর দেয়ায় তার মনের ভয় কিছুটা কমলো।

মনের ভয় কমলেও কামরার ভেতরে যাবার সাহস হলো না মেজর এরশাদের। বলা যায় না—কোন সময় কী ভুল হয়ে যায়। ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহসালার মাওলানা হোসাইন আহমদ মাদানীর বিশিষ্ট শাগরেদ এই পীর সাহেব। চেহারায় তার নূরের খেলা। কঠিন হতে চাইলেও তার সামনে কঠিন হওয়া যায় না। বিনীত হয়ে আসে মন। দরজায় দাঁড়িয়ে বিনম্র কণ্ঠে এরশাদ বললেন, ‘হুজুর, একটু বাইরে এলে ভালো হতো। সরকারি একটা তদন্তে আপনার কাছে এসেছি।’

পীর সাহেব সন্দ্বীপী বাইরে বেরিয়ে এলেন। মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের ছোট আমগাছের নিচে দাঁড়িয়ে কথা বললেন দুজন। কথা শেষ হলে মেহমানদের সামনে হালকা নাশতা উপস্থাপন করা হলো। নাশতার পর মেজর এরশাদ বিদায় নিলেন। তার মনে গেঁথে রইলো সন্দ্বীপের মতো দ্বীপে, সন্তোষপুরের ন্যায় এক গহীন গ্রামে এই মাদরাসার নুরানি চিত্র। কী এক ভালোলাগা মিশে রইলো তার তনুমনে। ঢাকায় ফিরেই তিনি চূড়ান্ত তদন্ত রিপোর্ট পেশ করলেন। তার রিপোর্টের প্রেক্ষিতে মার্শাল ল কোর্ট থেকেও মাজার কর্তৃপক্ষের মামলা খারিজ হয়ে যায়।

নিধু ফকির এতদিন অপেক্ষায় ছিলো, মামলার রায় তাদের পক্ষে যাবে। টনাশাহের মাজার মেরুদণ্ড নিয়ে আবার দাঁড়াতে পারবে। শিমুল গাছের তলায় শুয়ে পেট ভাসিয়ে সে আবার গান গাইতে পারবে। কিন্তু সব আশা নিরাশায় পর্যবসিত হলো। মার্শাল ল কোর্ট থেকে যেদিন মামলাটি খারিজ হয়ে গেলো, সেদিন নিধু ফকিরকে দেখা গেলো কাঁধে কাপড়ের ব্যাগ ঝুলিয়ে শিমুল গাছের সঙ্গে কথা বলছে। শিমুল গাছকে সে বলছে, ‘দয়ালের খেলা বুঝা বড় দায়। টনাশাহের মাজারকে তুই দেখে রাখিস। ছায়া দিয়ে রাখিস। আমি চলে যাচ্ছি। প্রথমে মাইজভাণ্ডারে হাজিরা দেব। তারপর দয়াল যেখানে ডাকবে, সেখানে চলে যাব। বুঝছিস? দুনিয়ার মামলা কিছু না; দয়ালের মামলা বড় মামলা।’

হালকা বাতাসে শিমুল গাছটা একটু নড়লো। গুটিকয়েক ফুল পড়লো এসে নিধু ফকিরের মাথায়। ফকির হেসে দিয়ে বললো, ‘মাঝেমধ্যে আসব। তোর ছায়ায় একটু বসতে। টনাশাহের দরবারে হাজিরা দিতে। এবার যাই।’

The post সন্দ্বীপের মোকদ্দমা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%be/