Thursday, December 31, 2020

কেরালা বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে তিনটি আইন তৈরি করেছে তার বিরুদ্ধে কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়েছে। বৃহস্পতিবার কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতভাবে পাশ হয়েছে তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাবনা।

ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে একটানা কৃষক আন্দোলনের মধ্যে এবার কেরালা বিধানসভায় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।

দিল্লিতে কৃষকদের আন্দোলনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে দুর্ভিক্ষের দিকে এগোবে কেরালা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন একটা প্রক্রিয়া থাকা উচিত, যাতে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করবে এবং নামমাত্র দামে গরিব, অভাবী মানুষকে দেবে। কিন্তু তার পরিবর্তে বেসরকারি সংস্থাগুলোকে কৃষিপণ্যের ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ‘এমএসপি’ দিতে চাচ্ছে না সরকার।’

দিল্লিতে কৃষকদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ওই আন্দোলন চলতে থাকলে তার মারাত্মক প্রভাব পড়বে কেরালায়। রাজ্যের সাধারণ মানুষের কাছে কৃষিপণ্য আসা বন্ধ হয়ে গেলে রাজ্য দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাবে। এ সব বিষয়কে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারকে তিনটি বিলই প্রত্যাহার করে কৃষকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আবেদন জানাচ্ছে কেরালা বিধানসভা।’

বৃহস্পতিবার কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের যে প্রস্তাব করেছিলেন, তাকে রাজ্যটিতে একমাত্র বিজেপি বিধায়ক ও রাজগোপাল সমর্থন জানিয়েছেন যা কার্যত অপ্রত্যাশিত ঘটনা। কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার নয়া তিন কৃষি আইন তৈরি করেছে।

ওই প্রস্তাবটি রাজ্যে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ, বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এবং বিজেপির সমর্থনে সর্বসম্মতভাবে পাস হয়েছে।

সূত্র: পার্সটুডে

The post কেরালা বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ : ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশীট

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানের কাছে এই অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তবে অভিযুক্ত আরো আটজন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে আপাতত বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাসের গ্রেফতার হওয়া আট কর্মকর্তা-কর্মচারীকে।

মামলায় আসামি করা হয়েছে আব্দুল গফুর মিয়া (৬০), সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), আলহাজ্ব মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আব্দুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলামকে (৩৬)।

তদন্ত রিপোর্টে সিআইডি উল্লেখ করেছে, তিন মাস ধরে মসজিদের পাশে তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস বের হয়ে মসজিদের অভ্যন্তরে জমা হতে থাকে। বাধাহীন ভাবে গ্যাস উদগীরণ হয়ে মসজিদ গ্যাস চেম্বারে পরিণত হয়। ঘটনার ৭/৮ দিন আগে গ্যাসের তীব্রতা বৃদ্ধি পেলে মুসল্লিরা মসজিদ কমিটিকে জানান। কিন্তু তারা কোনো আমলে নেননি।

তারা জানায়, ঘটনার দিন এশার নামাজের পর বিদ্যুৎ চলে গেলে ম্যানুয়েল চেঞ্জ অভারের মাধ্যমে বৈদ্যুতিক লাইন পাল্টানোর সময় বিদ্যুতের স্পার্ক হয়। তখন বিদ্যুতের স্পার্ক ও মসজিদে জমে থাকা গ্যাসের সমন্বয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিআইডি জানায়, কমিটির মসজিদ পরিচালনায় অবহেলা অব্যবস্থাপনা, উদসীনতা, কারিগরি দিক বিবেচনা না করে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঝুঁকিপূর্ণভাবে লাগানো, গ্যাসের উপস্থিতি টের পাওয়ার পরও মানুষের জীবনের নিরাপত্তার কথা না ভেবে কোনো ব্যবস্থা না নেয়া, ডিপিডিসির মিটার রিডিং কালেকটর ও কারিগরদের মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ, তিতাসের গ্যাসের লাইন তদারকি না করার জন্য দুর্ঘটনার জন্য দায়ী উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সদর উপজেলার পশ্চিম তল্লার এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুতের স্পার্ক ও মসজিদের অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। এই বিস্ফোরণে ৩৪ জনের প্রাণহানি হয়েছে।

The post নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ : ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশীট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d/

কার্যকর হল ব্রেক্সিট, বিচ্ছেদ ঘটল ইইউ-যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা) এই বিচ্ছেদ চূড়ান্ত হল। এর মধ্য দিয়ে গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ঘটনাবহুল ব্রেক্সিট কার্যকর হল।

তবে এই বিচ্ছেদ এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট হলেও এর কার্যকরের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত।

এ সময়ের মধ্যে ঠিক করা হবে, যুক্তরাজ্যের সঙ্গে ইইউ’র সম্পর্ক কেমন হবে। ফলে আগামী ১১ মাস ব্রেক্সিটের জন্য পরিবর্তনকালীন সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পায়। পরে উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানির সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।

কয়েক মাসের দর-কষাকষির পর বড়দিনের আগের দিন ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইইউ। এরপর, ২৮ ডিসেম্বর এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতেরা। পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটিতে আনুষ্ঠানিকভাবে সই করে। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্ট সেটি অনুমোদন করল।

ব্রেক্সিটের ফলে ইউরোপীয় পার্লামেন্টে সদস্যপদ হারালেন যুক্তরাষ্ট্রের এমপিরা। যুক্তরাজ্য থেকে ৭৩ জন সদস্য ছিলেন ইউরোপীয় পার্লামেন্টে। এখন থেকে বিশেষ আমন্ত্রণ ছাড়া ইইউ’র কাউন্সিল সামিটেও অংশ নিতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ মন্ত্রীরাও ইইউ’র কোনো বৈঠকে অংশ নিতে পারবেন না।

ইইউ থেকে আলাদা হয়ে যাওয়ায় ব্রিটিশ পাসপোর্টেও আসছে পরিবর্তন। ৩০ বছর পর নীল রঙের পাসপোর্ট আবার ফিরে পাবে দেশটি। ১৯২১ সালে প্রথম এ পাসপোর্টের ব্যবহার শুরু হয়েছিল তবে বর্তমান পাসপোর্টটিও বৈধ থাকবে।

The post কার্যকর হল ব্রেক্সিট, বিচ্ছেদ ঘটল ইইউ-যুক্তরাজ্যের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a/

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে মাশরাফি

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে ।

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার। এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

তারা হলেন-পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে এদের অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে প্রস্তাব করা হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন।

The post আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে মাশরাফি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac/

ফাইজারের ভ্যাকসিন তালিকাভুক্ত করলো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, মহামারি শুরুর প্রথম ভ্যাকসিনের বৈধতা দানের ফলে বিভিন্ন দেশের আমদানি ও প্রয়োগে নিজেদের নিয়ন্ত্রকদের অনুমোদন দেওয়ার পথ উন্মুক্ত করবে।

ডব্লিউএইচও’র এই বৈধতার ফলে ইউনিসেফ ও প্যান-আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থা যেসব দেশের প্রয়োজন সেগুলোর জন্য ভ্যাকসিন কিনতে পারবে।

ডব্লিউএইচও’র ওষুধ ও স্বাস্থ্য পণ্যবিষয়ক সহকারী মহাপরিচালক ড. মারিয়াঞ্জেলা সিমাও বলেন, বৈশ্বিক করোনা ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ খুবই ইতিবাচক। কিন্তু আমি আরও বড় ধরনের বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিতে চাই যাতে করে যে কোনও স্থানের জনগণের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সুরক্ষা মান অর্জন করেছে এবং ঝুঁকির তুলনায় সুবিধা বেশি।

ফাইজারের ভ্যাকসিন চরম শীতল তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার, বাহরাইন ও মেক্সিকোতে অনুমোদনের পর প্রয়োগ শুরু হয়েছে।

The post ফাইজারের ভ্যাকসিন তালিকাভুক্ত করলো ডব্লিউএইচও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

কবি জসিম উদ্‌দীন-এর ১১৮ তম জন্মদিন আজ

ফাতেহ ডেস্ক:

পল্লী কবি জসিম উদ্‌দীন-এর ১১৮ তম জন্মদিন আজ। ১৯০৩ সালের ১ জানুয়ারি কবি জসিম উদ্‌দীন তার নানাবাড়িতে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবা আনসার উদ্দিন। মা মমতাজ বেগম মনিমালা।

কবি জসীম উদ্‌দীন ফরিদপুর জেলা স্কুল থেকে ১৯২১ সালে ম্যাট্রিকুলেশন, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে ১৯২৪ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৯ সালে বিএ, এবং ১৯৩১ সালে কলকাতা কলেজ থেকে এমএ পাশ করে ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি কলেজে গবেষণা সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৩৮ সালে প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

দীর্ঘ সাহিত্যজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান প্রেসিডেন্ট পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’ (১৯৫৮), ইউনেস্ক পুরস্কার (১৯৬৫), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডি. লিট. উপাধিলাভ(১৯৬৯), একুশে পদক প্রাপ্তি (১৯৭৬) ও ১৯৭৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর ‘মহান স্বাধীনতা দিবস’ পুরস্কার লাভ করেন।

কবি জসীম উদ্‌দীন ১৩ মার্চ ১৯৭৬ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়।

জসীম উদ্‌দীনের রচনাবলী:

কাব্যগ্রন্থ :
রাখালী (১৯২৭), নকশী কাথার মাঠ (১৯২৯), বালু চর (১৯৩০), ধানখেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), হাসু (১৯৩৮), রঙিলা নায়ের মাঝি(১৯৩৫), রুপবতি (১৯৪৬), মাটির কান্না (১৯৫১), সকিনা (১৯৫৯), সুচয়নী (১৯৬১), ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২), মা যে জননী কান্দে (১৯৬৩), হলুদ বরণী (১৯৬৬), জলে লেখন (১৯৬৯), কাফনের মিছিল (১৯৮৮)

নাটক :
পদ্মাপার (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা (১৯৫১), পল্লীবধূ (১৯৫৬), গ্রামের মেয়ে (১৯৫৯), ওগো পুস্পধনু (১৯৬৮), আসমান সিংহ (১৯৮৬)

আত্মকথা :
যাদের দেখেছি (১৯৫১), ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১), জীবন কথা (১৯৬৪), স্মৃতিপট (১৯৬৪)

উপন্যাস :
বোবা কাহিনী (১৯৬৪)

ভ্রমণ কাহিনী :
চলে মুসাফির (১৯৫২), হলদে পরির দেশে (১৯৬৭), যে দেশে মানুশ বড় (১৯৬৮), জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)

সঙ্গীত :
জারি গান (১৯৬৮), মুর্শিদী গান (১৯৭৭)

অন্যান্য :
বাঙালির হাসির গল্প, ডালিমকুমার (১৯৮৬)

The post কবি জসিম উদ্‌দীন-এর ১১৮ তম জন্মদিন আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e2%80%8c%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%a4%e0%a6%ae/

নববর্ষের পার্টি করতে গিয়ে এক যুবকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

The post নববর্ষের পার্টি করতে গিয়ে এক যুবকের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f/

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ২৬

ফাতেহ ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেনে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা বিস্ফোরণ ও গোলাগুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ২৬জন। আহত হয়েছেন আরও বহু লোক।

আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। বুধবার নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যদের বহনকারী একটি বিমান সৌদি আরব থেকে বিমানবন্দরে অবতরণের পরপরই এই হামলার ঘটনা ঘটে। তবে প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে রয়েছেন।

এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্মকর্তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করছে। যদিও হুথিরা এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছে।

সম্প্রতি সৌদি সমর্থিত মন্ত্রীরা ও দক্ষিণাঞ্চলীয় কয়েকটি গোষ্ঠী নতুন সরকার গঠন করে। জাতিসংঘ এ সরকারকে স্বীকৃতি দিয়েছে ।

The post ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ২৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8/

সিরিয়ায় বাসে হামলা, ২৮ সেনা সদস্য নিহত

ফাতেহ ডেস্ক:

সিরিয়ায় পূর্বাঞ্চলে একটি বাসে হামলার ঘটনায় অন্তত ২৮ সেনা সদস্য নিহত হয়েছে।

বুধবার সিরিয়ার দেইর আল জোর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলার জন্য আইএসকে দায়ী করেছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানায়, আইএসের সদস্যরা পরিকল্পিতভাবে সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্য বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালায়।

The post সিরিয়ায় বাসে হামলা, ২৮ সেনা সদস্য নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/

আসামে মাদরাসা বন্ধের আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসাম বিধানসভায় রাষ্ট্র পরিচালিত মাদরাসাগুলো বন্ধের বিল পাস করেছে বিজেপি সরকার। বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই বুধবার আইনটি পাস করা হয়। এমনকি আইনটি নিয়ে বিরোধী দলের যথাযথ আলোচনার দাবি পর্যন্ত প্রত্যাখ্যান করেছে নির্বাচিত কমিটি। খবর এনডিটিভি।

এখন বিলটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। নতুন আইন অনুযায়ী, মাদরাসা খাতে আর কোনো সরকারি অর্থ ব্যয় করা হবে না। ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে ৭০০-এর বেশি মাদরাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমান্তা বিশ্ব শার্মা তথ্যটি নিশ্চিত করেছেন।

ওই বিলের আওতায় আসাম রাজ্যে মাদরাসা শিক্ষা বোর্ড ভেঙে ফেলা হবে। তবে শিক্ষক এবং নন-টিচিং স্টাফদের ভাতা ও চাকরির শর্তে কোনো প্রভাব পরবে না।ওই বিলের আওতায় আসাম রাজ্যে মাদরাসা শিক্ষা বোর্ড ভেঙে ফেলা হবে। তবে শিক্ষক এবং নন-টিচিং স্টাফদের ভাতা ও চাকরির শর্তে কোনো প্রভাব পরবে না।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার খুব শিগগিরি বেসরকারি মাদরাসার বিষয়ে নতুন আরেকটি আইন পাস করবে। কওমি মাদরাসাগুলোতে ইসলামিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত ও অন্যান্য বিষয়গুলো পাঠ্যসূচিতে রাখলে কেবল সেগুলোকে পাঠদানের অনুমোদন দেয়া হবে। আমাদের মসজিদগুলোতে আর ইমামের প্রয়োজন নেই। সংখ্যালঘিষ্ট মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে আমাদের প্রয়োজন পুলিশ অফিসার, ডাক্তার, শিক্ষক ও আমলা। আমরা সকল মাদরাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করব। ওই স্কুলগুলোতে আর ধর্মীয় শিক্ষা দেয়া হবে না।

বিরোধী দল ওই আইনটির সমালোচনা করে বলেছে, হিন্দুদের দিয়ে মোদি সরকার সারাদেশে মুসলিম বিরোধী শাসন চালাচ্ছে। কংগ্রেস দলের আইনপ্রণেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, মুসলিমদের নিশ্চিহ্ন করতে আইনটি করা হয়েছে।

The post আসামে মাদরাসা বন্ধের আইন পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8/

ইসলামী ব্যাংকে ২ হাজার কোটি টাকার রহস্যময় তহবিলের সন্ধান!

ফাতেহ ডেস্ক:

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় বিদেশ থেকে আসা দুই হাজার কোটি টাকার রহস্যময় তহবিলের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

অফশোর ব্যাংকিং হচ্ছে বিশেষ ধরণের আলাদা ব্যাংকিং ব্যবস্থা। বিদেশি সূত্র হতে বৈদিশিক মুদ্রায় যেখানে তহবিল সৃষ্টি হয়। ২০১১ সালে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় চালু হয় অফশোর ব্যাংকিং ইউনিট।

দুদকের নথিপত্র বলছে, ২০১৩ সালে ব্যাংকটির ওই ইউনিটে দুই হাজার কোটি টাকার একটি তহবিল আসে। কোথায় থেকে এ তহবিল এসেছে তার উৎস অজ্ঞাত। পরে ওই টাকার একটি অংশ ব্যাংকের বিভিন্ন শাখায় স্থানান্তর করা হলেও এ টাকা কাদের অ্যাকাউন্টে গেছে তাও নিশ্চিত হতে পারেনি দুদক।

এ প্রক্রিয়াটি এমনভাবে করা হয়েছে যাকে মানি লন্ডারিংয়ের ভাষায় ‘লেয়ারিং’ বা জটিল লেনদেনের মাধ্যমে টাকার উৎস গোপন করার মতো অপরাধ হিসেবে গণ্য করা হয়।

রহস্যময় ওই টাকার উৎসের খোঁজে এখন মাঠে নেমেছে দুদক। এরইমধ্যে কিছু নথিপত্রও পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ’র (BFIU) কাছে এ বিষয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন চেয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এই টাকার উৎস এবং কোথা থেকে আসলো সেটি অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়েছে। তারা এই বিষয় নিয়ে কাজ করছে।

জঙ্গিবাদ কিংবা অপরাধমূলক কার্যক্রমের জন্য এসব অর্থ বিদেশ থেকে এসেছে কি-না তাও খতিয়ে দেখছে সংস্থাটি।

দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কোন অবৈধ অর্থ বা সম্পদ যদি কোথাও জমা থাকে এর অনেক কারণ থাকতে পারে। আমরা সবগুলো কারণই খুঁজে বের করার চেষ্টা করছি। তদন্তকারি কর্মকর্তা সবকিছু মাথায় রেখেই তদন্ত করবে।

কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র বলছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ-এর কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছেন অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

The post ইসলামী ব্যাংকে ২ হাজার কোটি টাকার রহস্যময় তহবিলের সন্ধান! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b/

বছরের শেষদিন করোনায় মারা গেল ২৮ জন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫৫৯ জনে। এছাড়া এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৩৮৯ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

এর আগে বুধবার দেশে আরো এক হাজার ২৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২২ জন।

The post বছরের শেষদিন করোনায় মারা গেল ২৮ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আগামীকাল খ্রিষ্টিয় নতুন বছর ২০২১। এ উপলক্ষে তিনি বৃহস্পতিবার এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনো আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।’

আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোনো সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবন্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করারও আহবান জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সঙ্কট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২০ খ্রিষ্টাব্দ বাঙালি জাতির জীবনে ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কেননা, ১০০ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা এক ছোট্ট খোকা কালক্রমে হয়ে উঠেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর সারা জীবনের আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’

তিনি বলেন, ‘জাতির পিতার জন্ম-শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে আমরা ২০২০-২১ সময়কে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছি। কিন্তু, এরই মধ্যে বৈরী করোনা মহামারি বিশ্বকে যেন এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। অন্যান্য দেশের মতো আমরাও পূর্ব-ঘোষিত পরিকল্পনা সীমিত পরিসরে চালু রেখে এ মহামারী থেকে পরিত্রাণের লক্ষ্যে জীবনযুদ্ধে নেমে পরেছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি ৩১ দফা নির্দেশনা দিয়েছি। এই ক্রান্তিকাল উত্তোরণে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান নিয়োগ করেছি। দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো, অর্থনীতির চাকা সচল রাখা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২১টি প্যাকেজের আওতায় ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার প্রণোদনা দিয়েছি।’

গত এক যুগ ধরে আওয়ামী লীগ সরকারের গৃহীত জনকল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত অর্থ-বছরের প্রাথমিক প্রক্ষেপণ অনুযায়ী ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব ছিল। তাছাড়া, গোটা বিশ্ব যেখানে প্রবৃদ্ধির ঋণাত্মক হার ঠেকাতে ব্যতিব্যস্ত, সেখানে করোনাকালেও আমরা ৫.২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।

তিনি আরো বলেন, আমরা দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নিচে নামিয়ে এনেছি। মাথাপিছু আয় দুই হাজার ৬৪ মার্কিন ডলারে উন্নীত করেছি। স্বাস্থ্যখাতেও অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি, এখন আমাদের দেশের মানুষের গড় আয়ু ৭২.৬ বছর। ৯৭.৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধা দিচ্ছি। পদ্মা সেতুর সকল স্প্যান বসানোর ফলে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীর দু’প্রান্ত এখন সংযুক্ত। রাজধানীতে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ-কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের অবাধ সুযোগ সৃষ্টি করেছি। প্রথম ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প-২০২১ অর্জন প্রায় শেষ। মুজিববর্ষে আমরা অঙ্গীকার করেছি কেউ গৃহহীন থাকবে না। শহরের সব সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে দেব। ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। ২৬ মার্চ ২০২১ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করব।

নতুন বছরে আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি বিশ্ববাসীকে এক কঠিন বার্তা দিয়েছে। যতই উন্নত হোক না কেন, একা কোনো দেশ শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে দাঁড়াতে পারবে না। পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমেই যে কোনো বৈশ্বিক সঙ্কট মোকাবিলা করা সম্ভব। আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারুণ্যের শক্তি ও প্রযুক্তি-জ্ঞানকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বে দেয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

সূত্র : বাসস

The post নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

২০২০ সালে ১ হাজার ৬২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন

ফাতেহ ডেস্ক:

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য সংরক্ষণ ইউনিট জানিয়েছে, ২০২০ সালে ১ হাজার ৬২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। দুই বছর আগের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। ২০১৮ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৩২ জন নারী, ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১৪১৩ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আসক। সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

প্রতিবেদনে জানানো হয়, ১৩ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইনটি কার্যকর করা শুরু হয়। কিন্তু সেদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ১৬০ টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৩ নারী। ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন ১৪ জন। একই সময়ে যৌন নির্যাতন ও উত্যক্তের শিকার হয়েছেন ২০১ জন নারী। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ১০৬ জন পুরুষ হামলার শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০২০ সালে নারী নির্যাতনের শিকার হয়েছেন ৫৫৪ জন নারী। নারী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ৩৬৭ জন, আত্নহত্যা করেছেন ৯০ জন। ২০১৯ সালে নির্যাতনের শিকার হয়েছিলেন ২১৮ জন নারী।

একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০১৮ শিশু। ২০২০ বলাৎকারের শিকার হয়েছে ৫২ ছেলে শিশু। এর মধ্যে মারা গেছে ৩ জন। শারীরিক নির্যাতন, ধর্ষণের পর হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যার শিকার হয়েছে ৫৮৯ শিশু। ২০১৯ সালে নিহত শিশুর সংখ্যা ছিল ৪৮৮ জন। এছাড়া ১৭১৮ শিশু নানান ভাবে নির্যাতনের শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন সংক্রান্ত সনদের (সিডও) ধারা ২ এবং ১৬ (গ) থেকে আপত্তি প্রত্যাহার ও নারীর প্রতি সহিসংতা বন্ধে কার্যকর সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কর্মসূচি নেয়াসহ মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে ১০ দফা দাবি জানায় আসক।

The post ২০২০ সালে ১ হাজার ৬২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ac%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be/

২৬ খালের দায়িত্ব দেয়া হলো ঢাকার দুই সিটি করপোরেশনকে

ফাতেহ ডেস্ক:

রাজধানীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ওয়াসা এবং সিটি করপোরেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এসব খাল হস্তান্তর করা হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘১৯৮৮ সালের আগে ঢাকার খালগুলো তদারকি করতো তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন। কিন্তু কোন প্রক্রিয়ার মাধ্যমে ওই খালগুলো ওয়াসার কাছে গেলো তার সঠিক কারণ জানা যায়নি। তাই এতদিন খালগুলো রক্ষণাবেক্ষণে অনেকটা সমন্বয়হীনতা ছিল। এখন ঢাকার ২৬টি খাল ওয়াসার কাছ থেকে ডিএনসিসি এবং ডিএসসিসিকে হস্তান্তর করা হয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দুটি সংস্থা করবে। এতে নগরে আর জলাবদ্ধতা হবে না।’

অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আজ ঢাকাবাসীর জন্য ঐতিহাসিক দিন। আশা করি আসন্ন বর্ষায় ঢাকায় আর জলাবদ্ধতা হবে না। স্থানীয় সরকারমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্বে ওই কার্যক্রম সফল করা হবে।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির অধীনে থাকা সবগুলো খাল তারাও পরিষ্কার করেছেন। তাই চলতি বছর নগরে জলাবদ্ধতা হবে না।’ এ ছাড়া এসব খালের সৌন্দর্য বাড়াতে তারাও প্রকল্প নিয়েছেন বলে জানান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী।

The post ২৬ খালের দায়িত্ব দেয়া হলো ঢাকার দুই সিটি করপোরেশনকে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b/

সিনোফার্মের টিকা অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

গণ টিকাদান কর্মসূচির জন্য চীন নিজেদের কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা টিকার অনুমোদন দিয়েছে। এর আগে দেশটিতে জরুরিভাবে টিকার ব্যবহার করা হলেও এই প্রথম সাধারণ মানুষের ব্যবহারের জন্য টিকার অনুমোদন দেয়া হল।

সিনোফার্ম তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করে একদিন আগেই জানায়, তাদের টিকা ৭৯.৩৪ শতাংশ কার্যকর।

এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজেদের দেশে ব্যবহারের অনুমোদন দেয়।

The post সিনোফার্মের টিকা অনুমোদন দিল চীন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/

২০২০ সালে ৩০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড : আসক

ফাতেহ ডেস্ক:

২০২০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ১৮৮ জন। মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছেন ১১২ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মানবাধিকার পরিস্থিতি-২০২০ নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

এতে জানানো হয়, বছর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ১১ জন। গ্রেফতারের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে মারা গেছেন ১৩ জন। অসুস্থতাসহ নানা কারণে দেশের কারাগারগুলোতে মারা গেছেন ৭৫ জন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৪৯ বাংলাদেশি।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২০ পর্যালোচনা করলে দেখা যায় মহামারির মধ্যে অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। তবে এর মাঝেও চিকিৎসা খাতে চরম অনিয়ম, ত্রুটিপূর্ণ করোনা পরীক্ষা, অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চরম মূল্য মানুষকে ভুগিয়েছে।

The post ২০২০ সালে ৩০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড : আসক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/

Wednesday, December 30, 2020

অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু?

তাসনিম জারা:

অক্সফোর্ডের ভ্যাকসিন যে অনুমোদন পেল, তার কার্যকারিতা আসলে কত শতাংশ? ৬২, ৭০, ৯০ নাকি অন্য কোন সংখ্যা?​

৬২ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে যাদেরকে পূর্ণ দুই ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে তাদের মাঝে। ৯০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছিল যাদেরকে প্রথমে হাফ ডোজ আর পরে ফুল ডোজ দেয়া হয়েছে তাদের মাঝে। আর ৭০.৪ শতাংশ সংখ্যাটা এসেছে এই দুইটি সংখ্যা একত্র করার পর। এই সংখ্যাগুলো ছিল নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে।​

গতকাল MHRA অনুমোদন দিয়েছে পূর্ণ দুই ডোজের রেজিমেন। সুতরাং নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ভ্যাকসিনের কার্যকারিতা হওয়ার কথা ৬২ শতাংশ। কিন্তু যুক্তরাজ্যের রেগুলেটর ডিসেম্বরের ৩০ তারিখে জানিয়েছে ভ্যাকসিনটির কার্যকারিতা ৭০ শতাংশ হয় পূর্ণ এক ডোজ দেয়ার ৩-১২ সপ্তাহের মধ্যে। আবার কয়েকদিন আগেই অ্যাস্ট্রাজেনেকার প্রধান বলেছে তারা একটি উইনিং ফর্মুলা পেয়েছে, যার মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা ফাইজার বা মডার্নার কার্যকারিতার সমকক্ষ হবে। তবে তিনি এ বিষয়ে আর কোন তথ্য দেন নি। ​

এত কথার মধ্যে কোনটা সত্য? সবগুলো সংখ্যাই কি সঠিক হতে পারে?​

এ বিষয়ে তথ্য এখনো অপ্রতুল। MHRA বলেছে নতুন তথ্য কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে। আমি যেটুকু তথ্য বিভিন্ন সূত্র থেকে পেয়েছি সেটা দিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা মূলত কত সেটা বোঝানোর চেষ্টা করবো। ​

প্রথমে ধারণা করা হচ্ছিলো ডোজের পার্থক্যের কারণে কার্যকারিতা বেশি বা কম হচ্ছে। অর্থাৎ প্রথমে হাফ ডোজ দিলে ও পরে ফুল ডোজ দিলে ভ্যাকসিনের কার্যকারিতা বেড়ে যায়।​

কিন্তু নতুন ডাটা আসার পরে সে ধারণা পাল্টে গেছে। ধারণা করা হচ্ছে যে কার্যকারিতা বাড়ার কারণ হচ্ছে এক ডোজ ভ্যাকসিন দেয়ার পরে পরবর্তী ডোজ দেয়ার মধ্যবর্তীকালীন সময়ের ব্যবধান। যুক্তরাজ্যের রেগুলেটর দেখেছে যে এক মাসের পরিবর্তে তিন মাসের ব্যবধানে পূর্ণ দুই ডোজ দিলে কার্যকারিতা ৬২ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে এই ডাটা অল্প সংখ্যক মানুষের থেকে নেয়া। ​

গতকাল ভ্যাকসিনটি অনুমোদন দেয়ার পরে যুক্তরাজ্যের ডাক্তারদের জন্য কিছু তথ্য দেয়া হয়েছে। সেখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দুই ডোজের মধ্যবর্তীকালীন সময় যখন ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ৯-১২ সপ্তাহ বা তার বেশি করা হয়, তখন শরীরে S-binding antibody-র পরিমাণ অনেক অনেক বেড়ে যায়। S-binding antibody ছাড়াও neutralising antibody একই ভাবে বেড়েছে যখন দুই ডোজের মাঝের সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে।​

তবে কতটুকু অ্যান্টিবডি তৈরি হলে কতটুকু সুরক্ষা পাওয়া যাবে, সেই ব্যাপারে এখনো তথ্য অপ্রতুল, তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।​

আমার ধারণা অ্যাস্ট্রাজেনেকার প্রধান এই সময়ের ব্যবধানের কথা চিন্তা করেই হয়তো উইনিং ফর্মুলার কথা বলেছেন। যুক্তরাজ্যে এক থেকে তিন মাসের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে সেদেশের রেগুলেটর। আমরা শীঘ্রই এই থিওরি কতটুকু ভুল আর কতটুকু সত্য হয় সেটা বুঝে যাবো। ​

আশা করি এই লেখা থেকে পরিষ্কার হয়েছেন যে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক কত, সে বিষয়ে আমরা এখনো চূড়ান্ত কিছু বলতে পারবো না। কতদিনের ব্যবধানে ভ্যাকসিন দেয়া হচ্ছে সেটার উপরে নির্ভর করে কার্যকারিতা সম্ভবত বেড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথম পূর্ণ ডোজ দেয়ার ৩-১২ সপ্তাহের মধ্যে ৭০ শতাংশ, আর ৩ মাসের ব্যবধানে পূর্ণ দুই ডোজ দিলে ৮০ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।​

তবে কার্যকারিতার বিষয়ে একটা বিষয় না উল্লেখ করলেই নয় – অক্সফোর্ড ভ্যাকসিন যারা পেয়েছে, তাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় নি।

(ফেসবুক থেকে নেয়া/লেখিকা: যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জুনিয়র চিকিৎসক)

The post অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95/

ইসলামিক বইমেলায় শেষ হচ্ছে বছর

মুনশী নাঈম:

করোনার ধাক্কায় বছরের শুরুতে ইসলামি প্রকাশনার জগত নির্জীব হয়ে পড়লেও বছর শেষে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে তারা। তারই অন্যতম একটি প্রচেষ্টা অনলাইন বইমেলা।

২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনলাইন ইসলামিক বইমেলা ২০২০। মেলাটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

স্বনামধন্য ৩৫টি প্রকাশনী নিয়ে মেলাটি আয়োজন করেছে, বাংলাদেশ, সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি ও ওয়াফি লাইফ ডটকম।

মেলা উপলক্ষ্যে ইতোমধ্যে ১৮টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকাশনী দিচ্ছে মূল্যছাড়।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলো হলো: মাকতাবাতুল আশরাফ, হুদহুদ প্রকাশন, আবরন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস, মাকতাবাতুল আসলাফ, নবপ্রকাশ, দারুল আরকাম, বইঘর, আর রিহাব, রুহামা, বই পল্লী, নাশাত পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, কানন, উদ্দীপন, সমকালীন প্রকাশন, সিশান, মাকতাবাতুল হাসান, মাকতাবাতুল বায়ান, সমর্পণ, রাহনুমা প্রকাশনী, আযান প্রকাশনী, মাকতাবাতুল ইত্তিহাদ, মাকতাবাতুত তাকওয়া, জাদীদ, দ্য সুলতান, পথিক, শব্দতরু, প্রজন্ম, মুসলিম ভিলেজ, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ, নিয়ন পাবলিকেশন, হাসানাহ, পড় প্রকাশ, কালান্তর প্রকাশনী।

এছাড়াও বিভিন্ন প্রকাশনী নিজস্ব উদ্যোগে ঘোষণা করেছে বিশেষ মূল্যছাড়।

The post ইসলামিক বইমেলায় শেষ হচ্ছে বছর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/

আজ উদ্বোধন, আগামীকাল থেকে সারা দেশে বই বিতরণ

ফাতেহ ডেস্ক:

প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এ উপলক্ষে বছরের শেষ দিনে গণভবন থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে কয়েকজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বা বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিনদিন করে মোট বারোদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পয়লা জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাচ্ছে। এবার ছাপা হচ্ছে প্রায় ৩৫ কোটি বই।

মুজিববর্ষ উপলক্ষে এবার বইয়ের প্রচ্ছদে নতুনত্ব আনা হয়েছে। পাঠ্যপুস্তকের পেছনের মলাটে বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন স্থিরচিত্র ক্যাপশনসহ সংযোজন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালে সর্বমোট পাঠ্যপুস্তকের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি। এর মধ্যে প্রথম-দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য ২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৬৭১, তৃতীয়-চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর জন্য ৬ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৩৭৪টি বই। এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) শিশুদের জন্য পাঁচটি ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বিশেষ ভাষায় বই বিতরণ করা হবে। তবে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা তাদের ভাষায় শুধুমাত্র বাংলা বইটি পাবে। এ বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হচ্ছে না।

এবার ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার কপি বই মুদ্রণ করার কাজ চলমান রয়েছে।

২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ হয়ে আসছে। গত এক দশকে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৩৩১ কোটি ৪৭ লাখ বই সারা দেশে বিতরণ করা হয়েছে।

The post আজ উদ্বোধন, আগামীকাল থেকে সারা দেশে বই বিতরণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

ভারত থেকে ৩৪ টাকা কেজি দরে আবারও চাল কিনবে সরকার

ফাতেহ ডেস্ক:

ভারত থেকে প্রায় ৩৪ টাকা কেজি দরে আরও ৫০ হাজার টন নন-বাসমতী বা সিদ্ধ চাল কিনবে বাংলাদেশ সরকার। এতে মোট ব্যয় হবে ১৬৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগে সরকার ভারত থেকে আরও এক লাখ টন চাল কিনেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) অনলাইনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য এ চাল কেনা হবে। ভারতের বীরভূমের ‘এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড’ এ চাল সরবরাহ করবে। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৭ দশমিক ৭১ মার্কিন ডলার। সে হিসেবে প্রতি কেজি চালের মূল্য পড়বে ভ্যাট ছাড়া ৩৩ টাকা ৭২ পয়সা।

আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এর আগে গত ৩ ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে জন্য ৫০ হাজার করে এক লাখ টন নন-বাসমতী বা সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকার। তখন প্রতি কেজি চালের দাম ধরা হয় যথাক্রমে ৩৪ টাকা ২৮ পয়সা এবং ৩৫ টাকা ২৭ পয়সা।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গত মঙ্গলবার সরকারি গুদামে ৫ লাখ ৩৬ হাজার টন চাল ছিল। অথচ গত বছরের একই সময়ে তা ছিল ১০ লাখ ৬৬ হাজার টন। ফলে চালের মজুদ দ্রুত কমছে।

আর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব মতে, গত মঙ্গলবার ঢাকায় মোটা চাল ৪৬ থেকে ৫০ টাকা, মাঝারি চাল ৫৩-৬০ টাকা ও সরু চাল ৬০-৬৬ টাকা কেজি দরে বিক্রি হয়। চালের বাড়তি দামের কারণে মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, বাজার নিয়ন্ত্রণে গত ২৭ ডিসেম্বর বেসরকারি খাতে চাল আমদানিতে করভার ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়।

The post ভারত থেকে ৩৪ টাকা কেজি দরে আবারও চাল কিনবে সরকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%aa-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87/

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাবিবুর রহমান মালেক

ফাতেহ ডেস্ক:

পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে পরপর ৪ বার মেয়র নির্বাচিত হলেন হাবিবুর রহমান মালেক। ৪ বারের মধ্যে ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হলেন পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান। ২০০৪ সালে পৌরসভা নির্বাচনে প্রথমবার পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন হাবিবুর রহমান মালেক। এরপর তিনি ২০১০, ২০১৫ এবং ২০২১ সালে পরপর ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

আজ বুধবার বিকেলে পিরোজপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান মালেক বাদে অন্য কোন প্রার্থী না থাকায়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া একই পৌরসভায় ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একজন করে প্রার্থী থাকায়, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্রে তথ্য গোপনের দায়ে গত ২২ ডিসেম্বর বাছাইয়ে বিএনপি মনোনিত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং মনোনয়নপত্রে ভোটারদের প্রদানকৃত তথ্যে ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম সাইদুল ইসলাম কিসমতের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ বিষয়ে পরবর্তীতে আপিল না করায়, মেয়র পদে একক প্রার্থী থাকেন বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক।

আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাবিবুর রহমান মালেক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8/

বিষাদের ২০২০: চলে গেলেন অনেকেই

ফাতেহ ডেস্ক:

বিষাদের বছর ২০২০। করোনা সংক্রমণের ফলে পুরো বিশ্ব থমকে গেলেও বাড়ছে মৃত্যুর মিছিল।

বাজছে প্রতি মুহূর্তে বিদায়ের বিউগল। এ তালিকায় অগণিত সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন চিকিৎসক, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশ, আইনজীবী, নাট্যকুশলী ও বিশিষ্ট ব্যবসায়ীরাও।

ভ্যাকসিন আসি আসি করছে। গবেষণা চলছে দুনিয়াজুড়ে। সবশেষ করোনার নতুন স্ট্রেইন নিয়ে আতঙ্ক বেড়েছে বহুগুন।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৪শ’ ৭৯।

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলের গতির চেয়ে বাংলাদেশে মৃত্যুর শ্লথ অনেক কম হলেও একের পর বিশিষ্টজনদের মৃত্যু শূন্যতা তৈরি করছে। করোনা ছাড়াও বছরটিতে নানা কারণেই গুণি মানুষদের হারানোর তালিকা ছিল দীর্ঘ।

করোনার হানায় রাজনৈতিক অঙ্গন থেকেও চিরবিদায় নিয়েছেন অনেক জননেতা। ২০২০ সালে জাতি যাদের হারিয়েছে তাদের মধ্যে উল্লেযোগ্য হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন, কামরুন্নাহার পুতুল, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ও বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির ও সাবেক বিমান প্রতিমন্ত্রী এম এ মান্নান, খালেদা জিয়ার উপদেস্টা এম এ হক। এবং বামপন্থি নেতা বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো। করোনায় আক্রান্ত না হলেও এসময়ে মারা যান দেশের প্রথম নারী স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বর্ষীয়ান এই বুদ্ধিজীবীকে হারিয়ে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চা অনেকটাই ধাক্কা খেয়েছে। ২০২০ এ জাতি হারিয়েছে প্রখ্যাত চিত্রশিল্পি ,মুর্তজা বশীর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সাংবাদিক রাহাত খান, খন্দকার মুনিরুজ্জামান, সাহিত্যিক আবুল হাসনাত, রশীদ হায়দার, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মকবুলা মঞ্জুর, প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানম।

করোনায় আরো মারা যান প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ,ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম, বিজ্ঞানী আলী আসগর, পানি বিশেষজ্ঞ এম এ সামাদ , বৌদ্ধ ধর্মীয় পন্ডিত শুদ্ধানন্দ মহাথের ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।

এ বছর জাতি হারিয়েছে শিল্প ও সংস্কৃতি জগতের কিংবদন্তি, অভিনেতা মুক্তিযোদ্ধা আলী যাকেরকে। এসময় অভিনয় জগত থেকে চিরতরে বিদায় নিয়েছেন, টেলিভিশন নাটকের জনপ্রিয় মূখ অভিনেতা আবদুল কাদের, সিনেমা জগৎ দাপড়ে বেড়ানো অভিনেতা সাদেক বাচ্চু, অভিনেতা কেএস ফিরোজ, নাট্যকার মান্নান হীরা, প্রখ্যাত প্রযোজক মোহম্মদ বরকতউল্লাহ, টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক সভাপতি হাসান ইমাম। এছাড়াও সঙ্গীতশিল্পি এণ্ড্রু কিশোর, সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী ও আজাদ রহমান মারা গেছেন ২০২০ এ।

প্রথমসারির শিল্পদোক্তা ও ব্যবসা-বাণিজ্যের প্রচুর কর্মসংস্থান সৃস্টিকারি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ হাসেম, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ও চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আজমত মঈনও করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। এবছরই মারা যান ট্রান্সকম গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমান ও এম এ মোমেন

বিষাদের বছর ২০২০ এ দেশ হারিয়েছে মুক্তিযুদ্ধের ২ জন সেক্টর কমান্ডারকে। তারা হলেন, সা আর দত্ত ও আবু ওসমান চৌধুরী। মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীও চির বিদায় নিয়েছেন বছরটিতে।

করোনার এ সময়ে দেশ হারিয়েছে আইন অঙ্গনের দুই নক্ষত্রকে। ব্যরিষ্টার রফিক উল হক ও মাহবুবে আলম। তারা দুজনেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

করোনায় জনপ্রশাসনও হারিয়েছে অনেক কর্মকতাকে। তাদের মধ্যে অন্যতম প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী ও আইন সচিব নরেন দাস। বিদায় নিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসেনও

করোনায় সংক্রমিত হয়ে বা উপসর্গ নিয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকই মারা গেছেন ১২৭ জন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীন চিকিৎসক হিসেবে প্রথম মৃত্যুবরণ করেন। মৃত্যুর এই মিছিলে বেশ কজন নামকরা চিকিৎসক রয়েছেন।

এ বছরই না ফেরার দেশে পাড়ি জমান ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ ফুটবলার বাদল রায় ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি হুমায়ুন কবীর জুয়েল।

এই তালিকার বাইরেও পুলিশ বাহিনীর ৭৪ জন সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হারাতে হয়েছে করোনার এই বছরে।

The post বিষাদের ২০২০: চলে গেলেন অনেকেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a8/

রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগী হতে জাতিসংঘের প্রতি আহ্বান

ফাতেহ ডেস্ক:

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়ায় বিরোধিতা না করে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগী হতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের ওপর অহেতুক ও অযৌক্তিক চাপ প্রয়োগের পরিবর্তে জাতিসংঘ/এনজিওগুলো/ আন্তর্জাতিক মানবতাবাদী ও মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে রোহিঙ্গারা বংশ পরম্পরা ধরে যে বিপর্যস্ত মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছে, সেদিকে মনোনিবেশ করতে হবে।

মিয়ানমার থেকে নিপীড়িত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়ার পর অসংখ্য সমস্যা সৃষ্টি হওয়ার কারণে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসনচরে স্থানান্তরের পরিকল্পনা করতে বাধ্য হয় বাংলাদেশ। পরিকল্পনা অনুসারে, কক্সবাজার থেকে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ এবং দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যদিও ভাসানচরকে কেন্দ্র করে এবং স্থানান্তর প্রক্রিয়া নিয়ে বানোয়াট ও ভুল তথ্য ছড়ানোর কারণে হতাশ সরকার। এটা মনোবেদনার যে, বাংলাদেশের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত না জানিয়ে একটি অংশ মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে।”

রোহিঙ্গাদের পুনর্বাসন করা ভাসানচর দ্বীপটি ৩০ বছরের পুরোনো এবং নিরাপদ উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হয়নি, দ্বীপটিতে বসবাসের উপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

ভাসানচরে স্বাস্থ্যসেবা, পানীয় জলের ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘সেখানে যারা যাচ্ছেন তাদের এমন সিদ্ধান্ত নেয়ার জন্য বল প্রয়োগ, ভয় দেখানো বা অর্থের ব্যবহারের কোনো প্রশ্নই আসে না।’

দ্বীপটিতে রোহিঙ্গাদের অবাধ চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ইতিমধ্যে ভাসানচর ও নোয়াখালীর মধ্যে নিয়মিত সমুদ্র-ট্রাক পরিষেবা চালু করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখার জন্য মিয়ানমারে একটি কারিগরি ও সুরক্ষা মূল্যায়ন দল প্রেরণ এবং সেখানে প্রত্যাবাসনের প্রস্তুতিও পরিদর্শনে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘এটি মনে রাখা উচিত যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। শুধু মানবিক কারণ থেকে বাংলাদেশ অস্থায়ী ভিত্তিতে তাদের আশ্রয় দিয়ে আসছে।’

‘রোহিঙ্গারাও তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে চায় এবং সে লক্ষ্যে সকলকে গঠনমূলকভাবে কাজ করা দরকার,’ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা আরো বলছে, ‘মিয়ানমারের নির্বাচন এখন শেষ হয়ে গেছে। আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত ও নিপড়িত নাগরিকদের তাদের স্বদেশে দ্রুততার সাথে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃশ্যমান কর্মতৎপরতার প্রত্যাশায় রয়েছি।’

The post রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগী হতে জাতিসংঘের প্রতি আহ্বান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6/

আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ নেই : হানিফ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশে আরব বসন্তের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে।’

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ওই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় মাহবুব উল আলম হানিফ বিএনপির অতীত এবং বর্তমান রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে। এটা বাংলাদেশ। আওয়ামী লীগ ওই মিসরের বা আরবের কোনো সংগঠন নয়। এই বাংলাদেশে, এই আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে। আপনাদের মতো এই অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী, এটা মাথায় রাখবেন। এখানে আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ হবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা
আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা আছেন তো বাংলাদেশের গণতন্ত্র আছে।

মতিয়া চৌধুরী বলেন, গণতন্ত্র হত্যা করতে এই বিএনপি কী না করছে। মানুষ মারছে, পুলিশ মারছে, রেল লাইন উঠায়া দিছে, তারপরও নির্বাচন বন্ধ করতে পারে নাই। কারণ গণতন্ত্র শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে।

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘করোনাকালে তারা (বিএনপি) অপেক্ষা করেছে কখন দেশের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা অর্থনীতিতে বিশ্বকে তাক লাগিয়ে দিছেন। কাজেই সামনের বাজেটে আমরা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারব ইনশা আল্লাহ তাতে কোনো সন্দেহ নাই।’ এ সময় তিনি আগামী নির্বাচনের আগে পদ্মা সেতু চালু হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহম্মেদ মন্নাফী।

The post আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ নেই : হানিফ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%b2/

গাজায় বিলবোর্ড, ক্ষুব্ধ ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইজরাইল। খবর পার্সটুডে।

বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সোলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ।

সোলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইজরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। গাজার সড়কগুলোতে যখন কাসেম সোলাইমানির ছবি শোভা পাচ্ছে তখন কি আরব জনমত আপনাদের সাথে সহমর্মিতা দেখাবে?

সোমবার গাজায় ১৩টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সোলাইমানির ওই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি মৃত্যুবরণ করেন।

The post গাজায় বিলবোর্ড, ক্ষুব্ধ ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87/

মালয়েশিয়ায় ভুয়া হালাল মাংস বিক্রয়কারী চক্রের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ভুয়া হালাল মাংস বিক্রয়কারী একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।   চক্রটি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে বহুদিন ধরে এই অনিয়ম করে আসছে। তারা আমদানি করা সব ধরনের মাংস হালাল সনদপ্রাপ্ত মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিল।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪০ বছরেরও বেশি সময় ধরে একটি চক্র চীন, ইউক্রেন ও দক্ষিণ আমেরিকাসহ জাল বা ভুয়া সনদযুক্ত কসাইখানা থেকে মাংস আমদানি করছিল।

এরা বেশ কয়েকটি সরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ঘুষ দিয়ে এই ব্যবসা করে আসছিল। এই আমদানির মধ্যে কয়েকটি চালানে ক্যাঙ্গারু ও ঘোড়ার মাংসও ছিল।   পরে সেগুলো ভেজাল হিসেবে ব্যবহার করে হালাল গরুর মাংস বলে বিক্রি করা হতো।

হালাল সনদ থাকা মানে ধরে নেওয়া পণ্যটি ইসলামি বিধান মেনে প্রস্তুত করা হয়েছে।   মালয়েশিয়াসহ বিশ্বব্যাপী মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।   আর যেখানে মালয়েশিয়ার ৬০ শতাংশের বেশি মানুষ ‍মুসলিম, সেই দেশে এমন কাণ্ড দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

সারা বিশ্বেই হালাল পণ্যের ব্যবসা এখন উদীয়মান ব্যবসাগুলোর মধ্যে অন্যতম।   ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক হালাল পণ্যের বাজারের হাব হয়ে ওঠার চেষ্টা করছে মালয়েশিয়া।

বর্তমানে দেশটি চীন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জাপান এবং আরো কয়েকটি দেশে হালাল-সনদপ্রাপ্ত প্রায় ৯ বিলিয়ন ডলারের খাদ্য, প্রসাধনী এবং ফার্মাসিউটিক্যালসহ নানা পণ্য রফতানি করে। কিন্তু ঘটনা ভোক্তাদের আস্থা সঙ্কটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সংবাদ মাধ্যমের কোনো প্রতিবেদনে জালিয়াত চক্রটির কোনো সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।   যদিও পুলিশ একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।   চোরাচালান, মজুদ ও প্রক্রিয়াকরণ চেইনের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনা তদন্তে একটি রয়্যাল কমিশন গঠনের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

এদিকে, কুয়ালালামপুরভিত্তিক ব্যবসায়ী ও হকার্স অ্যাসোসিয়েশনের ৬ হাজার সদস্যকে অস্থায়ীভাবে গরুর মাংসজাত পণ্য বিক্রয় স্থগিত রাখতে বলা হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

 

 

The post মালয়েশিয়ায় ভুয়া হালাল মাংস বিক্রয়কারী চক্রের সন্ধান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be/

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রথমবারের মতো ৫০ সৌদি নারীকে বিমানবালা হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি মালিকাধীন বিমান সংস্থা। বিমানের নারী যাত্রীদের সেবা দিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। খবর সৌদি গেজেট।

খবরে বলা হয়, দুই মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদের বিমানবন্দরে কাজে যোগ দেবে।

সৌদি বিমান সংস্থা সম্প্রতি এক ঘোষণায় বিমানবালা হিসেবে নারীকর্মীদের নিয়োগদানের কথা জানায়। অবশ্য এর জন্য কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। তা ছাড়া ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতাও জরুরি।

সম্প্রতি সৌদি বিমান সংস্থা অভ্যন্তরীণ বিমান চলাচলে সহবিমানচালক পদে শতভাগ সৌদি নাগরিক নিয়োগ দিয়ে সৌদি তরুণদের কর্মমুখী করার চেষ্টা করছে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

 

The post প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি appeared first on Fateh24.



source https://fateh24.com/69576-2/

গর্ভের সন্তান হত্যার অনুমতি আর্জেন্টিনায়, খুশী মানবাধিকারকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

মানবতার ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্রের দেশ আর্জেন্টিনার পার্লামেন্ট গর্ভের সন্তানকে হত্যার (গর্ভপাত) বিল পাস করেছে। দক্ষিণ আমেরিকার চতুর্থ দেশ হিসেবে গর্ভপাতকে বৈধতা দিল দেশটি। বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরার খবরে এমন তথ্য মিলেছে।

বিলটি অনুমোদনের পক্ষে সিনেটে ৩৮টি ভোট পড়েছে, বিপক্ষে ২৯টি। আর অনুপস্থিত ছিলেন একজন।

আইনে বলা হয়, গর্ভাবস্থার ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যাবে।

মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পরে আইনটি পাস হয়েছে।

বিলটি পাস হওয়ার সময় কংগ্রেসের বাইরে গর্ভপাতবিরোধীরা জড়ো হয়েছিলেন।
আইনপ্রণেতারা যাতে বিলটি বন্ধ করে দেন, সেই কামনা করে তাদের প্রার্থনা করতে দেখা গেছে।

মানুষের জন্মবিরোধী এ বিতর্কিত বিলে বেশ খুশি প্রকাশ করেছে কথিত মানবাধিকার সংস্থাগুলো। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক জন প্যাপিয়ার বলেন, একটি ক্যাথলিক দেশে এই আইন পাস করা একটি বড় ঘটনা। তবে এতে নারী অধিকার আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞজনদের মতে, ‘এধরনের ঘটনায় মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমের অমানবিক চরিত্র ফুটে ওঠে। যারা দুনিয়াজুড়ে মানবাধিকারের সবক দিয়ে বেড়ায়, দেশেদেশে যারা পশু-পাখির সুরক্ষার জন্যও মায়াকান্না করে তাদের এমন মানুষহত্যার মতো ব্যাপার থেকে পশ্চিমামুগ্ধ মানুষদের শেখার অনেক কিছু রয়েছে।’

The post গর্ভের সন্তান হত্যার অনুমতি আর্জেন্টিনায়, খুশী মানবাধিকারকর্মীরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81/

সংসদে ৬০ আসনসহ আলাদা মন্ত্রণালয় চায় হিন্দু মহাজোট

ফাতেহ ডেস্ক:

হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসনসহ পৃথক নির্বাচন ব্যবস্থারও দাবি তুলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় ও একটি স্বাধীন সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহাসচিব হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের নানা অভিযোগ তুলে ধরে বলেন,‘এসব তথ্যের বেশিরভাগ সংবাদপত্র থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন মহাজোটের প্রতিনিধিদের কাছ থেকেও এসব ঘটনার তথ্য সংগ্রহ করা হয়।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত মহাজোটের নেতারা অভিযোগ করে বলেন, ‘তারা (সরকার) হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের চেষ্টা করেছে কিন্তু বন্ধ করতে পারেনি। আন্তরিকতার অভাব আছে।’

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি আইনজীবী দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

The post সংসদে ৬০ আসনসহ আলাদা মন্ত্রণালয় চায় হিন্দু মহাজোট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

তরুণ প্রজন্মকে বিপথগামী করছে: টিকটক-লাইকি বন্ধে হাইকোর্টে রিট

ফাতেহ ডেস্ক:

টিকটক, লাইকি, বিগো লাইভ অ্যাপস বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন। বুধবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি।

রিটে স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, এই অ্যাপসগুলোর ফলে যুবসমাজ বিপথে যাচ্ছে। টিকটকের ফাঁদে পড়ে অনেকের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এসবকে কেন্দ্র করে অপরাধ প্রবণতাও বাড়ছে।

এর আগে গত ৮ অক্টোবর বিগো লাইভ, টিকটক ও লাইকি নামক মোবাইল ফোন অ্যাপ ব্যবহারে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ায় এসব অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না দেয়ায় আজ এ রিটটি দায়ের করা হয়।

নোটিশের বিষয়ে আইনজীবী জে আর খান বলেন, এসব অ্যাপের ব্যবহার তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তরুণ ও কিশোররা গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠছে সহিংস। এই আ্যপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে।

বিগো-লাইভ আ্যপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অ্যাপের ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত ও পাকিস্তান এই আ্যপটি নিষিদ্ধ করেছে।

টিকটকের মাধ্যমে অনেক কিশোর-তরুণ উদ্ভট রঙে চুল রাঙিয়ে এবং ভিনদেশী অপসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছেন, যাতে সহিংস ও কুরুচিপূর্ণ কনটেন্ট থাকে। উদ্বেগজনক যে এ টিকটক ভিডিওগুলোতে নেই কোনও শিক্ষণীয় বার্তা। উল্টো এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। বিব্রতকর, অনৈতিক ও পর্নোগ্রাফিকে উৎসাহিত করায় ইতোমধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় ব্যবহার নিষিদ্ধ করেছে।

নোটিশকারী আরও বলেন, সিঙ্গাপুরভিত্তিক এ শর্ট ভিডিও তৈরি এবং শেয়ারিং প্ল্যাটফর্মে গিয়ে তরুণ প্রজন্ম অশ্লীল ভিডিও ছড়াচ্ছে। তাই জনস্বার্থে পাঠানো এই নোটিশ অনুসারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এ নোটিশ প্রেরণ করা হলো।

The post তরুণ প্রজন্মকে বিপথগামী করছে: টিকটক-লাইকি বন্ধে হাইকোর্টে রিট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/

সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি

ফাতেহ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এর আগে গত ১৯ নভেম্বর দশম অধিবেশন শেষ হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এ সংক্রান্ত আদেশ সংসদ সচিবালয়ে পৌঁছেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশন শুরুর আগে বিকেলে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত কয়েকটি অধিবেশন বৈঠকটি হয়নি।

শীতকালে শুরু হওয়ায় অধিবেশনটিকে শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে।

বরাবরের মতো এবারও ইংরেজি নববর্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যগণ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হওয়ায় অধিবেশনটি সাধারণত দীর্ঘ হয়। করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন বিরতি দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে।

The post সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/

আটকে গেল ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমতের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আটকে গেছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের উপাচার্য ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আজ ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও মনোনীত প্রতিনিধিরা জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাদের অ্যাকাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে। তার ওপর ভিত্তি করে এই চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভার্চুয়াল সভায় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন যুক্ত ছিলেন।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন এবং বুয়েটের তিনজন অধ্যাপক সভায় যুক্ত ছিলেন।

The post আটকে গেল ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8c%e0%a6%b6%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac/

শিশুদের চিকিৎসায় ১০ কোটি টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনা অপারেশনে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য এ সহায়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

ঢাকা শিশু হাসপাতাল এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করার একটি প্রস্তাবে চলতি বছরের শুরুতে সম্মতি দেয় মন্ত্রিসভা।

The post শিশুদের চিকিৎসায় ১০ কোটি টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/

অক্সফোর্ডের টিকা ভারতের সেরাম হয়ে আসবে বাংলাদেশে

ফাতেহ ডেস্ক:

করোনার নতুন স্ট্রেন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে। ভাইরাসটির নতুন এই ধরণ মোকাবিলায় অনেক দেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্যে খবর এলো-অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যুক্তরাজ্যে ব্যবহারের অনুমোদন পেয়েছে।

দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ টিকাটি নিরাপদ ও কার্যকর হওয়ায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

এদিকে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের টিকা প্রকল্পের ভারতীয় অংশীদার সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে বিশেষজ্ঞদের একটি প্যানেল বৈঠকে বসছে বুধবার (৩০ ডিসেম্বর)। সেরাম ইনস্টিটিউট চাচ্ছে, আজকের মধ্যেই ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দিক।

টিকা অনুমোদন পাওয়ার পরপরই গণহারে প্রয়োগের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সরকার। সেরাম কোভিশিল্ড টিকা সরকারের কাছে প্রতি ডোজ ২৫০ রুপিতে বিক্রি করবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেলে তা বাংলাদেশের মানুষও পাবে। ইতিমধ্যে দুটি দেশের বাজারে একই সময়ে টিকা দেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। গত ৫ নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বলা আছে, তারা ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে টিকা দেবে। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেলে তখন তা বাংলাদেশেও আসবে। চুক্তি অনুসারে সেরাম ইনস্টিটিউটের কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এই টিকা দেড় কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে।

এছাড়া সরকারের মন্ত্রী সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার জানুয়ারিতে টিকা আসবে বলে জানিয়ে আসছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ৫০ লাখ করে ৬ মাসে তিন কোটি ডোজ টিকা আসবে।

ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা সংগ্রহ ও ক্রয়, টিকা পরিবহন-সংরক্ষণ-বিতরণ বিষয়ে একটি জাতীয় পরিকল্পনা তৈরি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা গণমাধ্যমকে বলেছিলেন, মহামারির সময় রোগ শনাক্তের কিটের ব্যবহারসহ অনেক কিছুতে জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। কোনো দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠান কোনো টিকার অনুমোদন দিলে এই সময়ে বাংলাদেশে তা ব্যবহারে বাধা থাকার কথা নয়।

চুক্তির আওতায় প্রথম ধাপে পাওয়া তিন কোটি ডোজ টিকা কিনে জনগণের মাঝে বিনামূল্যে দেবে বাংলাদেশ। এই টিকা কিনতে মোট প্রস্তাবিত খরচের অর্ধেক টাকা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরকে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রণালয় সূত্রে, টিকা পরিবহন ব্যয়সহ প্রতি ডোজের মূল্য নির্ধারণ করা হয় ৫ মার্কিন ডলার। টিকার আনুষঙ্গিক উপকরণের জন্য ব্যয় ১ দশমিক ২৫ ডলার ধার্য করা হয়। এতে প্রতি ডোজ টিকা বাবদ মোট খরচ দাঁড়ায় ৬ ডলার ২৫ সেন্ট। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের নেয়া তিন কোটি ডোজ ভ্যাকসিনের মোট মূল্য দাঁড়ায় এক হাজার ৫৮৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৭৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ।

বিশ্বের মধ্যে রাশিয়া প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিজেদের তৈরি টিকা ব্যবহার শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান গবেষণা প্রতিষ্ঠান বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। ইতিমধ্যে যুক্তরাজ্য এই টিকা ব্যবহার শুরু করেছে। ফাইজারের টিকা যুক্তরাষ্ট্রেও জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। যুক্তরাষ্ট্রেও ব্যবহারও শুরু হয়েছে। এছাড়া কানাডা, বাহরাইনসহ কয়েকটি দেশে ফাইজারের টিকা অনুমোদন ও ব্যবহার শুরু হয়েছে।

The post অক্সফোর্ডের টিকা ভারতের সেরাম হয়ে আসবে বাংলাদেশে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/

দেশে আরও ২২ মৃত্যু, শনাক্ত ১২৩৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ১ হাজার ২৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৩১জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনে।

গত একদিনে আরও ১ হাজার ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৬ হাজার ৭০ হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে আরও ২২ মৃত্যু, শনাক্ত ১২৩৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/

Tuesday, December 29, 2020

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ১৮ লাখ ছুঁই ছুঁই

ফাতেহ ডেস্ক:

ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এক গবেষণায় জানা গেছে, এই করোনা আগের করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ায়। সে ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই যাচ্ছে বিশ্ব।

ইতোমধ্যে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৯৬ হাজারেরও বেশি।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি দুই লাখ ৪৫ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯২ হাজার ৭১৬ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩১ লাখ ৫ হাজার ৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৮২৭ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৭৪ হাজার ৪১ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৭৮ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

The post করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ১৮ লাখ ছুঁই ছুঁই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83/

এবার রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আনন্দবাজারের মিথ্যাচার

ফাতেহ ডেস্ক:

হলিউডের সিনেমার দৃশ্য ব্যবহার করে ভাসানচর নিয়ে অপপ্রচারের রেশ কাটতে না কাটতেই একই বিষয়ে আবারো মিথ্যাচারের নজির স্থাপন করলো ভারতীয় মিডিয়া। সম্প্রতি দ্বিতীয় দফায় ভাসানচরে রোহিঙ্গাদের নতুন দল পাঠানোর পর তা নিয়ে নিয়ে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তি সত্ত্বেও ভাসানচরে পাঠানো হয়েছে রোহিঙ্গাদের। ভাসানচরকে ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আখ্যা দিয়ে টানা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বাংলাদেশ সরকারের কাছে সিদ্ধান্ত বাতিলের আবেদনের কথাও।

প্রকাশিত প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে- এই দ্বীপটির নাম ‘ভাসান চর’। বছর ২০ আগেও এর কোনও অস্তিত্ব ছিল না। তার পর আস্তে আস্তে পলি জমে এই দ্বীপটি তৈরি হয়েছে। বর্ষার সময় নাকি এখনও ডুবে যায় এই দ্বীপটি। তবে সরকারের তরফে বন্যা আটকানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। ভাসান চরে ভারতীয় মু্দ্রায় প্রায় ৮২১ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা খরচ করে ঘর বাড়ি হাসপাতাল মসজিদ তৈরি করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সে বারও মানবাধিকার সংগঠনগুলি আপত্তি তুলেছিল। তাদের দাবি, অনেক রোহিঙ্গাই সেখানে যেতে রাজি নন। তাঁদের জোর করে সেখানে পাঠানো হচ্ছে।

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভাসানচরের মতই বহু দ্বীপ রয়েছে যেগুলোতে লাখ লাখ বাংলাদেশি জন্মসূত্রে বসবাস করে। এছাড়া অন্যান্য সমুদ্রতীরবর্তী জেলার মত ভাসানচরেও রয়েছে পর্যাপ্ত সাইক্লোন সেন্টার যা দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে। অন্তত ১৭০ বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যালোচনা করেই বাংলাদেশ নৌ বাহিনী ভাসান চরের রোহিঙ্গাদের জন্য স্থাপনা তৈরি করেছে। ভাসানচরের সাইক্লোন সেন্টারগুলো সম্পর্কে আরেকটি তথ্য হলো এখানকার সাইক্লোন সেন্টারগুলো আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ। ঘণ্টায় ২৯৫ কিলোমিটার গতির চেয়েও বেশি গতিসম্পন্ন ঝড়ও এই শক্তিশালী সাইক্লোন সেন্টার অনায়াসে মোকাবেলা করতে পারবে। এছাড়াও ভাসানচরের দক্ষিণে ১৯ ফুট উঁচু বাঁধ রয়েছে যা বড় জলোচ্ছ্বাসের ধাক্কা সামাল দিতে পারবে।

রোহিঙ্গাদের ভাসানচরের যাওয়ার সম্মতির ব্যাপারে যা বলা হয়েছে তা সম্পূর্ণই ভিত্তিহীন। কেননা ভাসানচরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পূর্বে ৪০ জনের একটি রোহিঙ্গা দলকে নিয়ে আসা হয়েছিল। তারা রোহিঙ্গা ক্যাম্পে এসে পরবর্তীতে বাকি রোহিঙ্গাদের ভাসানচরে আসতে উদ্বুদ্ধ করে। সময়নিউজের প্রতিবেদনের একটি ভিডিওতে দেখা যায় রোহিঙ্গারা হাসি খেলায় মেতে উঠেছেন। সেখানে শিশু-কিশোরদের সঙ্গে নানা খুনসুটিতে ব্যস্ত থাকতে দেখা যায় নৌবাহিনীর কর্মকর্তাদের। সুন্দর, আনন্দমুখর জীবন কাটানোর জন্য উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন আশ্রয় শিবির থেকে রোহিঙ্গারা ভাসানচরমূখী হয়েছে। এখন তাদের সেসবের বাস্তবায়ন চলছে। ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য গড়ে তোরা হয়েছে দুটি পৃথক ক্লাব। একটি মিউজিক্যাল ক্লাব, অন্যটি স্পোর্টস ক্লাব।

ভাসানচরের প্রকল্পটি এমনভাবেই নির্মাণ করা হয়েছে যাতে বর্ষা বা শীতের মৌসুমে বহাল তবিয়তে টিকে থাকা যায়। তাছাড়া রোহিঙ্গাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে কক্সবাজার এবং ভাসানচর দুই জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য-বস্ত্র-ওষুধের মত মৌলিক চাহিদার যোগান দেওয়া হয়েছে। এছাড়া ভাসানচরে বর্তমানেই আগামী একবছরের খাদ্য মজুদ রয়েছে। আরেকটি তথ্য হলো, ভাসানচরে চাষাবাদ ও দৈনিক আয়ের ব্যবস্থা রয়েছে।

রোহিঙ্গা বিষয়ক গবেষক প্রফেসর ড. জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আমি মনে করি, রোহিঙ্গাদের জন্য ভাসানচর পুরোপুরি বসবাসযোগ্য হয়েছে। সেখানে বাড়ি আছে, সেখানে স্কুল আছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সেখানে হাসপাতাল আছে। যদি কোনো কারণে ঝড় হয় সেটার জন্য শেল্টার হোম আছে। সবই আছে সেখানে।’

যে ভারতীয় গণমাধ্যম আজ ভাসানচরের বিরোধিতা করছে সেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে বাংলাদেশ সফরে এসে উড়ির চরে বসতি গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন। উল্লেখ্য এর আগে ২০১৯ সালে ভারত থেকে কমপক্ষে ১৩ শ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরবর্তীতেও বারংবার বিভিন্ন সংখ্যায় রোহিঙ্গাদের বিতারিত করার চেষ্টা করেছে দেশটি। রোহিঙ্গা সমস্যার শুরু থেকেই ভারত সরকার রোহিঙ্গাদের ঠেকানোর সর্বোচ্চ চেষ্টাটাই করেছে। এছাড়াও ২০১৭ সাল থেকেই দেশটিতে বিদেশি বিতারণে বিশেষ মনোযোগ দেওয়া হয়। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের সময় দীর্ঘদিন জাতিসংঘের কার্ড নিয়ে ভারতে বসবাসকারী কিছু রোহিঙ্গাকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোরও চেষ্টা করেছিলো ভারত।

উল্লেখ্য, কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় তিন শতাধিক রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নৌবাহিনীর জাহাজটি ভাসানচরে পৌঁছায়। পর্যায়ক্রমে বাকি চারটি জাহাজে থাকা আরও প্রায় এক হাজার ৫০০ রোহিঙ্গা ভাসানচরে এসে পৌঁছায়।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে গত দুই মাস ধরেই চলছে নানা ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি নানা সংস্থা। এর মাঝে দ্বিতীয় দফায় স্বপ্রণোদিত হয়ে ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয়শিবির ত্যাগ করেছেন এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। ৪২৭টি পরিবারের এসব রোহিঙ্গা সোমবার দুপুরেই বাসযোগে কক্সবাজার ছেড়ে চট্টগ্রাম আসেন। রাতে তাদের রাখা হয় বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে।

এর আগে গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

The post এবার রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আনন্দবাজারের মিথ্যাচার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ফাতেহ ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

The post ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac/

করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত: জাফরুল্লাহ

ফাতেহ ডেস্ক:

দেশের অধিকাংশ লোক করোনার টিকা পাবে না দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে পর্যাপ্ত করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত। টিকা প্রাপ্তিতে সরকার নোবেল বিজয়ী ড. ইউনূসকে কাজে লাগাতে পারে।

গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই টিকা খুব কঠিন কিছু না। আমাদের দেশের একটা কোম্পানিও করোনার টিকা বানাচ্ছে। তাদেরটা এখনও পরিপূর্ণ হয়নি।

তিনি বলেন, ড. ইউনূস যদি চান নিরাপদে আমরা ভ্যাকসিন তৈরির সুযোগ পাবো। আমি নিশ্চিত সরকার যদি ড. ইউনূসকে অনুরোধ করে তাহলে তিনি অক্সফোর্ড ভ্যাকসিনের তথ্য পেতে সাহায্য করতে পারবেন। কম্পোলসারি লাইসেন্সের আওতায় অক্সফোর্ডের ভ্যাকসিনের সব তথ্য আমরা পেতে পারি এবং আমাদের দেশে ৬ মাসের মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতে পারে। কিন্তু এটার মূল বাধা ভারত। অক্সফোর্ডের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের একটা চুক্তি রয়েছে যে তারা এই ফর্মুলা এশিয়া অঞ্চলের কাউকে দিতে পারবে না। ভারত বন্ধুর আদলে মহাজনী প্রথা চালু রাখছে এখনও।

The post করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত: জাফরুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d/