Sunday, May 31, 2020

১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ১৬-১৭ হাজার টাকায় বিক্রি!

ফাতেহ ডেস্ক

করোনায় খুচরা পযার্য়ে ব্যাপক চাহিদা বেড়েছে মেডিক্যাল অক্সিজেনের। ১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ হাজার টাকায়।

শ্বাসতন্ত্রের রোগ কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তিদের অবস্থা জটিল হলে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। ফলে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকেই ছুটছেন অক্সিজেনের দোকানে। অনেকেই আক্রান্ত হওয়ার ভয়ে সিলিন্ডার মজুদ করছেন বাড়িতে।

গত ২ মাসে মেডিক্যাল অক্সিজেনের দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েকশ’ গুণ। বিক্রেতারাও সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছেন। উৎপাদনকারীরা ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি, সিলিন্ডার আমদানি করতে না পারা এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি সব মিলিয়েই দাম বেড়েছে অক্সিজেনের।

দুইমাস আগে ১.৩৬ ঘনমিটারের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হতো ১২ হাজার টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ১৬ হাজার ৫০০ টাকায়। দেড় হাজার টাকার ফ্লোমিটার বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে ৪ হাজার টাকায়।

বর্তমানে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করে তার একটি ইসলাম অক্সিজেন লিমিটেড। চাহিদার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশই উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, অক্সিজেন উৎপাদনে আগে যে খরচ হত এখনও তা একই রয়েছে।

প্রতি ঘনমিটার অক্সিজেন হাসপাতালে দেয়া হয় ৪৫ টাকা দামে। খুচরা ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করা হয় ৩৫ টাকায়। বড় সিলিন্ডারের জন্য পরিবহন খরচ ২০ টাকা আর ছোট সিলিন্ডারে ১৪ টাকা, সাথে ১৫ শতাংশ ভ্যাট। সবমিলিয়ে যে দাম আসে তারচেয়েও অনেক বেশি রাখা হচ্ছে খুচরা দোকানগুলোতে।

মেডিক্যাল অক্সিজেনের দাম বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-এ

The post ১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ১৬-১৭ হাজার টাকায় বিক্রি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8/

প্লাজমা থেরাপি নেওয়া আরো এক করোনারোগীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ করার পর একদিনের ব্যবধানে আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে তানভির আলম বাবু নামে ৩১ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। একদিন আগে চট্টগ্রামে প্লাজমা দেওয়া আরেক রোগী মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, হাসপাতালে ভর্তির পর থেকেই তানভির আলমের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তাই সব ধরনের চিকিৎসার পাশাপাশি তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারপরও রোগীকে বাঁচানো গেল না।

তিনি বলেন, তানভিরের জন্য প্লাজমা থেরাপি দিতে প্রয়োজনীয় রক্ত সরবরাহ করা হয়েছিল মঞ্জুর আলম নামে সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক ইন্টার্নের কাছ থেকে। থেরাপি প্রয়োগের পর ফলাফল পেতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, গত ২৪ মে তার শরীরে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত করা হয়। ওইদিনই তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ সকাল ৭ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, মৃত তানভির আলম বাবু খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের মো. আলাউদ্দীনের একমাত্র ছেলে। তিনি ঢাকার একটি মোবাইল সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। গত ১৭ মে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন।

এর আগে শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে প্লাজমা থেরাপি দেয়ার পর করোনাভাইরাসে সংক্রমিত এক রোগী মারা যান। অবশ্য তার ডায়াবেটিস রোগও ছিল। ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি নগরীর কাট্টরী এলাকার বাসিন্দা। প্লাজমা থেরাপি দেয়ার পরদিনই তার মৃত্যু হয়।

-এ

The post প্লাজমা থেরাপি নেওয়া আরো এক করোনারোগীর মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b/

বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

ফাতেহ ডেস্ক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর গবাদিপশুর বাজার ও একটি গাড়ি বহরে পৃথক সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দুপুরে বুরকিনা ফাসোর কমপিয়েনগার পশ্চিম দিকের একটি গ্রামের গবাদিপশুর বাজারে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মারা যান এবং অনেকে আহত হন।

ঠিক একই সময় ফৌবের উত্তরের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন বেসামরিক ও পাঁচজন সামরিক পুলিশ নিহত হয়েছেন। মানবিক সহায়তা সরবরাহ করার পর ফৌবে থেকে ফিরে আসা একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। এখানে আহত হন ২০ জন।

তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে শুক্রবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি শহরে ব্যবসায়ীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

শনিবারের সহিংসতা বুরকিনা ফাসোর বিভিন্ন এলাকায় গভীর অস্থিতিশীলতারই পরিচয় দেয়। দেশটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং আইএসের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে।

দেশটিতে বিগত পাঁচ বছরে হামলায় প্রাণ গেছে অন্তত ৯০০ জনের। আর সাড়ে আট লাখেরও বেশি মানুষ বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন।

-এ

The post বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/

সাভার ও ধামরাইয়ে ৭ পুলিশসহ আরও ৫৪ জন করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

সাভার ও ধামরাইয়ে শনিবার দুপুর থেকে রোববার (৩১ মে) দুপুর পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সাত পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে সাভার ও ধামরাইয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০২ জনে।

রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, শনিবার (৩০ মে) ৮৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩১ জনের দেহে করোনা পাওয়া গেছে। এ নিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জনে। সাভারে এ পর্যন্ত মোট ৫৭ জন সুস্থ হয়েছে। আর মৃত্যু হয়েছে মোট ছয়জনের। মোট দুই হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ধামরাইয়ে নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ধামরাই উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। নতুন আক্রান্তরা ধামরাইয়ের মডেল টাউন, ইসলামপুর, বিজয়নগর, শ্রীরামপুর (সূতিপাড়া), মধুডাংগা কুশরা, ভাটালিয়া সূয়াপুর, পাঠানটোলা, তালতলা, কালামপুর (সূতিপাড়া) ও বালিয়া এলাকার বাসিন্দা। তবে নতুন করে এ ভাইরাস থেকে পরিত্রাণ পেয়েছেন ধামরাই পৌরসভার তালতলার দুই মা-মেয়ে। এ নিয়ে ধামরাইয়ে মোট ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ধামরাইয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬২ জনের।

ধামরাইয়ে নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। আক্রান্ত সাতজনের মধ্যে চারজন চালক ও তিনজন কনস্টেবল।

-এ

The post সাভার ও ধামরাইয়ে ৭ পুলিশসহ আরও ৫৪ জন করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b8/

আরব আমিরাতেও খুলে দেওয়া হচ্ছে মসজিদ

ফাতেহ ডেস্ক

নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে আরব আমিরাতে পুনরায় চালু হচ্ছে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়। এ লক্ষে চলছে প্রস্তুতি। তবে ঠিক কবে নাগাদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি। এ ঘোষণা দেবে দেশটির ইসলামিক বিষয় ও দাতব্য কার্যক্রম বিভাগ।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আরব আমিরাতের মসজিদগুলো চালু করার আগে এ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি মসজিদে এসব নির্দেশিকার পোস্টার লাগানো হয়েছে। মসজিদগুলো খোলার সময় এসব নির্দেশিকা মুসল্লিদের অবশ্যই মেনে চলতে হবে।

গাইডলাইনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদগুলো খোলার পরও নারীদের নামাজের স্থান বন্ধ থাকবে। ৬০ বছরের বেশি এবং ১২ বছরের কম বয়সী শিশুরা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না।

নতুন গাইডলাইনে আরও বলা হয়েছে, মসজিদে দুই কাতারের মধ্যে একটি কাতার ফাঁকা রাখতে হবে। দু’জন মুসল্লির মধ্যে ১.৫ মিটার ফাঁকা রেখে নামাজের দাঁড়াতে হবে। সব মুসল্লির গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক। সব মুসল্লিকে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। হ্যান্ডশেক করা চলবে না। দূর থেকে সালাম দিতে পারবেন।

নামাজের আগে বা পরে মুসল্লিরা কোনো কারণে একত্রিত হতে পারবেন না। ইমামের পেছনে ফরজ নামাজ শেষ হওয়ার পর দ্বিতীয় জামাত করা যাবে না। জামাতে ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ত্যাগ করতে হবে। যারা কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আছেন তাদেরকে অন্য নামাজিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাদের অন্যদের সুরক্ষার জন্য মসজিদে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে গাইডলাইনে।

-এ

The post আরব আমিরাতেও খুলে দেওয়া হচ্ছে মসজিদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9/

মসজিদে নববীতে আনন্দের কান্নায় নামাজ শুরু

ফাতেহ ডেস্ক

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (৩১ মে) থেকে সর্বসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববী।

আর কোন বাধা নেই, পথ আটকে কেউ কিছু জিজ্ঞেসও করবে না। তাই সবাই সেই চিরচেনা পথ ধরে এসেছেন। সবার মাঝে প্রশান্তির চিহ্ন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। হতাশা ও উদ্বেগ কেটে গেছে। উন্মুক্ত হয়েছে মসজিদে নববীর দ্বার। তাই উপস্থিত মুসল্লিদের হৃদয়াকাশে ছিলো প্রাপ্তির অনাবিল সুখ, সবার মুখ উজ্জ্বল। মনটা স্নিগ্ধতায় পূর্ণ, চোখেমুখে অপার্থিব এক তৃপ্তির ছাপ।

আজ রোববার ফজরের নামাজের মধ্য দিয়ে ১৮ মার্চ বন্ধ হওয়া মসজিদে নববীর দরোজা খুলে দেওয়া হয়েছে। এই আড়াই মাসেরও অধিক সময় বন্ধ ছিলো মসজিদে নববীতে সর্বসাধারণের নামাজ আদায়।

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। সেমতে মদিনাবাসীরা তীব্র আবেগ-উচ্ছ্বাস সামলে স্বাভাবিকভাবেই নামাজে অংশ নিয়েছেন। যথাযথ স্বাস্থবিধি মেনে সবাই মাস্ক পরে এসেছেন, অনেকের হাতে ছিলো গ্লাভস। কিন্তু নামাজ শেষে ব্যক্তিগত মোনাজাতে প্রকাশ পেতে থাকে আনন্দ, আবেগ আর খুশির পরিমাণ। চতুর্দিক থেকে ভেসে আসতে থাকে কান্নার আওয়াজ। এ অশ্রু আনন্দের, পরম তৃপ্তির। আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের।

জায়নামাজ হাতে নামাজে আসা মুসল্লিদের মাঝে বইছে খুশির জোয়ার। গত হয়ে যাওয়া ঈদের আমেজ রোববারের ফজরের ওয়াক্তে এসেছে মদিনায়। মসজিদে নববী খুলে দেওয়ায় যেকোনো মুমিন আনন্দে উদ্বেলিত হবে, এটাই স্বাভাবিক! হয়েছেও তাই। এই আনন্দ চোখের পানি ঝরিয়েছে অনেকের। কান্নাজড়িত কণ্ঠে দরবারে ইলাহিতে হাতু দু’টো উঁচু করে দোয়া করেছেন আল্লাহপ্রেমিকরা।

আহ্! কতোদিন হলো আসা হয়নি। সবাই বিনয়াবত কণ্ঠে আল্লাহর কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রিয়জনের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর সাক্ষাতে যেমন অনুভূতি হয়, রোববার ফজরের নামাজে হাজির হওয়া তার চেয়েও বেশি আনন্দের, বেশি প্রাপ্তির। এই আনন্দের মাঝেও উপস্থিত মুসল্লিদের একান্ত চাওয়া, করোনার মহামারি থেকে পৃথিবী মুক্তি পাক, সবাই আবার নিজ কর্মে কর্মে ফিরুক।

রোববার ফজরের নামাজ পড়িয়েছেন বয়োজ্যেষ্ঠ ইমাম শায়খ হুজাইফি। নামাজে একেবারে শান্ত গলায় ভাবগম্ভীর কোরআন তেলাওয়াত করলেন। হৃদয়ছোঁয়া সে তেলাওয়াত সবার হৃদয়কে স্পর্শ করে গেছে। আহ্! এই কণ্ঠ কতোদিন শোনা হয় না।

-এ

The post মসজিদে নববীতে আনন্দের কান্নায় নামাজ শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/

‘আইভার ম্যাকটিনে’ সুস্থ হচ্ছেন পুলিশ, সংগ্রহে ৩০ হাজার ওষুধ

ফাতেহ ডেস্ক

করোনা সংক্রমণ রোধে জনগণের মধ্যে সর্তকতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ব্যাপকহারে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। তবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার অন্যদের তুলনায় বেশি।

পুলিশে রোববার (৩১ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতরের হিসাব বলছে, করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৩৯ দশমিক ৪০ শতাংশ পুলিশ সদস্যই সুস্থ হয়ে গেছেন। এছাড়া আগের তুলনায় পুলিশে সংক্রমণের সংখ্যাও কমে গেছে।

আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করায় সুস্থতার সংখ্যা বেড়েছে বলে দাবি বাহিনীটির।

তবে পুলিশ সদস্যদের কি ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে জানতে চাওয়া হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. খালেদ মোহাম্মদ ইকবাল বলেন, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনার চিকিৎসার জন্য স্বীকৃত কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। একেক দেশ একেক পদ্ধতি অনুসরণ করছে।

আমরা শুরু থেকেই অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউটের একটি গবেষণা ফলো করছি। তারা সেখানে ‘আইভার ম্যাকটিন’ জাতীয় ওষুধ প্রয়োগ করার কথা বলেছেন। এটি সাধারণত উকুননাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাই এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই ওই অর্থে।

পুলিশ হাসপাতালের এই ডাক্তার বলেন, হাসপাতালের পরিচালকের অনুমতি সাপেক্ষে ওষুধটি প্রয়োগ করা শুরু করি। শুরু থেকেই বেশ ভালো ফল পাই। পুলিশে সুস্থ হওয়া অধিকাংশ সদস্যকেই প্রায় ওষুধটা সেবন করানো হয়েছে।

পরবর্তীতে আমার পরীক্ষা ছাড়া উপসর্গ আছে এমন পুলিশ সদস্যদের ক্ষেত্রেও ওষুধটি প্রয়োগ করি। সেখান থেকেও ভালো ফল পাই।

-এ

The post ‘আইভার ম্যাকটিনে’ সুস্থ হচ্ছেন পুলিশ, সংগ্রহে ৩০ হাজার ওষুধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবের প্যারোলে মুক্তি

ফাতেহ ডেস্ক

ইজরাইলি বাহিনী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে গ্রেপ্তার করেছিল।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে গত শুক্রবার। তবে পরবর্তীতে তাকে বিশেষ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

ইজরাইলি পুলিশ সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান ও আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শেখ ইকরামা সাইদ সাবরীকে এই শর্তে মুক্তি দিয়েছে যে, তিনি আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদে প্রবেশ করবেন না।

ইহুদি জঙ্গিরা ২৯ মে ইকরিমা সাবরির বাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং কুদস র‍্যালীতে অংশগ্রহণ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
সংবাদ সূত্র জানিয়েছে যে, দখলদার ইসরাইলের গোয়েন্দা বাহিনী অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদের খতিবের বাড়িতের প্রবেশ করে জিনিস পত্র ভাংচুর করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ কেন্দ্রের স্থানান্তরিত করেছে।

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান। এছাড়া দখলদার ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং আরব ও ইসলামিক দেশগুলোর নেতাবৃন্দ ও শাসকদের কাছে হামাসের রাজনৈতিক ব্যুরো’র প্রধান জেরুজালেম ও আল-আকসা মসজিদে যা ঘটছে তার মুখোমুখি হয়ে তাদের ধর্মীয় ও ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে যায়নবাদী পরিকল্পনা ও ষড়যন্ত্রের অবসান ঘটাতে বলেছেন।

-এ

The post আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবের প্যারোলে মুক্তি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d-2/

দেশে একদিনে রেকর্ড ৪০ মৃত্যু, আক্রান্ত ২৫৪৫

ফাতেহ ডেস্ক

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। চব্বিশ ঘণ্টায় ৬০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৩ শতাংশ। মৃত্যুর হার ১.৩৮ শতাংশ; সুস্থতার হার ২০.৪৭ শতাংশ।

এর আগে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২৮ জন, ৩০ ও ২২ মে। সর্বোচ্চ আক্রান্ত ছিল ২ হাজার ৫২৩ জন, ২৯ মে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সবশেষ একদিনে মৃত্যুবরণ করা ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ২৮ জনই ঢাকা বিভাগের; চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।

তাদের বয়স ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে চারজন।

চব্বিশ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাব থেকে কভিড-১৯ সংক্রান্ত ১২ হাজার ২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৮৭৬টি নমুনা।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৯১ জনকে, ছাড় পেয়েছেন ১২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৭৯৪ জন।

কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৯৪৭ জনকে; ছাড় পেয়েছেন ৩ হাজার ৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ১৮১ জন।চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। চব্বিশ ঘণ্টায় ৬০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৩ শতাংশ। মৃত্যুর হার ১.৩৮ শতাংশ; সুস্থতার হার ২০.৪৭ শতাংশ।

এর আগে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২৮ জন, ৩০ ও ২২ মে। সর্বোচ্চ আক্রান্ত ছিল ২ হাজার ৫২৩ জন, ২৯ মে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সবশেষ একদিনে মৃত্যুবরণ করা ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ২৮ জনই ঢাকা বিভাগের; চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।

তাদের বয়স ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে চারজন।

চব্বিশ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাব থেকে কভিড-১৯ সংক্রান্ত ১২ হাজার ২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৮৭৬টি নমুনা।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৯১ জনকে, ছাড় পেয়েছেন ১২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৭৯৪ জন।

কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৯৪৭ জনকে; ছাড় পেয়েছেন ৩ হাজার ৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ১৮১ জন।

The post দেশে একদিনে রেকর্ড ৪০ মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/

মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামি

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামির রাজনৈতিক শাখা ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’। গতকাল শনিবার দলটিকে নিষিদ্ধ করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, ‘দলটির যাবতীয় অর্থ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

মিশরের স্থানীয় পত্রিকা ‘আখবারুল ইয়াউম’ জানিয়েছে, ‘মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রাজনৈতিক দল বিষয়ক কমিটি জামায়াতে ইসলামির রাজনৈতিক শাখা বিলুপ্ত করে দেয়ার আবেদন জানায়। কমিটির আবেদনের প্রেক্ষিতেই এই রায় ঘোষণা করেছে আদালত। তবে আদালতের এই রায়ের বিপক্ষে অন্য কোনো বিচারিক আদালতের কাছে আপিল করা যাবে না।

কমিটি স্পষ্ট জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী দলগুলোকে সহায়তা ও অর্থায়ন করার কারণে ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ নিষিদ্ধ করা হয়েছে।’ এর বেশি কিছু ব্যাখ্যা করে বলেনি কমিটি।

উল্লেখ্য, আরব বসন্তের পূর্ব পর্যন্ত মিশরে ইসলামি দল গঠন আইনগতভাবে নিষিদ্ধ ছিলো। আরব বসন্ত অনেক কিছুই বদলে দেয়। অনুমতি পায় ইসলামি দল গঠনও। তখন ২০১১ এর ২০ জুন ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ চালু করে জামায়াতে ইসলামি। পরবর্তীতে ব্রাদারহুডের বিশেষ মিত্র হিসেবে পরিচিত হয়ে উঠে দলটি।

রাকিব/

The post মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

জনগণের অর্থ নয় ছয় করা যাবে না: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক

জনগণের অর্থ নয় ছয় করা যাবে না, সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৩১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সিং যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। এসময় সবাই আন্তরিকতার সাথে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের কাজ থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে। কাজ করতে হবে নব উদ্যমে, নতুন বাস্তবতায়, পরিবর্তিত পরিস্থিতিতে। জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, জনগণের তথা যাত্রীদের অর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব ৮০ ভাগ করা হয়েছে। মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নিবেন। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

ওবায়দুল কাদের আরও জানান, যে সকল প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সে সকল প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি-বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেওয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

-এ

The post জনগণের অর্থ নয় ছয় করা যাবে না: ওবায়দুল কাদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%9b%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/

সৌদি আরবে আজ থেকে খুলছে মসজিদ, মাস্ক না পরলে জরিমানা

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থ দ্বিগুণ। প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে করোনামুক্ত ঘোষণা করতে পারে দেশটি।

সৌদিতে আজ রবিবার ৩১ মে থেকে বাইরে বের হলে মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাঁধা প্রদান করা যাবেনা। না হয় গুনতে হবে জরিমানা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বসবাসরত সকলের জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারিকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল। ৩০শে মে (শনিবার) মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী পবিত্র মক্কা নগরী ব্যতিত সকল অঞ্চলে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতসহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে। সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি ও বেসরকারি অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনও খুলছে না।

সেই সঙ্গে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল। প্রতিদিন ৬০টি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে, কোন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়নি।

৩১ মে থেকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে মদিনার মসজিদে নববীসহ ৯০ হাজার মসজিদ। শতকরা চল্লিশ শতাংশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মক্কার মসজিদুল হারামসহ এই নগরীর মসজিদগুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হবে ২১শে জুন থেকে।

-এ

The post সৌদি আরবে আজ থেকে খুলছে মসজিদ, মাস্ক না পরলে জরিমানা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8/

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ফাতেহ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৩১ মে) সকালে, সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত প্রধানমন্ত্রীর কাছে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এসময় প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে।

এ বছর সারা দেশে মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। আর পাশের হার ৮২.৮৭%।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ। আর, এ বোর্ডে সর্বোচ্চ ৩৬ হাজার ৪৭ জন জিপিএ ফাইভ পেয়েছেন। আর, যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ বোর্ডে পাশের হার ৮৭.৩১%। এদিকে, বরিশাল বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪,৪৮৩ জন। সেখানে পাশের হার ৭৯.৭০%।

এছাড়া, কুমিল্লা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন জিপিএ ৫ পেয়েছেন আর পাশের হার ৮৫.২২%। তাছাড়া, ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৪৩৪ জন জিপিএ ফাইভ পেয়েছেন আর পাশের হার ৮০.১৩%। এদিকে, সিলেটে জিপিএ ফাইভ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন আর এ বোর্ডে পাশের ৭৮.৭৯%। অন্যদিকে, দিনাজপুরে ১২ হাজার ৮৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। আর, এ বোর্ডে পাশের হার ৮২.৭৩%।

তবে, রাজশাহীতে এবার পাশের হার জিপিএ-৫ এর সংখ্যা বেশি। বোর্ডটিতে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী। এদিকে, চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪.৭৫%। এছাড়া, এই বিভাগীয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

তাছাড়া, কারিগরি বোর্ডে পাশের হার ৭২.৭০%। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২.৫১ শতাংশ।

ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের আনন্দ সমাবেশ না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা কিভাবে ভর্তি হবেন, তা নিয়ে বসবে মন্ত্রাণালয়। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় দেশে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে খোলার কোন সম্ভাবনা নেই। খোলার ব্যাপারে পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, যাদের কাছে অনলাইন কিংবা টেলিভিশনে শিক্ষা কার্যক্রম পৌছানো যাচ্ছেনা, করোনার পরে তাদের ওপর বিশেষ নজর দেয়া হবে। এইচএসএসি পরীক্ষার জন্য মন্ত্রাণালয় প্রস্তুত ছিলো। কিন্তু পরীক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে তা এখন নেয়া সম্ভব নয়।

দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে ফলাফল। সেক্ষেত্রে যেকোন মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে ‍SSC। এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল অক্ষরে টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে 2020 লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু (16222) নম্বরে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফলাফল।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩রা ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭শে ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯শে ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ই মার্চ।

-এ

The post এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab-2/

আম্পান দুর্গত এলাকায় আলেমগণ : কেমন আছে সাতক্ষীরার মানুষেরা?

রাকিবুল হাসান:

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট সুপার সাইক্লোন আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা। এরমধ্যে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা। সাতক্ষীরার ক্ষয়ক্ষতি অন্যদের তুলনায় একটু বেশিই।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার ভাষ্যমতে, ‘ঘূর্ণিঝড় আম্পানে ১০ হাজার ২৫৭ টি মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ১৭৬ কোটি টাকার চিংড়ি ও সাদা মাছ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্যমতে, ‘সাতক্ষীরায় ১৩৭ কোটি টাকার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ১৬ হাজার ২৯৬ টন আমের ক্ষতি হয়েছে, যার মূল্য ৬৫ কোটি ১৮ লাখ টাকা, সবজি নষ্ট হয়েছে ৩১ হাজার ৮০ টন যার মূল্য ৬২ কোটি ১৬ লাখ টাকা, পান নষ্ট হয়েছে ১০ কোটি ২২ লাখ টাকা এবং তিল নষ্ট হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।’

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গবুরা ও আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি স্পটে ভেঙে গেছে কপোতাক্ষ, খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। বাঁধভাঙা পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। আসন্ন পূর্ণিমায় এলাকাগুলো আরও তলিয়ে যাওয়ার আশঙ্কা। তাই ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে বেরীবাঁধ। ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ সবাই নেমে এসেছে বাঁধ নির্মাণে। তারা বলছেন, ভাতের আগে বাঁধ চাই। বাঁধের জন্য চাই বাঁশ, বস্তা।’

দুর্গত সাতক্ষীরায় ত্রাণ বিতরণ করছেন আলেমদের দাতব্য সংস্থা ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সদস্যরা। সংস্থাটির প্রচার সম্পাদক মাওলানা এহসান সিরাজের গ্রহণ করা ভিডিও বার্তায় প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান বলেন, ‘বাঁধভাঙার কারণে অনেক গ্রাম তলিয়ে গেছে। কিছু করার নেই। আমার জনগণকে নিয়ে আমি বাঁধ নির্মাণ করছি। আমার জনগণকে আল্লাহ তায়ালা রক্ষা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য আপনারাও দোয়া করবেন।’

জল-কাদায় মাখামাখি হয়ে দুর্গত এসব এলাকায় ছুটে বেড়াচ্ছেন আলেমগণ। এ দলে রয়েছেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের আহবায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ, ফাউন্ডেশনের প্রচার সচিব এহসান সিরাজ, ইকরামুল মুসলিমীনের যুগ্ম মহাসচিব ও আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন সাব্বির।ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব আবদুর রহমান কোব্বাদী, ফাউন্ডেশনের সদস্য আকন সিরাজুল ইসলাম এবং অতিথি হিসেবে আরও আছে মাওলানা মো. মনযূরুল হক।

মাওলানা এহসান সিরাজ বলেন, ‘২৮ মে আমরা সাতক্ষীরায় এসেছি। জেলার আশাশুনি থানার প্রতাপনগরের ৯টি ওয়ার্ড প্রায় ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামনগর থানাও। শ্যামনগরে ত্রাণ বিতরণ করছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। তাদের ব্যবস্থাপনা যেহেতু সুষ্ঠু, আমরা তাদের হাতে অনুদানের অর্থ তুলে দিয়েছি। আন্দোলনের কর্মীরা তা বিলিয়ে দিবেন। তবে আমরা ত্রাণ বিতরণ করছি প্রতাপনগরে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে—চাল, ডাল, তেল, স্যালাইন, বাচ্চাদের জন্য চকোলেট, বিস্কুট ইত্যাদী।’

তবে প্রতাপনগরের বাসিন্দারা খাবারের চেয়েও গুরুত্ব দিচ্ছেন বাঁধ নির্মাণকে। দিনরাত এক করে তারা শ্রম দিচ্ছেন বাঁধ নির্মাণে। বলা হচ্ছে—বাঁধ নির্মাণ করা না হলে আগামী পূর্ণিমায় আবার জোয়ার আসবে লবণাক্ত পানির। ফলে লবণাক্ত পানির প্রভাবে আগামী পঞ্চাশ বছরেও সেখানে কোনো ফসল জন্মাবে না।

বাঁধ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে মাওলানা মনযূরুল হক বলেন, ‘ভাতের চেয়েও বাঁধ নির্মাণকে তারা গুরুত্ব দিচ্ছে বেশি। বাঁধ নির্মাণের জন্য তাদের দরকার বাঁশ এবং বস্তা। নির্মাণ কার্যক্রমে ছোট-বড়, ধনী-দরিদ্র, মূর্খ-শিক্ষিত সবাই ঝাঁপিয়ে পড়েছে। আলেমদের ষাট জনের একটি দল আজ বাঁধ নির্মাণ কাজে অংশগ্রহণ করছে।’

আম্পান পরবর্তী এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছিলেন, আম্পান দুর্গত জেলায় ঘরবাড়ি প্রচুর নষ্ট ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ঘরবাড়ি সংস্কার ও নির্মাণে প্রতি জেলায় ৫০০ বান্ডিল টিন এবং ১৫ লাখ টাকা এবং ত্রাণের জন্য পর্যাপ্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে। তবে সাতক্ষীরার জনগণ বলছেন, তান্ডবের দশদিন পেরিয়ে গেলেও তাদের নিকট কোনো সহায়তা এসে পৌঁছায়নি।

মাওলানা এহসান সিরাজের ধারণকৃত ভিডিওতে এমনই অভিযোগ করেছেন ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারিয়ে ফেলা এক বৃদ্ধ। নিজের বাড়ির ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বৃদ্ধ বললেন, ‘সরকারি কোনো ত্রাণ আসেনি। তবে দুএকবার শুধু খিচুরি দেয়া হয়েছে।’

দুর্গত সাতক্ষীরা পরিদর্শনকারী আলেমরাও বলছেন একই কথা। তারা বলছেন, ত্রাণ বিতরণে আলেমদের ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। মানুষের ঘরে খাবার নেই, পেটে দানা নেই। ঘূর্ণিঝরে ভেসে গেছে তাদের আয়-রোজগারের যাবতীয় মাধ্যম। আম বাগান, কলা বাগান, সবজি বাগান, মাছের ঘের—কিছুই অক্ষত নেই। লবনাক্ত পানিতে সব নষ্ট হয়ে গেছে। বাঁধ নির্মাণের জন্য দরকার বাঁশ এবং বস্তা। জনগণ চাইছে, সরকার এবং দেশের মানুষ তাদের পাশে দাঁড়াক। যা নষ্ট হবার হয়েছে। কিন্তু আসন্ন দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রক্ষা পেতে এখন তাদের আশু সহায়তা দরকার।

The post আম্পান দুর্গত এলাকায় আলেমগণ : কেমন আছে সাতক্ষীরার মানুষেরা? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87/

Saturday, May 30, 2020

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব আটকের ঘটনায় হামাসের তীব্র নিন্দা

ফাতেহ ডেস্ক

ইসরাইলি বাহিনী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে গ্রেপ্তার করেছে।
গতকাল (শুক্রবার) বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে।

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান। এছাড়া দখলদার ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

-এ

The post আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব আটকের ঘটনায় হামাসের তীব্র নিন্দা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d/

আজ খুলছে অফিস, রাজধানীতে ফিরছে মানুষ

ফাতেহ ডেস্ক

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দুই মাসের বেশি সাধারণ ছুটির পর আজ খুলছে অফিস। কদিন ধরেই রাজধানীতে ফিরছে মানুষ।

আজ রবিবারও (৩১শে মে) রাজধানীর প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাবুবাজার ব্রিজ এলাকায় ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। তবে এসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও নেই কড়াকড়ি। গণপরিবহণ না চলায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন, সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলারে গাদাগাদি করে ফিরছেন কর্মজীবীরা। মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব। এসব যানবাহন তিন-চার গুণ বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকেই।

প্রসঙ্গত, দেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর ফলে সারা দেশে গত ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দফায় দফায় ছুটি বাড়ানো হয় ৩০শে মে পর্যন্ত। এরইমধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬১০ জন। আর, আক্রান্ত ব্যক্তির সংক্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।

-এ

The post আজ খুলছে অফিস, রাজধানীতে ফিরছে মানুষ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab/

বাড়িতে অভিভাবকদের তত্ত্বাবধানে প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষা!

ফাতেহ ডেস্ক

বাড়িতে প্রশ্ন পাঠিয়ে অভিভাবকদের তত্ত্বাবধানে প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এমন চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন।

শিক্ষার্থীদের বাড়ি বাড়ি প্রশ্ন পাঠাবেন শিক্ষকরা। সেই প্রশ্নে শিক্ষার্থীদের পরীক্ষা নেবেন অভিভাবকরা। সেই উত্তরপত্র মূল্যায়ন করবেন শিক্ষক।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়।

অবশ্য রাজধানী ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা সদরের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পদ্ধতি বাস্তবায়ন কঠিন হওয়ায় এই মূল্যায়ন পদ্ধতিকে বাধ্যতামূলক করা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘স্কুল বন্ধের পর থেকে সংসদ টেলিভিশনে নিয়মিতভাবে ক্লাস দেখানো হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে পড়া দিচ্ছেন।’

এগুলোকে মূল্যায়নের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক প্রশ্ন করে শিক্ষার্থীদের মায়েদের কাছে তা পাঠিয়ে দেবেন, ওই প্রশ্নে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। মায়েরা ওই উত্তরপত্র শিক্ষকের কাছে পাঠাবেন।

সচিব জানান, কেউ যদি শিক্ষকের কাছে উত্তরপত্র পৌঁছাতে না পারেন, কিছু স্বেচ্ছাসেবক রাখা হবে, যারা উত্তরপত্রগুলো শিক্ষকের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫-২৩ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক, ৯-২০ অগাস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক এবং ২-১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার হওয়ার কথা। আর ১৯-৩০ নভেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির সমাপনীর রুটিন করা রয়েছে।

-এ

The post বাড়িতে অভিভাবকদের তত্ত্বাবধানে প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষা! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

ফাতেহ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার (২০২০) ফল রবিবার প্রকাশ হতে যাচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

করোনাভাইরাসের কারণে চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। আর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনেই কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

ফল সংগ্রহে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এসএমএস এর মাধ্যমে ফল পেতে শিক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

এসএসসি, দাখিল ও ভোকেশনালের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে।

এ জন্য SSC লিখে স্পেস দিয়ে কারিগরি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

-এ

The post এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-2/

কাল খুলছে মসজিদে নববি

ফাতেহ ডেস্ক

কাল থেকে খুলছে মসজিদে নববি। তবে এখনই খুলছে না মক্কার মসজিদগুলো। মক্কা বাদে অন্যান্য শহরগুলোর সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শনিবার দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

রবিবার ফজরের ওয়াক্ত থেকে মসজিদে নববীতে নামাজ পড়তে পারবেন মুসল্লিরা। তবে মাত্র ৪০ শতাংশ মুসল্লি একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন। নামাজ শেষ করতে হবে ১৫ মিনিটের মধ্যে। মসজিদে প্রবেশের আগে মুসল্লিদের জীবানুমুক্ত হতে হবে।

এছাড়া পরতে হবে মাস্ক, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। সংক্রমণ রোধে এরই মধ্যে মসজিদ থেকে কার্পেট সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি মসজিদে শিশুদের প্রবেশ নিষিদ্ধ ও জমজম পানির সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

-এ

The post কাল খুলছে মসজিদে নববি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf/

স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে সম্পৃক্ত করতে হবে

ফাতেহ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।সভায় স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নেয়া করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করা হয়।

সভায় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এপ্রিলের ১৯ তারিখে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৭ সদস্যের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গঠন করা হয়।

-এ

The post স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে সম্পৃক্ত করতে হবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95/

আগামীকাল এসএসসির ফলাফল; পাওয়া যাবে ঘরে বসেই

ফাতেহ ডেস্ক

আগামীকাল দেয়া হবে এসএসসির ফলাফল। এবারও ফলাফল দেয়া হবে ডিজিটাল মাধ্যমে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। এরপর, বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে গেলে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে রেজাল্ট। সেক্ষেত্রে যেকোন মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে ‍SSC। এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে।

এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর।আরেকটি স্পেস দিয়ে দুইহাজার বিশ লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফলাফল।

-এ

The post আগামীকাল এসএসসির ফলাফল; পাওয়া যাবে ঘরে বসেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa/

ট্রেনের ভাড়া বাড়বে না, টিকিট অনলাইনে: রেলমন্ত্রী

ফাতেহ ডেস্ক

সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে রোববার (৩১ মে) থেকে আট জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে চলবে আরও ১১ জোড়া ট্রেন। তবে ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হলেও ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

শনিবার (৩০ মে) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই কথা জানান।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি হবে। যাতে যাত্রীদের দূরত্ব বজায় রাখা যায়। যাত্রী অর্ধেক নিলেও ভাড়া বাড়বে না। ভিড় এড়াতে কোনো স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। ট্রেনে কোনো খাবার পরিবেশন করা হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে বালিশ, কাঁথা সরবরাহ করা হবে না।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন হচ্ছে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরো ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনাভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এখন থেকে বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী রেল স্টেশনে কোনো ট্রেন থামবে না।

-এ

The post ট্রেনের ভাড়া বাড়বে না, টিকিট অনলাইনে: রেলমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95/

করোনা আক্রান্তের সংখ্যায় এশিয়ার শীর্ষে ভারত, একদিনে ২৬৫ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৫ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৬৪টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সবচেয়ে বেশি। এর একদিন আগেই তুরস্ককে পেছনে ফেলে এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে পৌঁছেছে ভারত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৩৭০ জন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।

করোনায় মৃতের সংখ্যায় বরাবরই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এখানে এ পর্যন্ত ২ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৩ জন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনায় এ পর্যন্ত ৯৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২০ জন মারা গেছে। সেখানে ৬ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছে।

রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ৩৯৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮২ জনের মৃত্যু হয়েছে। এখানে ৯ হাজার ১৪২ জন আক্রান্ত।

মধ্য প্রদেশে করোনায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪২।

পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৭ জন মারা গেছে। সেখানে এপর্যন্ত ২ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া রাজস্থানে ১৮৪, উত্তর প্রদেশে ১৯৮, বিহারে ১৫, কর্ণাটকে ৪৮, জম্মু-কাশ্মীরে ২৮, অন্ধ্র প্রদেশে ৬০, তেলেঙ্গানায় ৭১, পাঞ্জাবে ৪২ ও হরিয়ানায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

-এ

The post করোনা আক্রান্তের সংখ্যায় এশিয়ার শীর্ষে ভারত, একদিনে ২৬৫ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/

নিজের দলকে মাহাথিরের চ্যালেঞ্জ

ফাতেহ ডেস্ক

নিজের গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

আলজাজিরা জানায়, ক্ষমতার লড়াই বৃহস্পতিবার ছেলেসহ মাহাথির এবং আরও তিন শীর্ষ নেতাকে বহিষ্কার করে ক্ষমতাসীন দল ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়া (বেরসাতু পার্টি)।

১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার দেশটির বর্তমান ক্ষমতাসীন দল। যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

এই বহিষ্কারাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মাহাথিরসহ চার নেতা এক বিবৃতিতে জানান, বেরসাতুর প্রেসিডেন্টের এক তরফা সিদ্ধান্তে অযৌক্তিক কারণে দল থেকে আমাদের বহিষ্কার করা হয়েছে।

তারা জানান, দলীয় নির্বাচনে অবস্থান হারানোর আশঙ্কার পাশাপাশি দেশের ইতিহাসে সবচেয়ে অস্থিতিশীল প্রধানমন্ত্রী হিসাবে তার অনিরাপদ অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফেব্রুয়ারি থেকে দলটি মূলত দুইটি শিবিরে বিভক্ত হয়ে যায়। জোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী মাহাথির। সেসময় দেশটির রাজা প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেন মুহিউদ্দিন ইয়াসিনের হাতে।

এদিকে মুহিউদ্দিনকে দলীয় নির্বাচনে বেরসাতুর সভাপতি হিসেবে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বেরসাতুর নির্বাচন।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুহিউদ্দিনের সঙ্গে বেরসাতু পার্টি গঠন করেন মাহাথির। আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে জোট করে ২০১৮ সালে বড় ধরনের বিজয় পান তারা। স্বাধীনতার পর দেশটির সরকার প্রথমবারের পরিবর্তন আসে, যেখানে দীর্ঘদিন নিজেও প্রধানমন্ত্রিত্ব করেন মাহাথির।

-এ

The post নিজের দলকে মাহাথিরের চ্যালেঞ্জ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af/

করোনা: দেশে এক দিনে রেকর্ড মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৪

ফাতেহ ডেস্ক

দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার (২৯ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ (৩০ মে) আমরা ১২ সপ্তাহ পাড় করলাম। এখন ৫০টি ল্যাবে দেশ করোনা ভাইরাসের পরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জনের। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন।

তিনি আরও বলেন, দেশে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন। এর আগে শুক্রবার দেশে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত ও ২১ জনের মৃত্যুর তথ্য দেয় অধিদপ্তর।

করোনার এই পরিস্থিতির মধ্যেই রোববার (৩১ মে) থেকে খুলে যাচ্ছে সব অফিস-আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও।

অন্যদিকে বিশ্বে ৬০ লাখ ৪৫ হাজার ৩২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৬৭ হাজার ১১১ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ লাখ ৭০ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৭ হাজার ৫৯০ জনের মধ্যে ৫৩ হাজার ৭৫৪ জনের অবস্থা গুরুতর।

-এ

The post করোনা: দেশে এক দিনে রেকর্ড মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1/

করোনায় সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ইমামুল কবীরের মৃত্যু

ফাতেহ ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।

শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে ইমামুল কবীর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সম্প্রতি করোনার লক্ষণ-উপসর্গ থাকায় ইমামুল কবীরকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে নেওয়া হয়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

-এ

The post করোনায় সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ইমামুল কবীরের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

Friday, May 29, 2020

উইগুর মুসলিমদের পক্ষে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস

ফাতেহ ডেস্ক চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ‘নির্বিচার আটক, নিপীড়ন ও হয়রানি’ বন্ধে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চীনের বিরুদ্ধে উত্থাপিত নিষেধাজ্ঞা বিল বিপুল ভোটে পাস হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।

শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৭ মে) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ ৪১৩ ভোটে পাস হয় ‘উইগুর মানবাধিকার অ্যাক্ট’। এর বিরুদ্ধে পড়ে কেবল ১ ভোট।

এ বিলে উইগুরসহ জিনজিয়াং প্রদেশের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীকে নিপীড়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে নিশেধাজ্ঞার প্রস্তাব তোলা হয়েছে চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির জিনজিয়াং শাখার সেক্রেটারি চেন কুয়াঙ্গোর বিরুদ্ধে। তাকে প্রদেশে গণহারে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মতে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখেরও বেশি মুসলমানকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। একে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

এদিকে উইগুর নেতারা মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে এ বিল পাসকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন। ‘ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস’র প্রেসিডেন্ট দোলকান আইসা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাধিকার ভিত্তিতে উইগুর মানবাধিকার নীতি সংক্রান্ত এ বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার অনুরোধ জানাই। দ্রুত এর বাস্তবায়ন ও প্রয়োগ চাই।

‘উইগুরদের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোর এরকম সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন। বছরের পর বছর নিপীড়ন ও হতাশার পর উইগুরদের বর্তমানে আশার আলো দরকার।’

চীন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। উইগুরদের নিপীড়নের ব্যাপারটিও শুরু থেকেই অস্বীকার করে আসছে তারা।

-এ

The post উইগুর মুসলিমদের পক্ষে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80/

১ জুন থেকে চলবে বাস, রোববার থেকে লঞ্চ

ফাতেহ ডেস্ক

যাত্রী ও চালকদের কঠোর স্বাস্থ্যবিধি মানা, স্বল্প সংখ্যক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি শর্তে আগামী ১ জুন (সোমবার) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। আজ (শুক্রবার) বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ৩১ মে রোববার থেকে লঞ্চসহ অন্যান্য নৌযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল আবারো সরকারের সাথে বৈঠকে বসবেন বাস ও নৌ যান মালিকরা।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ব্রিফিংয়ে জানান, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ১ জুন থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। তিনি জানান বাসে ওঠার আগে পুরো গাড়ি স্যানিটাইজ করতে হবে, যাত্রীদের হাতধোঁয়া, মাস্কপরা নিশ্চিত করতে হবে। দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে নিদিষ্ট গন্তব্য ছাড়া কোন যাত্রী তোলা যাবে না। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এছাড়া গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক সচিব।

সড়ক সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ৩১ মে (রোববার) থেকে লঞ্চ চলাচলের জন্য লঞ্চ মালিকদের নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক৷ শুক্রবার (২৯ মে) বিআইডবিøউটিএ ভবনে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

কমোডর গোলাম সাদেক বলেন, ভাড়ার বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আজকের আলোচনার বিষয় ছিল, কীভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধ করে যাত্রী পরিবহন করা যায়। এখানে তাদের (মালিকদের) একটা আবেদন ছিল, আমাদের ভাড়া বাড়ানো প্রয়োজন হতে পারে। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখলে যাত্রীর পরিমাণ কমে যাবে।

তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। টেকনিক্যাল বিষয় রয়েছে, জনসাধারণের ওপর কোনও চাপ আসে কিনা সেই বিষয়টিও দেখতে হবে। এজন্যই আমরা আরেকটু দেখে শুনে বিষয়টি নিয়ে আলাদা করে বসবো।

আগামীকাল আবারো সরকারের সাথে বৈঠকে বসবেন বাস ও নৌ যান মালিকরা।সেখানে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বৈঠকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায়ে খবর পাঠিয়েছি। তিনি বলেন, সামাজিক দূরত্ব যদি মানতে হয়, তাহলে আমার ব্যক্তিগত ধারণা জাহাজে যাত্রী কমবে। এ অবস্থায় যদি যাত্রী সংখ্যা কমে যায়, তাহলে আমাদের ভাড়ার পরিমাণ বাড়াতে হবে। আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

-এ

The post ১ জুন থেকে চলবে বাস, রোববার থেকে লঞ্চ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

খুলে দেওয়া হচ্ছে সিঙ্গাপুরের সব মসজিদ

ফাতেহ ডেস্ক

সিঙ্গাপুরের মসজিদসমূহ সীমিত ভিত্তিতে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আগামী সপ্তাহ খুলে দেওয়া হবে।

ইসলামিক কাউন্সিল অফ সিঙ্গাপুর (MUIS) ঘোষণা করেছে, মসজিদ পুনরায় খোলার প্রথম পর্ব সর্বাধিক সতর্কতার সাথে শুরু হবে।

এই কাউন্সিলের ঘোষণা করেছে, প্রথম পর্যায়ে এদেশের মসজিদসমূহ ২ থেকে ৭ জুন পর্যন্ত ১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে।

সেদেশের মসজিদসমূহে যথেষ্ট পরিমাণ জায়গা না তাকার কারণে এই কাউন্সিল মুসলমানদের নিকট আহ্বান জানিয়ে যে, এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের নামাজের জন্য স্থায়ী কোন জায়গা নেই। বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার।

এছাড়াও প্রবীণ ব্যক্তিরা যাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যেমন এই পর্যায়ে (২ থেকে ৭ জুন পর্যন্ত) মসজিদে না আসে।

প্রথম পর্যায়ে জুমার নামাজসহ জামাতের নামাজ অনুষ্ঠিত হবে না। মসজিদসমূহ অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এবং মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। এছাড়াও মুসল্লিদের অবশ্যই মুখোশ ব্যবহার করতে হবে এবং মসজিদে ব্যক্তিগত জায়নামাজ আনতে হবে ও হ্যান্ডশেক করা যাবে না।

পরবর্তী পর্যায় শুরু হবে ৮ই জুন থেকে। এই পর্যায়ে দেশের বেশিরভাগ মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত থাকবে।

-এ

The post খুলে দেওয়া হচ্ছে সিঙ্গাপুরের সব মসজিদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa/

আটকে পড়া ৪ লাখ ৫০ হাজার হাজি ফিরলেন নিজ দেশে

ফাতেহ ডেস্ক

সৌদি আরব ঘোষণা করেছে ওমরাহ হজ করতে আসা ৪ লাখ ৫০ হাজার হাজী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য এদেশের আটকে পড়েন। দীর্ঘ দিন এদেশে আটকে থাকা এসকল হাজিদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে গত কয়েকদিনে করোনাভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধের কারণে ৪,৫০,০০০ ওমরাহ হজযাত্রী স্বদেশে ফিরতে পারেননি।

এই মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ৬০ হাজার ওমরাহ হজযাত্রী দেশ ছাড়তে সক্ষম হয়েছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও ঘোষণা করে যে, প্লেন সার্ভিস বন্ধের কারণে এপ্রিল থেকে দেশে থাকা ১,৫০০ এরও বেশি হজযাত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় স্বদেশে ফিরে গিয়েছেন।

সৌদি আরবের কর্মকর্তারা আরও জানিয়েছে, বেশ কয়েক জন হজযাত্রী কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরব থেকে পাকিস্তানের করাচীতে পৌঁছেছেন।

উল্লেখ্য যে, সৌদি আরবে ১৫ ই মার্চ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

-এ

The post আটকে পড়া ৪ লাখ ৫০ হাজার হাজি ফিরলেন নিজ দেশে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a7%aa-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/

স্বাস্থ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করে মাদরাসা খুলে দেওয়ার আহ্বান কওমি কাউন্সিল বাংলাদেশের

ফাতেহ ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি কাউন্সিল বাংলাদেশের  কেন্দ্রীয় সভাপতি মুফতি সাইফুল ইসলাম মাদানী।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তার দাবির সপক্ষে কয়েকটি যুক্তি উপস্থাপন করে বলেন, ক-রহমত বরকত কল্যাণ ও শেফা সমৃদ্ধ কুরআন-হাদীসের শিক্ষা চালু হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। খ-মাদ্রাসার কোরআন হাদিসের শিক্ষার্থীরা সর্বদা অজু অবস্থায় থাকতে হয়।অন্যান্য দরসের ক্ষেত্রেও এখন থেকে অজু নিশ্চিত করা হবে। এভাবে পরিছন্নতা সচেতন হলে স্বাস্থ্য নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে।

গ-কওমি মাদ্রাসার 95 ভাগ সাধারণত আবাসিক ছাত্র হয়ে থাকে। পক্ষান্তরে দেশের 5/6 টি ক্যাডেট ও হাতেগোনা কয়েকটি রেসিডেনশিয়াল প্রতিষ্ঠান ছাড়া এই চিত্র অন্য কোথাও নেই। প্রতিদিন শত শত পরিবারের সন্তান বিভিন্ন রকমের পরিবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার মাধ্যমে যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, তা কওমী মাদ্রাসায় নেই।

গ-বাংলাদেশের কোন কওমী মাদ্রাসার কোন ক্লাস রুম এ জুতা পরিধান করে আসার কোন সুযোগ নেই । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসরুমে নগ্নপদে জুতা বিহীন অবস্থান করতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানে এই স্বাস্থ্য নিরাপত্তা নেই।

ঙ-রমজানের পূর্বে শতভাগ কওমি মাদ্রাসায় ছিল বার্ষিক পরীক্ষা ও বোর্ড এর পরীক্ষার সময়। এখন রমজান পরবর্তী ১০/১৫ দিনে হয়ে থাকে ভর্তি কার্যক্রম ও নতুন শিক্ষা বর্ষের সূচনা।

এখনই যদি মাদ্রাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খুলে না দেওয়া হয় , তাহলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দুটি শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত হবে। চ-মাদ্রাসাগুলো খুলে দিলে বৃহৎ আকারে দোয়া-রোনাজারি, খতম চালু হওয়ার সুযোগ হবে। যা এই মহামারী থেকে পরিত্রাণের জন্য কোরআন-হাদিসে বর্ণিত একটি প্রধানতম উপায়।

কুরআন-হাদীস চর্চার কেন্দ্রস্থল হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, ২৫ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবনের ছন্দ পতন ঠেকাতে
কওমী মাদরাসাসমূহ অবিলম্বে খুলে দেয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন মুফতি সাইফুল ইসলাম মাদানী।

সে ক্ষেত্রে অবশ্যই সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, বিশেষভাবে, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ইত্যাদি সরবরাহ নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

-এ

The post স্বাস্থ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করে মাদরাসা খুলে দেওয়ার আহ্বান কওমি কাউন্সিল বাংলাদেশের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%a8/

Sunday, May 24, 2020

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের নামাজ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে এবার রাজধানী ঢাকাসহ দেশের কোথাও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার সকাল ৮টা নাগাদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হওয়ার কথা। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

-এটি

The post স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের নামাজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81/

ঈদগাহে নামাজ ছাড়াই উদযাপিত হচ্ছে ঈদ

ফাতেহ ডেস্ক

আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহত্তম উৎসব। করোনাভাইরাস মহামারীর কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে ঈদ আনন্দ।

ঈদের অন্যতম অনুষঙ্গ মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়। তবে এবার করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে কেবল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হচ্ছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও।

তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।

বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তারা।

-এ

The post ঈদগাহে নামাজ ছাড়াই উদযাপিত হচ্ছে ঈদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/

সিজদারত অবস্থায় জিরি মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরি’র মুহতামিম মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক ও হাটহাজারী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জায়নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন।

-এ

The post সিজদারত অবস্থায় জিরি মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বের ইন্তেকাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/

করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ ২৫-এ বাংলাদেশ

ফাতেহ ডেস্ক

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষ ২৫-এ উঠে এলো বাংলাদেশ। শনিবার নতুন করে ১৫৩২ জনের করোনা শনাক্ত হওয়ায় এদিন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৩ হাজার ৬১০ জন।

শুরু থেকে করোনাভাইরাস নিয়ে তথ্য উপাত্ত সংরক্ষণ করে যাওয়া যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪১ হাজারের অধিক মানুষ।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬ লাখ ২২ হাজার ৯৯০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এরপরে ৩ লাখ ৪৭ হাজারের অধিক কভিড-১৯ রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। তৃতীয়তে আছে ৩ লাখ ৪৪ হাজারের বেশি আক্রান্ত নিয়ে রাশিয়া।

২ লাখ ৫৮ হাজারের বেশি আক্রান্ত নিয়ে চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্য। এরপরে আছে দুই লাখ ৩৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে স্পেন।

যে চীন থেকে ডিসেম্বরের মাঝামাঝি ভাইরাসটি ছড়িয়ে পড়ে সে দেশটি আক্রান্তের সংখ্যার তালিকায় আছে চৌদ্দতম। সেখানে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ব্যক্তি।

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত এক লাখ ৩২ হাজার ৭৫৫ জন আক্রান্ত নিয়ে তালিকায় আছে ১১ তম অবস্থানে। পাকিস্তান আছে ১৯ তম অবস্থানে, দেশটিতে আক্রান্ত ৫৪ হাজার ৬০১ জন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮০ জন।

দেশে করোনা শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ২০.৩ শতাংশ; মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাটা ছিল ২৪ জন, ২২ মে। আর সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডটি হয়েছে ২৩ মে, ১,৮৭৩ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-এ

The post করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ ২৫-এ বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/

করোনায় সৌদিসহ মধ্যপ্রাচ্যে বিবর্ণ ঈদ

ফাতেহ ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। করোনা পরিস্থিতির কারণে এবার কোথাও কোন আয়োজন নেই।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার। মক্কা ও মদিনায়ও সাধারণ মানুষের অংশগ্রহণে ঈদের জামাত হয়নি। সব মসজিদ বন্ধ থাকায় ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। ফলে ঈদ উদযাপিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।

এদিকে, সৌদি আরবের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

-এ

The post করোনায় সৌদিসহ মধ্যপ্রাচ্যে বিবর্ণ ঈদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d/

করোনাকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

দেশবাসীকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর করোনা সংকটে ঘরে বসেই সবাই ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে আজ (রোববার) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রায় ১৫ মিনিটের ভাষণের বেশিরভাগ সময়জুড়েই করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, ‘জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টীকা আবিস্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।’

তিনি জানান, ‘বিশ্বের প্রায় সকল দেশই ইতোমধ্যে লকডাইন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়ই।’

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল বাবদ ৫ হাজার কোটি টাকার ঋণ সুবিধা কার্যকর করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। যাঁরা কাজে যোগ দিতে পারেননি, তাঁরাও শতকরা ৬০ ভাগ বেতন পাচ্ছেন। ইতোমধ্যে এ প্রণোদনা প্যাকেজ থেকে বেতনভাতা পরিশোধ করা শুরু হয়েছে।

সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয় বলে মনে করেন শেখ হাসিনা। দর্শকদের জন্য প্রধানমন্ত্রীর ভাষণের বিস্তারিত এখানে তুলে দেয়া হলো:

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী,

আসসালামু আলাইকুম।

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।

আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল্রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট শেখ রাসেলকে- কামাল ও জামালের নবপরিণীতা বধু- সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ সকল শহিদকে।

প্রিয় দেশবাসী,

কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে গত বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আমপান’ আঘাত হানে।

আল্লাহর অশেষ রহমত এবং আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড়ে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য বিভিন্ন দ্বীপ, চরাঞ্চল এবং সমুদ্র-উপকূলে বসবাসকারী ২৪ লাখেরও বেশি মানুষকে এবং প্রায় ৬ লাখ গবাদিপশু আমরা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করি।

সর্বাত্মক প্রস্তুতি সত্বেও গাছ ও দেয়াল চাপায় বেশ কয়েকজন মানুষ মারা গেছেন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা ইতোমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছি এবং ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে।

প্রিয় দেশবাসী,

ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্ম এবং বর্ণের মানুষ এ উৎসবে সমানভাবে সামিল হয়ে থাকেন। ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে উপভোগ করেন।

কিন্তু এ বছর এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা নামক এক প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমপানের তান্ডবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে এবছর আমরা সকল ধরনের গণ-জমায়েতের উপর বিধি-নিষেধ আরোপ করেছি। কাজেই স্বাভাবিক সময়ের মত এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না।

ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান, স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে উদযাপন করা হয়েছে।

সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশি, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না।

আপনার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাঁদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।

প্রিয় দেশবাসী,

পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যাঁরা সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

শুভেচ্ছা জানাই পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

অনেকক্ষেত্রে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থাও তাঁদের করতে হচ্ছে। সংবাদকর্মীগণ সংক্রমনের ঝুঁকি উপেক্ষা করে করোনা পরিস্থিতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে সহায়তা করছেন। তাঁদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।

এসব কাজ করতে গিয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, প্রশাসনের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, ব্যাংক কর্মী এবং সংবাদকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতোমধ্যে মারা গেছেন। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিদেশে বসবাসকারী সাড়ে ৬ শোরও বেশি বাংলাদেশী ভাই-বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি।

ইতোমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনাভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি।

জরুরিভিত্তিতে ২ হাজার ডাক্তার এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। হাসপাতালগুলোতে সকল ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিয় দেশবাসী,

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। অগণিত মানুষের প্রাণহানি ছাড়াও এই মহামারী মানুষের রুটি-রুজির উপর চরম আঘাত হেনেছে।

সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জরুরি কিছু সেবা ছাড়া বন্ধ করে দিতে হয়েছে অফিস-আদালত, কল-কারখানা, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সবকিছু। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছেন। হারিয়েছেন তাঁদের রুটি-রুজির সংস্থান।

এসব কর্মহীন মানুষের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য সহায়তা ছাড়াও দেওয়া হচ্ছে নগদ অর্থ। এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৮৬৭ মেট্রিক টন চাল এবং নগদ ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

১০ কেজি টাকা দরে বিক্রির জন্য ৮০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মে মাসে দরিদ্র পরিবারের জন্য অতিরিক্ত ৫০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে যার মাধ্যমে তাঁরা এই চাল কিনতে পারবেন। কাজ হারিয়েছেন কিন্তু কোন সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত নন এ ধরনের ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট ১২ শো ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।

কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য দু-দফায় ১৭ কোটিরও বেশি এবং সারা দেশের মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সমাজের প্রান্তিক জনগোষ্ঠির সহায়তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন এসব কর্মসূচি অব্যাহত থাকবে। অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রিয় দেশবাসী,

অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতোমধ্যে ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যা জিডিপি’র ৩.৬ শতাংশ।

রপ্তানিমুখী শিল্প, ক্ষুদ্র, মাঝারি ও কৃটির শিল্প, কৃষি, মৎস্যচাষ, হাঁসমুরগী ও পশুপালন খাতসহ ১৮টি অর্থনৈতিক খাতকে এসব প্রণোদনা প্যাকেজের আওতায় আনা হয়েছে।

কাজ হারানো যুবক ও প্রবাসী ভাইবোনদের সহায়তার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি টাকা করে সর্বমোট ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই দুর্যোগ মুহূর্তে বোরো ধানের বাম্পার ফলন আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। এ বছর প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ইতোমধ্যে বোরো ধান কাটা-মাড়াই প্রায় শেষ।

এই দুর্যোগ মুহূর্তে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি কৃষক ভাইবোন এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

কৃষকগণ যাতে ধানের ন্যায্য মূল্য পান সেজন্য ইতোমধ্যেই আমরা ধান-চাল সংগ্রহ শুরু করেছি। চলতি মওসুমে ২২.২৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে যা গত বছরের তুলনায় ২ লাখ মেট্রিক টন বেশি।

ধান কাটা-মাড়াইয়ে সহায়তার জন্য আমরা কৃষকদের ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টর এবং রীপার সরবরাহের ব্যবস্থা করেছি। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মাত্র ৪ শতাংশ সুদে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম ধান কাটা-মাড়াইয়ে কৃষকদের পাশে দাঁড়াতে।

আমার নির্দেশ শিরোধার্য্য করে নিয়ে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কাটায় সহায়তা করেছে।

এ জন্য কৃষকদের কোন অর্থ ব্যয় করতে হয়নি। কৃষকেরা দ্রুত ধান ঘরে তুলতে পেড়েছেন। আমি এসব ছাত্রলীগকর্মীসহ যাঁরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন তাঁদের অভিনন্দন জানাই।

প্রিয় দেশবাসী,

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনাভাইরাসের এই মহামারী সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টীকা আবিস্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।

বিশ্বের প্রায় সকল দেশই ইতোমধ্যে লকডাইন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়ই।

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল বাবদ ৫ হাজার কোটি টাকার ঋণ সুবিধা কার্যকর করা হয়েছে। যাঁরা কাজে যোগ দিতে পারেননি, তাঁরাও শতকরা ৬০ ভাগ বেতন পাচ্ছেন। ইতোমধ্যে এ প্রণোদনা প্যাকেজ থেকে বেতনভাতা পরিশোধ করা শুরু হয়েছে।

দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একদিকে মালিকদের আয় যেমন বন্ধ হয়েছে, তেমনি কর্মচারীরাও বিপাকে পড়েছেন। বেশিরভাগ দোকান মালিকের কর্মচারীদের বেতন দেওয়ার সামর্থ্য নেই। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।

আমরা ঈদের আগে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিয়ম-কানুন মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছি। যাঁরা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যাঁরা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন।

আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশি সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে।

প্রিয় দেশবাসী,

ঝড়-ঝঞ্ছা-মহামারি আসবে। সেগুলো মোকবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে কোন দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়।

এই সত্য আপনারা আবারও প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমরা করোনাভাইরাস মহামারীর আড়াই মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হয়েছি। যতদিন না এই সঙ্কট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

প্রয় দেশবাসী,

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহতায়ালা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন। এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন।

এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজ-খবর নিব।

এভাবেই সকলের সঙ্গে একযোগে আল্লাহ প্রদত্ত এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করবো।

বিদ্রোহী কবি, মানবতার কবি, ইসলামীভাবের কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের কয়েকটি চরণ উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আবারও সবাইকে ঈদ মোবারক।

-এ

The post করোনাকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/

করোনা সংকটে আগামীকাল ঈদ

ফাতেহ ডেস্ক

করোনা মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও ঈদ উদযাপন করতে যাচ্ছে। অদৃশ্য এক ভাইরাসকে ঠেকাতে এ বছর দলে দলে ঈদগাহে না গিয়ে ঘরবন্দি থেকেই মুসলমানদের পবিত্র এই উৎসব পালন করতে হবে।

৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় সোমবার ঈদ উদযাপন করবেন। শনিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শনিবার সন্ধ্যায় ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর ধর্ম সচিব জানান, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।-খবর বাসসের

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন রোববার সকালে বলেন, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়।

এজন্য আজ আর চাঁদ দেখা কমিটির বৈঠকের প্রয়োজন হবে না বলে তিনি জানান।

অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউেন্ডশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

এই ৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাাহ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এবারের ঈদ জামাত আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা নেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, এবারের ঈদে ডিএসসিসির পক্ষ থেকে খোলা মাঠে ঈদ জামাত আয়োজনের কোনো উদ্যোগ থাকছে না।

-এ

The post করোনা সংকটে আগামীকাল ঈদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%88%e0%a6%a6/