Monday, January 31, 2022

তাপমাত্রা বাড়বে, শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা

ফাতেহ ডেস্ক:

সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহ বিদায় নিচ্ছে। শৈত্যপ্রবাহ শেষ হওয়ার আগে কাঁপন ধরাচ্ছে উত্তরাঞ্চলে, যাতে থার্মোমিটারের পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের মাঝামাঝিতে এখন দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। তবে আজ মঙ্গলবার থেকে তা প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুক্রবার ও শনিবার ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়বে। বিরাজমান শৈত্যপ্রবাহ তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। এখন তাপমাত্রা বাড়ছে, ধীরে ধীরে এর বিস্তারও কমে আসবে। আকাশে মেঘের আনাগোনা থাকায় ফেব্রুয়ারির প্রথমে হালকা বৃষ্টির আভাস রয়েছে বলে জানান শাহনাজ সুলতানা।

তিনি বলেন, ৪-৫ ফেব্রুয়ারির দিকে একটু বৃষ্টি হবে। বৃষ্টির প্রভাব কেটে গেলে ফের তাপমাত্রা কমবে। এ সময় শীতের অনুভূতি বাড়লেও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। গতকাল সোমবার সীতাকুণ্ডসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়ে শৈত্যপ্রবাহ কেটে যাবে। গত ডিসেম্বরের মাঝামাঝি মৌসুমের প্রথম দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এখন চলছে চলতি মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ।

আজ মঙ্গলবারের পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

The post তাপমাত্রা বাড়বে, শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b6/

আজ বিশ্ব হিজাব দিবস

ফাতেহ ডেস্ক:

হিজাব একটি আরাবী শব্দ এর অর্থ আবৃত রাখা। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক নারী তার শরীরের সৌন্দর্য প্রকাশ করে এমন অংশকে ঢেকে রাখাকে হিজাব বলে।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালন করা শুরু হয়। সেই থেকে হাজারো মুসলিম, অমুসলিম নারী হিজাব পরে দিবসটি পালন করেন। বিশ্ব হিজাব দিবস সম্পর্কে অনেকেই হয়তো তেমন কিছু জানেন না।

‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপনের চিন্তাটা প্রথমে আসে নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান নামে এক নারীর মনে। নাজমা খানের জন্ম বাংলাদেশে হলেও তিনি ১১ বছর বয়স থেকে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

এ হিজাবকে অনেকে দেখেন নারীদের অবদমন ও বিভাজন সৃষ্টির প্রতীক হিসেবে। নানা বিতর্ক মোকাবেলায় বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা খান। অমুসলিম ও মুসলিম নারীরা যারা সচরাচর হিজাব পরেন না, তাদের অনেকের মনোযোগ আকর্ষণ করেন তিনি।

এদিকে হিজাব দিবস পালনের ডাক দেয়ার প্রেক্ষাপট হিসেবে নাজমা জানান, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান এবং নিনজা বলে ডাকা হত। আর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তাকে ডাকা হত ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসী বলে।

নাজমা আরও বলেন, ‘স্কুলে কেবল আমিই হিজাব পরতাম। এ জন্য নানা বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই ভাবলাম, অমুসলিম নারীরা যদি মাত্র এক দিনের জন্য হলেও হিজাব পরেন, তাহলে মুসলিম নারীদের আর এ ধরনের বৈষম্যের শিকার হতে হবে না।’

ফেইসবুক, টূইটারের মতো সামাজিক সোশ্যাল নেটোয়ার্কের মাধমেই এ দিবসটির চেতনা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স, জার্মানির মতো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় এবারও বিশ্ব হিজাব দিবস ১৪০টি দেশে পালিত হচ্ছে।

এ হিজাব দিবসের মাধ্যমে ইসলামে পর্দার বিধানের যে গুরুত্ব, পর্দার প্রকৃত ধারনা এবং চেতনাকে খুব একটা প্রাধান্য দেয়া হয়নি। তবে এ দিবসের মাধ্যমে নাজমা খান অনেক মেয়ের মনেই হিজাবের গ্রহনযোগ্যতা সম্পর্কে কিছু আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছেন।

The post আজ বিশ্ব হিজাব দিবস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/

চট্টগ্রাম কারাগারেই চলছে কোরআন, গীতা ও ত্রিপিটক শিক্ষা

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন অপরাধে বন্দিদের মধ্যে অপরাধ প্রবণতা হ্রাস করতে ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহ দিচ্ছে কারা কতৃপক্ষ। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি ধর্মী গ্রন্থ শিখার ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে কারগারে বসেই কোরআর, গীতা এবং ত্রিপিটক শিক্ষা গ্রহণ করেছেন দেড় শতাধিক বন্দি। কারা কৃতপক্ষের দাবি- ধর্মী অনুশাসন মেনে চলার কারণে অপরাধ থেকে দূরে সরে আসবে ভয়ঙ্কর অপরাধীরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম কারাগারে ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য ধর্মীগ্রন্থ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুরুতে অল্প সংখ্যক বন্দি ধর্মী শিক্ষা গ্রহণ করলেও দিন দিন এ সংখ্যা বাড়ছে। ধর্মী শিক্ষা গ্রহণের পাশাপাশি বর্তমানে দৈনিক ৩০ থেকে ৪০ শতাংশ বন্দি নামাজ এবং পূজা ও প্রার্থনা করছেন।’

জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পুরুষ ও নারী বন্দি রয়েছেন ৭ হাজার ৪০০ জন। তাদের মধ্যে নারী বন্দির সংখ্যা প্রায় চারশ জন। এসব বন্দিদের সিংহভাগই মাদক মামলার আসামি। করোনা প্রাদুর্ভাবের প্রথম ঢেউ শুরু হলে বন্দিদের একটি অংশ ধর্মীয় অনুশাসনের দিকে ঝুঁকে পড়েন। এটাকে কাজে লাগিয়ে কারা কতৃপক্ষ ধর্মীয় গ্রন্থ শিক্ষা গ্রহণ করতে উৎসাহ দেয়া শুরু করে। বন্দিদের ধর্মীয় গ্রন্থ পড়ানোর পর দায়িত্ব দেয়া হয় কারাবন্দি আলেম, পুরোহিত এবং ভান্তেদের। এরই মধ্যে কারাগারে বসেই ধর্মীয় গ্রন্থ কোরআন পড়া শিখেছেন ১৩০ জন। কোরআন ছাড়াও বর্তমানে গীতা পড়া শিখেছে ৩০ জন এবং ত্রিপিটক পড়া শিখেছে ২৩ জন। ধর্মীয় গ্রন্থ শিক্ষা ছাড়াও দৈনিক ধর্মীয় অনুশাসন পালন করছেন বন্দিদের ৩০ থেকে ৪০ শতাংশ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গত ২০ জানুয়ারি জামিনে মুক্ত হন এমরান হোসেন। তিনি বলেন, ‘এখন কারাগারের প্রতিটা ওয়ার্ডের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। প্রতি ওয়াক্তেই কারাগারে জামায়াত সহকারে নামাজ আদায় করেন বন্দিরা। এছাড়া অন্য ধর্মালম্বীদের জন্যও প্রার্থনার ব্যবস্থা রয়েছে।’

The post চট্টগ্রাম কারাগারেই চলছে কোরআন, গীতা ও ত্রিপিটক শিক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87/

ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট দিতে পারেননি তিন মেম্বার প্রার্থী!

ফাতেহ ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরের ২১ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর কেন্দ্রে ৪ জন মেম্বার প্রার্থীর মধ্যে তিনজনই নিজের ভোট দিতে পারেননি।

আজ সোমবার সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করেন মেম্বার প্রার্থীরা। তারা বলেন, আঙ্গুলের ছাপ না মেলায় আমরা ভোট দিতে পারিনি। তবে এই ক্ষেত্রে সৌভাগ্যবান মেম্বার প্রার্থী (ফুটবল) জসিম উদ্দিন। এই কেন্দ্রে কেবল প্রার্থী হিসেবে তিনিই ভোট দিতে পেরেছেন।

ভোট দিতে না পারা ৩ মেম্বার প্রার্থীরা হলেন- জসিম উদ্দিন জজ মিয়া (আপেল), আমির হোসেন (তালা) ও মো. সোহেল (মোরগ)। মেম্বার প্রার্থী জসিম উদ্দিন (জজমিয়া) বলেন, আমি ৪/৫ বার চেষ্টা করছি। কিন্তু আঙ্গুলের ছাপ মিলে না। তাই ভোট দিতে পারিনি।
প্রিজাইডিং অফিসার মো. মনিরুল হক বলেন, বিষয়টি জেনেছি। পুনরায় চেষ্টা করবো। আঙ্গুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বলে ওই তিন মেম্বার প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।

The post ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট দিতে পারেননি তিন মেম্বার প্রার্থী! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

সাইবার সুরক্ষায় ইজরাইলের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

জাতীয় সাইবার সুরক্ষা সূচকে ইসরাইলকে টপকে ৩২তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। একইভাবে দক্ষিণ এশিয়া কিংবা সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত অবস্থায় আছে দেশের সাইবার আকাশ।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে (এনসিএসআই) গত তিন বছর ধরে ধারাবাহিক উন্নয়নে এবার নিজেদের অবস্থান এগিয়ে নিয়েছে ছয় ধাপ।

এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, বিশ্বের ১৬০ দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি এই বৈশ্বিক সূচকে ডিজিটাল উন্নয়নে ৩১.১১ ধাপ এগিয়ে বাংলাদেশের ব্যবধান পয়েন্ট ৩৪.৪২। ১২টি সূচকের প্রতিটিতে শক্ত অবস্থান নিশ্চিত করে জাতীয় সাইবার সুরক্ষা সূচকে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৬৭.৫৩।

মূলত পাঁচটি ধাপে এই সূচক তৈরি করা হয়। এগুলো হলো জাতীয় পর্যায়ের সাইবার হুমকি শনাক্তকরণ, জাতীয় সাইবার নিরাপত্তাব্যবস্থা এবং সক্ষমতা শনাক্তকরণ, গুরুত্বপূর্ণ এবং পরিমাপযোগ্য বিষয়াদির নির্বাচন, সাইবার নিরাপত্তা সূচকগুলোর উন্নয়ন এবং সাইবার সিকিউরিটি সূচকগুলোকে তাদের বিষয় অনুযায়ী বিন্যাস করা হয়।

The post সাইবার সুরক্ষায় ইজরাইলের চেয়ে এগিয়ে বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/

আমিরাত সফরে ইজরাইলের প্রেসিডেন্ট, নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ ও নির্যাতন অব্যাহত রাখার পরেও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের প্রেসিডেন্টকে আবুধাবি সফরের অনুমতি দিয়েছে।

হামাস সতর্ক করে বলেছেন, ইসরাইলি কর্মকর্তাদেরকে এভাবে আরবদেশগুলো সফরের সুযোগ দেয়া হলে তারা ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযযজ্ঞ চালাবে।

গতকাল রোববার সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।

The post আমিরাত সফরে ইজরাইলের প্রেসিডেন্ট, নিন্দা হামাসের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

Sunday, January 30, 2022

ব্রাদারহুডের দশ সদস্যকে মৃত্যুদণ্ড দিল সিসির আদালত

আন্তর্জাতিক ডেস্ক:

পুলিশের ওপর হামলার পরিকল্পনার তথাকথিত অভিযোগ এনে মুসলিম ব্রাদারহুড গ্রুপের দশ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মিসরের বিশ্বাসঘাতক ও স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল সিসির আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, সিসির আদালতে দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর তাদের বিরুদ্ধে অভিযোগ কিভাবে প্রমাণ করা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে নয়জন গ্রেফতার রয়েছেন আর বাকি এক জন পলাতক।

আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। এরপর আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামি আন্দোলন ও মিসরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড। ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন।

The post ব্রাদারহুডের দশ সদস্যকে মৃত্যুদণ্ড দিল সিসির আদালত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87/

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে খ্রিস্টান যাজক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে অতর্কিত হামলায় পাস্তর উইলিয়াম সিরাজ নামে এক খ্রিস্টান যাজক মারা গেছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। সোমবার এ খবর জানিয়েছে এক্সপ্রেস ডট ইউকে।

পুলিশ জানিয়েছে, রোববার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশওয়ারে গির্জা থেকে বাড়িতে যাওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে ওই যাজককে হত্যা করে এবং তার সহকর্মীকে আহত করে।

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, পাস্তর সিরাজ ও তার সহকর্মী রেভ প্যাট্রিক নায়িমকে বহনকারী গাড়িটি পেশওয়ারের চামকানি অঞ্চলে পৌঁছালে হামলাকারী গুলি ছোড়ে। এতে পাস্তর মারা যান এবং রেভ আহত হন।

প্রোটেস্টেন্ট গির্জার সবচেয়ে জ্যেষ্ঠ বিশপ আজাদ মার্শাল এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এক টুইটে তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং পাকিস্তান সরকারের প্রতি খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

The post পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে খ্রিস্টান যাজক নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97/

আমিরাত সফরে এলেন ইজরাইলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। সফরে তার স্ত্রী সঙ্গে রয়েছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর রবিবার তিনি এই সফরে গেলেন।

ইসরায়েলের সরকারী কেএএন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে হারজোগ এবং তার স্ত্রীকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা দেওয়ার আগে হারজগ জানান, আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে। হারজগ দাবি করেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন।

ইসরায়েল সম্প্রতি ঘোষণা করে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরায়েল। এ ছাড়া, গত ১৮ জানুয়ারি আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোহিতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল।

সূত্র : পার্সটুডে, আনাদুলু অ্যাজেন্সি

The post আমিরাত সফরে এলেন ইজরাইলের প্রেসিডেন্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87/

২১৮ ইউনিয়নে ভোট চলছে

ফাতেহ ডেস্ক:

ষষ্ঠ ধাপে ২১৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২১৮ ইউপির মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে ভোট হচ্ছে। এ ধাপের ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ষষ্ঠ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সংরক্ষিত সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০০ জন বিনোভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরেও তারা থাকবেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। এ ধাপের মোট ভোট কেন্দ্র ২ হাজার ১৮৬টি। ভোটকক্ষ ১৩ হাজার ৩০৫টি। এ ধাপে মোট ভোটার সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন ও পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন এবং তৃতীয় লিঙ্গ ছয়জন ভোটার রয়েছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোট হয়। আজ ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট হচ্ছে। এ ছাড়া সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি ৮ ইউপিতে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

The post ২১৮ ইউনিয়নে ভোট চলছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87/

৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আজ থেকে ৪০ বছর বয়সীরা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার, রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯ কোটি ৭০ লাখ প্রথম ডোজ, ৬ কোটির উপরে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। এ মাসে সর্ব্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টিকা দেয়া হয়েছে। আজ থেকে আমরা ৪০ বছর বয়সীদেরও করোনার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন বাড়তি টিকার দরকার নাই। তাই চীন কিংবা ভারতের সাথে চুক্তি হলেও আমরা কাউকে টিকার জন্য চাপ দিচ্ছি না।

তিনি বলেন, দেশে প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত বেশি হলে মৃত্যুও বাড়বে। অনেকের লক্ষণ থাকলে পরীক্ষা করাচ্ছেন না। মৃদু বলে ওমিক্রনকে হালকাভাবে নেয়া ঠিক হবে না।

তিনি আরও বলেন, ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হবে। যেহেতু এটি সিঙ্গেল ডোজের টিকা। এছাড়া বাস মালিক সমিতি, দোকান সমিতিসহ বিভিন্ন পেশাজীবিদের তাদের সমিতির মাধ্যমে টিকা দেয়া হবে।

The post ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c/

আমিরাতের কাছে আয়রন ডোম বিক্রি করবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের কাছে আয়রন ডোম ও ডেভিডস স্লিং উইপন সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো। শুক্রবার সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ইসরাইল হায়োম ও মারিভ পত্রিকা তাদের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

মারিভ পত্রিকার প্রতিবেদন অনুসারে, সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড বলেছেন যে আমিরাতের কাছে আয়রন ডোম ও ডেভিডস স্লিং উইপন সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো দেশটির নতুন মিত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে কোনো ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির সম্ভাবনা বাতিল করে দিয়েছে। এমনকি যে সকল আরব দেশ আব্রাহাম অ্যাকর্ডস নামের চুক্তির মাধ্যমে ইসরাইলের সাথে সুসম্পর্ক স্থাপন করেছে তাদের কাছেও কোনো উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রি করবে না তারা।

অন্যদিকে ইসরাইল হায়োমকে ইয়াভ লিমোর নামের এক সামরিক বিশ্লেষক বলেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে ইসরাইল এ ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রি করতে ভয় পায়। ইসরাইলের শঙ্কা আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে তার প্রযুক্তি তৃতীয় কোনো (ইসরাইলবিরোধী) দেশে পাচার হতে পারে।

সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড বলেন, আরব আমিরাতের কাছে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে অসম্মতি জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ কারণে, রাশিয়ান প্রযুক্তির উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post আমিরাতের কাছে আয়রন ডোম বিক্রি করবে না ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf/

Saturday, January 29, 2022

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৬ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা এই তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। ইতোমধ্যেই পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এসব এলাকায় শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কিছু কিছু এলাকা যে পরিমাণ বরফে ঢেকে যেতে পারে সেটি হবে ‘ঐতিহাসিক’। এছাড়া উপকূলবর্তী ও এর আশপাশের এলাকায় বন্যা হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অন্যদিকে প্রতিকূল এই আবহাওয়ার কারণে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পুরো উত্তর-পূর্বাঞ্চলে রোববারজুড়ে খুব ঠান্ডা তাপমাত্রা বজায় থাকতে পারে। নরইস্টার নামে পরিচিত এই তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বোস্টন এলাকা ২ ফুট (৬১ সেন্টিমিটার) বরফে ঢেকে যেতে পারে।

এছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনেক এলাকা ইতোমধ্যেই প্রায় ২ ফুট (৬০ সেন্টিমিটার) বরফে ঢেকে গেছে। এর পাশাপাশি শনিবার রাতে মেইন অঙ্গরাজ্য ১২ ইঞ্চি (৩০ সেন্টিমিটার) পর্যন্ত বরফে ঢাকা পড়তে পারে। নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়টি ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও সতর্ক করা হয়েছে। বোস্টন শহরের মেয়র শনিবার জানান, এ শহর প্রায়ই তুষারঝড়ের কবলে পড়ে। তবে এ ঝড়টি ‘ঐতিহাসিক’ হতে পারে।

ঝড়ের কয়েক ঘণ্টা আগে শনিবার যুক্তরাষ্ট্রের আবহওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, এই তুষারঝড়ের তীব্রতা এতো দ্রুতগতিতে বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূলজুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুতগতিতে হ্রাস করে তখন সেই পরিস্থিতিকে বলা হয় বম্বোজেনেসিস। বলা হচ্ছে- এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত।

The post যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৬ হাজার ফ্লাইট বাতিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b7%e0%a6%be/

‘ইজরাইল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন না হলে এ অঞ্চলে শান্তি আসবে না’

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক শনিবার এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

ফারহান হক বলেন, জাতিসংঘ দ্বি-জাতি সামাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, অন্তত ততদিন অসলো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেকে ঘোষণা দিতে দেবো না।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে ইসরাইলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু পরে ইহুদিবাদী দেশটি পরে তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসে।

 

The post ‘ইজরাইল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন না হলে এ অঞ্চলে শান্তি আসবে না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/

Friday, January 28, 2022

মিশরের সাথে চুক্তি বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরের সাথে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার চুক্তি বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জো বাইডেন প্রশাসন বলেন, মানবাধিকার উদ্বেগের কারণে এই চুক্তিটি বাতিল করা হয়। মিশরের সাথে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির কিছুদিন পরেই সামরিক সহায়তার এই চুক্তিটি বাতিল করা হয়েছে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, মিশর সামরিক সহায়তার পাওয়ার জন্য সেপ্টেম্বর থেকে যে শর্তাগুলি ছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। টাকাটি অন্য খাতে ব্যবহার করা হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সহায়তার চুক্তিটি বাতিল হলেও এর কয়েকদিন আগের ২দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিটি নিয়ে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এনটোনি ব্লিঙ্কেন সেপ্টেম্বরে মিশরের জন্য ৩০ কোটি ডলারের সহায়তা অনুমোদন দিলেও জানুয়ারির শেষ নাগাদ মানবাধিকার সংক্রান্ত শর্ত পূরন করতে না পারায় ১৩ কোটি ডলারের চুক্তিটি বাতিল করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে, মিশরের জন্য এসব শর্ত পূরনের সময়সীমা শীঘ্রই ঘোষণা করা হবে।

The post মিশরের সাথে চুক্তি বাতিল করল যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2/

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে, এক বছরে ১০১

ফাতেহ ডেস্ক:

দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত বছর সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পথ বেছে নিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ৯ জন। এক বছরে এত শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা এবারই প্রথম।

বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। ২০২১ সালের অর্ধশতাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত খবর বিশ্নেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

২০১৯ সাল থেকে আঁচল ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করছে। এর আগে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা নিয়ে কাজ করেনি সংগঠনটি। তবে বিভিন্ন সূত্র থেকে তারা তিন বছরের তথ্য সংগ্রহ করেছে। সে তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ১১ এবং ২০১৭ সালে ১৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ১৫ মাস স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা জরিপ করে। তাতে দেখা যায়, আত্মহত্যা করা ৫০ জনের মধ্যে ৪২ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

২০২১ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে ১০১টি। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, ৬১.৩৯ শতাংশ, ৬২ জন। এ ছাড়া মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন (১১.৮৮ শতাংশ), প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৪ (৩.৯৬ শতাংশ) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন (২২.৭৭) শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। সবচেয়ে বেশি ৯ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারজন আত্মহত্যা করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে- তিনজন।

আত্মহননকারীদের বয়সভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২২-২৫ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ বয়সসীমার শিক্ষার্থীদের মধ্যে ৬০টি আত্মহত্যার ঘটনা দেখা গেছে, যা মোট ঘটনার ৫৯.৪১ শতাংশ। অন্যদিকে ১৮-২১ বছর বয়সী ২৬.৭৩ শতাংশ, ২৭ জন। ২৬-২৯ বছর ৯.৯০ শতাংশ, ১০ জন এবং ২৯ বছরের ওপরে ৩.৯৬ শতাংশ, চারজন। আত্মহত্যাকারীদের বড় অংশই পুরুষ শিক্ষার্থী। ৬৫ পুরুষ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যা মোট শিক্ষার্থীর ৬৪.৩৬ শতাংশ। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ জন বা ৩৫.৬৪ শতাংশ।

মাসভিত্তিক আত্মহত্যা প্রবণতা পর্যালোচনা করে দেখা গেছে, ডিসেম্বরে আত্মহত্যার হার ১৪.৮৫ শতাংশ বা ১৫ জন এবং সবচেয়ে কম এপ্রিলে, যা ১.৯৮ শতাংশ বা দু’জন। এতে দেখা গেছে, গ্রীষ্ফ্মকালের চেয়ে শীতকালে আত্মহত্যার হার বেশি।

স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি, ৩৬.৬৩ শতাংশ।

আত্মহত্যার কারণের মধ্যে বেশ কিছু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সম্পর্কের অবনতির কারণে আত্মহনন করেছেন ২৪.৭৫ শতাংশ এবং পারিবারিক সমস্যার কারণে ১৯.৮০ শতাংশ। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫.৮৪ শতাংশ, পড়াশোনা-সংক্রান্ত কারণে ১০.৮৯ শতাংশ, আর্থিক সমস্যায় ৪.৯৫ শতাংশ, মাদকাসক্ত হয়ে ১.৯৮ শতাংশ এবং অন্যান্য কারণে ২১.৭৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

The post বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে, এক বছরে ১০১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/

স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবস্থা নিয়ে স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ। গতকাল শুক্রবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ আহ্বান জানান।

পড়াশোনার ক্ষেত্রে বিপর্যয় এড়াতে এবং শিশুদের তাদের শেখার পথে ফিরিয়ে আনতে ইউনিসেফ কিছু সুপারিশও করেছে। এগুলো হলো—

* শিক্ষক ও স্কুলকর্মীদের অবিলম্বে টিকা দিতে হবে। প্রথম সারির স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে কোভিড-১৯-এর টিকাদানের পরপরই এই টিকা প্রদানের ক্ষেত্রে শিক্ষক ও স্কুলকর্মীদের সম্পূর্ণরূপে সমর্থন ও অগ্রাধিকার দেওয়া উচিত।

* স্কুল খোলা রাখুন। স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। আমরা জানি, কোভিড-১৯ ঝুঁকি প্রশমনের ব্যবস্থাগুলোই স্কুলগুলোকে খোলা রাখতে সাহায্য করে। আমরা আরও জানি, ডিজিটাল সংযুক্তির পেছনে বিনিয়োগ নিশ্চিত করতে পারলেই কোনো শিশু পেছনে পড়ে থাকবে না। প্রতিটি শিশুকে স্কুলে ফিরিয়ে আনতে আমাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিটি কমিউনিটির প্রান্তিক শিশুদের ওপর বিশেষ লক্ষ্য রেখে কিছু বিষয়ে বিস্তৃত সহায়তা প্রদান করা। যেমন শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস নেওয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টিসহায়তা, সুরক্ষা ও অন্যান্য পরিষেবা প্রদান।

* অগ্রাধিকারপ্রাপ্য জনগোষ্ঠীকে পুরোপুরি সুরক্ষিত করার পর এবং টিকার যথেষ্ট প্রাপ্তি নিশ্চিত হলে ইউনিসেফ শিশুদের টিকাদানকে সমর্থন করে। সশরীরে স্কুলে যাওয়ার জন্য টিকাদানকে পূর্বশর্ত করবেন না। কোভিড-১৯ টিকা প্রাপ্তি সাপেক্ষে সশরীরে স্কুলে যাওয়ার শর্ত আরোপ করলে তা শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ না পাওয়া এবং ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হওয়ার ঝুঁকিতে ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনিসেফ শিশু ও কিশোর-কিশোরীদের টিকাদান ছাড়াই স্কুলগুলো খোলা রাখার এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণ কৌশল যাতে পড়াশোনা ও সামাজিক জীবনের অন্যান্য দিকে শিশুদের অংশগ্রহণকে সহজতর করে, তা নিশ্চিত করার সুপারিশ করে।

* সংকটময় পরিস্থিতিতে সব সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থায় যে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করছে, তা আমরা স্বীকার করি। তবে এ ক্ষেত্রে ঝুঁকি খুবই বেশি। শিশুদের স্কুলে রাখার জন্য সম্মিলিতভাবে আমাদের পক্ষে সম্ভব সবকিছু করতে হবে।

The post স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87/

শীতে কাবু কুড়িগ্রাম

ফাতেহ ডেস্ক:

মাঘের মাঝামাঝি সময়ে এসে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের জনপদ। কয়েকদিন শীতের স্বাভাবিক অনুভূতি বিরাজ করার পর জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শুক্রবার সকাল ৯টায় সেই তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বাড়তে থাকে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এতে করে শুক্র ও শনিবার দুদিন ধরে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এর ফলে কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যায়। যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এতে করে কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে মানুষজন। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন জেলার সাড়ে চার শতাধিক চর ও দ্বীপ চরের মানুষসহ শিশু ও বৃদ্ধরা। একই পরিস্থিতি নদ-নদী সংলগ্ন বাঁধে আশ্রয় নেওয়া মানুষজনেরও। শীতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শীত উপেক্ষা করেই জীবন জীবিকার সন্ধানে ছুটে চলছেন শ্রমজীবী মানুষজন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, জেলার নয়টি উপজেলার শীতার্তদের জন্য এক কোটি আট লাখ টাকার কম্বল ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা ৩৫ হাজার ৭০০ কম্বল পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় ছয় হাজার সোয়েটার ও পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

The post শীতে কাবু কুড়িগ্রাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

Wednesday, January 26, 2022

ঢাবির গেস্টরুমে নবাগত শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতন

ফাতেহ ডেস্ক :

ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী মো. আকতারুলকে হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

বুধবার রাতে ঢাবির বিজয় একাত্তর হলের মেঘনা ৩০০২(ক) নম্বর রুমের (গণরুম) মো. আকতারুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ নির্যাতনের শিকার হন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মো. আকতারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা হার্টঅ্যাটাক করায় মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন। এ ছাড়া সকাল থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। এমন পরিস্থিতিতেও তাকে গেস্টরুমে বৈদ্যুতিক বাল্বের দিকে ১ ঘণ্টা তাকিয়ে থাকতে বলা হয়। ২০ মিনিট তাকানোর পর আকতার অজ্ঞান হয়ে পড়েন এবং এ ঘটনায় তাকে হাসপাতালে ইসিজি করানো হয়।

জানা যায়, আকতারের বাবা কয়েক দিন আগে হার্টঅ্যাটাক করে বর্তমানে হাসপাতালে আছেন এবং তার বড় ভাই একজন দিনমজুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০টায় তাকে হাসপাতালে নেওয়ার সময় গায়ে শীতের পোশাকও ছিল না। এমনকি তার ভাইয়ের গায়েও শীতের পোশাক ছিল না। এমনই অর্থনৈতিক অসচ্ছলতায় রয়েছেন আকতার।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ২০১৯-২০ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ইয়ামিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম রোহান।

তারা সবাই হল শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। তারা দুজনেই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

এ বিষয়ে আখতার হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই আলোকে অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

 

The post ঢাবির গেস্টরুমে নবাগত শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf/

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :

আট ঘণ্টা আলোচনার পর বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। প্যারিসে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় যুক্ত ছিল ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত।

আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে দুই দেশ।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাতে চায় রাশিয়া। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণে তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

ইউক্রেনের পূর্ব সীমান্তে সেনা সমাবেশ করেছিল রাশিয়া। এতে ইউক্রেন ও তার মিত্রদেশগুলো সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ইউক্রেনকে সহযোগিতার জন্য অস্ত্রসস্ত্রও পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্রদেশ।

সূত্র : মস্কো টাইমস

The post যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/

ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

ফাতেহ ডেস্ক:

ঢাকায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। করোনাভাইরাসের মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।

The post ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ad%e0%a7%a9%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/

Tuesday, January 25, 2022

বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩ শ্রমিক

ফাতেহ ডেস্ক:

নীলফামারীর দারোয়ানী লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশায় উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

 

The post বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩ শ্রমিক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95/

জাবিতে ছাত্রকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রী বহিষ্কার

ফাতেহ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের সুমাইয়া বিনতে ইকরাম ও তার সহপাঠী আনিকা তাবাচ্ছুম মিম। এদের মধ্যে সুমাইয়াকে এক বছর ও আনিকা তাবাচ্ছুমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘৪৪তম ব্যাচের এক ছাত্রকে থাপ্পড় দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করায় সুমাইয়াকে এক বছর এবং গালিগালাজ করা ও অসদাচরণের জন্য আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রতিবেদন ও শৃঙ্খলা কমিটির সুপারিশ বিবেচনায় নিয়েছে সিন্ডিকেট।’

শাস্তি চলাকালীন বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সুযোগ-সুবিধা থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি।

জানা যায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় রাস্তায় হাটার সময় ‘সাইড’ দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া ও তার বান্ধবী আনিকার সঙ্গে ৪৪তম ব্যাচের ভুক্তভোগী ছাত্রের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সুমাইয়া ভুক্তভোগী ছাত্রকে মারতে উদ্যত হয়। ঘটনাস্থলে অন্যরা এসে দুই পক্ষকে আলাদা করে। কিছুক্ষণ পর ঘটনার মীমাংসা করার সময় ভুক্তভোগী ছাত্রকে থাপ্পড় মারেন এবং উচ্চবাচ্য করেন সুমাইয়া।

সুমাইয়া বিনতে ইকরাম তার লিখিত বক্তব্যে বলেন, ‘রাস্তায় সাইড চাইলে তারা আমাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে ও আমাকে নেশাগ্রস্ত বলে সম্বোধন করে। তখন আমি এর প্রতিবাদ জানাই।’

ভুক্তভোগী ছাত্র বলেন, ‘এটি সত্যিই লজ্জার ও দুঃখজনক ঘটনা। আমরা বান্ধবীসহ প্রিন্টের কাজে যাচ্ছিলাম। তখন মেয়েটি উচ্চ স্বরে সাইড চাইলে আমি বলি- আপু রাস্তার তো ৭০ ভাগ জায়গাই খালি আছে। এই কথার প্রেক্ষিতে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু পরে তার বয়ফ্রেন্ড বিষয়টা সমাধান করতে ডাকলে মেয়েটি হঠাৎ করে আমাকে থাপ্পড় মেরে বসে।’

এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্র সোমবার রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। ওই রাতে প্রক্টর অফিসে উভয় পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের লিখিত সাক্ষ্য নেওয়া হয়। প্রক্টর অফিসে উপস্থিত প্রশাসনিক ও শিক্ষক সমিতির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টির সুরাহা করার প্রতিশ্রুতি দেন।

The post জাবিতে ছাত্রকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রী বহিষ্কার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95/

ব্রিটেন থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক:

হজ পালনের জন্য ব্রিটেন থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন আদম মোহাম্মদ নামের ইরাকী। সঙ্গী হিসেবে তার সাথে রয়েছে তিন চাকার একটি ট্রলি, যাতে তার আসবাবপত্র বহন করছেন এবং সার্বিয়া থেকে পাওয়া একটি কুকুর। খবর আনাদলুর।

খবরে বলা হয়, সোমবার পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুল এসে পৌঁছেছেন আদম মোহাম্মদ। ব্রিটেন থেকে গত বছরের আগস্টের ১ তারিখ যাত্রা শুরু করেন মোহাম্মদ। তিনি আশা করছেন আগামী জুলাইয়ের মধ্যেই মক্কা পৌঁছে যেতে পারবেন। তিনি মূলত ইরাকি বংশোদ্ভূত। গত ২৫ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন।

আদম মোহাম্মদ বলেন, দীর্ঘদিন যাবত আমার মন বলছে, আমার বাড়ি থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ রাস্তা আমি পায়ে হেঁটে যাব। মনের কথা উপেক্ষা করতে পারিনি।

যাত্রা শুরু করতে প্রস্তুতির জন্য মোহাম্মদের দুই মাস সময় লেগেছে। এক্ষেত্রে একটি ব্রিটিশ সংস্থা তাকে সহায়তা করেছে।

সূত্র : আনাদোলু

The post ব্রিটেন থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন মোহাম্মদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9/

ভারতে ‘পদ্ম’ সম্মাননা পাচ্ছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম’ পুরস্কারে ভূষিত হচ্ছেন দেশটির প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর) এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ব পোস্টার বয় হিসেবে খ্যাত প্রয়াত রাজনীতিবিদ কল্যাণ সিং। তাদের উভয়ককেই পদ্মবিভূষণ (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে।

একই সাথে সিনিয়র কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও সিনিয়র সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ঘোষিত হয়েছে পদ্মভূষণ পুরস্কারের জন্য।

সাধারণত প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের (২৬ জানুয়ারি) প্রাক্কালেই ‘পদ্ম’ পুরস্কারের প্রাকদের নাম ঘোষণা করা হয়ে থাকে। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়- ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী’। মঙ্গলবারই ২০২২ সালের ‘পদ্ম’ সম্মান প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেই পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে ১২৮ জনের নাম। এর মধ্যে ৪ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। ১৩ জন মরণোত্তর পদ্ম পুরস্কার পাচ্ছেন।

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ছাড়াও পদ্মভূষণ তালিকায় উল্লেখযোগ্য নাম কোভিড-১৯ টিকা কোভিশিল্ড’এর প্রস্তুতকারী সংস্থা ‘সেরাম ইন্সিটিউট’এর কর্ণধার সাইরাস পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের সুচিত্রা ইলা, টাটা গ্রাপের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরণ, অভিনেতা ভিক্টর ব্যনার্জি, সঙ্গীত শিল্পী রশিদ খান, অ্যালফাবেট’এর সিইও সুন্দরারাজন পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, ক্রীড়াবিদ দেবেন্দ্র ঝাঝারিয়া প্রমুখ।

অন্যদিকে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় রয়েছেন ক্রীড়াবিদ নীরজ চোপড়া, সঙ্গীতশিল্পী সোনু নিগম। তবে ‘পদ্ম’ পুরস্কার প্রত্যাখান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান স্বরূপ এদিনই তার নাম ‘পদ্মভূষণ’ পুরস্কারের জন্য ঘোষিত হয়। কিন্তু সন্ধ্যায় সিনিয়র এই বাম নেতার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখান করছি।’

এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামও ‘ভারতরত্ন’ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনিও সেই সম্মাননা প্রত্যাখান করেছিলেন। আর পূর্বসূরীর দেখানো সেই পথেই হাঁটলেন বুদ্ধদেব। যদিও এর পিছনে রাজনীতির রঙ দেখছেন কেউ কেউ।

অন্যদিকে ‘পদ্মশ্রী’ পুরস্কার ফেরালেন দেশটির সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জি। তালিকা প্রকাশের পরই এদিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে ফোনেই শিল্পী সরাসরি জানিয়ে দেন যে তিনি ‘পদ্মশ্রী’ সম্মাননা প্রত্যাখান করছেন। শিল্পীর পরিবার সূত্রে খবর, ৯০ বছর বযসী এই প্রবাদপ্রতিম শিল্পী ১২ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন এবং নিজের ৭৫ বছর অতিক্রান্ত করেছেন সঙ্গীতের পিছনে। কিন্তু এতদিনেও তাকে এই পুরস্কারে সম্মানিত করার যোগ্য বলে মনে হয়নি, যদিও তার থেকে অল্প বয়সীরা এই সম্মাননা পেয়েছেন।

The post ভারতে ‘পদ্ম’ সম্মাননা পাচ্ছেন যারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be/

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউর কাছে স্লোভাকিয়ার চিঠি!

ফাতেহ ডেস্ক:

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার, র‍্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দেওয়া হয়েছে। গত ২০শে জানুয়ারি স্লোভাকিয়ার এমপি স্টেফানেক ইভান এ চিঠি দিয়েছেন। আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে তিনি নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। এ খবর দিয়েছে চ্যানেল ২৪।

স্টেফানেক ইভান একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য। ওই চিঠিতে তিনি বলেছেন, বাংলাদেশে মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। চিঠিতে তিনি সম্প্রতি র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন। তিনি আরো লিখেছেন, উপরে উল্লিখিত বিষয়ে আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনার ক্ষমতা ব্যবহার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সহায়ক হোন। আমি বাংলাদেশ পুলিশ ও সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ায় সাহায্য চাইছি। বাংলাদেশে ক্ষমতাসীন দল মাঝে মাঝেই অমানবিক ‘প্র্যাকটিস’ ব্যবহার করে, যা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রিপোর্ট করেছে। এর মধ্যে আছে নির্বাচনের ফল জালিয়াতি করা অথবা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন করা।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে স্টেফানেক ইভান বলেন, বছরের পর বছর ধরে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। বিশেষ করে এক্ষেত্রে ২০১৮ সালের মে মাসে টেকনাফে কাউন্সিলর আকরামুল হককে হত্যার প্রসঙ্গ রেফারেন্স হিসেবে তুলে ধরা হয়েছে। এসব কারণে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই জোসেফ বোরেলকে চিঠিতে স্টেফানেক ইভান লিখেছেন, অনেক বছর ধরে র‍্যাবের বিরুদ্ধে বার বার নিষেধাজ্ঞা দেয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেট পরিষদ। বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি রয়েছে। আর পুলিশকে নিয়ন্ত্রণ করে সরকার। দুর্ভাগ্যজনক হলো- আরেকটি উদ্বেগজনক পরিসংখ্যান। তা হলো বাংলাদেশি বহু নাগরিক নিখোঁজের। এই সংখ্যা কয়েক শত, ৫ শতাধিক।

নাগরিকদের একটি গ্রুপ এই সংখ্যা প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে। আরো দুঃখজনক বিষয় হলো, অনেক নিখোঁজ ব্যক্তিকে পরে পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো, তখন তাদের দেহে কোনো প্রাণের চিহ্ন নেই। এ বিষয়ে তদন্ত করছে জাতিসংঘ।

ইউরোপিয়ান পার্লামেন্টের এই সদস্য বলেছেন, এর আগে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা করেছে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন। ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে মুক্তভাবে কথা বলার স্বাধীনতার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। অনলাইনে ভিন্ন মতাবলম্বীদের অপরাধী বানানো হয়েছে এবং লঙ্ঘন করা হয়েছে আন্তর্জাতিক আইন।

এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের বিবৃতি উদ্ধৃত করেন স্টেফানেক ইভান। তা হলো- এসব নিয়ম লঙ্ঘনের মধ্যে আছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে ১১৩৪ টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক বিরোধীপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় নির্যাতনকে। স্টেফানেক ইভান বলেছেন, ২০২৬ সালের মধ্যে নিম্ন আয়ের দেশের তকমা থেকে উন্নতি ঘটবে বাংলাদেশের। পার্শ্ববর্তী অনেক দেশকে পিছনে ফেলছে এ দেশটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, দেশটির এই উন্নতির সঙ্গে চিহ্নিত হয়ে আছে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি।

বেদনার সঙ্গে আমাকে বলতেই হচ্ছে, ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করা হয়েছে। উদাহরণ হিসেবে, সংবাদ মাধ্যম আছে আতঙ্কে। রাজনৈতিক বিরোধীদের করা হয় অপমান। ফলে এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আর এ জন্যই আমি আপনাকে অনুরোধ করছি, দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করতে।

The post বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউর কাছে স্লোভাকিয়ার চিঠি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87/

একনেকে সাড় চার হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ফাতেহ ডেস্ক:

গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল ও রংপুর, জামালপুর ও যশোর জেলায় বিটাকের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নেত্রকোনা-বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ২১ লাখ টাকা। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৪০ লাখ টাকা। শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩১ কোটি ১০ লাখ টাকা। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৫৪ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের এপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২ লাখ টাকা। ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরিশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮০৩ কোটি ৭ লাখ টাকা।

ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭২৪ কোটি ৩০ লাখ টাকা। গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৬১ লাখ টাকা।

The post একনেকে সাড় চার হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/

ডিবির জ্যাকেটে কিউআর কোড, স্ক্যানেই মিলবে আসল-ভুয়া পরিচয়

ফাতেহ ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

এরইমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড সম্বলিত জ্যাকেট প্রস্তুতের কাজ চলছে। চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বিশেষ এ পোশাক ডিবি সদস্যদের সরবরাহ করা হতে পারে।

এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড। পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত ও গরম উভয় ঋতুতে আরামদায়ক। এছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে, যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। এমনকি বিশেষ ধরনের কাপড় দিয়ে এ পোশাক তৈরি করা হচ্ছে, যেন এটি বাজারে পাওয়া না যায়।

The post ডিবির জ্যাকেটে কিউআর কোড, স্ক্যানেই মিলবে আসল-ভুয়া পরিচয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a1/

Monday, January 24, 2022

শাবিপ্রবির শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক

ফাতেহ ডেস্ক:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ জাহিদুর রহমান নামে এক যুবক আটক হয়েছে। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আটকের পর জাহিদ নিজেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেন।

আটক জাহিদ জানান, ওখানকার এক শিক্ষক (ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার) আমাকে এক লোককে দেখিয়ে পাঠান, উনার কাছ থেকে ওই স্যারের জন্য একটি ওষুধ নিয়ে আসতে। ওই শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকের দেওয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কিনা তা আমি জানতাম না। আমি এর বাইরে আর কিছু জানি না।

তখন শিক্ষার্থীদের জাহিদ জানান, গেস্ট হাউসে নিয়ে গেলে সে ওই শিক্ষককে দেখিয়ে দিবে। কথামতো গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুলিশ ও শিক্ষার্থীরা নিয়ে গেলে ওই শিক্ষককে পাওয়া যায়নি। তখন ‘ম’ দিয়ে নাম বললে শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের নাম বলেন। এরমধ্যে থেকে ‘মাজহারুল’ নামটি সে চিহ্নিত করে। পরে ছবি দেখে জাহিদ অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারকে শনাক্ত করেন। পরে পুলিশ জব্দ তালিকা করে জাহিদুর রহমান ও তার সহযোগী আরেক গার্ডকে আটক করে নিয়ে যাওয়া হয়।

উপচার্যের বাসভবনে কর্তব্যরত সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মহানগর উত্তর) আজবাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা বাসভবনে পুলিশ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বাইরের কেউ ঢোকার সময় তারা চেক করে ভেতরে যেতে দেন। এগারোটার সময় অতিথি ভবনের গার্ড ভেতরে যেতে চাইলে তাকে চেক করে একটি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এখন পর্যন্ত সে একজনের নাম বললেও তা আমরা তদন্তের মাধ্যমে জানাবো।

The post শাবিপ্রবির শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8/

বাসচাপায় নিহত মাদরাসা শিক্ষক

ফাতেহ ডেস্ক:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে বেপরোয়া গতির বাসচাপায় মুহাম্মাদ হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবোঝাই একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে খরুলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা নূরানী একাডেমীর প্রধান শিক্ষকের আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

The post বাসচাপায় নিহত মাদরাসা শিক্ষক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf/

সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ আদলতের

ফাতেহ ডেস্ক:

সারাদেশের সব বাস ও মিনিবাস-স্ট্যান্ডগুলোর দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় না করতে যথাযথ কর্তৃপক্ষ বিআরটিএকে ব্যবস্থা নিতে বলেছেন আদালত। আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনকারী আইনজীবী মো. আবু তালেব শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী মো. আবু তালেব।

তিনি জানান, রুলে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারার ব্যর্থতা, আইনের ৩৪ (৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে না টাঙিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা এবং আইনের ৩৪ (৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের কাছ থেকে বাসমালিক, কন্ডাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ (৩) ধারায় বলা হয়েছে, কোনো গণপরিবহন সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করতে পারবে না। আর ৩৪ (৪) ধারা অনুযায়ী, কোনো গণপরিবহনের মালিক, চালক, কন্ডাক্টর, ব্যক্তি বা প্রতিষ্ঠান উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করতে পারবে না। আর ১২২ ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করতে পারবে।

 

The post সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ আদলতের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4/

Sunday, January 23, 2022

বকেয়া পরিশোধ, জাতিসংঘে ভোটাধিকার ফিরে পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘে বকেয়া পরিশোধ করেছে ইরান। এর ফলে আজ সোমবার ইরান থেকে নিজের ভোটাধিকার ফেরত পাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

তিনি বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্যপদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে ইরান এ নিয়ে দ্বিতীয় বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয় এই নিষেধাজ্ঞা জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে।

ইরানি সূত্রগুলো বলছে, জাতিসংঘে বকেয়া পরিশোধে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের সাতশ’ কোটি ডলার পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে মাত্র এক কোটি ৮০ লাখ ডলার জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি সময়মতো সদস্যপদের ফি পরিশোধ না করায় ইরানসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। ইরান দক্ষিণ কোরিয়ার মাধ্যমে নিজের সেই বকেয়া পরিশোধ করল। আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।

The post বকেয়া পরিশোধ, জাতিসংঘে ভোটাধিকার ফিরে পাচ্ছে ইরান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b/

সংসদে কওমী মাদরাসার নিবন্ধন নিয়ে সরব শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি। কওমী মাদরাসাগুলোকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।

রবিবার (২৩ জানুয়ারি) সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমী মাদরাসা রয়েছে। নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমী শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

 

The post সংসদে কওমী মাদরাসার নিবন্ধন নিয়ে সরব শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8/

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

ফাতেহ ডেস্ক:

বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তির সনদখ্যাত ৬ দফা এবং পরবর্তী সময়ে ছাত্রসমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এই গণঅভ্যুত্থান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে উল্লেখ করে তিনি দেশের স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করে উন্নত, সমৃদ্ধ ও শান্তিপ্রিয় আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ ছয় দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। পেয়েছি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

ঐতিহাসিক ২০ জানুয়ারি ৬৯’র গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালন করা হয়। এর মধ্য দিয়ে ঢাকায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। এ গণঅভ্যুত্থানের পথ বেয়ে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি মহান স্বাধীনতা অর্জন করে।

ঊনসত্তরের এই দিনে ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী কিশোর মতিউর ও রুস্তমসহ আরও কয়েকজন শহীদ হন। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয়।বিক্ষুব্ধ জনগণ আইয়ুব-মোনায়েম চক্রের দালাল, মন্ত্রী, এমপিদের বাড়িতে এবং তাদের মুখপত্র হিসাবে পরিচিত তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান অবজারভারে আগুন লাগিয়ে দেয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেইট নামকরণ করে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

 

The post ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf/

মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট উন্নত করতে হাইকোর্টের নির্দেশ

ফাতেহ ডেস্ক:

কল ড্রপ, দুর্বল নেটওয়ার্কের কারণে কল বিচ্ছিন্ন হওয়ার মতো ভোগান্তি বন্ধ করে উন্নত, স্বচ্ছ মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট নিশ্চিত করতে দেশের মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দেকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ইন্টারনেট সংক্রান্ত সমস্যা এবং গ্রাহকদের অভিযোগের দ্রুত সমাধানে বিটিআরসির অভিযোগ সেলের কার্যাক্রম পর্যবেক্ষণে একটি কমিটি করে দিয়েছেন আদালত।

তথ্যপ্রযুক্তিমন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও মোবাইল অপারেটরদের সংগঠন এ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (এমটব)-এর একজন প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি করেছেন হাইকোর্ট।

আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

The post মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট উন্নত করতে হাইকোর্টের নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8/

ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী ঘরামী (৪০) পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহীদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। সেসময় ফ্লাইওভার দিয়ে আসা একটি সাদা রঙের ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলশানে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

এর আগেও দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে।

The post ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%ac/

শাবিপ্রবির ভিসিকে সরিয়ে দেওয়ার দাবি সংসদে

ফাতেহ ডেস্ক:

আজকের মধ্যেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। ছাত্রদের ওপর আক্রমণ করার কারণেই ভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন শুরু করেছে বলে এ নিয়ে সংসদে বক্তব্য দেন দুজন এমপি।

তারা বলেন, প্রত্যেকটা ছাত্র আন্দোলন এদেশে হয়েছে যৌক্তিকভাবে। যখনই যারা সরকারে থাকে সে আন্দোলনকে তারা অযৌক্তিক মনে করে।

রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও পীর ফজলুর রহমান এ দাবি কবে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘গত কয়েদিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে, হাউজ টিউটরের বিরুদ্ধে আন্দোলর করে যাচ্ছেন তাদের পদত্যাগের দাবিতে। তারা ১১ দিন যাবত অনশনে আছেন, ১৬ জন এরই মধ্যে হাসপতালে ভর্তি হয়েছে। এতে কারো টনক নড়ছে না। শিক্ষামন্ত্রী আছেন উনি বলেছিলেন যে তোমাদের দাবি দাওয়া রেখে ঢাকা আসো আমার সঙ্গে আলোচনা করতে। আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি, আন্দোলনের মাঠ ছেড়ে কখনো কোনো ছাত্র কারো সঙ্গে দেখা করতে ঢাকা আসবে না, আমরা জানি। মন্ত্রীর উচিত ছিল ওখানে ডাবল মাস্ক পরে যাওয়া।’

পীর ফজলুর রহমান বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন চলছে। শিক্ষার্থীরা ভিসির সঙ্গে আলাপ করতে গেলে লাঠিচার্জ, গ্রেনেড হামলা করা হয়েছে। ছাত্রদের ওপর আক্রমণ করার কারণেই ভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন শুরু করে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে ভিসি কোনো আলোচনা না করার কারণে শিক্ষার্থীরা আমরণ অনশনে গিয়েছে। অনশনে অসুস্থ হয়ে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু ভিসি আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো পদে আছেন। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিসিকে চায় না, কিন্তু লক্ষিন্দরের বাসার মতো সুরক্ষা নিয়ে নিজের বাসায় বসে আছেন। তিনি পদত্যাগ করবেন না। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন না। স্বেচ্ছায় পদত্যাগ করতে না চাইলে সরকারের উচিত আজকের মধ্যে তাকে অব্যাহতি দেওয়া।’

The post শাবিপ্রবির ভিসিকে সরিয়ে দেওয়ার দাবি সংসদে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি শ্রমিক নিয়োগের বিশেষ কোটা বাতিল করেছে মালয়েশিয়া সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন।

শনিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার দ্য স্টার, নিউ স্ট্রেইট টাইমস, মালয়মেইল ডটকম ও দ্যা মালয়েশিয়ান ইনসাইটের খবরে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক বলেন, ‌এখন থেকে নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদনপত্র মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে। সরকারে সব শর্ত পালন সাপেক্ষে যোগ্য কর্মীদের ভিসা দেওয়া হবে।

তিনি বলেন, লোকজন যাই বলুক না কেন; কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাকে আইন অনুযায়ী কমিটির অনুমোদন নিয়ে নিয়োগ দিতে হবে। উদাহরণ হিসেবে দেশটির বৃক্ষরোপণ খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়োগকর্তাকে বিদেশি কর্মী কোটা এবং কতজন এ খাতের কাজের জন্য প্রয়োজন তা জানতে হবে। ধরা যাক, কোনো বাগানে কাজের জন্য এক হাজার কর্মীর প্রয়োজন, কিন্তু সেখানে পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে নিয়োগকর্তা মাত্র ৪০০ জন শ্রমিক নিয়োগ দিতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারে নিয়ম মেনে নিয়োগ কর্তাকে আইনানুগভাবে সব পথ অবলম্বন করতে হবে। নিয়োগ করতে চাইলে নিয়োগ কমিটি ও মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারে দেওয়া নিয়ম-কানুন মানতে হবে। এসব নিয়ম প্রতিপালনে ব্যত্যয় হলে কর্মী নিয়োগের অনুমোদন কেউ পাবে না বলে জানান তিনি। বলেন, কারও ১০০ জন কর্মী প্রয়োজন হলে যদি কর্মীদের বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তবে তাকে কর্মী নিয়োগের অনুমোতি দেওয়া হবে না।

 

The post বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার নতুন নিয়ম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2/

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নিল বরিস জনসনের সরকার!

আন্তর্জাতিক ডেস্ক:

কেবল মুসলিম পরিচয়ের কারণে যুক্তরাজ্যে এক আইনপ্রণেতাকে বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মন্ত্রিত্ব থেকে বের করে দিয়েছে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার। রোববার (২৩ জানুয়ারি) ব্রিটেনের সংবাদপত্র সানডে টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্রিটিশ ওই নারী এমপির অভিযোগ, তার মুসলিম বিশ্বাস দফতরের অন্য সহকর্মীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছিল বলে তাকে জানানো হয়েছিল।

রয়টার্স বলছে, মুসলিম ওই নারী আইনপ্রণেতার নাম নুসরাত গনি। ৪৯ বছর বয়সী এই আইনপ্রণেতা যুক্তরাজ্যের জুনিয়র পরিবহন মন্ত্রী ছিলেন এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সানডে টাইমস পত্রিকার কাছে নুসরাত গনি অভিযোগ করেন, মন্ত্রিত্ব হারানোর পর ব্রিটিশ পার্লামেন্টের হুইপ তাকে জানিয়েছিলেন যে, তার মুসলিম পরিচয়ই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে।

এদিকে নুসরাত গনির এই অভিযোগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের দফতর থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

The post মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নিল বরিস জনসনের সরকার! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/

Saturday, January 22, 2022

সেনাশাসিত মিয়ানমারকে বিদায় জানাচ্ছে টোটাল, শেভরন ও শেল

আন্তর্জাতিক ডেস্ক:

একের পর এক বিদেশী কোম্পানি মিয়ানমার থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিচ্ছে। এবার সেই দলে যোগ দিয়েছে বিশ্বের জ্বালানি খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান টোটাল ও শেভরন। শেলও জানিয়েছে আপাতত সেখানে আর কোনো কার্যক্রম চালাবে না।

মিয়ানমারের সামরিক সরকারের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের কারণে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের শেভরন দেশটিতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়াদানা গ্যাস প্রকল্পে আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যৌথ বিনিয়োগে যুক্ত ছিল টোটাল ও শেভরন। প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নেয়ার কারণ হিসেবে দুটি প্রতিষ্ঠান মিয়ানমারের সামরিক সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেছে।

টোটাল এনার্জিস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে মানবাধিকার, আইনের শাসনসহ মিয়ামারের পরিস্থিতির দিনকে দিন অবণতি হচ্ছে, যার কারণে আমরা পরিস্থিতি পুনঃমূল্যায়নে বাধ্য হয়েছি। আমরা মিয়ানমারের ইয়াদানা গ্যাস ক্ষেত্র এবং এমজিটিসির পরিচালনাকারী ও বিনিয়োগকারী হিসেবে টোটাল এনার্জিসের কোনো ক্ষতিপূরণ ছাড়াই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

শেভরনের মুখপাত্র বলেছেন, ‘মিয়ানমার পরিস্থিতি বিবেচনায় ইয়াদানা প্রাকৃতিক গ্যাস প্রকল্পে থেকে নিজেদের কার্যক্রম হস্তান্তরের মাধ্যমে দেশটি ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি।’

মিয়ানমারের এই প্রকল্পে সর্বোচ্চ ৩১.২৪ শতাংশের মালিক টোটাল। অন্যদিকে তাদের অংশীদার শেভরনের রয়েছে ২৮ শতাংশ মালিকানা। বাকিটা মিয়ানমারের রাষ্ট্রীয় কোম্পানির মালিকানাধীন।

এদিকে রয়্যাল ডাচ শেলও মিয়ানমারে তাদের কার্যক্রম বন্ধের খবর শুক্রবার নিশ্চিত করেছে। সমুদ্রে একটি ব্লকে উডসাইড এনার্জি ও মিয়ানমার পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির সাথে তাদের যৌথ বিনিয়োগ কার্যক্রম ছিল।

রয়টার্সকে প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, ‘অনুসন্ধান কাজ পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। যার কারণে এর সাথে কোনো উৎপাদন, আর বা সরকাররে সাথে আমাদের কোনো লেনদেনও নেই।’

The post সেনাশাসিত মিয়ানমারকে বিদায় জানাচ্ছে টোটাল, শেভরন ও শেল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/

পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও অভিবাদন গ্রহণ করছেন। সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন।

পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হচ্ছে।

The post পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/

Friday, January 21, 2022

ডব্লিউএইচও’কে আরও শক্তিশালী করার প্রস্তাবে বাধা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও স্বাধীন ও শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে তোলার একটি প্রস্তাবে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। এতে প্রশ্নের মুখে পড়েছে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটির প্রতি বাইডেন প্রশাসনের দীর্ঘমেয়াদী সমর্থনের অঙ্গীকার। শনিবার (২২ জানুয়ারি) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বড় সংকট মোকাবিলায় ডব্লিউএইচও’র সীমাবদ্ধতা কতখানি তা করোনাভাইরাস মহামারিতে স্পষ্ট বোঝা গেছে। পরিকল্পনা ছিল, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় সংস্থাটির ক্ষমতা বাড়িয়ে বিস্তৃত সংস্কার আনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্কিং গ্রুপের প্রস্তাবটিতে টেকসই অর্থায়নের কথা বলা হয়েছিল। এতে সংস্থাটির প্রত্যেক সদস্যের বাধ্যতামূলক বার্ষিক চাঁদার পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এ প্রস্তাবে বিরোধিতা করছে। ডব্লিউএইচও’র ক্ষমতা না বাড়িয়ে বরং আলাদা একটি তহবিল গড়তে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা জরুরি স্বাস্থ্য সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অর্থায়ন করবে।

এ আলোচনায় উপস্থিত থাকা ইউরোপের চার কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বাধাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি না থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

The post ডব্লিউএইচও’কে আরও শক্তিশালী করার প্রস্তাবে বাধা যুক্তরাষ্ট্রের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%93%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6/

ছাত্রদের প্রতি মদিনা হুজুর: সাহারানপুরের স্মৃতিচারণ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه و بارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد
فاعوذ بالله من الشيطان الرجیم بسم الله الرحمن الرحيم – قل ان کنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم – وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتی فقد احبني ومن احبني كان معي في الجنة او كما قال النبي صلى الله عليه وسلم.

আযীয তােলাবা! বারী তাআলা বলেন, `হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, যদি তােমরা আল্লাহকে ভালবাস তাহলে আমার অনুসরণ কর। তাহলে বারী তাআলাও তােমাদেরকে ভালবাসবেন। তােমাদের পাপসমূহকে মার্জনা করে দিবেন। আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী দয়ালু। (সূরা আলেইমরান, আয়াত নং ৩১)
এবং রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, `যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করল সে আমাকে মুহাব্বত করল। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করল সে জান্নাতে আমার সঙ্গী হবে।’

মুহাব্বত কি জিনিস!

মুহাব্বত এমন একটি জিনিস যা প্রতিটি কাজের মাঝে বিদ্যমান, সকল কাজ মুহাব্বতের মাধ্যমেই অর্জিত হয়ে যায়। হযরত থানভী রহ. বলতেন মুহাব্বত হচ্ছে প্রতিটি কাজের ইঞ্জিন। ইঞ্জিন যেমন বাহনকে টেনে নিয়ে যায়। তেমনিভাবে মুহাব্বতও মানুষকে তার কাজের দিকে টেনে নিয়ে যায়। এই মুহাব্বত তােমাকে উদ্বুদ্ধ করবে ঐ কাজ করার জন্য যাকে তুমি মুহাব্বত করো । যেমন মাদ্রাসার কাজ করা। ইলমের মুহাব্বতে কিতাব অধ্যায়ন করার আগ্রহ সৃষ্টি হওয়া। সময়ে অসময়ে ব্যাকুল হয়ে কিতাব অধ্যায়ন করা । সব সময় কিতাব নিয়েই তার সময় অতিবাহিত হবে।

উস্তাদের মুহাব্বত থাকলে উস্তাদের খেদমত করার আগ্রহ জন্মাবে, মুহাব্বত থাকলেই উস্তাদের সাথে মুনাসাবাত, সম্পর্ক সৃষ্টি হয়। আর উস্তাদের সাথে সম্পর্ক ছাড়া ইলম অর্জিত হয় না। উস্তাদের সাথে মুহাব্বত থাকলে দরসে অনুপস্থিত থাকতে মনে চায় না।

নিয়মিত দরসে হাজির থাকার অনেক ফযীলত আছে, উস্তাদের মন খুশি হয়। উস্তাদের সাথে মুহাব্বত গভীর হয়। উস্তাদের নেক নজর নিপতিত হয়, আর উস্তাদের নেক নজরের মাধ্যমেই ইলম অর্জিত হয়। টাকা, পয়সা, কিতাব অধ্যায়ন এবং ওয়াজ নসিহত শােনা বা শ্রবণ করার মাধ্যমে ইলম অর্জিত হয় না। ইলম তাে অর্জিত হয় আল্লাহওয়ালাদের নেক নজরের বরকতে। আর নিয়মিত দরসে উপস্থিত থাকার দ্বারাও উস্তাদের নেক নজর পড়ে। সুতরাং নিয়মিত দরসে হাজির থাকা আবশ্যক। সবকে অনুপস্থিত থাকার অর্থ।

ছুটিবিহীন সবকে হাজীর না থাকলে উস্তাদের মনে আঘাত লাগে। উস্তাদ মনে অনেক কষ্ট অনুভব করেন। কারণ উস্তাদ ভাবেন ছেলেপেলেরা আমার পড়ানাে হয়ত বুঝে না। বা আমার পড়ানাে তাদের কাছে পছন্দ হয় না। আর দরসে হাজীর না থাকা এবং দরসে বসে অমনােযােগী হওয়া অথবা এদিক সেদিক দেখা, অন্য কাজে ব্যস্ত থাকার অর্থ হচ্ছে আমি আপনার থেকে বেশি। বুঝি। আপনার পড়ানাে আমার কাছে ভাল লাগে না। এইসব তাকরীর/ব্যাখ্যা বিশ্লেষণ আমি পারি, তাই আমি উপস্থিত থাকি না। মনােযােগ দিয়ে শ্রবণ করি না। তাহলে এই ছেলেটা কিভাবে ইলম অর্জন করবে?

লায়লী মজনুর মুহাব্বত

মুহবত এমন এক জিনিস যা মানুষকে ব্যকুল করে তােলে। মুহাব্বত ছাড়া কোন কাজই সুন্দর এবং পূর্ণাঙ্গ হয় না। লায়লী মজনুকে অনেক মুহাব্বত করত। একদিন মজনু লায়লীর মুহাব্বতে পাগলপারা হয়ে কোন এক জঙ্গলে দিশেহারা হয়ে ঘুরছে। হঠাৎ মজনু একজন নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিবাহিত হলাে। নামাযী তাকে বলল, হে বেটা, তুমি আমার নামাযের সামনে দিয়ে গমন করলে কেন ? মজনু বলে, তুমি কী নামায পড়লে। তােমার সামনে দিয়ে আমি গমন করলাম, সেটা কিভাবে বুঝলে, অথচ আমি অনুধাবন করতে পারলাম না। আর তুমি অনুধাবন করলে। আসলে আল্লাহর সাথে তােমার মুহাব্বত নেই। দেখ আমি লাইলাকে মুহাব্বত করি। তাই লাইলাকে ছাড়া আর কিছু দেখি না। তুমি আল্লাহর নামাজের মাঝে আমাকে কিভাবে দেখলা? বুঝা গেল তুমি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহর নামাজ আদায় করছে না।

মজনু পিতার একমাত্র সন্তান, তার পিতার ধন সম্পদের কোন অভাব ছিল । কিন্তু ছেলেটা যে লায়লীর মুহাব্বতে পাগল হয়ে গেল, এইজন্য মজনুর পিতার অনেক চিন্তা। তাই তিনি তার ছেলেকে হজ্জে নিয়ে যান, তারপর তাকে বলল, তুমি কাবা শরীফের গিলাফ ধরে দুআ করাে, হে আল্লাহ আমার অন্তর থেকে লায়লার মুহাব্বত দূর করে দিন।
মজনুর পিতা তাকে হজ্জে নিয়ে গিয়ে কাবার গিলাফ ধরে দুআ করতে বলল, সে তার উল্টা দুআ করল এবং সে কাবার গিলাফ ধরে বলল, ‘হে আল্লাহ আমার অন্তর থেকে যেন লায়লীর মুহাব্বত কখনই দুরীভূত না হয়। আর আমার দুআয় যে ব্যক্তি আমীন বলবে তার উপর আপনি রহম করুন।

দেখ মজনুর পিতা কি বলল আর মজনু কি করল। এটাই হচ্ছে মুহাব্বত। যদি এমন মুহাব্বত সৃষ্টি হয় তাহলেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের উপর আমল করা সম্ভব। রসূলে পাকের সুন্নাতকে এর চেয়ে বেশি মুহাব্বত করতে হবে । সুন্নাত মুতাবিক আমল করতে হবে। তবেই নিজের জীবন ধন্য হবে।

আমার ছাত্র যামানার একটি ঘটনা

আমার ছাত্র যামানার কাফিয়ার বছর একজন উস্তাদ অসুস্থ হয়ে পড়েন। আমি যখন হুযূরকে দেখতে যেতাম তখন কিতাব নিয়ে কাঁদতে কাঁদতে যেতাম এবং কাঁদতে কাঁদতে ফিরতাম। কারণ হুযূরের সাথে আমার মুহাব্বত ছিল। হুযুরের অসুস্থ হওয়াটা আমার বরদাশ করতে কষ্টকর বিষয় মনে হচ্ছিল। দ্বিতীয় হুযুর অসুস্থ হওয়ার দরুণ ঐ কিতাব পড়া বন্ধ হয়ে রইল। তাই মনে কষ্ট লাগছিল।

এই হচ্ছে উস্তাদের মুহাব্বত। যার মাঝে উস্তাদের সাথে এমন মুহাব্বত থাকবে একদিন না একদিন সে অবশ্যই দ্বীনের খাদেম হবে, ইনশাআল্লাহ। যার নিকট একটি অক্ষরও শিখলে তুমি তার দাস। খলীফাতুল মুসলিমীন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ‘যে ব্যক্তি আমাকে একটি অক্ষর শিক্ষা দিল আমি তার দাস। সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারে অথবা ইচ্ছা করলে আমাকে চিরজীবন দাস হিসাবে রাখতে পারেন অথবা মুক্ত করে দিতে পারেন।’

স্তাদকে মনে করতে হবে তিনি তােমার মনিব, তিনিই তােমার অভিভাবক। তিনি তােমাকে যখন যে নির্দেশ দিবেন তুমি তা সস্তুষ্টচিত্তে বরণ করে নিবে। এখন তােমরা উস্তাদের কাছে কি একটি অক্ষর শিখছাে, না হাজার হাজার? তাহলে তােমরাই চিন্তা কর উস্তাদের সামনে কিরূপ থাকা চাই।

কিতাব পড়তে কেন মন চায় না

আজ ছেলেরা অভিযােগ করে যে কিতাব পড়তে ভাল লাগে না। কিতাব অধ্যয়ন করতে মন চায় না। কিতাব নিয়ে বসলে অসহ্য অস্থির লাগে। তার কারণ হচ্ছে উস্তাদের সাথে তার মুনাসাবাত নাই। ছাত্র উস্তাদকে মুহাব্বত করে না, উস্তাদের নেক নজরও তার প্রতি নিপতিত হচ্ছে না, তাই তার কিতাব অধ্যায়নে ভাল লাগে না, মনে তৃপ্তি পাওয়া যায় না। সুতরাং যদি কিতাব অধ্যায়নে স্বাদ পেতে চাও তাহলে উস্তাদের সাথে মুনাসাবাত তৈরি কর। উসতাদের সাথে মুহাব্বত এর সম্পর্ক তৈরি কর। তাহলে ইনশাআল্লাহ কিতাব মুতাআলাতে স্বাদ পাবে।

কী যেন হারালাম?

আমি সাহারানপুরে যেই শায়খের কাছে আবু দাউদ শরীফ পড়তাম, তিনি বছরে ২/৩ বার হাজিরা নিতেন। আমি নিয়মিত দরসে উপস্থিত থাকতাম; কোন সময় অনুপস্থিত থাকতাম না। ঘটনাচক্রে একদিন পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আবু দাউদ শরীফ নিয়ে বাগানে গিয়ে মুতালাআ করতে লাগলাম। আর ঐ দিন হুযুর হাজিরা নিলেন। পরে যখন আবার হাজিরা ডাকলেন তখন আমার দিকে একটু চোখ তুলে তাকালেন। কিছুই বললেন না। তারপর থেকে আমি যে কত তওবা ইস্তেগফার করলাম কিন্তু তারপরও অন্তরের মাঝে প্রশান্তি পাইনি। মনে হলে মনটা ছটফট করে আর মনের মাঝে এমন লাগে, কী যেন হারালাম! কী যেন হারালাম!!

রাসূল সা.-এর প্রতি সাহাবাদের মুহাব্বত

সকল সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি মুহাব্বত করতেন, নিজেদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইজ্জতে আঘাত আসতে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য জান উৎসর্গ করে দিয়েছেন। নিজের বুককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখ সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী পরিমাণ মুহাব্বত করেছেন! এই জন্যই তাে তারা আমাদের জন্য সত্যের মাকাঠি। তাদের থেকে শিখতে হবে, যেন আমাদের জীবনে সীমালঙ্ঘন না হয়।

হযরত জুবায়ের রাদি.-এর ইশক

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগেও সিঙ্গা লাগানাের প্রচলন ছিল। বিভিন্ন ব্যথার কারণে মানুষ সিঙ্গা লাগাত। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগালেন। শরীর থেকে নির্গত রক্তগুলাে জমা করে জুবায়েরকে রাদি. ডেকে বললেন এইগুলােকে ফেলে দাও। তিনি একটু আড়ালে গিয়ে সব খেয়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কী করলে? তিনি বললেন খেয়ে ফেলেছি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই পেটে আমার রক্ত প্রবেশ করেছে ঐ পেট আগুনে জ্বলবেনা। এই ছিল সাহাবাদের মুহাব্বতের নমুনা।

হযরত মালেক রাদি.-এর ইশক

উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথা মুবারকে লােহার একটি কড়া বিদ্ধ হবার পর যখন তা বের করা হলাে, তখন অনেক রক্তক্ষরণ হলাে। সাহাবী হযরত মালেক রাদি. হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালবাসতেন। ভালবাসা ও মুহাব্বতের বশবর্তী হয়ে তিনি সবটুকু রক্ত খেয়ে ফেললেন।

সিদ্দীকে আকবর রাদি.-এর ইশক

মদীনা পানে হিজরতের সফরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফল সফর সঙ্গী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদি. গারে ছওরে আত্মগােপন করেছিলেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেফাজতের জন্য ঐ গর্তের সকল ছিদ্রসমূহকে কাপড় ছিড়ে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তারপরও একটি ছিদ্র রয়ে গেল। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুহাব্বতে নিজের পায়ের আঙ্গুল দ্বারা ঐ ছিদ্রের মুখ বন্ধ করে রাখলেন। সাপ তাকে দংশন করল। তার শরীর বিষে বিবর্ণ হয়ে গেল। নবীর মুহাব্বতে তিনি চুপ রইলেন। এটাকেই বলে মুহাব্বত । এটাকেই বলে ইশক।

তবুকের যুদ্ধের সময় সাহাবাগণের অবস্থা তেমন ভাল ছিল না। তারপরও ইসলামের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়ে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সবার কাছে চাঁদা চাইলেন। সবাই নিজ নিজ সাধ্য অনুযায়ী বায়তুল মালে অর্থ জমা দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদি.ও মাল নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। আপনি কি এনেছেন? তিনি বললেন আমি ঘরের সব নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘরওয়ালাদের জন্য কি রেখে এসেছেন? তিনি বললেন আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এ কথাটাকেই কোন এক আল্লাহ ওয়ালা এইভাবে ব্যক্ত করেছেন,

بلبلوں کیلئے باغ هے پروانه كيلئے چراغ بس
صدیق اکبر کیلئے الله اور رسول بس

বুলবুল পাখিদের জন্য ফুলবাগান যথেষ্ট তারা শুধু ফুল নিয়ে মত্ত থাকে ফুল না পেলে তাদের মনে প্রশান্তি আসেনা। আর কীটপতঙ্গের জন্য বাতি। বাতির সাথে অর্থাৎ আগুনের সাথে তাদের এত ভালবাসা ও মুহাব্বত যে তারা আগুনের উপর জীবন বিলিন করে দেয়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদি.-এর জন্য ঠিক তেমনিভাবে একমাত্র আল্লাহ ও তাঁর রসূলই যথেষ্ট।

হযরত উম্মে হানী রাদি.-এর ইশক

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা ঈমানের অঙ্গ। সাহাবাগণ যেমন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন তেমনি সাহাবিয়্যাহগণও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন। হযরত উম্মে হানি রাদি. হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদেমা ছিলেন। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একটিপাত্রে প্রস্রাব করতেন সকালে তা ফেলে দেওয়া হতাে। একদিন হয মত উম্মে হানি তা ফেলে না দিয়ে খেয়ে ফেললেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে বললেন, উম্মে হানি, তােমার পেটে কোনদিন আর অসুখ হবে না।

দেখ তারা রসূলকে কত মুহাব্বত করেছেন। তাদের থেকে আমরা মুহাব্বত শিখব। তারা আমাদের জন্য শরীয়তের মাপকাঠি।

দাড়ি নবীজির সুন্নাত

যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মুহাব্বত সৃষ্টি হয়, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইত্তেবা বা অনুসরণ সম্ভব। তার অনুসরণ করার দুটি পন্থা আছে, উভয় পন্থার সমষ্টির নাম-ই অনুসরণ। শুধু একটির মাধ্যমে অনুসারী বলা যায় না। (১) বাহ্যিক অর্থাৎ-সুরত (দেখার দিক দিয়ে এক হওয়া) (২) অভ্যন্তরীন অর্থাৎ সিরাত (চরিত্র ও আখলাকের দিক দিয়ে সাদৃশ্য হওয়া)।

রসূলের সুরত এর অনুসরণ এর মাঝে আহাম ও গুরুত্বপূর্ণ অনুসরণ প্রকাশ পায় দাড়ির মাধ্যমে। কিন্তু আজ দুঃখের বিষয় মুসলমান দাড়ি রাখেনা। এর চেয়েও জঘন্য ও খারাপ, নিকৃষ্ট কথা হচ্ছে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও দাড়িতে হাত লাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যেই ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করে সে আমার উম্মত নয়।’ (আলহাদীস) এই কথার অর্থ কি ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রীতি নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চালচলন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত ও সীরত, সবই সুন্নাতের অন্তর্ভূক্ত। এখন যারা এই সুন্নাতের খেলাফ চলবে, তারা কিভাবে হুযূরের উম্মত হওয়ার দাবী করতে পারে?

সুন্নাতের উপর চলার লাভ

সুন্নাতের মাধ্যমে জীবনাবাহিত করতে পারলে, জীবনের প্রতিটি ধাপে ধাপে সুন্নাতকে অন্বেষণ করে সুন্নাত মুতাবিক জীবন পরিচালিত করতে পারলে কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুড়ান্ত পর্যায়ের লাভ বর্ণনা করেন। তিনি বলেন, ‘সে আমার সাথে জান্নাতে থাকবে।’ আর রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতী হওয়ার মতাে সৌভাগ্য অর্জন করতে আমরা সবাই রাজি আছি তাে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাথে জান্নাতের বসবাসী হওয়ার তৌফিক দান করুক। আমীন ছুম্মা আমীন।

اواخر دعوانا ان الحمد لله رب العلمين.

The post ছাত্রদের প্রতি মদিনা হুজুর: সাহারানপুরের স্মৃতিচারণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%9c/