Saturday, April 16, 2022

বাংলাদেশে দারিদ্র্যের হার কমে হয়েছে ১১.৯ শতাংশ : বিশ্বব্যাংক

ফাতেহ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার প্রেক্ষিতে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়ে ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-রিকোভারি এন্ড রেসিলিয়েন্স আমিড গ্লোবাল আনসারটেইনটি’ শিরোনামে বিশ্বব্যাংকের একটি নতুন রিপোর্ট ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বুধবার (১৪ এপ্রিল) এ তথ্য প্রকাশ করা হয়।

রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি থেকে বাংলাদেশ দৃঢ়ভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জন করা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তার প্রেক্ষিতে বিশ্ব বাজারে মূল্যস্ফীতি মোকাবিলা করতে হচ্ছে।

অর্থবছর ২০২১ এবং ২০২২ অর্থবছরের প্রথমার্ধে শক্তিশালী প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের উৎপাদন ও সার্ভিস সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। মধ্য মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি হার জোরালো থাকবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশ ও ভুটান কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, করোনা পরিস্থিতিতেও শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার কারণে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশ যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।

The post বাংলাদেশে দারিদ্র্যের হার কমে হয়েছে ১১.৯ শতাংশ : বিশ্বব্যাংক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be/

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার প্রেক্ষাপটে ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হয় রাশিয়ার ওপর। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করলো তারা। অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের শিগগির মস্কো ছাড়তে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ইইউ দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইইউয়ের।

গত মার্চ মাসের শেষ দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইইউ অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এরপর সবশেষ গত ৫ এপ্রিল রাশিয়ার আরও ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দেয় ইইউ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

নতুন করে ১৮ কূটনীতিকের বহিষ্কারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে ইইউ বলেছে, রুশ সরকারের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

The post ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%82%e0%a6%9f%e0%a6%a8/

Friday, April 15, 2022

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ দেশটির পার্লামেন্টের নতুন স্পিকার হচ্ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন।

আজ শনিবার তিনি শপথ গ্রহণ করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে।

তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওই দিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগ দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্দার আয়াজ সাদিককে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন।

সূত্র: ডন

 

The post পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

মসজিদুল আকসায় ইজরাইলি বাহিনীর হামলা, আহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক:

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় ৬৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।

জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা ফজর নামাজের জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

 

The post মসজিদুল আকসায় ইজরাইলি বাহিনীর হামলা, আহত ৬৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be/

চার মাসে মিয়ানমারের শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে জান্তা

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন জান্তা। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনের অংশ হিসেবে এসব গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

সম্প্রতি রয়টার্সের হাতে স্যাটেলাইটে তোলা কিছু ছবি এসেছে। ছবিগুলো তুলেছে যুক্তরাষ্ট্রের আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহ। সেই সব ছবিতেই মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের দেওয়া আগুনে জ্বলে যাওয়া, ভস্মীভূত হওয়া গ্রামগুলোর কিছু ছবি এসেছে।

পরে এই ছবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে রয়টার্স জানতে পেরেছে যে, সেগুলো মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ের বিভিন্ন গ্রামের ছবি। ভস্মীভূত কয়েকটি গ্রামের বাসিন্দারা রয়টার্সের প্রতিবেদককে জানিয়েছেন, জান্তাবিরোধী কয়েকটি সশস্ত্রগোষ্ঠী এসব গ্রামকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে— এই সন্দেহে গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে সরকারি বাহিনী।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘এটা আসলে ক্ষমতাসীন সামরিক সরকারের সন্ত্রাসের চিত্র এবং মিয়ানমারের সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা। এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশটির সাধারণ জনগণকে জান্তা বোঝাতে চাইছে যে, সরকারবিরোধীদের আশ্রয় দিলে এই পরিণতি নেমে আসবে।’

অ্যান্ড্রুজ জানান, সামরিক বাহিনীর তৎপরতা জানতে ইতোমধ্যে মিয়ানমারের বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সেসব সূত্র জানিয়েছে, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সাগাইংয়ে অভিযান জোরদার করেছে সামরিক বাহিনী।

মিয়ানমারের একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাগাইং প্রদেশের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, গত প্রায় চারমাসে শতাধিক গ্রামের হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা। স্থলবাহিনীর সদস্যরা একদিকে গ্রামে গ্রামে হানা দিচ্ছে, অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরা জনবসতিপূর্ণ এলাকাগুলোতে করছে গোলাবর্ষণ।

বিবিসি বার্মিজ জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে অগ্নিসংযোগ করেছে সামরিক বাহিনীর সদস্যরা।

অগ্নিসংযোগ ও গোলাবর্ষণে ইতোমধ্যে সাগাইং প্রদেশে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, এবং অন্তত ৫২ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এক বিবৃতিতে উল্লেখ করেছে জাতিসংঘ।

The post চার মাসে মিয়ানমারের শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে জান্তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7/

ভারতে হিজাব পরিধান বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

কর্নাটকের কলেজছাত্রী মুসকানের হিজাব আন্দোলনের প্রভাবে ভারতে হিজাবের চাহিদা অনেকটাই বেড়েছে। এই দাবি কলকাতা শহরের অন্যতম হিজাব ও বোরকা প্রস্তুতকারী সংস্থা ‘মডেস্টি’র কর্ণধার মসিউর রহমানের। তিনি জানান, হিজাব আন্দোলনের ফলে অনেক নতুন নতুন ক্রেতা আসছেন দোকানে। নিত্যনতুন আধুনিক ডিজাইনের হিজাব ও বোরকার চাহিদাও বাড়ছে। এই রাজ্যেও কিশোরীরা এখন হিজাব পরিধানে উৎসাহী। বেড়েছে হিজাব ও মুখ খোলা বোরকার চাহিদা। আর তার জন্য মডেস্টির শাখা ও ফ্যাঞ্চাইজি বেড়েছে রাজ্যজুড়ে।

এ ছাড়াও হিজাবের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন নামে ফ্যাঞ্চাইজি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন তপসিয়ায় ভিভা, পার্ক সার্কাসে স্যুট কালেকশন, বেনিয়াপুকুরে জাফনা কালেকশন, বেক বাগানে আলিয়া ফ্যাশন, রাজাবাজারে তাহা ফ্যাশন, বাঁকড়ায় আলজাজিরা। মডেস্টি অফিসিয়াল কিউআর কোর্ড স্ক্যান করলে নিত্যনতুন কালেকশান দেখা যাবে বলে মসিউর রহমান জানান। ফেসবুক, ইনস্টাগ্রামেও পেজ রয়েছে কোম্পানির।

তাই যারা মুসলিম মেয়েদের হিজাব পরা বন্ধ করতে চাইছিলেন তারা আসলে উল্টো ফল পেয়েছেন। হিজাব নিয়ে তাদের বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টা হিজাবের প্রতি ভালবাসাই বৃদ্ধি করেছে।

সূত্র : পুবের কলম

The post ভারতে হিজাব পরিধান বেড়েছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87%e0%a6%9b/

Thursday, April 14, 2022

কর্ণাটকে এবার হালাল মাংসে নিষেধাজ্ঞার দাবি হিন্দুদের

আন্তর্জাতিক ডেস্ক:

‘হিজাব’ বিতর্কের পর কর্ণাটকে এবার হালাল মাংসের উপর নিষেধাজ্ঞার দাবি করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। মুসলমানদের লক্ষ্য করে সর্বশেষ প্রচারে কর্ণাটক রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি নেতারা ‘হালাল’মাংস বিক্রির বিষয়ে আপত্তি জানাতে শুরু করেছে। খবর কেএমএসনিউজ, মুসলিম টাইমস।

কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে হিন্দু ধর্মীয় মেলা এবং মন্দির চত্বরে মুসলিম দোকান এবং স্টলগুলোতে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক নিষেধাজ্ঞার আহ্বানের পরিপ্রেক্ষিতে এমনটি ঘটে। হিন্দু জন জাগৃতি সমিতি, একটি ডানপন্থী গোষ্ঠী, বলেছে যে, তারা ‘হালাল’ মাংস কেনার বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করছে। কারণ, পশুকে ইসলামিক রীতিনীতির অধীনে জবাই করা হয় এবং হিন্দু দেবতাদের কাছে নিবেদন করা যায় না। সমিতির মুখপাত্র মোহন গৌড়া বলেছেন, ঈদের সময় মাংসের একটি বড় কেনাকাটা হয় এবং আমরা হালাল মাংসের বিরুদ্ধে প্রচার শুরু করছি৷

ইসলাম অনুসারে, হালাল মাংস প্রথমে আল্লাহর কাছে উৎসর্গ করা হয় এবং হিন্দু দেবতাদের কাছেও তা দেওয়া যায় না। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি.টি. রবি বলেছিলেন যে, ‘হালাল’ মাংস মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক জিহাদের অংশ। তিনি আরও বলেন, এটা তাদের ওপর আরোপ করা হয়েছে যাতে তাদের অন্যের সঙ্গে ব্যবসা করতে না হয়।

ইতিমধ্যে, রাজ্যের ৬১ জনপ্রগতিশীল চিন্তাবিদ, যার মধ্যে কে.মারালুসিদ্দাপ্পা, অধ্যাপক এসজিও সিদ্দারা মাইয়া, বলওয়ার মহামাদকুন্হি এবং ডক্টর বিজয়া, ধর্মীয় বিদ্বেষ রোধ করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে চিঠি লিখেছেন৷

 

The post কর্ণাটকে এবার হালাল মাংসে নিষেধাজ্ঞার দাবি হিন্দুদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8/

বাংলাদেশ জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্ডি) সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিসক্ডি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) একটি সহযোগী প্রতিষ্ঠান। কমিশনে বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ভারত ও সৌদি আরব নির্বাচিত হয়েছে।

সিসকি্‌ডের এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমোচন ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।

বাংলাদেশ সব সময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে রাবাব ফাতিমা বলেন, ‘কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি, যা ইকোসককে সামাজিক নীতিবিষয়ক পরামর্শ প্রদান করে। প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। এ কমিশন ৪৬ সদস্য নিয়ে গঠিত।

The post বাংলাদেশ জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95/

Wednesday, April 13, 2022

হুমায়ুন আজাদ হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড

ফাতেহ ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

এর আগে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

ওই হামলার পর ২২ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন হুমায়ুন আজাদ। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান তিনি। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান পাঁচজনকে অভিযুক্ত করে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। এছাড়া হাফিজ মারা গেছেন।

এ মামলায় জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলায় ৫৮ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন।

The post হুমায়ুন আজাদ হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/

ফিনল্যান্ড সীমান্তে এস-৪০০ মোতায়েন করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর রাশিয়া তার উত্তর-পশ্চিম অঞ্চলে ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে।

রুশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইউক্রেনের পর ফিনল্যান্ডকে নিজ বলয়ে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এ ব্যবস্থা নিয়েছে ক্রেমলিন। খবর ইন্টারফেক্স ও ডেইলি মিররের।

রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডকে হুশিয়ার করে দেওয়ার পর ওই দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ অন্য সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কাজ শুরু করেছে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, অচিরেই ওই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটের বিস্তারের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

ন্যাটোকে সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে পেসকভ বলেন, এ জোটের সদস্য বাড়ানোর মাধ্যমে ইউরোপ মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না।

গত সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরেই সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার সিদ্ধান্ত হয়।

The post ফিনল্যান্ড সীমান্তে এস-৪০০ মোতায়েন করছে রাশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a7%aa/

Tuesday, April 12, 2022

রেলের রানিং স্টাফদের ধর্মঘট, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

ফাতেহ ডেস্ক:

বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত দাবি মেনে না নেওয়ায় সারাদেশে ধর্মঘট পালন করছেন ট্রেন চালকরা। বুধবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে তারা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।

রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় তাদের দাবি মেনে না নেওয়ায় চালকরা কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ট্রেনের লোকো মাস্টার ও রানিং স্টাফ কর্মচারীরাও কর্ম বিরতিতে গেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হুট করে ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন কমলাপুর রেলস্টেশনে আগত যাত্রীরা।

এরপর সাড়ে ১০টায় লোকোমোটিভে যান রেলওেয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, রেলের চাকা সচল রাখতে একজন চালককে দিনে গড়ে ১৪ থেকে ১৮ ঘণ্টা ট্রেন চালাতে হয়। এজন্য তাদের বাড়তি মজুরি ও পেনশনে ৭৫ শতাংশ টাকা দেওয়া হয়। বেতনের বাইরেও যত মাইল দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত সময় কাজ করেন, তার জন্য নির্দিষ্ট হারে ভাতা পেয়ে থাকেন তারা। এটা রেলে ‘মাইলেজ ভাতা’ হিসেবে পরিচিত।

সম্প্রতি রেলের অতিরিক্ত এ সুযোগ-সুবিধা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ হন রেল চালকরা। এর আগে আট ঘণ্টার বেশি কাজ না করার ঘোষণাও দেন। এ কারণে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কাও দেখা দেয়।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, সার্বক্ষণিক হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ আমল থেকে চলন্ত ট্রেনে দায়িত্ব পালন করা চালক, গার্ড ও টিকিট চেকারদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়। অতিরিক্ত সময়ে প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে দেওয়া হয় মূল বেতনের একদিনের সমপরিমাণ টাকা। পেনশনের সঙ্গে দেওয়া হয় বাড়তি ৭৫ শতাংশ টাকা।

এসব চালক ও গার্ডদের বেতন-ভাতা দেওয়া হতো রেলওয়ের স্বতন্ত্র কাঠামোয়। কিন্তু গত বছরের ৩ ডিসেম্বর সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’র মাধ্যমে রেলের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে রেলওয়ের পরিবহন বিভাগের (রানিং স্টাফ) আগের সেই ‘মাইলেজ’ সুবিধা থাকছে না।

The post রেলের রানিং স্টাফদের ধর্মঘট, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশে করোনাভাইরাস মহামারির ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এর পরিবর্তে দুই বছর ধরে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

তবে এ বছর দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি অনেকাংশেই শিথিল হওয়ায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নিতে পারবেন মুসল্লিরা। এরইমধ্যে ঈদগাহ মাঠ ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভায় যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপনে বিভিন্ন কর্মসূটি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম দেশের কূটনীতিকদের দাওয়াত দেবে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং ‘ঈদ মোবারক’ লেখা সম্বলিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদুল ফিতরের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবন ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে।

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধীকেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণকেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা হবে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে আরও বলা হয়, ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব শিশুপার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা থাকবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থানে প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা ভার্চুয়ালি ও সশরীরে উপস্থিত ছিলেন।

 

The post জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-2/

Monday, April 11, 2022

রমজান : সচেতনতার মাস

মাওলানা ওহিদুদ্দিন খান:

কুরআনের সুরা বাকারায় বলা হয়েছে: হে ইমানদারগণ! রমযানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতির জন্য ফরজ ছিল, যাতে তোমরা ন্যায়নিষ্ঠ হতে পারো (২ : ১৮৩)।

তাকওয়া হলো ধর্মীয় সংবেদনশীলতার আরেক নাম। এই অর্থে, রোজার উদ্দেশ্য হলো একজন ব্যক্তির মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা। অসংবেদনশীল ব্যক্তির পরিবর্তে তাকে সংবেদনশীল ব্যক্তি বানানো। প্রতিটি মানুষের প্রকৃতিতে আল্লাহর আদেশ মান্য করার প্রবণতা রয়েছে। রোজা একজন ব্যক্তির ভিতরে লুকিয়ে থাকা আল্লাহর আদেশ মান্য করার প্রবণতাকে জাগ্রত করে।

বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত আছে যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: রামজান মাস এলে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানরা থাকে আবদ্ধ (সহিহ বুখারি, হাদিস নং ১৮৯৯, সহিহ মুসলিম, হাদিস নং ১০৭৯)। তিরমিজি ও ইবনে মাজায় একই কথা বলা হয়েছে যে, রমজান মাসের প্রথম রাত এলে শয়তানদের বন্দি করা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সুতরাং কোনো দরজা খোলা থাকে না। আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তার মধ্যে একটি দরজাও বন্ধ থাকে না এবং আহ্বানকারী চিৎকার করে বলেন, ওহে যারা ভালোত্বকে ভালোবাসো, এগিয়ে এসো, এবং যারা মন্দকে ভালোবাসো, থাম। আল্লাহ মানুষকে আগুন থেকে রক্ষা করেন এবং প্রতি রাতে এমনটি ঘটে (সুনানে তিরমিজি, হাদিস নং ৬৮২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৬৪২)।

শয়তান ব্যক্তিগতভাবে আবদ্ধ, সাধারণভাবে সমস্ত লোকের কাছে নয়। এর অর্থ এই নয় যে, বিশ্বের সমস্ত শয়তান পুরোপুরি এক মাসের জন্য আবদ্ধ; বরং এর অর্থ হলো রমজান মাসে শয়তানরা সেই ব্যক্তির জন্য আবদ্ধ হয় যে সত্যিকারের রোজা রাখে। যিনি সমস্ত আচরণ ও শর্তাদি সহকারে রোজা পালন করেন। রমজান মাসে এমন রোজাদারের বিরুদ্ধে শয়তান অকার্যকর হয়ে পড়ে।

এই হাদিসটি স্পষ্টতই “উপবাস” (রোজা) সম্পর্কে বলেছে, তবে বাস্তবে এটি রোজাদারের অর্থাৎ যে রোজায় আছে তার কথা বলছে। এতে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে উপবাসের মাধ্যমে ধর্মীয় চেতনার সুযোগ নিতে চেষ্টা করে। হাদিসের কথায়, যে রোজাকে তার জন্য ঢাল বানায়ে নেয়।

যখন রমজান মাস আসে এবং এক ঈমানদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস করে, তখন সে তাকওয়া অনুভব করে। এই প্রক্রিয়া চলাকালীন, তার মধ্যে একটি উচ্চ স্তরের আল্লাহর আদেশ মান্য করার প্রবণতা জাগে যা তাকে হাদিসে বর্ণিত সুবিধা লাভের জন্য যোগ্য করে তোলে।

রোজা, রমজান মাসে রোজার অভিজ্ঞতার মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্কের অন্তর্নিহিত অবস্থাকে পুনরুদ্ধার করার জন্য প্রতি বছর আসে। যখন একজন মুমিন বান্দা তার পালনকর্তাকে স্মরণ করে এবং বলে ওঠে: হে আল্লাহ! আপনি শয়তানকে বিরত রাখুন যাতে সে আমাকে পথভ্রষ্ট করতে না পারে। হে আল্লাহ! আমার জন্য জান্নাতের দরজা খুলে দিন এবং এর কোনও দরজা আমার জন্য বন্ধ রাখবেন না এবং আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিন এবং এর কোনো দরজা আমার জন্য উন্মুক্ত রাখবেন না। যার রোজা এই আহ্বানে পড়ে, সে সেই ব্যক্তি যার জন্য উপরোক্ত হাদিসের কথাটি প্রযোজ্য।

রোজা বাৎসরিক অনুষ্ঠানের মতো হয় যখন কোনো ব্যক্তি শয়তানকে বেঁধে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে। হাদিসে স্পষ্টতই এই শব্দগুলি রয়েছে যে , রোজার মাসে শয়তানকে বন্দি করা হয়। তবে এর অর্থ হলো যদি কোনো ব্যক্তির রোজা তাকে শয়তানকে প্রভাবিত করতে বাধা দেওয়ার জন্য আল্লাহর কাছে আকুল হয়ে থাকে, তবে আল্লাহ তাকে যা চান তাই দেবেন যা তার মানসিকতায় চাহিদা প্রকাশ পেয়েছিল।

একইভাবে হাদিসটি স্পষ্টতই বলেছে যে রোজার মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। তবে এর অর্থ হলো যে ব্যক্তির রোজা তার মধ্যে এই অনুভূতি জাগ্রত করে যে সে চিৎকার করে ওঠে এবং বলে হে আল্লাহ! আমার জন্য আকাশের দরজা খুলে দিন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিন, তখন আল্লাহ তাকে তাই দিয়ে পুরস্কৃত করেন যা সে আল্লাহর কাছে নিজের জন্য চেয়েছিল।

প্রতিটি আমল মানুষকে পুরষ্কারের দাবিদার বানায়। রোজার আমলটি একজন ব্যক্তিকে আল্লাহর বিশেষ প্রতিদানের যোগ্য করে তোলে, আল্লাহ তাকে সমস্ত রকমের ফেতনা থেকে রক্ষা করেন এবং তাকে অনন্ত নেয়ামতের ছায়ায় নিয়ে নেন।

অনুবাদ : মহিউদ্দিন মণ্ডল

The post রমজান : সচেতনতার মাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8/

হালাল সার্টিফিকেট প্রদান শুরু করলো বিএসটিআই

ফাতেহ ডেস্ক:

পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান শুরু করেছে মান প্রণয়ন ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১১ এপ্রিল) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিনটি প্রতিষ্ঠানের নয়টি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদান করা হয়।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার বলেন, ‘বিএসটিআই পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো। হালাল সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ মান হিসেবে (BDS OIC/SMIIC 1: 2021, BDS OIC/SMIIC 2: 2021 ও BDS OIC/SMIIC 24: 2021) অ‌্যাডপ্ট করেছে এবং উক্ত মান অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।’

ওআইসিভুক্ত দেশসমূহের হালাল মানসনদ বিষয়ক সংস্থা স্মিক-এর সদস্য হিসেবে এবং দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও মাদ্রসা-ই-আলীয়া, কওমী মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট প্রদানের ফলে ব্যবসায়িগণ একটি পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন।

মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন। বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এর নিকট থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-১) এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২) এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন পরিচালক তানভীর আলী এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩) এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম।

বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠান ও পণ্যসমূহের মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-১) এর ওয়েফার স্কিুট, লজেন্স, প্লেইন কেক ও টফি; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২) এর ওয়েফার বিস্কুট, চকলেট ও বিস্কুট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩) এর ইনস্ট্যান্ট নুডুলস এবং চিপস/ক্রেকার্স।

The post হালাল সার্টিফিকেট প্রদান শুরু করলো বিএসটিআই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8/

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

ফাতেহ ডেস্ক:

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে প্রতিদিন সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে। রেলওয়ে সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ২৫ এপ্রিল থেকে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে—এমন অনুমানে টিকিট বিক্রির এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে। যদি ১ মে চাঁদ দেখা না যায় সে ক্ষেত্রে ২৮ এপ্রিল ২ মে’র টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে ১ মে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, ‘ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার রেল ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই অগ্রিম টিকিট বিক্রির এসব তারিখ ঠিক করা হয়। তবে এসব বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম আগামী বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।’

তিনি আরো বলেন, ‘স্বাভাবিক সময়ে আন্তঃনগর ট্রেনের টিকিট পাঁচ দিন আগে থেকে বিক্রি করা হয়। এ ক্ষেত্রে এবারের ঈদেও পাঁচ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। যদিও ঈদের তারিখ নির্ভর করছে চাঁদ দেখার উপর। তবুও প্রতিবছর রেলওয়ে থেকে একটি তারিখ ধরে টিকিট বিক্রির তারিখ ঠিক করা হয়।’

The post ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

সংকট মোকাবিলায় তরুণদের আহ্বান জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (১১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এসময় তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী তরুণদের বিষয়টি যৌক্তিকভাবে ভাবার আহ্বান জানান।

এসময় মাহিন্দা রাজাপাকসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাজে বাঁধা না দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের সংকটময় পরিস্থিতিতে যুদ্ধ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

রাজাপাকসে বলেন, তার সরকার দেশের সংকট কাটাতে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, এখন যদি ২২৫ জন সংসদ সদস্যকে প্রত্যাখ্যান করার স্লোগান দেওয়া হয়, তাহলে সম্প্রতি অতীতের দিকে নজর দিলেই এর বিপদসংকেত বোঝা যাবে। আন্দোলনকারী তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশকে যেন আর অতীতের দিকে টেনে না নিয়ে যাওয়া হয়।

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার মানুষ। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।

দেশটিতে অর্থনীতি ধসে পড়ার জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কলম্বোর মিরিহানায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করে কয়েকশ মানুষ। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। আটক করা হয় আরও ৫০ জনের মতো আন্দোলনকারীকে।

সূত্র: দ্য আইল্যান্ড ডট আইকে

The post সংকট মোকাবিলায় তরুণদের আহ্বান জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/

Sunday, April 10, 2022

পাকিস্তান জুড়ে ইমরান খানের সমর্থনে লাখো মানুষের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

রোববার রাতে গোটা পাকিস্তান জুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর দ্যা ডনের।

তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোর, মালাকান্দ, জং, কোয়েটা, ওকারা ও অ্যাবোটাবাদসহ অন্য বড় শহরে।

আমেরিকার হস্তক্ষেপে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। রোববার অনুষ্ঠিত বিক্ষোভে ক্ষুব্ধ জনতা মূলত পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা বলেন, পাকিস্তানের জনগণ কখনও বিদেশ থেকে চাপিয়ে দেয়া কোনো সরকারকে মেনে নেবে না।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তার দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন। রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় তার আহ্বানে সাড়া দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।

এদিকে সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে তেহরিকে ইনসাফ দল থেকে ইমরান খানের পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন। কোনো কোনো সূত্র জানিয়েছে, কোরেশি হেরে গেলে তেহরিকের সংসদ সদস্যরা গণহারে পদত্যাগ করবেন।

The post পাকিস্তান জুড়ে ইমরান খানের সমর্থনে লাখো মানুষের মিছিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/

বাংলাদেশে আসার ৩ দিন আগেই অনলাইনে দিতে হবে স্বাস্থ্য তথ্য

ফাতেহ ডেস্ক:

এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশনের আগে হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। সেই ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই দুর্ভোগ কমাতে এখন থেকে দেশে আসার ৩ দিন আগেই অনলাইনে স্বাস্থ্যগত তথ্যের ফরম পূরণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ সংক্রান্ত পদ্ধতি বাস্তবায়ন করতে চিঠি দেয়।

বিভিন্ন দেশে করোনা মহামারির শুরু থেকেই ভ্রমণকারীদের স্বাস্থ্যগত তথ্য সংগ্রহে অনলাইনে সংগ্রহের পদ্ধতি চালু হয়। তবে বাংলাদেশে অনলাইনে এ তথ্য সংগ্রহের পদ্ধতি এবারই প্রথম চালু হচ্ছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের এই পদ্ধতি বিমানবন্দরে বাস্তবায়নের জন্য কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

The post বাংলাদেশে আসার ৩ দিন আগেই অনলাইনে দিতে হবে স্বাস্থ্য তথ্য appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87/

রোজার প্রকৃত মর্ম

মাওলানা ওহিদুদ্দিন খান
অনুবাদ : মহিউদ্দিন মণ্ডল

ইসলামের মূল ভিত্তি পাঁচটি। এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি. বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর রাখা হয়েছে। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সা. তাঁর বান্দা ও রসুল, নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত প্রদান করা, হজ করা এবং রমজানের রোজা রাখা (সহিহ বুখারি, হাদিস নং ৮, সহিহ মুসলিম, হাদিস নং ১৬)।

এই হাদিসটির বাহ্যিক অর্থ হলো ঈমানের শব্দগুলির পুনরাবৃত্তি করা, নামাজ প্রতিষ্ঠা করা, নির্ধারিত পরিমাণ জাকাত প্রদান করা, হজ পালন করা, রমজানের রোজা রাখা। তবে এর অর্থ বাহ্যিক কাঠামোর জন্য নয়, স্পিরিটের জন্য। এর অর্থ, এই এবাদতের বাহ্যিক কাঠামোর একটি মর্যাদা আছে; কিন্তু তাদের সেই এবাদত উচ্চ স্তরের এবাদত হতে পারে যদি তার মধ্যে চেতনা অর্থাৎ স্পিরিট পাওয়া যায়।

উদাহরণস্বরূপ, কুরআন অনুসারে নামাজের বাস্তবতা হলো খুশু-খুজু অর্থাৎ নম্রতা ( সুরা মুমিনুন, ২৩: ১-২), এবং রোজার বাস্তবতা হলো তাকওয়া ও ধৈর্য। এই নীতি ইসলামের অনান্য আদেশের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রতিটি ইসলামিক এবাদতের একটি হলো বাহ্যিক দিক এবং অন্যটি তার মর্মকথা বা আসল রূপ। এবাদতের এই অভ্যন্তরীণ বাস্তবতা কখনোই বদলায় না। এই আবশ্যিক আদেশগুলি তখনই ইসলামের ভিত্তি হবে যখন সেগুলির বাহ্যিক রূপের সাথে আধ্যাত্মিক বাস্তবতা পাওয়া যায়। আত্মার বিচ্ছেদের পরে বাহ্যিক রূপের অস্তিত্ব কোনো কাজে আসে না।

কুরআনে রোজা রাখার হুকুমটি সুরা বাকারায় কী সুন্দর ব্যাখ্যার সাথে এসেছে। এই আয়াতের অনুবাদ এখানে দেওয়া হলো : হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা সংযত জীবন যাপন করতে পারো (২ : ১৮৩)।

এটাই রোজার মূল কথা। হাদিস ও ফিকহে এর আরও ব্যাখ্যা করা হয়েছে। রোজার অধ্যায়গুলির অধীনে হাদিসের বইগুলিতে অনেক হাদিস সংগ্রহ করা হয়েছে। সেগুলি রোজার স্বরূপ প্রকাশ করে।

হাদিসে বর্ণিত আছে যে রমজান মাস আসার আগে শাবানের শেষ দিনগুলিতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিয়েছিলেন। সেই খুতবায় রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখার ফজিলত বর্ণনা করেছেন। খুতবায় তিনি যে সমস্ত কথার উল্লেখ করেছেন তার কিছু অংশ এমন : এটি ধৈর্যের মাস এবং ধৈর্যের প্রতিদান জান্নাত, এটি সহমর্মিতার মাস এবং এটি এমন এক মাস যার মধ্যে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয় (সহিহ ইবনে খাযিমা), হাদিস নং ১৮৮৭)।

এই হাদিসে রিজিকের অর্থ বস্তুগত রিজিক নয়; বরং আধ্যাত্মিক রিজিক। এই বর্ণনায় রোজার আসল চেতনা বা স্পিরিট প্রকাশ পায়। এই হাদিসটির অর্থ হলো এই মাসে মানুষকে একতরফা নৈতিকতা সহকারে সমাজে দাতা হতে হবে এবং তার জীবন আল্লাহ কেন্দ্রিক জীবনে পরিণত হবে, সে সর্বদা আধ্যাত্মিক রিজিকের অধিকারী হবে।

রমজান সম্পর্কে আরেকটি হাদিস : যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং রোজার সীমারেখা সম্পর্কে সতর্ক থাকে এবং যথাসাধ্য সংযত জীবনযাপন করে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়।

রোজার আসল বাস্তবতা হলো ঐ সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচানো, যা থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। রমজানের দিনগুলিতে খাবার-দাবারের মতো জিনিস দিয়ে রোজা রাখার হুকুম আসলে তারই ব্যবহারিক আমল। খাওয়া এবং পান করা হলো সর্বশেষ প্রয়োজন যা থেকে একজন ব্যক্তিকে বিরত রাখা হয়। মানুষকে সর্বশেষ প্রয়োজন থেকে বিরত রেখে তাকে সবচেয়ে শক্তিশালী উপায়ে শেখানো হয় যে আল্লাহ যে জিনিস থেকে তোমাকে মানা করেছে তা থেকে তোমাকে অবশ্যই বিরত থাকতে হবে। যদিও তোমার সাধ এবং অভ্যাসকে সংযত করা যতই কষ্টকর হোক না, যদিও তোমার জীবনের তালিকায় সেগুলির প্রয়োজন সর্বাধিক হোক না কেন।

রোজার উদ্দেশ্য হলো একজন ব্যক্তির মধ্যে সেই ক্ষমতা তৈরি করা, যাতে তার জীবন অনুশাসনের জীবন হয়, জেলখানার জীবন নয়।

The post রোজার প্রকৃত মর্ম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/

যুক্তরাষ্ট্র থেকেে এলো রেকর্ড রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামরির মধ্যে যুক্তরাষ্ট্র রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি বেড়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিঙিয়ে প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। এর ধারাবাকিহতায় গত মার্চেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা।

সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় এখন যুক্তরাষ্ট্র থেকে দেশে টাকা পাঠানো সহজ হয়েছে। এছাড়া বৈধ পথে প্রণোদনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি মহামারিতে দেশে স্বজনদের কথা বিবেচনায় নিয়ে প্রবাসীরা আগের তুলনায় বেশি অর্থ পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রবাসীরা ৩০ কোটি ৮৮ লাখ (৩০৮.৮২ মিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অতীতে একক মাসে এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি দেশটি থেকে। ধারাবাহিকভাবে বাড়তে থাকা দেশটির রেমিট্যান্স প্রবাহ শীর্ষে থাকা সৌদির কাছাকাছি চলে এসেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে এক কোটি ২০ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে রেমিট্যান্স আহরণে বেশি ভূমিকা পালন করছেন মধ্যপ্রাচ্য ও আমেরিকা ও ইউরোপের দেশে থাকা প্রবাসীরা।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে। এরপরই ছিল সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। তা ডিঙিয়ে দ্বিতীয়তে এখন যুক্তরাষ্ট্র আর তৃতীয়তে উঠে এসেছে যুক্তরাজ্য। এক সময় দ্বিতীয় থাকা আরব আমিরাতের অবস্থায় এখন চতুর্থ অবস্থানে।

The post যুক্তরাষ্ট্র থেকেে এলো রেকর্ড রেমিট্যান্স appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b0/

ইউক্রেন-রাশিয়ার বন্দিবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধাবস্থায়ই বন্দিবিনিময় হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এ কথা জানিয়েছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক টেলিগ্রাম পোস্টে জানান, রাশিয়া বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার ২৬ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে।

এদের মধ্যে ১২ জন সেনা সদস্য এবং ১৪ জন বেসামরিক নাগরিক। খবর আনাদোলুর।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। রুশ আগ্রাসনের মধ্যে এ নিয়ে তিনবার দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হল।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের হিসেব মতে, এ পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে পা্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬৬ জন বেসামরিক লোক। এছাড়া আহত হয়েছেন ২ হাজার ৩৮৩ জন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, ইউক্রেন থেকে এ পর্যন্ত ৪৪ লাখ মানুষ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

The post ইউক্রেন-রাশিয়ার বন্দিবিনিময় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8/

ঈদের আগে লঞ্চের টিকিট পেতে লাগবে জাতীয় পরিচয়পত্র

ফাতেহ ডেস্ক:

জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আমরা এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ঈদের পর আমরা আরও কঠোর হবো। এটা হবে স্থায়ী পদক্ষেপ।

 

The post ঈদের আগে লঞ্চের টিকিট পেতে লাগবে জাতীয় পরিচয়পত্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4/

Saturday, April 9, 2022

ইসরাইলের উগ্রবাদীদের জন্য মার্কিন অর্থায়ন বন্ধ করতে চান ১৯ ইহুদি রাব্বি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের উগ্রবাদীদের জন্য মার্কিন অর্থায়ন বন্ধ করার দাবি জানিয়েছেন ১৯ ইহুদি রাব্বি। কারণ, এ ধরনের মার্কিন অর্থায়ন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া অর্থের মাধ্যমে ইসরাইলের (ইহুদি) উগ্রবাদীরা তাদের চাহিদা পূরণ করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নিপীড়ন বাড়িয়ে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ১৯ ইহুদি রাব্বি। গত বছরের মে মাসে গাজায় ইসরাইলের ১১ দিনের অব্যাহত নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের পর ওই ইহুদি রাব্বিরা একটি চিঠির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরাইলের উগ্রবাদীদের জন্য মার্কিন অর্থায়ন বন্ধ করার দাবি জানান।

তরুয়াহ নামের যে সংগঠনটি উগ্রবাদী ইহুদিদের জন্য অর্থায়ন বন্ধ করতে চায় তাদের কর্মীরা এবং এ বিষয়ে তাদের সহযোগী কিছু ইহুদি রাব্বিরা এমন দাবি জানিয়েছেন। তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের সংগঠনগুলো কর্তৃক উগ্রবাদী ইসরাইলিদের অর্থায়ন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে দেখা গেছে যে ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরাইলিদের আক্রমণ আগের চেয়ে বেড়েছে।

এসব কারণে তরুয়াহ নামের ওই মানবাধিকার সংগঠনটি এ বিষয়টিকে মার্কিন জনগণের কাছে প্রচার করার চেষ্টা করছে। তারা চিঠির মাধ্যমে তাদের শঙ্কার কথা তুলে ধরেছেন। ওই চিঠিতে ওই সংগঠনের সদস্যরা ও নিউইয়র্কের ১৯ ইহুদি রাব্বি আহ্বান জানান যে ফিলিস্তিনে উগ্রবাদী ইসরাইলিদের আক্রমণ বন্ধ করতে মার্কিন অর্থায়ন বন্ধ করা প্রয়োজন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post ইসরাইলের উগ্রবাদীদের জন্য মার্কিন অর্থায়ন বন্ধ করতে চান ১৯ ইহুদি রাব্বি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d/

ইজরাইলি সেনার গুলিতে ১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি সেনার গুলিতে দখলকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবির জেনিনে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গণমাধ্যমটি জানিয়েছে, নিহত আহমদ আল-সাদি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের সদস্য বলে অভিযোগ রয়েছে।

এর আগে, ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল দেখা গেছে। এদিন আল-আকসায় অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন।
জানা গেছে, শুক্রবার ভোর থেকেই জেরুজালেমের প্রবেশপথে ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট পেরিয়ে পশ্চিম তীর থেকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিনিরা মসজিদে ভিড় জমায়।

The post ইজরাইলি সেনার গুলিতে ১ ফিলিস্তিনি নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%ab%e0%a6%bf/

এক মাসে বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে ১৩ শতাংশ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে খাদ্যপণ্যের দাম। ফেব্রুয়ারি থেকে মার্চ— মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বে ভোজ্য তেল, খাদ্যশস্য, চিনি, মাংসসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গড় হার ১৩ শতাংশ।

জাতিসংঘের বৈশ্বিক খাদ্যপণ্য মূল্যসূচকের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সূচক বলছে, গত ‍এক মাসে বিশ্বে ভোজ্য তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ, খাদ্যশস্যের দাম বেড়েছে ১৭ শতাংশ, চিনির দাম বেড়েছে ৭ শতাংশ, মাংসের দাম বেড়েছে ৫ শতাংশ এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৩ শতাংশ।

এ বিষয়ক এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক খাদ্যপণ্য মূল্যসূচকের যাত্রা শুরু হয় আজ থেকে ৬০ বছর আগে। গত ৬০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে খাদ্যপণ্যের দামের এই পরিমাণ উল্লম্ফণ দেখা যায়নি।

বৈশ্বিক বাজারে ভোজ্য তেল, বিশেষ করে সূর্যমুখী তেল ও খাদ্যশস্যের সবচেয়ে বড় যোগান আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ায় এ দু’টি দেশ থেকে যোগান আসা একেবারেই কমে গেছে। ফলে এই দুই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে চিনি-মাংস ও দুধের দামও।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা গত মাসে সতর্কবার্তা দিয়েছে—বছরের শেষ নাগাদ খাদ্যপণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুদ্ধের জেরে ইউক্রেনে কৃষি উৎপাদন কমে যাওয়াই হবে এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

The post এক মাসে বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে ১৩ শতাংশ: জাতিসংঘ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/

পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। পাকিস্তানের বিভিন্ন প্রাণী লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি কর্মকর্তাদের মতে, জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়। খবর জিয়ো ‍নিউজের।

খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, লাম্পি স্কিন ভাইরাসের কারণে গরুর মাংস আমদানির উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অস্থায়ী বলে সৌদি কর্মকর্তারা জিয়ো নিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য, করাচি ও সিন্ধু প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার প্রাণী এতে আক্রান্ত হচ্ছে।

মশা-মাছি বাহিত রোগটি মূলত মশার মধ্যমেই বেশি ছড়ায়। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে। দিন দিন গরু-বাছুর দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মারাও যায়। ১৯২৯ সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এ রোগ দেখা দেয়।

The post পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be/

এবার হজ করতে পারবে ১০ লাখ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক:

দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এবছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদির সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি ২০২২ সালে হজ করতে পারবেন।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে হজযাত্রীদের জন্য কিছু শর্ত রয়েছে।

শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা প্রতিষেধক টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সূত্র: সৌদি গেজেট

The post এবার হজ করতে পারবে ১০ লাখ মুসল্লি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%ae/

এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

ফাতেহ ডেস্ক:

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।

হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ৭৫ টাকা। যবের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম (এক সা’) বা এর বাজার মূল্য ৩০০ টাকা ফিতরা দিতে হবে।

এছাড়া তিন কেজি ৩০০ গ্রাম কিসমিস বা এর বাজার মূল্য এক হাজার ৪২০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা ও পনিরের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৩১০ টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।

মাওলানা রুহুল আমিন আরও বলেন, ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ফিতরা সংক্রান্ত কমিটির উপস্থিত সদস্যরা উল্লেখ করেন, নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রূপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের ওপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

সভায় মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ূর রহমান খান ও মুফাসসির মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারীসহ দেশের বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

The post এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b/

Thursday, April 7, 2022

খাশোগি হত্যা মামলা সৌদি আরবে স্থানান্তর করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা স্থগিত করে তা সৌদি আরবে স্থানান্তরের আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত। বৃহস্পতিবার এ রায় দেয়া হয়।

তবে রায়টি অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ গত সপ্তাহে আইনজীবীরা ২৬ সৌদি সন্দেহভাজনের অনুপস্থিতিতে এই মামলা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়েছিলেন। পরে আইনমন্ত্রী তাতে সম্মতি দেন। তবে এ ব্যাপারে রিয়াদের উদ্যোগ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মানবাধিকার কর্মীরা বিচারকার্য স্থানান্তরের সমালোচনা করেছেন।

চার বছর আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর জামাল খাশোগি হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাপ সৃষ্টি হয় সৌদি আরবের মূল ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

The post খাশোগি হত্যা মামলা সৌদি আরবে স্থানান্তর করলো তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86/

দেশে বায়ুদূষণে বছরে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

জলবায়ুর পরিবর্তন অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। জীবাশ্ম জ্বালানির কারণে বায়ুদূষণে বিশ্বে প্রতিবছর ৭ লাখ অপরিণত নবজাতকের মৃত্যু হয় ও প্রতি মিনিটে মারা যান ১৩ জন। বাংলাদেশে বছরে বায়ুদূষণে প্রতি ১ লাখে ১৪৯ জন (মোট মৃত্যু ২ লাখ ৪০ হাজার) মারা যান।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি বর্ধন জং রানা এসব তথ্য জানান।

বর্ধন জং রানা বলেন, ধারণা করা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে অপুষ্টি, ম্যালেরিয়া, ডায়রিয়া ও হিট স্ট্রেসে ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যবর্তী সময়ে বিশ্বে বছরে অতিরিক্ত আড়াই লাখ মানুষ মারা যাবে।

বর্ধন জং রানা আরও বলেন, ‘তামাকের ব্যবহারে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৯৬১ মানুষ মারা যান, পরোক্ষ ধূমপানে মারা যান ২৪ হাজার ৭৫৭ জন। এখানে প্রক্রিয়াজাত খাবার ও কোমল পানীয়ের ব্যবহার প্রচুর পরিমাণে বাড়ছে। দ্রুত বর্ধমান এই সংকট প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই সংকট করোনার চেয়েও বড় ও স্থায়ী বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের স্বাস্থ্য ও বিশ্বকে রক্ষায় জলবায়ু কর্মপন্থা গ্রহণ করে সরকার, নাগরিক সমাজ, শিল্পকারখানা এবং অংশীজনদের একসঙ্গে কাজ করার সময় এসেছে।’

The post দেশে বায়ুদূষণে বছরে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/

ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট আসছে

ফাতেহ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে ৩২টি ব্যাংকের মাধ্যমে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। এবার ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নতুন নোট ছাড়া হবে। তবে আগের মতোই সমপরিমাণ পুরোনো নোট বাজার থেকে অপসারণ করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করেই কেন্দ্রীয় ব্যাংক সারা বছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে নগদ টাকার চাহিদা বেড়ে যায় বলে এসময় বেশি নতুন নোট ছাড়া হয়। এটা বিবেচনায় রেখে এবার ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

 

The post ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট আসছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4/

যুক্তরাজ্যে বিবাহবিচ্ছেদ করতে হলে কারণ দর্শাতে হবে না

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি আইন ও নিয়মের পরিবর্তন করা হচ্ছে চলতি মাসে। চলতি মাস থেকে যুক্তরাজ্যে কর্মসংস্থান আইন, বিবাহবিচ্ছেদ এবং ট্যাক্স রেটের আইনের পরিবর্তন করা হচ্ছে।

দেশটিতে এইচএমআরসি পোস্ট অফিস কার্ড অ্যাকাউন্টে অর্থপ্রদান করা বন্ধ হচ্ছে। এইচএম রেভিনিউ এবং কাস্টমস ৫ এপ্রিল থেকে পোস্ট অফিস কার্ড অ্যাকাউন্টে অর্থপ্রদান করা বন্ধ করেছে।

দেশটিতে বেনিফিট পেমেন্ট পাওয়ার জন্য গ্রহীতাকে একটি বিকল্প অ্যাকাউন্ট বেছে নিতে হবে এবং তাদের বিবরণ আপডেট করতে হবে। নতুন নিয়ম অণুযায়ী এইচএমআরসি-কে নতুন অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ না জানানো পর্যন্ত পেমেন্ট বন্ধ থাকবে।

অন্যদিকে চলতি মাস থেকে গাড়ির ট্যাক্স বৃদ্ধি পাবে। যানবাহনের আবগারি শুল্ক, যা সাধারণত গাড়ির ট্যাক্স হিসাবে পরিচিত। এই আবগারি শুল্ক মুদ্রাস্ফীতির খুচরা মূল্য সূচক পরিমাপের সাথে সঙ্গতি রেখে বাড়বে।

যুক্তরাজ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইনের পরিবর্তন হয়েছে ৬ এপ্রিল থেকে। নতুন আইন অনুযায়ী ব্যক্তিকে বিচ্ছেদ করতে হলে কারণ দর্শাতে হবে না। বিবাহ বিচ্ছেদ সহজ করতেই নতুন এই উদ্যোগ। একই সাথে এই উদ্যোগের কারণে পরিবারের মাঝে দ্বন্দ্ব ও প্রতিহিংসা কমবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

এছাড়া জাতীয় ন্যূনতম মজুরি এপ্রিল থেকে বেড়েছে এবং ঘণ্টায় বেতনে অতিরিক্ত ৮২ পেন্স যোগ করা হয়েছে। নতুন এই বেতন বৃদ্ধির কারণে বছরে ১০০০ পাউন্ড করে বাড়বে কর্মীদের।

১ এপ্রিল থেকে, ২১-২২ বছর বয়সীদের জন্য ওয়ার্কিং আওয়ার রেট ৮.৩৬ পাউন্ড থেকে বেড়ে প্রতি ঘণ্টায় ৯.১৮ পাউন্ড হয়েছে। ২৩ এর বেশি বয়সীদের জন্য মজুরি ৯.৫০ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি হয়েছে।

এদিকে ১ এপ্রিল থেকে, যুক্তরাজ্যকে তার ২০৫০ সালের জলবায়ু প্রতিশ্রুতি পূরণে সহায়তা করার জন্য লাল ডিজেল এবং রিবেটেড জৈব জ্বালানি অবৈধ হয়ে যাবে। ফাইন্যান্স অ্যাক্ট ২০২১-এ প্রণীত হিসাবে, কর্পোরেশন করের হার ২০২২-২৩ এর জন্য ১৯%-এ থাকবে, কিন্তু তারপর ২৫০০০০ পাউন্ডের বেশি লাভের ক্ষেত্রে ২০২৩ সালের এপ্রিল থেকে ২৫% বৃদ্ধি পাবে৷

The post যুক্তরাজ্যে বিবাহবিচ্ছেদ করতে হলে কারণ দর্শাতে হবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/

Wednesday, April 6, 2022

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

ফাতেহ ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।

এ বছর দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। সেদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।

The post বিশ্ব স্বাস্থ্য দিবস আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ফাতেহ ডেস্ক:

রাজধানীসহ প্রায় সারাদেশেই গ্যাস সঙ্কট চরম আকার ধারন করেছে। আজও কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার চার ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট চার ঘণ্টা তারাবো থেকে আড়াইহাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

The post যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8/

Monday, April 4, 2022

ঈদুল ফিতরে দুস্থদের জন্য এক লক্ষ ৩৩০ মেট্রিকটন চাল বরাদ্দ

ফাতেহ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভায় বিতরণের জন্য এক লক্ষ ৩৩০.৫৪ শূন্য মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সোমবার এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লক্ষ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়।

ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

একইসঙ্গে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

The post ঈদুল ফিতরে দুস্থদের জন্য এক লক্ষ ৩৩০ মেট্রিকটন চাল বরাদ্দ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

মহাসড়কে ইজিবাইক নিষিদ্ধ, আপিল বিভাগের রায়

ফাতেহ ডেস্ক:

মহাসড়কে ইজিবাইজ ও থ্রি হুইলার চলতে পারবে না। তবে অন্য সব সড়ক ও অলিগলিতে এই যানটি চলতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ইজিবাইক অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন করে এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

এর আগে গত ১৫ ডিসেম্বর সারাদেশের সড়কগুলো থেকে এসিড ব্যাটারিচালিত ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

১৫ ডিসেম্বর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেছিলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এতে বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

গত বছরের ১৩ ডিসেম্বর বাঘ ইকোমোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

The post মহাসড়কে ইজিবাইক নিষিদ্ধ, আপিল বিভাগের রায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনয়ন দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার প্রধানমন্ত্রী তাকে মনোনীত করেছেন বলে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেছেন, পিটিআইয়ের মূল কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি গুলজার আহমেদকে অনুমোদন দেওয়া হয়েছে। তারপরই প্রধানমন্ত্রী ইমরান খান গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।

প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে লেখা চিঠিতে বলেছেন, ‌‘আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।’

এর আগে, প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ইমরান খান এবং বিরোধী নেতা শেহবাজ শরিফের কাছে চিঠি লিখে তিন দিনের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বলেছেন প্রেসিডেন্ট আলভি।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর দেশটিতে যে অস্থিরতা তৈরি হয়েছে; তা শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে। বিরোধীদের অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে খারিজ হয়ে যাওয়ার পর সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান দেশে আগাম নির্বাচনের যে ডাক দিয়েছেন তার বৈধতা নিয়ে সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে।

The post তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনয়ন দিলেন ইমরান খান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

Sunday, April 3, 2022

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি রোববার (৩ এপ্রিল) বলেন, পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারা অনুযায়ী এটি অবৈধ।

এদিকে, নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।

সূত্র: এনডিটিভি

The post ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be/

রমজানে ঢাকার ১০ স্থানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন স্থানে পবিত্র রমজান উপলক্ষে গাড়িতে করে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রবিবার থেকে এই বিক্রি কার্যক্রম শুরু হবে। চলবে ২৮ রমজান পর্যন্ত।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এই মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত স্থানগুলো হলো সচিবালয় সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি গোলচত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী ও যাত্রাবাড়ী।

প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০, খাসির মাংস প্রতি কেজি ৮০০, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ ও ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করা হবে।

রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে, সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করবে।

The post রমজানে ঢাকার ১০ স্থানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81/

এতিম ও আলেমদের সঙ্গে বিএনপির ইফতার আজ

ফাতেহ ডেস্ক:

প্রথম রমজানে এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি। আজ রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেবে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতার হোটেল ওয়েষ্টিন, রাজনীতিকদের সন্মানে ২০ এপ্রিল হোটেল লেক শোর, পেশাজীবীদের সন্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।

দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ইফতারেও অংশগ্রহণ করবেন। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।

The post এতিম ও আলেমদের সঙ্গে বিএনপির ইফতার আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8/

বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু

ফাতেহ ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার থেকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে মেলায়।

ইসলামী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

The post বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

Saturday, April 2, 2022

অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভের ডাক ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক:

অনাস্থা প্রস্তাবে ভোটের প্রাক্কালে, বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদের উদ্দেশ্য করে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে সরাসরি প্রশ্ন-উত্তর সেশনে অংশ নিয়ে ইমরান খান তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। টেলিভিশন বক্তব্যে তিনি বলেন, রোববারের (৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ ভোটের জন্য একাধিক পরিকল্পনা করেছেন তিনি এবং পুরো জাতিকে চমক দেবেন।

প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় অধিবেশনে তার দলের কৌশল সম্পর্কেও তার মত পরিবর্তন করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময় উপস্থিত থাকবেন সংসদে। তিনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের রোববারের কার্যক্রমে অংশ নিতে এবং তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের সোচ্চার প্রতিবাদের নির্দেশ দিয়েছেন।

দেশটির গণমাধ্যম ডনকে তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন যে রোববার অনাস্থা ভোট স্থগিত করার যে আহ্বান জানিয়েছিল ইমরান খানের দল প্রত্যাহার করা হয়েছে এবং দলের হয়ে তিনিই নেতৃত্ব দেবেন তিনি।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।

সূত্র: ডন

The post অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভের ডাক ইমরান খানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6/

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ফাতেহ ডেস্ক:

১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে আজ সন্ধ্যায় বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান (এম.পি.)।

শুক্রবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর​:​০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

The post সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/

ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত, আহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। শুক্রবার সেখানে ভূমি দিবসের ৪৬তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে তাতে গুলি ছোঁড়ে ইসরাইল।

ফিলিস্তিনি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমি দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপনের জন্য পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থানে সমাবেশের সময় ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত যুবকের নাম আহমাদ আল আত্রাশ। তার বয়স ২৮ বছর। তাকে এর আগে ৬ বছর কারাগারে আটকে রেখেছিল ইসরাইল। গুলির পর হেবরন সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ফিলিস্তিনি যুবকরা ইসরাইলি সেনাদের দিকে পাথর ছুঁড়লে সরাসরি গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা ব্যবহার করে প্রতিরোধ করে ইসরাইলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, ইসরাইলি সেনাবাহিনী আগে থেকেই বাব আল-জাওইয়া, আল-শুহাদা স্ট্রিট এবং আল-শালালা স্ট্রিট এলাকায় স্নাইপার মোতায়েন করেছিল।

ফিলিস্তিনি দলগুলো ২ এপ্রিল হেবরনে সরকারি শোক দিবসের ডাক দিয়েছে। ইসরাইলি শহর উম্ম আল-ফাহম এবং উত্তর ট্রায়াঙ্গলে কয়েক ডজন ফিলিস্তিনি যুবক ফিলিস্তিনি পতাকা হাতে একটি প্রতিবাদ মিছিলে যোগ দেয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে, নাবলুস, বেইতা এবং বেইত দাজানে সংঘর্ষে আহত হয়েছেন ১৫০ জন। তাদের মধ্যে রেড ক্রিসেন্টের কর্মীও রয়েছে।

বেইতার মেয়র মাহমুদ বারহাম বলেছেন যে, টাউনশিপে সংঘর্ষ কয়েক মাসের মধ্যে সবচেয়ে সহিংস ছিল। কমপক্ষে ১২০ জন আহত হয়েছে।

পশ্চিম তীরের কালকিলিয়া শহরে সমাবেশের সময় দুই শিশুসহ নয়জন বেসামরিক ব্যক্তি তাজা গুলি এবং টিয়ার গ্যাসের ক্যানিস্টারে আহত হয়েছেন। ফাতাহ আন্দোলনের ডেপুটি নেতা মাহমুদ আল-আলাউলসহ কয়েক ডজন বিক্ষোভকারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে আলাউল প্রতিজ্ঞা করেন যে, প্রতিরোধ অব্যাহত থাকবে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একজন কর্মকর্তা ওসামা আল-কাওয়াসমি বলেন, ‘এটা পরিষ্কার যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছেন।’

ইসরাইলি সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, রমজানের শুরুতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী গত কয়েকদিনে পশ্চিম তীরে দুটি সামরিক ব্যাটেলিয়ন এবং গাজা উপত্যকার পাশে আরও দুটি ব্যাটেলিয়ন করেছে।

সূত্র: আরব নিউজ

The post ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত, আহত অনেক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/