Monday, August 31, 2020

মুসলমানদের উস্কাতেই কোরআন অবমাননা: ওআইসি

ফাতেহ ডেস্ক:

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে উগ্রপন্থি ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে‌ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল- কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে সংস্থাটির মহাসচিবের দপ্তর।

সেখানে বলা হয়েছে, মুসলমানদের ক্ষুব্ধ করতেই ইচ্ছাকৃতভাবে এ উস্কানিমূলক অপরাধ সংঘটিত করেছে তারা। এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিপরীতে অবস্থান নিয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে সাইকেল চালানোর একটি রাস্তায় কোরআন পোড়ায় উগ্রপন্থি ইসলাম বিদ্বেষীরা। তারা সেই দৃশ্য ধারণ করে অনলাইনে আপলোড করে। এর পরই শহরের ক্ষুব্ধ মুসলিমরা বিক্ষোভ করেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, প্রায় ৩০০ মুসলিম ওই বিক্ষোভে অংশ নেন। যাদের অধিকাংশই তরুণ। বিক্ষোভ চলাকালে কিছু তরুণ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ অন্তত ২০ জনকে আটক করে।

জানা গেছে, ঐশী গ্রন্থ আল-কোরআন পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন। অবশ্য সুইডেনের পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা ঠিকই ন্যাক্কারজনক ওই ঘটনায় অংশ নেয়।

বাংলাদেশি সাংবাদিক তাসনীম খলিল থাকেন সুইডেনের ওই মালমো শহরে। তিনি বিবিসি বাংলাকে বলেন, ধারণা করা হচ্ছে, রাসমুস পালাদুনের সমর্থকরাই কোরআন পুড়িয়েছে।

তিনি জানান, তারা গোপনে সাইকেল চালানোর একটি রাস্তায় কোরআন পোড়ায়। আবার তারা নিজেরাই ঘটনাটি ভিডিও করে একটি ওয়েবসাইটে আপলোড করে।

তাসনীম খলিল বলেন, ন্যাক্কারজনক এই ঘটনার পক্ষে তারা একটি হাস্যকর যুক্তিও উপস্থাপন করেছে। তারা বলছে, মত প্রকাশের স্বাধীনতার জন্যই নাকি তারা এই কাজ করেছে। এ ঘটনার মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে, যা সুইডেনের আইন অনুযায়ী নিষিদ্ধ।

The post মুসলমানদের উস্কাতেই কোরআন অবমাননা: ওআইসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86/

ইজরাইল-আমিরাত প্রথম ফ্লাইটের দিনে আবুধাবিতে বিস্ফোরণে নিহত ১

ফাতেহ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে আলাদা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ইহুদিবাদী ইজরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট উদ্বোধনের দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিমানটি যখন ইজরাইল থেকে সৌদি আরবের আকাশে তখনই বিস্ফোরণ ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। বিমানে ইসরাইল ও আমেরিকার কর্মকর্তারা ছিলেন। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ইজরাইলের বিমানকে সৌদি আরবের আকাশে ব্যবহার করতে দেয়ার ভেতর দিয়ে এই ইঙ্গিত মিলছে যে, তারা ইহুদিবাদী সরকারকে নিয়মিতভাবে আকাশসীমা ব্যবহার করতে দিতে প্রস্তুত রয়েছে যাতে ইসরাইলি বিমানের জন্য দূরত্ব কমে আসে এবং বাণিজ্যিকভাবে লাভজনক হয়। পাশাপাশি এই ইঙ্গিতও আসছে যে, ইজরাইল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি করেছে তার প্রতি রিয়াদ সরকারের সমর্থন রয়েছে।

গত ১৩ ই আগস্ট দখলদার ইজরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সংযুক্ত আরব আমিরাত একটি চুক্তি সই করে। এর মাঝদিয়ে দু পক্ষের মধ্যে নানা রকম চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমিরাত-ইসরাইল চুক্তির ব্যাপারে মধ্যস্থতা করেছেন।

The post ইজরাইল-আমিরাত প্রথম ফ্লাইটের দিনে আবুধাবিতে বিস্ফোরণে নিহত ১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be/

সৌদির উপর দিয়ে আমিরাতে পৌঁছেছে ইজরাইলি প্রথম বিমান

ফাতেহ ডেস্ক:

ইজরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত এবং ইজরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পর সোমবার প্রথম দুই দেশের মধ্যে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের সূচনা হয়। ইজরাইলি বিমান সংস্থা এল আলএর এলওয়াই-৯৭১ ফ্লাইটটি সৌদি আরবের আকাশ সীমার ওপর দিয়ে তিন ঘণ্টায় আবুধাবিতে নামে।

সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইলের মধ্যে যেমন এই প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট, তেমনি এই প্রথম সৌদি আরব কোনো ইজরাইলি বিমানকে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল। রোববার ইজরাইলি গণমাধ্যমে বলা হয়, সৌদি আরব শেষ মূহুর্তে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করতে পারে। এমন উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা ঘটেনি। বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই এবং উপদেষ্টা জ্যারেড কুশনার, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ব্রয়ান এবং ইজরায়েলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-শাবাত।

এর আগে বিমানে আরোহণের আগে জেরেড কুশনার বলেন, ‘শান্তির মাধ্যমে কী কী সম্ভব হবে তা দেখানোই হবে এই ঐতিহাসিক বিমানযাত্রার লক্ষ্য। আরববিশ্ব ও মুসলমানদের ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি পর্যবেক্ষণ করা উচিত।’

ঐতিহাসিক এই ফ্লাইটের নম্বর দেওয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইজরায়েলের জাতীয় বিমান সংস্থা৷ আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড৷ ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইজরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড৷ মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওনা হওয়ার কথা৷

ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন তারা।

গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর সেখানে ইজরাইলি বিমানের ফ্লাইট গেল।

গেল শনিবার সংযুক্ত আরব আমিরাত সরকার ১৯৭২ সালে জারি করা ইজরায়েলকে বয়কটের আইনটি বাতিল করে। এছাড়া, এ মাসের প্রথমদিকে প্রথমবারের মতো দেশ দুটির মধ্যে টেলিফোন সার্ভিস চালু হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় সব পক্ষই লাভবান হওয়ার আশা করছে। যার মধ্যে সৌদি আরবের কাছে ইজরায়েলের স্বীকৃতি পাওয়ার আকাঙ্খা, ইজরায়েলের প্রযুক্তি ও নিরাপত্তা থেকে ইউএই লাভবান হওয়ার আশা ছাড়াও, দেশের ভেতরে নানা কারণে চাপে থাকা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার আশার কথা বলছেন বিশ্লেষকরা।

তবে ফিলিস্তিনিরা বলছে, ওই চুক্তি ফিলিস্তিনিদের স্বার্থবিরোধী। তাদের দাবি, ইজরাইলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি দিনদিন প্রসারিত হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাত এই বাস্তব পরিস্থিতির দিকে চোখ বন্ধ রেখে ইজরায়েলের সাথে চুক্তি করেছে।

The post সৌদির উপর দিয়ে আমিরাতে পৌঁছেছে ইজরাইলি প্রথম বিমান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8c/

অপরিবর্তিত থাকছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও পদবি

ফাতেহ ডেস্ক:

বিতর্কের মুখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও পদবি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আইনগুলো বাংলায় রূপান্তর করলেও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রচলিত নাম ও তার পদগুলোর নাম ঠিক রাখা হচ্ছে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সভায় উপস্থিত হননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এমনকি এদিন তিনি ইসিতেও যাননি।

মুলতবি সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘নির্বাচন আইন ২০২০’ এর খসড়া কমিশন পর্যায় অনুমোদন দেওয়া হয়। এই আইনটিসহ গত সপ্তাহে কমিশন পর্যায়ে অনুমোদন দেওয়া ‘রাজনৈতিক দলের নিবন্ধন আইন-২০২০’ এর খসড়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও তার পদগুলোর নাম বাংলায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছিল কমিশন।

সভা শেষে ইসি সচিব বলেন, আমরা আইন বাংলায় রূপান্তর করলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নাম ও পদবির নামগুলো প্রচলিত শব্দই রাখা হবে। এ ক্ষেত্রে বর্তমানে ব্যবহৃত নাম ও পদবিতে কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন সমন্বিত করে বাংলায় রূপান্তর করার উদ্যোগ নেয় কমিশন। নতুন প্রস্তাবিত আইনের খসড়ায় সিটি করপোরেশনকে মহানগর সভা, পৌরসভাকে নগর সভা ও ইউনিয়ন পরিষদকে পল্লী পরিষদ করার প্রস্তাব রাখা হয়েছিল। সিটি মেয়রের পদকে মহানগর আধিকারিক, পৌর মেয়রকে পুরাধ্যক্ষ বা নগরপিতা, কাউন্সিলরকে পরিষদ সদস্য, ওয়ার্ডকে মহল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের প্রধান, উপ-প্রধান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পল্লী পরিষদ প্রধান করার প্রস্তাব করা হয়েছিল। সোমবারের বৈঠকে এ বিষয়টি থেকে কমিশন সরে এসেছে।

আগের সিদ্ধান্ত থেকে সরে আসাটা কমিশনের দুর্বলতার পরিচয় কি-না, জানতে চাইলে মো. আলমগীর বলেন, এটি একটি প্রস্তাবনা। তার ওপরই আলোচনা হচ্ছে। আইন প্রণয়ন করতে গেলে যতক্ষণ না সংসদে পাস হবে, ততক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই হচ্ছে পরিবর্তনের। এখন যা হচ্ছে তা চূড়ান্ত নয়। এটি আইন মন্ত্রণালয়ে যাবে, কেবিনেটে যাবে, সংসদীয় কমিটিতে যাবে, সবখানেই খসড়াটির পরিবর্তন, পরিবর্ধন হতে পারে।

সচিব আরও বলেন, এটি শিগগিরই ওয়েবসাইটেও প্রকাশ করা হবে নাগরিক সমাজের মতামত নেওয়ার জন্য। এছাড়া রাজনৈতিক দলগুলোকেও খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। আবার স্থানীয় সরকারের বিভিন্ন সংগঠনের কাছেও খসড়াটির ওপর মতামত দেওয়ার জন্য পাঠানো হবে। তাদের সবার মতামতের ভিত্তিতেই খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বৈঠকে একজন কমিশনারের উপস্থিত না থাকার কারণ সম্পর্কে বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি যেহেতু এর আগের বৈঠকে আইনটি প্রণয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, তাই বৈঠকে উপস্থিত ছিলেন না। গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ৬৯তম কমিশন সভায় নোট অব ডিসেন্ট দিয়েছিলেন তিনি। ওই সভায় কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন, তাই সভা মুলতবি করা হয়েছিল।

The post অপরিবর্তিত থাকছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও পদবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f/

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে শোকের ছায়া

ফাতেহ ডেস্ক:

উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণব মুখার্জির। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় অস্ত্রোপচার হয় তার। এর মধ্যে তার দেহে করোনা সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের পরে কোমায় চলে গেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রণব মুখার্জির।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, শোক প্রকাশ করে এদিন একাধিক টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার একটিতে তিনি লিখেছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। তার মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।’

টুইটারে প্রণবের সঙ্গে তার একাধিক ছবিও শেয়ার করেছেন কোবিন্দ।

প্রণবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর টুইটে প্রণবের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একটি টুইটে মোদি লিখেছেন, ‘ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন তিনি। একজন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক হিসেবে রাজনীতি তথা সমাজের সমস্ত স্তরে উচ্চ প্রশংসিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়।’

অন্য একটি টুইটে মোদি লিখেছেন, ‘রাষ্ট্রপতি ভবনকে আমজনতার জন্য আরও বেশি ধরাছোঁয়ার মধ্যে এনে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি নিয়ে তার বিদগ্ধ পরামর্শ কখনই ভুলব না।’

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণব মুখার্জি ছিলেন তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট। এ দিন তার মৃত্যুসংবাদ শোনামাত্র শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি।’

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘প্রথমবার সাংসদ হিসেবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা- কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তার অবাধ জ্ঞান ছিল। তার কাছে সদা কৃতজ্ঞ থাকব। তাকে খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার (প্রণবের ছেলেমেয়ে) প্রতি আমার সমবেদনা জানাই।’

প্রণব মুখার্জির মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক টুইটে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাকে শ্রদ্ধা জানাই। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

The post প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে শোকের ছায়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%ac-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87/

পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকসহ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ওই পদে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। এই রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে বদলি করা হয়েছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি।

বাংলাদেশ পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শকের। এই পদে কর্মরত ইমতিয়াজ আহমেদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক বদে বদলি করা হয়েছে।

The post পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa/

বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বীকার করেছে জিয়া তাদের সমর্থন দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা স্বীকার করেছে যে, এই বর্বরোচিত ঘটনায় জিয়া তাদের সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তাই বিএনপি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না।

প্রধানমন্ত্রী সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এই ঘটনা থেকে তাদের দলীয় নেতাকে যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুক ও রশিদ বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছে, জিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের আগে ‘গো এ্যাহেড’ বলে তাদের সব ধরনের সহায়তা দিয়েছিলেন। তাই বিএনপি জাতির পিতার হত্যাকান্ডে জিয়ার সম্পৃক্ততাকে অস্বীকার করতে পারে না।

বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়াও অন্যান্য হত্যাকারীদের স্বীকারোক্তিমূলক বক্তব্যে এটা বেরিয়ে এসেছে যে জিয়াও তাদের সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করে।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন জিয়া তার সবকিছুই করে গেছেন। জিয়া মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি ছাত্রদের নিয়ে ‘হিলফুলফুজুলে’ প্রমোদ ভ্রমণে বের হন। বঙ্গবন্ধু এই জাহাজটিকে পবিত্র হজ পালনের জন্য কিনেছিলেন।

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, স্বামীর পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও তার নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহার করেছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী আরো বলেন, আমি ছাত্রদের হাতে কলম ও খাতা তুলে দিয়েছিলাম। কারণ আমি জানতাম যে একটি স্বাধীন দেশে ছাত্রদের সুনাগরিক হওয়া অত্যন্ত জরুরি।

বাংলাদেশের বিগত সকল আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় অধ্যায়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি বিগত সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে পাকিস্তানী শাসক গোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ছাত্রলীগ ভাষা আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল ও অংশ নিয়েছিল।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগ নেতাকর্মীদের সাধারণ মানুষকে জয় বাংলা স্লোগানে উদ্ভুদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে ছয় দফা তুলে ধরার জন্য এবং আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ও প্রস্তাবিত স্বাধীন বাংলাদেশের পতাকা সম্পর্কে জনসাধারণের মতামত জানতে তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, ‘জাতির পিতা কখনোই নিজ স্বার্থের কথা চিন্তা করেননি। তিনি সব সময় দেশ ও দেশের জনগণের কল্যাণের কথা ভাবতেন।’

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যদি তোমরা ভাল নেতা হতে চাও, তবে তোমাদের অবশ্যই এই তিনিটি বই পড়ে ভাল রাজনীতি সম্পর্কে জানতে হবে।’

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বঙ্গবন্ধু সম্পর্কে পাকিস্তানী গোয়েন্দা প্রতিবেদন পড়তে নির্দেশ দেন। এ থেকে তারা বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ও তাঁর কাজ সম্পর্কে জানতে পারবে।

তিনি মানুষের জন্য আত্মউৎসর্গকারী ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ছাত্রলীগ নেতা কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ রোগে যারা মারা গেছে, তাদের জানাজা ও দাফন করানোর কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রকাশনা ‘মাতৃভূমি’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধু ও অন্যান্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইতিহাস একদিন ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নেপথ্যের চক্রান্তকারীদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। ইতিহাস একদিন তাদের মুখোশ উন্মোচন করবে।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সামরিক একনায়ক জিয়াউর রহমান রাজনীতিতে হত্যা ও গুম চালু করেন। তিনি বলেন, ক্ষমতা গ্রহণ করে জিয়া ব্রিগেডিয়ার হুদা ও খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেন। অভ্যুত্থানের মাধ্যমে কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়। শত শত আওয়ামী লীগ নেতা-কর্মীকে গুম করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়াও ‘অপারেশন ক্লিন হার্ট’-এর নামে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা ও গুমের মাধ্যমে তার স্বামী জিয়ার মতো একই চেহারায় অভিভূত হন। তিনিও তার স্বামীর মতো এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি বিল পাস করেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিশোধের পরিবর্তে দেশের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে ১৯৯৮ সালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাকে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ও ছোট বোন রেহানা ছাড়া পরিবারের বাকি সবাইকে হারানোর বেদনা নিয়ে দেশ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে।

দেশের সার্বিক বিশেষ করে শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মাস্ক পরতে, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়াসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

The post বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বীকার করেছে জিয়া তাদের সমর্থন দিয়েছিলেন: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8/

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব : ইসলামি দলগুলো কী ভাবছে

রাকিবুল হাসান:

সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও পাঁচ বছর সময়সীমা বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০’ এ ২০২৫ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। অবশ্য কোনও কোনও কমিশনার ওই সময়সীমা বাড়িয়ে ২০৩০ সাল করার পক্ষে মত দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭০তম সভায় নতুন এ খসড়া উত্থাপন করা হলে কমিশনররা এসব মত দেন। সভায় প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে খসড়া আইনটি নীতিগত অনুমোদন করা হয়। এর আগে ইসির প্রণীত খসড়া এ আইনে নারী নেতৃত্ব রাখার সময়সীমা উঠিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে নারী সংগঠনসহ কেউ কেউ প্রতিবাদ করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিতে দেওয়া মতামতে এ সময় পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করছিল।

২০০৮ সালে দেশে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পর্যায়ে নারী নেতৃত্বের পরিমাণ ছিল গড়ে ১০ শতাংশ। ওই সময় ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব বাস্তবায়নের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু ২০২০ সালের এপ্রিল মাসে এসেও দেখা যায়, কোনো রাজনৈতিক দলই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। যেসব রাজনৈতিক দলে নারী নেতৃত্ব তুলনামূলকভাবে বেশি, তাদের পরিমাণও ২০ শতাংশের বেশি নয়।

তবে শুরু থেকেই নিবন্ধন আইনের এ শর্তটির উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছিলো ইসলামি রাজনৈতিক দলগুলো। ২০০৮ সালে যখন আরপিও সংশোধন করে শর্তটি অন্তর্ভুক্ত করা হয়েছিলো, তখন নিবন্ধিত অন্যন্য রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামি দলগুলোর সঙ্গেও আলাদা আলাদা সংলাপে বসেছিলো ইসি। সংলাপে তারা তুলে ধরেছিলেন শর্তটির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু ফিলহাল নতুন করে শর্ত পূরণের সময়সীমা বাড়ানোর আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবার টাইমলাইনে চলে এসেছে। এই দীর্ঘ বারো বছর পর ইসলামি দলগুলোর অবস্থান কী আগের মতোই আছে, নাকি পরিবর্তন হয়েছে? সংশ্লিষ্টগণের সঙ্গে কথা বলে জানা গেছে— তাদের অবস্থান সেই আগের মতোই আছে বরং শর্তটির উপযুক্ততা আরও হ্রাস পেয়েছে।

কথা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম বুলবুলের সঙ্গে। ফাতেহ টুয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘৩৩ শতাংশ নারী নেতৃত্বের শর্ত আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউ-ই পূরণ করতে পারেনি। পূরণ করতে পারছে না বলে শর্ত তুলে দেয়া বা শিথিল করার প্রস্তাব দিচ্ছে। কিন্তু ইসি একতরফাভাবে এই শর্তটি নিয়েই পড়ে আছে। অনুপযুক্ত, অগ্রগহণযোগ্য এবং বাস্তবতা বিবর্জিত একটি শর্ত।’ ইসির সমালোচনা করে এই নেতা আরও বলেন, ‘ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারছে না। অথচ খেয়ালখুশিমত আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের সংশোধনী আনছে। এতে ইসি আরও বেশি সমালোচিত হচ্ছে, আস্থা হারাচ্ছে।’

শর্তটি বাদ দেয়ার প্রস্তাব দিয়েছেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, ‘শর্তটি বাদ দিতে হবে। কারণ, এসব পার্সেন্টিজ কোটা থাকবে চাকরিতে, রাজনীতিতে নয়। রাজনীতিতে যে যোগ্য, তৃণমূল থেকে লড়াই করে যোগ্যতার প্রমাণ দিয়ে আসবে, সেই চেয়ার পাবে। উল্লেখযোগ্য আরেকটি দিক হলো—বাংলাদেশ নব্বই শতাংশ মুসলমানের দেশ। মুসলিম মহিলারা এখানে রাজনীতিতে সক্রিয় নয় তেমন। তাই ৩৩ শতাংশ পূর্ণ করা কোনো দলের পক্ষেই সম্ভব হবে না। শর্ত পূরণে ব্যর্থ হলে যদি নিবন্ধন বাতিল হয়, তাহলে সব দলের নিবন্ধন বাতিল হবে। তাই ইসিকে এই শর্ত থেকে ফিরে আসতে হবে।’

তবে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের বিষয়টি আরও দীর্ঘ সময়ের পরিকল্পনায় রাখা উচিত বলে মনে করছে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘রাতারাতি নেতৃত্ব তৈরী করা যায় না। তৃণমূল থেকে নেতৃত্ব তৈরী হয়ে আসতে হয়। এটি সময়ের ব্যপার। চাপিয়ে দেয়ার জিনিস না। ইসি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে। কিন্তু সময় বেঁধে দিয়ে ওই সময়ের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করে দেয়া হবে—এমন বিধান না রাখাই ভালো। এখানে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা রাখতে পারে ইসি।’

শর্তটি তুলে দেয়ার পক্ষে বাংলাদেশ খেলাফতে মজলিসও। দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘একদিকে নারীর সমান অধিকারের কথা বলা হচ্ছে, আরেকদিকে তাদের জন্য ৩৩ শতাংশ কোটাও রাখা হচ্ছে—ব্যাপারটা কেমন দ্বিমুখী আচরণ। আমরা আগেও এর প্রতিবাদ করেছি, এখনও করছি।’

প্রতিবাদ কিসের—শর্তটি তুলে দেয়ার নাকি এর বিকল্প কোনো পন্থার? জানতে চাইলে খেলাফতের এই নেতা বলেন, ‘শর্তটি তুলে দেয়ার প্রতিবাদ।রাজনীতি যে করতে চায় করুক, কিন্তু নিজের যোগ্যতায় করুক। বাংলাদেশের ধর্মীয় আবহ, মানসিক প্রেক্ষাপট, রাজনৈতিক চর্চা সবকিছুর বিবেচনা করলে শর্তটি পূরণ সম্ভব নয়। তাই এটি একটি অযাচিত, বাস্তবতা বিবর্জিত শর্ত। এই দীর্ঘ বারো বছরে কোটা পূরণের কাছাকাছি যেতে পারেনি কেউ। তাহলে কাদের জন্য এই শর্ত?’

রাজনৈতিক দলে নারীদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণের আগে নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘এদেশের নাগরিক নব্বই শতাংশ মুসলমান। এখানের মহিলারা পর্দা-পুশিদায় চলতে চায়। তারা রাজনীতিতে সক্রিয় নয়। কিন্তু যার ইচ্ছে হয়, চাইলে রাজনীতি করতে পারে। তবে একজন নারী তার সম্মান, ইজ্জত-আব্রু এবং নিরাপত্তা বজায় রেখে রাজনীতি করবে—এই পরিবেশ বাংলাদেশে নেই। যদি নারীদের রাজনীতিতে আনতে হয়, তাহলে আগে পরিবেশ তৈরী করেই আনতে হবে। নয়ত তাদের অসম্মান হবে।’

৩৩ শতাংশ নারী নেতৃত্বের শর্তটির প্রতিবাদ জানিয়ে জমিয়তের এই নেতা বলেন, ‘শর্তটি অন্তর্ভুক্তির সময় ইসির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে আমি ছিলাম। সেখানে আমরা ইসিকে বলেছি—বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক কোনো প্রেক্ষাপটেই শর্তটি পূরণ সম্ভব নয়। ইসি বলেছিলেন, আমাদের কথাগুলো তারা উপর মহলে জানাবেন। কিন্তু পরবর্তীতে আশা ও ব্রাকের মতো কিছু এনজিও, এবং কিছু নারী নেতৃত্বের জোরে শর্তটি অন্তর্ভুক্ত করা হয়। এখনও আমরা এর প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, রাজনৈতিক দলের প্রত্যেক স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখতে ২০২৫ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়ার প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দলের প্রত্যেক স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধানের পক্ষে মত দেন। তবে সময়সীমা বেঁধে দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ আইন প্রণয়নে নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, একটি দলের স্বার্থে এ আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্বে রাখতে সময়সীমা বেঁধে দেয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, আইনে সময়সীমা বেঁধে দেয়া হলে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর তাড়া থাকবে। তবে ওই সময়সীমা আরও ৫ থেকে ১০ বছর থাকা উচিত বলে মনে করেন তিনি।

The post রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব : ইসলামি দলগুলো কী ভাবছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a9-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

পাঁচ মাসে দেশে ফিরেছেন ৯৫ হাজার প্রবাসী

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীর মধ্যে গত পাঁচ মাসে দেশে ফিরে এসেছেন ৯৫ হাজার ৬২ জন প্রবাসী বাংলাদেশি। গত ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে বিশ্বের ২৬টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশি দেশে ফেরেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানায়।

ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম বাসস’কে জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে যারা ফেরত এসেছে তাদের মধ্যে ৮৮ হাজার ৪০৬ জন পুরুষ এবং ৬ হাজার ৬৫৬ জন নারী রয়েছেন।

তিনি জানান, বিদেশ ফেরত কর্মীদের মধ্যে বৈশ্বিক মহামারী করোনার কারণে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। অনেকে আবার বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়েও দেশে ফেরত এসেছেন।

ফেরত আসা কর্মীদের অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট দেশে ফিরে যেতে পারবেন বলে সূত্র জানায়।

বিদেশ প্রত্যাগত এসব কর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাসস’কে বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে সরকার সাতশ’ কোটি টাকার তহবিল গঠন এবং তাদেরকে পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে আবারও বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জরুরি খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য প্রায় ১০ কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান, কভিড-১৯ এ মৃত প্রত্যেক প্রবাসী বাংলাদেশির পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে তিন লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য সাতশ’ কোটি টাকার তহবিল গঠনসহ বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল সুদে বিনিয়োগ ঋণ প্রদান করা হচ্ছে। এ জন্য দুইশ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসনে সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়ে গত ১২ জুলাই প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইমরান আহমদ বলেন, বিদেশ ফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে-বিদেশে কর্মসংস্থানের অগ্রাধিকার পাওয়ার যোগ্য।

দেশে ফেরা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ২৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে পুরুষ কর্মী ২৮ হাজার ২২৯ জন। আর নারী কর্মী ফিরেছেন ১ হাজার ৪৮৫ জন।

সৌদি আরব থেকে ২০ হাজার ৮২৯ জন প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৪৮৪ জন, আর নারী কর্মী রয়েছেন ২ হাজার ৩৪৫ জন। সৌদি ফেরত কর্মীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন।

The post পাঁচ মাসে দেশে ফিরেছেন ৯৫ হাজার প্রবাসী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%af%e0%a7%ab/

সমালোচিত ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করেছে কাতার : আইএলও

ফাতেহ ডেস্ক:

খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতার দীর্ঘদিনের সমালোচিত কর্মসংস্থান ব্যবস্থা ‘কাফালা’ কার্যকরভাবে বাতিল করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

আইএলওর বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, কাতারে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এক হাজার কাতারি রিয়াল (২৭৫ মার্কিন ডলার) নির্ধারণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

কাফালা বাতিলের সিন্ধান্তটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হলেও, আইনটি কার্যকর হতে আরো অন্তত ছয় মাস সময় লাগবে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা জানিয়েছে, এখন অভিবাসী শ্রমিকরা তাঁদের বর্তমান নিয়োগকর্তাদের অনুমতি না নিয়েই চুক্তি শেষ হওয়ার আগে চাকরি পরিবর্তন করতে পারবেন।

এ ছাড়া ন্যূনতম মজুরি বিধির ক্ষেত্রে নিয়োগকর্তাদের শ্রমিকদের জন্য আবাসন ও খাবারের জন্য ভাতা প্রদান করতে হবে। কাতারের এ পদক্ষেপের প্রশংসা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘এটি উৎসাহজনক লক্ষণ যে শেষ পর্যন্ত কাতার সঠিক পথে চলছে’।

তবে নিয়োগকর্তারা চাইলে এখনো ‘পলাতক’ কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারবেন। বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের সুবিধা উপভোগ করা কাতার ২০১৮ সালে আংশিকভাবে ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে।

আইএলও বলছে, এ পদ্ধতি বাতিল হলে প্রবাসী কর্মীরা নিজের ইচ্ছানুযায়ী কফিল (নিয়োগকর্তা) পরিবর্তন ও দেশে আসা-যাওয়া করতে পারবেন এবং কর্মসংস্থান চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন।

কোনো এক ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়াই হলো কাফালা পদ্ধতি। যেখানে একজন কফিল কোনো বিদেশি কর্মীকে স্পন্সর করলে সে কর্মী কাতার যেতে পারেন এবং সেখানে যাওয়ার পর ওই নিয়োগকর্তার অধীনে কাজ করতে হয় তাঁকে। এ ক্ষেত্রে ওই কর্মীর কাজ পরিবর্তনসহ সার্বিক সব বিষয় নির্ভর করে নিয়োগকর্তার ওপর।

The post সমালোচিত ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করেছে কাতার : আইএলও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d/

আমিরাতে স্কুল খুলেছে, ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১১ জন

ফাতেহ ডেস্ক:

পাঁচ হাজার ১০০ শিক্ষার্থীর একটি স্কুল। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে গতকাল রোববার স্কুলে উপস্থিত ছিল মাত্র ১১ জন শিক্ষার্থী। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ ঘটনা ঘটেছে।

স্কুলটির অধ্যক্ষ জানান মোট শিক্ষার্থীর ৪০ জন বাদে সবার অভিভাবক অনলাইন শিক্ষা পদ্ধতি বেছে নেন। এই ৪০ জনের অভিভাবক শ্রেণিকক্ষে তাঁদের সন্তানদের পাঠাতে সম্মত হন। এদের মধ্য থেকে ১১ জন রোববার স্কুলে আসে। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

মডেল স্কুল আবুধাবির অধ্যক্ষ ড. ভিভি আবদুল কাদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। অনেক ব্যয়বহুল হলেও শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগটি চালু করেছি। শিক্ষার্থীরা দুরত্ব বজায় রেখে বসছে। তবে সিংহভাগ অভিভাবক সংগত কারণেই অনলাইন পাঠদান পদ্ধতি বেছে নিচ্ছেন।’

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬৯ হাজার ৬৯০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৩৮২ জন। আর সুস্থ হতে পেরেছে ৬০ হাজার ৬০০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।

The post আমিরাতে স্কুল খুলেছে, ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১১ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be/

Sunday, August 30, 2020

জম্মু-কাশ্মীরে আবারো পুলিশের গুলি, ৩ স্বাধীনতাকামীসহ নিহত ৪

ফাতেহ ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীরে নতুন করে তিন অস্ত্রধারীসহ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে শ্রীনগরে উভপক্ষের বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।

এর আগে, শুক্র ও শনিবার কাশ্মীরের ৭ স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য নিহতের পরদিনই এ বন্দুকযুদ্ধ হলো। নিহতদের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের একজন জেলা পর্যায়ের নেতাও রয়েছেন।

সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সেখানকার নিরাপত্তা সদস্যদের সংঘর্ষ বেড়ে গেছে। এতে বেসামরিক নাগরিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ১৮০ জনকে বিভিন্ন অভিযানের নামে হত্যা করে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ। সংবাদমাধ্যমটি দাবি করে, নিহতদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ গত ৪ থেকে ৬ মাসের মধ্যে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ওই অঞ্চলের তরুণদের মধ্যে স্বাধীনতার দাবি চড়াও হতে থাকে। বিশেষ মর্যাদা রদের বিরোধীতায় প্রতিবাদ জানিয়েছে আসছেন জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ।

The post জম্মু-কাশ্মীরে আবারো পুলিশের গুলি, ৩ স্বাধীনতাকামীসহ নিহত ৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2/

রূপপুর আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদত হোসেনের জামিন

ফাতেহ ডেস্ক:

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদত হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে এ জামিন আবেদন করলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তা মঞ্জুর করা হয়। তবে এ জামিনের খবর ওইদিন কাউকে জানানো হয়নি।

জামিন পাওয়া শাহাদত হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের সত্ত্বাধিকারী।

শাহাদতের জামিনের বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার হাতে জামিনের কাগজপত্র এখনো আসেনি। গত বছরে মামলা হওয়ার পর থেকেই তারা জেলে ছিলেন। বিভিন্ন সময়ে তারা হাইকোর্টসহ নিম্ন আদালতে জামিন আবেদন করলেও সে আবেদন নাকচ করে দেন বিচারক।’

তবে মামলাটির এখনো অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘মামলার দিনগুলিতে আমাদের দুদকের আইনজীবীরা উপস্থিত থাকেন।’

বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে জামিন আবেদন করলে বিচারক নথি যাচাই-বাছাই শেষে তার জামিন মঞ্জুর করেন। এ সময় দুদকের আইনজীবী হিসেবে ওবাইদুল হক ও আব্দুল জাহিদ রানা এবং বাদী পক্ষে আইনজীবী হিসেবে সনৎ কুমার সরকার ও সাহাবুদ্দিন সবুজ উপস্থিত ছিলেন বলে দুদক সূত্র জানিয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে, প্রকল্পের দুইটি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয়েছে ছয় হাজার ৭১৭ টাকা। এর মধ্যে বালিশের দাম পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং সেই বালিশ ফ্ল্যাটে ওঠানোর খরচ ৭৬০ টাকা দেখানো হয়।

রূপপুরে ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। এই দুর্নীতি ও অনিয়মে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গত ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ও উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেছিলেন। এর মধ্যে দুইটি মামলায় শাহাদতের নাম রয়েছে বলে জানায় পাবনা দুদকের সংশ্লিষ্টরা।

মামলার পরপরই ১৩ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

শাহাদতের জামিনের সময় আদালতে উপস্থিত থাকা দুদকের আইনজীবী ওবাইদুল হক বলেন, ‘আদালতের জামিন মঞ্জুর হওয়ার পরপরই আমরা সার্টিফাইড কপির জন্যে আবেদন করেছি। কপি পেলে আমরা দুদক ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দেব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই আমরা অনুসরণ করব।’

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদকে এ দুই মামলা করা হয়। তারপর থেকে কারাগারেই ছিলেন শাহাদত হোসেন।

এ জামিনের পর যোগাযোগ করা হলে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘এটা নিয়ম যে, উচ্চ আদালত কারো জামিন আবেদন নামঞ্জুর করলে নিম্নআদালত তা মঞ্জুর করতে পারে না।’

The post রূপপুর আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদত হোসেনের জামিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1/

‘গুম হওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনেরা’

ফাতেহ ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বিশ্বজুড়ে নিখোঁজ বা গুমের অপরাধ ঘটছে। প্রায় প্রতিদিন আমরা মানুষের নিখোঁজ হওয়ার খবর দেখতে পাই। এসব হাজারো মানুষের ভাগ্য এখনো আমাদের কাছে অজানা।’

রবিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

সংস্থাটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিটিতে গুতেরেস বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্টীর পরিবেশ রক্ষাকর্মীরাও নিখোঁজ হচ্ছেন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন এখনো প্রিয়জনেরা।’

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গুমের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি ভুক্তভোগীদের দুর্ভোগ ও মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। গুমের ঘটনায় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে পরিবার ও সমাজের অধিকার রয়েছে সত্যটা জানার।’

এসব ঘটনার তথ্য স্বজনদের জানাতে সঠিক দায়িত্ব পালনে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গুম হওয়া ব্যক্তির সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের মহাসচিব।

জাতিসংঘের উদ্যোগে ২০১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করে আসছে। এদিন বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘সন্ত্রাস দমনের নামে, নাগরিক সমাজের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধসহ নানা কারণে অনেকেই নিখোঁজ হচ্ছেন বলে গুম সংক্রান্ত জাতিসংঘের কমিটি লক্ষ করছে। এসব ঘটনা অতিরিক্ত উদ্বেগ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘গুম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান ও তাদের স্বজনদের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের প্রতি সদস্য দেশগুলোর আরও বেশি প্রচেষ্টা চালানো উচিত। গুমের ঘটনায় বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চালানোও উচিত।’

The post ‘গুম হওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনেরা’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6/

হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে সৌদি আরব

ফাতেহ ডেস্ক:

হোয়াটসঅ্যাপের মতো বিকল্প ‍একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ আনতে চাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

খালিজ টাইমস জানিয়েছে, কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি) থেকে অ্যাপটি তৈরি করা হচ্ছে। সংস্থাটির পরিচালক বাসিল আল-ওমির সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে। আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনো বিপদ থাকবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এই মুহূর্তে সাধারণ ব্যবহারকারীদের টার্গেট করছে না। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে চ্যাটিং করতে পারবেন।

অ্যাপটির নিরাপত্তা বিষয়ক ফিচার এখন উন্নত করা হচ্ছে। মোবাইলের পাশাপাশি অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে।

সৌদির দাবি, এখনকার সময়ের অ্যাপগুলোতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয় বিকল্প অ্যাপে তার চেয়ে উন্নত কিছু থাকবে।

The post হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে সৌদি আরব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b8%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%9b/

জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ৩০০

ফাতেহ ডেস্ক:

নভেল করোনাভাইরাস রোধে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয়ায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বিবিসি জানায়, বার্লিনের প্রায় ৩৮ হাজার মানুষ শহরের রাস্তায় বিক্ষোভে যোগ দেয়। তবে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একটি র‍্যালি থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়, যেখানে কট্টর ডানপন্থী দুষ্কৃতকারীরা পাথর ও বোতল ছুড়ে মেরেছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।

নিরাপত্তাজনিত নিয়ম ভাঙায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে বিক্ষোভকারীদের একটি দলকে ছত্রভঙ্গ করে পুলিশ। পরে পাথর আর বোতল ছুড়ে মারার অভিযোগে ওই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

বিভিন্ন জায়গায় গাদাগাদি করে অবস্থান করা বিক্ষোভকারীরা একপর্যায়ে মাটিতে বসে পড়ে। পরে প্রায় ৩০ হাজার মানুষের দ্বিতীয় একটি দল প্রথম দলটির সঙ্গে যুক্ত হয় এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, বিক্ষোভকারীদের অনেকে কট্টর দক্ষিণপন্থী টি-শার্ট পরা ছিল এবং পতাকা বহন করছিল। শনিবার বার্লিনে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন ষড়যন্ত্র তত্ত্বের জন্য খ্যাত লেখক অ্যাটিলা হিল্ডম্যান, যিনি বিক্ষোভকারীদের উদ্দেশে লাউডস্পিকারে বক্তব্য দেন।

বিক্ষোভে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়রও বক্তব্য রাখেন। বিক্ষোভকারীদের মধ্যে শিশুরাও ছিল। বিক্ষোভে কিছু মানুষ জানান যে, তারা শুধু বিক্ষোভ করার স্বাধীনতা চান।

এদিন বিক্ষোভকারীরা জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয় এবং গ্রেপ্তারও করে অনেককে।

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ১৬টি ফেডারেল রাজ্য মাস্ক না পরলে ৫০ ইউরো জরিমানার শাস্তি আরোপ করেন। পাশাপাশি জনসমাগম করার ওপর নিষেধাজ্ঞা আগামী বছর পর্যন্ত বাড়ানো হয় দেশটিতে।

ইউরোপের আরো বেশ কয়েকটি শহরে এ ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, করোনাভাইরাস হচ্ছে এক ধরনের প্রবঞ্চনা। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারেও করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ফাইভজি’র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা লকডাউন ও করোনা বিরোধী স্লোগান ও ব্যানার প্রদর্শন করে। ‘মাস্ক স্তব্ধ করার অস্ত্র’ এবং ‘নিউ নরমাল = নতুন ফ্যাসিবাদ’ লেখা ব্যানার প্রদর্শন করে। প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

The post জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ৩০০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80/

গাজায় ইজরাইলি ট্যাংকের গোলাবর্ষণ

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ট্যাংক থেকে গোলাবর্ষণ চালিয়েছে ইজরাইলি সেনারা। গাজার সরকার হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আলজাজিরা জানায়, গাজা সীমান্ত থেকে ইজরাইলি এলাকায় বেলুন বোমা ছোড়ার জবাবে রবিবার এ হামলা চালায় ইজরাইল। আগেরদিন দক্ষিণ ইজরাইলি এলাকায় বিস্ফোরক ভর্তি বেলুন ছোড়া হয়। এর জন্য হামাস দায়ী বলে এক বিবৃতিতে ইসরায়েলি সেনার অভিযোগ।

তবে গাজায় ইজরাইলে গোলাবর্ষণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি সূত্রে জানা যায়, ইজরাইলি আর্টিলারি শেল দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার পশ্চিমে এবং কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ পশ্চিমে আঘাত হানে।

ইজরাইলি ফায়ার বিগ্রেডের একটি সূত্র জানায়, গাজা সীমান্ত থেকে বেলুন বোমা হামলায় দক্ষিণ ইসরায়েলে ৪০০ এরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্লাস্টিক ব্যাগ বা কনডমে বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে হিলিয়াম গ্যাস ভরে সেগুলো ইসরায়েলি এলাকায় উড়িয়ে দেয়া হয়।

বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, গাজা উপত্যকায় ২০ লাখের মতো ফিলিস্তিনির বসবাস। ইসরায়েলি অবরোধের মুখে অঞ্চলটির অর্ধেকেরও বেশি জনসংখ্যা দরিদ্র জীবনযাপন করে।

ইজরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। গাজার সরকার প্রধান ইসমাইল হানিয়া সংগঠনটির রাজনৈতিক ব্যুরো প্রধান।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিরা পিছপা হবে না। আমাদের এবং আমাদের জনগণের সিদ্ধান্ত হচ্ছে, এই অবরোধের অবসান না হওয়া পর্যন্ত সামনে এগিয়ে যাওয়া।

-এ

The post গাজায় ইজরাইলি ট্যাংকের গোলাবর্ষণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97/

পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন জয়শঙ্কর

ফাতেহ ডেস্ক:

ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ইমরান খানের খোঁচার জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে চীনের পুতুল বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ভারত কখনোই আমেরিকা বা অন্য কোনো দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখন চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হওয়ার অভিযোগ তুলছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছেন, বেইজিংকে ঠেকানোর জন্য ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে নয়াদিল্লি। আমেরিকা-সহ পশ্চিমি রাষ্ট্রগুলো চীনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

ইমরানের অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের জবাব, যারা এমন কথা বলেন, তারা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন। কয়েক দশক ধরে আমেরিকার অনুগত হয়ে থাকার পর গত এক দশকে পাকিস্তান সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ভারত বরাবরই তার স্বকীয় চরিত্র বজায় রেখেছে।

The post পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন জয়শঙ্কর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2/

অনেক কিছু স্বীকার করেছেন লিয়াকত: র‌্যাব

ফাতেহ ডেস্ক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি, বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতের খাস কামরায় জবানবন্দি দেন তিনি। পরে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানিয়েছেন, ‘সিনহা হত্যা মামলার মূল আসামি র‌্যাবের জিজ্ঞাসাবাদের অনেক কিছু স্বীকার করেছেন। এ কারণে তাকে আদালতে আনা হয়েছে। আমি আশা করি আসামি লিয়াকত সব সত্য আদালতের কাছেও স্বীকার করবে।’

এর আগে রবিবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর লিয়াকত আলীকে সরাসরি আদালতে নিয়ে আসে র‌্যাবের একটি দল।

শুক্রবার উক্ত মামলায় তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফায় তিনের রিমান্ড মঞ্জুরের একদিন পরই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন লিয়াকত।

মেজর সিনহা নিহতের ঘটনায় আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরো সাত দিনের রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরো চার দিনের আবেদন করা হলে শুক্রবার আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে।

মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এর মধ্যে এপিবিএনের তিন পুলিশ সদস্য পৃথকভাবে বুধ ও বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর এ তিন পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

The post অনেক কিছু স্বীকার করেছেন লিয়াকত: র‌্যাব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/

১৫ আগস্ট হত্যাকাণ্ড কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয় : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যদি ১৫ আগস্টের দিকে তাকাই—আজ আশুরার দিন, মোহররমের ১০ তারিখ। সেদিন মহানবীর নাতি, ইমাম হোসাইন (রা.)-কে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারণ, তাঁরা ন্যায়ের পথে ছিলেন। ১৫ আগস্টের ঘটনার সঙ্গে যেন কারবালার ঘটনার অদ্ভুত মিল রয়ে গেছে। এ ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে, আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতার অপরাধটা কী ছিল? একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। একটি জাতিকে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছেন। মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন। তাঁদের উন্নত জীবন দিতে চেয়েছিলেন, এটিই কি তাঁর অপরাধ ছিল?’

১৫ আগস্ট হত্যাকাণ্ডের সময় সেনা কর্মকর্তারা জঘন্য উল্লাসে মেতে উঠেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্নেল রশিদ, কর্নেল ফারুক, মেজর নূর, মেজর হুদা, শাহরারিয়ার, মোসলেহ উদ্দিন, রাশেদ, পাশা, খায়রুজ্জামানসহ অগণিত অফিসার—তারা এত বড় সাহস পেয়েছিল কার কাছ থেকে? কর্নেল রশিদ ও ফারুক বিভিন্ন বিদেশি পত্রিকায় ইন্টারভিউতে বলেছে, তাদের সঙ্গে জিয়াউর রহমান ছিল, জিয়াউর রহমানের কাছ থেকে সব ধরনের সহযোগিতা তারা পেয়েছিল। এ ছাড়া বেঈমানি মুনাফিকি করেছিল মোশতাক। ১৫ আগস্টের পর মোশতাক নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে এবং মোশতাকের সবচেয়ে বিশ্বস্ত ছিল জিয়াউর রহমান। মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করে। যত দিন মোশতাক বঙ্গভবনে ছিল, জিয়াউর রহমান প্রতিনিয়ত যাতায়াত করত, খুনিদের সঙ্গে বৈঠক, আলোচনা করত।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘একটানা দুই বছরও বাবাকে কাছে পাইনি। যদি হিসাব করে দেখি, আমরা দেখব, একটা বছর বাদ গেলে পরের বছরই তিনি কারাগারে। ঘরের চেয়ে জেলগেটেই দেখা করতে হয়েছে। তিনি তাঁর জীবনে এত ত্যাগ শিকার করেছেন কেন, বাংলাদেশের জনগণের জন্য, মানুষদের জন্য। তাঁর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগসহ সব সংগঠনের নেতাকর্মী জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, রাজপথে গুলি খেয়ে মারা গেছেন, তাঁদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। তার পরও তাঁরা আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁরা একটা লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে গেছেন। সে লক্ষ্য অর্জন করতে প্রতি পদক্ষেপ তিনি পরিকল্পিতভাবে নিয়েছিলেন। বাঙালির দাবি উত্থাপন করেছেন বারবার।’

The post ১৫ আগস্ট হত্যাকাণ্ড কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয় : প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac/

করোনায় ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৭ : স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৯৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ১০ হাজার ৮২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৪৪ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ এক হাজার ৯০৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১১ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ১২০টি।

২৪ ঘণ্টায় নতুন ৪২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৩৫ জন ও নারী ৯১৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ২৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪২ জন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

The post করোনায় ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৭ : স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননার প্রতিবাদে শত শত মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কোরআন পোড়ানোর এক ঘটনার জেরে শহরের ক্ষুব্ধ মুসলিমরা সহিংস বিক্ষোভ করেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে গত শুক্রবার উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।

গত শুক্রবার রাতে ওই বিক্ষোভের সময় কিছু তরুণ গাড়িতে আগুন দেন এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়েন।

সুইডেনের প্রতিবেশী দেশ ডেনমার্কের উগ্র ডানপন্থি ও অভিবাসীবিরোধী নেতা রাসমোস পালুদান গত শুক্রবার সুইডেনের মামলো শহরের কোরআন অবমাননার ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু সুইডেনের পুলিশ ওই শহরে প্রবেশের আগেই তাঁকে আটক করে ডেনমার্কে পাঠিয়ে দেয়। পালুদান এর আগে ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ছিলেন। সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডেনমার্কের ওই উগ্র ইসলামবিদ্বেষী নেতা এর আগে পবিত্র কোরআনের অবমাননা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাঁকে এক মাসের জেল দেওয়া হয়েছিল। পালাদুনের দলের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে ইসলামবিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তাঁর সাজা হয়।

সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার কোরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে।

সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশি সাংবাদিক তাসনীম খলিল। তিনি জানান, রাসমুস পালাদুনের অনুসারীরাই কোরআন পুড়িয়েছে বলে ধারণা করা যায়।

তাসনীম খলিল জানান,একটি সাইকেল চালানোর রাস্তায় গোপনে এপালাদুনের অনুসারীরা কোরআন পুড়িয়েছে। এ ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।

তাসনীম খলিল বলেন, যারা এ কাজ করেছে, তারা এর পক্ষে একটি হাস্যকর যুক্তি দিচ্ছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তারা এ কাজ করছে। অথচ সুইডেনের আইন অনুযায়ী এটা বেআইনি, কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার ছড়ানো হচ্ছে।

The post কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/

তাকমিল পরীক্ষার রুটিন প্রকাশ

ফাতেহ ডেস্ক:

কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টে্বের পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ রোববার হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একটি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

No photo description available.

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ বছর দাওরা হাদিসের পরীক্ষায়ও কেরাত পরীক্ষা সংযুক্ত হবে।

প্রধান নেগরানের দেওয়া ঘোষণা অনুযায়ী, যে কোনদিন এ বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে পরীক্ষার মূল নম্বারপত্রের সঙ্গে কেরাত পরীক্ষার নম্বর যুক্ত হবে না। তবে শুক্রবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-এ

The post তাকমিল পরীক্ষার রুটিন প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d/

ঋতু বদলের জ্বর: যেভাবে সুরক্ষা নিবে মাদরাসাগুলো

রাকিবুল হাসান:

কখনো হালকা ঠাণ্ডা আবার কখনো হালকা গরম। এই যখন আবহাওয়ার অবস্থা, অনেকেই এই সময়টায় অসুস্থ হচ্ছে; কারও জ্বর হচ্ছে, গলা ব্যথা, খাবারে অরুচি, মাথা ব্যথা, নাক বন্ধ থাকায় নিঃশ্বাস নিতে কষ্ট, বার বার হাঁচি দেওয়া, আর কাশির সমস্যায় স্বাভাবিক জীবনযাপনে বেশ প্রতিবন্ধকতাই দেখা দিচ্ছে। এটাকে বলা হয় ভাইরাল ফিভার বা মৌসুমি জ্বর। বছরের যে সময়টিতে, ঋতু বদলের ধারায় মৌসুমি জ্বর থাকে, ঠিক এই পিক টাইমেই খুলে দেয়া হয়েছে মাদরাসাগুলো। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যসম্মত উপায়ে মাদরাসাগুলো খুললেও মৌসুমি জ্বরের প্রকোপে পড়ছে ছাত্ররা।

ঢাকার বিভিন্ন মাদরাসায় খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই মৌসুমি জ্বরে আক্রান্ত হয়েছে সদ্য মাদরাসায় ফেরা কিছু ছাত্র। তবে মাদরাসায় মৌসুমি জ্বরের ভোগান্তিটা বেশ কয়েক বছর ধরেই বলে জানিয়েছেন জামিয়া আরাবিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক। ফাতেহ টুয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘মৌসুমি জ্বরের ভোগান্তিটা বেশ কয়েকবছর ধরেই আমাদের ভোগ করতে হচ্ছে। এমনকি বছরে দুতিন বারও আমাদের ছাত্ররা এ জ্বরের কবলে পড়ছে।’

এখন যেহেতু বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের মহামারি চলছে, তাই অনেকে আগের চেয়ে বেশি ভয় পাচ্ছে। তবে চিকিৎসকগণ উদ্বিগ্ন না হয়ে স্বাস্থ্যসম্মত বিষয়গুলো মেনে চলার ওপরই জোর দিয়েছেন। করোনাকালীন এই মৌসুমি জ্বরে কওমি মাদরাসাগুলো কিভাবে সুরক্ষা নিতে পারে—এই নিয়ে দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছে ফাতেহ টুয়েন্টি ফোর। তাদের নির্দেশনাগুলো নিম্নে তুলে ধরা হলো।

মৌসুমি জ্বর কিভাবে ছড়ায়

ঋতু পরিবর্তনের কারণে জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ইত্যাদিকেই মৌসুমি জ্বর ধরা হয়। হাঁচি-কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে থাকা, সারা শরীরে ব্যথা, মাথা ভার হয়ে থাকা, খাওয়ায় অরুচি, মুখে তিতাভাব ইত্যাদি ভাইরাস জ্বরের লক্ষণ।

মৌসুমি জ্বর কিভাবে ছড়ায় জানতে চাইলে চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত মাসিহ’স ডায়াবেটিক কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাওলানা মাসিহুল্লাহ ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন,’আসলে মৌসুমি জ্বর ছোঁয়াচে নয়। তবে রোগীর হাঁচি-কাশির মাধ্যমেই এই ভাইরাসটা ছড়ায়। তাই আক্রান্ত ব্যক্তির সঙ্গে যারা থাকবে, সতর্ক না হলে তারাও আক্রান্ত হতে পারে নতুন করে।’

আইসোলেশন এবং প্রাথমিক চিকিৎসা

করোনা পরিস্থিতির বিবেচনায় জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন ডা. শামসুল আরেফিন শক্তি। ফাতেহ টুয়েন্টি ফোরের সঙ্গে এক আলাপে তিনি বলেন, ‘মাদরাসাগুলোকে প্রথমেই একটি কাজ করতে হবে। কারো মধ্যে জ্বর-কাশি দেখা দিলে তাকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে। অন্যদের সঙ্গে রাখা যাবে না। কারণ মৌসুমি জ্বর হাঁচি-কাশির মাধ্যমেও ছড়ায়। দ্বিতীয়ত, জ্বরাক্রান্ত ছাত্রদের করোনা পরীক্ষার প্রতি মাদরাসা কর্তৃপক্ষের তৎপর হতে হবে। একমাত্র পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে, এটা শুধুই ভাইরাস জ্বর, নাকি তা করোনার দিকে মোড় নিচ্ছে।’

ডা. মাসিহুল্লাহ বলেছেন, বিভিন্ন ধরনের জ্বর কমানোর ওষুধ রয়েছে। আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে জ্বর কমানোর ওষুধ খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ধরনের ওষুধ সেবন করা যাবে না। তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে প্যারাসিটামল এবং কুসুম গরম পানি পানের পরামর্শ দিয়েছেন তিনি। রোগীর মাথায় পানি ঢালা এবং কপালে জলপট্টি দেওয়ার কথাও বলেছেন।

কী খাবে মৌসুমি জ্বরাক্রান্ত ব্যক্তি

জ্বরাক্রান্তকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. শামসুল আরেফিন শক্তি। তিনি বলেছেন, ‘এই সময়ে পুষ্টিকর খাওয়াটা ভালো। আরেকটা জিনিস করা যেতে পারে। সেটা হলো—প্রত্যেক ছাত্রকে প্রতিদিন একটা করে ‘সিভিট’ খাওয়ানো যেতে পারে। জ্বর সারাতে ভিটামিন-সি আছে এমন ফল যেমন- আনারস, জাম্বুরা, কমলা, আমড়া, লেবু ইত্যাদি অত্যন্ত উপকারী।’

ডা. মাসিহুল্লাহ বলেছেন, ‘মৌসুমি জ্বরে আক্রান্ত হলে সব খাবারই খেতে পারবে। তবে তরল পান করতে হবে একটু বেশি। পানির পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, ফলের সরবত ইত্যাদি পান করতে হবে।’

মৌসুমি জ্বর সংক্রমণ রোধে কী করবে মাদরাসাগুলো

ডা. শামসুল আরেফিন শক্তি বলেন, ‘চেষ্টা করতে হবে জ্বরটি যেন আমার থেকে অন্যের কাছে না যায়। অন্যের কাছ থেকে আমার কাছে না আসে। এটা করার জন্য নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, ঘনঘন হাত ধুতে হবে, বাইরে কম যেতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। আগে যেমন সবাই একসাথে ক্লাসে বসতো, এখন সেটা পরিহার করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্লাসে বসতে হবে। মোটকথা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নিয়মগুলো এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হতে হবে।’

ঘুমের সময় ছাড়া বাকি সবসময় মাস্ক পরিধানের পরামর্শ ডা. মাসিহুল্লার। তিনি বলেন, ‘মাস্ক শুধু যে করোনা সংক্রমণ রোধ করবে তা না, বরং এটা মৌসুমি জ্বর সংক্রমণও রোধ করবে। তাই মাস্ক পড়া বাধ্যতামূলক।’

The post ঋতু বদলের জ্বর: যেভাবে সুরক্ষা নিবে মাদরাসাগুলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8b%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0/

Saturday, August 29, 2020

ইয়েমেনি দ্বীপে আমিরাত ও ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি!

ফাতেহ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল এবার ইয়েমেনের দ্বীপ সোকোরট্রাতে একটি গোয়েন্দা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। দুই পক্ষের শান্তিচুক্তির অংশ হিসেবে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে মিডেল ইস্ট মনিটর।

সোকোরট্রা দ্বীপটি আরব সাগরে অবস্থিত। ইয়েমেন উপকূল থেকে যা ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে একটি গোয়েন্দা ঘাঁটি নির্মাণে ইতোমধ্যে অবকাঠামোগত কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে দুই পক্ষ। দ্বীপটি থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইয়েমেনের এক কর্মকর্তা।

মিডেল ইস্ট মনিটর বলছে, দুই পক্ষের শান্তিচুক্তির ঘোষণা দেয়ার আগেই ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা সোকোট্রায় পর্যবেক্ষণ করে গেছেন। কোথায় গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করা হবে তাও নির্ধারণ করেছেন তারা।

এই গোয়েন্দা ঘাঁটি স্থাপিত হলে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কর্মকাণ্ড ও ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজের সব গতিবিধি নজরদারিতে রাখতে পারবে ইসরায়েল। এ ছাড়া এই গয়েন্দা ঘাঁটির মাধ্যমে লোহিত সাগর পর্যন্ত সব তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে জানা গেছে।

আমিরাতের সঙ্গে ইসরায়েলের এই চুক্তির প্রথম ঘোষণাটি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার কথা বিবেচনা করেই আরব অঞ্চলের অধিকাংশ রাষ্ট্রকে উপেক্ষা করে এই চুক্তিতে সম্মতি জানিয়েছে আমিরাত, এমনটিই মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞ।

তাদের মতে, এই চুক্তির পর আমিরাত দাবি করছে, পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত অঞ্চল দখল হওয়া থেমে গেলো। কিন্তু বাস্তবে ইসরায়েলিদের সঙ্গে তাদের চুক্তিতে এই বিষয়ক কোনো সমাধান নেই। উল্টো এর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের অবস্থান পাকাপোক্ত করেছেন। ফিলিস্তিনিদের তার কিছু দিতে হয়নি, এক টুকরো জমিও না।

The post ইয়েমেনি দ্বীপে আমিরাত ও ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%93-%e0%a6%87/

আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে: চীনের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক:

চীনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে যদি মার্কিন নৌ বাহিনী তাদের উসকানিমূলক তৎপরতা বন্ধ না করে তাহলে অনিচ্ছাকৃতভাবে যেকোনো সময় আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে। চীনের সামরিক বাহিনী বলছে, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই উসকানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে।

চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর মুখপাত্র কর্নেল লি হুয়ামিন জানিয়েছেন, আমেরিকার একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের পানিসীমায় ঢুকেছে। এরপর চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।

কর্নেল লি বলেন, “আমরা আমেরিকাকে এই ধরনের উসকানিমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানায় এবং যেকোনো ধরনের আকস্মিক সংঘর্ষ এড়ানোর জন্য তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার কথা বলব।”

দক্ষিণ চীন সাগরের শিশা দ্বীপপুঞ্জের কাছে সামরিক বাহিনী মহড়া চলছে। ওই এলাকায় আমেরিকার একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার গোপনে প্রবেশ করেছে। এ ঘটনাকে আমেরিকার তরফ থেকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে চীন।

The post আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে: চীনের হুঁশিয়ারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82/

প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনার কারণে এ বছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনী দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনী দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শোকের মাতম আছে। তবে ছোট হয়ে এসেছে পরিসর। রাজধানীর হোসেনী দালান প্রাঙ্গনে বের হয় তাজিয়া। ইমামবাড়ায় প্রবেশ করতে হয়েছে স্বাস্থ্যমিধি মেনেই। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।

এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। প্রথমবারের মত শহরজুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।

The post প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be/

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে গুলিতে ৭ স্বাধীনতাকামীসহ নিহত ৮

ফাতেহ ডেস্ক:

ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের ৭ স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত থেকে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গুলিতে নিহতের এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে কাশ্মীর স্বাধীনতা আন্দোলনের একজন জেলা পর্যায়ের নেতা রয়েছেন। কাশ্মীরের পুলিশ জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) সকালে পুলওয়ালামা জেলার একটি পাহাড়ের গুহায় অভিযানের সময় এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হন। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও দুটি পিস্তল উদ্ধারের দাবি করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) সোপিয়ান জেলায় অভিযানের সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে ৪ স্বাধীনতাকামী নিহত হন। একই সঙ্গে একজনকে আটক করা হয় বলে জানানো হয়। এসময় দুটি সংক্রিয় রাইফেল ও ৩টি পিস্তল উদ্ধার করা হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ১৮০ জনকে বিভিন্ন অভিযানের নামে হত্যা করে বলে জানায় অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ। সংবাদমাধ্যমটি দাবি করে, নিহতদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ গত ৪ থেকে ৬ মাসের মধ্যে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই ওই অঞ্চলের তরুণদের মধ্যে স্বাধীনতার দাবি চড়াও হতে থাকে।

স্বাধীনতা দাবি করা কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী আল বদরের উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ জানায়, জানুয়ারি থেকে সরকারি বাহিনীর অন্তত ৬৪ সদস্য বিভিন্ন সময় তাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আর তাদের নিজেদের ৪৬ জন নিহত হয়েছেন।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে দীর্ঘদিন ধরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এতে চলতি বছরে নানা সময় সংঘর্ষে কয়েক ডজন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছেন। ভারতীয় উপ-মহাদেশের মুসলিমরা মনে করে কাশ্মীর পাকিস্তানের অধীনে থাকা উচিৎ এবং সেখানকার স্থানীয় কাশ্মীরের মানুষও পাকিস্তানের অধীন অথবা স্বাধীনতা যেকোনো একটির পক্ষেই কথা বলছেন। তবে বর্তমানে তাদের দাবি স্বাধীনতা ছাড়া অন্য কোনো উপায় নেই।

এ দিকে ভারতের অভিযোগ কাশ্মীরের স্বাধীনতাকামীদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। তবে, পাকিস্তান সেটি প্রত্যাখ্যান করে আসছে।

ভারতের সংবিধানের ৩৫-ক ধারা ও ৩৭০ অনুচ্ছেদ কাশ্মীরকে যে মর্যাদা দিয়েছে তা বাতিল করা হয় গত বছর। ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের এমন এক স্বায়ত্তশাসন রয়েছে যা ১৯৪৭ সালের পর দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের রাজ্য পায়নি। অনুচ্ছেদ ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান এবং একটি আলাদা পতাকার স্বাধীনতা দিয়েছে।

এ ছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্য সব ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দিয়েছে। এটি বাতিল করায় কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে।

-এ

The post ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে গুলিতে ৭ স্বাধীনতাকামীসহ নিহত ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/

পাকিস্তানের করাচিতে বন্যায় ৪০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছে আরও ১৬ জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিতে শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু বাড়ি ও ভবনের।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা। এদিকে, যুক্তরাষ্ট্রে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে কয়েক হাজার বাড়িঘর।

এই পরিস্থিতি এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে প্রশাসন। হারিকেনের আঘাতে অন্তত ১২’শ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

The post পাকিস্তানের করাচিতে বন্যায় ৪০ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। এই সংকট মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। তিনি বলেছেন, অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রবাস ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়। একারণে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।

জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। দেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।

দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ আরও অনেকে।

The post করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/

১৫ আগস্ট নিয়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান আমুর

ফাতেহ ডেস্ক:

১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আজ শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আমির হোসেন আমু এ আহ্বান জানান।

১৪ দলের মুখপাত্র প্রবীণ এ আওয়ামী লীগের নেতা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুন করেও ক্ষান্ত হয়নি খুনিরা। তারা সারা দেশে খুন, হত্যা, রাহাজানির রাজনীতি শুরু করেছিল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেয়, আইন করে এই হত্যাকাণ্ডের বিচারের রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাদের খুঁজে বের করতে হবে।

‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। তারপর সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন।’

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলাসহ বড় বড় পদের পরিচয় দিতে পারছি। আজ বাংলাদেশ মানেই উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির মহাসড়ক দিয়ে এগিয়ে চলার বাস্তবতা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক দুর্নীতি উঠে এসেছে। এটা দূর করতে হবে।

বিএমএ মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, বিএমএ সদস্য আবু রায়হান প্রমুখ বক্তব্য দেন।

The post ১৫ আগস্ট নিয়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান আমুর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

ফাতেহ ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭), সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০), জাকারিয়া (৩০)। এ ছাড়া অজ্ঞাত একজনের বয়স ১২ ও অপরজনের ৪৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে গেছে, আজ সকালে বড়লেখাগামী একটি। বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ দুর্ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন।’

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমদ চিকিৎসাধীন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

-এ

The post সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98/

ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপে সেরা বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

পাঠ্যক্রম ও পড়ানোর ভিত্তিতে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের করা তালিকায় ৯০ শতাংশ স্কোর করে সবার ওপরে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ৮৩ শতাংশ স্কোর করে এরপর (২য় স্থান) অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়। ৮২ ও ৭৮ শতাংশ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। খবর স্ক্রল ডট ইন।

বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, স্নাতকোত্তর, পিএইচডি, এমফিল অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যা, তাঁদের কাজ বা গবেষণার মানসহ শিক্ষাবিষয়ক বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে তালিকা প্রস্তুতির সময়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা, অন্য রাজ্য এবং অন্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যার শতাংশও স্কোর গড়তে সাহায্য করে বিশ্ববিদ্যালয়গুলোকে। আবার ছাত্র-শিক্ষক সম্পর্ক, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকের শূন্যপদ, ভিজিটিং অধ্যাপক প্রভৃতিও বিচার করা হয় স্কোর করার সময়। পাশাপাশি, ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নেটের মতো পরীক্ষাগুলোতে কতজন সুযোগ পেয়েছেন, তাও বিবেচনায় আনা হয়েছে। পরিচালন দক্ষতা, অর্থের সঠিক ব্যবহার এবং কিছু কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটিতেও অনেকখানি বেশি স্কোর করেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।

জামিয়ার ভাইস চ্যান্সেলর নাজমা আখতার জানান, বিশ্ববিদ্যালয়ের এমন সাফল্যে তাঁরা খুশি। আসছে বছরে তাঁরা এই ধারাবাহিকতা রক্ষা করতে চান।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ভারতসহ বিশ্ব গণমাধ্যমের শিরোনামে ছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জামিয়ার শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করেন। নাগরিকত্ব সংশোধনী আইন, নাগরিক পঞ্জির মতো ইস্যুতে নির্যাতন সয়ে আন্দোলন চালিয়ে গেছেন জামিয়ার শিক্ষার্থীরা। এর জন্য খেসারতও দিতে হয়েছে তাঁদের। কপালে ‘দেশদ্রোহী’ খেতাব জুটেছিল। আন্দোলনকারীদের ওপর অমানবিক নির্যাতনও চালানো হয়েছে। পুলিশ দিয়ে আন্দোলনকারীদের মারধর করা হয়।

The post ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপে সেরা বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f/

ইজরাইলকে অর্থনৈতিক বয়কটের আইন বাতিল করলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনৈতিকভাবে ইজরাইলকে বয়কটের একটি আইন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত।১৯৭২ সালের ওই আইন বাতিল করে আজ শনিবার একটি ডিক্রি জারি করেছে দেশটি। খবর আল আরাবিয়া।

খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ডিক্রি ইস্যু করেছেন।

এর আগে, গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজরাইল ও সংযুক্ত আরব আমিরাত দু দেশের সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে একটি চুক্তি করেছে। এরই অংশ হিসেবে আইন বাতিল করলো আমিরাত।

The post ইজরাইলকে অর্থনৈতিক বয়কটের আইন বাতিল করলো আমিরাত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87/

পতিতাবৃত্তির বিচার হবে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে

ফাতেহ ডেস্ক:

এখন থেকে যে কোন অবৈধ যৌন সম্পর্ক বা পতিতাবৃত্তির অপরাধে অপরাধীদের বিরুদ্ধে সরাসরি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আওতায় বিচার হবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর দণ্ডের বিধান রয়েছে। যা জামিন অযোগ্য অপরাধ। যারা পতিতা সরবরাহ করবে বা যে স্থানে এই অপরাধ সংঘটিত হবে সেই বাসা, ফ্লাট বা হোটেলের মালিকও এই শাস্তির আওতভুক্ত। পুলিশ বিনা ওয়ারেন্টে এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পারবে।

আগে জেলায় দণ্ডবিধির ২৯০ ধারায় (গণউপদ্রপ) এবং মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্সে অভিযুক্তদের লঘু দণ্ড হতো।

আজ শনিবার সকালে বরিশালে জুম কনফারেন্সে অনুষ্ঠিত এক পুলিশ ম্যাজিস্ট্রেসি সভায় নতুন এই আইন সম্পর্কে সংশ্লিস্টদের অবহিত করেন বিশেষ অতিথি বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হোসেন।

জুম কনফারেন্সে বিচারক মো. মঞ্জুরুল হোসেন বলেন, অনেক সময় বিদেশে নারীরা শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়। দেশে বা বিদেশে যেখানেই এই ধরনের অপরাধ সংঘটিত হবে সেটা দেশেই সংঘটিত হয়েছে বলে ধরে নেয়া হবে। অভিযুক্ত আসামি দেশে বা বিদেশে থাকুক বাংলাদেশেই মানব পাচার প্রতিরোধ দমন আইন-২০১২ এর আওতায় তার বিচার হবে। আবার কোন ব্যক্তি অবৈধভাবে দেশে বা দেশের বাইরে মানব পাচারের শিকার হলে তিনি বা তার যে কোন স্বজন তার নিজ এলাকার থানা বা সংশ্লিস্ট ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। এমনকি পাচারের জন্য কোন স্থানে জড়ো করা হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাদের গ্রেফতার করতে পারবেন।

বিদেশে সংঘটিত এই ধরনের অপরাধ তদন্তের জন্য সংশ্লিস্ট তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে রাষ্ট্রের খরচে সংশ্লিষ্ট দেশে যেতে পারবেন। মানব পাচার অপরাধের ক্ষেত্রে কোন ভুক্তভোগী বা সাক্ষী দূরবর্তী কোন স্থানে বা বিদেশে অবস্থান করলে ইলেক্ট্রনিক ডিভাইসে রেডর্ককৃত কথপোকথন বা ভিডিও সাক্ষ্য হিসেবে সরাসরি গৃহীত হবে। তাকে সশরীরে ট্রাব্যুনালে যেতে হবে না। বিদেশে অবস্থানকালে যৌন বা শ্রম শোষণ হয়ে থাকলে সংশ্লিষ্ট যে কোন তথ্য উপাত্ত প্রতিবেদন সংশ্লিষ্ট রাষ্ট্রদূতের প্রত্যয়ন সাপেক্ষে সরাসরি সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

সরকারের যে কোন বিভাগের কর্মকর্তা এবং দেশে ও দেশের বাইরে রাষ্ট্রায়ত্ব জাহাজ ও বিমানে কর্মরত কোন কর্মকর্তা ট্রাইব্যুনালের নির্দেশে মানব পাচার অপরাধ দমন ও প্রতিরোধ আইনে সহযোগিতা করতে বাধ্য। কেউ এই বিধি অমান্য করলে তাৎক্ষণিক ট্রাইব্যুনাল তাকে জরিমানা এবং বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন।

The post পতিতাবৃত্তির বিচার হবে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae/

সাইপ্রাসের কাছে দুই সপ্তাহ সামরিক মহড়া দিবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। শনিবার থেকে শুরু হওয়া এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শুক্রবার রাতে দেয়া এক ঘোষণায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার রাতে দেয়া এক ঘোষণায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান গ্রিসের ৬টি এফ-১৬ জঙ্গিবিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি। পরে শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌ সেনাদের নির্দেশ দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। আঙ্কারার অনুসন্ধান জাহাজ ভূমধ্যসাগরে আরও কয়েক দিন থাকার ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রিসের সংসদে মিসরের সঙ্গে সামুদ্রিক সীমানার চুক্তি অনুমোদন করা হয়।

The post সাইপ্রাসের কাছে দুই সপ্তাহ সামরিক মহড়া দিবে তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/

এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি : শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে।

আজ শনিবার জাতীয় জাদুঘরে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।

তিনি বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা প্রশাসনের লোকজনসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ এ পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্যঝুঁকি নেওয়া সম্ভব নয়। সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল। যার ফল সুখকর হয়নি। সংক্রমণের কারণে আবারও বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না

The post এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি : শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae/