Wednesday, September 30, 2020

রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি সদস্যদের সহায়তা চাইলো বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় ওআইসি সদস্য রাষ্ট্রের অধিকতর সহায়তা চেয়েছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (৩০ সেপ্টেম্বর), রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির এ্যাডহক মন্ত্রিসভা কমিটি এক পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূত এ আহ্বান জানান। এতে বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান, ও জিবুতির স্থায়ী প্রতিনিধিগণ এবং ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবকে আইসিজে মামলায় রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সকলের সহায়তা কামনা করেন।

সভায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন রোহিঙ্গাদের দুর্দশা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংবেদনশীল করতে ওআইসির গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বিশেষতঃ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলার কাঠামোর মধ্যে। ওআইসি মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া ও তাদের নিরাপদ প্রত্যাবসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন আইসিজেতে মামলা পরিচালনা করার ব্যায়ভার বহন করার জন্য যারা ইতিমধ্যে তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের প্রশংসা করেন। তিনি অন্যান্য সদস্য দেশগুলোকে মানবাধিকার রক্ষায় এই মামলায় সহায়তা করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা মামলার অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন এবং সমর্থনের বিষয়ে একমত প্রকাশ করেন।

The post রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি সদস্যদের সহায়তা চাইলো বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-3/

মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে চার যুবক। ঘটনার ১০ দিনের মাথায় দুইজনকে আটকের পর বেরিয়ে আসে হত্যার রহস্য।

পুলিশ জানায়, হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিনের সঙ্গে উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের রিফাতের পুকুরের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের কাছে পৌঁছালে আজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় রিফাত ও তার ৩ সহযোগীরা। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী বিলকিস খাতুন বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার শ্রীপুর বরমী থেকে ঘাতক সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেপ্তার করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোর্পদ করা হলে আসামি সিরাজ আলোচিত ইমাম হত্যার দায় স্বীকার করে বর্ণনা দেয়।

The post মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যৌন নিপীড়ন: কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন ৫১ নারী

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও শীর্ষ স্থানীয় কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ৫১ জন নারী। নিপীড়নের শিকার ওই নারীদের সবাই আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর অধিবাসী। তাদের দাবি, ইবোলা সংকট চলাকালীন ২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে ওইসব আন্তর্জাতিক কর্মীর নিপীড়নের শিকার হয়েছেন তারা।

সংবাদ সংস্থা দ্য নিউ হিউম্যানিটারিয়ান ও থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা প্রায় এক বছরের অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন তথ্য।

জবানবন্দি দেয়া ৫১ নারীর বেশির ভাগই জানিয়েছেন, আন্তর্জাতিক কর্মীদের কেউ কেউ চাকরি দেয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। কেউ কেউ আবার তা করতে বাধ্য করত। প্রস্তাব প্রত্যাখ্যান করলে চুক্তি বাতিল করে দেয়া হতো। ভুক্তভোগীদের কেউ কেউ জানিয়েছেন, তাদেরকে পানিতে নেশার দ্রব্য গুলিয়ে দেয়া হয়েছিল, কেউ কেউ আবার বলেছেন অফিস ও হাসপাতালে আক্রমণের শিকার হয়েছেন তারা।

কারও কারও দাবি, চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে রুমে আটকে রাখা হয়েছিল। যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবটি চাকরি পাওয়ার একমাত্র শর্ত হয়ে উঠেছিল।

নিপীড়নের শিকার নারীদের কেউ বাবুর্চি, কেউ পরিচ্ছন্নতাকর্মী আবার কেউ কমিউনিটিপর্যায়ের কর্মী ছিলেন। তাদেরকে স্বল্প মেয়াদি চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। মাসে তাদের আয় ছিল ৫০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত, যা তাদের স্বাভাবিক সময়ের মজুরির তুলনায় দ্বিগুণেরও বেশি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অভিযোগের তদন্ত করছে তারা।

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যৌন নিপীড়ন: কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন ৫১ নারী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/

নিজের ভূখণ্ডের জন্য লড়াই চালিয়ে যাবে আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

যতক্ষণ পর্যন্ত আর্মেনিয়া বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের দাবি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এক বিবৃতিতে তিনি এ কথা জানাান। খবর বিবিসি।

বিবৃতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আমাদের একটাই শর্ত। আর্মেনিয়া বাহিনীকে বিনা শর্তে, পুরোপুরি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। যতক্ষণ তারা ওই বিরোধপূর্ণ অঞ্চলের দাবি না ছাড়বে, ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাবো।

গত কয়েকদিনের টানা সংঘাতে দু’দেশের সামরিক বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও দু’পক্ষই তা উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী এই দু’দেশের মধ্যে সংঘাতে আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। এদিকে, তুরস্ক আজারবাইজানের পক্ষে থাকলেও রাশিয়া আর্মেনিয়ার প্রতি নমনীয়। আর্মেনিয়ায় তাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। তবে তাদের আজারবাইজানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’পক্ষকেই সংঘাত থামানোর আহ্বান জানিয়ে আসছে রাশিয়া।

১৯৮০’র দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে জাতিগত আর্মেনীয়রা।

The post নিজের ভূখণ্ডের জন্য লড়াই চালিয়ে যাবে আজারবাইজান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/

ফিলিস্তিনের পর কুয়েতেরও প্রত্যাখ্যান

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের পর কুয়েতও আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন ইস্যুতে সংস্থাটির একের পর এক ‘ব্যর্থতার’ প্রেক্ষিতে সম্প্রতি ফিলিস্তিন সভাপতির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়।

লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বুধবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্সটুডে।

এতে বলা হয়, সংস্থাটির পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু তা গ্রহণে অস্বীকৃতি জানায় ফিলিস্তিন। এর পর সে দায়িত্ব কুয়েতকে গ্রহণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু কুয়েতও সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো।

কুয়েত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আরব লীগের পক্ষ থেকে ১০৫তম সভাপতির দায়িত্ব গ্রহণের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা তরা গ্রহণ করবে না।

এর আগে ফিলিস্তিনের স্বশাসিত সরকার গত মঙ্গলবার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

The post ফিলিস্তিনের পর কুয়েতেরও প্রত্যাখ্যান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0%e0%a6%93/

খুন হওয়ার ৬ বছর পর আদালতে হাজির!

ফাতেহ ডেস্ক:

আবারও জিসা মনি কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে নারায়ণগঞ্জে। ছেলে নিখোঁজ হওয়ার পর ‘অপহরণ, খুন ও গুমের অভিযোগ’ এনে করা হয়েছিল মামলা। ‘চাকুস স্বাক্ষী’ জবানবন্দী দিয়েছে আদালতে। ৫ আসামীর কেউ দেড় বছর, কেউ আবার দেড় মাস হাজতবাস করেছেন। ঘটনার ৬ বছরের মাথায় আদালতে হাজির হলেন খোদ ‘মৃত ব্যক্তি!’

বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালতে মামুনকে হাজির করা হয়। পরে আদালত একজন আইনজীবীর জিম্মায় মামুনকে ছেড়ে দেয়া হয়।

এ নিয়ে আজ আদালতপাড়া ছিল সরগরম। অনেকে জিসা মনি কাণ্ডের সাথে ঘটনাটি তুলনা করে আলোচনা আর সমালোচনা করেছেন।

২০১৪ সালের ১০ মে চাঁদপুরের মতলব নিজ বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন মামুন। তখন কোনো ডায়রী কিংবা অভিযোগ করা হয়নি। এরপর ছেলেকে না পেয়ে ঘটনার ২ বছর পর ২০১৬ সালের ৯ মে ‘অপহরণ করে খুনের উদ্দেশ্যে গুম করা হয়েছে বলে দাবি করে খুনের অভিযোগে ফতুল্লা থানায় মামলা করে বাবা আবুল কালাম। আসামী করা হয় মামুনের কথিত প্রেমিকা তসলিমা, তার বাবা রকমত আলী, ভাই রফিক, খালাতো ভাই সাগর ও সাত্তার মোল্লাকে।

মামলার পরে সকল আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরে মাকসুদা বেগম নামের এক নারী চাক্ষুস সাক্ষী হিসেবে দেয়া ‘অপহরণ করে খুন করার উদ্দেশ্যে গুমের বর্ণনা ১৬১ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। পরে আসামী কথিত প্রেমিকা তসলিমা ও তার ভাই রফিক দেড় বছর কারাবাস করেছেন। আর আসামী রকমত আলী, সাগর ও সাত্তার ছিলেন দেড় থেকে তিন মাস। সম্প্রতি জানা গেছে ৬ বছর আগে ‘মৃত’ সেই মামুন জীবিত আছে। পরে বাদি পক্ষের আইনজীবীরা সেই মামুনকে আদালতে হাজির করেছেন।

‘মৃত ছেলে জীবিত হয়ে আদালতে’

মিথ্যা মামলায় কারাগারে থাকা আসামিদের আইনজীবী এড. এমদাদ হোসেন সোহেল শুনানি শেষে সাংবাদিকদের বলেন, নিরিহ, নিরপরাধ মানুষ গুলো আজ যে জেল খেটেছে। আমরা তার বিচার চাই। রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই। পাশাপাশি বাদি কেন মিথ্যা মামলা করলো, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা।

The post খুন হওয়ার ৬ বছর পর আদালতে হাজির! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

জো বাইডেন বললেন ‘ইনশাআল্লাহ’ আমি জয়ী হবো

ফাতেহ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে প্রথম বিতর্কে “ইনশাআল্লাহ” বাক্যটি ব্যবহার করা হয়েছে। ইসলামী এই বাক্যটি ডেমোক্রেট নেতা জো বাইডেন ব্যবহার করেছেন।

গতকাল সকালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক বিতর্ক অনুষ্ঠানে পরিচালক যখন ডোনাল্ড ট্রাম্পকে তার কর ফাঁকির বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন ট্রাম্প বলেছে যে, এ বিষয়ে শীঘ্রই তার বক্তব্য প্রকাশ করবে। অপরদিকে ডেমোক্রেট নেতা জো বাইডেন খুব ভালোভাবে জানেন যে ট্রাম্প সৎ মানুষ না। আর এই সুযোগটি তিনি ব্যবহার করে “ইনশাআল্লাহ” বলেছেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী কর্তৃক এই বাক্যাংশটি ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে, বিশেষত মুসলিমরা এবং যারা এর অর্থ জানেন তারা এটাকে ব্যাপকভাবে প্রকাশ করেছে।

কেউ কেউ উল্লেখ করেছেন যে জো বাইডেন মুসলমানদের ব্যবহৃত একটি আরবি বাক্যাংশ ব্যবহার করেছিলেন; তারা প্রশ্নবিদ্ধ হয়ে টুইটারে লিখেছেন যে, ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত এই বিতর্ক অনুষ্ঠানটি শোনার শোনার পরে তারা বুঝতে পেরেছেন যে ডেমোক্র্যাট প্রার্থী আরবি শব্দ ব্যবহার করেছেন।

একজন ব্যবহারকারী একটি বার্তায় আরও লিখেছেন: আমেরিকান ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত, মার্কিন নির্বাচনের বিতর্কে “ইনশাআল্লাহ” শব্দটি ব্যবহার হয়েছে।

ট্রাম্প-বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্ক অনুষ্ঠানটি ১৫ অক্টোবর মিয়ামিতে অনুষ্ঠিত হবে।

The post জো বাইডেন বললেন ‘ইনশাআল্লাহ’ আমি জয়ী হবো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%be%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d/

টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে চার দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস।

“পৃথিবী এবং আমাদের রক্ষার জন্য বিনিয়োগের সময় আমদের টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হতে হবে”, প্রথম প্রস্তাবে বলেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেওয়া বিবৃতিতে এ কথা বলেন।

‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ’ শীর্ষক এই ইভেন্টে প্রধানমন্ত্রী তার দ্বিতীয় প্রস্তাবে বলেন, “শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মাধ্যমে জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে আইন-কানুন জোরদার করা এবং নিরীক্ষণ প্রক্রিয়া জীববৈচিত্র্য রক্ষার মূল পদক্ষেপ।”

“জেনেটিক রিসোর্স ও ঐতিহ্যবাহী জ্ঞানের প্রকৃত মালিকদের জন্য বিশ্বব্যাপী সুফল বাঁটোয়ারায় প্রবেশাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে”, তৃতীয় প্রস্তাবে উল্লেখ করেন।

চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, “প্যারিসের (সনদ) লক্ষ্য অর্জন আমাদের বিলুপ্তি ও টিকে থাকার মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। আমাদের অবশ্যই সেগুলো বাস্তবায়ন করতে হবে।”

বাংলাদেশ ‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ’-এর ব্যাপারে ‘সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা একটি আত্মনির্ভরশীল বিশ্বে বাস করি যেখানে পৃথিবী গ্রহের প্রতিটি প্রজাতি আমাদের বাস্তুসংস্থানে বিশেষ ভূমিকা পালন করে থাকে।”

যদিও তিনি বলেন, ডব্লিউডব্লিউএফ ও লন্ডন জিওলজিক্যাল সোসাইটির তথ্য মতে, ১৯৭০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বের বন্য প্রাণীর সংখ্যা গড়ে ৬৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ মিঠা পানির ওপর অনেক বেশি নির্ভরশীল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিঠা পানির জীববৈচিত্র্য বিশ্বে সবচেয়ে দ্রুত হারে হ্রাস পাচ্ছে, বৈশ্বিক জলাভূমির ৮৫ শতাংশ ইতিমধ্যে শিল্প বিপ্লবের পরে হারিয়ে গেছে।

শেখ হাসিনা বলেন, ১৯৭০ সাল থেকে মিঠা পানির স্তন্যপায়ী প্রাণী, পাখি, উভচর, সরীসৃপ ও মাছের সংখ্যা প্রতি বছর গড়ে ৪ শতাংশ হারে হ্রাস পেয়েছে।

তিনি বলেন, “আমরা জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি আশঙ্কাজনকভাবে বাড়িয়ে তুলছি এবং ফলস্বরূপ, কভিড-১৯ এর মতো ‘জুনটিক’ (প্রাণী থেকে মানুষে সংক্রমিত) রোগের ঝুঁকি বেড়ে গেছে।”

সঙ্গে যোগ করেন, “আমাদের বর্তমান ক্রিয়াকলাপ অব্যাহত রাখা হলে আমরা কেবল অন্যান্য প্রজাতির বিলুপ্তির কারণই হচ্ছি না, মূলত আমরা মানবজাতিরও চূড়ান্ত বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে তার সংবিধানে রাষ্ট্রের মৌলিক নীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। “আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের প্রথম দিকেই বন্য প্রাণী সংরক্ষণের আদেশ কার্যকর করেন”, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জৈববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন বাস্তবায়নের জন্য আইন-প্রণয়নকারী অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। “আমাদের সংসদ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ বায়োলজিকাল ডাইভারসিটি অ্যাক্ট ২০১৭ পাস করেছে”, বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকার দেশের মোট স্থলভাগের ৫ শতাংশেরও বেশি এবং সামুদ্রিক জলভাগের প্রায় ৫ শতাংশ অঞ্চলকে ‘সংরক্ষিত ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল’ ঘোষণা করেছে।

The post টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে চার দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0/

আফগানদের জন্য পাকিস্তানের নতুন ভিসা নীতি

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন একটি ভিসা নীতি চালু করেছে পাকিস্তান। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো সহজ করতে ও ব্যবসার প্রসার ঘটাতে মঙ্গলবার নতুন এ ভিসা নীতি চালু করে ইসলামাবাদ। খবর ভয়েস অব আমেরিকা।

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি নতুন এ ভিসা নীতির অনুমোদন দেয় দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন ভিসা নীতির ফলে এখন থেকে আফগানিস্তানের নাগরিকরা সহজে একাধিকবার পাকিস্তানের ভিজিট ভিসা পাবেন। যার মধ্যে স্টুডেন্ট ভিসা ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভিসাও রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক টুইট বার্তায় আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক বলেন, আফগানিস্তানের অসুস্থ রোগীদের জন্য ‘নতুন স্বাস্থ্য ভিসা’ প্রণয়ন করেছে পাকিস্তান। এখন থেকে সপ্তাহে চার দিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন আফগান নাগরিকরা।

বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য পাকিস্তানের সমুদ্র বন্দর ও স্থলভূমির ওপর নির্ভর করে আসছে আফগানিস্তান। কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া সীমান্ত উত্তেজনার ফলে এই বাণিজ্য কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ফের দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে নতুন ভিসা নীতি চালু করা হয়েছে।

-এ

The post আফগানদের জন্য পাকিস্তানের নতুন ভিসা নীতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

বিচারহীনতার সংস্কৃতিই খুন-ধর্ষণের অন্যতম কারণ: খেলাফত ছাত্র আন্দোলন

ফাতেহ ডেস্ক:

দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এর প্রতিফলন হিসেবে খুন-ধর্ষণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, এমসি কলেজের চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার মত কিছু ঘটনা প্রকাশ্যে আসার ফলে আসামীরা গ্রেফাতার হলেও তাদের বিচার হচ্ছে না। বিচার হলেও বিচার কার্যকর হচ্ছে না। কিছুদিন পর ধর্ষকরা ঠিকই প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এমনকি ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মুখ বন্ধ রাখছে। শুধু সিলেট নয় সারাদেশে যেখানেই ধর্ষণের ঘটনা ঘটে সেখানে ধর্ষকদের আইনের আওতায় এনে প্রকাশ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হলে ধর্ষকরা আর ধর্ষনের সাহস পাবে না।

তাঁরা ধর্ষণের শাস্তি কোরআনের বিধানমতে জনতার সামনে প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা আরও বলেন, দেশে নারী স্বাধীনতার নামে পর্দাহীনতা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে যা ধর্ষণের নিয়ামক রূপে কাজ করছে। অবাধ পর্নোগ্রাফির বিস্তার, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ব্যবহার, বর্হি:বিশ্বের সাংস্কৃতিক আগ্রাসন ধর্ষণের মত অপরাধকে উস্কে দিচ্ছে। অথচ বিয়ের ক্ষেত্রে সরকারি প্রশাসন বিভিন্নভাবে মসজিদের ইমামদের হয়রানি করছে। খুন-ধর্ষণের মত সকল অপরাধ চিরতরে বন্ধ করতে কুরআনের বিধানমত বিচার ব্যবস্থার কোন বিকল্প নেই।

 

The post বিচারহীনতার সংস্কৃতিই খুন-ধর্ষণের অন্যতম কারণ: খেলাফত ছাত্র আন্দোলন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81/

বাবরি মসজিদ ধ্বংস মামলায় ন্যায়বিচার পাওয়া যায়নি: ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক:

বাবরি মসজিদ ধ্বংস মামলা রায়ের দিনিটিকে ভারতীয় বিচার বিভাগের জন্য একটি কালাে দিন বলে অভিহিত করলেন ভারতের ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, ‘বিচার বিভাগের ইতিহাসে আজকের দিনটি একটি দুঃখজনক দিন। এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র ছিল না। আকস্মিকভাবে, উন্মত্ত জনতা মসজিদ ভাঙতে শুরু করেছিল। ওয়াইসি বিচার বিভাগকে প্রশ্ন করেছেন, ‘কোনও কাজ স্বতঃস্ফুর্ত নয় বলার জন্য ঠিক কতগুলো মাসের প্রস্তুতির প্রয়ােজন?

তিনি আরও বলেন, মামলায় ন্যায়বিচার পাওয়া যায়নি। আদালতের উচিত ছিল, বাবরি মসজিদ ধ্বংসের জন্য দায়ী ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা। তারা যাতে শাস্তি পায় সেটা নিশ্চিত করার বিষয় ছিল এটা। অভিযুক্তদের এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীর পদ দিয়ে রাজনৈতিকভাবে পুরস্কৃত করা হয়েছিল।

বাবরি ধ্বংসের কারণেই বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে দাবি করেন আসাদুদ্দিন ওয়াইসি। কাজেই এই কাজের কারিগরদের শাস্তি যে হবে না, তা জানাই ছিল।

 

The post বাবরি মসজিদ ধ্বংস মামলায় ন্যায়বিচার পাওয়া যায়নি: ওয়াইসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-2/

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ফাতেহ ডেস্ক:

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে ১লা অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

শোক উপলক্ষ্যে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামীকাল দেশের সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

গতকাল মঙ্গলবার ৯১ বছর বয়সে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ’র মৃত্যু হয়। এরপরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমিরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করেছে।

The post কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87/

বিতর্কিত অঞ্চলে রুশ নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখে আর্মেনিয়া রুশ নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে বলে অভিযোগ করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে এসব এস-৩০০ আজারবাইজানের দখলকৃত এলাকায় এনে জড়ো করা হচ্ছে। খবর ডেইলি সাবাহর।

এদিকে টানা চতুর্থ দিনের মতো প্রতিবেশী দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে নারী ও শিশুসহ অন্তত নিহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে সেনাসদস্য ছাড়াও রয়েছেন সীমান্তে বসবাসকারী বেসামরিক নাগরিকরা।

রোববার থেকে শুরু হওয়া এ যুদ্ধ আরও ভয়ংকর আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে উভয়পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

১৯৮০-এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হন।

কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছেন আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়েই নতুন করে সংঘাতের সূত্রপাত। দীর্ঘ বিবাদের জেরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া।

The post বিতর্কিত অঞ্চলে রুশ নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে আর্মেনিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/

আগামী সপ্তাহে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

ফাতেহ ডেস্ক:

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথাই জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব দেব। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব।’

তবে এবার সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এবার এপ্রিলেই এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় স্থগিত করা হয় পরীক্ষাটি। গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

The post আগামী সপ্তাহে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae/

দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১৩ হাজার ১৫৫ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৩৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৫১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭৮৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩ জন বা ৭৭.৩৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৮৮ জন বা ২২.৬২ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%a9%e0%a7%a8-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-3/

ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক:

ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ-রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

টুইট বার্তায় বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রুটিন পরীক্ষার সময় করোনাভাইরাস পজিটিভ আসে। ৭১ বছর বয়সী উপ-রাষ্ট্রপতি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

তার স্ত্রী শ্রীমতি ঊষা নাইডুর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি স্ব-বিচ্ছিন্ন (সেলফ আইসোলেশন) অবস্থায় আছেন বলে টুইট বার্তায় জানানো হয়েছে।

প্রসঙ্গত ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও। গত সপ্তাহেই কোভিড পরিস্থিতির কারণে আট দিন আগেই শেষ হয়ে যায় সংসদের বর্ষাকালীন অধিবেশন। ওই সংসদের ২৫ জন সদস্যের করোনা পরীক্ষায় কোভিড ধরা পড়েছিল। নিয়মিত সংসদে গেছেন ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু তখন তার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও প্রায় এক সপ্তাহ পরে পজিটিভ এলো তার করোনা টেস্ট। দেশটিতে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৬০ লাখের ওপর। মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।

The post ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99/

সৌদি রুটে সপ্তাহে চলবে ২০ ফ্লাইট: পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ১ অক্টোবর থেকেই বাংলাদেশ-সৌদি আরব রুটে সপ্তাহে ২০টি করে ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১০টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট চলাচল করবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বৈঠককে ফলপ্রসূ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে সপ্তাহে ২০টি করে ফ্লাইট যাবে। এর ফলে দ্রুতই অধিক সংখ্যক প্রবাসী সৌদি ফিরতে পারবেন বলে আমরা আশা করছি। সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরাত এরসঙ্গে এখন সপ্তাহে ১৭টি ফ্লাইট চলাচল করে। তারা এটাকে আরও বাড়াতে চান।

দেশে অবস্থান করা প্রবাসী কর্মীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে পর্যায়ক্রমে পাঠানো হবে। আর যারা গত মার্চে ভিসা পেয়েছিলেন কিন্তু মেয়াদ শেষ তাদের ভিসা রি-ইস্যু করতে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং কফিল (চাকরিদাতা) আর নিয়োগ দেবেন না তাদের বিষয়ে ‘কিছু করার নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এমন শ্রমিকদের সংখ্যা অর্ধশত বলে জানান এ কে আব্দুল মোমেন।

আলোচনা সভায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। কাতারের আমির ইন্তেকাল করায় দেশটির প্রতিনিধির কেউ সভায় যোগ দেয়নি।

The post সৌদি রুটে সপ্তাহে চলবে ২০ ফ্লাইট: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6/

কুয়েতে কুরআন অবমাননা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফাতেহ ডেস্ক:

পবিত্র কুরআন অবমাননা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে কুয়েত পুলিশ ঐ অপমানজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

কুয়েতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিছু সদস্য পবিত্র কুরআন অবমাননা করার ভিডিওটি পোস্ট করার পর সেদেশের জনসাধারণের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

ভিডিও প্রকাশের পরে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রক তার টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই ঘোষণা করেছে ভিডিওটিতে থাকা অবমাননাকর ব্যক্তিটি এশিয়ান এবং দেশটির ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘনের জন্য নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল মানুষকে দেশের জনসাধারণের নৈতিকতা মেনে চলা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। এছাড়াও আরও ঘোষণা করেছে যদি কেউ মহান আল্লাহ ও ইসলাম ধর্মকে অপমান করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক সহ্য করবে না।

The post কুয়েতে কুরআন অবমাননা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0/

রাজশাহীতে কিশোরী ধর্ষণ: গির্জার ফাদার প্রদীপ গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

রাজশাহীর তানোর উপজেলার এক গির্জায় তিন দিন এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফাদার প্রদীপ গ্রেগরীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী নগরের ওমরপুর, আমচত্তর এলাকার বিশপ হাউস থেকে রাতে প্রদীপকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রদীপকে বুধবার সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

র‍্যাব-৫-এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বলেন, ধর্ষণের খবর জানতে পারার পর থেকেই প্রদীপ গ্রেগরীকে আটকের জন্য তাঁরা চেষ্টা শুরু করেন। পরে রাতেই তাঁকে বিশপ হাউস থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের গির্জার কাছে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরের দিন রোববার তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেয়েটির ভাই। এরপর সোমবার দুপুরের পর জানা যায়, নিখোঁজ কিশোরী গির্জার ফাদার প্রদীপের ঘরে বন্দী অবস্থায় আছে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গির্জা থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে ওই কিশোরীর ভাই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে তানোর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ফাদার প্রদীপ গ্রেগরীকে আসামি করা হয়।

The post রাজশাহীতে কিশোরী ধর্ষণ: গির্জার ফাদার প্রদীপ গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%97/

রিফাত হত্যা মামলার রায়: মিন্নিসহ ৬ জনের ফাঁসি, ৪ জনকে খালাস

ফাতেহ ডেস্ক:

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। ১০ আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে রয়েছেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।

১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। এ মামলায় মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রায়ের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

The post রিফাত হত্যা মামলার রায়: মিন্নিসহ ৬ জনের ফাঁসি, ৪ জনকে খালাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%bf/

বাবরি মসজিদ ধ্বংস মামলার সব আসামি খালাস!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বাবরি মসজিদ মামলায় সব আসামিকে খালাস দিয়েছে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) অযোধ্যার শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে এ রায় ঘোষণা করলো আদালত। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত ছিলেন। বহুল আলোচিত এ মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিলো। অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।

বিশেষ সিবিআই আদালতের বিচারক এদিন বেলা সোয়া ১২টা নাগাদ তার রায় পড়ার শুরুতেই জানিয়ে দেন, মসজিদ ভেঙে ফেলার এই ঘটনা “পূর্ব পরিকল্পিত ছিল না। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার দিন বিজেপি নেতারা উন্মত্ত জনতাকে ঠেকানোর চেষ্টা করেছিলেন বলেও আদালত মন্তব্য করেছে – কিন্তু করসেবকদের ভিড় তাদের নিষেধ শুনতে রাজি হয়নি।

ভারতের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন নেতা লাল কৃষ্ণ আদভানীর নেতৃত্বে ১৯৯২ সালে অযোধ্যায় দফায় দফায় রথযাত্রা হয়। এই রথযাত্রা থেকে ষোড়শ শতাব্দীর অন্যতম এই মুসলিম স্থাপনায় হামলা চালানো হয়। কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী করসেবকরা মসজিlদ গুঁড়িয়ে দেয়। এ ঘটনার পরপর দেশটিতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের।

উত্তরপ্রদেশের এই মসজিদ ধ্বংস বদলে দেয় ভারতের রাজনীতি। মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লাল কৃষ্ণ আদভানী, মুরালি মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

প্রায় আড়াই যুগ পর বুধবার এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। কিন্তু আদালতে উপস্থিত ছিলেন না বিজেপির অভিযুক্ত শীর্ষ এই নেতারা। তবে বিজেপি নেতা আদভানী, মুরালি মনোহর যোশী, উমা ভারতী ও কল্যাণ সেন ভিডিওর মাধ্যমে আদালতে যুক্ত হন।

The post বাবরি মসজিদ ধ্বংস মামলার সব আসামি খালাস! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-2/

Tuesday, September 29, 2020

আরব লীগের মহাসচিবের পদত্যাগ চায় পিএলও

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনকে স্বাগত জানানোর কারণে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলেগইতের পদত্যাগ দাবি করেছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় এরিকাত বলেন, আহমাদ আবুলগেইত তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, কাজেই আরব লীগের মহাসচিবের পদে থাকার আর কোনো অধিকার তার নেই।

উল্লেখ্য, আরব লীগের মহাসচিব রোববার এক বক্তব্যে ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জর্দান নদীর পশ্চিম তীরকে ইজরাইলের সঙ্গে একীভূত করে নেয়ার পরিকল্পনা স্থগিত রাখা সম্ভব হবে।

The post আরব লীগের মহাসচিবের পদত্যাগ চায় পিএলও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d/

রংপুর ও দিনাজপুরকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র!

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের দিনাজপুর ও রংপুর দুইটি জেলা নিজেদের দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপালের জাতীয়তাবাদী সংগঠন জিএনএনএফ। । গ্রেটার নেপাল নামে সেই ম্যাপে বাংলাদেশের দিনাজপুর ও রংপুরকেও পাকিস্তান অধিকৃত নেপালের অংশ বলা হয়েছে।

এছাড়াও ভারতের সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর ছাড়াও পাটনা, কাটিহার, পূর্ণিয়া সহ বিহারের প্রায় গোটা অংশ, সিমলা, উত্তর কাশী, দেরাদুনকেও নেপালের এলাকা হিসাবে দেখানো হয়েছে।

নেপালের নতুন মানচিত্র প্রকাশ করে আলোচনার জন্ম দেয়া জিএনএনএফ সংগঠনটি নেপালে এনজিও হিসেবে নথিভুক্ত রয়েছে। এর আগে তারা ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রসংঘের মহাসচিবকে চিঠি লিখে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে আলোচনার কেন্দ্রে এসেছিল।

The post রংপুর ও দিনাজপুরকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6/

আজারবাইজানের সঙ্গে সংহতি প্রকাশ ওআইসির

আন্তর্জাতিক ডেস্ক:

আজারবাইজানে আর্মেনিয়ার হামলার নিন্দা জানিয়েছে অরগানাইজেশান অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে তার সংহতিও প্রকাশ করেছে। খবর আনাদলু এজেন্সি।

বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়া প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর দ্বারা বারবার উস্কানিমূলক আচরণ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে তার সংহতি প্রকাশ করছে।

দু’দেশের মধ্যকার দ্বন্দ্বকে রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বানও জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও আর্মেনিয়ার আগ্রাসন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ওআইসি। আজারবাইজান থেকে আর্মেনিয়ান বাহিনীকে নিঃশর্তে ও সম্পূর্ণরুপে প্রত্যাহার এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দু’দেশের মধ্যে চলমান বিরোধের রাজনৈতিক সমাধানে পৌঁছার জন্য সংলাপের আহ্বান জানাচ্ছে।

ওআইসির জেনারেল সেক্রেটারি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শহীদদের পরিবারের পাশাপাশি সরকার ও আজারবাইজানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাধারণদের ওপর হামলা করে। এরপর নাগোরনো ও কারাবাশ অঞ্চলকে যুদ্ধাক্রান্ত এলাকা বলে ঘোষণা করে আজারবাইজান সরকার।

আজারবাইজানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল নাগর্নো ও কারাবাখ দখলের জন্য আর্মেনিয়া দীর্ঘদিন যাবত চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চার সদস্য ও সাধারণ পরিষদের দুই সদস্যসহ আন্তর্জাতিক অনেক সংগঠন ইতিমধ্যে দখলদার সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছে।

The post আজারবাইজানের সঙ্গে সংহতি প্রকাশ ওআইসির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf/

আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

আন্তর্জাতিক ডেস্ক:

বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ ভারতের লখনৌ এর বিশেষ সিবিআিই আদালতে মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর রাম অনুসরীদের হাতে ধ্বংস হয় মসজিদটি। আলোচিত এই মামলায় ৪৯ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত।

মসজিদ ধ্বংসের মামলায় সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন এলকে আদভানি,মুরালি মনোহর যোশী,উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বিজেপির ফায়ার ব্র্যানড নেত্রী উমা ভারতী সহ আরো অনেকে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ২৭ বছর আগে দিনের আলোয় অযোধ্যাতে এই ঘটনা ঘটেছিল। এক্ষেত্রে আদালতের রায়ে এমন শাস্তি দেওয়া উচিত যাতে পুনরায় কোন ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না করা হয়।

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ১০ মাস পর চার্জশিট দেয় সিবিআই। সঙ্ঘ পরিবারের প্রথম সারির নেতাদের মধ্যে নাম ছিল লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতীর। উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজ, ভিএইচপি নেত্রী সাধ্বী ঋতম্ভরা এবং রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস ও সম্পাদক চম্পত রাইয়ের নাম চার্জশিটে দেয় সিবিআই। সবমিলিয়ে ৪৮ জন ছিলেন অভিযুক্তের তালিকায়। মামলা চলাকালীন ১৬ জন মারা যান। যাঁদের মধ্যে রয়েছেন, বিশ্বহিন্দুপরিষদ নেতা অশোক সিঙ্ঘল, গিরিরাজ কিশোর, বিষ্ণুহরি ডালমিয়া ও শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে।

২৮ বছরে নানা নাটকীয় টানাপোড়েনের সাক্ষী থেকেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। ঘটনার পর সাবেক ফৈজাবাদ জেলায় পুলিস ২টি এফআইআর দায়ের করে। ১৯৭ নম্বর এফআইআরে অজ্ঞাতপরিচয় লাখো করসেবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। লখনউয়ের আদালতে শুরু হয় মামলা। ১৯৮ নম্বর এফআইআরে আদভানি, জোশী, উমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়। রায়বরেলির আদালতে শুরু হয় মামলা। তদন্ত শুরুর পর তিরানব্বইয়ের অক্টোবরে ২ মামলায় যৌথ চার্জশিট দেয় সিবিআই। ৪৮জন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও মসজিদ ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ আনে। ২০০১-এ আডবাণী-সহ ১৪ জন নেতাকে, ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দেয় নিম্ন আদালত।

২০০৩-এ সিবিআই আর একটি চার্জশিট দিলেও, রায়বরেলির আদালতের নির্দেশে প্রমাণ না থাকায় ষড়যন্ত্রের অভিযোগ ছাড়াই আদভানিদের বিরুদ্ধে এগোতে থাকে মামলা। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টও নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখে, আডবাণীদের ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দেয়। ২০১১ সালে করা সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্টের রায়। আদভানি সহ ১৪ জন নেতার বিরুদ্ধে ফিরে আসে ষড়যন্ত্রের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশেই, লখনউয়ের সিবিআই আদালতে, করসেবকদের বিরুদ্ধে এবং আডবাণীদের বিরুদ্ধে ২টি মামলার একসঙ্গে শুনানি শুরু হয়। প্রায় তিন দশক পর গত পয়লা সেপ্টেম্বর শেষ হয় সেই শুনানি।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নিয়মিত শুনানি করে ২ বছরের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়। মামলা শেষ করতে লখনউয়ের আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবের অবসরের দিন পিছিয়ে দেয় শীর্ষ আদালত। বাবরি মসজিদ ভাঙার সময়ে ঘটনাস্থলে ছিলেন আদভানি, জোশীরা। সাম্প্রদায়িক সংঘর্ষ, সংঘর্ষে উস্কানি, ফৌজদারি ষড়যন্ত্র-সহ নানা অভিযোগে অভিযুক্ত হন তাঁরা। লখনউয়ের আদালতে নিজেদের বয়ানে আদভানি-জোশী দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ষড়যন্ত্রে অভিযোগ আনা হয়। করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে সাক্ষ্য দেন তাঁরা। উমা-কল্যাণরা সশরীরে হাজিরা দেন। তবে, কল্যাণ সিং ছাড়া কেউই, নিজেদের নির্দোষ প্রমাণে কোনও নথি দেননি। মসজিদ ধ্বংসে জন্য ফাঁসি দেওয়া হলেও তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে আদালতের বাইরে মন্তব্য করেন উমা ভারতী।

আদভানি, জোশীরা সব অভিযোগ অস্বীকার করলেও লিবেরহান কমিশনের রিপোর্টে বলা হয় বাবরি ধ্বংস না ছিল স্বতঃস্ফূর্ত, না ছিল অপরিকল্পিত। গত বছর নভেম্বরে অযোধ্যায় রামমন্দিরের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু, সেখানেও শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আদালতের নির্দেশ অমান্য করে, বাবরি মসজিদ ভাঙা হয়। বাবরি মসজিদ ধ্বংসে ভাঙা হয় আইন। হিসাব কষেই নষ্ট করে দেওয়া হয় মানুষের উপাসনাস্থল। বাবরি ধ্বংস মামলায় সাড়ে তিনশো জনের সাক্ষ্য শুনেছে নিম্ন আদালত। খতিয়ে দেখা হয় প্রায় ৬০০ নথি। ইতিমধ্যেই কেটে গেছে তিন দশক। মূল-মামলা উচ্চ আদালতে গড়ালে চূড়ান্ত নিষ্পত্তি হতে কতদিন লাগবে, সেই প্রশ্নই এখন ঘুরছে সব মহলে।

The post আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/

রাজশাহীর গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণ করেছে ফাদার গ্রেগরী

ফাতেহ ডেস্ক:

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায়” তিনদিন ধরে আটকে রেখে ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গির্জার ফাদার প্রদীপ গ্রেগরীর বিরুদ্ধে।

গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন তার ভাই স্বপন হাঁসদা। থানায় জিডির পর ২৮ সেপ্টেম্বর দুপুর পর জানা যায় নিখোঁজ কিশোরী গির্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় আছে।

এ নিয়ে গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গির্জার ভেতরে সালিশি বৈঠক বসে। সেখানে দোষ প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয়। আর ভুক্তভোগী ওই কিশোরীকে গির্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়। বলা হয়, ২৯ সেপ্টেম্বর যদি ওই কিশোরীর পরিবারের সদস্যরা থানা থেকে নিখোঁজের ঘটনায় করা জিডি প্রত্যাহার করে, তবেই ওই কিশোরীকে পরিবারের কাছে ফেরত দেয়াসহ তার সাবালিকা হওয়া পর্যন্ত খরচ বহন করবে গির্জা কর্তৃপক্ষ।

এদিকে, থানা থেকে ওই কিশোরীর ভাই নিখোঁজের জিডি তুলে নিলেও ওই কিশোরীকে গির্জা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। বরং উল্টো সমাজচ্যুত করার হুমকি দিয়ে গির্জার প্রধান ফাদার প্যাট্রিক গমেজ ও সালিশি বৈঠক এর প্রধান কামেল মার্ডি ওই কিশোরীকে গির্জায় বন্দি রেখেছিল সন্ধ্যা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশ কিশোরী মেয়েটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি প্রদীপ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

The post রাজশাহীর গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণ করেছে ফাদার গ্রেগরী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/

ধর্ষকদের সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ

ফাতেহ ডেস্ক:

সিলেটের এমসি কলেজের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্ষকদের আদালতের/ বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, অপরাধীদের অপরাধকে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে।

দুর্নীতি এবং নারী নির্যাতনের মহামারি চলছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে হানিফ বলেন, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। দুর্নীতিবাজদের পক্ষে বিএনপির অবস্থান।

হানিফ বলেন, দেশের জন্য, জনগণের জন্য যা বলেন তা করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীর বিচারে কোনো বাধা শেখ হাসিনাকে দমাতে পারে নাই।

The post ধর্ষকদের সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

আজ কুয়েতের নতুন আমিরের শপথগ্রহণ

ফাতেহ ডেস্ক:

মারা গেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ। মঙ্গলবার ৯১ বছর বয়সী এ শাসক যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আজ বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথগ্রহণ করবেন।

দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

সদ্য প্রয়াত শেখ সাবাহ আল-আহমদের বৈমাত্রেয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেবেন শেখ নওয়াফ আল আহমদ। এদিকে আমিরের মৃত্যুতে কুয়েত সরকার মঙ্গলবার থেকেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

দেশটির স্থানীয় পত্রিকা আরব টাইমস জানিয়েছে, রাষ্ট্রীয় শোক ছাড়াও ৩ দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ থাকবে।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০০২ সালে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এর দুই বছর পর হৃদপিণ্ডে একটি পেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় তার।

১৯২৯ সালে জন্মগ্রহণ করা শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।

তিনি ১৯৬৩ থেকে ২০০৩ পর্যন্ত প্রায় ৪০ বছর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

The post আজ কুয়েতের নতুন আমিরের শপথগ্রহণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%aa/

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

ফাতেহ ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে করোনা উপসর্গ নিয়েহাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।

তার অবস্থা এতোটাই গুরুতর যে তাকে এখন হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থহয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।তারসুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

সূত্র জানায়, রাত ৯টা নাগাদ আবুল হাসানাত আবদুল্লাহ বাসায় শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছ বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তাকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সেখানে তার কাছে আছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ।

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণসম্পাদক। ১৯৭৫ সালেভয়াল কালোরাতেনিহত শহীদ আব্দুররব সের‌নিয়াবাতেরছেলেআবুল হাসানাত আবদুল্লাহ এবং ওই রাতেরপ্রত্যক্ষ সাক্ষী তিনি।

চলতি বছরের ৭ জুনে তার স্ত্রী সাহান আরা আবদুল্লাহ ইন্তেকাল করেন।

The post করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87/

ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

নমুনা সংগ্রহের কয়েক মিনিটের মাথায় করোনাভাইরাস শনাক্ত করা যাবে- এমন কীট চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে ১৫ থেকে ৩০ সেকেন্ডেই ফল জানা যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। দরিদ্র ও মধ্যম আয়ের বিশ্বের ১৩৩ টি দেশে করোনার নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে দাবি করছে সংস্থাটি।

ডব্লিউএইচও জানায়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ৬ মাসে ১২ কোটি নতুন কীট তৈরিতে একমত হয়েছে, ওষুধ উৎপাদনকারী অ্যাবোট এবং এসডি বায়োসেনসর। চুক্তি অনুযায়ী ১৩৩ টি দেশে নতুন কীট সরবরাহ করা যাবে।

এদিকে, করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ৫শ ৫৫ জনে দাড়িয়েছে। আক্রান্ত ২ কোটি ৩২ লাখ; সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ হাজার।

সেপ্টেম্বরে প্রাণহানির পর্যালোচনায় রয়টার্স বলছে, বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার ৪শ, গড়ে প্রতি ঘণ্টায় এ সংখ্যাটি ২২৬ এবং প্রতি ১৬ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছেন ১ জন। বিশ্বে প্রাণহানির ৪৫ ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

The post ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/

ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

নমুনা সংগ্রহের কয়েক মিনিটের মাথায় করোনাভাইরাস শনাক্ত করা যাবে- এমন কীট চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে ১৫ থেকে ৩০ সেকেন্ডেই ফল জানা যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। দরিদ্র ও মধ্যম আয়ের বিশ্বের ১৩৩ টি দেশে করোনার নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে দাবি করছে সংস্থাটি।

ডব্লিউএইচও জানায়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ৬ মাসে ১২ কোটি নতুন কীট তৈরিতে একমত হয়েছে, ওষুধ উৎপাদনকারী অ্যাবোট এবং এসডি বায়োসেনসর। চুক্তি অনুযায়ী ১৩৩ টি দেশে নতুন কীট সরবরাহ করা যাবে।

এদিকে, করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ৫শ ৫৫ জনে দাড়িয়েছে। আক্রান্ত ২ কোটি ৩২ লাখ; সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ হাজার।

সেপ্টেম্বরে প্রাণহানির পর্যালোচনায় রয়টার্স বলছে, বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার ৪শ, গড়ে প্রতি ঘণ্টায় এ সংখ্যাটি ২২৬ এবং প্রতি ১৬ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছেন ১ জন। বিশ্বে প্রাণহানির ৪৫ ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

The post ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/

আর্মেনিয়া-আজারবাইজান: কোন দেশের সামরিক শক্তি কেমন

ফাতেহ ডেস্ক:

আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছে আর্মেনিয়ার বাহিনী। দুই তরফ থেকেই জানানো হয়েছে, এই লড়াইয়ে কিছু বেসামরিক মানুষ মারা গেছে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব অনেক পুরনো। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।

কোন দেশের সামরিক শক্তি কতটা?

বিশ্বে দেশগুলোর সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে আর্মেনিয়া এবং আজারবাইজানের শক্তির একটি ধারণা পাওয়া যায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান ৬৪, অন্যদিকে আর্মেনিয়ার অবস্থান ১১১-এ।

আজারবাইজানের জনসংখ্যা ১ কোটি ৪৬ হাজার হলেও আর্মেনিয়ার জনসংখ্যা মাত্র ৩০ লাখ ৩৮ হাজার। আয়তনের দিক থেকেও যেখানে আর্মেনিয়া মাত্র ২৯ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার, সেখানে আজারবাইজানের আয়তন প্রায় তিনগুণ ৮৬ হাজার ৬০০ বর্গকিলোমিটার।

দুই দেশের মধ্যে সামরিক শক্তির প্রধান পার্থক্যগুলো কোথায়?

সৈন্য সংখ্যা

গ্লোবাল ফায়ার পাওয়ারের ইনডেক্স অনুযায়ী, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মোট সদস্য ১ লাখ ২৬ হাজার। তাদের সংরক্ষিত বাহিনীতে রয়েছে ৩ লাখ কর্মী। সেই তুলনায় আর্মেনিয়ার সৈন্য সংখ্যা অর্ধেকের কম। দেশটিতে কর্মরত সৈন্য রয়েছে মাত্র ৪৫ হাজার। সংরক্ষিত সেনা সদস্য হিসাবে রয়েছে ২ লাখ সদস্য।

প্রতিরক্ষা বাজেট

এই ইনডেক্সের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে সামরিক খাতের বাজেটেও অনেক পার্থক্য রয়েছে। আজারবাইজানের সামরিক বাজেট আর্মেনিয়ার প্রায় দ্বিগুণ। আজারবাইজান যেখানে সামরিক খাতে ব্যয় করে ২৮০ কোটি মার্কিন ডলার, সেখানে আর্মেনিয়া ব্যয় করে ১৩৮ কোটি মার্কিন ডলার।

এয়ারক্রাফট

আজারবাইজানের সামরিক বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা ১৪৮টি। অন্যদিকে আর্মেনিয়ার এয়ারক্রাফট রয়েছে ৬৪টি। এর মধ্যে আর্মেনিয়ার কোন যুদ্ধবিমান নেই, তবে হামলায় ব্যবহার উপযোগী অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে নয়টি।

অন্যদিকে আজারবাইজানের যুদ্ধবিমান রয়েছে ১৭টি। এর বাইরে তাদের অ্যাটাক এয়ারক্রাফট আছে ১২টি।

হেলিকপ্টার

হেলিকপ্টারের সংখ্যার দিক থেকে আজারবাইজান এগিয়ে থাকলেও আক্রমণকারী হেলিকপ্টারের তালিকায় এগিয়ে রয়েছে আর্মেনীয়। আজারবাইজানের হেলিকপ্টার রয়েছে ৮৮টি, যার মধ্যে ১৭টি অ্যাটাক হেলিকপ্টার।

আর আর্মেনিয়ার হেলিকপ্টার রয়েছে ৩৭টি। তার মধ্যে ২০টি অ্যাটাক হেলিকপ্টার।

সামরিক যান

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, সাঁজোয়া যানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। তাদের ট্যাংক রয়েছে ৫৭০টি আর আর্মাড কার রয়েছে ১ হাজার ৪৫১টি। আর্মেনিয়ার ট্যাংকের সংখ্যা অনেক কম। তাদের মাত্র ১১০টি ট্যাংক রয়েছে। অন্যদিকে তাদের আর্মাড কারের সংখ্যা ৭৪৮টি।

আর্টিলারি

আর্টিলারির দিক থেকেও এগিয়ে রয়েছে আজারবাইজান। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে ১৮৭টি আর ফিল্ড আর্টিলারি রয়েছে ২২৭টি। আর্মেনিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি গান রয়েছে ৩৮টি আর ফিল্ড আর্টিলারি রয়েছে ১৫০টি।

আজারবাইজানের যেখানে রকেট প্রজেক্টর রয়েছে ১৬২টি সেখানে আর্মেনিয়ার আছে অর্ধেকের কম, ৬৮টি।

নৌযান

গ্লোবাল ফায়ার পাওয়ারের ইনডেক্স অনুযায়ী, আর্মেনিয়ার কোন রণতরী নেই। তবে আজারবাইজানের নৌ বাহিনীর মোট ৩১টি রণতরী রয়েছে। এর মধ্যে আজারবাইজানের একটি ফ্রিগেট, চারটি সাবমেরিন রয়েছে। আর্মেনিয়ার এসব কোন নৌযান নেই।

এছাড়া আজারবাইজানের মাইন অপসারণে সক্ষম সাতটি যুদ্ধজাহাজ আর উপকূলে টহল দিতে সক্ষম ১৩টি পেট্রল বোট আছে। দুই দেশের কারোই বিমানবাহী রণতরী কিংবা ডেস্ট্রয়ার নেই।

অন্যান্য

আর্মেনিয়ায় মোট ১১টি বিমানবন্দর রয়েছে, যেখানে আজারবাইজানে রয়েছে ৩৭টি। আর্মেনিয়ার কোন বাণিজ্যিক জাহাজ নেই, তবে আজারবাইজানের বাণিজ্যিক জাহাজ রয়েছে ৩১৩টি। সড়কপথ, রেলপথ, বন্দরের দিক থেকেও আর্মেনিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান।

আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। নিজেদের চাহিদা মিটিয়ে বড় একটি অংশ তারা রপ্তানি করে। তবে আর্মেনিয়ার তেল নেই। চাহিদার পুরোটাই তাদের আমদানি করতে হয়।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুযায়ী, সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ ১০দেশের মধ্যে আরো রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মিসর এবং ব্রাজিল।

সামরিক শক্তির দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইনডেক্স অনুযায়ী, ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ৪৬তম।

সূত্র : বিবিসি

The post আর্মেনিয়া-আজারবাইজান: কোন দেশের সামরিক শক্তি কেমন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95/

কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কুয়েতের সরকারি সংবাদ মাধ্যম কুয়েত টিভি এই তথ‌্য জানিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আমির শেখ সাবাহ। এর আগে ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থতার কারণে তখন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন আল-সাবাহ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সূচি পর্যন্ত বাদ দেন তিনি।

২০০২ সালে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এর দুই বছর পর তার হার্টে একটি পেস মেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয়।

২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর ক্ষমতায় বসেন শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। তার আগে তিনি পূর্ববর্তী আমির শেখ জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর অধীনে প্রধীনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারও আগে ১৯৬৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এবং ১৯৯২ সাল থেকে ২০০৩ পর্যন্ত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়া আঞ্চলিক নানা বিরোধ নিরসনে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। সাম্প্রতিক সময়ে কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশের আরোপিত অবরোধ অবসানেরও চেষ্টা করেছেন তিনি। সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ থেকে কুয়েতকে বিরত রেখেছেন তিনি। হস্তক্ষেপের বদলে দেশটিতে মানবিক ত্রাণ সহায়তার জন্য বেশ কিছু দাতা সম্মেলন আয়োজন করেছেন কুয়েতের এই আমির।

উল্লেখ্য, বিশ্বের ষষ্ঠ শীর্ষ তেল মজুদকারী দেশ কুয়েত। দেশটির ৪১ লাখ জনসংখ্যার মধ্যে ৩৪ লাখই বিদেশি। বিগত ২৬০ বছর ধরে দেশটি শাসন করছে সাবাহ পরিবার। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুয়েত। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকে আমিরের। পার্লামেন্ট ভেঙে দেওয়া কিংবা পাল্টে দিয়ে নির্বাচনের ডাক দেওয়ার ক্ষমতাও আমিরের হাতে।

The post কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ae%e0%a6%be-2/

সারাদেশে কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ

ফাতেহ ডেস্ক:

করোনাকালে বন্ধ থাকা সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণের ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।

সারা দেশে সরকারি-বেসরকারি কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা’ বাস্তবায়ন সংক্রান্ত চিঠি দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

‘প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সব সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানকে সচেষ্ট থাকতে হবে। ’

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ও সম্পদ সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নয় দফা পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

The post সারাদেশে কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0/

দুই সপ্তাহ আগের দামে চাল বিক্রির নির্দেশ

ফাতেহ ডেস্ক:

দুই সপ্তাহ তথা ১৫ দিন আগে যে দামে বাজারে চাল বিক্রি হয়েছে, পুরো অক্টোবর মাস সেই দামে চাল বিক্রির নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার এক বৈঠক শেষে দেশের প্রধান এই খাদ্যশস্যটি বিক্রির ক্ষেত্রে চালকল মালিকদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

এর আগে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে খাদ্য ভবনের সম্মেলন কক্ষে সাড়ে ৩ ঘণ্টার বৈঠক করেন খাদ্যমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় খাদ্যমন্ত্রীকে চাল ব্যবসায়ীরা জানান, তারা চালকলগুলো থেকে ১৫ দিন আগে ৫০ কেজির মিনিকেট চালের বস্তা কিনেছেন ২ হাজার ৫৫৫ টাকায়।

তবে খাদ্যমন্ত্রী সভার শেষ দিকে এসে ৫০ কেজির মিনিকেট চালের প্রতি বস্তার দাম ২৬০০ টাকা নির্ধারণ করে দেন। আর আটাশ চালের প্রতি ৫০ কেজির বস্তার দাম নির্ধারণ করেন ২ হাজার ৩০০ টাকা।

কিন্তু এতে আপত্তি জানান চাল ব্যবসায়ীরা। ফলে নিজের নির্ধারণ করে দেওয়া দাম থেকে সরে আসেন খাদ্যমন্ত্রী। সেইসঙ্গে ১৫ দিন আগে যে দামে চাল বিক্রি হয়েছে সেই দামে বিক্রির নির্দেশ দিয়ে সভা শেষ করেন সাধন চন্দ্র মজুমদার।

The post দুই সপ্তাহ আগের দামে চাল বিক্রির নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac/

শান্তিচুক্তি বিষয়ে পাকিস্তান সফরে শীর্ষ আফগান কর্মকর্তা

ফাতেহ ডেস্ক:

এক দশকেরও বেশি সময় পর তিন দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান। এ নিয়ে আফগান সরকারের কোনো প্রতিক্রিয়া না এলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে পাকিস্তান।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে কাতারের রাজশানী দোহায়। এমন সময় এক দশকের বেশি সময় পর পাকিস্তানে গেলেন আবদুল্লাহ আবদুল্লাহ।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ পাক নেতাদের সঙ্গে বৈঠক করবেন এ আফগান কূটনীতিক। এতে আফগান দলগুলোর মধ্যে চলমান সংলাপ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন তারা।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তানে যুদ্ধ বন্ধে একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে কাতারের দোহায় শুরু হয় বিবাদমান আফগান রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি আলোচনা।

মার্কিন গণমাধ্যমটি বলছে, আফগান শান্তি প্রক্রিয়ায় তালেবানদের আনতে উৎসাহিত করেছে পাকিস্তান। সেইসঙ্গে দীর্ঘস্থায়ী এ যুদ্ধ থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে আসতে সহায়তাও করেছে দেশটি। এ জন্যই দেশটিকে এর কৃতিত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

The post শান্তিচুক্তি বিষয়ে পাকিস্তান সফরে শীর্ষ আফগান কর্মকর্তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8/

এমসি কলেজকাণ্ড: তারেকও গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে নববধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন রাখাইন। র‌্যাব জানিয়েছে, তারেক ধর্ষণ মামলার দুই নম্বর আসামি আর এজহারে ৬ নম্বরে তার নাম রয়েছে।

তারেককে নিয়ে ধর্ষণের মামলার এজহারভুক্ত ছাত্রলীগের সকল আসামি গ্রেপ্তার হলো। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৯ জন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঐতিহ্যবাহী এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ির এক বাসিন্দা। এ সময় স্বামীকে আটকে কলেজের ছাত্রাবাসে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশ।

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে রাতেই মামলাটি করেন শাহপরাণ থানায়। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্তেও কড়া পাহারা জারি করা হয়।

The post এমসি কলেজকাণ্ড: তারেকও গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d/

জেসিসি বৈঠক: কী কী আলোচনা হলো

ফাতেহ ডেস্ক:

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবারের বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ দেশ থেকে এ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। এসব নদীর পানি বণ্টন সমস্যার সমাধান চেয়েছে বাংলাদেশ। ভারত সমাধানের আগ্রহ দেখিয়েছে। ন্যায্যতার ভিত্তিতে তিস্তাসহ ৭টি নদীর পানি বন্টন শিগগিরই হবে। বৈঠকে অভিন্ন নদ-নদীগুলোর পানিবণ্টন, ভারতীয় ঋণের (লাইন অব ক্রেডিট, সংক্ষেপে এলওসি) আওতাধীন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয়ের জন্যই লজ্জার। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। এ ইস্যুতে ভারতও একই প্রকার মনোভাব প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে আলোচনা হয়েছে।

ড. মোমেন তার প্রতিপক্ষ ড. সুব্রামানিয়াম জয়শঙ্করকে পেঁয়াজের মতো প্রয়োজনীয় পণ্য রফতানির দিকে নজর রাখতে আহ্বান জানিয়েছেন, যেহেতু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে প্রভাবিত করে। তিনি সমতার ভিত্তিকে জোর দিয়েছেন বাংলাদেশ-ভারত বিনিয়োগ নীতি প্রয়োগে।

বৈঠক সূত্রে জানা যায়, চলমান মহামারির প্রেক্ষাপটে উভয় পক্ষই স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বিশেষত কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ, বিতরণ এবং সহ-উৎপাদনের ক্ষেত্রে। ভবিষ্যতে সম্ভাব্য ভ্যাকসিন সরবরাহের জন্য বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভারতের আশ্বাসের প্রশংসা করেছেন ড. মোমেন।

উভয় পক্ষই সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর পর্যায়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে। ঐতিহাসিক মুজিবনগর-কলকাতা সড়ক পুনরায় চালু করা হবে। বিজয় এবং বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে ওয়েবসাইট চালু, দুই পক্ষই বঙ্গবন্ধু ও গান্ধীকে নিয়ে ডিজিটাল জাদুঘর প্রতিষ্ঠায় একমত হয়েছে। ।

ভারত সরকারও ২০২০ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি স্মারক স্ট্যাম্প বঙ্গবন্ধুর জীবন ও আদর্শে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবে। বাংলাদেশ পক্ষ ভারতীয় পক্ষকে অনুরোধ করেছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য পারস্পরিকভাবে ভিসা এবং স্থলসীমা নিষেধাজ্ঞাগুলি সহজতর করতে বিশেষ করে যারা মেডিকেল রোগী এবং শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন।

সাফটার আওতায় দেওয়া শুল্ক ছাড়ের জন্য বাংলাদেশ ভারতকে ধন্যবাদ জানিয়েছে। কারণ শুল্কবিহীন বিভিন্ন বাধা এবং পর্যাপ্ত বাণিজ্য সুবিধার অভাব বাংলাদেশের প্রবাহকে বাধাগ্রস্ত করছে ভারতে পণ্য বিশেষত উত্তর-পূর্ব দিকে যাওয়ার ক্ষেত্রে।

গত বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে কমিশনের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ জেসিসির ষষ্ঠ বৈঠক আয়োজন করার কথা, যা এখন ভার্চুয়ালি হয়েছে। এবারের বৈঠকেও সর্বশেষ জেসিসি বৈঠক ও শীর্ষ নেতাদের নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি এবং সম্পর্কের অবস্থা পর্যালোচনা করা হয়।

The post জেসিসি বৈঠক: কী কী আলোচনা হলো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9/

এমসি কলেজে ধর্ষণ: দায় নির্ধারণ তদন্তে কমিটি করে দিয়েছে হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণের ঘটনার দায় নিরূপণে তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ লক্ষ্যে তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে হাইকোর্ট।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সাধারণ) কমিটিতে রাখা হয়েছে।

আদেশের দিন (মঙ্গলবার) হতে আগামী ১৫ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ধর্ষণের ওই ঘটনায় গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এ নিয়ে প্রয়োজনীয় আদেশের আরজি জানানোর পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ আসে।

বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মো. মিসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

অ্যাডভোকেট মিসবাহ জানান, নির্যাতনের শিকার তরুণীকে রক্ষায় এবং অছাত্রদের কলেজ হোস্টেলে অবস্থান নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতায় কলেজ অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, এমসি কলেজের অধ্যক্ষ, হোস্টেল সুপারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৮ অক্টোবর পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমার এক নবদম্পতি এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগ নামধারী কয়েকজন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শনিবার ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরের শাহপরান থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী।

ঘটনার পর অভিযানে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন শাহপরান (র.) থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। ইতোমধ্যে সাইফুরসহ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

The post এমসি কলেজে ধর্ষণ: দায় নির্ধারণ তদন্তে কমিটি করে দিয়েছে হাইকোর্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/

হাইয়াতুল উলইয়ার প্রশ্নফাঁসের গুজব: অভিযুক্তের জবানবন্দী

ফাতেহ ডেস্ক:

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের শেষ হওয়া কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করায় ঢাকার মতিঝিল থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত হাইয়াতুল উলইয়ার কর্মতাদের সামনে জবানবন্দীও দিয়েছেন।

আজ মঙ্গলবার মালিবাগ মাদরাসা থেকে হাইয়াতুল উলইয়ার কর্মকর্তাদের এক ভিডিও বার্তা থেকে এ তথ্য জানা যায়।

পোস্টকারী মুহাম্মদ নুরুল হুদা তার দেয়া ফেসবুক পোস্টে লিখেন, বিভিন্ন মহল থেকে প্রশ্নফাঁসের খবর শুনছি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ছাত্রদের সাথে ছেলেখেলা চলছে। হাইয়াতুল উলইয়ার দায়িত্বশীলদের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সিন্ডিকেট চক্রের সদস্যদের। ফলে নিজ নিজ মাদরাসার জন্য আগাম প্রশ্ন জানিয়ে দেয়া হচ্ছে।

সাইবার টিম আমাদের জানায়, নুরুল হুদা বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম নামের একটা সংগঠনের সদস্য। তার সঙ্গে আরো অনেকে যুক্ত আছেন।

ভিডিও বার্তায় বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্টকারী দাওরায়ে হাদিস পরীক্ষাথী নূরুল হুদা স্বীকারুক্তিমূলক জবানবন্দী দিয়ে বলেন, আমি যা করেছি শাস্তিযোগ্য অপরাধ, আমি যা লিখেছি সবই ধারণাপ্রসুত। আমি শয়তানের প্ররোচণায় করেছি। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। হাইয়াতুল উলইয়ার দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি এবারের মত তারা যেনো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।

ভিডিও বার্তায় বলা হয়, ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় https://ift.tt/2HFS72m আইডি থেকে ফেসবুকে আল-হাইআতুল উলয়ার দায়িত্বশীলদের পক্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) ‘পরীক্ষার প্রশ্নফাঁসের পোস্টমর্টেম’ শিরোনামে একটি বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেয়া হয়।

বার্তায় আরো বলা হয়, ২৬ সেপ্টেম্বর আল-হাইআতুল উলয়ার মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে উক্ত আইডিধারীর বিরুদ্ধে মতিঝিল থানায় জিডি করা হয় এবং এসবি (স্পেশাল ব্রাঞ্চ) ও সাইবার ক্রাইম ইউনিটে জিডির কপিসহ রিপোর্ট করা হয়।

স্পেশাল ব্রাঞ্চ জানায়, উক্ত আইডিধারী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ছাত্র এবং মালিবাগ সেন্টারে আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা দিচ্ছে।

এ তথ্যানুসারে আজ মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছু পূর্বে আল-হাইআতুল উলয়ার মনিটরিং সেলের সদস্যসহ হাইআতুল উলয়ার কর্মকর্তাগণ জামিয়া শারইয়্যাহ মালিবাগে উপস্থিত হন এবং পরীক্ষা শেষে উক্ত আইডিধারী মুহাম্মদ নূরুল হুদা, রোল নং ১০৮৮১, নিবন্ধন নং ৮১৯১ কে প্রধান নেগরান ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম সাহেবের সহযোগিতায় মাদরাসার দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবাববন্দি গ্রহণ করা হয়।

ভিডিও বার্তায় সর্বশেষ হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়, হাইয়াতুল উলইয়া পরীক্ষার প্রশ্নফাঁস রোধে এবার সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। ছাত্ররা পরীক্ষার হলে প্রবেশ করার পরই আমরা প্রিন্টারের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছি। আগামীতে কখনো যদি এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট করা হয় তাহলে তার বিরোদ্ধে ডিজিটাল আইনে সরকারীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মনিটরিং সেলের আহ্বায়ক মুফতি রুহুল আমিন, মুফতি এনামুল হক, মুফতি মোহাম্মদ আলী, মালিবাগ মাদরাসার মুহতামিম মুফতি বোরহানুদ্দিন, মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত প্রমুখ।

-এ

The post হাইয়াতুল উলইয়ার প্রশ্নফাঁসের গুজব: অভিযুক্তের জবানবন্দী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ab%e0%a6%be/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শেখ আব্দুস সালাম

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য তিনি এই নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি অবসরের আগের পদে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শেখ আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট শেষ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর মেয়াদ। সে হিসেবে এক মাসেরও বেশি সময় ধরে শূণ্য বিশ্ববিদ্যালয়টি শীর্ষ এ পদটি। তথ্যমতে, ইবিতে এ পর্যন্ত মোট ১২ জন উপাচার্য দায়িত্ব পালন করেছে। যদিও এদের মধ্যে ১১ জনই মেয়াদ পূর্ণ করতে পারেননি। দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগের দায়ে উপাচার্য পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে তাদের।

The post ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শেখ আব্দুস সালাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/

বাগেরহাটে পিবিআই হেফাজতে কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ

ফাতেহ ডেস্ক:

বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয় বলে দাবি নিহতের পরিবারের।

নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পিবিআই বলছে, তাদের হেফাজতে নয়, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার রাতেই নিহতের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পিবিআই।

নিহত ওই তরুণের নাম রাজা ফকির (২০)। তিনি শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের হযরত খানজাহান (রহ.) মাজারের দিঘির পূর্ব পাড়ের আল মর্তুজা ফকির ওরফে বাবু ফকিরের ছেলে।

গত বছরের ১৮ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার মাজার মোড় এলাকায় তামিম মল্লিক নামে এক তরুণ ছুরিকাঘাতে খুন হন। ওই সময়ে মাজারের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে যে তরুণকে দেখা গেছে সেই তরুণ এই রাজা ফকির।

ঘটনার পরদিন নিহতের পরিবার রাজা ফকিরকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে রাজা ফকির এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

পিবিআই’র ভাষ্য, গত রবিবার রাতে বরিশালের পটুয়াখালী থেকে রাজাকে গ্রেপ্তার করে তারা। এরপর সোমবার দুপুরে অসুস্থ বোধ করায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

সোমবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। সে সময় রাজার বাবা আল মর্তুজা ফকির ওরফে বাবু ফকির তার ছেলেকে নির্যাতনে হত্যার অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে তো ছুরি মারছে। ওই হত্যার সাথে সে জড়িত ভিডিওতে তা প্রমাণিত। তাকে ধরে আনা হলো। আদালত তার বিচার করত। নির্যাতন করে কেন তাকে মেরে ফেলা হলো?’ পটুয়াখালী রাজা এক আত্মিয়ের বাড়ি ছিল। সেখান থেকে আনার পথে ওর ওপর নির্যাতন করা হয়।

বাগেরহাটে এসেও রাজার ওপর নির্যাতন চালানো হয়। বাদী পক্ষের সহায়তায় পুলিশ আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

নিহত রাজা ফকির হাসপাতালে ভর্তি ছিল কিনা জানতে চাইলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসেন পিবিআইয়ের সদস্যরা। সে সময় দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত পান। নিয়ে আসা পুলিশ সদস্যরা চিকিৎসককে জানিয়ে ছিল হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

এ বিষয়ে পিবিআই বাগেরহাট কার্যালয়ের কোনো কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

তবে ওই কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, রাজা পুলিশ হেফাজতে মারা যায়নি। তার উপর কোনো নির্যাতনও হয়নি। এক বছর ধরে সে পলাতক ছিল। পটুয়াখালী থেকে তাকে বাগেরহাটে নিয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post বাগেরহাটে পিবিআই হেফাজতে কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87/