রাকিবুল হাসান নাঈম:
ভূমিকম্প দূর্গত তুরস্কের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের আলেম সমাজ। ইতোমধ্যেই ধাপে ধাপে তাদের ত্রাণ পৌঁছে যাচ্ছে দেশটির দুর্গত মানুষের কাছে। আলেমরা বলছেন, সুযোগ থাকলে তারা সিরিয়াতেও ত্রাণ পাঠাতেন। কিন্তু সুযোগ না থাকায় পারছেন না।
৬ ফেব্রুয়ারি, ভোররাতে তুরস্কের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন দেশটির অন্তত ১০টি প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ১৯৩৯ সালের পর দেশটির মানুষ এমন ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি হয়নি। ভয়াবহ এই দুর্যোগের ১২ দিন পর নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার। ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ বের করছে উদ্ধারকারীরা। আল জাজিরার মতে, এখন পর্যন্ত তুরস্কে নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন। একই সময় পর্যন্ত সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের।
আস- সুন্নাহ ফাউন্ডেশন
ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী মোট ৮০০০ হাজার জ্যাকেট ত্রাণ হিসেবে তুরস্কে পাঠিয়েছে আস- সুন্নাহ ফাউন্ডেশন।
প্রথম ধাপে তারা তুরস্কের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ২৪৭২ টি জ্যাকেট হস্তান্তর করে। জ্যাকেটগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী। বুধবার (১৫ ফেব্রুয়ারী) তুরস্কের দূতাবাসের মাধ্যমে দ্বিতীয় ধাপে ৫৫২৮ টি জ্যাকেট সরবরাহ করা হয়েছে। দু’বারে মোট ৮০০০ টি জ্যাকেট হস্তান্তর করা হয়েছে।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ জানান, ‘এই সহযোগিতা তুরস্কে ভূমিকম্প দূর্গত মানুষের জন্য আমাদের একটি প্রয়াস। আমার দূতাবাসের সাথে কথা বলে জানতে পারি যে সেখানে প্রচন্ড ঠান্ডায় মানুষ বরফ হয়ে যাবার মতো অবস্থা। সেখানে গরম কাপড়ের প্রয়োজনীয়তা বেশি। তাই আমরা আমাদের সাধ্যমতো জ্যাকেট পাঠানোর ব্যবস্থা করেছি।’
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতিও এই ত্রাণে অংশগ্রহণ করেছে।
আল মারকাজুল ইসলামী
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে শহীদদের জন্য বডি ব্যাগ প্রেরণ করেছে আল মারকাজুল ইসলামী (এএমআই)। আল মারকাজুল ইসলামী প্রথম ধাপে ২ হাজার বডি ব্যাগ পাঠিয়েছে। এরপর দ্বিতীয় ধাপে পাঠিয়েছে আরও ৩ হাজার বডি ব্যাগ। সব মিলিয়ে ৫ হাজার বডি ব্যাগ পাঠিয়েছে সংস্থাটি।
আল মারকাজুল ইসলামী জানায়, ‘স্থানীয় Tika তুর্কির সরকারী সংস্থার ডিপুটি কর্ডিনটার জানান, আমাদের দেশের জন্য বডি ব্যাগ পাঠান। এটাই সবচেয়ে উপকারী। তাই আমরা বডি ব্যাগ পাঠিয়েছি।’
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম জানান, স্থানীয় দূতাবাস হতে জানানো হয়, ক্ষতিগ্রস্থ লোকদের অস্থায়ী তাঁবুর জন্য ছোট ছোট জেনেরেটরের প্রয়াজন। আমরা এখন জেনারেটরের চেষ্টা করছি।’
পিসব
তুর্কি নাগরিকদের জন্য সহযোগিতা পাঠাচ্ছে পিসব। প্রথম দিকে তারা তুর্কি দূতাবাসের চাহিদা মোতাবেক ডায়াপার, সেনিটেরি ন্যাপকিন ও জুস পাঠিয়েছিল। পাশাপাশি খেজুর পাঠানোরও চিন্তা করেছিল। কিন্তু দূতাবাসা ভিন্ন কিছু দিতে বলেছিল। পরে তারা কাঠ বাদাম ও কাজু বাদাম পাঠানোর সিদ্ধান্ত নেয়।
পিসবের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী জানান, তারা ৪৬০ পরিবারের জন্য ১ লাখ ৬৫ হাজার টাকার বাদাম কিনেছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘গ্লোবাল রিলিফ ট্রাস্ট’-এর মাধ্যমে সিরিয়াতেও সহযোগিতা পাঠানোর চেষ্টা চলছে। এ ছাড়া পিসবের কর্মীরা বিমানবন্দরে ত্রাণ ব্যবস্থাপনায় তুর্কি দূতাবাসকে সহযোগিতা করছে। তারা সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে।
এম.ওয়াই. ফাউন্ডেশন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া প্রতিষ্ঠিত এম.ওয়াই. ফাউন্ডেশন।
এম ওয়াই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ জুনায়েদ বিন ইয়াহইয়ার নেতৃত্বে ফাউন্ডেশনের প্রতিনিধি দল ঢাকায় বারিধারাস্থ টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) কার্যালয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছে এই ত্রাণ সহায়তার পণ্যসামগ্রী হস্তান্তর করেন। ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ জ্যাকেট, ৩০০ টাউজার, ৫০০টি কম্বল, ১০০টি মশারী এবং ২০০ গরম পানি রাখার পট বিতরণের জন্য দেওয়া হয়।
সিম্পল রিজন
ভূমিকম্প দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন মাওলানা হুসাইন আহমদ ও তার চ্যারিটি প্রতিষ্ঠান সিম্পল রিজন। তিনি আল্লামা শায়খ বশির আহমদ শায়খে বাঘা রহ.-এর নাতি এবং একজন বাংলাদেশি বংশদ্ভূত বৃটিশ নাগরিক।
সিম্পল রিজন ব্রিটিশ সরকারের নিবন্ধিত ও বিশ্বস্ত একটি দাতব্য সংস্থা। সংস্থাটি ভারত, বাংলাদেশ, পাকিস্থান ও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম পরিচালনা করছে। হুসাইন আহমদ ভূমিকম্পের একদিন পরেই তিনি ত্রাণ তৎপরতার জন্য তুরস্কে পৌঁছে এখনো অবস্থান করছেন।
হুসাইন আহমাদ ফাতেহকে জানান, ‘তুরস্কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর ঘুরে ঘুরে দেখছি। মানুষকে খাবার কিনে দিচ্ছি। ৬ তারিখ ভূমিকম্প হয়েছে। আমি এসেছি ৮ তারিখ। ২৩ তারিখ পর্যন্ত থাকবো। আমরা গাজিয়ান্তেপ গিয়েছি, সেখানে ত্রাণ দিয়েছি। হাতায়া গিয়েছি। হাতায়াতে সবচে বেশি দালান-কোঠা ধ্বংস হয়েছে। দু’একদিনের মধ্যে আদিয়ামান যাব।’
সিরিয়াতেও কাজ করছে তার সংস্থা সিম্পল রিজন। তিনি বলেন, ‘সিরিয়াতে আমাদের ভলান্টিয়াররা কাজ করছে। প্রথমে আমরা সেখানে ৪ হাজার ডলার পাঠাই। আজ পাঠালাম আরও সাড়ে তিন হাজার ডলার। এই টাকায় সেখানে তাবু নির্মাণ হচ্ছে। তাবুগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলো ৫ বছর টিকে থাকবে। এগুলোতে বিছানা, কার্পেট, হিটার থাকে।’
তিনি আরও জানান, তিনি এখনও ফান্ড রাইজ করছেন। ইউকেতে ফিরে গিয়ে আরও ফান্ড রাইজ করবেন। ইউকেভিত্তিক কিছু চ্যারিটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের মাধ্যমে ত্রাণ দিবে। তিনি আবার সেগুলো নিয়ে ফিরে আসবেন।
সিরিয়ায় ত্রাণ দিতে চায় আলেম সমাজ
তুরস্কে ত্রাণ পাঠাতে পারলেও সিরিয়ায় ত্রাণ পাঠাতে পারছেন না আলেমরা। তবে ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। এরমধ্যে রয়েছে বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধসহ ১১টন সামগ্রী। বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিমানবাহিনীর ১৭ সদস্যের একটি দল এই ত্রাণসামগ্রী নিয়ে গেছেন।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ বলেন, ‘সিরিয়ার চেয়ে ভূমিকম্পে বেশি ক্ষতি হয়েছে তুরস্কে। সেটা পরিসংখ্যান দেখলেই বুঝা যায়। আর তুরস্ক দূতাবাসও ত্রাণ নিচ্ছে। তাই আমরা সহজে তুরস্কে ত্রাণ পাঠাতে পেরেছি। কিন্তু আমরা সিরিয়ায় ত্রাণ পাঠাতে পারছি না। তবে পাঠাতে চাই। সরকার যদি ব্যবস্থা করে দেন, তাহলে আমরা পারব। সরকারে সহযোগিতা ছাড়া ত্রাণ পাঠানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘তুরস্কের চেয়ে সিরিয়ায় নিহতের সংখ্যা কম। আবার সিরিয়ায় এত বড় বড় দালানকোঠাও নেই। ফলে সেখানে ক্ষতিটাও কম হয়েছে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। তারা এমনিতেই সাহায্য পাবার যোগ্য। তার উপর ভূমিকম্প। সুতরাং সরকার ব্যবস্থা করে দিলে আমরা সিরিয়াতেও ত্রাণ পাঠাতে চাই।’
পিসবের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী জানান, তার সংগঠনও সিরিয়াতে ত্রাণ পাঠাতে চায়। তারা চেষ্টা করছেন। তবে সরকারের সহেযোগিতা লাগবে।
উল্লেখ্য, প্রতিবেদনে নাম নেই, এমন আরও অনেক আলেম-উলামা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
The post তুরস্কে ভূমিকম্প: বিপদগ্রস্তদের পাশে বাংলাদেশের আলেমরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d/
No comments:
Post a Comment