Wednesday, February 8, 2023

সরকারের সাথে আহলে হাদিসের সখ্যতা বাড়ছে

 রাহাত মাহবুব:

বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে আহলে হাদিসের ক্রমশ সখ্যতা বেড়ে চলছে। এমনকি এই সখ্যতার বিষয়টি আলোচিত হয়েছে জাতীয় সংসদেও। যদিও আহলে হাদিসের নেতৃবৃন্দ এই সখ্যতার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

গত ৩১ জানুয়ারি ঢাকা ৫, ১০,১১ আসনের এমপি এ কে এম রহমাতুল্লাহ জাতীয় সংসদে আহলে হাদিস ভোটারদের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে বলেন, তিনি আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। তার পকেটেই আহলে হাদিসের দুই কোটি ভোট আছে। জাতীয় সংসদে আহলে হাদিসের অনুসারী প্রায় ৩০ জন সংসদ সদস্য আছেন। তবে অনেকে পরিচয় দেন না।

নিজেকে আহলে হাদিসের দুই কোটি ভোটের ‘চিফ অ্যাডভাইজার’ (প্রধান উপদেষ্টা) দাবি করে রহমতুল্লাহ বলেন, ‘আমাকে সভাপতি করতে চেয়েছিল। আমার অফিসে বসে আমি কমিটি বানিয়ে দিই। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। এরা কোনো দিন জামাত করে না। আহলে হাদিস হলো একমাত্র আমি যেদিকে যাব, সেদিকে থাকবে। তারা আগে বিএনপি ছিল। এখন তাদের ৯০ শতাংশই আওয়ামিলীগ।

উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা

এমপির এই বক্তব্যের পরই আওয়ামীলীগের সঙ্গে আহলে হাদিসের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে।

জমঈয়তে আহলে হাদিসের বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে দেখা যায় একাদশ জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। ২০১৮ এর যুবসংঘ সম্মেলন, ২০২২ এর যুবসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বক্তব্যও দিয়েছেন। এমনকি পয়লা জানুয়ারি, ২০২৩ আফতাবনগরে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, ঢাকা-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তার ভাষ্যমতে, আহলে হাদিসকে তিনি হৃদয় থেকে ভালোবাসেন। ড. আসাদুল্লাহ যখনই কোনো সমস্যায় পড়েন, তা সমাধানের চেষ্টা করেন৷ নোয়াখালিতে যখন প্রথম আহলে মসজিদ হয়, স্থানীয় এমপি অনুমতি দিচ্ছিলেন না। কিন্তু তিনিই ফোন করে অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনও জমঈয়তে আহলে হাদীসের একজন উপদেষ্টা। আহলে হাদিসের বিভিন্ন অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে দেখা যায়। এক সম্মেলনে তিনি বলেন, ‘আমার দাদা আহলে হাদিসের সেবা করেছেন। আমার বাবা মেয়র হানিফ আহলে হাদিসের সেবা করেছেন। এখন আমিও সেবা করছি।’

বিশেষজ্ঞরা কী বলছেন?

এ প্রসঙ্গে কথা হয় জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ড. শহীদুল্লাহ মাদানীর সঙ্গে। ফাতেহকে তিনি বলেন, ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একটি অরাজনৈতিক ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন। সংগঠনটি দীর্ঘ ৭৬ বছর যাবত শিরক ও বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজ সংগঠনটি এদেশের আহলে হাদীসদের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সর্বস্তরের খ্যাতিমান ব্যক্তিবর্গ ধর্মীয় খেদমত হিসেবে জমঈয়তের দাওয়াত ও সংস্কারমূলক কার্যক্রমে আগ্রহের সাথে অংশ গ্রহণ করে থাকেন।’

তবে ক্ষমতাসীনদের সঙ্গে এই সখ্যতাকে কৌশল মনে করছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসলামিক স্কলার ফাতেহকে বলেন, ‘সৌদি সরকারের সমর্থন ও সহযোগিতার কারণে আহলে হাদিসরা আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে। তারা দেশীয় মহলে এগিয়ে যাওয়ার জন্য তাদের কর্মপন্থা হিসেবে দেশের ক্ষমতাসীন এবং উচ্চমহলের লোকদেরকে নিজেদের চিন্তাচেতনার সঙ্গে একত্রিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সফলও হচ্ছে। তার কারণ, তাদের কথা বেশ চটকদার। এবং তাদের কথা বুখারী এবং মুসলিমের সঙ্গে মিলে যায়। আবার আন্তর্জাতিকভাবে যারা স্কলার হিসেবে প্রসিদ্ধ, তাদের আলাপের সঙ্গেও মিলে যায়। ফলে উচ্চপর্যায়ের লোকেরা তাদের সঙ্গে বেশি যুক্ত হচ্ছে।’

এই স্কলার আরও উল্লেখ করেন, ‘উর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রতি বেশি ঝুঁকে, কারণ, তারা কখনও সরকার কিংবা উর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অপরাধ কিংবা দুর্নীতি নিয়ে কথা বলে না। যত স্পষ্ট অপরাধই হোক, যত স্পষ্ট কুফরিই হোক, তারা তার প্রতিবাদ জানায় না। ফলে তাদের সঙ্গে উর্ধ্বতন লোকদের সখ্যতা হয়ে যায়। পরে তারা তাদের এই সখ্যতা কাজে লাগায়।’

বিবৃতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে এমপির বক্তব্যের পর কয়েকটি আহলে হাদিস সংগঠন থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে তারা বুঝাতে চেয়েছেন, আমরা কারও সঙ্গে অর্থনৈতিক স্বার্থ হাসিল কিংবা আমাদের মতবাদে দীক্ষিত করার জন্য সম্পর্ক রাখি না। বরং তারা নিজেরা এসে সঠিক মনে করে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে। বিবৃতিতে তারা এটা বললেও কাজে তার প্রমাণ পাওয়া যায় না৷ বাস্তবিকপক্ষে দেখা যায়, তারা কখনও কোনো অপরাধের কিংবা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেন না।’

 

The post সরকারের সাথে আহলে হাদিসের সখ্যতা বাড়ছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87/

No comments:

Post a Comment