Wednesday, February 15, 2023

মেলায় রাকিবুল হাসানের ৬ বই

ফাতেহ ডেস্ক:

এক সিরিজে ছয়টি বই নিয়ে এবারের একুশে বইমেলায় হাজির হচ্ছেন লেখক ও সাংবাদিক রাকিবুল হাসান নাঈম। সিরিজটির নাম ‘গল্পকথায় ঈমান শিখি’। তিন বছর ধরে পেশাগত সাংবাদিকতা এবং লেখালেখিতে জড়িত থাকলেও এবারই প্রথম বইমেলায় তার বই প্রকাশিত হচ্ছে।

লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরিজটি শিশুদের নিয়ে লেখা গল্প সিরিজ। সিরিজের ছয়টি বইয়ের নাম হলো—আল্লাহ আমার সব, দুই কাঁধে দুই ফেরেশতা, কুরআন আমার প্রাণ, শান্তির ফুল নবি-রাসুল, তাকদিরে লেখা সব এবং আখেরাতের কঠিন দিনে। সিরিজটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। বইটি মেলায় রাহনুমা প্রকাশনীর ২০৬—ঘ, ঙ স্টলে পাওয়া যাবে।

বইটির লেখক রাকিবুল হাসান বলেন, ‘শিশুরা গল্প শুনতে চায়, তাদের গল্পে গল্পে ভালো কিছু শেখানো উচিত। কাল্পনিক ভূতের কাহিনী তাদের বিভ্রান্ত ও ভীত করে তোলে। তাদের শোনাতে হবে সত্য ও সাহসের গল্প, আদর্শ ও বিশ্বাসের গল্প, আদব ও আখলাকের গল্প । এই সিরিজে শিশুদের গল্পে গল্পে ঈমানের ধারনা দেয়ার চেষ্টা করেছি। আশা করি, শিশুর পবিত্র মনন তৈরী করতে এবং তাদেরকে বড় বড় স্বপ্ন দেখাতে এই সিরিজটি বেশ উপকার করবে।’

প্রসঙ্গত, রাকিবুল হাসান দাওরায়ে হাদিস (মাস্টার্স) পড়েছেন ২০১৯ সালে। বর্তমানে তিনি ঢাকা কলেজে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছেন। পেশা হিসেবে কর্মরত আছেন সাংবাদিকতা ও লেখালেখিতে।

The post মেলায় রাকিবুল হাসানের ৬ বই appeared first on Fateh24.



source https://fateh24.com/85569-2/

No comments:

Post a Comment