ফাতেহ ডেস্ক:
সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময়সীমা আরো ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। প্রথম রমজান থেকে কার্যকর হতে যাওয়া সূচি অনুযায়ী বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।
আজ বুধবার পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ কার্যকর রয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল পুনঃনির্ধারণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন রমজান মাসের শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ (ছয়) ঘণ্টা সকল সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি এ সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কম্পানির ভিজিল্যান্স টিমসমূহ নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশন-এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে, গ্যাসের সরবরাহ ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত। সরকার বিদ্যুতে গ্যাস সরবরাহ বাড়িয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে চায়।
The post রমজানে ৫টা থেকে ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a7%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment