Wednesday, March 9, 2022

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ই মার্চ

ফাতেহ ডেস্ক:

ফের একদিনে এক কোটি করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবার দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৮শে মার্চ থেকে রাজধানীসহ সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।

৮ই মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ২৬শে ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। চিঠিতে আরও বলা হয়, ২৬শে ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে। এর আগে প্রথম দফায় এক কোটি কার্যক্রমের সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর লোক সমাগম হয়। ফলে যে সব স্থানে জনসমাগম বেশি হয় সেখানে কেন্দ্রে সংখ্যা বাড়ানো নির্দেশ দেয়া হয় চিঠিতে।

২৬শে ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেয়া হয়। এসময় টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া পড়ে।

The post গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ই মার্চ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a7%a8%e0%a7%ae%e0%a6%87-%e0%a6%ae/

No comments:

Post a Comment