আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গত বছর রমজানে যে সহিংসতা হয়েছিল তার পুনরাবৃত্তি রোধে কূটনৈতি তৎপরতা চলছে। গত বছর ইসরাইল ও গাজার মধ্যে চারবার সংঘাত হয়েছিল।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিষয়টি নিয়ে সোমবার রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দুই ঘন্টা আলোচনা করেছেন। উল্লেখ্য যে ২০১৭ সালের পর পশ্চিম তীরে জর্দানের বাদশাহর প্রথম সফর এটি।
এই সফর শুরু আগে চলতি মাসেই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডের সাথে সাক্ষাত করেছিলেন রাজা। ওখানেও তিনি রমজান মাসে অস্থিরতা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেছেন।
একই বিষয় নিয়ে সম্প্রতি কয়রোতে ভ্রমণের সময় মিসরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইল সরকারের সমন্বয়কারী ঘাসান আলিয়ান।
ফিলিস্তিনি কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন যে ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’রয়েছে অধিকৃত পশ্চিম তীর। গত বছর এই সময়ে আল-আকসা মসজিদে অস্থিরতার পাশাপাশি ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের বসতবাড়ি থেকে উচ্ছেদ প্রচেষ্টা কেন্দ্র করে সহিংসতা শুরু হয় এবং গাজায় ১১ দিন ধরে আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী।
সূত্র : আরব নিউজ
The post ফিলিস্তিনে সহিংসতা প্রতিরোধে নতুন পদক্ষেপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/
No comments:
Post a Comment