ফাতেহ ডেস্ক:
রাজধানীতে হঠাৎ বেড়েছে খুনোখুনি। বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী ও ছিনতাইকারীরা। মুহূর্তেই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। আজ ভোরে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় এক দন্ত চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারীরা।
এছাড়া শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানা এলাকার বেগুনবাড়ি মাস্টারগলির একটি ভবনের ফ্ল্যাটে ঢুকে তানিয়া নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত তানিয়ার তিন বছর বয়সী মেয়ে ও ১০ মাসের ছেলেকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৪৫) ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি (১৮)। ওই ঘটনায় টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।
এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে, নোয়াখালী যাওয়ার জন্য আজ ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন ডা. বুলবুল হোসেন (৩৮)। তিনি তার সহকারীকেও ফোন করেছিলেন, তবে তার সহকারী তখনও পৌঁছাননি। বাসার সামনেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে। তার কাছে টাকা, একটি মোবাইল ছিল। উরুতে ছুরিকাঘাত করে পকেটের মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পথচারীরা বুলবুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুলবুল হোসেন মগবাজারের ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার কারণে প্রশংসিত ছিলেন তিনি।
The post রাজধানীতে হঠাৎ বেড়েছে খুনোখুনি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81/
No comments:
Post a Comment