আন্তর্জাতিক ডেস্ক:
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। নানান নিষেধাজ্ঞা দিয়েও রুশ আগ্রাসন ঠেকানো যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। খবর আনাদোলুর।
তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম?
ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে।
The post ‘ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা সোচ্চার হলে এমন দিন দেখতে হতো না’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae/
No comments:
Post a Comment