আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। শুক্রবার সেখানে ভূমি দিবসের ৪৬তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে তাতে গুলি ছোঁড়ে ইসরাইল।
ফিলিস্তিনি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমি দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপনের জন্য পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থানে সমাবেশের সময় ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।
ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত যুবকের নাম আহমাদ আল আত্রাশ। তার বয়স ২৮ বছর। তাকে এর আগে ৬ বছর কারাগারে আটকে রেখেছিল ইসরাইল। গুলির পর হেবরন সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
ফিলিস্তিনি যুবকরা ইসরাইলি সেনাদের দিকে পাথর ছুঁড়লে সরাসরি গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা ব্যবহার করে প্রতিরোধ করে ইসরাইলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, ইসরাইলি সেনাবাহিনী আগে থেকেই বাব আল-জাওইয়া, আল-শুহাদা স্ট্রিট এবং আল-শালালা স্ট্রিট এলাকায় স্নাইপার মোতায়েন করেছিল।
ফিলিস্তিনি দলগুলো ২ এপ্রিল হেবরনে সরকারি শোক দিবসের ডাক দিয়েছে। ইসরাইলি শহর উম্ম আল-ফাহম এবং উত্তর ট্রায়াঙ্গলে কয়েক ডজন ফিলিস্তিনি যুবক ফিলিস্তিনি পতাকা হাতে একটি প্রতিবাদ মিছিলে যোগ দেয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে, নাবলুস, বেইতা এবং বেইত দাজানে সংঘর্ষে আহত হয়েছেন ১৫০ জন। তাদের মধ্যে রেড ক্রিসেন্টের কর্মীও রয়েছে।
বেইতার মেয়র মাহমুদ বারহাম বলেছেন যে, টাউনশিপে সংঘর্ষ কয়েক মাসের মধ্যে সবচেয়ে সহিংস ছিল। কমপক্ষে ১২০ জন আহত হয়েছে।
পশ্চিম তীরের কালকিলিয়া শহরে সমাবেশের সময় দুই শিশুসহ নয়জন বেসামরিক ব্যক্তি তাজা গুলি এবং টিয়ার গ্যাসের ক্যানিস্টারে আহত হয়েছেন। ফাতাহ আন্দোলনের ডেপুটি নেতা মাহমুদ আল-আলাউলসহ কয়েক ডজন বিক্ষোভকারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে আলাউল প্রতিজ্ঞা করেন যে, প্রতিরোধ অব্যাহত থাকবে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একজন কর্মকর্তা ওসামা আল-কাওয়াসমি বলেন, ‘এটা পরিষ্কার যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছেন।’
ইসরাইলি সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, রমজানের শুরুতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী গত কয়েকদিনে পশ্চিম তীরে দুটি সামরিক ব্যাটেলিয়ন এবং গাজা উপত্যকার পাশে আরও দুটি ব্যাটেলিয়ন করেছে।
সূত্র: আরব নিউজ
The post ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত, আহত অনেক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/
No comments:
Post a Comment