Saturday, April 16, 2022

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার প্রেক্ষাপটে ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হয় রাশিয়ার ওপর। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করলো তারা। অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের শিগগির মস্কো ছাড়তে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ইইউ দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইইউয়ের।

গত মার্চ মাসের শেষ দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইইউ অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এরপর সবশেষ গত ৫ এপ্রিল রাশিয়ার আরও ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দেয় ইইউ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

নতুন করে ১৮ কূটনীতিকের বহিষ্কারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে ইইউ বলেছে, রুশ সরকারের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

The post ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%82%e0%a6%9f%e0%a6%a8/

No comments:

Post a Comment