Thursday, April 14, 2022

কর্ণাটকে এবার হালাল মাংসে নিষেধাজ্ঞার দাবি হিন্দুদের

আন্তর্জাতিক ডেস্ক:

‘হিজাব’ বিতর্কের পর কর্ণাটকে এবার হালাল মাংসের উপর নিষেধাজ্ঞার দাবি করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। মুসলমানদের লক্ষ্য করে সর্বশেষ প্রচারে কর্ণাটক রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি নেতারা ‘হালাল’মাংস বিক্রির বিষয়ে আপত্তি জানাতে শুরু করেছে। খবর কেএমএসনিউজ, মুসলিম টাইমস।

কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে হিন্দু ধর্মীয় মেলা এবং মন্দির চত্বরে মুসলিম দোকান এবং স্টলগুলোতে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক নিষেধাজ্ঞার আহ্বানের পরিপ্রেক্ষিতে এমনটি ঘটে। হিন্দু জন জাগৃতি সমিতি, একটি ডানপন্থী গোষ্ঠী, বলেছে যে, তারা ‘হালাল’ মাংস কেনার বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করছে। কারণ, পশুকে ইসলামিক রীতিনীতির অধীনে জবাই করা হয় এবং হিন্দু দেবতাদের কাছে নিবেদন করা যায় না। সমিতির মুখপাত্র মোহন গৌড়া বলেছেন, ঈদের সময় মাংসের একটি বড় কেনাকাটা হয় এবং আমরা হালাল মাংসের বিরুদ্ধে প্রচার শুরু করছি৷

ইসলাম অনুসারে, হালাল মাংস প্রথমে আল্লাহর কাছে উৎসর্গ করা হয় এবং হিন্দু দেবতাদের কাছেও তা দেওয়া যায় না। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি.টি. রবি বলেছিলেন যে, ‘হালাল’ মাংস মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক জিহাদের অংশ। তিনি আরও বলেন, এটা তাদের ওপর আরোপ করা হয়েছে যাতে তাদের অন্যের সঙ্গে ব্যবসা করতে না হয়।

ইতিমধ্যে, রাজ্যের ৬১ জনপ্রগতিশীল চিন্তাবিদ, যার মধ্যে কে.মারালুসিদ্দাপ্পা, অধ্যাপক এসজিও সিদ্দারা মাইয়া, বলওয়ার মহামাদকুন্হি এবং ডক্টর বিজয়া, ধর্মীয় বিদ্বেষ রোধ করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে চিঠি লিখেছেন৷

 

The post কর্ণাটকে এবার হালাল মাংসে নিষেধাজ্ঞার দাবি হিন্দুদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8/

No comments:

Post a Comment