Saturday, April 9, 2022

পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। পাকিস্তানের বিভিন্ন প্রাণী লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি কর্মকর্তাদের মতে, জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়। খবর জিয়ো ‍নিউজের।

খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, লাম্পি স্কিন ভাইরাসের কারণে গরুর মাংস আমদানির উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অস্থায়ী বলে সৌদি কর্মকর্তারা জিয়ো নিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য, করাচি ও সিন্ধু প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার প্রাণী এতে আক্রান্ত হচ্ছে।

মশা-মাছি বাহিত রোগটি মূলত মশার মধ্যমেই বেশি ছড়ায়। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে। দিন দিন গরু-বাছুর দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মারাও যায়। ১৯২৯ সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এ রোগ দেখা দেয়।

The post পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be/

No comments:

Post a Comment