ফাতেহ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভায় বিতরণের জন্য এক লক্ষ ৩৩০.৫৪ শূন্য মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সোমবার এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লক্ষ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়।
ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
The post ঈদুল ফিতরে দুস্থদের জন্য এক লক্ষ ৩৩০ মেট্রিকটন চাল বরাদ্দ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment