Friday, October 21, 2022

ওমরায় গিয়ে মমতাজের কনসার্ট, তীব্র নিন্দা আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের

ফাতেহ ডেস্ক:

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বলেন, সৌদি আরবের পবিত্র মাটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সাংসদ মমতাজের মতো শিল্পীদের দিয়ে গানের কনসার্টের আয়োজন দেখে আমরা ভীষণভাবে মর্মাহত এবং বিস্মিত হয়েছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র মক্কা নগরী মুসলিম বিশ্বের একান্ত ভক্তি- শ্রদ্ধার পূণ্যভূমি। এদিকে বাংলাদেশ বিভিন্ন কারণে ইসলামের উর্বর ভূমি। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতার তিন মেয়াদে ইসলামের স্বপক্ষে গৃহীত বিভিন্ন কর্যক্রমের মাধ্যমে জনমনে কল্পনাতীত আস্থা অর্জন করেছে। বাংলাদেশ থেকে একদিকে শিল্পী অন্যদিকে সংসদ সদস্য হিসেবে মমতাজের দ্বারা এ জাতীয় ঘৃণ্য ভূমিকা শুধু ইসলামেরই যে ক্ষতিগ্রস্ত করেছে তা-ই নয়, সঙ্গে সঙ্গে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

অথচ শিল্পী মমতাজ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, তিনি পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে গিয়েছেন। আমরা এতে কার্যক্রমে তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন, আঞ্জুমানের আমির মাওলানা আনাস মাদানী, মহাসচিব মাওলানা রুহুল আমীন খান উজানী, যুগ্মসম্পাদক ড. কামরুল ইসলাম আজহারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মাসউদ আহমদ, মুফতি উসমান, মুফতি নাসিরুদ্দিন কাসেমী প্রমুখ।

The post ওমরায় গিয়ে মমতাজের কনসার্ট, তীব্র নিন্দা আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment