Wednesday, October 12, 2022

আগামী বছর মূল্যস্ফীতি দাঁড়াবে ৯.১ শতাংশ: আইএমএফ

ফাতেহ ডেস্ক:

আগামী বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে ৬ শতাংশ হতে পারে। এ ছাড়া ২০২৩ সালে মূল্যস্ফীতিও বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। গতকাল মঙ্গলবার অক্টোবর মাসের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। সেখানেই এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, আগামী বছর এই প্রবৃদ্ধি কমে ৬ শতাংশে নামতে পারে। এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আইএমএফ।

বাংলাদেশের মূল্যস্ফীতির সম্পর্কে আইএমএফ বলছে, গত দুই বছর মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। চলতি বছরে তা ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। তবে ২০২৩ সালে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। আর সেটি হলে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আগামী বছর। তবে ২০২৭ সালে মূল্যস্ফীতি কমে সাড়ে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে আইএমএফ মনে করে।

এ ছাড়া গত বছরের তুলনায় চলতি বছর দেশে চলতি হিসাবের ঘাটতি বেড়ে জিডিপির ৪ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করছে আইএমএফ। তবে আগামী বছর এই ঘাটতি কিছুটা কমে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে।

বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের ২০২২ সালের বার্ষিক সভা ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এই সভা চলার মধ্যেই নতুন ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে আইএমএফ।

The post আগামী বছর মূল্যস্ফীতি দাঁড়াবে ৯.১ শতাংশ: আইএমএফ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be/

No comments:

Post a Comment