Friday, October 21, 2022

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি: পটিয়ায় খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক:

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কাফেলায়ে আসহাবে খতমে নবুওয়াত বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পটিয়ায় দুইদিন ব্যাপী খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাদ আসর চট্টগ্রাম পটিয়া আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মুফতী বোরহান উদ্দিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়ে শুক্রবার (২১ অক্টোবর) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতী মাওলানা ইমামুদ্দিন এর সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি। তিনি সমগ্র বিশ্বজগৎ ও মানবতার জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ’র ভালোবাসা পেতে হলে প্রিয় নবীর আনুগত্য স্বীকার ও তার আদর্শ অনুসরণ করতে হবে।

বক্তারা বলেন, অথচ কাদিয়ানীরা বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে শেষ নবী হিসেবে মানতে নারাজ। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে দাবি করে। সে কারণ কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।

মাওলানা এসাম উদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন জামিয়া পটিয়ার সদরে মুহতামিম মাওলানা আমিনুল হক ও নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন, জামিয়া পটিয়ার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, মুফতী শামসুদ্দিন জিয়া, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), ড.আ ফ ম খালিদ হোসাইন, মুফতী মাহমুদুল হাসান মমতাজী, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা আমিনুর রশিদ ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।

The post কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি: পটিয়ায় খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3/

No comments:

Post a Comment