ফাতেহ ডেস্ক:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় এলাকায় তিন বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দর তিনটি হচ্ছে—চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এই তিন বিমানবন্দরে আজ বেলা ৩টা থেকে কাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তথা ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তিনটি বিমানবন্দরের অবস্থান সমুদ্রের কাছাকাছি। জোয়ারের পানি আসতে পারে। বাতাসের গতিবেগও বেশি। তাই তিনটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আর আবহাওয়া যদি বেশি খারাপ হয় তাহলে হয়তো ঢাকায় সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ হতে পারে।
The post ২১ ঘণ্টার জন্য বন্ধ দেশের তিন বিমানবন্দর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment