Wednesday, March 2, 2022

ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত, আহত দেড় হাজারের বেশি: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য তুলে ধরেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে হতাহতের তথ্য জানালো রাশিয়া।

এসময় মেজর জেনারেল ইগর কোনাশেনকভ ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীর ‘বহু সেনা’ হতাহতের তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। একইসঙ্গে নিহত ও আহত রুশ সেনাদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রুশ সেনাদের অভিযানে ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। এছাড়া ৫৭২ ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রুশ সেনাবাহিনী।

তবে ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার চার হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। অসংখ্য সেনা সদস্য আহত এবং বেশ কিছু সেনা আটক হয়েছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এছাড়া রাশিয়ার অভিযানে দুই হাজারের বেশি ইউক্রেনের সাধারণ মানুষ নিহত হয়েছে। তবে এসব তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত রাশিয়ার অভিযানে ইউক্রেনের ১৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৩ জন শিশু রয়েছে|

The post ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত, আহত দেড় হাজারের বেশি: মস্কো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%af%e0%a7%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9/

No comments:

Post a Comment