Monday, March 7, 2022

ইউক্রেনের চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের চার শহরের বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে গোলাগুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আজ সোমবার থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিউপোল ও সুমি শহরে মানবিক করিডর চালু করা হবে।

কিয়েভসহ এই চার শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই ও ব্যাপক হামলার মধ্যে অস্ত্রবিরতির এমন ঘোষণা দিল মস্কো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত কয়েক দিনে দুই দফায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যেতে অস্ত্রবিরতির ঘোষণা করা হলেও তা সফল হয়নি।

ইউক্রেনের দাবি, রাশিয়া গোলাবর্ষণ চালিয়ে যাওয়ার ফলে অস্ত্রবিরতি কার্যকর হয়নি। এদিকে অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

The post ইউক্রেনের চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment