Thursday, March 3, 2022

বেলারুশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

চলমান ইউক্রেন সংকটে রাশিয়ার প্রতি সমর্থন জানানোর জন্য বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলো এখন থেকে বেলারুশের কাছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম বিক্রি করতে পারবে না।

এর পাশাপাশি বাণিজ্য মার্কিন মন্ত্রণালয় রাশিয়ার কাছে গ্যাস ও তেল উত্তোলনকারী সরঞ্জাম ও যন্ত্রপাতি রপ্তানি নিষিদ্ধ করেছে। এতে সময়ের ব্যবধানে রাশিয়া আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেল ও গ্যাস রপ্তানির সক্ষমতা হারাবে।

গতকাল (বুধবার) হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাব হিসেবে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাশিয়া ও বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

এর আগে মঙ্গলবার ইউনিয়ন অফ দা স্টেট ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেন। তবে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেন নি।

The post বেলারুশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/

No comments:

Post a Comment