Monday, May 24, 2021

ইজরাইলের সাথে ভবিষ্যতেও কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নেই : তথ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইজরাইলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভবাবনা নেই।

তিনি বলেন, পাসপোর্ট থেকে ইজরাইলের নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পাসপোর্টে পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনোভাবেই এতে ইজরাইলের উল্লাসিত হওয়ার কারণ নেই। কারণ ইজরাইলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাসান বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশীদের জন্য ইজরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। একইসাথে ইজরাইলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসতে পারবে না।

মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশের সাথে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই, তাদের নাগরিকরা ইসরাইল ভ্রমণ করে না তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সেই কথাটি উল্লেখ নেই, আমাদের পাসপোর্টে যেটি উল্লেখ ছিল।

সূত্র : ইউএনবি

The post ইজরাইলের সাথে ভবিষ্যতেও কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নেই : তথ্যমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93/

No comments:

Post a Comment