Sunday, May 30, 2021

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুন পর্যন্ত

ফাতেহ ডেস্ক:

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

The post ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুন পর্যন্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

No comments:

Post a Comment