Monday, May 24, 2021

পাসপোর্ট থেকে ‘ইজরাইল’ শব্দ বাদ দেয়া সরকারের নীতিহীন অবস্থান : ফখরুল

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইজরাইল’ শব্দ বাদ দেয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবতাকে ‘সরকারের নীতিহীন অবস্থান’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

ফিলিস্তিনি সংগ্রাম ও তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করতেই এই সংবাদ সম্মেলন আহ্বান করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘ইজরাইলি বিমানের মুহুর্মুহ হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইজরাইলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হয়েছে। যা হতাশ করেছে গোটা বিশ্ববিবেককে।’

The post পাসপোর্ট থেকে ‘ইজরাইল’ শব্দ বাদ দেয়া সরকারের নীতিহীন অবস্থান : ফখরুল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b6/

No comments:

Post a Comment