Monday, May 24, 2021

মোসাদের পরবর্তী প্রধান হচ্ছেন ইরান ও হিজবুল্লাহ বিশেষজ্ঞ ডেভিড

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হচ্ছেন ডেভিড বারনিয়া। ৫৬ বছর বয়স্ক মোসাদের বর্তমান উপ-পরিচালকের ইরান ও লেবাননের হিজবুল্লাহকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আগামী মাসে যোশেফ কোহেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন।

পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর কোহেন মোসাদ থেকে সরে যাচ্ছেন। তার সময়ে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে ইজরাইলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

বারনিয়া ১৯৯৬ সালে মোসাদে যোগ দেন কেস অফিসার হিসেবে। তিনি ২০১৩ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোসাদের দুই নম্বর পদটিতে ছিলেন। তিনি জোমেত ভিডিশন পরিচালনা করতেন। এই বিভাগই মোশাদের টপ প্রয়োরিটি টার্গেট, ইসরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করত।

ইরান অভিযোগ করছে, মোসাদই তাদের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের গোপন অভিযানে হত্যা করছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় অন্তর্ঘাত হামলা চালাচ্ছে।

সূত্র : রয়টার্স

The post মোসাদের পরবর্তী প্রধান হচ্ছেন ইরান ও হিজবুল্লাহ বিশেষজ্ঞ ডেভিড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9/

No comments:

Post a Comment