Tuesday, May 25, 2021

যুদ্ধবিরতিতে আল-আকসায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকতে হবে: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে অবশ্যই আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকতে হবে মর্মে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত ২৪ ঘণ্টা রামাল্লা সফররত মিসর ও জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে সাহে শুকরি ও আইমান সাফাদির সাথে আলাদা আলাদা বৈঠক করে এ মন্তব্য করেন।

শুক্রবার সকাল থেকে কার্যকর যুদ্ধবিরতির উল্লেখ করে মঙ্গলবার সাফাদিকে আব্বাস বলেন, ইজরাইল ও হামাসের মধ্যকার শান্তি প্রতিষ্ঠার মধ্যে অবশ্যই আল আকসা মসজিদ ও পশ্চিম তীরে আমাদের জনগণের ওপর ইজরাইল দখলদার বাহিনীর মদতপুষ্ট চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের বিষয়টি থাকতেই হবে।

শুকরির সাথে বৈঠকের সময় আব্বাস গাজা পুনর্গঠনে মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির ৫০০ মিলিয়ন ডলার দানের প্রশংসা করেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

 

The post যুদ্ধবিরতিতে আল-আকসায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকতে হবে: মাহমুদ আব্বাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b9/

No comments:

Post a Comment