আন্তর্জাতিক ডেস্ক:
গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে ভারতের সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৯ সালে সিএএ কার্যকর করা হয়।
নতুন এই আইন অনুসারে ভারতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, যাঁরা এই দেশগুলোতে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই শর্ত হলো, যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এসব এলাকায় বসবাস করছেন, তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
The post ভারতের পাঁচ রাজ্যে তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87/
No comments:
Post a Comment