Friday, May 21, 2021

ইজরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইজরাইলের বর্বরতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ এ ঘোষণা দেন। শুক্রবার (২১ মে) এ তথ্য জানায় ইজরায়েলের গণমাধ্যম হারেৎজ।

খবরে বলা হয়, ইজরাইল গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চেয়ে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি গাজায় যে নৃসংশতা চালিয়েছে ইজরাইল তা যুদ্ধাপরাধের শামিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশুদের ওপর তাদের গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, ইজরাইলের হামলায় গাজায় ২০টি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়াও পুরো উপত্যকাজুড়ে ইজরাইলি হামলার ক্ষত দৃশ্যমান।

The post ইজরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment