আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনার জেরে দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরকে তার উপস্থাপিত টেলিভিশন অনুষ্ঠান থেকে অব্যাহতি দিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ। গত সপ্তাহে পাকিস্তানি এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্যের পর সোমবার তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হলো।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হামিদ মির বলেন, জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে সোমবার সন্ধ্যা থেকে তিনি আর ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন না। তারা বলছেন, তাদের ওপর প্রচণ্ড চাপ আসছে। তবে কে চাপ দিচ্ছে তার কিছুই জানাননি তারা।
এদিকে জিও নিউজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও হামিদ মিরকে অনুষ্ঠান উপস্থাপনা থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে সাংবাদিক আসাদ আলী তুরকে ইসলামাবাদে তার বাসভবনে অজ্ঞাত তিন ব্যক্তি এসে মারধর করে এবং তার কাজের জন্য সতর্কতা জানায়। আসাদ আলী তুর দেশটির সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদনের জন্য পরিচিত ছিলেন।শুক্রবার হামলার প্রতিবাদে ইসলামাবাদে এক বিক্ষোভ সমাবেশে হামিদ মির হামলার পেছনে থাকা দায়ী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার হুমকি দেন। হামলার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী ও সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ইঙ্গিত করেন তিনি।
হামিদ মির বলেন, ‘যদি আমাদের ঘরে ঢুকে আপনি হামলা করতে চান, ভালো। আমরা আপনার ঘরে ঢুকে হামলা করতে পারবো না কেননা আপনার বন্দুক-ট্যাঙ্ক রয়েছে। কিন্তু আপনার ঘরের ভেতরের অবস্থা আমরা প্রকাশ করে দেবো।’
পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময়জুড়েই দেশটিতে সামরিক শাসন ছিল। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের ওপরও বিভিন্ন বিষয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রভাব বিস্তার করে আসছে।
সূত্র : আলজাজিরা
The post জিও নিউজের টক শো উপস্থাপনা থেকে হামিদ মীরকে অব্যাহতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%8b-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/
No comments:
Post a Comment