ফাতেহ ডেস্ক:
সরকার নির্ধারিত সময়ে হজ ফ্লাইট পরিচালনা শুরু নিয়ে ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি ফ্লাইটের স্লট। শেষ হয়নি হজযাত্রীদের নিবন্ধনও। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, এ অবস্থায় নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয়। চেষ্টা চালালেও কিছুটা ঘাটতির কথা বলছে বিমান। এর আগে হজ প্যাকেজ ঘোষণা নিয়েও একই রকম অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
হাব সংশ্লিষ্টরা জানান, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়িভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা ও হজযাত্রা শুরু হয়। এটা বিশাল একটি প্রক্রিয়া। তাই সঙ্গত কারণেই ৩১ মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না।
এদিকে সরকার নির্ধারিত সময়ে হজযাত্রা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। তারা আগামী ৩১ মে থেকেই হজযাত্রা শুরু করতে চায়। তবে সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বিদেশিদের জন্য হজ বন্ধ রেখেছিল সৌদি আরব সরকার। বিশ্বে করোনার প্রকোপ কমায় এবার সীমিত আকারে হজের অনুমতি দিয়েছে দেশটি। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
The post ৩১ মে হজ ফ্লাইট শুরু সম্ভব নয়: হাব appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%ac/
No comments:
Post a Comment