Saturday, May 21, 2022

নরসিংদীতে নিজের ঘরে মা-ছেলে-মেয়ের লাশ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

নরসিংদীর বেলাবোর একটি বাড়িতে এক নারী ও তার দুই ছেলে-মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

নিহতরা হলেন— রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।

বিষয়টি নিশ্চিত করেছেন, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

The post নরসিংদীতে নিজের ঘরে মা-ছেলে-মেয়ের লাশ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%87/

No comments:

Post a Comment