Saturday, May 21, 2022

দেশে চার মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৬ লাখ ৭৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

চার মাসে সারা দেশে ৬ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এই সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

এখন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ কিছুটা কম। আইসিডিডিআরবি সূত্র জানিয়েছে, এখন দৈনিক গড়ে ৫০০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। মার্চের শেষে ও এপ্রিলের প্রথম দিকে দৈনিক এক হাজারের বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে।

এর মধ্যে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই জেলায় মারা গেছে তিনজন। কক্সবাজার জেলায় মারা গেছে দুজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে মার্চের চেয়ে এপ্রিলে ডায়রিয়ায় বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মার্চে ৬৪ জেলায় মোট আক্রান্ত ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জনে। গত ৪ মাসে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন।

ঢাকা জেলার পর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঝিনাইদহ জেলায়। চার মাসে ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৩৪৩ জন। তবে এই হিসাবের মধ্যে আইসিডিডিআরবির হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর তথ্য নেই। এই হাসপাতালে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার মানুষ চিকিৎসা নেয়। হাসপাতালটিতে এই সময়ে ৮৮ হাজার ৫৯৩ জন চিকিৎসা নিয়েছে। আর ঝিনাইদহ জেলায় আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৩০ জন। সবচেয়ে কম আক্রান্ত হতে দেখা গেছে লালমনিরহাট জেলায়। উত্তরের এই জেলায় ৪ মাসে ১ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে।

The post দেশে চার মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৬ লাখ ৭৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95/

No comments:

Post a Comment