আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ২২ বছর বয়সী হামজা তাওয়াজ্জাল। তিনি ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের প্রথম মুসলিম লর্ড মেয়র এবং সর্বকনিষ্ঠ দায়িত্বশীল। গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তাওয়াজ্জাল লেবার পার্টির প্রার্থী ছিলেন।
নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘এটা সত্যিই সম্মান ও বিশেষাধিকার।
আমি সত্যিই বিস্মিত। ’ তাওয়াজ্জাল ওয়েস্টমিনস্টারের ঐতিহ্য অনুসারে অরাজনৈতিক ভূমিকা পালনের অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘এটি এমন একটি দায়িত্ব, যা রাজনীতির ঊর্ধ্বে। সুতরাং আমরা যদি কাউন্সিলের দৈনন্দিন কাজকে রাজনীতির বাইরে রাখতে না পারি, তবে তা গুরুত্ব হারাবে। তবে আমি সমাজের সঙ্গে আরো বেশি মিশতে চাই। আমি সেখানে আরো বেশি দৃশ্যমান হতে চাই, যেখানে সাধারণত মেয়রকে দেখা যায় না। সমাজের বেশির ভাগ মানুষ জানে না লর্ড মেয়র কী এবং তার কাজ কী। এই পরিস্থিতির পরিবর্তন চাই। ’
হামজা তাওয়াজ্জাল মরক্কান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি ২০১৮ সালে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলর নির্বাচিত হন।
সূত্র : অ্যাবাউট ইসলাম
The post ওয়েস্টমিনস্টার সিটিতে প্রথম মুসলিম লর্ড মেয়র appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/
No comments:
Post a Comment